মাসের বড়া দিনে বিক্রি হয় ১ লাখ টাকার

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2023
  • দেখে ঝুপড়ি দোকান মনে হলেও এই দোকানদারদের মাসিক ইনকাম শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। প্রতিদিন বিক্রি এক লাখ টাকার উপরে, মাসকলাইয়ের ডাল ও আতপ চালের গুড়া মিশিয়ে এভাবেই বানানো হয় মাসের বড়া। এই মাসের বড়ার প্রচলন পুরান ঢাকায়। চকবাজারে প্রতিদিন হাজার হাজার পিস বিক্রি হয়, চাহিদা অনেক এই খাবারের। বড়ার ভেতরে কিছু নাই, খেতে মুড়মুড়ে। লোকজন প্যাকেট ভর্তি করে কিনে নেয় এই মাসের বড়া। পাশাপাশি খেজুর নামে একটা শক্ত মিষ্টি খাবারও এখানে বানানো হয়, এটারও বেশ চাহিদা আছে পুরান ঢাকায়।
    Stay Connected with us:
    ====================
    Street Food And Life CZcams:
    ► / @streetfoodandlifebd
    Street Food And Life FB:
    ► / streetfoodandlife

Komentáře • 1