3 Days Cox`s Bazar Tour Plan | ২ দিনে কক্সবাজার কোথায় কোথায় ঘুরবেন | কোথায় থাকবেন | A to Z |

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • কক্সবাজার ২দিন ঘুরলেই যথেষ্ট । তারপরও আমরা ৩ দিনের প্লান করি । এই ভিডিওতে সব কিছু দেয়া আছে। যদি আপনি দেখেন তবে আপনার ভ্রমণ আরো সহজ হবে এটা বলতে পারি । কক্সবাজার সম্পর্কে এ টু জেট সবটাই থাকছে এই ভিডিওতে । খরচ কত পরবে , কিকি কিনতে পারেন , কি খাবেন, সি ফুট কোথায় খেলে ভালো হয়। মার্কেট কোথায় করলে ভালো হয় ।
    তিনদিনের প্লানে থাকছে -
    ১ম দিন : কক্সবাজার -লাবণী পয়েন্ট, সুগন্ধা বিচ, কলাতলী বিচ, সি ফুট ও রাতের বিচ ।
    ২য় দিন : ইনানী বিচ, লালকাকড়া বিচ, পাটুয়ারটেক, হিমছড়ি ও সুগন্ধা বিচে স্নান ও ও রাতের বিচ ভ্রমণ, সি ফুট ও রাতে বার্মি জ মার্কেট এ কেনা কাটা ।
    ৩য় দিন : কক্সবাজার সমুদ্র সৈকতে সকালের সূর‌্য দরশন, রামু বৌদ্ধ মন্দির ও আশপাশ, বকেলে শুটকি ক্রয় ও অন্যান্য । এরপর বাড়ির উদ্দেশ্যে ট্রেনে / বাসে ওঠা ।
    বন্ধুরা কোন ভুল তথ্য দিয়ে থাকলে কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকল।
    #coxsbazartour #travel #journey #beautifulbangladesh
    Facebook Link : / maturam
    My Another Channel : / @charukolabd

Komentáře • 27

  • @user-jt2pn8sr1b
    @user-jt2pn8sr1b Před 6 měsíci +1

    ❤❤❤❤❤❤fast koment kor lam laviyu vai❤❤❤❤❤❤😊

  • @abdullahmamun2918
    @abdullahmamun2918 Před 6 měsíci +2

    Wow❤

  • @abdullahmamun2918
    @abdullahmamun2918 Před 6 měsíci

    Wow. Beautiful

  • @shohanbsl5482
    @shohanbsl5482 Před měsícem +1

    দাদা ২ রাত ৩ দিনের ট্যুরে আপনাদের চারজন এর মোট কত টাকা খরচ হয়েছিল যদি বলতেন তাহলে উপকার হতো।
    আমরা ৪ জন যাবো

    • @touristporibar11
      @touristporibar11  Před měsícem +1

      ট্রেনে প্রথমে আমরা এসি টিকিট পেয়েছিলাম যেখানে চারজনের টিকিটের ভাড়া ৫২০০ টাকা বাচ্চাদের একটু কমিশন থাকায় ৪৮০০ টাকা পড়েছে যেতে। আসার সময় আমরা নন এসি টিকিট পেয়েছি যার ভাড়া পড়েছে ২৪০০ টাকার মতন কমিশন ছিল বাচ্চাদের। হোটেল ভাড়া দুরাত ২ হাজার টাকা। কক্সবাজার কলাতলী থেকে ইনানী বিচ যাওয়া-আসা সিএনজি রিজার্ভ ৮০০ টাকা। বুদ্ধ মন্দিরে যাওয়া-আসা ৮০০ টাকা মানে ১০০ ফিট রামু বুদ্ধ বিহারে। রাতে আমরা সি ফুড খেয়েছি তাতে রাতের খাবারটা পড়েছে পাঁচশ প্লাস । সমুদ্রে মাছ ফ্রাই/ বাবারবিকিউ সাথে কোক ছিল আর পরোটা। চারজনার খবর ৫০০ টাকায় হয়ে গেছে। দুপুরের খাবার আমরা প্যাকেজের মতন তাতে ৪০০ বা ৫০০ টাকার ভিতরে হয়ে যেত ,খাবার আমাদের এই চারজনার ফ্যামিলি। সকালের নাস্তা আপনার মতন করে আপনি খেতে পারেন ২০০ টাকার মতন হয়ে গেছে ৪ জনার। আমরা খুব যে খরচ করেছি তেমন না। যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা বিচে খুব ভালো সময় কাটিয়েছি। এই হল খরচ আপনার একটু যোগ করে দেখতে পারেন আর যদি কেনাকাটা করেন তবে জানিনা আপনাদের কত লাগবে তবে আমরা শুটকি গুড়া চিংড়ি কিনেছিলাম ৩০০ টাকা করে কেজি, যা ঢাকাতে দাম ৫০০-৬-০০ টাকা যায়গা ভেদে। আর একটা খরচ করেছি সিবিজে ওইটা কি ছাতার নিচে বসে ছিলাম যেখানে ৬০ টাকা করে পার আওয়ার নিতো। এই ছিল বিস্তারিত। ঘুরে আসতে পারেন। তবে যখন খুব লোক বেশি ভিড় থাকবে তখন না যাওয়াই ভালো তাহলে হোটেলের ভাড়া রেট বেড়ে যায়।

    • @shohanbsl5482
      @shohanbsl5482 Před měsícem +1

      @@touristporibar11 অসংখ্য ধন্যবাদ

    • @shohanbsl5482
      @shohanbsl5482 Před měsícem

      @@touristporibar11 এতে আপনার সবকিছু মিলিয়ে মোট কত টাকা খরচ হয়েছে একটু বলবেন

    • @khmjahid5725
      @khmjahid5725 Před 3 dny +1

      ​@@touristporibar11হোটেলের নাম কি ছিলো? দুই রাতের জন্য টোটাল দুই হাজার টাকা নিয়েছে?

    • @touristporibar11
      @touristporibar11  Před 2 dny

      @@khmjahid5725 দাদা ভিডিওতে নাম দেয়া আছে এবং হোটেল দেখানো আছে । দাদা একটু দেখে নিলে ভালো হতো। দয়া করে দেখে নিবেন?

  • @Ytsafwan222
    @Ytsafwan222 Před měsícem

    আপনাদের ফ্যামিলি নিয়ে মোট কত টাকা খরচ গেছে কক্সবাজার ট্যুর

    • @touristporibar11
      @touristporibar11  Před měsícem

      ট্রেনে প্রথমে আমরা এসি টিকিট পেয়েছিলাম যেখানে চারজনের টিকিটের ভাড়া ৫২০০ টাকা বাচ্চাদের একটু কমিশন থাকায় ৪৮০০ টাকা পড়েছে যেতে। আসার সময় আমরা নন এসি টিকিট পেয়েছি যার ভাড়া পড়েছে ২৪০০ টাকার মতন কমিশন ছিল বাচ্চাদের। হোটেল ভাড়া দুরাত ২ হাজার টাকা। কক্সবাজার কলাতলী থেকে ইনানী বিচে যাওয়া-আসা সিএনজি রিজার্ভ ৮০০ টাকা। বুদ্ধ মন্দিরে যাওয়া-আসা ৮০০ টাকা মানে ১০০ ফিট রামু বুদ্ধ বিহারে। রাতে আমরা সি ফুড খেয়েছি তাতে রাতের খাবারটা পড়েছে পাঁচশ প্লাস । সমুদ্রে মাছ ফ্রাই/ বাবারবিকিউ সাথে কোক ছিল আর পরোটা। চারজনার খবর ৫০০ টাকায় হয়ে গেছে। দুপুরের খাবার আমরা প্যাকেজের মতন তাতে ৪০০ বা ৫০০ টাকার ভিতরে হয়ে যেত ,খাবার আমাদের এই চারজনার ফ্যামিলি। সকালের নাস্তা আপনার মতন করে আপনি খেতে পারেন ২০০ টাকার মতন হয়ে গেছে ৪ জনার। আমরা খুব যে খরচ করেছি তেমন না। যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা বিচে খুব ভালো সময় কাটিয়েছি। এই হল খরচ আপনার একটু যোগ করে দেখতে পারেন আর যদি কেনাকাটা করেন তবে জানিনা আপনাদের কত লাগবে তবে আমরা শুটকি গুড়া চিংড়ি কিনেছিলাম ৩০০ টাকা করে কেজি, যা ঢাকাতে দাম ৫০০-৬-০০ টাকা যায়গা ভেদে। আর একটা খরচ করেছি সিবিজে ওইটা কি ছাতার নিচে বসে ছিলাম যেখানে ৬০ টাকা করে পার আওয়ার নিতো। এই ছিল বিস্তারিত। ঘুরে আসতে পারেন। তবে যখন খুব লোক বেশি ভিড় থাকবে তখন না যাওয়াই ভালো তাহলে হোটেলের ভাড়া রেট বেড়ে যায়।

  • @hmakramhafej1019
    @hmakramhafej1019 Před 6 měsíci

    কম খরচে কোথায় থাকতে পারি একটু বলে দিন প্লিজ, আমরা এই প্রথম যাচ্ছি,,

    • @MdrasalhossenRasal
      @MdrasalhossenRasal Před 6 měsíci

      এস এস গেস্ট হাউস ওখানে যে পরিচয়, ওখানে মোটামুটি পাঁচশ আটশ এক হাজার পনেরশো টাকা ২০০০ টাকাই ভালো ভালো রুম পাওয়া যায়

  • @pubgkruc5554
    @pubgkruc5554 Před 6 měsíci +1

    couple দের জন্য নিরাপদ কম টাকায় হোটেল কি পাওয়া যাবে

    • @touristporibar11
      @touristporibar11  Před 6 měsíci

      কপাল থাকলে দেড় হাজার টাকার ভিতরে হোটেলে থাকলেই ভাল হয়

  • @hmakramhafej1019
    @hmakramhafej1019 Před 6 měsíci +1

    আমরা এখন যাচ্ছি

    • @touristporibar11
      @touristporibar11  Před 6 měsíci

      ভ্রমণ ভ্রমণ সুন্দর হোক

  • @hmakramhafej1019
    @hmakramhafej1019 Před 6 měsíci +1

    ভাই এখন কি হোটেল পাওয়া যাবে??

  • @khmjahid5725
    @khmjahid5725 Před 3 dny +1

    ৩ দিন হিসেবে ঘুড়ার স্পট যথেষ্ট না। আরও জায়গায় যাওয়া যেতো।

    • @touristporibar11
      @touristporibar11  Před 2 dny

      ভাই ঠিক বলেছেন। কিন্তু পরিবার নিয়ে গেলে সাগরপাড়ে সময় কাটাতে পছন্দ করি । তাই কিছু জায়গা স্কিপ করে গেছি। আর যদি আপনারা সিঙ্গেল যান তবে অনেক জায়গায় ঘুরতে পারবেন।

  • @Akromon118
    @Akromon118 Před 6 měsíci +1

    উচ্চারণে মনোযোগ দিন।।
    উচ্চারণ গুলো কানে লাগে