ট্রাইকো কম্পোস্ট (Trichocompost): ২ হাজার টাকা খরচে ২০ হাজার টাকার সার

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • মাটির স্বাস্থ্যসুরক্ষায় বিশেষ করে ছাদ বাগান কিংবা সবজি ও ফল ফসলের জন্য চমৎকার জৈব সার। পুষ্টি দেয়ার সাথে সাথে মাটিজনিত ছত্রাক রোগ নিরাময়ে দারুণ কাজ করে। যারা আধুনিক কৃষিকাজে জড়িত তাদের এই সার সম্পর্কে জানা আবশ্যক।
    ট্রাইকো কম্পোস্ট কিনতে বা জানতে যোগাযোগ করতে পারেন
    কৃষক রফিকুল- ০১৭৫৫২৯৩২৭৭
    কৃষি অফিসার- ০১৭১৪৬৬৫৭৮৬

Komentáře • 272

  • @KrishiBioscope
    @KrishiBioscope  Před 5 lety +37

    Rafiqul‪ Tricho‪ Farmer
    0‪ 1755-293277
    কৃষি অফিসার বগুড়া সদর এনামুল স্যার- 01714665786

    • @miscellaneoustalk2756
      @miscellaneoustalk2756 Před 5 lety +2

      you are doing a great job sir. all of us have to help the farmers, because they are the real men and the real heroes of the country.

    • @kawsaribrahim1
      @kawsaribrahim1 Před 5 lety +2

      রফিক সাহেব এর কথা কাজে মিল নাই
      সে গত বিশ দিন যাবত আমাকে সার পাঠাবে বলে ঘুরাচ্ছে।

    • @alhazriyadahmed5278
      @alhazriyadahmed5278 Před 5 lety

      Plz call me 01913888866,Effat trico Compost

    • @smailhossain9664
      @smailhossain9664 Před 4 lety +1

      ভাই এক বিগা জমিতেই কতটুকু সার দিতে হয় জানাইবেন

    • @mohammeduzzal1440
      @mohammeduzzal1440 Před 4 lety

      @@alhazriyadahmed5278 koto kore kg? 500 kg nite chai

  • @nabilanide1748
    @nabilanide1748 Před 5 lety +17

    আপনার প্রত্যেক টি ভিডিও খুবই ভালো এবং কূষকের জন্য উপকারী। অনেক অনেক ধন্যবাদ ।

  • @mohammedsifulislam1109
    @mohammedsifulislam1109 Před 3 lety +2

    সকল সেক্টরে যদি এরকম উদ্যোগী কর্মকর্তা থাকতো তাহলে সত্যিকার সোনার বাংলা ঘড়ে যেতো।

  • @abdurrahimrahim8122
    @abdurrahimrahim8122 Před 4 lety +1

    আন্কেলের মুখের মিষ্টি হাসি দেখে আমার খুব ভালো লাগলো। আল্লাহ পাক তিনার নেক হায়াত দান করুন আমিন।

  • @mainakmallick4036
    @mainakmallick4036 Před 4 lety +1

    খুব ভালো ভিডিও ।মানুষ দুজন ও অসাধারণ । কথা শুনে বুঝলাম ছাদে টবে ফুল বা সবজি চাষে এই সার খুব কার্যকরী হবে । কারণ এই সার গাছে ফাঙ্গাস আক্রমন এর হাত থেকেও রক্ষা করে । অনেক ধন্যবাদ ।

  • @jiksa5098
    @jiksa5098 Před 5 lety +7

    আমাদের বগুড়ার এই উদ্যোতাক অনেক অনেক অভিন্দন

  • @showkatjoshim2578
    @showkatjoshim2578 Před 5 lety +2

    কৃষির উন্নয়নের জন্য কৃষকদেরকে উন্নত প্রযুক্তি এবং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ভাবে শিক্ষা দিতে পারলেই আমরা কৃষিতে অভাবনীয় সাফল্য অর্জন করতে পারবো। এই বিষয় গুলো কে কৃষকের কাছে পৌঁছে দিতে তালহা জুবায়ের স্যারের মতো তরুণ প্রজন্মের কৃষিবিদদের কে এগিয়ে অাসতে হবে। এইজন্য তালহা জুবায়ের স্যারের জুড়ি নেই। ধন্যবাদ স্যার।

  • @mdferoz6181
    @mdferoz6181 Před 4 lety +1

    যেমন ডাঃ রাইহান স্যার তেমন এনামুুল স্যার, গাজিপুরে আছে ডাঃ জহির স্যার,আল্লাহ্ গুটি কয়েক জন মানুষকে চাকরির মাদ্যমে মানুষের খেদমতে নিউজিত করেছেন,অনাদের দির্ঘ হায়াত কামনা করি,,

    • @azizulhaqim8013
      @azizulhaqim8013 Před 3 lety

      গাজীপুরে জহির স্যার কোথায় আছে

  • @Taslima-xj1uq
    @Taslima-xj1uq Před 6 měsíci

    Bhaiya ami india theke bolsi apner kothagulo onek sundor abong marjito....khub valo legese.....

  • @samiulkarimaslam3513
    @samiulkarimaslam3513 Před 4 lety

    প্রবাসী সাংবাদিক সাহেদ আলম ভাইয়ের মতো আপনার পারফর্ম খুব ভালো লাগে আপনাকে।

  • @ismilehossain1985
    @ismilehossain1985 Před 4 lety +2

    I like this officer....respect others and get respect...he is very respectful to others....

  • @abusayed7111
    @abusayed7111 Před 3 lety

    সুন্দর, খুব ভাল উদ্দেক। খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনার এই উদ্দেক। ধন্যবাদ।

  • @sujitkumardas817
    @sujitkumardas817 Před 4 lety +1

    অনেক অনেক ধন্যবাদ জানাই আর এই ভিডিও টি পূনরায় তৈরী পদ্ধতির নতুন একটি ভিডিও করুন এতে আপনার আমার সবার উপকার হবে। আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

  • @user-fj8ws3ud4s
    @user-fj8ws3ud4s Před 4 lety +2

    I am from India. Your all video always helpful. Many many thanks.

  • @krishokersateagamirpothay

    সুধী
    আসসালামুআলাইকুম। ট্রাইকোকম্পোস্ট এর জগতে আপনাকে স্বাগতম। আমরা খুব সীমিত ভাবে ট্রাইকোকম্পোস্ট উৎপাদন কার্যক্রম প্রদর্শনের চেষ্টা করেছি। তাতে অনেকেই উপকৃত হবেন। আপনাদের সহযোগীতায় আমরা সদা প্রস্তুত। যে কোন ধরনের পরামর্শ ও সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নতুন উদ্যোক্তাদের জন্য অনুরোধ বিস্তারিত জেনে, বুঝে তারপর কাজটি শুরু করবেন। একটা কাজ শুরু করার পূর্বে বারবার ভাবুন। ব্যবসায়িক উদ্দেশ্যে হলে এর সম্ভাব্যতা যাচাই করুন । প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। উৎপাদন পরিকল্পনা করে তারপর কাজ শুরু করুন। আসুন নিজে কিছু করি, নিজের জন্য করি, দেশের জন্য করি। নিরাপদ খাদ্য উৎপাদনে ভূমিকা পালন করি। যে কোন পরামর্শ ও সেবা পেতে ফোন করতে পারেন -
    মোঃ আব্দুর রহিম,
    উপ সহকারী কৃষি কর্মকর্তা,
    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,
    বগুড়া সদর, বগুড়া।
    ০১৭১৪৫১২৩৭০
    ০১৯১৬২১০৯৪৫

  • @airsupply1248
    @airsupply1248 Před 5 lety +5

    uncle seems jolly minded person.... & great informative video as always !

  • @MdSaiful-ih3kj
    @MdSaiful-ih3kj Před 4 lety +1

    খুব ভালো লাগলো আপনার উপস্থপনা।ধন্যবাদ সবাইকে।

  • @altrnatvthinker
    @altrnatvthinker Před 5 lety +2

    জানা ছিল ন না , ভালো ইনফরমেশন আর ভাল পরিবেশের জন্য

  • @RajTarek07
    @RajTarek07 Před 5 lety +2

    খুব ভালো লাগলো দেখে
    ধন্যবাদ ভাই

  • @mojammelhoque5696
    @mojammelhoque5696 Před 3 lety +1

    রফিক সাহেব অামার সাথে দুই নাম্বারী করেছে। ট্রাইকো কম্পোস্টের বদলে পোল্ট্রি লিটার পাঠাইছে।

    • @md.ahsanulkabir2920
      @md.ahsanulkabir2920 Před 2 lety

      এখন নিয়মিতভাবে মুরগীর লিটার ভিজিয়ে শুকিয়ে চেলে বিক্রি করে। আমরা প্রায় ৬৫ হাজার টাকার বীজ, চারা ও ফসলের ক্ষতিগ্রস্ত হই। অথচ আমি উনাদের প্রতিবেশী। উনাদের এই অসততার জন্য ট্রাইকো কম্পোস্ট সার এর যাত্রা ক্ষতিগ্রস্ত হলো। এটা দুঃখজনক।

  • @makbulfida24
    @makbulfida24 Před 4 lety +1

    ভাইজান আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি,,

  • @azharulislam9885
    @azharulislam9885 Před 5 lety +9

    খুব ভাল লাগল, ধন্যবাদ স্যার কে।

  • @rongtulijol
    @rongtulijol Před 5 lety +7

    অনেক উপকারি একটা ভিডিও দেখলাম।কিন্তু ঢাকাতে এই সার বানাতে গেলে বোতলের ওই আসুধটা পাবো কথায়? ছাদ কৃষির জন্য।

    • @alhazriyadahmed5278
      @alhazriyadahmed5278 Před 5 lety +2

      Plz call me 01913888866

    • @selinamoula1
      @selinamoula1 Před 4 lety +2

      @@alhazriyadahmed5278 ভাই, সল্যুশন পাঠানো যাবে?

    • @tushardwari8665
      @tushardwari8665 Před 3 lety

      সার ঔষধের দোকানে পাবেন।

  • @tasnimhasan6835
    @tasnimhasan6835 Před 5 lety +2

    মাসরুর ভাইয়ের বাচনভঙ্গি অনেক সুন্দর।।।

    • @KrishiBioscope
      @KrishiBioscope  Před 5 lety

      তাসনিম ধন্যবাদ

    • @mohammeduzzal1440
      @mohammeduzzal1440 Před 4 lety

      Uni khub valo r sundor kore kotha bole onek valo lage,, onar contact number kew dite parben??

  • @apelmahmud7522
    @apelmahmud7522 Před 5 lety +3

    ভাইয়া আস্সালামু আলাইকুম কোকোপিটের সাহায্যে চারা তৈারি করার পদ্ধতি সর্ম্পকে যদি একটা ভিডিও দিতেন তাহলে উপকৃত হতাম

  • @ruhulamin2264
    @ruhulamin2264 Před 4 lety

    মাশাআল্লাহ
    অনেক চমৎকার উপস্থাপন।

  • @sadhinsorker3725
    @sadhinsorker3725 Před rokem

    আমি জয়পুরহাট থেকে বলছি, আপনার ভিডিও দেখে, আমার অনেক দিনের আশা ছিল আমিও শুরু করব,, আগামীতে শুরু করতে চাচ্ছি আপনার সহযোগিতা একান্ত ভাবে কাম্য, বগুড়া কৃষি অফিস কোথায় ট্রাইকো পাউডার নিব, এবং আপনার সাথে একটু সাক্ষাৎ করার ইচ্ছা

  • @srsanipigeonloft3786
    @srsanipigeonloft3786 Před 5 lety +2

    খুবি ভালো লাগলো লোকটা খুব হাসি খুশি

  • @tuhinkumarghosh4983
    @tuhinkumarghosh4983 Před 2 lety +1

    তালহা দা
    কুইক কম্পোস্ট সার এবং অ্যাফোয়েম নিয়ে শিক্ষামূলক পাঠচক্র চিত্র উপস্থিত করুন প্লিজ।
    🙏

  • @user-gk9kv9ci2v
    @user-gk9kv9ci2v Před 5 lety +2

    খুবই ভাল লাগলো।

  • @bratindrabhattacharya4377

    খুব কাজের ভিডিও

  • @abdulmasud9232
    @abdulmasud9232 Před 5 lety +3

    একটি নতুন জিনিস দেখালেন আপনাকে ধন্যবাদ

  • @abdulgafurr4146
    @abdulgafurr4146 Před 5 lety +2

    Onek Balo laglo

  • @shakawatullah9772
    @shakawatullah9772 Před 4 lety

    ধন্যবাদ স্যার। খুব দরতারী একটা ভিডিও।

  • @user-tt4oq9nf8k
    @user-tt4oq9nf8k Před rokem

    Good job 👍

  • @circuitrana
    @circuitrana Před 5 lety +2

    এই অনুষ্ঠান টা দেখে আমি কিছুটা কষ্ট পেলাম!!! কারণ আজ আপনি কি খেয়ে দেখাবেন???

    • @masumbd9337
      @masumbd9337 Před 4 lety

      😂😂আজ গবর খাইছে

  • @MomtazGarden
    @MomtazGarden Před 4 lety +1

    Use of tricho-compost and tricho-leachate for management of soil-borne pathogens and production of healthy cabbage seedlings:)

  • @musicmindbangladesh5018
    @musicmindbangladesh5018 Před 4 lety +1

    Dear Sir, If u use a microphone for the farmer then it will clear his sound. Thanks for you video.

  • @mdjahangiralamjahangir171

    অনেক ভাল একটা ভিডিও।পরিবেশ ও মাটির জন্য ভাল হবে।চট্রগ্রামের কোন জায়গায় পাব?ধন্যবাদ স্যার আপনাদের এবং কৃষক চাচাকেও।

    • @alhazriyadahmed5278
      @alhazriyadahmed5278 Před 5 lety

      Contact me 01913888866

    • @fosholagribusiness3567
      @fosholagribusiness3567 Před 4 lety

      আমাদের কাছে পাবেন। যোগাযোগ করুন ০১৬৩৫-৫৫৫১১১ এই নম্বরে।

  • @mahfuzrahman9805
    @mahfuzrahman9805 Před 4 lety

    ধন্যবাদ ভাই আপনি অনেক ভালো কাজ করেন

  • @HabiburRahman-xu2cn
    @HabiburRahman-xu2cn Před 5 lety +3

    onek valo.

  • @lblod3958
    @lblod3958 Před 5 lety +1

    val lagse rofik kakku

  • @RakibulHasan-ty1xd
    @RakibulHasan-ty1xd Před 5 lety +1

    দেশ এগিয়ে যাচ্ছে।

  • @user-xx7sy7ne8y
    @user-xx7sy7ne8y Před 5 lety

    আসসালামুআলাইকুম
    স্যার আমি প্রায় আপনার সব ভিডিও দেখি,,,,,,
    আমার গ্রামের বাড়িতে ১ টা গাছে খুব বড় ছাইজের আম হয়
    কিনতু সবগুলো আম পাকার আগেই ফেটে জায়,,,,খুবই খারাপ লাগে নিজ হাতে লাগানোত😭😭
    এর থেকে বাচর কোনো উপায় জদি বলতেন খুবই উপকৃত হতাম,,,,,
    আমেস সিজন বলে এইখানে বললাম

  • @tareqhasan-CE
    @tareqhasan-CE Před 4 lety +1

    কত দিনের গোবর দিতে হয়, গোবর দেওয়াএ আগে গোবরের কোন প্রসেস কি করা লাগে?

  • @muhonenterprise9999
    @muhonenterprise9999 Před 5 lety +2

    nice project sir.

  • @tuhinmahfuj976
    @tuhinmahfuj976 Před rokem

    ছোট বোতলে কি আছে ? তা দিয়ে পানী মিশিয়ে স্পে করা লাগবে ? ওটা কি দিতে হবেই ?

  • @user-rg5hi7tl3c
    @user-rg5hi7tl3c Před 4 lety +1

    ধন্যবাদ আপনাকে

  • @mfarid8195
    @mfarid8195 Před 5 lety +2

    অনেক ভালো।

  • @SahabTechnologyTech
    @SahabTechnologyTech Před 4 lety +1

    ট্রাইকোডার্মা এগুলা আমাদের এখানে নেই, আমি আমাদের উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করেছিলাম তারা বল্ল যে এগুলা নেই। এগুলা এখন পাওয়া যাবে না।

  • @socialdevelopmentco-operat135

    ধন্যবাদ কৃষিবিদ।

  • @shafikulislam7104
    @shafikulislam7104 Před 4 lety +1

    আসসালামু আলাইকুম / স্যার কেমন আছেন ট্রাইকোকম্পোস্ট তৈরি করতে যে ট্রইকোডার্মা ওষুধের প্রয়োজন সে ঔষধ টা কোথায় পাবো জানাবেন প্লিজ।

  • @user-sj3fk5mk2q
    @user-sj3fk5mk2q Před 5 lety +3

    nice

  • @khalidsaifullha906
    @khalidsaifullha906 Před 3 lety

    এটার থেকে ভার্মি কম্পোস্ট অনেক ভালো আর সুবিধা

  • @ismilehossain1985
    @ismilehossain1985 Před 4 lety +1

    Asha korbo shobae astey astey rashayonik shar k na bola shuru korbey....

  • @TamimMorshedKhan
    @TamimMorshedKhan Před 5 lety +5

    Keep up the good work.
    *All the best.*

    • @KrishiBioscope
      @KrishiBioscope  Před 5 lety

      thanx tamim....

    • @mdmushfiqurmunnaf8993
      @mdmushfiqurmunnaf8993 Před 4 lety

      Krishi Bioscope স্যার আপনার নাম্বার দেওয়া যাবে

    • @yunuskhandaker5882
      @yunuskhandaker5882 Před 4 lety

      @@KrishiBioscope , I have to admit from last four years I was watching your CZcams agricultural video and inspiring me immensely to involve myself in this amazing field in a commercial way. How can I meet you face to face or maintain a communication over the phone while I have a great desire to become a agriculture entrepreneur. Please help me some way.

  • @shafayet5158
    @shafayet5158 Před 5 lety +1

    এখনতো সামার টমেটো লাগানোর সময়, এখন একটা সামার টমেটো নিয়ে ভিডিও বানান।

    • @KrishiBioscope
      @KrishiBioscope  Před 5 lety

      সামার টমেটোর ভিডিও দেয়া আছে দেখেন..

  • @mabdurrahimbangladesh9382

    ধন্যবাদ স্যার ।
    স্প্রে লিকুইড টা কোথায় পাওয়া যাবে?

    • @user-se6nu9ul2l
      @user-se6nu9ul2l Před 4 lety +1

      ট্রাইকো-কম্পোস্ট উৎপাদন /ক্রয় / পরামর্শ এর জন্য যোগাযোগ করতে পারেন । হটলাইনঃ ০১৭১৮৪৮২৫৯৮ or
      facebook.com/bengalagrotech18
      courtesy by Bengal agrotech, setabjonj , dinajpur

    • @sheikhmoni77
      @sheikhmoni77 Před 4 lety

      ভাই, আমি মাটি ছাড়া শুধু এর উপর গাছ লাগাতে পারবো কি?

  • @ramdayalbharatiramdayal4247

    Achchha app log kis bhasha me bolte hai

  • @mahbuburrahman2891
    @mahbuburrahman2891 Před 3 lety

    Sir,,akhane kechu lage na..sudu spray nki..spray tar namta ki..upokar hobe sir...

  • @monirzaman2605
    @monirzaman2605 Před 4 lety +1

    ঢাকায় কিভাবে পাবো আমার ছাদ বাগানের জন্য।জানতে পারলে উপকৃত হতাম।

    • @satsame3680
      @satsame3680 Před 4 lety

      অামার অাছে ফোন01747703701

  • @emdadulhaque144
    @emdadulhaque144 Před 5 lety +3

    আলু বা অন্যান্য শাক-সবজির জন্য প্রতি শতকে কত কেজি ব্যবহার করতে হবে?

  • @rabiulislam1968
    @rabiulislam1968 Před 4 lety

    bio gas system থেকে যে গোবর পাওা যায় তার থেকে কি কেঁচো সার তৈরি সম্ভব ?

  • @shajjadhusssin4736
    @shajjadhusssin4736 Před 5 lety +4

    আমি নতুন মাল্টা বাগান করতেছি, ট্রাইকো কম্পোস্ট ব্যবহারের পরিমাণ জানালে উপকৃত হব।

    • @user-se6nu9ul2l
      @user-se6nu9ul2l Před 5 lety

      ট্রাইকো-কম্পোস্ট উৎপাদন /ক্রয় / পরামর্শ এর জন্য যোগাযোগ করতে পারেন । হটলাইনঃ ০১৭১৮৪৮২৫৯৮ অথবা যোগাযোগ করুন facebook.com/bengalagrotech18

    • @alhazriyadahmed5278
      @alhazriyadahmed5278 Před 5 lety

      Plz contact me 01913888866

    • @sheikhmdruhulamin9584
      @sheikhmdruhulamin9584 Před 3 lety

      Soil-tech Organic fertilizer, বাজারে নিয়ে আসছ। মাটির শক্তি জৈবসার
      প্রয়োজনে যোগাযোগ
      মোহাম্মদ উল্লাহ্ কমপ্লেক্স, মাওনা, শ্রীপুর গাজীপুর। 01720266457

  • @sharifsaydulalam5875
    @sharifsaydulalam5875 Před 2 lety

    রফিকুল ইসলাম সাহেবকে স্যার বলা উচিৎ।

  • @krishokersateagamirpothay

    ট্রাইকোকম্পোস্ট উৎপাদন প্রণালী বিস্তারিত (কি,কেন, কিভাবে, কখন, কি দ্বারা, কতটুকু)।

  • @aminfoundation4795
    @aminfoundation4795 Před 5 lety +1

    স্যার, ইন্ডিয়াতে যে Waste Decomposer ব্যবহার করা হয়, তাতে কি এই ট্রাইকোডার্মা জীবানু থাকে, না অন্যকিছু? আমাদের এ দেশে কি Waste Decomposer তৈরী করা যায়না? এটাতো খুবই কার্যকরী। তৈরী বা আমদানী যে কোন উপায়ে হোক একটু ব্যবস্থা করবেন প্লিজ!

    • @amitavabiswas9891
      @amitavabiswas9891 Před 5 lety

      পশ্চিমবঙ্গে এর ডিমান্ড আছে?

    • @amitavabiswas9891
      @amitavabiswas9891 Před 5 lety

      আমি নদীয়ার

    • @aminfoundation4795
      @aminfoundation4795 Před 5 lety +1

      @@amitavabiswas9891 এটা খুবই ভালো।

    • @aminfoundation4795
      @aminfoundation4795 Před 5 lety

      @@amitavabiswas9891 আপনি কি কিছু পরিমান কালেক্ট করে দিতে পারবেন।

  • @kamalsarwar2085
    @kamalsarwar2085 Před 3 lety +1

    কত টাকা কেজি

  • @mdamanullahmiazi5898
    @mdamanullahmiazi5898 Před 3 lety +1

    ১শতক জমিতে কতটুকু প্রয়োজন?

  • @user-bh1ht6yu2x
    @user-bh1ht6yu2x Před 5 lety +3

    ভাই, কামিনি ফুল বাগানের মালিকের নাম্বার টা প্রয়োজন ছিল।যদি নাম্বার টা দিতেন উপকৃত হতাম

    • @mdnasiruddin3101
      @mdnasiruddin3101 Před 4 lety

      কেঁচো সার ও ট্রাইকোকম্পোস্ট সার বিক্রি করা হয়। সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। কেঁচো সার প্রতি কেজি ১২ টাকা। ট্রাইকোকম্পোস্ট সার প্রতি কেজি ১৫ টাকা। যোগাযোগঃ ০১৯৮৪৮৫০৬০০

  • @mdkader1862
    @mdkader1862 Před 5 lety +1

    স্যার আমাকে কাও ফল এবং সবুজ আপেল গাছ সম্পর্কে একটু যানাবেন প্লিজ। এই গাছ গুলাতে কি একই গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল ফোটে কিনা। আমার দুটা গাছ আছে ফুল ফোটে কিন্তু ফল দারাই না

  • @sadiaislam234
    @sadiaislam234 Před 3 lety

    গাছ হতে ঝড়ে পড়া পাতা উপকরণ হিসেবে ব‍্যবহার করা যাবে না?

  • @zarreenfatimanaiyer3967
    @zarreenfatimanaiyer3967 Před 4 lety +1

    Aamar ae shar lagbey 20 k g koto taka o coriya servis a detey par ban

  • @ruhulamin2264
    @ruhulamin2264 Před 4 lety +1

    ট্রাইকোডার্মা কোন জায়গাতে পাওয়া যাবে?

  • @mdjamalmolla938
    @mdjamalmolla938 Před 3 lety

    টেরাইকো ডারমা আমরা কিনতে গেলে আমাদের কাছ থেকে অনেক ধাম ন্যায় আপনারা জদি একটা দাম ঠিক করা দেন আমাদের ছাদ বাগানিদের জন্য উপকার হয় দয়া কোরে একটু দখবেন।

  • @mdeasin6784
    @mdeasin6784 Před 4 lety +2

    ট্রাইকো ডারমা সট্রাক কিভাবে পাবো?

  • @rezaul20
    @rezaul20 Před 5 lety +2

    আন্তরিক ধন্যবাদ স্যার

  • @mdmostafijurrahman4237

    রাসায়নিক সার ব্যবহার করলে ট্রাইকোডার্মা অনুজীব কি মারা যাবে একটু জানান

  • @jamalmolla4811
    @jamalmolla4811 Před 4 lety +1

    স‍্যার আমি বলছি ভারত থেকে আমাদের দেশে কোচে হবে

  • @ranjansarkar2081
    @ranjansarkar2081 Před 3 lety

    Many thanks sir.

  • @AqaidMedia
    @AqaidMedia Před 4 lety

    অসাধারণ

  • @sajedurrony602
    @sajedurrony602 Před 3 lety

    আমার ফলবাগানে 110 টা 3 বছর বয়সী কাগজি লেবু গাছ আছে, সব গুলোই কচি পাতা বের হয়েছে ,ফুল আসার জন্য আমি কি করতে পারি ,প্লিজ বলেন

  • @RakibulIslam-ld4vn
    @RakibulIslam-ld4vn Před 3 lety

    Thank you sir.

  • @mahbubalam7005
    @mahbubalam7005 Před 3 lety

    Smart farmer

  • @gentlecode2075
    @gentlecode2075 Před 2 lety

    I want a liter of darma in Dhaka, but don't know from how and where to collect. Can you please help me

  • @mdazizul1489
    @mdazizul1489 Před 4 lety

    আমার বাড়ী ফরিদপুর জেলা আমি এই সার তৈরি করতে চাই কিন্তু কি ভাবে শুরু করবো জানালে খুশি হব পিলিজ।

  • @techtube479
    @techtube479 Před rokem

    ট্রাইকো কম্পোস্ট নাকি বার্মি কম্পোস্ট?
    ১) কোনটা উৎপাদন করা সহজ?
    ২) কোনটা গাছের (ফল ও সবজি) জন্য বেশি উপকারী?
    ৩) কোনটা উৎপাদন করতে খরচ কম?
    ৪) কোনটার উপাদান( শহরের জন্য) সংগ্রহ করা সহজ?

  • @socialdevelopmentco-operat135

    গুরু জুবাইর মনসুর আপনার মোবাইল নমবর দেবেন।অসাধারন উপস্থাপক

  • @sumanmitra3497
    @sumanmitra3497 Před 3 lety

    দয়াকরে একটু বলবেন এই ছোট বোতলে কি (মেডিসিন )?কোথাই পাওয়া যায়

  • @nasimaakter9994
    @nasimaakter9994 Před 3 lety

    আমরা এই ডার্মা কোথায় পাবো?
    আমরা বসত বাড়িতে কিভাবে এটা করতে পারি?

  • @MohammadYousuf-dc1lv
    @MohammadYousuf-dc1lv Před 5 lety +2

    স্যার বোতলের ওষুধ কোথায় পাব,বা কি ভাবে পাব জানাবেন প্লিজ

    • @user-se6nu9ul2l
      @user-se6nu9ul2l Před 4 lety

      ট্রাইকো-কম্পোস্ট উৎপাদন /ক্রয় / পরামর্শ এর জন্য যোগাযোগ করতে পারেন । হটলাইনঃ ০১৭১৮৪৮২৫৯৮ or
      facebook.com/bengalagrotech18
      courtesy by Bengal agrotech, setabjonj , dinajpur

  • @airsupply1248
    @airsupply1248 Před 5 lety +1

    amra jara dhaka te chad bagan kori .....vermicompost ,Trichocompost, compost jetai bolen ...dam onek beshi rakhe .... tar por o nokol ta pai.... dhaka soho bivinno horticulture gulo te ki egulo sell kora jai na....ami farmgate horticulture e giye onek bar khujechi pai ni....

    • @KrishiBioscope
      @KrishiBioscope  Před 5 lety +1

      01714665786
      কৃষি অফিসার, বগুড়া সদর।

    • @fosholagribusiness3567
      @fosholagribusiness3567 Před 4 lety

      আমাদের কাছে পাবেন। যোগাযোগ করুন ০১৬৩৫-৫৫৫১১১ এই নম্বরে।

  • @shaikhjakaria3284
    @shaikhjakaria3284 Před 4 lety

    Sir plz bolben ami kolkata ,kon company er trikodarma pabo, tahole ami barite toyiri korte parbo eyi sar ta. Amader ekhane sar dokane triko compost paoa jayena

  • @Krishibarta-zm6wz
    @Krishibarta-zm6wz Před 5 lety +1

    স্যার আমি ঝিনাইদহ থেকে বলছি,,, ট্রাইকোডার্মা তরল কোথায় পাবো,,
    আমি এই সার তৈরি করতে আগ্রহী,, প্লিজ স্যার,, যানাবেন!!

    • @fosholagribusiness3567
      @fosholagribusiness3567 Před 4 lety

      আমাদের কাছে পাবেন। যোগাযোগ করুন ০১৬৩৫-৫৫৫১১১ এই নম্বরে।

    • @user-se6nu9ul2l
      @user-se6nu9ul2l Před 4 lety +1

      ট্রাইকো-কম্পোস্ট উৎপাদন /ক্রয় / পরামর্শ এর জন্য যোগাযোগ করতে পারেন । হটলাইনঃ ০১৭১৮৪৮২৫৯৮ or
      facebook.com/bengalagrotech18
      courtesy by Bengal agrotech, setabjonj , dinajpur

    • @md.waliulhasan333
      @md.waliulhasan333 Před 4 lety

      সর্ব সাকুল্যে প্রতিটার্মে ২০০০০ টাকা আয় করার জন্য কত বড় ট্যাঙ্ক বানানো দরকার ও মোট কেমন খরচ পড়বে, জানালে খুশি হবো... উপকৃত হবো তো বটেই

    • @raselsarkar6914
      @raselsarkar6914 Před 4 lety

      @@user-se6nu9ul2l hi

  • @abdulalfatha5736
    @abdulalfatha5736 Před 3 lety

    স্যার কেচো সারকে কি trico composed করতে পারব না?

  • @exclusive3285
    @exclusive3285 Před 4 lety +1

    স‍্যার, এখানে কি কাঠের গুড়া ব‍্যাবহার করা যাবে?

  • @JafarAli-zh3qq
    @JafarAli-zh3qq Před 4 lety

    আপনারা যে লিকুইড টা স্প্রে কর‌লেন ,তার নাম কি ? চট্টগ্রা‌মে পাওয়া যা‌বে কি ?

  • @experimenthafiz
    @experimenthafiz Před 4 lety

    osadharon

  • @startstart5131
    @startstart5131 Před 4 lety

    স্যার এই সার প্রতি শতাংশে কতো কেজি ব্যাবহার করতে হয় একটু জানাবে স্যার

  • @miahumayun1311
    @miahumayun1311 Před rokem

    THANKS