"কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের" উদ্যোগে রক্তদান কর্মসূচি@bengalnewsgrid

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2024
  • @Bengal News Grid
    @16.06.2024
    নিজস্ব প্রতিনিধি,কলকাতা :- রক্তের ABO গ্রুপের আবিষ্কর্তা ডাঃ কার্ল লেন্সস্টাইনার এর জন্মদিন উপলক্ষে পালিত "বিশ্ব রক্তদাতা দিবস" উপলক্ষ্যে ১৪ জুন ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে "কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের" উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির।
    দুঃস্বপ্নের ২০২০, যখন করোনা তার থাবা বসিয়েছে গোটা পৃথিবীর বুকে, আর তার হাত ধরে আরও যে যে বিপর্যয় পৃথিবীতে নেমে এসেছে, তার মধ্যে অন্যতম হল রক্তের অভাব।
    আর ঠিক সেই সময় সেনাবাহিনীর পরামর্শ ও সহযোগিতায় ২০২০ সালে ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে, ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রথমবার আয়োজন হল রক্তদান শিবির।
    আর এই জন্য এই রক্ত দান শিবিরের স্লোগান হয়ে উঠল ব্রিগেডে চলুন রক্ত দিতে...
    হ্যাঁ, এই স্লোগান বুকে নিয়েই ২০২০ সালে ব্রিগেডের ময়দানে যাত্রা শুরু করেছিলো কফি হাউস স্যোশাল সার্ভিস অ্যাসোসিয়েশনের রক্তদান কর্মসূচি।
    যে সময় এই কর্মসূচি শুরু হয় সেই সময় বন্ধ ঘরে রক্তদান শিবির করা যেতনা, প্রত্যেক রক্তদাতার মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হতো, রক্তদান শিবিরকে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত রাখা দরকার ছিল, এইসব বিধিনিষেধ মেনে কিভাবে রক্তদান শিবির আয়োজন করা যায়, সেটা ভাবতে ভাবতেই কফি হাউস স্যোশাল সার্ভিস অ্যাসোসিয়েশনের মাথায় আসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রক্তদান শিবির আয়োজন করার কথা।
    হ্যাঁ ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যাকে স্বাধীনতা পরবর্তী বাংলার রাজনৈতিক আন্দোলনের প্রাণকেন্দ্র বলা যায়, আর তার বিস্তৃত সবুজ চাদরের জন্য যাকে কলকাতার ফুসফুসও বলা যায়।
    সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেদিন কফি হাউস স্যোশাল সার্ভিস অ্যাসোসিয়েশনের হাত ধরে নতুন পরিচয় পেল, বাংলার রক্তদান আন্দোলনের অন্যতম মাইল ফলক হিসেবে।
    পরের বছর, ২০২১-এর ১৪ জুন আবার করোনার প্রকোপ বাড়ার জন্য রক্তদান শিবির আয়োজন করা সম্ভব না হলেও, ২০২২ এবং ২০২৩ এর ১৪ জুন অত্যন্ত সাফল্যের সঙ্গে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের।
    আর এই বছর ১৪ জুন ২০২৪ শুক্রবার "বিশ্ব রক্তদাতা দিবস" উপলক্ষ্যে রক্তদান শিবির আয়োজিত হতে চলেছে বিগত বছরের মত ঠিক ময়দান মেট্রোর ১ নম্বর গেটের কাছাকাছি অর্থাৎ SAIL বিল্ডিংয়ের বিপরীত রাস্তা ধরে ব্রিগেডের মাঠে।
    এই শিবিরে রক্তদাতার সংখ্যটা কিন্তু বড় কথা নয়, বড় কথা হল গ্রীষ্মকালীন রক্তসংকট মুখর পরিস্থিতিতে সচেতন সহনাগরিকের মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিয়ে একসাথে হওয়াটাই।
    এই শপথ বুকে নিয়ে আগামী ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবসে আমরা ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একত্রিত হব, এইটুকু আশা রাখি...

Komentáře •