তোমার দ্বারেতে ভিখারীর আগমন'

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2020
  • দ্বারেতে ভিখারীর আগমন,
    রে ভাণ্ডারী ধনরে,দ্বারেতে ভিখারীর আগমন।।

Komentáře • 2

  • @swahid9343
    @swahid9343 Před 16 dny

    দ্বারেতে ভিখারীর আগমন রে, ভাণ্ডারীধন রে
    দ্বারেতে ভিখারীর আগমন ॥
    রাজপুরীর দ্বারদেশে,
    রাজভিক্ষা পাওয়ার আশে,
    ইল্লাল্লা হুঙ্কারে ধনে মন ॥
    ভিক্ষুকরে ভিক্ষা দান,
    করি কর রক্ষা প্রাণ,
    ভিক্ষা চাহি তোমারি চরণ ॥
    বাবা, আমায় কি করিলা,
    জীবন ভরি কান্দাইলা,
    আশার আশে গেল এ জীবন ॥
    আমরা তোমার দাস জানি,
    লোকে করে কানা কানি,
    বলে তারা আমি সাধুজন ॥
    কিন্তু আমি জন্ম অন্ধ,
    জানিনা গো ভাল-মন্দ,
    লজ্জা ভারে বিষন্ন বদন ॥
    গুন-জ্ঞান যে আছিল,
    তোমার প্রেমে সবই গেল,
    কি দিয়া ধরাব লোকের মন ॥
    অন্ধে করি চক্ষু দান,
    রাখ নিজ নামের মান,
    ফুল্ল কর দীন দাসের মন ॥
    ধন রত্নের আশা নাই,
    তোমাতে তোমাকে চাই,
    করিমেরে দাওনা দরশন ॥
    লেখক: বজলুল করিম মন্দাকিনী

  • @bachelortips3657
    @bachelortips3657 Před 4 lety

    💙💙💙