Mahalaya By Uttam Kumar | দেবী দুর্গতিহারিণী | উত্তম কুমার এর মহালয়া | Rhythmic Entertainment

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2019
  • উত্তম কুমার এর মহালয়া - দেবী দুর্গতিহারিণী
    To listen Full Mahalaya, সম্পুর্ণ মহালয়া - By Birendra Krishna Bhadra | মহিষাসুরমর্দ্দিনী. Please Click This Link- • Mahalaya By Birendra K...
    Slokas Chanting - Dr. Gobinda Gopal Mukherjee, Madhabi Mukherjee, Hemanta Mukhopadhyay.
    Directed by -Hemanta Mukhopadhyay, Sailen Mukhopadhyay
    Voices of - Hemanta Mukhopadhyay, Lata Mangeshkar, Asha Bhonsle, Manna Dey, Sandhya Mukherjee, Arati Mukherjee, Manabendra Mukherjee, Dwijen Mukherjee, Utpala Sen, Pratima Banerjee, Nirmala Mishra, Ashima Mukherjee, Anup Ghoshal, Tarun Banerjee, Sailen Mukherjee, Shipra Basu, Banashree Sengupta, Haimanti Sukla, Pintu Bhattachariya, Aparna Sengupta, Samaresh Roy, Arun Krishna Ghosh, Prabhas Prasun, Shakti Thakur.
    Narrated by - Uttam Kumar, Basanta Chowdhury, Chhanda Sen, Partha Ghosh.
    Like, Share & Please Subscribe My Channel.
    For listening pleasure only. No intention to infringe copyright.
    #RhythmicEntertainment
    #Mahalaya
    #UttamKumar
  • Hudba

Komentáře • 454

  • @RhythmicEntertainment
    @RhythmicEntertainment  Před 4 lety +14

    Durga Puja Parikroma 2019
    Watch Durga Puja Online. Please Check this links-
    czcams.com/video/lsH_tt5lFnU/video.html

  • @user-uv9dd1ey8z
    @user-uv9dd1ey8z Před 2 lety +46

    পুরো অনুষ্ঠানটি শুনলাম ۔۔মহানায়কের প্রতি অপার শ্রদ্ধা রেখেই বলছি ۔۔অভিনয়ের জগতে যেমন আপনি অদ্বিতীয় শাহেনশাহ ۔۔তেমনি মহালয়ার স্বর্গীয় কণ্ঠের চন্ডীপাঠ ও শ্লোকে একজনই অদ্বিতীয় শাহেনশাহ ۔۔তিনি এক ও অনন্য প্রণম্য বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ۔۔۔

    • @rabindranathupadhyay-7726
      @rabindranathupadhyay-7726 Před 9 měsíci

      আমি আপনার কমেন্টে সাধুবাদ জানাই। ধন্যবাদ বন্ধু।

  • @gitanjaliroy1294
    @gitanjaliroy1294 Před 2 lety +9

    আমার কাছে সেরা অভিনেতা মানেই উত্তমকুমার আর সেরার সেরা হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া ।🙏🙇

  • @dilipkumar235
    @dilipkumar235 Před 2 lety +10

    মহালয়ার চণ্ডীপাঠে শ্রীবীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের তুলনা আর কারো সাথে হয় না। মহানায়ক শ্রীউত্তম কুমার অভিনয়ে যেমন সেরা, তেমনি শ্রীবীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়ার চণ্ডীপাঠের জন্য মহানায়ক। জয় মা দূর্গা॥

  • @rudradipmajumdar1197
    @rudradipmajumdar1197 Před 2 lety +30

    চলচ্চিত্রে উত্তম কুমার, আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কে মানায়।

  • @bhaktaprahladghoshmusic6786

    মহালয়ার চণ্ডীপাঠ শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের পরে এই পৃথিবীতে এখনো জন্মায়নি। বীরেন্দ্র কৃষ্ণের গলা শুনলেই পুজোর আনন্দে গায়ে কাঁটা দেই

  • @subirmukhopadhyay5139
    @subirmukhopadhyay5139 Před 2 lety +15

    বহু বছর পর আবার শুনলাম. প্রথম যখন শুনি তখন 22 বছর বয়স, আর এখন 68. বেশ লাগলো. মনে হলো এতো ছি ছি করাটা ও একটু বেশি বাড়া বাড়ি হয়ে গিয়েছিলো. তবে দীর্ঘদিন ধরে একটি জিনিস শুনতে শুনতে কান তৈরি হয়ে গিয়েছিলো. তাই এটি তেমন গ্রহনীয় মনে হয় নি. গান গুলি বেশ ভালো, হৃদয়গ্রাহী.
    যা কিছু দুর্বলতা তা script এ রয়ে গিয়েছিলো. ড ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী পণ্ডিত মানুষ. কিন্তু গণমাধ্যমের script লেখা অন্য ধরণের কুশলতা দাবি করে. সেটির বেশ অভাব ছিল. আর সেই কারণে এই অনুষ্ঠানটি তেমন জনপ্রিয় হয় নি. এর মধ্যে নাটকীয় উত্থান পতনের অভাব ছিল.

  • @debopriyaofficial
    @debopriyaofficial Před 2 lety +62

    এই অনুষ্ঠানটি মহালয়ার পরের দিন প্রচার করা হলে দুটি অনুষ্ঠানই ভিন্ন মাত্রায় জনপ্রিয়তা পেতো।
    কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার বদলে প্রচার করতে গিয়েই ফ্লপ হয়েছিল।
    নইলে এই অনুষ্ঠানটি ও অতি সুন্দর উপস্থাপনা করেছেন উত্তম কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়।

  • @samarhare3779
    @samarhare3779 Před 2 lety +30

    গানগুলো মন কাড়ে,
    গানগুলো খুবই ভালো,
    মহালয়ার শিউলি ঝড়া ভোরে
    বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলা না শুনলে
    নিভে যায় যেন মনের আলো।

  • @techgautam422
    @techgautam422 Před 2 lety +24

    মহানায়কের এই মহালয়া শোনার সুযোগ করে দেওয়ার জন্য আপলোডকারীকে অনেক ধন্যবাদ।

  • @chaitalighatak7070
    @chaitalighatak7070 Před 2 lety +72

    বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সাথে তুলনাই চলে না। ওরকম কালজয়ী অনুষ্ঠান হযনি হবেও না।
    আর গানগুলো ভালো হলেও মনে হচ্ছে সিনেমার গান শুনছি।

    • @soumopapan7349
      @soumopapan7349 Před 2 lety +3

      আমি আপনার সাথে একমত

    • @taraprasannasaha6613
      @taraprasannasaha6613 Před 2 lety +4

      মোটেই ভালো লাগছে না , কারণ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র'ই মহালয়া'র এক অন্যতম পথিকৃৎ।

    • @sukdebdas430
      @sukdebdas430 Před 2 lety

      আপনি যেটা বলেছেন, তার উপর কোনো কথা হবে না। কারন বানী কুমার রচয়িতায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া সত্যি লক্ষ্য লক্ষ্য কোটি কোটি বাঙালির মনের মাঝে যায়গা দখল করে নিয়েছে। সালটা ছিল প্রথম 1931সাল। উনি জাতিতে কায়েত ছিল বলে তার জন্য তখন কার দিনে অনেক বড় বড় পন্ডিত সেকু মাকুরা ওনার চন্ডী পাঠ মেনে নিতে পারেন নি।(সংক্ষেপে বললাম) কিন্তু যাইহোক। স্য়ং মা দুর্গার আশীর্বাদ ওনার সঙ্গে ছিল। আজও ওনার মহালয়ার চন্ডী পাঠ শরীরে কাঁটা দিয়ে উঠে। বীরেন্দ্রকৃষ্ণ মহাশয় আপনার শ্রী চরনে কোটি কোটি প্রনাম জানাই 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vishnum1807
      @vishnum1807 Před rokem +1

      প্রথম টাই ঠিক

  • @sankarchattopadhyay418
    @sankarchattopadhyay418 Před 2 lety +8

    শুনতে শুরু করলে কিছুতেই থামা যায়না !!! অসাধারণ গানগুলো !!! তুলনাহীন !!! কোনটা ছেড়ে কোনটা বোলবো !!! তবুও যেন আরতি মুখার্জির গানটা "তুমি বিশ্বমাতা ব্রম্হময়ী মা তুমি, জঠর ধারিনী আমার জননী, আমার জন্মভূমি" সারাজীবন সংরক্ষণ করে রাখার মত !!!! কোন বোদ্ধারা যে এই অসাধারণ সৃষ্টিকে এতদিন অচ্ছুৎ করে রেখেছিল জানিনা কিন্তু সেই মাতব্বরদের জন্য কোটি কোটি সংগীত প্রেমি বছরের পর বছর রসাস্বাদন থেকে বঞ্চিত হল। এই গীতী আলেখ্যটি আবার জনসমক্ষে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • @GOUTAM-wi3wi
      @GOUTAM-wi3wi Před 2 lety

      shankar chattopadhyay
      এই গান্ডু... পাগলামি থামা

    • @sankarchattopadhyay418
      @sankarchattopadhyay418 Před 2 lety +1

      @@GOUTAM-wi3wi সত্যি সত্যিই গানের কিছু বোঝেন কি ? দৌড় তো মনে হয় টুম্পা সোনা পর্যন্ত 😏😏

    • @GOUTAM-wi3wi
      @GOUTAM-wi3wi Před 2 lety

      @@sankarchattopadhyay418
      দূর গান্ডুর ভুত.... টুম্পা সোনা কি গান? শুনি নি.....১৯৭৬ সালে যখন দেবী দুর্গতিহারিণী প্রথম প্রচারিত হল তখন আমার বাইশ বছর বয়েস.....
      আপনার কত ছিল? টুম্পা সোনা জানলেন কি করে? আপনার খুব পছন্দের গান বুঝি? ওই অনুষ্ঠানের গান গুলি অবশ্যই ভাল.... মাটি করেছিল ভাষ্য পাঠ ।উত্তম কুমার... বসন্ত চৌধুরী.. ছন্দা সেন এঁরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্থান নিতে পারতেন না পারেনও নি ।এই অনুষ্ঠানের পশ্চাৎপটে
      আকাশবাণীর আভ্যন্তরীণ রাজনীতি ছিল... যাকে বলা হয় কাঁকড়ানীতি।
      এত ব্যাপার অল্প পরিসরে লেখা সম্ভব নয় ।বীরেন্দ্র কৃষ্ণ বাবুর কণ্ঠ শুনতে না পেয়ে বাঙালী বুদ্ধিজীবী সমাজ অত্যন্ত আহত হয়ে ছিলেন । এই কারণে সাত দিন পরে
      মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান প্রচার করতে বাধ্য হয়েছিল আকাশবাণী কর্তৃপক্ষ।
      আপনি মাকড়া তায় গান্ডুর ভুত... এসব যা লিখলাম... মাথায় ঢুকবে-?
      গাড়োলচোদা গান্ডুর ভুত🤘🤘🤘🙄🙄🙄😗😗😗😗😗😗🤔🤔🤔

    • @sankarchattopadhyay418
      @sankarchattopadhyay418 Před 2 lety +1

      @@GOUTAM-wi3wi আপনি কি করেন, তোলাবাজি না সিণ্ডিকেট মুখের ভাষা তো একদম সেরকমই লাগছে !!!!!! ভাষ্য পাঠ নিয়ে কিছুই বলা হয়নি বলা হচ্ছে গানগুলো অসাধারণ।

    • @sankarchattopadhyay418
      @sankarchattopadhyay418 Před 2 lety

      @@GOUTAM-wi3wi তার মানে এখন আপনার বয়েস ৬৭ বছর। আমি আপনার থেকে ছোটো কিন্তু আপনার মত এত সুন্দর ভাষা আয়ত্ত করা হলোনা।

  • @geographerdhara3371
    @geographerdhara3371 Před 3 lety +33

    এই অনুষ্ঠানটি শুনতে পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সময়ে অনুষ্ঠানটি একটি অনবদ্য প্রয়াস। এটা ও বহু মানুষের শোনা দরকার। তবে বীরেন্দ্র বাবুর কন্ঠস্বর অন্তরকে ছুঁয়ে যায়।

  • @manikdas384
    @manikdas384 Před 3 lety +18

    একেকটির একক রকম স্বাদ। কোনটির সাথে কোনোটির তুলনা করতে চাইনা।

  • @surya.chakravarty2896
    @surya.chakravarty2896 Před 2 lety +2

    Good efforts,but krishna ballab bhadra mahalaya is legend.great

  • @subratadutta4539
    @subratadutta4539 Před 3 lety +11

    তুলনা করবনা বললেও মনে মনে আপনা আপনি তুলনার চিন্তা এসে যায়। কারণ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের "মহিষাসুরমর্দিনী" প্রতিটি বাঙালির মনে গেঁথে রয়েছে। ওটা একটা প্রতিমূর্তির মত অন্তরে বাসাবেঁধে আছে, সেখানে যদি সমগোত্রীয় আরও একটি অনুষ্ঠান কেউ করে থাকেন তাহলে "তুলনা" আপনা আপনি এসে যায়।

    • @parthobiswas9128
      @parthobiswas9128 Před 2 lety +3

      ছুলেই সোনা হয়ে যাবে বললেই সোনা ঝরে এমন ভাবা ভুল। এটা চন্ডী পাঠ অভিনয় নয়। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ইজ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ওনাকে টপকানো অত সোজা নয় ।

    • @siddharthachakraborty4734
      @siddharthachakraborty4734 Před 2 lety

      Flop show. But great effort was applied.

  • @madhabimukherjee614
    @madhabimukherjee614 Před 4 lety +33

    এক একটি বন্দনাগীতি যেন ঝলমলে মনিমানিক্য! স্তোত্রপাঠে,‌গীতে এবং আবহসঙ্গীত এক অসাধারণ নিবেদন এই মহালয়া গীতিআলেখ্য! এই অপূর্ব সৃষ্টিকে কেন অনাদরে সরিয়ে রাখা হয়েছিল এর কারণ অজানা। বাঙলার সঙ্গীতপ্রীয় মানুষের এই আলেখ্য টি অবশ্যই শোনা দরকার। অসংখ্য ধন্যবাদ এই অনবদ্য ভিডিও প্রকাশ করার জন্য।

    • @devotionalprasun6543
      @devotionalprasun6543 Před 3 lety +1

      সম্ভবত গতবছর দুর্গাপূজার মধ্যে কোন একদিন এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছিল..

    • @swapnadey8097
      @swapnadey8097 Před 2 lety

      ঠিক দিদি ।

  • @pritamdasgupta5923
    @pritamdasgupta5923 Před 3 lety +37

    গানগুলো কিন্তু সত্যিই ভালো। এই গানগুলোর আলাদা করে সংরক্ষণ করা উচিত।

  • @anirudhakundu3114
    @anirudhakundu3114 Před 3 lety +17

    গান গুলো সুন্দর। মহালয়া টাও সুন্দর পুজো তে এই গান গুলো বাজলে খুব ভালো লাগবে।

  • @jyotirmangoswami2303
    @jyotirmangoswami2303 Před 2 lety +53

    বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বানীকুমার, পঙ্কজ কুমার মল্লিকদের প্রচেষ্টার সমকক্ষ না হলেও,একেবারে ফেলনা নয়। আমার তো অসাধারন লাগল। যতটা বিরুপ সমালোচনা আর গণ অসন্তোষের শিকার হতে হয়েছিল,এ প্রচেষ্টা বোধহয় ততটার যোগ্য ছিল না।

    • @Famous.quotes1944
      @Famous.quotes1944 Před 2 lety +3

      একেবারে ঠিক।

    • @swapnadey8097
      @swapnadey8097 Před 2 lety +1

      100%ঠিক

    • @GOUTAM-wi3wi
      @GOUTAM-wi3wi Před 2 lety +1

      @@swapnadey8097
      ১৯৭৬ সালে.... আমি বাইশ বছর বয়েসে এই অনুষ্ঠান অপছন্দ করেছিলাম....
      উত্তম কুমার... বসন্ত চৌধুরী... ছন্দা সেন.. এঁরা নিতান্তই সুরহীন...বীরেন্দ্রবাবুর কণ্ঠ... এবং সুরেলা উচ্চারণ নিতান্তই বিরল ।

    • @swapnadey8097
      @swapnadey8097 Před 2 lety +1

      @@GOUTAM-wi3wi আমি জন্মায়নি তখন কিন্তু এখন ভালো লাগলো ,অবশ্যই সেটা আপনার ব্যাপার।

    • @uttamkumardas5790
      @uttamkumardas5790 Před 2 lety +3

      Technical Karon kina janina, tabe golay Dom nei, মনে hocce sadamata ekta onusthan sunchi. Gangulo music er chote lyrics hariye গেছে.

  • @krishnaprasadbhandari743
    @krishnaprasadbhandari743 Před 2 lety +23

    একই ঘটনা যাত্রায় এক রকম, সিনেমায় অন্য রকম। কিন্তু দুটিরই মূল্য অপরিসীম। নিজের নিজের দিকে দুটিই প্রধান। সুতরাং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও অরুণ কুমার চট্টোপাধ্যায় এর (মহানায়ক উত্তম কুমার) মহালয়া দুটি অনন্যসাধারণ ও সুন্দর।

  • @tapashchakraborty9869
    @tapashchakraborty9869 Před 2 lety +2

    দুটো অনুষ্ঠান আমার কাছে দুরকম মনে হয়েছে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের চনডী পাঠ এবং বানী কুমারের পরিচালনা আমাকে একটা আলাদা অসুর নিধনের আনন্দ দিয়েছে, আমি পরিতৃপ্ত।আর মাননীয় উত্তম কুমারের মহালয়া আমাকে একটা বিশ্লেষণ মুলক পাঠ বলে মনে করায়।

    • @snghowami4905
      @snghowami4905 Před rokem

      দুটোই সুন্দর। দুদিন দুটো অনুষ্ঠান হলে ভালো ই লাগবে।

  • @pranabgiri2921
    @pranabgiri2921 Před 2 lety +12

    এই অনুষ্ঠানটি ও মহালয়ার পরে একদিন প্রচার হওয়া উচিত।

  • @amlan1710
    @amlan1710 Před 4 měsíci

    খুব সুন্দর উপস্থাপনা, অনেক polite, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার মতো নাটকীয়তার অভাব

  • @appy1311
    @appy1311 Před 2 lety +3

    এই অনুষ্ঠানটি না হলে আমরা জানতেই পারতাম না মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি আমাদের মনের কতখানি অংশ জুড়ে রয়েছে
    দূর্গতিহারিণী অনুষ্ঠানটি নিঃসন্দেহে ভালো
    উত্তম কুমার আপামর বাংলা ও বাঙালির মনে চিরকাল মহানায়ক হয়েই থাকবেন
    কিন্তু মহালয়ার নায়ক একমাত্র বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছাড়া কাউকে ভাবা সম্ভব নয়

  • @abhijitsen8300
    @abhijitsen8300 Před 3 lety +20

    পুরোনো অনুষ্ঠান-এর সঙ্গে তুলনা না করলে , এই 'দেবী দুর্গতিহারিণী' সত্যি-ই খুব মনোগ্রাহী অনুষ্ঠান , কলাকুশলী-রা সবাই কৃতী ও পুরোনো অনুষ্ঠান-এও ছিলেন অনেকেই /

    • @bazlur-Vancouver
      @bazlur-Vancouver Před 3 lety +1

      খুব সত্যি কথা বলেছেন অভিজিৎদা। অনেকেই না জেনেই বক্তব্য রাখে।

    • @swapnadey8097
      @swapnadey8097 Před 2 lety

      ঠিক বলেছেন দাদা

  • @samarsen8609
    @samarsen8609 Před 2 lety +5

    তুলনার দরকার কি দুটোই ভালো দুটোই থাকুক এবং সম্প্রচার হোক।

  • @dilipkum60
    @dilipkum60 Před 2 lety +4

    Very good songs 🎵👌👏 I like all of it.

  • @subratapramanik9990
    @subratapramanik9990 Před 2 lety +8

    কোনও তুলনা না করে বলা যায় এটিও অসাধারণ।

    • @jayantachatterjee8140
      @jayantachatterjee8140 Před 2 lety +2

      অনুষঠানটি খুবই সুন্দর। হয়ত তখন আগেকারটি যতবার শোনা হয়েছে এটি হয়নি সে জন্য আমরা নিতে পারিনি

    • @swapnadey8097
      @swapnadey8097 Před 2 lety +1

      অসাধারণ

  • @pallabbanerjee460
    @pallabbanerjee460 Před 2 lety +17

    This is a great creation......so also " Mahisasurmardini ".....let us not compare and enjoy both.

    • @Famous.quotes1944
      @Famous.quotes1944 Před 2 lety

      True, both are equally good. Better not to compare between two.

    • @sasankadutta585
      @sasankadutta585 Před 2 lety

      Birendra sir's version was known as Mahisasuramardini....whereas Uttam Kumar's was known as Debi Durgatiharini...

  • @kalyansengupta1330
    @kalyansengupta1330 Před 2 lety

    অদ্বিতীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।

  • @shrabonighosh4322
    @shrabonighosh4322 Před 2 lety +7

    আমি প্রথম বার শুনলাম এই বহু অ প্রশংসিত অনুষ্ঠান টি। আমরা যে মহালয়া শুনে অভ্যস্ত সেটি তুলনা হীন কিন্তু এই অনুষ্ঠানটি ও যঠেষ্ট ভালো।

  • @jaysrisarkar6224
    @jaysrisarkar6224 Před 3 lety +22

    সে সময় এর কথা মনে নেই তবে এখন শুনতে ভালো লাগছে

  • @swapnasarkar3080
    @swapnasarkar3080 Před 2 lety +22

    দুর্গতিহারিণী আপলোড করার জন্য ধন্যবাদ। বীরেন্দ্রবাবুর সাথে তুলনা না করে,উত্তমকুমারের প্রচেষ্টাকে আমাদের সম্মান জানানো উচিত।

  • @anutoshmukhopadhyay744
    @anutoshmukhopadhyay744 Před 9 měsíci

    হেমন্ত মুখোপাধ্যায় দূর্দান্ত এই সৃষ্টিকে আমারা এতটা দূর ছাই না করলেও পারতাম, তখন আমার 13 বছর সেই একবার শুনেই গানগুলি মনে খোদিত হয়ে গিয়েছিল, অসাধারণ লেখা, সুর আর গায়ন, এই গান সৃষ্টির কারিগরদের কাছে আমি সব বঙালীর হয়ে ক্ষমা চাইছি, সবারই চাওয়া উচিতই বলে আমি মনে করি, প্রথম মহালয়া সর্বোত্তম মানছি কিন্তু এটির গানের কথা ও সুর মর্ম ছুঁয়ে যায় বার বার আবার শুনছি, অবাক হলাম যে এখনো অনেক গানের কথা সেই 13 বছর বয়সে শুনেছিলাম এখন আমার 60 বেশ মনে আছে, ধন্য এই সৃষ্টি, সবাইকে আমার শ্রদ্ধাপূর্ন প্রনাম 🙏🏼🌷😍

  • @paritoshbasu7611
    @paritoshbasu7611 Před 2 lety +5

    একদিন উপযুক্ত সম্মান পাবে।

  • @teluramkarmakar4769
    @teluramkarmakar4769 Před 3 lety +20

    সমুদ্রের শক্তি বেশি, গভীরতা আছে,সারা পৃথিবীতে সমুদ্র বহমান কিন্তু সমুদ্রের জল পান করা যায় না।এইটাই হলো বৈশিষ্ট্য ।

  • @pratikmajumdar87
    @pratikmajumdar87 Před 2 lety

    Birendra Krishna Vadra ❤
    Kono tulona chilo na, nei, thakbeo na

  • @tapanganguly5768
    @tapanganguly5768 Před 3 lety +12

    একটি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এর অন্যটি উওম কুমার এর এইভাবে কেন বলা হবে। দুটো অনুষ্ঠানেই অনেক বিশেষ বিশেষ শিল্পী আছেন। কোন কোন শিল্পীর সম্পাদনা দুটো অনুষ্ঠানেই নিষ্প্রভ আবার কারো কারো সম্পাদনা ঝিলিক দিয়েছে।সব মিলিয়ে দুটো অনুষ্ঠানেই কিছু কিছু মুহূর্ত অসাধারণ। তুলনা নাই বা করলাম।

    • @aritramukherjee5865
      @aritramukherjee5865 Před 3 lety +1

      Mahisasurmardini sobtai osadharon. Kon jayga ta nisprovo legeche janale valo hoy!

    • @swapnadey8097
      @swapnadey8097 Před 2 lety

      অপূর্ব বললেন

  • @mrigankasekharparia4606

    আমার মতে এই আলেখ্য খুবই সুন্দর হয়েছে।আমরা মহানায়ক উত্তম কুমার ও শ্রী বীরেন্দ্র কৃষ্ণভদ্র মহাশয়ের প্রসঙ্গ বাদ দিয়ে যদি আলোচনা করি ও এই উপস্থাপন টি মায়ের আগমনী গীতি আলেখ্য ভাবে বিচার করি ।এখানে স্তব , স্তূতী, সুর ও সঙ্গীত পরিবেশন খুবই সুন্দর হয়েছে। যারা সৃষ্টি করেছেন যদি তাদের উদ্দেশ্য মহৎ থাকে , অর্থাৎ একে অপরকে যদি টেক্কা দিতে আমরা না চাই । আমার মতে মানুষ যত কাল থাকবে দুটোকেই মনে রাখবে।

  • @ananyasingha3425
    @ananyasingha3425 Před 2 lety +2

    Aoneak dhonnobad ata sonar sujog kora dayor jonno .....

  • @shefalisaha5430
    @shefalisaha5430 Před 2 lety +1

    aaj pratham onusthan ti sunlam. amar valo legeche. Mayer katha , Mayer gan kharap hote pare ! Karo sathe tulona na korle valo hoy. nana vabe maa k daka Jay.

  • @debabratadebbarman3376
    @debabratadebbarman3376 Před 2 lety +18

    ভাল লাগল কারোর সাথেই তুলনা করা ঠিক না এটাও একটা সৃষ্টি

  • @bb24tanmoykumardas14
    @bb24tanmoykumardas14 Před 3 lety +3

    বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র : like
    উত্তম কুমার : Comment

  • @olivialo7233
    @olivialo7233 Před rokem

    Gaan guli sunechhen valo kore - ki asombhab Sundar - sur diechhilen Hemanta Mukherjee! Great 👍

  • @prodoshchatterjee3663
    @prodoshchatterjee3663 Před 2 lety +3

    AMR oshadharon valo laglo ..... .
    Uttam Kumar ER voice tar sathe sobar gan besh valo laglo amr .......

  • @Duttasonali
    @Duttasonali Před 2 lety +2

    গান গুলো অসাধারণ ।

  • @amalkarmaker5311
    @amalkarmaker5311 Před 2 lety +7

    It was a real jewel but we can not digest something different because we are addicted to old taste.

  • @samarjitroy6460
    @samarjitroy6460 Před 3 lety +11

    দুটো অনুষ্ঠানের সঙ্গেই এমন সব নাম জড়িয়ে আছে যে বিচার করার মতো ধৃষ্টতা আমার নাই।তবে পঙ্কজ মল্লিক-বীরেন্দ্রকৃষ্ণের অনুষ্ঠানটি বাঙালির হৃদয়ে যেন গেঁথে গেছে। সেখানে অন্য অনুষ্ঠানকে স্থান দিতে নারাজ বাঙালি।

  • @paramanandamahato7326
    @paramanandamahato7326 Před 3 lety +78

    শুনতে খারাপ লাগলো না। কিন্তু আমরা আগে থেকেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় চন্ডী পাঠ শুনে অভ্যস্ত , যা আজও আপামর জনসাধারণের অন্তরে স্থান করে নিয়েছে।

  • @victoradhikary251
    @victoradhikary251 Před 2 lety +1

    Nobody can't better than Birendra Krishna Bhadra

  • @jayantachatterjee4872
    @jayantachatterjee4872 Před 2 lety +32

    এই অনুষ্ঠান টি প্রথম শোনার সৌভাগ্য হল। মহালয়ার অনুষ্ঠানের সজ্ঞে তুলনা চলে না ।তবে প্রয়াস টি নিঃসন্দেহে ভাল ছিল ও প্রশংসার যোগ্য।

    • @bhattacharyya97
      @bhattacharyya97 Před 2 lety

      দাদা, এটা প্রতি বছর মহাষষ্টীর দিন ভোর পাঁচটায় আকাশবাণী কোলকাতার সব চ্যানেলে গত ৩০ বছর ধরেই শোনানো হয়। শুনে দেখবেন কোন বছর

    • @bubaidhali966
      @bubaidhali966 Před 2 lety

      @@bhattacharyya97 বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় এর মহালয়া শোনানো হয়.. উত্তম কুমারের নয়

    • @aveekraymukherjee3386
      @aveekraymukherjee3386 Před 2 lety

      @@bubaidhali966 Arnab Babu bolechhen, proti bochhor "MAHA-SHASHTHEE"-r din shonano hoi ("MAHALAYA-R DIN" eta shonano hoi, emon kono kotha kintu uni bolen ni)

  • @debjitghosh6908
    @debjitghosh6908 Před 2 lety +5

    Liked it very much. The presentation is in a different taste. Let us not compare it with Birendra Krishna Bhadra's Mahisasur Mardini. That's unique. But this one is also very nice. Can be very well listened to any day during puja. No effort was taken to popularise it.

  • @techgautam422
    @techgautam422 Před 2 lety +6

    সুন্দর বিকল্প প্রচেষ্টা। সবসময় মানুষ যে সব কিছু গ্রহণ করে তা নয়। তা দিয়ে বিচার করা উচিত নয়। অনেক ভালো ছবি বক্স অফিসে হিট করেনি। অনেক ছবি অনেকদিন পর হিট করেছে।

  • @lokanathbal4342
    @lokanathbal4342 Před 2 lety +2

    Bhalo Laglo. Very nice👍. Thanks🙏🙏🙏🙏. Jai Maa Durga Durgati Nacini... (Tuna bal, 42 Mouza katak Odisha)

  • @rijugaming9272
    @rijugaming9272 Před 3 lety +14

    আমার তো বেশ ভালোই লাগছে।

  • @theblessedsoul1000
    @theblessedsoul1000 Před 2 lety +16

    এটাও খুব ভালো লাগলো কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মশাই এর সাথে তুলনা চলবে না ♥️🙏

  • @ganeshsahoo3100
    @ganeshsahoo3100 Před 2 lety +5

    Another great creation overall!

  • @biswaruproy6874
    @biswaruproy6874 Před 2 lety +2

    Gaan gulo khub sundar...

  • @gourisankarroy1922
    @gourisankarroy1922 Před 2 lety +6

    গান গুলো খুবই ভালো

  • @sambhunathbasak7523
    @sambhunathbasak7523 Před 2 lety +10

    উপস্থাপনাটি প্রথম শুনলাম। বেশ ভালো লাগলো। তবে মহিষাসুরমর্দিনী র সাথে তুলনা করব না। সেটি অনবদ্য। ধন্যবাদ ।।

  • @partha071able
    @partha071able Před 3 lety +5

    Khubi sundar ekti programm. Ager version ta amader rokter madhhe, etao heart touching. great.

  • @sukantasarkar9252
    @sukantasarkar9252 Před 2 lety

    Birendra Krishna Bhadra of course Maha Nayak of Maha laya.

  • @swapnadey8097
    @swapnadey8097 Před 2 lety +6

    অপূর্ব অনবদ্য অসাধারণ দারুণ দারুণ ।

  • @tufan886
    @tufan886 Před 2 lety +7

    I really liked it. Great effort.
    Of course I do not want to compare with the traditional one.

  • @niladrisekharray5750
    @niladrisekharray5750 Před 4 lety +144

    এই অনুষ্ঠানটি সত্যিই ভালো | কিন্তু মুশকিল হলো এই অনুষ্ঠানের আগে লোকে আসল ক্ষীরের স্বাদ পেয়েছে | তাই হয়তো এই ক্ষীরের স্বাদ লোকের পছন্দ হয়নি | তবে এটাও ঠিক ....... এই অনুষ্ঠানের চলন বড়োই সাদামাটা | রোমাঞ্চকর উঠানামা নেই |

    • @aritramukherjee5865
      @aritramukherjee5865 Před 3 lety +13

      Eta khir noy..jol mesano dudh.. bola sune mone hoche ghum theke jor kore tule eneche

    • @sonalichatterjee884
      @sonalichatterjee884 Před 3 lety +3

      Akdom tik tai

    • @ramendubanerjee8741
      @ramendubanerjee8741 Před 2 lety +1

      @@sonalichatterjee884 kiki

    • @tridandimaharajhetampursri9732
      @tridandimaharajhetampursri9732 Před 2 lety +6

      Abossoi Shraddheya Virendra Krishna Vadra Mahashayer Bikolpo Nei,,,,,Tini Debir prati nisthashil ,, tai tar Kripa prasad prapta hoye korechhen,,,, ei jonno tar anusthan ti Abossoi kripa pusta,vtai eto Madhur Anabadya🙏 Harekrishna 🙏 RADHE RADHE 🙏

    • @biswajeetchatterjee1962
      @biswajeetchatterjee1962 Před 2 lety +1

      ঠিক আমার মনের কথাটা এতো সুন্দর করে বলেছেন আপনি,ঠিক তাই।

  • @sabyasachitalukder2423

    Birendra krishna Bhadra rr chandi paat. ....karor satte tulona kora chole na. .....etta EVERGREEN. .....

  • @GOUTAM-wi3wi
    @GOUTAM-wi3wi Před 2 lety +4

    ১৯৭৬সালে প্রথম বার এবং শেষ বার ॥
    এখন মনে হয়... হেমন্ত.. লতা.. আশা... সন্ধ্যা... আরতি... প্রতিমা... শ্যামল... মানবেন্দ্র.... তরুণ... দ্বিজেন.... এবং পঙ্কজ বাবু....বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র..... বাণী কুমার....এই শিল্পীবৃন্দ যদি মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান করতেন তাহলে অবশ্যই ইতিহাস অন্য রকম হত ।
    যন্ত্র অনুষঙ্গ.... ভি বালসারা...অলক নাথ দে... হিমাংশু বিশ্বাস...রাধাকান্ত নন্দী..নীলকান্ত নন্দী.... সুনীত চট্টোপাধ্যায়.... সলিল দত্ত... বেবি দা... টোপা দা....মহম্মদ সাগিরুদ্দীন...আলি হোসেন...জয়া বিশ্বাস...বটুক নন্দী.... রাধিকামোহন মৈত্র এবং অবশ্যই
    জ্ঞান প্রকাশ ঘোষ..... আহা আহা ।

  • @sagarikadasgupta2680
    @sagarikadasgupta2680 Před rokem

    যদিও এই অনুষ্ঠনটি বাঙালির একটি দুঃস্বপ্নের মত তবুও আমাদের অতি পরিচিত গায়ক গায়িকার কণ্ঠে গানগুলি একজন গান প্রিয় মানুষ হিসেবে খুবই ভাল লেগেছিল
    সংস্কৃত স্তোত্র পাঠ বা মহা নায়কের কণ্ঠে ভাষ্য পাঠ মনে দাগ কাটতে পারেনি ।
    সেটা হয়ত সেই অবিস্মরণীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয় এর চিরাচরিত কথন শিল্প আর আমাদের মনের নস্টালজিয়া
    তবুও দুই পক্ষের প্রতি আমার শ্রদ্ধা 🙏🙏

  • @hiranmoychakraborty8916

    এতে শুনার মতো কিছু নেই,ভাব ভক্তি অনেক অনেক দুর্লভ।

  • @kalejart6843
    @kalejart6843 Před 2 lety +2

    Etao khub valo laglo.

  • @deblinalala1012
    @deblinalala1012 Před 3 lety +8

    Thanks you tube... from my childhood I heard many times about mahanayak's mohalaya ..and controversy about this mohalaya ..... but before this video I have never heard this mohalaya .... On that time I thought definitely it was so bad to hear....but today first time when I was listening 🎧 to this mohalaya, I felt the same when I hear birendra krishna mohasaya's mohalaya 🙏 .... thank you so much you tube once again to give me chance to get the flavour of mohanayak's mahalaya .... songs r really awesome.... from my perspective both mohalayas r superb 🙏

    • @suchi0up
      @suchi0up Před 3 lety

      What was the controversy??

  • @abhoyroy4617
    @abhoyroy4617 Před 2 lety +7

    আমার একটাই অনুরোধ, মহিষাসুর মদিনীর পর এই অনুষ্ঠান টি শোনা নো হোক।

  • @rajatmukherjee8311
    @rajatmukherjee8311 Před 2 lety +1

    Birendra krishna bhadar mahalayar sathe karur mohaloyar tulona hoyna

  • @sujoyaich4883
    @sujoyaich4883 Před 2 lety +18

    মজার বিষয় হলো সয়ন উত্তম কুমারের এটি ভালো লাগেনি।
    এটার জন্য সে দুঃখ প্রকাশ করেছেন।

  • @kalyanimondal9619
    @kalyanimondal9619 Před 8 měsíci

    আমার বেশ লেগেছে।

  • @atasidey12
    @atasidey12 Před 3 lety +3

    Kono tulona na koreo bola jai etao osadharon sristi.

  • @lilamoypatra2446
    @lilamoypatra2446 Před 8 měsíci

    প্রতি বছর মহাষষ্টির দিন ভোর পাঁচটা তে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে । আকাশবাণী তে । হয়তো সবাই জানেনা ।

  • @user-qi1tv3er2l
    @user-qi1tv3er2l Před 2 lety +2

    মহিষাসুরমর্দিনী" শুনলে গায়ে কাঁটা দেয় কিন্তু"মহিষাসুরহারিনী" বড়ই সাদামাটা।কিন্তুগানগুলো ভালো।

    • @28Sahana
      @28Sahana Před 2 lety

      নামটা "দূর্গতিহারীনি"

  • @Parichay_Bose
    @Parichay_Bose Před 2 lety +18

    ক্ষীরের স্বাদ একবার পেলে সে চিনির স্বাদ এ খুশি হয়না। চিনি যতই মিষ্টি হোক ক্ষীর এর সাথে তার তুলনা অর্থহীন।।

    • @bubaidhali966
      @bubaidhali966 Před 2 lety +2

      সেই ক্ষীর হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়..
      " আশ্বিনের শারদ প্রাতে..
      বাঙালির মনে মা দুর্গা তার হাত ধরেই আসে "

  • @amalkarmaker5311
    @amalkarmaker5311 Před 3 lety +2

    Attempted differently. But the common people were addicted by so called Mahishasur mardini by Birendra Krishna Bhadra. That's why they disliked. But this composition was also a real jewel in its kind. 🙏👍👍

  • @ishaansen7112
    @ishaansen7112 Před rokem +1

    Gaangulo ato kharap noye jodio ba Birendra Krishna Bhadra is Birendra Krishna Bhadra

  • @gmvn19
    @gmvn19 Před 3 lety +14

    এই প্রচেষ্টা টি খারাপ নয় , অন্য সময় শুনতে ভালো ই লাগবে কিন্তু "মহালয়া মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র " এটি বাঙালির রক্তের সঙ্গে মিশে গিয়েছে । কিছু করার নেই । আকাশবাণী এই অনুষ্ঠান টি পূজার মধ্যে কোনো একদিন প্রচার করলে ভালো হবে ।

    • @jitendranathsingha3611
      @jitendranathsingha3611 Před 2 lety

      উত্তম কুমার পরিচালিত "মহালয়া "চেষ্টার কোন ভুল ছিল না, তবে অনুষ্ঠানটি জনসম্মুখে প্রচার করার আগে বিশ্লেষণ করার প্রয়োজন ছিল। অভিজ্ঞ বিষেজ্ঞর পরামর্শ নিলে ভালো হত। অনুরূপ বা নকল কোনো মতেই গ্রহণ যোগ্য নয়। নামী শিল্পী থাকলেই হবে না। দক্ষ পরিচালকের খুবই অভাব ছিল।

  • @shantashreebhattacharya7940

    Khub Sundor program.

  • @mongaladhikary731
    @mongaladhikary731 Před 3 lety +4

    Khub valo laglo. Ate somalochonar dikto dekhlam na. Ata akta sadamata bote. Kintu best.

  • @gmvn19
    @gmvn19 Před 2 lety +26

    এটি ও কিন্তু খারাপ নয় বরং বেশ ভালো । মহালয়ার দিন যেমন মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত হয় হোক
    কিন্তু এই প্রচেষ্টা টি কে পুরোপুরি বাদ না দিয়ে অন্য আরেক দিন সম্প্রচার করা যায় না কি ? ষষ্ঠী র দিন হতে পারে। আকাশবাণী র ভারপ্রাপ্ত কর্তা দের ভেবে দেখতে অনুরোধ করছি।

    • @rajmukherjee2796
      @rajmukherjee2796 Před 2 lety +1

      কেউ শুনবে না।এই মহালয়াটা ভালো হলেও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়াটা মানুষের মনে গেঁথে গেছে। ওইটা না শুনলে শারোদোৎসবের সূচনাটাই মনে হয় না।

    • @bhabanidasbose3119
      @bhabanidasbose3119 Před 2 lety +2

      আপনার মতকে সমর্থন করছি।

    • @sampritipaulx-b-4941
      @sampritipaulx-b-4941 Před 2 lety

      👍

    • @bimanbasu6471
      @bimanbasu6471 Před 2 lety +2

      পূর্ণ সমর্থন জানাচ্ছি। বাঙালী জাতির আর একটা সৃষ্টি রক্ষা করতে হবে।

    • @suvankarbag689
      @suvankarbag689 Před 2 lety +7

      আকাশবাণী প্রতি বছর ষষ্ঠীর দিন এই অনুষ্ঠানটি প্রচার করে । আপনি হয়তো জানেন না।

  • @subhasishchatterjee9570
    @subhasishchatterjee9570 Před 3 lety +40

    এই অনুষ্ঠানটার সঙ্গে মহিষাসুরমরদনীর তুলনা চলে না । উত্তমকুমারের ও হেমন্তের চেষ্টার ত্রুটি ছিল না । তবে উত্তম ও হেমন্ত পঙ্কজ ও বীরেন্দ্রবাবু নন । সাধনার পার্থক্যত থাকবে ।

    • @SOURAVDAS-so5os
      @SOURAVDAS-so5os Před 2 lety +1

      হেমন্ত মুখোপাধ্যায় কী মহালয়া করেছিলেন?

    • @amitsarkar6651
      @amitsarkar6651 Před 2 lety

      @@SOURAVDAS-so5os haa

    • @mahabharatamahabharata3994
      @mahabharatamahabharata3994 Před 2 lety

      @@SOURAVDAS-so5os বাণীকুমার , বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, পঙ্কজকুমার মল্লিকের অমর সৃষ্টি মহিষাসুরমর্দিনী (Live) তে অংশ গ্রহণের জন্য হেমন্ত মুখোপাধ্যায় অসম্মত হন, পরিবর্তে দ্বিজেন মুখার্জির কন্ঠে গান রেকর্ড করা হয়। মহিষাসুরমর্দিনীর কোনো সংস্করণেই হেমন্ত মুখোপাধ্যায় অংশগ্রহণ ছিল না।

    • @SOURAVDAS-so5os
      @SOURAVDAS-so5os Před 2 lety

      @@mahabharatamahabharata3994 Na na.
      উত্তমকুমারের মহালয়া তে ছিল

    • @somenathbagchi6215
      @somenathbagchi6215 Před 2 lety +2

      Prothome dwijen Mukherjee r ganta hemanta Mukherjee r chilo,ar 2times live mahaloyer music director chilo sei samay Pankaj Mullick er sathe radio r problem cholchilo.pare bombay chole jaoyer janno ganti dwijen Mukherjee r kache jay.

  • @kajalchakraborty5557
    @kajalchakraborty5557 Před 2 lety +3

    সত্যি অসাধারণ।

  • @digantachatterjee3761
    @digantachatterjee3761 Před 2 lety +6

    Wonderful. Unparalleled. It would be foolish to compare it with the other great initiative.

  • @paragsengupta208
    @paragsengupta208 Před 2 lety +3

    এখন তো ভালই লাগলো।

  • @laltughosh9072
    @laltughosh9072 Před 2 lety +1

    যদি উত্তম বাবুরটাও জনপ্রিয় হত তাহলে আজকে
    বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র হারিয়ে যেতেন।
    ভালো কিছুকে হারিয়ে দেওয়ার চেষ্টা করলে বিস্ফোরণ হবেই।
    যদি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া কে রেখে এটাকে দ্বিতীয় কোন দিন ( পঞ্চমী অথবা ষষ্ঠীতে ) প্রচার করা হতো তাহলে দুটোই আজকে বেঁচে থাকতো।

  • @sumanjana3599
    @sumanjana3599 Před 3 lety +5

    Outstanding

  • @bimanmondal4627
    @bimanmondal4627 Před 2 lety +9

    একটা বিষয় বুঝে উঠতে পারিনা‌, উত্তম কুমার এবং ফলপ‌ শব্দটি উচচরিত হয় কেন? একা উত্তম কুমার গনথনায় ছিলেন না‌ আরও তিন জন ছিলেন বসন্ত চৌধুরী পাথ ঘোষ ছনদা সেন।আগের টা অবশ্যই ভালো এটাও কিন্তু খারাপ নয়।পূজার মধ্যে যে কোন একদিন চালালে ভালোই লাগবে।

  • @pinakiprasadsaha806
    @pinakiprasadsaha806 Před 3 lety +2

    Gaan Sotti APURBO! 🙏🙏👍

  • @arnab1234pal
    @arnab1234pal Před 2 lety

    Anek valo briendrakrishna mahalaya

  • @debnarayandebnath4954
    @debnarayandebnath4954 Před 2 lety +3

    ভালো ।

  • @kalyandasadhikary1059
    @kalyandasadhikary1059 Před 2 lety +1

    খারাপ বলা যাবে না but সেটা অনেক ভালো..

  • @bandhanbd2172
    @bandhanbd2172 Před 2 lety +1

    বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় চন্ডী পাঠ শুনে অভ্যস্ত , যা আজও আপামর জনসাধারণের অন্তরে স্থান করে নিয়েছে।ক্ষীরের স্বাদ একবার পেলে সে চিনির স্বাদ এ খুশি হয়না

  • @kalipadapal9104
    @kalipadapal9104 Před 2 lety

    It's a good creation but Birendra babu has done it nicely....ie wonderful....pranam

  • @sunilchoudhury3151
    @sunilchoudhury3151 Před 3 lety +8

    আমরা যেন কি রকম বুঝতে পারিনা।কখনো পুরানো কে ফেলে দিয়ে নতুন কে আহ্বান করি আবার কখনো নতুন কে অবলীলায় ফেলে দিয়ে সমালোচনা য় মত্ত হই।আমরা কি যে চাই নিজেরাই জানি না।শুধু কিছু মানুষের চিৎকারে তাদের সঙ্গ দি।