কোথায় আছেন তনিমা হামিদ | Tonima Hamid | Hariye Jaoya Tarokara | Cine Poison | EP: 21

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • কোথায় আছেন তনিমা হামিদ | Tonima Hamid | Hariye Jaoya Tarokara | Cine Poison | EP: 21
    বাংলাদেশের সংস্কৃতি মাধ্যমে যারা খ্যাতি পেয়েও সেচ্ছায় বা অনিচ্ছায় হারিয়ে গেছেন তাদের নিয়েই আমাদের এই আয়োজন হারিয়ে যাওয়া তারকারা। আজ ২১ তম পর্বে আমরা তুলে ধরছি বাংলাদেশের একসময়ের জনপ্রিয় টিভি তারকা তনিমা হামিদের কথা।
    নাট্যব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা ম হামিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাল্গুনী হামিদ দম্পত্তির সন্তান তনিমা হামিদ ছোট বেলা থেকেই সংস্কৃতি মাধ্যমের সঙ্গে যুক্ত। মাত্র চার বছর বয়সে তিনি প্রথম মঞ্চ নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। মঞ্চ নাটকের ধারাবাহিকতায় ১৯৯২ সালে প্রথম টিভি নাটকে অভিনয় করেন। তিনি নিয়মিতভাবে টিভি নাটকে অভিনয় শুরু করেন ১৯৯৯ সালে।
    তাঁর অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটকগুলো হলো; খোঁজ, হৈমন্তী, চন্দ্রাবতী, দায়বন্ধন, একটুকু ছোঁয়া লাগে, টমটম, শিল্পী, শেষ কথা, নিভৃতচারী ইত্যাদি।
    এই ভিডিওতে তাঁর বর্তমান অবস্থা ছাড়াও তাঁর ক্যারিয়ার এবং সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে।
    Tonima Hamid is a popular TV actress in Bangladesh. She started her TV career in 1992. But she became regular from 1999. Her notable TV productions are: Khoj, Hoimonti, Chondraboti, Daybondhon, Ektuku Choya Lage, Tomtom, Shesh Kotha, Nrivitochari etc.
    In this video, we talked about her career along with her short biography.
    Acknowledgement: EPIC TV ( / @epictv10 )
    #cine_poison #hariye_jaoya_tarokara #tonima_hamid
    Script, Voice, and Edit: Tareq Ahmed
    Studio: Britter Baire Films
    Follow Us on Facebook:
    Cine Poison: / cinepoison
    For Query: cinepoison.info@gmail.com

Komentáře • 208

  • @CinePoison
    @CinePoison  Před 3 lety +50

    উনার জন্মসালটি ভিডিওতে ভুল পড়া হয়েছে। তাঁর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সঠিক সালটি ১৯৭৯ সাল।

    • @rashedsuvro2801
      @rashedsuvro2801 Před 3 lety

      ধন্যবাদ।

    • @exclusiveonebd
      @exclusiveonebd Před 3 lety +2

      সেটাই। আমিও জন্ম সালটা শুনে একটু অবাকই হয়েছিলাম।

    • @shatilachowdhury5321
      @shatilachowdhury5321 Před 3 lety

      Thank you

    • @suptisaha2544
      @suptisaha2544 Před 3 lety +2

      উনি ইতিহাসে পড়ে অর্থনীতির শিক্ষক কীভাবে হন😦😦

    • @tuhinsheikh2955
      @tuhinsheikh2955 Před 3 lety +1

      @@rashedsuvro2801 my crush

  • @shaheraafza5047
    @shaheraafza5047 Před rokem +10

    খুব খুব পছন্দ করতাম তনিমা কে । খুঁজে খুঁজে পুরাতন নাটকযগুলি আজও দেখি 👌❤️

  • @mrahmed9192
    @mrahmed9192 Před 3 lety +59

    বর্তমানে ধার করা আর সস্তা নাটকের চেয়ে আগের নাটক গুলো সবচেয়ে ভালো ছিল.সাদাকালো টিভিতে তাদের নাটকগুলা দেখতাম খুব ভালো লাগতো.

    • @CinePoison
      @CinePoison  Před 3 lety +8

      একদমই তাই। আমাদের বাংলাদেশের নাটকের একটি ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধ ধারা ছিলো কিন্তু কেনো যানি আমাদের প্রযোজক, পরিচালকরা এবং কিছুক্ষেত্রে দর্শকরাও সেই ধারা থেকে সরে খুবই নিম্নমানের ধারায় প্রবাহিত হলো যেটি পশ্চিমবঙ্গ এবং হিন্দি সিরিয়াল থেকে অনুপ্রাণিত।

    • @mrahmed9192
      @mrahmed9192 Před 3 lety +1

      @@CinePoison আচ্ছা আগের পরিচালকরাও তো এখনো আছেন,অভিনেতা অভিনেত্রীরা আছেন তারা চাইলেই কিনতে পারেন আগের মত নাটক তৈরি করতে.এটা জাস্ট আমার অপিনিয়ন বললাম.

    • @CinePoison
      @CinePoison  Před 3 lety +6

      @@mrahmed9192 দর্শকদের চাহিদাও বদলে গিয়েছে যে ভাই। আবার বাজেট একটা ফ্যাক্ট। এখন নায়ক নায়িকা নির্ভর গল্প হয় কারণ যা বাজেট থাকে তাতে একজন ভালো নায়ক আর নায়িকা নিলে আর বড় কোনো অভিনয়শিল্পী নেয়ার টাকা থাকে না। আগের নাটকে নায়ক নায়িকার বাইরেও বাবা-মা, মামা-চাচা এমন কি প্রতিবেশি বা বন্ধুবান্ধব চরিত্রেও অনেক ভালো আর্টিস্ট নেয়ার মতো বাজেট ছিলো। যেমন দেখবেন আলী যাকের, আহাদুজ্জামান নূর, আবুল হায়াত, আব্দুল কাদের বা সালেহ আহমেদরা যে ধরনের চরিত্রে অভিনয় করতেন তেমন চরিত্র এখন নেই। নায়ক নায়িকা দিয়েই নাটিক টানে তা না হলে বড়জোর সস্তা কিছু ছেলেপুলে ধরনের আর্টিস্ট দিয়ে ক্যারেক্টার বাড়ানো হয়। এখন এইসব দিয়ে তো আর ভালো শক্তিশালী চরিত্র করাতে পারবে না। তাই ঘুরে ফিরে একই ধরনের গল্প তৈরি হয়।

    • @mrahmed9192
      @mrahmed9192 Před 3 lety +2

      @@CinePoison আমি আপনার সাথে সম্পূর্ণ একমত,আরেকটা কথা আপনার এই CZcams channelএর মাধ্যমে অনেক পুরাতন নাটক বা সিনেমার নাম জানতে পারি যেগুলা পড়ে ইউটিউবে সার্চ করে দেখতে পারি সে জন্য অসংখ্য ধন্যবাদ respect u

    • @samiulislam3501
      @samiulislam3501 Před 3 lety +4

      এজন্যই এখন প্রতিবন্ধী প্রজন্ম তৈরি হচ্ছে। নৈতিকতা, মূল্যবোধ হীন এই প্রজন্মের না আছে রুচিবোধ, না আছে বিবেক । এতেই জীবনে নাটকের ভূমিকা সম্পর্কে বোঝা যায়

  • @mdsaifulaminsajib5210
    @mdsaifulaminsajib5210 Před 3 lety +11

    সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পড়ত।আমি পড়তাম political science এ।একদিন দুষ্টুমি করে তাকে বলেছিলাম"খাইয়া কাম নাই টিভি ছেড়ে আসছে এইহানে।"আমার কথা শুনে চোখ বড় করে তাকিয়ে ছিল।মনে পড়লে আজো হাসি পায়।

    • @muradsikder5232
      @muradsikder5232 Před 3 lety

      তাই নাকি ভাই, তাহলে তো আপনার কাছ থেকে তনিমা হামিদ সম্পর্কে জানা যাবে।

  • @BANGLAINFOPREDATOR
    @BANGLAINFOPREDATOR Před 3 lety +20

    বাংলাদেশের নাটকগুলো তখন খুব নান্দনিক ছিলো কারণ তখনকার নাটক গুলোতে ভুমিকা রাখতো মঞ্চ নাটক থেকে উঠে আসা অভিনয় শিল্পী এবং ভালো গল্পকারদের জন্য। এখন সেই পরিবেশ আর রুচিসম্মত গল্প আর ফুটিয়ে তোলার মত চরিত্র বের করে আনার মত অভিনয়শিল্পী খুব কমই আছেন।

  • @khanliton2494
    @khanliton2494 Před 3 lety +3

    আমার দেখা সেরা একজন মানুষ, খুব ভালো মনের মানুষ উনি, আমি ছয় বছর কাজ করেছি তাদের সাথে, ডালিম স্যার আর তনিমা হামিদ ভাবির সাথে,,,,,,

  • @Luminoso93
    @Luminoso93 Před 3 lety +3

    তনিমা ম্যাম। উনি আমাদের ভার্সিটির টিচার ছিলেন।

  • @sreyabhattacharjee15
    @sreyabhattacharjee15 Před 3 lety +35

    রবীন্দ্রনাথ ঠাকুরের "হৈমন্তী" নাটকে উনার অভিনয় ছিল অসাধারণ।

  • @rimatora1095
    @rimatora1095 Před 3 lety +4

    খুব ছোট বেলায় ওনার নাটক বিটিভে তে দেখতাম অনেক ভালো লাগতো এখন হাজার অভিনেত্রী মাজে ওনাকে মিস করছি ।।।।।

  • @azizulrahman489
    @azizulrahman489 Před 2 lety +2

    আমার জীবনের একসময়ের একমাত্র পছন্দের নায়িকা ছিলেন তনিমা হামিদ।

  • @9bangla9
    @9bangla9 Před 3 lety +12

    ছোট বেলাই ওনাকে নাটকে দেখতাম অনেক ভাল লাগতো দোয়া করি আপু ভাল থাকবেন।

  • @anikchakraborty1372
    @anikchakraborty1372 Před 3 lety +9

    ছোটবেলায় আমার ক্রাশ ছিলেন বলতে পারেন।
    হৈমন্তী নাটকে তার অভিনয় দেখে প্রেমে পড়ে যাই যদিও আমি তখন চতুর্থ শ্রেণির ছাত্র।
    অসংখ্য ধন্যবাদ জানাই উনাকে নিয়ে ভিডিও বানানোর জন্য।
    ভালোবাসা অবিরাম ভাইয়া

    • @CinePoison
      @CinePoison  Před 3 lety +1

      বাহ্‌ আপনার ক্রাশকে নিয়ে ভিডিও বানাতে পেরে আমি সত্যিই আনন্দিত। হৈমন্তী নাটকটি আমি অবশ্য বেশ পরে দেখেছি ইউটিউবের কল্যানেই। আমারও খুবই ভালো লেগেছে এই নাটকে তাঁর অভিনয়। ভালো থাকবেন অনিক ভাই সেই কামনা করি। করোনাকালীন এই সময়ে আপনি এবং আপনার পরিবার পরিজন সুস্থ থাকুক এটাই চাওয়া।

    • @anikchakraborty1372
      @anikchakraborty1372 Před 3 lety

      @@CinePoison আপনিও পরিবার নিয়ে সাবধানে থাকবেন সেই কামনা করি। ❤️❤️ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️❤️

  • @sathikhan3221
    @sathikhan3221 Před 3 lety +4

    আমার খুব পছন্দের একজন নাইকা , ছোট বেলায় হৈমন্তী নাটক দেখেছি খুব সুন্দর অভিনয়। অনেক দিন পর দেখলাম,খুশি হলাম।

  • @asifhossain6569
    @asifhossain6569 Před 3 lety +1

    আমার খুব প্রিয় একজন অভিনেত্রী। ১৯৯৯ সাল থেকে শুরু করে,,, যত নাটক করেছেন,,,বিটিভিতে, তা প্রাই ই দেখেছি বলে আশা করি, কারন তখন একমাত্র টিভি ই ছিল, বিটিভি। ভাল থাকবেন,,,প্রিয় আমার প্রিয় অভিনেত্রী ❤️❤️❤️❤️

  • @anwarchawdhury9466
    @anwarchawdhury9466 Před 3 lety +9

    আমার খুব প্রিয় অভিনেত্রী খুব সাদামাটা চরিত্র গুলাতে খুব ভালো লাগতো। ভালোবাসা অভিরাম ভাই।

  • @aboveia
    @aboveia Před měsícem

    তনিমা হামিদের ভবের হাটে অভিনয় অসাধারণ ছিল। তবে সেই চেহারা আর এই চেহারায় অসাধারণ ফারাক

  • @KamalUddin-vu8lk
    @KamalUddin-vu8lk Před 3 lety +4

    তনিমা হামিদ একজন ভালো অভিনেত্রী

  • @enamulkabir3083
    @enamulkabir3083 Před rokem +2

    আমার প্রিয় অভিনেত্রী।

  • @user-bf3lx1mb2m
    @user-bf3lx1mb2m Před 3 měsíci

    তনিমা হামিদের হৈমন্তী। হৈমন্তী গল্পের হৈমন্তী চরিত্রের এমনি প্রেমে পড়েগেলাম ৯২সালে এইচ এস সি পরীক্ষায় হৈমন্তীর চরিত্র লিখতে চলে গেছে ১ঘন্টা ২০মিনিট ফলশ্রুতিতে বাংলা ১ম পত্রে পেলাম মাত্র ২৫ বাকিটা ইতিহাস।

  • @sultanarazia2849
    @sultanarazia2849 Před 3 lety +3

    একজন ভাল অভিনেতা তনিমা হামিদ।

  • @ashiskumerdasdas5101
    @ashiskumerdasdas5101 Před 3 lety +9

    সত্যি সত্যিই ওনাকে খুঁজে বেরায়

  • @nusratmunmun2790
    @nusratmunmun2790 Před 3 lety +5

    1986 সালে জন্ম? আমার জন্ম 1987 সালে কিন্তু আমি তাকে সেই ছোট্ট কাল থেকে দেখে বড় হইসি। 1999 সালে আমি ক্লাস 5 এ পড়লে তার ক্লাস 6-7 এ পড়ার কথা। কিন্তু তখন তাকে দেখলে 30+ লাগত

    • @classicstoer4001
      @classicstoer4001 Před 3 lety

      আমি ও ঠিক তাই বলতে চাই ছি

    • @almahmood2781
      @almahmood2781 Před 3 lety

      তনিমা হামিদের জন্ম ১৯৭৯ সালে,আর আমিও ১৯৭৯ সালে জন্মেছি,

  • @nazmasultana8987
    @nazmasultana8987 Před 3 lety +6

    তনিমা হামিদ একজন শিক্ষক,আমিও শিক্ষক।।।🌹ধন্যবাদ🌹

    • @CinePoison
      @CinePoison  Před 3 lety +2

      বাহ্‌। আপনার সাথে বেশ কিছু দিন কথা হয়েছে অথচ জানতামই না আপনি শিক্ষক। এরপর থেকে ভিডিও একটু সাবধানে বানাতে হবে ভুলটুল হয়ে গেলে যদি বেতের বাড়ির ব্যবস্থা রাখেন 😂 শিক্ষক নাম শুনলেই এই কথা মনে পড়ে ছোটকালে এগুলো আমার নিত্যসঙ্গী ছিলো বলে কিনা! যদিও বয়স বাড়ার সাথে সাথে বদলে গিয়েছি। কিছু মনে করবেন না নাজমা আপু একটু মজা করলাম বলে। ভালো থাকবেন আপু। করোনাকালীন এই সময়ে আপনি এবং আপনার পরিবার-পরিজন সুস্থ থাকুক সেই কামনা করি।

    • @nazmasultana8987
      @nazmasultana8987 Před 3 lety +1

      @@CinePoison🌷🌷🌷 আমি কিন্তু জানতাম, আমি শিক্ষক এটা জানার পরে আপনারা সুন্দর একটা মন্তব্য করবেন। অনেক অনেক ধন্যবাদ। 🌷🌷🌷

    • @mohammadalimahfuz6978
      @mohammadalimahfuz6978 Před 3 lety +1

      😂😂😂

    • @fahmidanuri8003
      @fahmidanuri8003 Před 3 lety +1

      Onek kushi holam kun bivager teacher tini sunte ektu ichcha korse

  • @gajjalybhuiyan73
    @gajjalybhuiyan73 Před 3 lety +1

    তার অনেক সুন্দর নাটক আমি দেখেছি। তার চোখ দুটো অসম্ভব সুন্দর।

  • @sajjadhossain4699
    @sajjadhossain4699 Před 3 lety +2

    ছোটবেলায় ওনার নাটক দেখতাম বিটিভিতে। ওনার অভিনয় খুব ভালো ছিল।

  • @shatilachowdhury5321
    @shatilachowdhury5321 Před 3 lety +2

    Nice to see Tonima Didi on screen again. To Cine Poison, want an episode on Mahbuba Islam Shumi.

  • @pikurdiary
    @pikurdiary Před 2 lety +1

    উনার নাটক যখন দেখতাম খুবই মার্জিত মনে হতো উনাকে। অনেক অনেক শুভকামনা

  • @sumonsiddique2541
    @sumonsiddique2541 Před 3 lety +7

    নায়িকা রানী, জিন্নাহ, কাঞ্চি, মিশালা, নিশি দের সাক্ষাৎ কার চাই

  • @jahangiralam5907
    @jahangiralam5907 Před 2 lety

    তনিমা হামিদকে বাস্তবে দেখেছিলাম । তনিমা হামিদ অনেক সুন্দর

  • @mahmudulhasan3950
    @mahmudulhasan3950 Před 2 lety

    Tonima Hamid ❤️
    ধন্যবাদ সিনে পয়জন ❤️

  • @quaziahmed1905
    @quaziahmed1905 Před 2 lety

    My favorite actress mind blowing 💞beauty miss you so much 👍👍👍👍👍

  • @PKTTV848
    @PKTTV848 Před 3 lety +1

    নাটক গুলো সবচেয়ে ভালো ছিল.সাদাকালো

  • @tahsinnafis2347
    @tahsinnafis2347 Před 2 lety +1

    crush silo amar

  • @user-re5xq5yv6g
    @user-re5xq5yv6g Před 3 lety +1

    অপি করিম ও তনিমা হামিদ ছিল আমার ক্রাশ।

  • @pobonprodhan6594
    @pobonprodhan6594 Před měsícem

    My faculty
    She is excellent

  • @muhammedehsanuzzaman5353
    @muhammedehsanuzzaman5353 Před 3 měsíci

    L❤L for Tonima Hamid

  • @rony-qz5hy
    @rony-qz5hy Před 7 měsíci

    আমার ক্রাশ ❤️

  • @jannatulnaeem1206
    @jannatulnaeem1206 Před 3 lety +8

    উনি আমার অনেক পছন্দের 😍
    বর্তমান গুলা তো পারে শুধু অশ্লীল পোশাক পরতে ।
    এখন কার সব নাটকের কাহিনী ই শুধু ভালোবাসা,,,, পরিবার নিয়ে দেখার মতো কিছুই নেই ।

  • @hridoysaha1637
    @hridoysaha1637 Před 3 lety +2

    আমার এখনো মনে আছে ২০০৪-০৫ এর দিকে বিটিভিতে কৃষ্ণকাল ধারাবাহিক দেখেছি,তাইলে কালো তালিকায় ছিলেন কিভাবে!

  • @aslammir7402
    @aslammir7402 Před 3 lety +2

    ওনার নাটক গুলো আমার খুবই ভালোলাগে

    • @CinePoison
      @CinePoison  Před 3 lety

      সেই সময়ের অধিকাংশ নাটকগুলোই খুবই নান্দনিক ছিলো ❤️️

  • @mdanowarali5070
    @mdanowarali5070 Před 3 lety +1

    Tonima Hamid is epicient actress my love for her

  • @arif71du
    @arif71du Před 2 lety +1

    informative

  • @minivillagecooking100

    আমার খুব পছন্দের একটি নাইকা

  • @blackcat.c
    @blackcat.c Před 2 lety

    লাস্যময়ী অভিনেত্রী তনিমা হামিদ

  • @opgamerytprince2360
    @opgamerytprince2360 Před 3 lety +1

    Ager natokguli kub miss kori

  • @Mishun787
    @Mishun787 Před 3 lety +3

    আমার প্রিয় একজন ফ্যাকাল্টি.... বাংলাদেশ স্টাডিজ কোর্স এর ক্লাস করাতেন ❤️❤️❤️

  • @arthiarthi7958
    @arthiarthi7958 Před 3 lety +7

    ইতিহাসের ছাত্রী ইকোনোমিকস পড়াই কি করে? বুঝে আসেনা 😥😥

    • @samiajahan3755
      @samiajahan3755 Před rokem +2

      She joined economics department but mainly she teaches Course Emergence of Bangladesh which is based on বাংলাদেশের ইতিহাস। And I am a student of her!❤️

  • @virtualrehan413
    @virtualrehan413 Před 3 lety +7

    সিজান নামের একটা ছেলে ছিল নাটকে..
    ওর ভিডিও চাই

  • @sharifahmed5926
    @sharifahmed5926 Před 2 měsíci

    সেকালের বিটিভি যা দিয়ে গেছে তা এখনকার ৪০/৫০ টি চ্যানেলও দিতে পারেনি। নাটক গান সাহিত্য ইংরেজী মুভি ধর্মীয় বাণী কি ছিল না তখন !

  • @classic_bangla_tv
    @classic_bangla_tv Před 3 lety +5

    অলৌকিক নাটক করেছেন বেশ কিছু। তখন ছোটো ছিলাম, খুব ভয় পেতাম

  • @stararefinneal678
    @stararefinneal678 Před 3 lety +1

    দারুন ভালো লেগেছে

  • @SabbirKhan-hs3wf
    @SabbirKhan-hs3wf Před 3 lety +1

    অসাধারণ তথ্যবহুল ভিডিও ❤️🥰।
    আগের নাটক মানেই ছিলো অসাধারণ কিছু 😍❤️। ধন্যবাদ ভাই এতো সুন্দর ভিডিও তৈরি করার জন্য❤️

    • @CinePoison
      @CinePoison  Před 3 lety +1

      অফুরান ভালোবাসা আমাদের সদা শুভাকাঙ্খি সাব্বির খান ভাই ❤️️❤️️❤️️❤️️❤️️

    • @SabbirKhan-hs3wf
      @SabbirKhan-hs3wf Před 3 lety

      @@CinePoison valobasa vai🥰😍❤️

  • @olddhakafishhunter7292
    @olddhakafishhunter7292 Před 3 lety +1

    অামার খুব পছন্দের অভিনেত্রী ছিলেন

  • @mrnahid7870
    @mrnahid7870 Před 3 lety +3

    এডমিন ভাই নায়িকা লিমা কে একটু খুঁজে বের করে একটা সাক্ষাত কার নিন,

  • @shamimunnessa6983
    @shamimunnessa6983 Před 3 lety

    শুভকামনা রইলো সবসময়ই।।

  • @salmaparvin5694
    @salmaparvin5694 Před 3 lety

    Khub misti meya hashita aro misti.....chilo

  • @user-pu3me4xy9p
    @user-pu3me4xy9p Před 2 lety +1

    ছোট কালে বিটিভিতে তার অনেক নাটক দেখতাম, অসাধারণ অভিনয়।

  • @nazirahmed45
    @nazirahmed45 Před 2 lety

    Must be brilliant actresses

  • @ARMLINK_K.S.M.2802
    @ARMLINK_K.S.M.2802 Před rokem

    খুব ভালো নায়িকা

  • @tasmiahtahsin1345
    @tasmiahtahsin1345 Před 3 lety

    আমার খুব পছন্দের ছিলো

  • @ziahoque7986
    @ziahoque7986 Před 3 lety +1

    আমার খুব প্র্রিয়

  • @mamtazbegum4695
    @mamtazbegum4695 Před 3 lety

    তনিমা আমার পিয়।

  • @sadiaddabazz225
    @sadiaddabazz225 Před 3 lety

    miss you

  • @mdhelaluddin9565
    @mdhelaluddin9565 Před 3 lety

    আমার প্রিয় অভিনেত্রী

  • @aryanhossansajib8345
    @aryanhossansajib8345 Před 3 lety

    আমার খুবি পছন্দের ছিল

  • @kothahasan748
    @kothahasan748 Před 3 lety

    শুভকামনা রইলো

  • @mominulislam2808
    @mominulislam2808 Před 3 lety +1

    অনেক অনেক ভালো লাগছে। আমার ক্রাশ ছিলো

    • @CinePoison
      @CinePoison  Před 3 lety +1

      আপনার ক্রাশকে নিয়ে ভিডিও বানাতে পেরে আমরা আনন্দিত। অফুরান ভালোবাসা ❤️️

  • @AshikKhan-yn7sr
    @AshikKhan-yn7sr Před 3 lety +1

    শীলা আহমেদকে নিয়ে একটা ভিডিও বানাইয়েন প্লিজ ভাই

  • @mominulazad7868
    @mominulazad7868 Před 3 lety

    আমার অনেক ভালোলাগার মানুষ

  • @kamrunzaman7968
    @kamrunzaman7968 Před rokem

    Mallodan dekhte chachi please upload

  • @tuheen1719
    @tuheen1719 Před rokem

    খুবই পছন্দের একজন অভীনেত্রী।

  • @mdmohiuddinrony3171
    @mdmohiuddinrony3171 Před 3 lety

    Amar favorite akjon chilo

  • @nahidimtiazniloy6791
    @nahidimtiazniloy6791 Před 3 lety

    Darun chilo darun

  • @mdmukul9914
    @mdmukul9914 Před 3 lety

    I miss you since 1999 to 2021

  • @shamimakter7132
    @shamimakter7132 Před 3 lety

    Anek din shore Ami tonima hamidke khujtechi

  • @theworlddictionary7672

    সময়ের আড়ালে এই সব তারকারা কোথায় যে হাড়িয়ে গেছে।

  • @fahmidanuri8003
    @fahmidanuri8003 Před 3 lety

    Onek valo lagto unake

  • @mdamjedhossain7765
    @mdamjedhossain7765 Před 2 lety

    আমার পচন্দের নায়িকা

  • @lovebird143-bd1h
    @lovebird143-bd1h Před 2 lety

    জনপ্রিয় অভিনেত্রী সুচরিতা উনার ভিডিও দেন

  • @nihanmahian4741
    @nihanmahian4741 Před 3 lety

    My first crush...still ...

  • @mugiwaranoruffy69
    @mugiwaranoruffy69 Před 3 lety

    Thank you so so much for providing us many precious informations

  • @ayonmahmud1367
    @ayonmahmud1367 Před 2 lety

    তানভীন সুইটিকে নিয়ে ভিডিও করবেন প্লিজ।

  • @Sony-bi9sx
    @Sony-bi9sx Před 3 lety +2

    সিজার কে নিয়ে একটা ভিডিও তৈরি করবেন ভাইয়া

  • @MdSohel-nt6ru
    @MdSohel-nt6ru Před 3 lety +2

    তনিমা হামিদ এখন কোথায় আছেন?

  • @alaminsnighdho3818
    @alaminsnighdho3818 Před 3 lety

    আমার খুব ভাল লাগতো ওনাকে

  • @shimarekha
    @shimarekha Před 2 lety

    ২৭ আগস্ট ১৯৮০ সালে তনিমার জন্ম

  • @nabilanawrin6101
    @nabilanawrin6101 Před 3 lety +1

    How funny! Was a student of history but working a teacher of economics.

    • @CinePoison
      @CinePoison  Před 3 lety

      Economics Department er teacher economics subject er noy. Uni history related course e koran.

  • @samiul_sakib
    @samiul_sakib Před 3 lety +2

    বাংলা ভাষায় এখন এই চ্যানেলটি কিংবদন্তি।
    অভিনেত্রী বিন্দুকে নিয়ে একটি ভিডিও বানান ভাই!!!

    • @CinePoison
      @CinePoison  Před 3 lety

      অসংখ্য ধন্যবাদ ভাই ❤️ বিন্দু আমাদের তালিকায় রয়েছে তবে একটু দেরি হবে তার আগে আরও কিছু সিরিয়র আর্টিস্টকে নিয়ে ভিডিও বানাতে চাই। আশাকরি পাশেই থাকবেন। অফুরান ভালোবাসা ❤️

  • @tahsinzarrin5018
    @tahsinzarrin5018 Před 3 lety +2

    অভিনেতা শাহেদ কে নিয়ে ভিডিও চাই

  • @farjanaislam6048
    @farjanaislam6048 Před 3 lety

    Ami like kori

  • @mr.faysalyt1967
    @mr.faysalyt1967 Před 2 lety

    সত্যি বলতে সেই দিন আর ফিরে আসবে না

  • @husnaahmed1082
    @husnaahmed1082 Před 3 lety +2

    ও অাচ্ছা কোন বাবা মায়ের সন্তান তনিমা। অাগে জানতাম না তো।।।।

  • @suraiyakhanani464
    @suraiyakhanani464 Před 3 lety

    আমার প্রিয় অভিনেত্রী তিনি,অনেক miss করি তার অভিনয় 😢

  • @nadiabintebillal8334
    @nadiabintebillal8334 Před 3 lety

    Amr khub valo lagto ok

  • @joyakhan2522
    @joyakhan2522 Před rokem

    ১৯৮৬ সালে জন্ম হলে ১৯৯২ সালে তার ৬ বছর আর ৯৯ সালে ১৩ বছরে সে এত বড় হয় কিভাবে

    • @CinePoison
      @CinePoison  Před rokem

      জন্মসাল ভুল বলা হয়েছিল। সঠিক জন্মসাল ১৯৭৯।

  • @salahuddin7493
    @salahuddin7493 Před 2 lety

    ফাল্গুনী হামিদ কে নিয়ে কোন পর্ব থাকলে লিংক দেবেন দয়া করে

    • @CinePoison
      @CinePoison  Před 2 lety +1

      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ❤️ উনাকে নিয়ে এখন পর্যন্ত ভিডিও বানানো হয়নি তবে ইচ্ছা আছে সামনে বানানোর।

    • @salahuddin7493
      @salahuddin7493 Před 2 lety

      @@CinePoison বানাবেন সময় করে। অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।

  • @khanrozi1322
    @khanrozi1322 Před 3 lety

    💗💗💗💗

  • @pratikchandrasarker679
    @pratikchandrasarker679 Před 10 měsíci

    Ma'am East West university te class nen. Onar course korechi.

  • @jerry01921
    @jerry01921 Před 2 lety

    wonderful actress,daugter of falguni hamid,why u lost?

  • @Greenlife-q6y
    @Greenlife-q6y Před 3 lety +1

    আমাগো আর কি কইবার আছে।