ভালো আইনজীবি হতে করণীয়~প্রধান বিচারপতি | Advocate | আদালত

Sdílet
Vložit
  • čas přidán 7. 11. 2022
  • ভালো আইনজীবি হতে করণীয় #প্রধান বিচারপতি
    প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পরিশ্রম ও সততার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের জন্য আইন পেশার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল এবং মানুষকে সাহায্য করার মানসিকতা থাকলে আইন পেশায় সফলতা অর্জন সম্ভব।
    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আইন অনুষদ এবং বাংলাদেশ আইন সমিতির যৌথ উদ্যোগে দিনব্যাপী ‘ল’ ক্যারিয়ার ফেস্টিভ্যাল' তিনি এ আহ্বান ব্যক্ত করেন।
    শনিবার (৫ নভেম্বর) ঢাবির আইন অনুষদ চত্বরে এই ক্যারিয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। ফেস্টিভ্যালটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।
    আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম (আসিফ নজরুল) স্বাগত বক্তব্য রাখেন। অতঃপর শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আফজাল উল-মুনীর। অনুষ্ঠান সঞ্চালন করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ গোলাম সারোয়ার ও শিরিন সুলতানা।
    #legalstudy aid
    #legal

Komentáře • 1