Chirodiner sei gaan | Manna Dey & Sandhya Mukherjee | Duet performance | Science city auditorium

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2016
  • Manna Dey and Sandhya Mukherjee were two iconic playback singers in Indian cinema, celebrated for their exceptional voices and contributions to the music industry. While Manna Dey and Sandhya Mukherjee primarily worked in different linguistic and regional domains, their contributions to Indian music are immense. Their ability to convey deep emotions through their singing has left a lasting impact on listeners and the music industry.
    Both singers are remembered for their dedication to their craft, their ability to bring life to lyrics, and their role in enriching Indian cinema's musical landscape.
    That must have been a memorable evening! When Manna Dey and Sandhya Mukherjee performed at the Science City Auditorium, the event was undoubtedly special, considering their legendary status in the Indian music industry.
    Live performances by such legendary artists are rare and cherished events. They bring the magic of music to life, allowing audiences to experience the depth and beauty of their voices in real-time. This performance at the Science City Auditorium would have been a testament to their enduring legacy and the timeless appeal of their music.
    If you like the Video, Don't forget to Share and leave your comments"
    Visit Our Channel For Subscribe & More Videos: / miltonmuzikmiltonmuzik
    Milton music, play the moments, musically
  • Hudba

Komentáře • 1K

  • @tuhinmollick5705
    @tuhinmollick5705 Před 3 lety +25

    এ শুধু গান নয় এ যেন সুরের প্রার্থনা শুনলাম। অনন্তকাল বেঁচে থাকুক এ সুর।

  • @manabendrapakhira5801
    @manabendrapakhira5801 Před 2 měsíci +3

    কিংবদন্তি ও মহান , প্রবাদপ্রতিম পদ্মশ্রী মান্না দে এবং শ্রীমতি সন্ধ্যা মুখোপাধ্যায় কে আমার শ্রদ্ধা ও প্রনাম জানাই। ❤❤❤🙏🙏🙏❤❤❤

  • @shikhorbarman1853
    @shikhorbarman1853 Před 4 lety +5

    আমার খুব ভালো লেগেছে,, আমি সহশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, হে আমার বাংলা মায়ের মাটির মানুষ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই ভাবে সত্য যুগ যুগ অক্ষয় থাকুক।।।।

  • @ramanichakma1555
    @ramanichakma1555 Před rokem +4

    কালজয়ী অমর অপূর্ব সুন্দর গান।প্রিয় শিল্পী গীতশ্রী সন্ধ্যাজী এসব গানের মাধ্যমে বাংলা গানের জগতে আজীবন চির স্মরণীয় হয়ে থাকবেন।অনেক শ্রদ্ধা।

  • @sisirbouri5950
    @sisirbouri5950 Před 2 lety +4

    অপূর্ব এক অনুভূতি । এই অনুষ্ঠানটি যিনি পরিচালনা করছেন তার কণ্ঠস্বর আরো মধুর।

  • @shamimamondal3811
    @shamimamondal3811 Před 2 lety +25

    অনেক ধন্যবাদ - এমন একটা অনুষ্ঠান গন মাধ্যমে আমাদের মাঝে ! তুলে ধরার জন্য ।
    ( Thank you so much for presented - events like this social tech media for us ) 🙏

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 Před 2 měsíci +2

    স্বর্নযুগের কিংবদন্তীসকল কৃতজ্ঞতাসহ শ্রদ্ধার্ঘ ! গায়ক গায়িকা সমৃদ্ধশালী সম্পুর্ন করেছে চিরদিন নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রীদের ❤❤

  • @drharinarayansastri
    @drharinarayansastri Před 3 lety +24

    Ever green voice.
    এই গান কোনোদিন পুরনো হবে না।
    সশ্রদ্ধ প্রণাম জানাই

  • @kshaunissarkar4691
    @kshaunissarkar4691 Před 2 lety +5

    খুবই ঋদ্ধ হলাম। উপস্থাপনার জন্য ধন্যবাদ।

  • @ashimkumarroy4428
    @ashimkumarroy4428 Před 2 lety +3

    অসাধারণ, দারুন, ওনাদের প্রনাম জানাই।ওনারা দীর্ঘ জীবি হোন।

  • @manasjana4589
    @manasjana4589 Před 5 lety +13

    অসাধারণ । পরিণত বয়সে এমন আশ্চর্য সুরের জাল কোন বিগত কালকে সামনে এনে মুগ্ধ করতে
    পারে এ কখনও সম্ভব ভাবতে পারিনি। ছয় দশক আগেও এক ই মোহ ঘিরে ছিল

  • @swapanghosh6883
    @swapanghosh6883 Před 4 lety +13

    এই রকম অনুষ্ঠান
    আর কোনো দিন আসবে না।মা সরস্বতী সবাইকে একসঙ্গে পাঠানো হয়েছে ৫০ দশক থেকে ৯০দশক পর্যন্ত। আমাদের আনন্দ উপহার দিতে। তখন আমাদের কিছুই ছিলো না। এই আমাদের সম্বল। এই অনুষ্ঠান ইউ টিউবে দেখলে মনটা খুব ভালো লাগে।

  • @swapansaha7709
    @swapansaha7709 Před 3 lety +7

    মায়াবী সুর যেন অবিনশ্বর থাকে।
    ওনার দীর্ঘায়ু কামনা করি।
    সশ্রদ্ধ প্রনাম ও শুভেচ্ছা রইল।

  • @nilubhattacharya6887
    @nilubhattacharya6887 Před 2 lety +13

    অপূর্ব, অসাধারণ, দুর্দান্ত, দুর্ধর্ষ ,অতুলনীয়, অনবদ্য প্রোগ্রাম।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @anutoshmajumder1287
      @anutoshmajumder1287 Před 2 lety +1

      00

    • @mmpanja675
      @mmpanja675 Před 2 lety

      Madan Mohan Panja Inspector BSF
      Apurba program,Akalpania, Ashim Samman er Adhikari.
      I pray before God and recommended for award of BHARAT RATNA during alive, not after death

    • @pannalalgosh8325
      @pannalalgosh8325 Před 2 lety

      @@mmpanja675 @

    • @ParthaRakshit-lx4wj
      @ParthaRakshit-lx4wj Před 2 měsíci +1

      Very. Good 😊👍❤

  • @debabratamaiti2589
    @debabratamaiti2589 Před 2 lety +2

    খুব সুন্দর লাগছে গানটি শোনানোর জন্য ধন্যবাদ 🌼🌼🌺🌺🙏🙏👌👌💝💝🖤🖤💞💞❣️❣️💓💓❤❤💜💜💚💚🧡🧡💛💛💛💙💙💖💖💕💕

  • @minatichatterjee8688
    @minatichatterjee8688 Před 29 dny

    ঋদ্ধ হলাম ধন্য হলাম অনন্ত ভালোবাসা তোমাদের প্রতি সন্ধ্যা দি ও মান্না দা কে।

  • @surjochakrabarty7221
    @surjochakrabarty7221 Před 11 měsíci +5

    মান্না দে রি‌য়ে‌লি লি‌জেন্ড❤❤❤ মিস ক‌রি মান্না দা কে😢

  • @swapnilgaming4295
    @swapnilgaming4295 Před 2 lety +7

    ভাব আছে কিন্তু ভাষা হারিয়ে ফেলেছি। এক কথায় অসাধারণ।

  • @bibekanandamukhopadhyay5473
    @bibekanandamukhopadhyay5473 Před 5 měsíci

    আমার পরম সৌভাগ্য যে এই অসাধারণ অনুষ্ঠানে দর্শক ও স্রোতা হিসেবে উপস্থিত ও উপভোগ করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে । সারা জীবনের কিছু স্মরণীয় মুহূর্ত ।

  • @dhurjotikumardas6853
    @dhurjotikumardas6853 Před 5 lety +10

    পুরনো দিনের গান কখন পুরনো হয় না

  • @simonsinner246
    @simonsinner246 Před 3 lety +3

    ❤❤❤👍👌সন্ধা দেবী র এক পাশে রয়েছে ওনার কন্যা, আর এক পাশে যিনি বসে আছেন উনি কে যদি দয়া করে জানান বাধিত হব।

  • @biswajeetchatterjee1962
    @biswajeetchatterjee1962 Před 4 lety +4

    চোখে জল চলে আসে,চোখ বুজে শুনলে সেই ছোট বেলা তে চলে যাই,স্মৃতি গুলো চোখের সামনে ছবির মতো চলতে থাকে।

  • @mr.s.gaming6593
    @mr.s.gaming6593 Před 2 lety +1

    আজ আমার জীবন ধন‍্য হোল শ্রদ্ধেয়া
    সন্ধ‍্যা মুখোপ‍াধ‍্যায়ে ইউটিভিতে মুধুর কন্ঠের
    কালজয়ী গানশুনে দুঃখ‍্য একটাই সরাসরি
    ওনার পাছুয়ে প্রনাম করতে পারতাম সাক্ষাৎ
    সরস্বতী দেবী প্রভু জগদ্ব বন্ধু ওনাকে সুস্হ
    রাখুন ও আয়ূ দান করুন
    আজ আমার মা নিভারানী দাসের কথা মনে
    পরছে উনি ও অবলীলায় ওনার গান গুলো
    গেয়েযেতেন কন্ঠস্বর খুবই ভাল ছিল
    আমরা তার গুনগুলো পাইনি

  • @sailendranathadhikary5526
    @sailendranathadhikary5526 Před 3 lety +24

    বাংলা সঙ্গীত কে সমৃদ্ধশালী করা এই সৃষ্টি শীল শিল্পীদের জানাই আমার অন্তরের গভীর শ্রদ্ধা।

  • @bimalhalder5671
    @bimalhalder5671 Před 3 lety +58

    জানিনা এমন গানের পরিবেশ আর কোন দিন জীবনে আসবে কিনা, আর শুনতে পাবো কিনা ? কালজযী কন্ঠ তাদের অমর হযে থাকুক এই আমাদের কামনা ও বাসনা । সুরদিদি ও সুরদাদা।

  • @manoranjansarkar2631
    @manoranjansarkar2631 Před 4 lety +3

    Realy the songs of Sandhyadi heart touching .When I was a student of class seven or eight from that time I was fan of Gitashri Sandhyadi till date. Now I am 63 years old enjoying my retire life , when heer the song of Sandhyadi I feel my self that I am siting before Sandhyadi and heering her sweet songs . Satakuti pranams Sandhyadike .

  • @prakashpalit1599
    @prakashpalit1599 Před 3 lety +20

    প্রথমেই বলতে হয় উপস্থাপকের শব্দ চয়ন ভারি সুন্দর।
    তরুন বাবুরও শব্দ চয়ন ও ভাষার বিন্যাস ভীষণ ভালো লাগলো।
    মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের সম্বন্ধে যতই বলা হোকনা কেন বেশিরভাগ কথা অকথিত থেকে যাবে অনেকটাই হিমালয়ের উচ্চতা মাপার চেষ্টার সামিল। সারা জীবন যাদের গানকে সম্বল করে জীবন আবর্তিত ও সমৃদ্ধ হয়েছে তাদেরকে সম্মান‌ জানানোর কিছুমাত্র প্রচেষ্টা আমার মত ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষের পক্ষে নিছকই ধৃষ্টতা।

  • @santanughosh6066
    @santanughosh6066 Před 7 lety +9

    অনবদ্য অনুষ্ঠান, প্রিয় শিল্পিদের প্রিয় গান ::: ধন্যবাদ

  • @soumitrapanda3860
    @soumitrapanda3860 Před 2 lety +4

    ক্ষণজন্মা দুই শিল্পী । তাঁদের প্রতিভা, অধ্যবসায়, এবং ব্যুৎপত্তি - বাংলা গানের স্বর্ণযুগ কে এভাবে প্রত্যক্ষ করার সুযোগ করে দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ।

  • @reetadevmunshi4769
    @reetadevmunshi4769 Před 6 lety +3

    আনন্দ ঘন চরম আনন্দ , সব বিশেষ তারকার বিশেষ উপস্থিতি।

  • @robinghosh6685
    @robinghosh6685 Před 5 lety +4

    মন ছুঁয়ে গেল।
    অসাধারণ।

  • @prabirkumarroy6369
    @prabirkumarroy6369 Před 2 lety +2

    গান শুনে মন ভড়ে গেছে বল্লে ভূল হবে। বলতে হবে মনটা পরিপূর্ণ হয়েছে।

  • @sujitsengupta8516
    @sujitsengupta8516 Před 6 lety +10

    What a mellifluous voice ! Shreya Ghosal is one my most favourite singers and will remain so in the years to come.She is a dedicated worshipper of Indian classics.There is no dearth of quality singers even in the present generation too; but sadly enough,many go into oblivion in no time by the awe and wonder of the glamour world. Who is there to protect them like a 'Guru' would otherwise do? Market dynamics bring them to the fore readily and reject them with equal ease.Another aspect which destroys these young talents in no time is that these singers are lured up to perform on stages quite too often,without having to care for their tender voice.High pitch loud songs and accompanying orchestration leaves behind a tremendous stress on their tender voice before it is prepared enough.Sustenance is more important than appearing and vanishing .Music is worship....

  • @palashrazyt8485
    @palashrazyt8485 Před 5 lety +7

    চির অমর শিল্পী,সন্ধ্যা,লতা, কিশোর, মান্না, হেমন্ত, মানবেন্দ্র,অনুপ,

    • @swatidas7984
      @swatidas7984 Před 4 lety +1

      অপূর্ব সুন্দর কন্ঠ মা সরস্বতীর দান👌👌

  • @Shibom654
    @Shibom654 Před měsícem +1

    এত গান নয় স্বর্গ থেকে ঝরে পড়া অমৃতসুধা

  • @NilkanthaBiswas-xw1fj
    @NilkanthaBiswas-xw1fj Před 15 dny

    This golden evening will not return anymore. জীবন নদীর জোয়ার ভাটায় কত ওঠে পড়ে। সে হিসাব কভুরাখে না কালের খেয়া। কত পথ সেতো পার হয়ে যায় পালে তার হাওয়া ভরে।
    যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,তারার পানে চেয়ে চেয়ে নাই বা
    আমায় ডাকলে।

  • @Studio-MMZ
    @Studio-MMZ Před 6 lety +6

    *আমার পরম প্রিয় শ্রদ্ধেয় শিল্পী* *গীতশ্রী শ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়...* *আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম।🙏🙏🙏🙏🙏*
    *কোটি কোটি ধন্যবাদ যাঁরা এই* *ভিডিওটা ইউটিউবে আপলোড* *করেছেন। আমরা ভীষণভাবে কৃতজ্ঞ থাকলাম।*
    *আমি এখন যা বলবো সবই কম* *বলা হয়ে যাবে । তাই কিছু বলতেও* *পারছি না ।*
    *গানগুলো শুনতে শুনতে চোখের জল তো বাধা*
    *মানবে না, এটাই তো অতি*
    *স্বাভাবিক, সেই সাথে এক অদ্ভুত* *অনুভূতি, অদ্ভুত এক ধরণের* *ভালোলাগা, যা কখনোই বোঝানো* *যাবেনা ।।*

    • @asokedutta1446
      @asokedutta1446 Před 2 měsíci

      এনারা তো চিরদিনের বিখ্যাত, অতি বিদগ্ধজন। কিছুই বলার নেই। আমার ভালো লাগলো ২০০৮ সালে অনেশ্বার গাওয়া দুটো গান। ওর ট্যলেন্ট মগ্ধ করেছে।

  • @debasishdas4495
    @debasishdas4495 Před 7 lety +50

    আমি খুব ভাগ্যবান যে, মা সরস্বতীর বরপ্রাপ্ত, বাংলা গানের রানি, যার গান শুনলে, এমনিতেই মন ভাল হয়ে যায়, সেই কিম্বদন্তী শিল্পী, যিনি বাংলায় যত মানুষ জন্ম নেবে তাদের শীশুকাল থেকে জীবনের শেষদিন পর্যন্ত মনের অন্তর স্তলে থাকবে সেই সন্ধামুখোপাধ্যায় কে নম করি। CZcams তার গান শুনে আমার চোখের জল আর বাধ মানতে চাইল না। আবার তোমাকে শতকোটি প্রণাম।

  • @sikhamahato2265
    @sikhamahato2265 Před 2 měsíci

    জানিনা এই প্রজন্ম এইসব গানগুলোকে কিন্তু যেমন সুদ তেমন তাল মন ছুঁয়ে যাওয়া গান

  • @MsBasudeb
    @MsBasudeb Před 7 lety +41

    সন্ধ্যা মুখার্জির গান আমার ভীষণ প্রিয়।আমি তাঁর গান শুনতে ভালোবাসি।দ্বিতীয় সন্ধ্যা আর স্মৃষ্টি হবেনা।ঈশ্বরের কাছে তাঁর সুস্থ দীর্ঘায়ু জীবন কামনা করি।

  • @shamimamondal3811
    @shamimamondal3811 Před 2 lety +10

    " আর কি কখনও কবে !
    এমন সন্ধ্যা হবে ,
    জনমের মতো হয়ে গেলো সারা ।
    গোধূলি গগনে, মেঘে ঢেকে ছিলো তারাঁ ।
    ( কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা )

  • @kabir.saikat1027
    @kabir.saikat1027 Před 8 lety +22

    অসাধারণ অনুভুতি। এই বয়সের এতো সুন্দর পরিবেশনা অসাধারণ।

  • @rulynpaul5940
    @rulynpaul5940 Před rokem +1

    Excellent !!

  • @swaponkabiraj4258
    @swaponkabiraj4258 Před 5 lety +1

    ঈশ্বর এর অসাধারণ সৃষ্টি এই মহান মানুষ গুলো জানিনা আর কোন দিন আমার অজান্তেই শ্রদ্ধাশ্রু বিসর্জবেকিনা? তবুও স্মৃতির মনিকোঠায্ অম্লান আজীবন!

  • @mitaroy1810
    @mitaroy1810 Před 3 lety +4

    A priceless post, thanks,🌹❤️💞💝🙌

  • @manojpathak697
    @manojpathak697 Před 7 lety +11

    সন্ধ্যাদি ও মেয়ের গান শুনে চোখে জল ভরে যায় বারেবারে!

  • @sandiphalder5697
    @sandiphalder5697 Před 2 lety +1

    অপুর্ব গাইলেন।

  • @alokdatta2426
    @alokdatta2426 Před 2 lety +1

    Ai dujone prabad pratim Shilpi amer sradaghya nibedan korlam amer pranam

  • @srimanm1373
    @srimanm1373 Před 4 lety +3

    Anweshao oshadharon gailo, unique voice.

  • @mdserajulislam4741
    @mdserajulislam4741 Před 3 lety +14

    My utmost gratitude and respect to these great legends of Bangla Music.

  • @aksarkar7514
    @aksarkar7514 Před 2 lety +1

    ধন্য হলাম। এঁদের সুরে বাঙালী গর্বিত

  • @basavi100
    @basavi100 Před 2 lety

    Fantastic
    May God bless our beloved Sandhya Mukherjee

  • @ranjitjoardar3854
    @ranjitjoardar3854 Před 6 lety +4

    মুগ্ধ হয়ে গেলাম।

  • @ranjansaren4680
    @ranjansaren4680 Před 7 lety +6

    অসাধারণ এক অনুভূতি,ইউ টিউবে তাকে এভাবে দেখা ও ভাগ্যের.ভগবান একটা সন্ধ্যা মুখার্জি সৃষ্টি করেছে, বাংলা গানের রানী, সম্রাজ্ঞী ।
    .............................. RANJAN SAREN /9748907845

  • @kpbiswas3238
    @kpbiswas3238 Před 3 lety +1

    খুব সুন্দর লাগছে আমার ছোটবেলার কথা মনে পরে গেল

  • @user-zo1bv2od1y
    @user-zo1bv2od1y Před 5 měsíci

    Ato boyosheo. Uni ato sundor adharoner gaan presentation korchen atai amader baro prapti .pranam. Shandhyadidik.❤❤❤❤❤❤❤❤❤

  • @akchasteify
    @akchasteify Před 3 lety +4

    কোন ফুলে যে এমন সুরের ঈশ্বরের পূজো করা যায় কে জানে।

  • @prabirkumardasgupta9824
    @prabirkumardasgupta9824 Před 3 lety +8

    Oh what are songs ! so lovely !!
    What a sweet voice ,even at this age of a great , great singer of Bengal !
    We are lucky that we could witness such live functions at our old age !
    Flashes back 60s, 70s, 80s, golden era of bengal cinemas / music !!!!
    Ever green !!!

  • @bijoydutta9945
    @bijoydutta9945 Před 3 lety

    Excellent. No change. My mind now on 1970.kinddly accept my pronam and greatfull thanks to you. God bless you. Thanks.have a buetiful life . nomoskar.

    • @bimalsarkar1547
      @bimalsarkar1547 Před 3 lety

      সন্ধ্যা মুখোাধ্যায়ের কণ্ঠ অসাধারণ । পেছনে কে বসে আছে? সৌজন্য নেই ।এতগুনি শিল্পীর পাশে ।

  • @rabindranathpaul8593
    @rabindranathpaul8593 Před 3 měsíci +2

    এমন গান কীভাবে মানুষ গান l

  • @pranavmukherjee5986
    @pranavmukherjee5986 Před 3 lety +3

    There is no word in the dictionary to describe HER AND HER TALENT. DONT YOU WORRY, GOD WILL TAKE CARE OF HER.

  • @upaguptanath6872
    @upaguptanath6872 Před 3 lety +4

    অপুর্ব , গান ও কন্ঠ ঈশ্বর এর দেওয়া কেও কেডে নিতে পারবে না কোন দিন ৷

  • @pksgkri
    @pksgkri Před 6 lety +1

    Getashree Sandhya Mukhopadhyay and Manna Dey are the Legends of Musical World specially Bengali Music per se. It is a great opportunity to listen to these two great singers. such melodious colourful voice for all varieties of songs are the prize possession of bengali music lovers. I was audience in her program at Mahajati Sadan as early as 1956-57 and subsequent programs. In many programs of Manna Dey I was fortunate to be an audience. My deep regards to both the legends. I like to mention about Miss Anwesha. she has an excellent music voice. she will also make indelible presence in music world.

  • @rulynpaul5940
    @rulynpaul5940 Před rokem

    Shanghai the wisest, brightest meanest of mankind. God ‘s gifted. Impressive Lady. Every songs wonderful.

  • @dr.s.d.chowdhury112
    @dr.s.d.chowdhury112 Před 6 lety +5

    Excellent. I have no language to express my appreciation. Pronam from my heart.

  • @khorshedahmed4212
    @khorshedahmed4212 Před 6 lety +13

    Our beloved great singers Manna Dey and Sandhya Mukhopadhyay, we can never foget you.You will never die. Both of you are great, and you will remain in our hearts.

  • @delhosain749
    @delhosain749 Před 2 lety +1

    Thank you Didi. You will always remain in the hearts of many. With Lots of Love to you and best wishes.

  • @montithakurofficial769
    @montithakurofficial769 Před 3 lety +1

    অনেক সুন্দর অনুষ্ঠান।

  • @niharendushasmal39
    @niharendushasmal39 Před 3 lety +7

    Anchoring of Mr. Satinath Mukherjee was also very nice.

  • @bijanchakraborty1686
    @bijanchakraborty1686 Před 7 lety +29

    This concert took place in Science City Auditorium, Kolkata, on 25th December 2008. I was present there fortunately with my entire family, even including my 7 years old daughter. Believe me friends, it was a surrealistic experience. If for once in my life I experienced divinity, it was hearing them in that evening. But all songs are not included in these two parts, especially the masterpiece like 'Gaane Mor Kon Indradhanu' by Sandhya Mukhopadhyay. The 79-year old singer (then) sang it with same perfection.

    • @samali108
      @samali108 Před 7 lety

      Thanks for sharing your comments. Do you know who the young lady singer was who sang the last song in this video with Sandhya Mukherji. Is she her daughter by any chance? I left India almost fifty years ago and have not been able to keep up-to-date on happenings there. This video is a real treat for people like us.

    • @bijanchakraborty1686
      @bijanchakraborty1686 Před 7 lety

      Hi Sam, the lady by her side and sang is indeed her daughter, Soumi Mukhopadhyay. She did not sing much, perhaps she does not have any album for herself at all.

    • @samali108
      @samali108 Před 7 lety

      Thank you very much for the information. They both sang with so much feeling which made me wonder. Now I know for sure.

    • @bhramarghosh7188
      @bhramarghosh7188 Před 7 lety

      Bijan Chakraborty

    • @bhramarghosh7188
      @bhramarghosh7188 Před 7 lety

      Bijan Chakraborty

  • @sukladasgupta685
    @sukladasgupta685 Před 3 lety +1

    খুব ভাল লাগলো! দারুণ !!

  • @tusharkantibanerjee6246
    @tusharkantibanerjee6246 Před 2 lety +1

    Apurbo darun Khub bhalo laglo

  • @arnab9208
    @arnab9208 Před 2 lety +3

    End of a Era ❤️😭

  • @sakhawathossain8815
    @sakhawathossain8815 Před 7 lety +9

    এ যেন গান নয়,তার চাইতে বেশী কিছু।

  • @nityanandadas705
    @nityanandadas705 Před 2 lety +2

    বরানব্বই তে পা দিলেম চিরদিনের গান শুনে মুগ্ধ আমি।

  • @bkbiswas1717
    @bkbiswas1717 Před 7 lety

    কিছু কিছু মানুষের প্রতি ভালবাসা থেকেই যায়......।এ ভালবাসা শেষ হবার নয়।

  • @joyantachakraborty6414
    @joyantachakraborty6414 Před 5 lety +13

    We consider Sandha Mukherjee as a living legend. Best wishes for you.

  • @gopalmanna5705
    @gopalmanna5705 Před 4 lety +5

    An evergreen unique combination

  • @tusharkantiroy6613
    @tusharkantiroy6613 Před rokem +1

    বাংলা সঙ্গীতশিল্পী দের জানাই আন্তরিক শুভেচ্ছা

  • @debkumardas-lk4np
    @debkumardas-lk4np Před rokem

    Apurba Presentation. Thanks Naturally.

  • @enamislam1403
    @enamislam1403 Před 6 lety +8

    100% pure nostalgic. no alloys no formalin...

  • @mirbishwas6952
    @mirbishwas6952 Před 7 lety +16

    It's absolutely good,nice,excellent,exciting & obviously memorable forever to all bangali viewers. Your attempt is appreciated

  • @m.amanullah1732
    @m.amanullah1732 Před 3 lety +1

    অসাধারণ অনুষ্ঠান!

  • @kajalmajumdar9035
    @kajalmajumdar9035 Před měsícem

    Bengalis best Singer our beloved Sandhya Mukherjee.

  • @9474822752
    @9474822752 Před 6 lety +5

    We are grateful to youtube for such unique presentations of "LEGEND'

  • @AditiBanerjee-ck2un
    @AditiBanerjee-ck2un Před 4 měsíci +5

    অতুলনীয় দুর্দান্ত দুর্ধর্ষ প্রোগ্রাম

  • @mohamadalasad8832
    @mohamadalasad8832 Před 5 lety

    আমাদের সন্ধ্যা মুখার্জী। সেলাম দিদি তোমাকে। তুমি বেচে থাক কোটি মানুষের মনের কোঠায়।

  • @abdul340
    @abdul340 Před rokem

    বাংলা সংস্কৃতিতে এতোজন গুনীজনদেরকে এক সংগে দেখতে পেয়ে আমার ভালো লাগছ হোক না এ যুগের মোবাইল ফোন প্রযুক্তি
    আমার আজ ভালো লাগছে আমার প্রয়াত অনেক শ্রদ্ধেয় পিতা যাঁর হাত ধরে প্রায় প্রতি রাতে রংপুর ওরিয়েন্টাল সিনেমা হল, লক্ষী সিনেমা হল, গাইবান্ধার মায়া সিনেমা হল, চৌধুরী হল, ঢাকার আজাদ সিনেমা হল আরও কত হল যা আর এ মুহূর্তে মনে হচ্ছে না। মনে হচ্ছে সেই সময়ের শিল্পীদের নাম যাঁদেরকে সামন থেকে কখনও দেখার সুযোগ হয়নি
    আজ আর আমার বাবা নেই, মান্না দে নেই, সন্ধ্যা মুখোপাধ্যায় নেই, ওঁরা কেউ নেই

  • @sudevmajumdar.8084
    @sudevmajumdar.8084 Před 4 lety +5

    I am proud to be a bengali

  • @NilkanthaBiswas-xw1fj
    @NilkanthaBiswas-xw1fj Před 15 dny

    সুরের মধ্যেই সুরের সাধনা । শ্রোতা হয়ে আমি ধন্য।

  • @mithunmitra417
    @mithunmitra417 Před 7 lety +2

    kono upoma diyei ei valo laga prokash korte parbo na . oshadharon.

    • @abulkalammollick4566
      @abulkalammollick4566 Před 5 lety

      যোগ্য মায়ের যোগ্য মেয়ে উভয়কে ই ধন্য বাদ।

  • @nimaidebroy9345
    @nimaidebroy9345 Před 4 lety +30

    নাম শুনলেই মাথানত হয়ে যায়। সন্ধ্যা দি আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন।

  • @aurobindobanerjee7062
    @aurobindobanerjee7062 Před 4 lety +8

    বাগেশ্রী রাগে গাওয়া সন্ধ‍্যা মুখোপাধ্যায়-এর সেই বিখ্যাত মনমাতানো গান--তুমি তো জানোনা কত ব্যথা. . .--এটি কি পাওয়ার উপায় আছেন?

  • @triptibanerjee7550
    @triptibanerjee7550 Před 3 lety

    Apurbo Apurbo Mon Vhare galo.

  • @amitavapaul6957
    @amitavapaul6957 Před 4 lety +1

    ANYESHA'S VOICE IS COMENDABLE. LOT OF WELL WISHES AND HOPE FOR HER successful CAREER. SANDHYA MUKHERJEE AND MANNA DEY R UNFORGETTABLE.

  • @bimalhalder5671
    @bimalhalder5671 Před 3 lety +12

    সন্চালকের সন্চালের দখ্খতা অসাধারন, অতূলনীয ধন্যবাদ জানিযে আপনাকে ছোট করতে চাই না। নম্সকার দাদা।

  • @kazalbiswasbiswas1654
    @kazalbiswasbiswas1654 Před 6 lety +4

    আমি শেষ হবো, শুধু, ওগো প্রেম তুমি শেষ হ'লে !
    তুমি যদি বেঁচে থাকো, -----জেগে রবো আমি এই পৃথিবীর ' পর, ----
    যদিও বুকের ' পরে রবে মৃত্যু, --- মৃত্যুর কবর!

  • @subratabardhan9287
    @subratabardhan9287 Před 2 lety

    Open song's of Sandhya didi excellent example to day, pronam didi, best of luck.

  • @arupbanerjee7581
    @arupbanerjee7581 Před 2 měsíci

    কিংবদন্তী দুই শিল্পীকে আমারপ্রণাম জানাই

  • @md.abulquashem8519
    @md.abulquashem8519 Před 2 lety +11

    I am deeply shocked at the passing away of my most favourite artist Shandhya Mukherjee. I can't find melodious voice like hers anywhere.Listening to her song for last 50 years out of 62 with deeper sentiment & emotions.May Allmighty rest her soul eternal peace..

    • @manoranjanmodak840
      @manoranjanmodak840 Před rokem

      এইরকম একটা সঙ্গীত সন্ধ্যা দেখার ও শোনার সুযোগ এজন্মে আর হবে না।

    • @keyaghosh4423
      @keyaghosh4423 Před rokem

      ​@@manoranjanmodak840 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq😊