সুন্দরবনের সবচেয়ে ছোট দ্বীপ রাক্ষসখালির মানুষের দুর্দশা | Smallest island in Sundarbans 🏝️

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • সুন্দরবনের সবচেয়ে ছোট দ্বীপ রাক্ষসখালির মানুষের দুর্দশা | Smallest island in Sundarbans 🏝️
    সুন্দরবনের সবচেয়ে ছোট দ্বীপ ছোট রাক্ষসখালি | Rakkhaskhali Island Documentary Smallest iland in India Sundarban bangla documentary
    Juys আজকে আমি যাচ্ছি ছোট রাক্ষসখালী এটি সুন্দরবনের সবচাইতে ছোট দ্বীপ। এখানে আনুমানিক ১১০০ বাড়ি রয়েছে । ৪০০০ ভোটার নিয়ে এই ছোট্ট দ্বীপটি তবে ছোট রাক্ষসখালি দ্বীপ টি এবং বড় রাক্ষস খালি দ্বীপ টি একসাথে মিলে একটি অঞ্চল গঠন করে। এবং এই রাক্ষস খালী দ্বীপের থানা হলো পাথরপ্রতিমা । ছোট রাক্ষসখালীতে একটি হাই স্কুল এবং পাঁচটি প্রাইমারি স্কুল আছে। এখানকার গ্রামবাসীদের প্রধান জীবিকা কৃষিকাজ এবং প্রধান ফসল ধান ও লঙ্কা। আগের ব্লগে তোমরা দেখেছ আমি বকখালি ঘুরতে গেছিলাম, আজ আমি বকখালি থেকে ফিরেছি এবং পাথরপ্রতিমা আজ আমি পাথরপ্রতিমা থেকে ছোট রাক্ষসখালিতে ঘুরতে যাচ্ছি দেখতে যাচ্ছি তারা কিভাবে থাকে তারা কিভাবে আছে ।
    আমি আশা করেছিস আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও তোমাদের মতামত কমেন্ট করে জানিও আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও 😊
    ---------------- ধন্যবাদ ----------------
    Additional Tags
    --------------------
    Sundarban,travelling to Sundarban,Kolkata to Sundarban,The Smallest Sundarban Island,Rakshaskhali,সুন্দরবনের সবচেয়ে ছোট দ্বীপ,Sundarban travel,Bangla travel vlog,people of Sundarban,Sundarban people's livelihood,one day travel to Sundarban,one day travel near Kolkata,best place in Sundarban to travel,সুন্দরবন ভ্রমন,ছোট রাক্ষসখালী,রাক্ষস খালীতে মানুষ কিভাবে আছে,সুন্দরবনের মানুষ,একদিনে সুন্দরবন ভ্রমণ,বেস্ট প্লেস near কলকাতার,কলকাতা থেকে সুন্দরবন একদিনের ভ্রমণ,
    #sundarban #rakkhaskhali #patharpratima

Komentáře • 5