Nizamuddin Aulia Dargah || নিজাম উদ্দিন আউলিয়ার মাজার

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2024
  • দিল্লির নিজাম উদ্দিন ( #nizamuddinauliya) আউলিয়ার দরগা বা মাজার। তিনি হযরতে নিজাম উদ্দিন আউলিয়া নামে পরিচিত। যিনি ছিলেন ভারতীয় উপমহাদেশে চিশতিয়া তরিকার একজন বিখ্যাত সুফি আউলিয়া।
    শেখ খাজা সৈয়দ মুহাম্মদ নিজামউদ্দিন(#nizamuddinauliya) আউলিয়া ১২৩৮সালে জন্ম নেন এবং ১৩২৫ সারে ৩এপ্রিল মৃত্যু বরণ করেন। প্রতিদিন বিভিন্ন ধর্মাবলম্বীর শত শত মানুষ দরগা জিয়ারত এবং পরিদর্শনে আসেন।
    মাজারের সাথে রয়েছে একটি মসজিদ। মাজারের সাথে আছে অনেক পির মাশায়েক অলি আউলিয়ার মাজার। এখানে সূফি কবি আমির খসরু এবং মুঘল রাজকুমারী জেহান আরা বেগম এর সমাধিও অবস্থিত।
    দরগার মূল কাঠামো ১৫৬২ সালে নির্মিত হয়। তারপর শত শত বছর পেরিয়ে গেলেও তা ইসলামের মর্মবানি প্রচার ও মানবিকতার শিক্ষা দিয়ে যাচ্ছে।

Komentáře •