Question and answer on fish culture:Part-142(ইউটিউবের দর্শকদের প্রশ্নোত্তর)

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Question and answer on fish culture
    Different types of questions and answeres of different fish farmers are discussed here;
    Which includes various hazards, crisis of different feed ingredients, its shelf life with feeding of fish,
    it includes the physico-chemical parameters to be faced by the farmers.
    Reduction of feeding of fish; suddenly discovered.
    It also includes pond preparation, dyke preparing, leveling and turfing, the stocking of fish fries or fingerlings, zooplankton enhancing fermented liquid, Ammonia toxicity, Oxygen deficiency#Abeed Lateef

Komentáře • 46

  • @viralvedio3870
    @viralvedio3870 Před 4 lety +6

    মহান আল্লাহ তায়ালা আপনাকে আরো দীর্ঘজীবি করুক...আমিন,
    মঙ্গলপুর,দিনাজপুর

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety +3

      হে মঙ্গলময়,
      মঙ্গলপুর থেকে মঙ্গল কামনাকারী মাঙ্গলিক পরিবারের সদস্যদের জন্যেও আপনার অপার মঙ্গল কামনা করি!
      আমীন!

    • @viralvedio3870
      @viralvedio3870 Před 4 lety

      ধন্যবাদ স্যার

  • @mdsohidulislam8329
    @mdsohidulislam8329 Před 4 lety +7

    স্যার আল্লাহ তায়ালা আপনাকে হাজার বসর বেচে রাখুক, আমিন।

  • @user-ox6ls2fj8t
    @user-ox6ls2fj8t Před 2 lety +1

    আল্লাহ আপনাকে সুস্থ ও নেক হায়াত দান করুক। একজন নিবেদিত প্রান, উন্নত মানসিকতা সম্পন্ন কথা ও কাজে; মাছ চাষিদের সাহায্য করার সরল নিরবিচ্ছিন্ন চেষ্টার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাজাক-আল্লাহ-খাইরান।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety +1

      আল্লাহ্ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন।

    • @user-ox6ls2fj8t
      @user-ox6ls2fj8t Před 2 lety

      @@abeedlateef8059 জাজাক-আল্লাহু-খাইরান স্যার।

  • @purnendushekharmisra3722
    @purnendushekharmisra3722 Před 4 lety +3

    ধন্যবাদ মহাশয় আমার উতর দেওয়ার জন্য

  • @SahedMia-bd
    @SahedMia-bd Před 4 lety +1

    আপাতত এখন আর আমার কোনো প্রশ্ন নেই শুধু শুনতেছি। স্যারের আঙ্গুলের সমস্যার কথাটি একদিন ফোনে কথা বলার সময় আমাকে বলেছিলেন,আজ নিজের চোখে দেখেছি।

  • @samitbarua6944
    @samitbarua6944 Před 4 lety +1

    স্যার সালাম নিবেন; আপনার সুস্বাস্থ কামনা করে কয়েকটা পয়েন্ট তুলে ধরতে চাই; এবং সবচে বড ব্যাপার আমার নিবিড চাষ করার বেশ কিছু পথ বা পন্থা অন্ধের হাতীর পান্চম পা দেখার মত ছিল; যেটাকে Almost Perfect করতে পারার কর্তিত্ব ও কৃতজ্ঞতা শুধু আপনার; সঠীক; সুঅভিজ্ঞ ও স্বপ্রতিষ্টিত পরামর্শ পাওয়ার কারনে;
    ১- PH - খেলনা দামের মত মিটার ব্যবহার না করা উত্তম; যদি নেহাত দরকার হয় Strip ব্যাবহার করা ( ভাল মানের )
    ২- Temperature & PH & SalInity এর যৌথ প্রভাপ পরে Ammonia তে;
    ৩- Salinity ; Temp; Phytoplankton ইত্যাদির এর সরাসরি প্রভাব Dissolved Oxizen এ ;
    ৪- মেশিন নয় ম্যটেরিয়াল এর প্রয়োগ - পন্থা - পরিমান এর জ্ঞান বা সঠিক তথ্য দিয়ে কাজ করতে হবে;
    স্যার মাফ করে দিবেন ছোট করে লিখতে চাই তার পরও বিশাল চিঠি হয়ে যায় দেখে আপনি হয়তবা পোষ্ট এ শোনতে পারেন না;
    যদি আমার লেখা গুলিতে কোথাও সামান্য তম ভুল থাকে মেহেরবানী করে সঠীকটা বলে দিবেন;
    আপনার প্রায় সব পরামর্শই আমি প্রয়োগ করেছি আপনার দেয়া Guidance অনুয়ায়ী; ফলাফল অসাধারন; তাই দ্বিতীয় বার এর মত বলতে চাই; আমি জান বাজি রাখতে পারি ; মাছ চাষ এ সফল হতে হলে Latif Sir এর কথা মন দিয়ে শুনতে হবে; বুঝতে হবে; পরিবেশ ; পরিস্থিতি; পদ্ধতি অনুযায়ী চর্চা করতে হবে;
    ভাল থাকবেন স্যার ।

  • @mdmorshed6906
    @mdmorshed6906 Před 4 lety +2

    আস্সালামুআলাইকুম স্যার।দোয়া করি সবসময় ভাল থাকুন।স্যার আমার ২টা প্রজেক্ট ১ টা ৫ একর,অন্যটা ৬ একরের।সাথে ২/৩ টা ২০/৩০ শতকের নার্সারি পুকুর আছে।বিগত ১০ বছর ধরে অন্দ ভাবে মাছ চাষ করে আসছি।তেলাপিয়া,কার্প,ছাড়া ও এমন কোন প্রজাতি নাই যা আমার প্রজেক্টে নাই।ওখানে লাভ বলতে কি,শুধু শখ মেটানো।মাছের ডাঃ শীতের সময় লক্ষাধিক টাকার ঐষধ দিত,মাছের মরক রোধের জন্য,এতদসত্তে ও মাছ মারা যেত,শীতের সময়ে।ভাল খাবার,ভাল ঐষধ ও ভাল পোনার কথা বলে লক্ষ লক্ষ টাকা গুনে দিতাম ডাঃ এর পকেটে।২/৩ মাস যাবৎ মাছ চাষ পদ্ধতিতে আপনার ভিডিও দেখি,যার কথা,ডাঃ জীবনে ও বলেনাই।ধন্যবাদ জানাই আমাকে মাছ চাষ পদ্ধতি শেখানোর জন্য।আলহামদুলিল্লাহ অতি সামান্য খরচের ঐষধ চুন,লবন,গোবর খৈল ডি,এ,পি।যা প্রয়োগের ফলে প্রজেক্টের পানিতে বর্তমানে যে সৌন্দর্য বিরাজমান,সত্যিই দারুণ।এই শীতে প্রতি বছরের ন্যায় মাছের ডাঃ নাই।আলহামদুলিল্লাহ আমার প্রজেক্ট সুস্থ মাছ ও সুস্থ।ইন্শাআল্লাহ্ ২০২০ তে
    কখন কি মাছ চাষ করব আপনার পরামর্শ আশা করছি ।দুঃখিত আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য,ছাত্র হিসাবে মাপ করবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety

      আল্লাহ আপনাকে সঠিক ব্যাপারটা বুঝার তৌফিক দান করুন।

    • @mdmorshed6906
      @mdmorshed6906 Před 4 lety

      আমিন

  • @mamunmatubbar1987
    @mamunmatubbar1987 Před 4 lety +1

    সার ধন্নবাদ সার,কিন্তু অনেকে বলেন হাসের মল নাকি সুকাই নিলে তাতে কন ধরনের পর জিবি থাকে না আমকে বিস্তারিত জানাবেন ধন্নবাদ সার

  • @barisordar4029
    @barisordar4029 Před 3 lety +1

    শীতের সময় সার ববহার করা যায় কি?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 3 lety

      কালারের অবস্থাদৃষ্টে দিন।

  • @arunchaudhury8604
    @arunchaudhury8604 Před 4 lety +1

    নমস্কার স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি.আমার একটি 165 শতকের পুকুর আছে আমি এখানে 100 গ্রামের পোনা ছেড়ে এক কেজি করতে চাই শতকে কয় পিস পোনা ছাড়া যাবে রুই কাতলা এবং মৃগেল এবং কোন মাছ কাটা ছাড়া যাবে শতকে জানালে উপকৃত হব ধন্যবাদ .

  • @chunnumiya6186
    @chunnumiya6186 Před 4 lety +1

    Niec

  • @ratnaandsubaldasdas5906
    @ratnaandsubaldasdas5906 Před 4 lety +2

    চার মাপ করবেন ঘাস কাপ রেণুর থেকে 50 gm করতে কত পার্সেন্ট খাবার দেব এবং কিখাবার দেব plz বলবেন চার আমার এলাকায় ঘাস কাপের পুনার দাম অনেক বেশি কেউই টিকমত করতে পারেনা চার ধন্যবাদ India Tripura থেকে সুবল দাস আপনার পরামর্শ চাই

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety +1

      ওদের দেহের ওজনের ৩-৪% দিন।

  • @khairulislam9063
    @khairulislam9063 Před 4 lety +1

    সালাম ও শুভেচ্ছা নিবেন ।।
    আমি পশ্চিম বঙ্গ থেকে বলছি মুরশিদাবাদ জেলা থেকে ।।
    আমার পুকুরে আমি প্রতিদিন সরিষার খৈল ও ধানের আটা দিয়ে যাচ্ছি ।।
    Sir একটু দযা করে বলবেন, আমার কি খাবার দেওয়া ঠিক হচ্ছে ।।মিশ্র চাষ করছি ।ধন্যবাদ

  • @rtrbookkeeping
    @rtrbookkeeping Před 4 lety +1

    আমার মন্তব্য পড়ার জন্য স্যার আপনাকে ধন্যবাদ !!!

  • @angshumanmajumdar7216
    @angshumanmajumdar7216 Před 4 lety +1

    To good sir🙋

  • @monirhossain766
    @monirhossain766 Před 4 lety +1

    Thanks sir.

  • @jyotisaha7322
    @jyotisaha7322 Před 4 lety +1

    ধন্যবাদ স্যার।

  • @arabulislam9520
    @arabulislam9520 Před 4 lety +2

    স্যার আছালামু আলাইকুম .. আমাদের এখানে রেনু ছাড়ার পর সরিষার তেল ও লিইফবয় সাবানের মিশ্রন ব্যবহার করে অনেক চাষি । কারন জানতে চাইলে তারা বলেন এটা রেনুর খাদ্য ! এটা আমার কাছে ব্যাখ্যা হীন মনে হয় ! এটা কি রেনু খায় নাকি অন্য কোন কারণে তারা ব্যবহার করে আপনার মতামত চাই ! কারন আমি আপনার একজন ভারতীয় ছাএ ‌এবং আপনি একটি ভিডিও তে বলেছেন রেনুর জন্য প্রথমে আটা ব্যবহার করতে কিন্তু রেনু মজুত করার কত সময় পর খাদ্য দেব জানাবেন প্লিজ !

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety +2

      প্রথম দিন আটা ;
      পরদিন থেকে প্যাকেটেড পাউডার খাদ্য।
      আর ওটা ঠিক বলে নাই!

    • @arabulislam9520
      @arabulislam9520 Před 4 lety

      @@abeedlateef8059 অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার ! আপনার দীর্ঘ আয়ু কামনা করি

  • @bengalifishingvlog5639
    @bengalifishingvlog5639 Před 4 lety +1

    40 shotok e 6000 pis dasi magur farming korta chi protom thaka sas somosto treatment bolban 5 month er culture panir hight dar mitar finger ling charla 1kg ta koto pis hoba shyamal khanta West bengal

  • @joniahamed2041
    @joniahamed2041 Před 4 lety +1

    আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন উত্তর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার আমার ১৬০ শতাংশ পুকুর পানি ৪/৫ ফুট পানি থাকে ৬/৭ মাসএখানে শতকের কতটা দিবো ১০ টা নাকি ২০ টা কাপ জাতীয় মাছকোনটা ভালো হবে

  • @manojbarman7557
    @manojbarman7557 Před 4 lety +1

    Thanks sir

  • @sujaybarik3289
    @sujaybarik3289 Před 4 lety +1

    সুজয় বারিক : আমাদের এখাণে গমের খুদ পাযা যায় । গমের খুদের সাথে কি কি দিযে মাগুর মাছের খাবার করবো????
    মাগুর মাছের ওজন 22 পিস এ 1kg

  • @electricianworklearn2708
    @electricianworklearn2708 Před 3 lety +1

    100 satak mane ki koto sotoke 1biga keo anser den

  • @hridoymondol3968
    @hridoymondol3968 Před 4 lety +1

    sir শিং মাছের খাবারে fishmill ব্যাবহার না করে protin ঠিক রাখলে ফলন ভাল পাব কী মাছ কি খাবে plase answer দিবেন

  • @dechosta9292
    @dechosta9292 Před 4 lety +1

    স্যার আমার ১০০ শতাংশ পুকুরে গুলশা মাছ আছে ৬০০০০ সিলভার কার্প আছে ৫০ পিচ সাথে কাতলা ৫০ পিচ।পুকুরে প্রচুর ফাইটোপ্লাংটন ব্লুম দেখা যাচ্ছে। ব্লুম দূর করার জন্য কি সিলভার কার্প বাড়াতে পারবো?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 4 lety

      খাবার কমান।
      সিলভার এত থাকলে ওগুলিও বড় হবে না।

  • @barisordar4029
    @barisordar4029 Před 3 lety +1

    পানির কালার বেশি এরেটর আছে আসুবিধে হবে কি?

  • @shakibjaman2551
    @shakibjaman2551 Před 9 měsíci

  • @mdibrahimpalash7482
    @mdibrahimpalash7482 Před 4 lety +1

    Assalamualikum sir , ami palash from Mithapukur Rangpur . Sir telapia ar akok chas a 50% dana dar khabar ar 50% duckweed dila kmn hoi sir ? Jodi aktu detail alochona koran onake valo hoi......

  • @SubrataDas-hx3vz
    @SubrataDas-hx3vz Před 4 lety +1

    স্যার পোল্টির পায়খানা পুকুরে দেওয়া যাবে কি?

  • @mdnizamuddin178
    @mdnizamuddin178 Před 2 lety +1

    phone no ta den

  • @mdnizamuddin178
    @mdnizamuddin178 Před 2 lety +1

    apnar phone no ta den

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Před 2 lety

      এইখানে দেয়া কি ঠিক হবে! 🤔🤔🤔🤔