নাটোরের ৪১.৫১ একরের দিঘাপতিয়া রাজবাড়ী। Uttara Gonobhaban। ইতিহাস ও ঐতিহ্যের কালের সাক্ষী। Natore

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • নাটোরের ৪১.৫১ একরের দিঘাপতিয়া রাজবাড়ী। Uttara Ghanabhaban। ইতিহাস ও ঐতিহ্যের কালের সাক্ষী। Natore। এক সময়ের দীঘা বাড়ির রাজবাড়ী এখন উত্তরা গণভবন। প্রাচীন স্থাপত্য কলার অনন্য নিদর্শন এই উত্তরা গণভবন।
    দিঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় ২.৪ কিমি দূরে প্রাসাদটি অবস্থিত।বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্মেন্ট হাউস নামে পরিচিত। ১৯৭২ সনের ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া রাজবাড়ীকে উত্তরা গণভবন নামকরণ করেন।
    দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রাম জীবনের দেওয়ান ছিলেন। দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় (১৬৮০-১৭৬০) ১৭৩৪ সালে প্রায় ৪৩ একর জমির উপর দিঘাপতিয়া প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। রাজবংশের ষষ্ঠ রাজা প্রমদানাথ রায়ের আমলে ১৮৯৭ সালের ১০ জুন নাটোরের ডোমপাড়া মাঠে তিনদিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক বরেণ্য ব্যক্তি এ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। তবে শেষ দিন ১৮৯৭ সালের ১২ জুন প্রায় ১৮ মিনিটব্যাপী এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন। রাজা প্রমোদনাথ রায় চারদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভেতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভবনসহ ছোট-বড় মোট ১২টি ভবন নির্মাণ করেন। তিনি ১৮৯৭ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত ১১ বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও চিত্রকর আর দেশি মিস্ত্রিদের সহায়তায় সাড়ে ৪১ একর জমির উপর এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। তিনি মোগল ও প্রাশ্চাত্য রীতির মিশ্রণে কারুকার্যময় নান্দনিক এই ভবনটিকে এক বিরল রাজ ভবন হিসেবে গড়ে তোলেন।
    #bangladesh #history #historical #natore #nature #gonobhabon #youtubeshorts #youtube #video #viral #viralvideo #gardening #palace #নাটোর #পর্যটন #পর্যটক #ভ্রমন #travel #traveling #uttaragonobhaban
    #bangladesh #নাটোর #natore #উত্তারাগণভবন #Uttaraghanabhaban #heritage #historical #history #palace #Rajbari #প্রাসাদ #দিঘাপাতিয়া #tour #travel #traveling #travelvlog #nature #বাংলাদেশ

Komentáře • 1

  • @NadimtheTravelHunter
    @NadimtheTravelHunter Před 21 dnem

    চমৎকার পরিবেশে নাটোরের গণভবন। 🎉 পাবে থাকার প্রত্যাশায়। 😍❤️