Kothhaay o Surey-Hemanta Mukhopadhyay

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2013
  • The Legendary singer Hemanta Mukhopadhyay interviewed by Shri Subir Ghosh.Courtesy-DD Bangla
  • Zábava

Komentáře • 1,4K

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 Před 2 měsíci +19

    সমগ্র সঙ্গীতের ইতিহাস যেদিন লেখা হবে হেমন্ত মুখোপাধ্যায়ের গান সেদিন থাকবে সবার শীর্ষে!

  • @anandamondal1944
    @anandamondal1944 Před rokem +20

    এক কথায় অনবদ্য, অপূর্ব।
    এরকম dedication, devotion, determination, খুব কম পাওয়া যায়।
    আমি সৌভাগ্যবান ওনার function এ attend করেছিলাম ,ডাক্তারী পড়ার সময়ে ।

  • @sikhagayen8311
    @sikhagayen8311 Před 3 lety +30

    যাঁর গান শোনার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করেছি আজ তাঁকে দেখছি।
    এসব ই ইউটিউব এর কল্যাণে। কি অসাধারণ তিনি। আমার প্রিয়তম তিনি। কিংবদন্তি তিনি । ঈশ্বরের আশীর্বাদ তিনি।

    • @Sandipdas369
      @Sandipdas369  Před měsícem

      শুধু কি ইউটিউবের কল্যাণে? যিনি এই ভিডিও আপলোড করেছেন, তাঁকেও ধন্যবাদ দিতে এত দ্বিধা কেন?

  • @tarunkumarmondal468
    @tarunkumarmondal468 Před 2 lety +31

    ওনার সম্পর্কে কিছু বলতে গেলে ভাষা আর শেষ হবে না। শুধু জানাই অজস্র 🙏🌹🌹🌹♥️♥️♥️

  • @JOYRAMAKRISHNA
    @JOYRAMAKRISHNA Před 2 lety +6

    গান টি শুনতে শুনতে আমি বাকরুদ্ধ হয়ে যায়, কতবার যে শুনেছি তার হিসাব নেই।
    উনি আজ আমাদের মধ্যে নেই
    কিন্তু ওনার সৃষ্টি কয়েকশো বছর বেঁচে থাকবে।
    আমি চিরকাল থাকবো না, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, পরের জেনারেশন কে অনুরোধ করে যায় হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনার জন্য। 🙏🙏🙏🙏🙏

  • @alihossain9947
    @alihossain9947 Před 4 měsíci +6

    এ কালের চেয়ে সে সময়ের প্রতিটি গান আমার কাছে বেশী ভালো লাগলো।একজন নিচু গ্রেডের শিল্পী হয়েও এমন মন্তব্য করার সাহস দেখালাম।জনাব হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমার খুব ভালো লাগে।মান্নাদে সহ অন্যান্য গুনি শিল্পীরাতো আছেই।প্রত্যেকের গান পরিবেশন হৃদয়কে নাড়িয়ে দেয়।হেমন্ত দাদার গাওয়া রবীন্দ্রনাথ এর গানও মন ভরে দেয়।

  • @manazirislam7856
    @manazirislam7856 Před rokem +22

    হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনলে এখনো শরীরে কাটা দেয়। অমর সব গানের এই স্রষ্টাকে জানাই বিনম্র শ্রদ্ধা।

  • @sanjaykdas9417
    @sanjaykdas9417 Před rokem +26

    সর্বময় কণ্ঠকে হারিয়েছি। স্মৃতিতেই চিরভাস্বর হয়ে আছেন।তাঁর মহাপ্রয়াণে(১৯৮৯,সেপ্টেম্বর) আমি অঝোর ধারায় কেঁদেছিলাম,ঢাকায় হোস্টেলে বসে, ২৫ বছর বয়সে। আহা, কি হারালাম।

  • @somnathmitra2448
    @somnathmitra2448 Před 2 lety +22

    হে মহান শিল্পী আগামী পৃথিবী অবশ্যই কান পেতে তোমার গান শুনবে। আমার মাথা নত করলাম তোমার চরন ধূলার তলে।

  • @budhanbhattacherjee3799
    @budhanbhattacherjee3799 Před rokem +11

    ১৯৭৫সালে মে মাসে আদ্রার SERSA Stadium এ শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় একের পর এক ৩৭খানা গান গেয়ে আমাদের সকলকে মন্ত্রমুগ্ধ করেছিলেন। কোনো গানই খাতা দেখে গাইলেন না।
    সকালের ট্রেনে আদ্রায় এলেন, সারাদিন ওনার সাথে কথোপকথন আমি জীবনে ভুলতে পারবো না।

  • @proproot
    @proproot Před rokem +11

    নীল আকাশের নিচে এই পৃথিবী, গানটা প্রথম বার শোনার সময় ই আমি অনুভব করতে পারছিলাম যে উনি এটি খুব ভালোবাসেন।

  • @sukantadas6757
    @sukantadas6757 Před 4 lety +19

    আজো এভাবে কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়কে পাওয়া ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ ইউটিউব।

  • @badalmeghmondal3149
    @badalmeghmondal3149 Před 3 lety +108

    আজও আমার সবচেয়ে প্রিয় শিল্পী... আমার গানের জগৎ শুধুই হেমন্তময় ------♥️♥️♥️

    • @amitdey777
      @amitdey777 Před 10 měsíci

      Khub mughda halam amar vasha gana nai

  • @mdgofran5428
    @mdgofran5428 Před 3 lety +17

    বিধাতা তোমার মতো শিল্পী বাংলা ভাষা ভাষীদের জন্য সত্যি আর্শীবাদ। সেই কবে ৫২ বছর আগে তোমার রবিনদ্র সংগীত শুনে মোহিত হয়েছি আজও একই সাথে তুমি বেছে আছো আমাদের হ্রদয়ে।

  • @subhasgupta6417
    @subhasgupta6417 Před rokem +13

    আমি একজন অন্ধ ভক্ত। ওনার গান শুনে বড়ো হয়েছি।

  • @md.enamulquaderkhan7929
    @md.enamulquaderkhan7929 Před 3 lety +5

    হেমন্তদার টিভি অনুষ্ঠান মনে হয় আরেকটি আছে। যা বাংলাদেশে করা। মৃত্যুর আগে। এত বড় শিল্পীর মাত্র দুটি অনুষ্ঠান, ভাবা যায়? অসাধারণ এ অনুষ্ঠান আপলোড করার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @somnathbanerjee2145
    @somnathbanerjee2145 Před rokem +89

    "আমার কণ্ঠ আমার নয়, ঈশ্বর এর কণ্ঠ '". কত বড় মনে র মানুষ হলে এমন কথা বলতে পারেন. এখানে ই তিনি মহৎ,, মহাপ্রাণ 🙏🙏🙏

    • @purnimachakraborty9307
      @purnimachakraborty9307 Před rokem +5

      বিরল কন্ঠ ঈশ্বরের অবদান আমরা ধন্য

    • @rebadas7120
      @rebadas7120 Před rokem +2

      1😊😊

    • @krishnabanerjee9951
      @krishnabanerjee9951 Před 8 měsíci

      ​Bhagomaner Moto ManUsh O Chilen Tini.

    • @bengalismriti
      @bengalismriti Před 3 měsíci

      ​@r❤khub valo khatho❤

    • @bengalismriti
      @bengalismriti Před 3 měsíci

      Tini khub valo manush o.chilen .amar to unake visan valo lage. Ami unar.gun o khub valobasi. Khub dekhte ichha kare amon manushke
      .sabai khub valo thakben

  • @khirulakramkhan6998
    @khirulakramkhan6998 Před 4 lety +26

    ‌হেমন্ত মু‌খোপাধ্যায় অামার প্রিয় শিল্পী। হেম‌ন্তের গাওয়া মোটামু‌টি অামি প্রায় সব গুলা গানই শু‌নে‌ছি। শিল্পী ১৯৮৯ স‌া‌লের দি‌কে সপ‌রিবা‌রে ঢাকায় বি‌শেষ সফ‌রে এ‌সে‌ছি‌লেন। এক‌দিন সম‌য়ে হো‌টেল শেরাট‌নে গি‌য়ে শিল্পীর সা‌থে দেখা ক‌রি এবং প্রায় অাদা ঘণ্টা শিল্পীর সা‌থে অাড্ডা দেই এবং সংগী‌তের বি‌ভিন্ন বিষয় নি‌য়ে অালাপ ক‌রি। দিনটি অাজও অামার স্মরনীয় হ‌য়ে অা‌ছে।

    • @somamukherjee3339
      @somamukherjee3339 Před 3 lety +2

      আপনি সত্যিই ভাগ্যবান।

    • @tusarkantide5413
      @tusarkantide5413 Před 2 měsíci

      Hemanta Mukherjerjee I
      Is the greatest singer that the mus ic world has ever producerd.❤❤❤

  • @Ferdous-123
    @Ferdous-123 Před rokem +10

    কন্ঠের মাধুর্যতা, সুরের বৈচিত্র্য এবং গায়কী , সব যেনো একেবারে মিলেমিশে একাকার! এমন ক্ষণজন্মা শিল্পী, এই পৃথিবীতে সত্যি বিরল! এই মহান শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো নিরন্তর।

  • @utpaladhikary4297
    @utpaladhikary4297 Před 2 lety +26

    কি অসাধারন কন্ঠ। মানুষটার পা ছুঁতে না পারার আক্ষেপটা আজীবন রয়ে গেল। 🙏

  • @BhaswatiChattopadhyay
    @BhaswatiChattopadhyay Před rokem +13

    মনে আছে,বলেছিলেন,"আমার ঈশ্বরপ্রদত্ত কণ্ঠস্বর, কখনো গলা সাধিনি এমনিতেই এতো সুন্দর।"

  • @pranaychakraborty8970
    @pranaychakraborty8970 Před 4 lety +91

    দুর্ভাগা আমি এবং আমার মতো বয়স এর ছেলে মেয়েরা যারা আপনাকে চাক্ষুষ দেখতে পেলাম না 😢। একবার পা ছুয়ে প্রণাম করতাম আপনাকে 😢🙏🙏❤️।

    • @shrutiroy2793
      @shrutiroy2793 Před 3 lety +2

      সত্যি তাই সব legend ra এত ভালো লোক ছিলো যে দেবতা তাঁদেরকে খুব জলদি জলদি তুলে নিলেন । আজ যদি এনারা সবাই থাকতো গান খারাপ হবে এই চিন্তা কেউ কি করতো তোমরাই বলো ।

    • @souravmukherjee6625
      @souravmukherjee6625 Před 3 lety +5

      Akdom sotti kotha...eii akhep amaro roye ga66e...j bo6or uni chole galen seii bo6ori(1989)amr jonmo hoi..😭😭😭😭karo jonno sto mon kharap hoi na..akmatro guru hemonto k jodi akbar paa 6ue pronam na kortam..jibon dhonno hoto..

    • @darryfun7131
      @darryfun7131 Před 3 lety +4

      Akdom e tai

    • @user-de4lg9wq2u
      @user-de4lg9wq2u Před 3 lety +2

      Hmm , Ekdom .

    • @user-de4lg9wq2u
      @user-de4lg9wq2u Před 3 lety +2

      Jodio amar jonmo hoy 2003 te .

  • @dipakkumargarani8432
    @dipakkumargarani8432 Před 3 lety +19

    হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীত জগতের ঈশ্বর, উনি চিরদিন আমাদের হৃদয়ের গভীরে থাকবেন। উনি অনেক বড় মনের শিল্পী মানুষ ।

  • @ramenchakrabarti4028
    @ramenchakrabarti4028 Před 3 lety +11

    I took Hemanta Mukherjee to Ali Akbar Khans College of Music. in San Francisco Bay Area. Khan Sahib greeted him and introduced him to his students that he was a more famous musician than him. What an introduction.

  • @sbbs_
    @sbbs_ Před rokem +8

    হেমন্ত মুখার্জির মত এত সুন্দর, এত মিষ্টি, এতো গম্ভীর, এত গভীর, এত স্নিগ্ধ, এতো হৃদয়স্পর্শী, এত মনোরম, এত শান্তিময় কণ্ঠ আমি আজ অবধি পৃথিবীর কোনো মানুষের কন্ঠে পাইনি।
    ওনার সাথে পৃথিবীর কারো সাথে তুলনা হবে না।

    • @TarunMallick-to7fq
      @TarunMallick-to7fq Před 9 dny +1

      Kothati 100 bhag sattya. Sara prithibir vitore sera --Hemanta Mukherjee.

  • @user-wp5fj6rg5x
    @user-wp5fj6rg5x Před 4 lety +20

    অপূর্ব! অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সকলের কাছে এই গান গুলোর সংগ্রহ কষ্ট সাধ্য ছিল।

  • @lalchandray
    @lalchandray Před 6 měsíci +4

    I had opportunity to go in touch with my respected Hemanta Da in my college life, I remember all these my golden days. My pranam to this legendary Artist

  • @pradiproychowdhury4419
    @pradiproychowdhury4419 Před 3 lety +4

    শতবর্ষে উপনীত পরম শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়কে আমার প্রণাম জানাই । তাঁর মত প্রতিভাধর সঙ্গীত শিল্পী ও অনন্য সুরকার আমাদের বাংলা দেশে বিরল । অপূর্ব এই অনুষ্ঠান দেখে মন ভরে গেল । সত্যি হেমন্ত তুলনাহীন ।

  • @sudiptahore5489
    @sudiptahore5489 Před rokem +14

    স্বর্ণ কণ্ঠের অধিকারী।শত কোটি প্রণাম।

  • @hindoldasgupta7913
    @hindoldasgupta7913 Před 2 lety +56

    যদি কোনোদিন ঈশ্বরের কন্ঠ শুনতে পেতাম মনে হয় এইরকমই কন্ঠস্বর হতো।সত্যিই এক স্বর্গীয় কন্ঠস্বর।এই কিংবদন্তি শিল্পীর চরনে আমার শতকোটি প্রনাম।🙏🙏

    • @santusumi9368
      @santusumi9368 Před rokem

      Hemanta mukhopadhya not to mention the most remembered never compared the voice of our beloved goddes voice only.we pay respect to this immortal soul.may RIP.

  • @goutamindra5467
    @goutamindra5467 Před 17 dny +1

    আমার সকল শ্রদ্ধা বিনম্র চিত্তে উজার করে দিয়ে থাকি এমন অনন্যসাধারণ গায়ককে, আজ তিনি পরপারে, কিন্তু তাঁর সৃষ্ট এমন গায়কীতে কে আর গাইতে পারেন একমাত্র উনি ছাড়া।
    আমি তখন অনেক ছোট, স্কুলজীবনের প্রথম অধ্যায়, মনে পড়ে, তখন কেউ আবেদন ক'রলে উনি উনার ফটোগ্রাফ পাঠিয়ে দিতেন, আমার দাদা উনার কাছে চেয়েছিলেন, উনি পাঠিয়েছিলেন, এমন ভালো মানুষ আজ পর্যন্ত কম শুনেছি।

  • @akmshamsuzzamanashrafy8368
    @akmshamsuzzamanashrafy8368 Před 2 měsíci +2

    স্মৃতিতেই চিরভাস্বর হয়ে আছেন ... আমি একজন অন্ধ ভক্ত। ওনার গান শুনে বড়ো হয়েছি।

  • @arghamaz
    @arghamaz Před 3 lety +26

    What a coincidence. This great man died on 26th September, 1989 and I was born the very next day... 27th September, 1989. That's y I strongly feel an eerie connection and a tremendous affinity towards his music n unbelievable talent which I obviously don't possess myself . 👏👏🙌

  • @zakirhusain6457
    @zakirhusain6457 Před 5 lety +91

    চিরদিনের গান,যা শতাব্দীর পর শতাব্দী অটুট থাকবে।

  • @suvomoymullick8108
    @suvomoymullick8108 Před 3 měsíci +1

    এমন শিল্পী আর হবে না। হেমন্ত-মান্না যুগের শেষ হবে না কোনোদিন

  • @TheSunil1953
    @TheSunil1953 Před 8 lety +79

    স্মৃতি বেদনাদায়ক। প্রতিভাধর ,বাংলা গান অলংকৃত এই মহান ব্যক্তির অবদান। প্রণাম জানাই।

    • @partharoysarkar8148
      @partharoysarkar8148 Před 6 lety

      sunil ganguly

    • @hemantamukherjeehiscontemp5454
      @hemantamukherjeehiscontemp5454 Před 3 lety +3

      এই হল হেমন্ত মুখোপাধ্যায়ের যাদু!
      স্বর্ণযুগের বিভিন্ন শিল্পীর কণ্ঠে দুষ্প্রাপ্য গান শুনতে হলে একবার ঘুরে আসুন আমাদের চ্যানেল থেকে। আশা করি নিরাশ হবেন না! ধন্যবাদ।

  • @rasputin3283
    @rasputin3283 Před 3 lety +13

    ঈশ্বর প্রদত্ত কন্ঠ। বাংলা গানের লেজেন্ড এবং রেনেসাঁ র অগ্রপথিক। সাভার, ঢাকা থেকে। যদি গানের উপর নোবেল প্রাইজ থাকতো তবে হেমন্ত ই সেই। কী রোমান্টিক সুরকার, কী গান।

  • @chitragupta5958
    @chitragupta5958 Před 2 lety +5

    হেমন্ত কুমার চিরদিনই আমাদের মনের মনিকোঠায়।থাকবেন ।আমার প্রনাম জানালাম ।খুব ভাল অনুষ্ঠান ।

  • @nurulbadsha3828
    @nurulbadsha3828 Před 5 lety +135

    কিংবদন্তি হেমন্ত মুখার্জি। শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশ থেকে।

  • @SupriyoDasOnGoogle
    @SupriyoDasOnGoogle Před 8 lety +42

    Indeed, apnaar gaaner swarolipi, aajo lekha aachhe, ebong robe... Those 30 minutes spent with you will remain one of the most memorable memoirs of my life.... even after 40 years, I cannot control my emotions ...

  • @gautamsdey
    @gautamsdey Před 4 lety +43

    Salute to this greatest music & singer maestro. Across the generations- my dad, myself & now my son, being probashi, love to hear & hum this legend's composition & songs in Bengali which connects us to our culture. His Hindi & Marathi renditions are off course loved to no end!

  • @barnalibiswas4664
    @barnalibiswas4664 Před rokem +1

    এই ভিডিও টি আপলোড করার জন্যে অনেক ধন্যবাদ। এই প্রজন্ম এই মানুষ টির কথা শুনতে পারছে এই অনেক। আরো কত মহান ব্যক্তিত্বের মানুষ কে আমরা হারিয়ে ফেলেছি। 🙏

  • @nasimulapon
    @nasimulapon Před 3 lety +69

    0:00 - মুছে যাওয়া দিনগুলি
    6:27 - জানিতে যদিগো তুমি
    7:57 - কথা কইয়ো নাগো শুধু শুন
    12:15 - স্মরণেরও এ বালুকা বেলায়
    15:02 - আমার আর হবে না দেরী
    19:10 - কোন এক গায়ের বধূ
    19:29 - রানার
    19:57 - অবাক পৃথিবী
    22:42 - কিতনা দুখ ভুলায়া
    24:19 - না ইয়ে চাঁদ
    25:10 - এ রাত এ চাঁদনী
    27:47 - বসে আছি পথ চেয়ে
    29:02 - এই বালুকা বেলায়
    30:20 -নীলাকাশের নীচে এই
    34:15 - দোতারা দারিয়া কা রাজা
    38:18 - আমার গানের স্বরলিপি লেখা

  • @nahidaaktar6467
    @nahidaaktar6467 Před 5 lety +271

    কোন কন্ঠ শিল্পীর মৃত্যুতে চোখে জল আসেনি ৷ ব্যতিক্রম হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়ের বেলায় ৷ চোখের জল কিছুতেই ধরে রাখতে পারিনি ৷ বিনম্র শ্রদ্ধা কালজয়ী এই শিল্পীর জন্য ৷

    • @sharmilachandra5972
      @sharmilachandra5972 Před 2 lety +11

      Kal jai silpi

    • @sankhanaskar3518
      @sankhanaskar3518 Před rokem +5

      @@sharmilachandra5972 awesome

    • @tulshipada8662
      @tulshipada8662 Před rokem +5

      প্রাণ মাতানো গানগুলোর জন্য আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এই শিল্পীর প্রতি।

    • @tulshipada8662
      @tulshipada8662 Před rokem +2

      শো

    • @gayetrijana7840
      @gayetrijana7840 Před rokem

      ​@@sharmilachandra5972 1qq1qqqqqqqqqqqqqq ji

  • @utpaladhikary4297
    @utpaladhikary4297 Před rokem +6

    হেমন্তবাবুকে শুধু গায়ক বললে ভুল বলা হবে। আমার মতে উনি সঙ্গীতসাধক 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏

  • @golaksarkar8669
    @golaksarkar8669 Před 2 lety +2

    অদ্বিতীয় এই শিল্পীকে সশ্রদ্ধ প্রনাম । তঁার বহু গান বিশেষ করে রবীন্দ্র সংগীত শুনতে পেরে আমারও জীবন ধন্য ।

  • @manasroychowdhury2926
    @manasroychowdhury2926 Před 18 dny +1

    হেমন্ত মুখোপাধ্যায় হাজার বছরে একবার আসেন।

  • @Joker-gx4mh
    @Joker-gx4mh Před 2 lety +9

    সুরের সাগর হেমন্ত মুখার্জি তোমাকে জানাই আমার শতকোটি প্রণাম। হে সুরের সাগর পরপারে সুখে থেকো অনন্ত কাল।

  • @arnab3022
    @arnab3022 Před 3 lety +5

    কিছু বলার নেই
    শুধু বলবো কিংবদন্তি( legendary singer in my life)

  • @maheswarhalder8741
    @maheswarhalder8741 Před 4 měsíci +1

    বাঙালির সৌভাগ্য যে এমন একজন মহান শিল্পী বাংলায় ছিলেন।

  • @swapansanyal4951
    @swapansanyal4951 Před 11 měsíci +3

    Unparallel voice.Hats off to Hemanta Mukherji
    Regards from Swapan Kumar Sanyal to my beloved singer

  • @mahfuzniloy9674
    @mahfuzniloy9674 Před 10 měsíci +16

    আমার প্রিয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। গান গুলো শুনে মন ভরে গেল। এই গান গুলো কখনো পুরানো হবে না ভাই।

    • @nikhilmanna8882
      @nikhilmanna8882 Před 6 měsíci +1

      Ami Akbar jodi jantam je manush ta amader motoi heite ghure beran bondhu der sathe golpo adda dan
      Jebhabei hok one PA chuie ashirwad nitam

    • @AparnaChowdhury-th3up
      @AparnaChowdhury-th3up Před 3 měsíci

      )​@@nikhilmanna8882

    • @shefalimukherjee6171
      @shefalimukherjee6171 Před měsícem

      😊 ok 22:04 to. T 22:04 B
      ​@@nikhilmanna8882

  • @satchatful
    @satchatful Před 6 lety +143

    সত্যি হেমন্ত মুখার্জী এমন একজন শিল্পী,যাঁর গান তো স্বর্গীয় অনুভূতি, সাধারণ কথা বললেই মন্ত্রমুগ্ধের মত শুনতে ইচ্ছে করতো শ্রোতাদের। তাঁর সুধাক্ষরা কণ্ঠের এমন সম্মোহনী শক্তি ছিল ।

    • @bishnupadasardar3776
      @bishnupadasardar3776 Před 5 lety +2

      Very nice

    • @tapankumardutta4746
      @tapankumardutta4746 Před 5 lety +2

      Asadharan progamme I have ever seen and lot of thanks

    • @kajalmukherjee878
      @kajalmukherjee878 Před 4 lety +1

      আমি ভালো সব থেকে বেশি হেমন্তের গান পছন্দ করি ।
      কাজল মুখার্জ্জী, আমোদ পুর ।গোঘাট ।হুগলি জেলা ।

    • @falconeagle3655
      @falconeagle3655 Před 4 lety +3

      Most importantly he was the music director as well. Such a talented person.

    • @parthibgoswami1102
      @parthibgoswami1102 Před 4 lety +3

      Hemant babu o manna dey dujonei ishwar ..akjon Vishnu arek Jon maha dev....

  • @atanumaji5657
    @atanumaji5657 Před 5 lety +10

    আলাদা করে বলার কোনো ভাষা আমার নেই
    তিনি শুধু আমাদের মনে আছেন ও থাকবেন

  • @udaynarayanmandal2322
    @udaynarayanmandal2322 Před 2 lety +35

    অসাধারণ। এ এক স্বর্গীয় কন্ঠস্বর। দুঃখের বিষয় বাঙালি আজ তাকে ভুলতে বসেছে। প্রণাম জানাই এই কিংবদন্তি শিল্পীকে। 🙏🙏

    • @amlan1710
      @amlan1710 Před 2 lety +1

      ওনার গানের মধ্যে উনি সারা জীবন বেঁচে আছেন আর থাকবেন ,ওনাকে কেউ ভুলতে পারবেন না....

    • @AsifKhan-bq7wf
      @AsifKhan-bq7wf Před rokem +1

      ভোলেনি

    • @khokonmimikhan2658
      @khokonmimikhan2658 Před rokem

      তাঁকে কে ভুল্লো? তিনি অদ্বীতিয়। ছিলেন ও থাকবেন।

    • @kamalachatterjee4121
      @kamalachatterjee4121 Před rokem

    • @palanhaldar7812
      @palanhaldar7812 Před rokem

      এ দু স্বপন ‌না সত্যি, একি মেনে নেওয়া যায়
      সুরের সূর্য় গেছে ‌ অসতা চলে
      গভীর ব্যথায় হিরদয় অশান্ত
      চির বিদায় নিয়ে গেলে বড় অসময়ে
      বাঙালির গর্ব তুমি হেমন্ত।।

  • @arunsarkar3493
    @arunsarkar3493 Před rokem +8

    অপূর্ব সাক্ষাত্কার। ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত সুর ।আমরা তাকে পেয়ে ধন্য।

  • @ziakhan6256
    @ziakhan6256 Před 4 lety +5

    🌼 বাংলা গানের জগত অনেক অনেক সমৃদ্ধ, সুপারস্টারে ভরা। ওনাকে চিনতাম না - ছোটকালে প্রথমদিন ওনার 'আজ দুজনার দুটি পথ' গানটি শোনার পর আমার ভাবনা এসেছিল - ইনি অনেক বড় কোন শিল্পী হবেন। এখন একটু জানি ওনি কে। ওনি বাংলা গানের মেগাস্টার হেমন্ত মুখোপাধ্যায়। 🌼

  • @mohidulislam6954
    @mohidulislam6954 Před 3 lety +4

    সালটা 1962 মনে হয়।চাবি দেওয়া gramophone record গান শুনেছি আমার দূর সম্পর্কের(ছোট বেলা তারা আমাকে স্নেহ ও ভালবাসা দিয়ে বড় করেছেন কোন কিছুর বিনিময় ছাড়া!সারাদিন সেখানে থাকতাম।সন্ধায় আমার আব্বা কিম্বা মা বা কেউ বাড়িতে নিয়ে আসত)আত্মীয়ের বাড়িতে। সে সময় কোন বাড়িতে একটা gramophone record থাকা মানে সে খারাপ মানুষ।ঐ সময় চার গ্রামের মধ্যে এই বাড়িতে ঐ জিনিসটা ছিল।তখনও আমি স্কুলে যাই ।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি শুধু গান শুনতাম।কিছু বুঝি বেশির ভাগই বুঝি না। ---।সে সময় উনার কন্ঠ বা গান ভাল লাগেনি।Folk জাতীয় বা বাইজী বাড়িতে যে ধরনের গান হত কিম্বা হিন্দি যা অতি সামান্য ও বুঝি না সে গুলোর সঙ্গে পরিচিতি ছিল। গ্রামের সনাতন ধর্মের লোকজন ছিলেন উনাদের সুরের সাথে পরিচিতি ছিল।উনার গান একদম ভাল লাগতোনা।1965 সালে আমার আব্বা রেডিও কিনলেন।আমি তখন six এ পড়ি।বাড়ির বাইরে থাকি। নূতন রেডিও শুনা হয় না। বাংলা সংবাদ ও পুরোপুরি বুঝি না।অজ পাড়া গায়ে মানুষ কিনা।পাক-ভারত যুদ্ধ চলছে।রেডিও তে এক মাইল দূরে খবর শুনতে যেতাম। 25% বাংলা খবর বুঝতাম।বাকি গুলো বড় ভাইরা বুঝিয়ে দিতেন।সপ্তাহের শেষে বাড়ি আসতাম।রেডিওতে সব কিছু না বুঝলেও শুনতাম।তারপর আস্তে আস্তে প্রেমে পড়া রেডিও র।গান শুনতে শুনতেই দেখলাম ও বুঝলাম আমাদের হেমন্ত কি জিনিস।উনার প্রয়ানের সম্ভবত কয়েক মাস পূর্বে বাংলাদেশে এসেছিলেন।বাংলাদেশ টেলিভিশনে একটা Programme করে ছিলেন।উনি তখন অসুস্থ ছিলেন।উনার গান গাওয়ার সময় ও বোঝা যাচ্ছিল।উনি গানে অত বেশি Interested ছিলেন না।কিন্তু উপস্থাপক ছাড়ছিলেন না। উনাকে পাওয়া আর Dream হাতে আসা আমাদের কাছে একই।উনার প্রয়ানের পর আমার ঐ গান টা বেশি মনে হয়েছিলেন সে আমার ছোট বোন,বড় আদরের ছোট বোন -----। ধন্যবাদ সবাইকে!

  • @mahakaalkripa669
    @mahakaalkripa669 Před 7 lety +74

    What a legend!!! I don't know of any other singer who would be humble enough to admit that এটা তো আমার কণ্ঠ নয়। ঈশ্বরের দেয়া কণ্ঠ। তিনি দিয়েছেন। তিনি চালাচ্ছেন। আমার কিছু নেই।
    Salute to u sir!!!

  • @azizeesfishingbd8855
    @azizeesfishingbd8855 Před rokem +8

    এ এক অসাধারন শিল্পী,আপনাকে স্যালুট,বাংলাদেশ থেকে

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 Před rokem +1

      এপার বাংলা ওপার বাংলা। আমরা তো সবাই বাঙালি। এমনই শিল্পী বাঙলার বুকে যেন ফিরে আসে বারবার

    • @sumansarkar5811
      @sumansarkar5811 Před 11 měsíci

      🧡🤍💚🙏

    • @madhusudandasdas4820
      @madhusudandasdas4820 Před 10 měsíci

      @@dilipsarkar7886 r . No no

    • @tapanbose4809
      @tapanbose4809 Před 10 měsíci

      @@sumansarkar5811inbox

  • @AshokKumar-fv3hj
    @AshokKumar-fv3hj Před 3 lety +4

    গানের দেবতা বিশেষ করে বাংলা গানের কী ছায়া ছবি , কী আধুনিক এবং রবীন্দ্রনাথের গানকে তিনি বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দিয়েছেন । শতকোটি প্রণাম ।

  • @bimanchatterjee6840
    @bimanchatterjee6840 Před 2 lety +1

    চির হেমন্ত। এরকম সুকন্ঠ গায়ক আর কোনদিন আসবে না। ওনার গাওয়া গান এদেশের সঙ্গীতের সম্পদ। উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

  • @tanimasen994
    @tanimasen994 Před 7 lety +120

    আজ ও মন ভরিয়ে
    দেয় এই গান। মনে হয়না ,জীবনে কোনো দুঃখ আছে। যতদিন বাঁঙালী থাকবে ততদিন গুরু থাকবে। আমাদের জীবন হেমন্ত ময়

  • @dilipkumarmukherjee1647
    @dilipkumarmukherjee1647 Před 2 lety +8

    God gifted talent is our Hemanta Mukhopadhyay.We are proud of him.

  • @user-vh1cz9gm6n
    @user-vh1cz9gm6n Před 4 lety +4

    With adoration from Russia...
    My favorite singer (jointly Amonkar, Bhubaneshwari Mishra, Shruti Sadolikar etc.)

  • @user-wf8yo4sh6n
    @user-wf8yo4sh6n Před 3 měsíci +1

    একটা ব্যতিক্রমধর্মী কণ্ঠ। হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠ।

  • @kaberiroy2005
    @kaberiroy2005 Před 19 dny +2

    অসাধারণ।
    আমার সশ্রদ্ধ অফুরান শ্রদ্ধা ও ভালবাসা।

  • @nla4093
    @nla4093 Před 5 lety +8

    Salute to you sir you are an important and will remain evergreen in our heart . Who agree with me?

  • @swarmagna
    @swarmagna Před 3 lety +28

    He was a gentle, genuine, genius Musician and he is in our Musical Memories for years and will stay there till we last. Hope coming generations also experience his Music and realise the Magic of his Music with the same appreciation & intensity as we did.

  • @banibratasaha4161
    @banibratasaha4161 Před 4 lety +3

    এই গান গুলি কোনোদিনই পুরানো হবে না
    অসাধারণ শিল্পীর কন্ঠে এক অসাধারণ গান !!!

  • @damodarmukhopadhyay3169
    @damodarmukhopadhyay3169 Před 5 lety +6

    হেমন্ত মুখোপাধ্যায় এর গান
    কেউ কোন দিন নকল করতে
    পারবে না। ভগবানের কাছে প্রার্থনা করি ওনার আত্মা অমর থাকে চিরদিন আমাদের
    মাঝে।

  • @bayazidhossain3038
    @bayazidhossain3038 Před 4 lety +86

    আল্লাহর নিজ হাতে গড়া আল্লাহর এক অনবদ্য সৃষ্টি পরপারে ভালো থাকবেন দাদা হাজার স্যালুট আধুনিক বাংলা গানের কিংবদন্তি এক মহানায়ক বাংলার গানে যার নামেই বসন্ত তিনি গায়ক সুরকার হেমন্ত

  • @namitadutta2295
    @namitadutta2295 Před 4 lety +9

    আমার ওনার কণ্ঠে যেমন রবীন্দ্র সঙ্গীত ভালো লাগে তেমন আধুনিক গান ও ভালো লাগে । হিন্দি সিনেমার গান ও অসাধারণ, কোনটা ছেড়ে কোনটা বলব। ওনাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ⚘⚘🌹🌹🥀🥀🙏🙏🙏🙏

    • @rajkumarkundu1781
      @rajkumarkundu1781 Před rokem

      ভাগ্যিস উনি ইঞ্জিনিয়ার হননি। হেমন্ত র স্থান মানুষের মনে ।

  • @jaminikantamahato337
    @jaminikantamahato337 Před rokem +2

    অসাধারণ এই অনুষ্ঠান টি দেখে ও শুনে হৃদয় ভরে গেল। ঈশ্বর প্রদত্ত কন্ঠে গান শুনে মুগ্ধ হলাম। 🙏🙏🙏

  • @roasterboysubha1402
    @roasterboysubha1402 Před 2 měsíci +2

    আমার জীবন ধন্য আপনার মতো শিল্পীর গান আমার কানে প্রবেশ করেছে

  • @subrotomitro3897
    @subrotomitro3897 Před 6 lety +44

    In his old age, Hemanta reminisces his Bengali songs. Hemanta joined Bengal Technical Institute at Jadavpur to pursue Electric Engineering. However, he quit academics to pursue a career in music. I sat next to him at JU as social committee chair in 1967 presenting him public requested songs. I met him twice in USA, first time in Madison, WI at Dr. Dasgupta's home.

  • @kartikg.kartikg
    @kartikg.kartikg Před 3 lety +9

    34:15 proud moment for me.. ❤️from Maharashtra 🙏

  • @dipankarroy8867
    @dipankarroy8867 Před měsícem

    অমর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় কে শত কোটি প্রণাম।

  • @amargitanjali2537
    @amargitanjali2537 Před 5 lety +109

    হেমন্ত মুখোপাধ্যায় তো অদ্বিতীয় । সেটা নিয়ে নতুন কথা আর কি বলব! তবে অনেক অজানা তথ্য জেনে সমৃদ্ধ হলাম । যিনি এটা আমাকে শোনার সুযোগ করে দিলেন, তাঁকেও অনেক ধন্যবাদ জানাই।

  • @labibshefa7519
    @labibshefa7519 Před rokem +3

    This interview of great Hemontji reminds me of the fact that all the great people are down to earth.I found it in Salil Chowdhury , Rafi Sab, and above all in the God of Indian music Manna Dey.

  • @alamscanada
    @alamscanada Před 10 lety +28

    A rare collection to taste live voice of Hemanta Mukherjee. Thanks you Mr. Dhrubajyoti for uploading. If you have more collection on Hemanta, please upload for sharing.

  • @healthiswealth9033
    @healthiswealth9033 Před 4 lety +2

    অসাধারণ। ছোট বেলার কথা মনে পড়ে গেল।। ধন্যবাদ।।

  • @sankarpatra85
    @sankarpatra85 Před 3 měsíci +1

    গুরুদেব মানুষ উনি, উনি যে গানে গলা মেলায় সেই গান সুমধুর হয়ে ওঠে। উনার যে সৃষ্টি চির অতুলনীয়,

  • @santiray8647
    @santiray8647 Před 6 měsíci +1

    Humble. With God gifted melodious voice brings calmness to the mind and peace ✌ the soul.
    May God Shower peace to the soul and Hemanta DA remain alive forever in our hearts. Pranam.
    Best regards ❤ S.k.roy

  • @shubhendubandyopadhyay9588
    @shubhendubandyopadhyay9588 Před 8 lety +20

    apurbo..ki binoyee chhilen ei mahaan gayak

  • @pratimaaich2327
    @pratimaaich2327 Před 4 lety +3

    অসংখ্য ধন্যবাদ সাক্ষাৎকার টি আপলোড করার জন্য....

  • @prajnansharma3009
    @prajnansharma3009 Před rokem +2

    Three of the gems India has ever produced:
    (1) Bhupen Hazarika
    (2) Hemanta Mukherjee
    (3) Kishore Kumar

  • @partharoy7505
    @partharoy7505 Před 3 lety +3

    উনার গানগুলা কোনদিন হারায় যাবে না।। যতদিন পৃথিবী থাকবে ততদিন এই গানগুলা থাকবে।।।গানের ঈশ্বর যেখানেই থাক ভাল থেক। ❤️❤️❤️

    • @bulbulghosh8543
      @bulbulghosh8543 Před 3 lety

      অতুলনীয়। সার্থক জীবন। আমার সৌভাগ্য ৺তাকে দেখেছি,৺তার অনুষ্ঠান শুনেছি। আমার জীবন সার্থক। প্রণাম।

  • @joybhattacharya1558
    @joybhattacharya1558 Před 8 měsíci +4

    His golden voice sang spontaneously. His style was simple and the man himself was simple, as we are told by very many persons.

  • @shraddhabansod4177
    @shraddhabansod4177 Před 3 lety +22

    I have never seen The God but now I have been heard the Voice of God....Legend singer and Great Musician Respected Shri Hemant Kumar ji.
    RIP Dear Sir 🌹🙏

  • @user-tm3dz7ve9m
    @user-tm3dz7ve9m Před rokem +2

    আমার সচাইতে প্রিয় শিল্পী হেমন্ত Mukherjee ওনার গান আজও মনকে উদাস করে দেয়।

  • @bimalkrishna6155
    @bimalkrishna6155 Před rokem +1

    Hair raising rendition from Hemonto Da...
    Hemonto Da sounds exactly like Bengali Bhadra Lok, identifies clean Bengali culture ...
    Onar Somaan gayok keu hobena !
    The rich works Hemonto Da & Mohanayak Uttam Kumar are just unforgettable, one listens any of his song goes into transcendental mode..
    Where is that lively Bengal now ?

  • @manojkumardas7553
    @manojkumardas7553 Před 3 lety +8

    সত্যি দেবদত্ত কন্ঠ

  • @Sudiptakar1
    @Sudiptakar1 Před 6 lety +9

    এই কণ্ঠ আর সুুর বেঁচে থাকবে তাঁর শিল্পসৃষ্টির মাঝেই । দিনের শেষে....ঘুমের দেশে

  • @debendranarayanpanda2530
    @debendranarayanpanda2530 Před 7 lety +5

    অনেক দিন পর খুঁজে পেলাম। অনাবিল আনন্দ পেলাম।

  • @debanjandutta5206
    @debanjandutta5206 Před rokem +3

    শেষ গানটা শুনে আপনা হতেই চোখে জল এসে গেলো.. ওনার কন্ঠস্বরে জাদু আছে..

  • @ashokekumarchakraborty2589
    @ashokekumarchakraborty2589 Před 5 lety +13

    The days which have gone have gone forever and will come never as it was in quality,sentiment, and melody.The singers,composers, lyrists of that era of musical glory are now the nostalgic stars in the sky of dreams.

  • @kamaleshsarker4467
    @kamaleshsarker4467 Před 6 lety +36

    স‌ত্যিই তুলনাহীন, এমন মাধুর্যপূর্ণ কণ্ঠ আর পাওয়া যা‌বে না। হে কালজয়ী শি‌ল্পি, তোমা‌কে স্যালুট। এই চ্যা‌নে‌লের কা‌ছে বি‌শেষ অনু‌রোধ, হেমন্ত দাদুর আর কোন সাক্ষাতকার থাক‌লে অবশ্যই আপ‌লোড দি‌বেন।

  • @basude4330
    @basude4330 Před rokem +2

    আশ্চর্য কণ্ঠ। আশ্চর্য সুর। আশ্চর্য সব গান। কিংবদন্তী শিল্পী । যাঁর গান শুনে বড় হয়েছি। চলেও যাব। প্রণাম জানাই।

  • @somamukherjee3339
    @somamukherjee3339 Před 3 lety +1

    এতো কিছু জানতে পেরে ভীষণ ভালো লাগলো।উনাদের মতো মানুষদের তো আর পাবো না।কথায় এবং কাহিনির মধ্যে দিয়ে এই ভাবে পেয়ে অসম্ভব ভালো লাগলো।