সাজেক ভ্যালি ভ্রমণের সবকিছু এক ভিডিওতে | Sajek Valley | Sajek Valley Tour Cost 2024 | RH RAKIB

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2024
  • সাজেক ভ্যালি ভ্রমণের সবকিছু এক ভিডিওতে | Sajek Valley | Sajek Valley Tour Cost 2024
    #itsRHRakibShow #sajek_valley #sajek
    সাজেক বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যর একটি । এই ভিডিওতে থাকবে সাজেক ভ্যালির আসল সৌন্দর্য সাথে থাকবে কিভাবে যাবেন,কোথায় থাকবেন, সাজেক কোথায় কোথায় ঘুরবেন,কত টাকা খরচ হবে থাকবে বিস্তারিত।
    প্রয়োজনীয় কিছু তথ্য:
    মাত্র ৩৫৯৯ টাকায় ৩ রাত ২ দিনের মেঘের রাজ্য সাজেক ভ্যালি ভ্রমণ।
    🚌 যাত্রা শুরু: বৃহস্পতিবার রাতে রওনা ১০ টায় সায়েদাবাদ থেকে।
    🚗 ফেরার তারিখ: রবিবার ভোর ৭ টার মধ্যে ঢাকায় ফেরা।
    💰 ইভেন্ট ফিঃ
    জনপ্রতি ৩৫৯৯ টাকা ( ১রুমে ৫জন)
    জনপ্রতি ৩৭৯৯ টাকা ( ১রুমে ৪জন)
    কাপল- ৮৯৯৯ টাকা মাত্র (১রুমে ২জন)
    [রিসোর্টঃ রুইলুই কুইন, টারেঙ, দার্জিলিং, মেঘের ঘর অথবা সমমানের]
    * যাহা যাহা থাকবেঃ সাজেক ভ্যালী, রুইলুই পাড়া, হ্যালিপ্যাড পাহাড়, কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়া, লুসাই গ্রাম (ব্যক্তিগত খরচ ৩০ টাকা), হর্টিকালচার পার্ক/রিসাং ঝর্ণা, আলুঠিলা গুহা।
    ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা (চেয়ারকোচ আপডাউন বাস), দুই দিনে ৫ বেলা উন্নতমানের খাবার(বারবিকিউ সহ) , ২ দিনের সার্বক্ষনিক চাঁদের গাড়ি, কটেজে ১ রাত থাকা , দক্ষ গাইড.
    *খাবার ম্যানুঃ সকালঃ পরোটা,সবজি/ডাল, ডিম অথবা ভুনা খিচুড়ি, ডিম সালাদ।
    🍛দুপুরঃ সাদা ভাত, ব্যাম্বো চিকেন, ভর্তা, সবজি, সালাদ, পানি।
    🍛রাতঃ- পরোটা, চিকেন BBQ, মিনারেল ওয়াটার।
    ২য় দিনঃ- সকালঃ- ডিম ভুনা খিচুড়ি, সস, পানি।
    🍛দুপুরঃ- সাদা ভাত, মুরগি, ভর্তা, সবজি, সালাদ।
    টুরের বিস্তারিতঃ বৃহস্পতিবার রাত দশটায় ঢাকা সায়দ্রাবাদ বাস স্ট্যান্ড থেকে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা । খাগড়াছড়ি নেমে সকালের নাস্তা করে দীঘিনালা উপজেলায় পৌঁছে চান্দের গাড়ি করে সাজেকের উদ্দেশ্যে রওনা। সবকিছু ঠিক থাকলে দুপুর ১টায় টিম সাজেকে পৌঁছাবে। সাজেকে গিয়েই আমরা রিসোর্টে । তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার। তারপর রেস্ট নিয়ে বিকেলে সূর্যাস্ত দেখতে চলে চান্দের গাড়িতে চড়ে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। কংলাক পাহাড়ের সূর্যাস্ত দেখে আমরা রিসোর্টে ব্যাক করবো। তারপর একটু রেস্ট নিয়ে রাত দশটায় ডিনার । তারপর রিসোর্ট এসে ঘুম। পরদিন সকালের সূর্যাস্ত দেখতে হেলিপ্যাডে চলে যাবো। সূর্যাস্ত দেখে সকালের নাস্তা করে নিব। তারপর সকাল দশটায় রিসোর্ট সেরে চাঁদের গাড়িতে চড়ে সাজেক থেকে খাগড়াছড়ি উদ্দেশ্যে রওনা দিব। খাগড়াছড়িতে এসে দুপুরের লাঞ্চ করে নিব। তারপর খাগড়াছড়িতে আলুটিলা পর্যটন কেন্দ্র এবং আলুটিলা গুহা দেখব। আলুটিলা পর্যটন কেন্দ্রের রাত দশটা পর্যন্ত থেকে শনিবার রাত দশটায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ রবিবার ও আটটার মধ্যেই ঢাকা পৌঁছাবেন।
    ছেলে, মেয়ে, কাপল, ফ্যামিলিসহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন এই ট্যুরে।
    বিস্তারিত ও বুকিং মানি নিয়ে জানতে যোগাযোগঃ
    01726914076 WhatsApp
    #sajek #সাজেক #travel
    #sajektour
    #sajekvalley
    #bangladesh
    #bangladeshi traveler
    sajek Valley
    sajek drone view
    sajek Valley Tour
    sajek
    sajek Valley tour plan
    sajek Tour
    sajek Valley Resort
    Khagrachhari
  • Zábava

Komentáře • 75

  • @SimiSimran-gt7rq
    @SimiSimran-gt7rq Před měsícem +6

    কত সুন্দর আমাদের এই বাংলাদেশ ❤❤

  • @GobirBiggapon
    @GobirBiggapon Před měsícem +3

    সাজেকে এখন গেলে বৃষ্টির দেখা পাওয়া যাবে কি????

  • @valobasifootball3855
    @valobasifootball3855 Před měsícem +4

    আশা করি ভবিষ্যতে আরো এইরকম উপযোগী ভ্লগ দেখতে পাব।

  • @AdittiaEmu
    @AdittiaEmu Před měsícem +3

    তোমার সাজেক টুর ভ্লগ একটি মাস্টারপিস! অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সাথে স্থানীয় সংস্কৃতির ধারাবাহিকতা ❤😊

  • @AnikaAfrinSrabony
    @AnikaAfrinSrabony Před měsícem +8

    গেম খেলানো সবুজ পাহাড় ওই পাহাড়ের গায়ে, যখন তুমি ঠায় দাঁড়িয়ে মেঘ ধরা দেয় পায়ে ,
    স্বপ্নের রাজ্য মেঘের রাজ্য সবই বলা যায় ,
    সারি সারি মেঘের ভেলা করে খেলা পায় ❤

    • @itsrhrakibshow2218
      @itsrhrakibshow2218  Před 9 dny

      গেম খেলানো না, ঢেউ খেলানো 😢

  • @footballisemotions3056
    @footballisemotions3056 Před měsícem +4

    পাহাড় ইমোশন 😢😢❤

  • @tanvirislamsoikot
    @tanvirislamsoikot Před měsícem +4

    ধন্যবাদ তথ্যগুলো শেয়ার করার জন্য। খুব শীঘ্রই হয়তো তাপদাহ কমে গেলে সাজেকে যাবো। তখন আপনার এই তথ্যগুলো আমার অনেক কাজে দেবে ।

  • @Jannat-tw4ds
    @Jannat-tw4ds Před měsícem +4

    মাশাআল্লাহ ❤❤❤
    সুন্দর ভিডিও ভাই 🎉

  • @meghna3844
    @meghna3844 Před měsícem +5

    Mashaallah..

  • @BorshaRaaniMohonta
    @BorshaRaaniMohonta Před měsícem +3

    এই ভয়েস কখনো হতাশ করেনা❤ এগিয়ে যাও বন্ধু। 🎉

  • @SimiSimran-gt7rq
    @SimiSimran-gt7rq Před měsícem +4

    কত সুন্দর আমাদের বাংলাদেশ❤

  • @ezratulsarker4355
    @ezratulsarker4355 Před měsícem +5

    কমেন্ট করে গেলাম। এখন এখন ভিউ মাত্র 90 টা। এই ভিডিওটা একটি 10000 ভিউ হবে। সেদিন বুঝবো বাংলাদেশে তহ্যবহুল ভিডিওগুলোর দাম বেড়েছে ❤

  • @aarushisudipta3295
    @aarushisudipta3295 Před měsícem +3

    Asolei ato sundor bangladesh.. ❤ mashaallah.. i love my country

  • @Tanni-br9eu
    @Tanni-br9eu Před měsícem +5

    Montana resturant ei sobai keno jay?? Purai overhyped 😢

  • @SimiSimran-iv6ii
    @SimiSimran-iv6ii Před měsícem +2

    স্বপ্নের রাজ্যে

  • @FarhanSadik-pr6uv
    @FarhanSadik-pr6uv Před měsícem +1

    এই প্রথম সাজেকের এত তথ্যবহুল একটি ভিডিও দেখলাম।

  • @shahriarsayem2546
    @shahriarsayem2546 Před měsícem +2

    Professional video editing 😮😮
    Voice tao mashaallah. 🎉

  • @exploretheworldwithrh
    @exploretheworldwithrh Před měsícem +2

    Best vlog broh ❤❤

  • @user-jd7zi7ok7f
    @user-jd7zi7ok7f Před měsícem +2

    মহান আল্লাহর রহমতে তোমার একদিন ১ মিলিয়ন সাবস্ক্রাইব হবে ইনশাআল্লাহ ❤❤❤❤❤

  • @aminmdal8933
    @aminmdal8933 Před 6 dny

    আপনার youtube চ্যানেলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল

  • @ridoybrokenheart7697
    @ridoybrokenheart7697 Před měsícem +1

    Onk sundor hoise bondhu

  • @Arpita-pb3ep
    @Arpita-pb3ep Před měsícem +1

    আশা করি ভবিষ্যতে আরো এইরকম ভ্লগ দেখতে পাব।

  • @afrozfarin1935
    @afrozfarin1935 Před měsícem +2

    Your Sajek tour vlog is a visual treat! The way you captured the beauty of nature and the richness of the local culture is truly commendable. Thanks for taking us along on your journey!

  • @Motiur-gl2bv
    @Motiur-gl2bv Před měsícem +1

    সাবলীল উপস্থাপন।

  • @Ratri-cl6uw
    @Ratri-cl6uw Před měsícem +2

    Sabolil uposthapona.. sathe atogula totho. Asolei tour guide hisabei video ta dekha.

  • @aljakariya2927
    @aljakariya2927 Před 12 dny

    রাকিব ভাই এগিয়ে যাও

  • @rhrakib2861
    @rhrakib2861 Před měsícem +1

    Sajek tour e jete ichuk.😢 Family e onumoti dichena

  • @BelalBack
    @BelalBack Před měsícem

    জায়গাটা অনেক সুন্দর ভাই❤🥰🥰

  • @user-jd7zi7ok7f
    @user-jd7zi7ok7f Před měsícem +1

    Best CZcamsr ❤

  • @Lamia-bs8pz
    @Lamia-bs8pz Před měsícem

    Natural beauty of Sajek ❤❤

  • @user-jd7zi7ok7f
    @user-jd7zi7ok7f Před měsícem +1

    Best youtuber ❤

  • @cover1848
    @cover1848 Před měsícem +1

    @rhrakihshow Sajek tour vlog is pure wanderlust fuel! The picturesque views and authentic experiences you shared have me itching to pack my bags and explore.

  • @Siam-xr6wr
    @Siam-xr6wr Před měsícem +1

    Amader Bangladesh ❤

  • @user-jd7zi7ok7f
    @user-jd7zi7ok7f Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saifazaman9714
    @saifazaman9714 Před měsícem

    Valo hoise video ta rakib dsto

  • @ummalkhaer6182
    @ummalkhaer6182 Před 26 dny

    Sundor hoyeche

  • @sayorisirat4192
    @sayorisirat4192 Před měsícem

    Tomar ai video viral hohe confirm 😊😊

  • @user-jd7zi7ok7f
    @user-jd7zi7ok7f Před měsícem +1

  • @Pranto-uq8tu
    @Pranto-uq8tu Před měsícem +1

    Allhamdulillah 😮🎉🎉

  • @RhEakib
    @RhEakib Před měsícem +1

    🎉❤

  • @Shurovi-re4rr
    @Shurovi-re4rr Před měsícem +1

    Best wishes ❤

  • @nibirrahman368
    @nibirrahman368 Před měsícem

    Keep going 💪🏼💪🏼

  • @afrozfarin1935
    @afrozfarin1935 Před měsícem

    Voice ❤❤❤❤

  • @unknownsfact2387
    @unknownsfact2387 Před měsícem

    Watching your Sajek tour vlog made me feel like I was on the adventure with you! The hiking, the food, the views everything looked incredible. Thanks for sharing your amazing experience! ❤

  • @MehediHasan-zc8ge
    @MehediHasan-zc8ge Před 29 dny

    Good job vaiay.

  • @rhrakib7759
    @rhrakib7759 Před měsícem

    😮

  • @STJ975
    @STJ975 Před 10 dny

    সব মিলিয়ে ভাল।

  • @msgobiict
    @msgobiict Před měsícem

    😍😍😍

  • @RakibulHasanRakib-sk6zd
    @RakibulHasanRakib-sk6zd Před měsícem

    ❤❤

  • @user-jd7zi7ok7f
    @user-jd7zi7ok7f Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤😊

  • @aminmdal8933
    @aminmdal8933 Před 6 dny

    অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার উপস্থাপনা অনেক ভালো লেগেছে ❤❤

  • @eurobanglatv7609
    @eurobanglatv7609 Před měsícem

    Vai ❤❤❤

  • @mahfuzhasan7713
    @mahfuzhasan7713 Před měsícem

    একা একা গেলা ঘুরতে রাকিব সাজেকে

    • @itsrhrakibshow2218
      @itsrhrakibshow2218  Před 16 dny

      বন্ধু চলো পরেরবার সবাই মিলে একসাথে যাই

  • @mdoviislamgm
    @mdoviislamgm Před 19 dny

    ভাইয়া সাজেক এ কী বছরের সব সময় বৃষ্টি বা মেঘ দেখা যায় প্লিজ রিপ্লাই ভাইয়া ❤️

  • @Fatema-uc3ep
    @Fatema-uc3ep Před měsícem +1

    Vai sajek e ki akhon gele bristi pabo????

  • @Arpita-sg4zz
    @Arpita-sg4zz Před měsícem +1

    Rangpur theke jaowa jay?

    • @itsrhrakibshow2218
      @itsrhrakibshow2218  Před 16 dny

      আপনি পৃথিবীর যে কোন প্রান্ত থেকে সাজেক যেতে হলে সর্বপ্রথম খাগড়াছড়িতে আসতে হবে

  • @nasrinjahan1228
    @nasrinjahan1228 Před 18 dny

    এখম সাজেক গেলে কেমন ভিউ পাওয়া যাবে?

    • @itsrhrakibshow2218
      @itsrhrakibshow2218  Před 16 dny

      এখন ও আলহামদুলিল্লাহ ভালো বেশ ভালো ভিউ পাবেন। শীতকাল ব্যতীত সাজেকে কমবেশি মেঘ সবসময়ই থাকে। অনেকেই বলে সাজেকে শীতকালে যাওয়া উচিত কিন্তু সাজেকে শীতকালে গেলে কুয়াশা বেশি দেখা যায় মেঘের থেকে। বর্ষাকালে গেলে অলওয়েজ বেস্ট। আপনি যদি সাজেক যাওয়ার পরিকল্পনা করেন তাহলে আর দুই তিন মাস পর গেলে আরো ভালো ভিউ পাবেন।

  • @abhijeetsworld7177
    @abhijeetsworld7177 Před 8 dny

    আচ্ছা সিঙ্গেল ট্রাভেল করলে sharing ভাড়া পেয়ে যাবো? চাঁদের গাড়ি আর হোটেল এ??

    • @itsrhrakibshow2218
      @itsrhrakibshow2218  Před 8 dny

      পাওয়া যাবে তবে আগে ভাগেই কথা বলে আসলে ভালো। যাওয়ার সময় পাওয়া কঠিন তবে আসার সময় খুব সহজেই পাওয়া যায়।
      আর হোটেল এ শেয়ারিং একটু টাফ। কারণ পুরো রুম ই নিতে হয়।
      তবে সিঙ্গেল গেলে আমি মনে করি ট্রাভেল গ্রুপে যাওয়া আপনার জন্য ভালো হবে।

    • @abhijeetsworld7177
      @abhijeetsworld7177 Před 8 dny

      @@itsrhrakibshow2218 travel group e gele kemon khorcha ...per person

  • @freshclips7551
    @freshclips7551 Před 22 dny

    এটা কবের ভিডিও

  • @aashiqaaqram4247
    @aashiqaaqram4247 Před 12 dny

  • @gobirbiggapon7725
    @gobirbiggapon7725 Před měsícem

  • @rhrhrh001
    @rhrhrh001 Před měsícem