রঘুপতি কি পারবে রাজাকে সিংহাসন থেকে সরাতে?

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2023
  • রঘুপতি কি পারবে রাজাকে সিংহাসন থেকে সরাতে?
    Mirvana presents
    Goppo Mir er Thek Episode 19 - ‘Rajarshi (Part 2)’ based on Rabindranath Tagore's Novel ‘Rajarshi’
    Directed by Mir Afsar Ali
    Content Consultant: Word Doc
    Adaptation: Priyanka Chakraborty
    Production, Sound Design and Original Music: Pradyut Chatterjea
    Poster Design & Motion: Join The Dots
    Project Mentor: Anindita Chatterjee
    Social Media Management: Ankita Roy
    Strategy Consultant: Kay Ten
    Executive Producer: Saurav Bhattacharya
    Recording Studio: Gramophone Records Studio (Diganta Samana)
    Sound Recordist: Krishnendu Bhattacharjee & Rohan Ali Biswas
    Music Label: Mirvana Entertainment Pvt Ltd
    Special Thanks: Dr. Soma Bhattacharjee & ADGtal
    Starring
    Maharaj Gobindomanikya: Biplab Dasgupta
    Raghupati: Subhasish Mukhopadhyay
    Jaysingha: Anirban Bhattacharya
    Nakhshatra-ray: Soumen Chakraborty
    Bilwan Thakur: Anujoy Chattopadhyay
    Sujakanya: Ayantika Chakraborty
    Hashi: Arusha Ghosh (Pekhom)
    Tata: Arkajyoti Bhattacharjee
    Khurosaheb: Dipankar Chakrabarty
    Kedareshwar: Debdas Ghosh
    Mantri: Diganta Samana
    Prahari: Krishnendu Bhattacharjee & Rohan Ali Biswas
    Bhritya: Rounak Chakroborty
    Chorus: Dipankar Chakrabarty, Diganta Samana, Soumen Chakraborty, Rounak Chakroborty Rohan Ali Biswas & Mir Afsar Ali
    Narrator, Bikramsingha & Shah Shuja: Mir Afsar Ali
  • Zábava

Komentáře • 1K

  • @bubuonnet
    @bubuonnet Před rokem +520

    যেন পূণ্য অর্জন করলাম…সর্বাঙ্গসুন্দর কি এক উপস্হাপনা…কি যত্নের নির্মান…প্রত্যাশা বেড়েই চলেছে…এমনই উঁচু তারে বাঁধা থাকুক প্রতিটি পরিবেশনা…কান্ডারী মীর…সবাইকে নিয়ে আপনার ডয়যাত্রা অব্যাহত থাকুক…অসংখ্য শুভেচ্ছা।

    • @sanjeevbid5172
      @sanjeevbid5172 Před rokem +19

      সত্যিই মীরদা অনবদ্য তোমার পরিবেশনা ৷যেন চোখের সামনে দেখতে পাচ্ছি ঘটনাপ্রবাহ ৷ কবিগুরুর সৃষ্টিকে তুমি প্রান দিয়েছো ৷ অমর হ'য়ে থাকলো তোমার কন্ঠে ৷

    • @mousumighosh2554
      @mousumighosh2554 Před rokem +13

      গল্প যে শোনাও যায় তা যেন ভুলতে বসেছিলাম। কি যত্ন পরিচালনায়, কি অনবদ্য সকলের পাঠ। অপূর্ব।

    • @monalisabiswas3707
      @monalisabiswas3707 Před rokem +3

      Sotti golpo path er smy na pawa house wife der jonno a jano sretho upohar....

    • @Tarik7311
      @Tarik7311 Před rokem +2

    • @aaritsisters
      @aaritsisters Před rokem +2

      Galper Maan j evabeo bariye deoa Jay ta Mir da praman kore dilen...
      Kurnish janai apnake...
      Apnar kanthei amar galpo sonar hate khori .charane pranam nio dada❤❤❤❤.

  • @sumandey3
    @sumandey3 Před rokem +257

    গোমতি নদীর তীরে ভূবনেশ্বরী মন্দিরের পাশে বসে গল্প টি শুনলাম। প্রত্যেকটা মুহূর্তকে চোখের সামনে দেখলাম। ❤ from Tripura.

  • @Rab_bi
    @Rab_bi Před rokem +331

    মীর কে ঈশ্বর বাঁচিয়ে রাখুক হাজার হাজার বছর🌼

    • @shamikdas2504
      @shamikdas2504 Před rokem +2

      😊6😅7😅8

    • @shamikdas2504
      @shamikdas2504 Před rokem

      78gu। 8g8 8vuvg 8ugg। 8ug8huv8g uu8h8। Ug 8gv8v vvu 8ug 8u 8😊😊😊😊😊

    • @bhaswatinath5892
      @bhaswatinath5892 Před 11 měsíci

      R amra eirokom sundor oti sundor uposhthapana dhunte thaki.....😊😊

    • @TUHINMONDAL-wf8yh
      @TUHINMONDAL-wf8yh Před 2 měsíci

      হাজার বছর নয়
      ওটা হবে শত বৎসর

  • @tannisthabiswas6983
    @tannisthabiswas6983 Před rokem +30

    শেষ পর্বে চোখ দিয়ে জল বেরিয়ে গেলো,,, এই গল্প জীবনের চরম সত্য ও চরম শিক্ষা শিখিয়েছে........ "সততাই চরম সত্য" ❤❤❤ অসাধারন উপস্থাপনা❤❤ মন প্রাণকে ভালোবাসায় সিক্ত করেছে

  • @debadreebhattacharya4624
    @debadreebhattacharya4624 Před rokem +18

    কি অপূর্ব কথন! কি অপূর্ব ভাষ্য সকলের! বিশেষ করে রঘুপতি তো সকলকে তাক লাগিয়ে দিয়েছেন! ❤🎉
    মীর স্যারের কাছে আমার অনুরোধ, যদি সম্ভব হয়, রবিঠাকুরের বাকি কালজয়ী উপন্যাসগুলো এভাবে পরিবেশন করবেন।

  • @iffatjasmine950
    @iffatjasmine950 Před rokem +12

    শাহ্ সুজা মসজিদটি প্রকৃতই কে বানিয়েছেন এ নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তবে রাজর্ষী গল্পের মধ্যে যে আমাদের কুমিল্লা শহরের এতো সুন্দর ঐতিহ্যবাহী এই মসজিদের কথার উল্লেখ আছে তা জানা ছিলো না। অসংখ্য ধন্যবাদ গপ্পো মীরের ঠেককে এই গল্পটি নির্বাচনের জন্য.. ❤️

  • @user-yf5lk9hq8v
    @user-yf5lk9hq8v Před rokem +33

    শ্রোতাদের রুচিবোধ ও ইচ্ছেটাকে গুরুত্ব দিয়ে সাপ্তাহিক উপহার দেওয়ার অবিরাম আগ্রহ সত্যিই প্রশংশনীয় ।
    অফুরান ভালোবাসা " গপ্পো মীরের ঠেকের " প্রত্যেক শিল্পী ও সহকারীদের।❤

  • @Ramiz-Shaikh
    @Ramiz-Shaikh Před rokem +29

    যেমন উপন্যাস তেমনি যথার্থ শিল্পী। সব চরিত্র গুলোই যেনো জীবন্ত ও বর্তমান। বিশেষ করে রঘুপতি চরিত্রটি যেনো শুভাশিস মুখার্জির জন্যই সৃষ্টি। অনবদ্য সৃষ্টি হৃদয় ছুঁয়ে যাবার মতো সংলাপ 🙏❤️❤️

  • @suklabera4571
    @suklabera4571 Před rokem +43

    অসাধারণ, কোনো শব্দ নেই বর্ণনা করার জন্যে সমস্ত চরিত্র গুলো যেনো জীবন্ত হয়ে উঠেছিল । গল্পঃ শোনার সেই পুরনো আবেগ টা আবার জীবন্ত হয়ে উঠছে । অনেক ধন্যবাদ গপ্পো মীরের ঠেকের সবাইকে ❤

  • @Aesthetic_Preety_Gayen
    @Aesthetic_Preety_Gayen Před rokem +17

    এ গল্প সকলের চেয়ে আলাদা, এ এক ও অনন্য! ঠিক যেমন গপ্প মীরের ঠেক সকলের চেয়ে আলাদা এক ও অনন্য!
    এ গল্প উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই! ❤

  • @subhojit3803
    @subhojit3803 Před rokem +192

    মীরদা সত্যিই বাংলা গল্পগুলোকে প্রাণবন্ত ও অনন্য করে তুলছে।
    Love you Mir da❤️‍🩹❤️‍🩹

    • @Aviation-220
      @Aviation-220 Před rokem +1

      Right

    • @apangshude2773
      @apangshude2773 Před 9 měsíci

      Ata story na amader Tripura er Agartala er sotti ghotona 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @AkashLaga-ci2xs
      @AkashLaga-ci2xs Před 9 měsíci

      ​@@Aviation-220❤😢❤❤

  • @mitapaul5577
    @mitapaul5577 Před rokem +19

    অসাধারণ। মনটাকে পুরো গঙ্গাজলে ধুইয়ে দিল। মীর, তোমার কাছে আরো অনেক এই ধরনের উপন্যাস শোনার আশা রাখছি।

  • @m2dutta
    @m2dutta Před rokem +3

    ভাষায় অভাব ধরেছে আমার।।। এতটাই বিশ্বয়কর আর অভূতপূর্ব পাঠ আমি বহু দিন শুনিনি।।। প্রত্যেকটা টি চরিত্র এবং তাঁদের অভিব্যক্তি আমার মনের কোথায় কোথায় যে ছুঁয়ে যায়নি টা বলা শক্ত।।। আশা বাড়িয়ে দিচ্ছ মীর দা।।। সক্কলের জন্য হৃদয় পূর্ণ ভালোবাসা।।। 🌹🌹🌹🌹🌹

    • @rakeshsarker6198
      @rakeshsarker6198 Před rokem

      ঠিক বলেছেন দিদিভাই ।।অদ্ভুত এক পরম প্রশান্তি অনুভব করতে পেরেছে আজ😊।।

  • @arnabbag6240
    @arnabbag6240 Před rokem +18

    যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি তেমনি অসাধারণ উপস্থাপনা ❤️

  • @osimakhatun310
    @osimakhatun310 Před rokem +64

    নক্ষত্র রায় এর ডাকে, রঘুপতির আগমন যেন গুরু গম্ভীর মেঘ গর্জন.. অভাবনীয় শুভাশীষ মুখার্জির আত্মবিশ্বাসী অভিনয়.. 🙏👍🙏💐💐

  • @bitankundu9727
    @bitankundu9727 Před rokem +12

    Mir Da ভাষা নেই প্রশংসা করার। এত অপূর্ব উপস্থাপনা মন কে ছুয়ে যায়। ২ বার করে ২ টো এপিসোড শুনে ফেলেছি। আবার শুনতে চাইছে মন। Subhasish বাবুর অভিনয় মনে দাগ কাটে। বাংলা গল্পের একটা মাত্রা এনেদিয়েছ। অনেক শুকামনা রইল।

  • @shuklabanerjee6355
    @shuklabanerjee6355 Před rokem +5

    'গল্প মীর এর ঠেক ' team এর অনবদ্য উপস্থাপনার জন্য সম্পূর্ণ কাহিনী টা যেনো চোখের সামনে ঘটে যেতে দেখলাম!!
    রাজা গোবিন্দমানিক্য র ভূমিকায় শ্রী বিপ্লব দাশগুপ্ত, এঁর কন্ঠ অসাধারণ 🙏

  • @akshaybanerjee5183
    @akshaybanerjee5183 Před rokem +286

    Anirban Da ,Subhasish Babu, Sudip Da To Elen Abar Sabyasachi Chakroborty Ebong Poran Banerjee Ke Kara Kara Goppo Mir Er Thek E Chan?

    • @sree8991
      @sree8991 Před rokem +3

      Aaammmmiiiiiiiii!!!!!!!!!!!! Ami chai!!!!!!! 🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

    • @sudeshnadandapat3707
      @sudeshnadandapat3707 Před rokem +11

      Abong Gourav Chakraborty keo chai ❤

    • @shuvradipsardar
      @shuvradipsardar Před rokem +1

      🙋🙋

    • @shuvradipsardar
      @shuvradipsardar Před rokem +1

      ​@@sudeshnadandapat3707 hmm

    • @1ssbrudra
      @1ssbrudra Před rokem +4

      Gaurav o.

  • @dipankarmisra678
    @dipankarmisra678 Před rokem +11

    Mir magic. Bahubali cinema ke chapiye galo Rajarshi. Chokhe jaal eshe gechhe, sabaar voice magic. Salute to total team

  • @piyalibasu4695
    @piyalibasu4695 Před rokem +11

    অসাধারণ♥️♥️আমরা যারা সত্তর বা আশির দশকে বড় হয়েছি গল্পের বই আমাদের জীবনের অঙ্গ ছিল, বইয়ের মধ্যে লুকিয়ে কত যে রাত জেগে গল্পের বই পড়েছি.... আস্তে আস্তে ডিজিটাল দুনিয়ায় বই পড়া কমে গেল। বাংলা সাহিত্যের এই স্বর্ণখনি এতো সুন্দর করে বর্তমান প্রজন্মের কাছে উপস্থিতর জন্য অসংখ্য ধন্যবাদ 👏👏 শুভশীষ, অনির্বান অনবদ্য 👍, আর মীরকে নতুন করে কিছু বলার নেই.... তোমার তুলনা তুমি নিজেই ♥️♥️বাংলা সাহিত্যের উজ্জ্বল জোতিস্ক সম্ভার তোমাদের উপস্থাপনায় আরো প্রজ্জলিত উঠুক 🙏

  • @madhupriyatakal547
    @madhupriyatakal547 Před rokem +15

    হয়তো এই গল্পটি বইতে পড়লেও এতোটা জীবন্ত লাগতো না। ❤❤ অসংখ্য ধন্যবাদ গপ্পো মীরের ঠেক কে। ✨✨

  • @koushikbhattacharya3925
    @koushikbhattacharya3925 Před rokem +3

    কবি গুরুর এতো সুন্দর লেখা যে কখনো এতো আকর্ষণীয় বেতার নাট্যে হতে পারে ভাবতে পারিনি। এই ঠেক খুলে তুমি খুব ভালো করেছো। এই ধরনের কাজ তুমি হয়তো Sunday suspense এ করতে পড়তে না। অনেক শুভেচ্ছা 🙏

  • @parbatibanerjee7183
    @parbatibanerjee7183 Před rokem +2

    Osadharon !!! Sotti e Rabi Thakur serar Sera ! Ei golper tulona hoyna 🙏

  • @anmold8921
    @anmold8921 Před rokem +8

    অসাধারণ... শেষের দিকটা যেনো ভিতরটা নাড়া দিয়ে গেল....মীর দা অনন্য সাধারণ, সাথে background score টা যেনো মনে হলো অন্য জগতের। এই সমাপতন টা অনেক দিন পরে খুঁজে পেলাম, ধন্যবাদ কবিগুরুকে আর team ঠেক কে।

  • @poulami_speaks
    @poulami_speaks Před rokem +72

    রবীন্দ্রনাথ এর আরও উপন্যাস নির্ভর গল্পপাঠ চাই। অনির্বাণ ও শুভাশিস বাবু অনবদ্য ❤

  • @swajalgiri255
    @swajalgiri255 Před rokem +61

    কথায় বলে না পাপ বাপ কেউ ছাড়ে না , আসল সুখ শান্তি তো ক্ষমা করা আর স্বাভাবিক জীবন যাপন করা❤️

  • @buddhadevalearnerteacher7944

    দুর্দান্ত শেষে কেঁদে ফেললাম।। চোখের সামনে যেন নগর পাহাড় দেখতে পাচ্ছি।।।❤❤❤❤ ত্রিপুরা থেকে ভালোবাসা।।

  • @chakrabortyadrija4563
    @chakrabortyadrija4563 Před rokem +12

    চোখের সামনে পুরো কাহিনী দেখতে পেলাম ।সারা গাঁয়ে কাঁটা দিয়ে উঠলো ।ধন্যবাদ মিহির দাদা ।

  • @osimakhatun310
    @osimakhatun310 Před rokem +7

    বাপরে বাপ, এমন অপেক্ষার এমন ভয়ংকর মিউজিক শুরুতেই অসাধারণ mirafsarali.. দুর্ধর্ষ মীর এর গলা যেমন দরাজ, তেমনই অপেক্ষা নিরসন এর ভূমিকা.. 🤗🙏🙏🙏🤗👍💐👍💐

  • @BhajanGeet28
    @BhajanGeet28 Před rokem +4

    অসাধারণ ❤ এ যেন কোনো গল্প নয় বাস্তব জীবনের চরম সত্য।
    কবিগুরুর এই কালজয়ী উপন্যাসের অনবদ্য উপস্থাপনা হৃদয় কে রসমাধু্র্য্যে ভরিয়ে দিল। অসংখ্য ধন্যবাদ মীরদা র পুরো টীমকে।

  • @saswatimondal6897
    @saswatimondal6897 Před 11 měsíci +3

    এ যেন ইতিহাসের এক অধ্যায়কে জীবন্ত হতে দেখলাম। দুঃখে কেঁদেছি,সুখের সময়ে হেসেছি,অন্তর দিয়ে প্রতিটি শব্দকে অনুভব করলাম।কি অসাধরণ উপস্থাপনা। কালজয়ী লেখক, মীরদা,শুভাশীষ বাবু, অনির্বাণ বাবু এবং বাকি কলাকুশলীদের প্রণাম জানাই।

  • @souvikghosh8268
    @souvikghosh8268 Před rokem +167

    রবীন্দ্রনাথ ও কী ভেবেছিলেন,তাঁর সৃষ্টিকে এত সুন্দর ভাবে উপস্থাপন করা হবে ? 😊

    • @sajalbose8944
      @sajalbose8944 Před rokem +5

      Dada apni ektu chup thakle rabindranath khusi hoten r ki
      Mir da o!!!

    • @rajarshimukherjee9538
      @rajarshimukherjee9538 Před rokem +2

      Moner vab prokash korar jonyoi ei comment box, apnar ktha moto chup thakbe keno

    • @rajarshimukherjee9538
      @rajarshimukherjee9538 Před rokem +1

      ​@@sajalbose8944 r Mir da, kise khusi thakbe seta Mir da janen valo moto apnar gyan na dileo cholbe

    • @sajalbose8944
      @sajalbose8944 Před rokem +2

      "Rajarshi" k r rabindranath ki bojhabo
      Pronam neben

    • @swagatakoley5502
      @swagatakoley5502 Před rokem

      ​@@sajalbose8944 😂

  • @osimakhatun310
    @osimakhatun310 Před rokem +24

    আরিব্বাস "শাহেনশাহ সুজা ওরফে মীর" এর উদাত্ত কন্ঠস্বর উর্দু-ভাষায়, আবার পথিক এর চরিত্র.. excellent 👌 💚 👌💚👌🙏🙏💐✌️

  • @osimakhatun310
    @osimakhatun310 Před rokem +5

    আজ গল্প শুনতে শুনতে ভাবছি,, "গপ্পো মীর এর ঠেক" এ, আরও কত কত কঠিন কথার সহজ বর্ননায় গল্প শোনাবে mirafsarali.. অসাধারণ তোমার চিন্তা ভাবনা মীর .. 👍🙏👍🙏👍💚💚💐💐💐💐💐💐💐

  • @ANightUnderTheBlueSky
    @ANightUnderTheBlueSky Před rokem +2

    রবীন্দ্রনাথ এই উপস্থাপনাটি শুনলে খুশী হতেন নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ মীরদা🙏

  • @sakilahamed5070
    @sakilahamed5070 Před rokem +31

    আপনার একের পর এক প্রচেষ্টা কে কুর্নিশ জানায়। ❤💝 আমাদের গপ্পো মীরের ঠেক সমস্ত বাঙালির হৃদয় জয় করে 1M লক্ষ্য মাত্রায় খুব শীঘ্রই।🥰

    • @osimakhatun310
      @osimakhatun310 Před rokem

      এই যে shakil Ahamed, প্রথম পর্বে আমাকে হিংসে করা বলেছিলে.. এখন দেখ, এখানে ঠিকঠাক comments এর লাইক পড়েনা..!! 😂😂

  • @tanuzaamrin3381
    @tanuzaamrin3381 Před rokem +31

    বিপ্লব দাশগুপ্ত, শুভাশিস মুখোপাধ্যায় যেন জীবন্ত চরিত্র। তাদের দেখা যায়, অনুভব করা যায়।

  • @arunimagayen8311
    @arunimagayen8311 Před rokem +4

    এক অজানা তৃপ্তিতে শরীর মন আচ্ছন্ন হয়ে আছে! এমন পরিবেশনা কে জানাই শত শত কুর্নিশ!আরো সমৃদ্ধ হয়ে উঠুক গল্প মীরের ঠেক। 'জয় হউক'🙏🌸

  • @subhaeditz557
    @subhaeditz557 Před rokem +6

    দাদার ঠেককে আমি subscribe করে রেখেছি , আপনারা করেছেন তো ! না করলে কিন্তু ঠকবেন ! এমন বহুরূপী চারিত্রিক কণ্ঠ আর কোথাও পাবেন না ❤ Love You Mir Da . Lots of love for you from Hooghly ❤

  • @osimakhatun310
    @osimakhatun310 Před rokem +48

    রবীন্দ্রনাথ ঠাকুরের 'রাজর্ষি'র শেষ পর্বটা অসম্ভব রমণীয়.. সব মহান চরিত্রের মানুষগুলোর একসাথে মিলন উৎসব,, গল্পটাকে অনেক সম্মানিত করলো mirafsaralir প্রচেষ্টায়.. hat's up 🙏 🙏 🙏 মীর.. 😘🥰🤗✌️✌️💐💐💐💐💐

  • @mynameisarnab
    @mynameisarnab Před rokem +9

    সকলে এটা চাই সেটা চাই করছে বটে, কিন্তু আসলেই যেটা হলে সবচেয়ে ভালো হবে সেটা মীরদা জানেন। শিল্পীকে তার কাজ করে যেতে দিন। Audiostory এর সর্বকালের সেরা কাজগুলোর সাক্ষী থাকুন।

  • @ayanbanerjee8880
    @ayanbanerjee8880 Před rokem +12

    বড়ই সময়োপযোগি উপস্থাপনা। আন্তরিক ধন্যবাদ!

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 Před rokem +3

    রাজর্ষি শুনলাম! কালজয়ী উপন্যাস কে আপনারা অমর করে দিলেন! এতো নিখুঁত উপস্থাপনা, প্রসংশার ভাষা খুঁজে পাইনা! ❤❤

  • @nandanvlogs4506
    @nandanvlogs4506 Před rokem +16

    Time for শরদিন্দু ঐতিহাসিক উপন্যাস❤

  • @samanthahaque1412
    @samanthahaque1412 Před rokem +31

    I have never in my life felt so much love and affection for any character in a story as much as I have for raja Gobindo Manaiykko. I cried a few times listening to this story. Thanks to mir for choosing this story and for the amazing presentation,(although 'amazing' is an understatement for this particular episode)

    • @godex007
      @godex007 Před rokem

      You should try the story
      " The count of monte chiristo "
      I guaranted you , you are going to love it! ❤

  • @sushavansantra3648
    @sushavansantra3648 Před rokem +44

    জীবনে যত অভ্যাস তৈরি করেছি তার মধ্যে একটা হলো "গপ্পো মীররের ঠেক" আর "Sunday suspense" এ সপ্তাহে দুটি অনবদ্য গল্প শোনার অভ্যাস। ❤❤😅😅

    • @sssa9633
      @sssa9633 Před rokem

      গল্প শোনার ইচ্ছেতেই তো সেরা গল্পের অপেক্ষায় থাকি আর সুন্দর গল্প খুঁজে বেড়াই।

    • @sssa9633
      @sssa9633 Před rokem

      Recently "Vale of tales"channel এ একটি গল্প শুনে আমি বিমুগ্ধ। "দ্য প্রিজনার অফ জেন্ডা " গল্পটি খুব সুন্দর আর উপস্থাপনা অন্যবদ্য। 😇

  • @aninditade5040
    @aninditade5040 Před rokem +2

    গল্পটা শুনতে শুনতে কতবার যে কেঁদেছি। মীর দা তো অসাধারণ বটেই কিন্তু পুরো টিমের এতো চমৎকার পরিবেশন যে মনে হচ্ছে সব ঘটনা সামনে প্রত্যক্ষ করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীর এতো উচ্চমানের উপস্থাপনা কয় জন পেরেছে।

  • @anupambanerjee6701
    @anupambanerjee6701 Před 8 měsíci +2

    শুধুই ধন্যবাদ ছাড়া ভাষা যোগানো অসম্ভব।
    জয় হোক।

  • @Diya-ht2ue
    @Diya-ht2ue Před rokem +6

    খুব ভালো লাগলো.. মীর দা.. সবাই খুব ভালো পাঠ করেছেন.. আমি ভাবছিলাম আমাদের সেই বঙ্কিমচন্দ্র থেকে জয় গোস্বামী .. বাংলায় কত লেখক .. অজস্র গল্প ও উপন্যাস ..Web series গুলো তে কেনো যে ওগুলো অভিনয় রূপ দেওয়া হয় না... !!!আনন্দমঠ, দূর্গেশ নন্দিনী থেকে শুরু করে বুদ্ধদেব গুহ, শঙ্কর, সুনীল গাঙ্গুলী, সুচিত্রা ভ্টাচার্য, সমরেশ বসুর লেখা যদি ছবি বা Web series করা যেত.. ! বাংলার অসামান্য লেখনী ..one major untapped soft power of my country... If Chinese, korean, Thai dramas can rule the world then why not ours!

    • @SouravKrSaha-nm2xi
      @SouravKrSaha-nm2xi Před rokem +1

      Etai amaro boktobbo, tobe ajker juger akjon young mohila erom vebeche dekhe khub khusi holam.

    • @SouravKrSaha-nm2xi
      @SouravKrSaha-nm2xi Před rokem

      Ajker juger bengali film maker ra vabe j toxic mentality smoking drinking English e gali deoa, bangla content e বাংলার theke besi English bola r West k copy korle film / Web series hit korbe😅
      Tara adeo মানুষ er pochhondo ta Jane na, janteo chay na tai সব kichu bar bar flop kore.

  • @SunJit
    @SunJit Před rokem +32

    রবীন্দ্রনাথের 'রাজর্ষি' উপন্যাসের উপরে আমি একটি নাটক দেখেছিলাম। তখনই আমার এই উপন্যাসটির গল্পটা খুব ভালো লেগেছিল। এখন 'গপ্প মিরের ঠেকে ' এই উপন্যাসটি শুনতে পেয়ে বেশ ভালো লাগছে। শুভাশিষ স্যার এবং অনির্বাণ দা 🔥🔥🔥।Part 1 দারুন হয়েছে👍

    • @reactwithindian4553
      @reactwithindian4553 Před rokem

      I think it's not a galpo. It's a novel. If I m wrong please excuse. 🙏

    • @SunJit
      @SunJit Před rokem +2

      @@reactwithindian4553 হমম আপনি ঠিকই বলেছেন ওটা উপন্যাস হবে ।🙏

    • @reactwithindian4553
      @reactwithindian4553 Před rokem

      @@SunJit thank u sir. 🙏🙏👍👍

  • @FakeNinja09
    @FakeNinja09 Před rokem +1

    Entertainment bolte ami goppo mir er thek e bujhi❤

  • @barkatahmed3147
    @barkatahmed3147 Před rokem +5

    অসাধারণ উপস্থাপনা, মীর সত্যি তুমি অসাধারণ, তুমি অনন্য। তুমি আছো বলেই মনটা হতাশা থেকে মুক্ত হয়। 💥 অনির্বাণকে কে আরও চাই 🤗

  • @arupghosh7461
    @arupghosh7461 Před rokem +8

    অসাধারণ অসাধারণ আরো সুন্দর সুন্দর গল্প চাই ❤️❤️অনেক ভালোবাসা রইলো গপ্পো মির এর ঠেক এর জন্য ❤️❤️❤️❤️❤️❤️

  • @mstchinakhatun2047
    @mstchinakhatun2047 Před rokem +9

    বেতালের গপ্পো চাই।।। Love from Bangladesh.❤

  • @biswajitbhattacharya7672

    Eto bhalo, bhasha hariye jai, sotti ami khub fortunate ami ei moja ta nite parchi,

  • @saswatidey1774
    @saswatidey1774 Před rokem

    গোবিন্দ মানিক্যর জীবন দর্শন আজকের জীবনে প্রায় অদৃশ্য।
    মীর দা তুমি ও তোমার দল অনবদ্য। এগিয়ে যাও.... আমাদের সমৃদ্ধ কর, বাংলা র নাম উজ্জ্বল কর।

  • @1234PCO
    @1234PCO Před rokem +5

    Sobai bhalo kintu Subhasis da aar Mir da very very special...4 ghonta dhore golper badhon dhore rakha shruti natok e not that easy but Mirda kept it perfectly.
    Parishese Amader Priyo Rabi Thakur very very special as always...somapti eer cheye bhalo aar ki hote parto...SELF REALISATION IS THE BEST LEARNING.
    JOY GURU 🙏🏼💐

  • @parvinmallik745
    @parvinmallik745 Před rokem +6

    উফঃ অসাধারণ। এই কালজয়ী উপন্যাস টা পাঠ করার জন্য ধন্যবাদ।
    ঘরে বাইরে ও শেষের উপন্যাস পাঠের অনুরোধ রইল।

  • @sayaksc3590
    @sayaksc3590 Před rokem +2

    Baah Daroon daroon 👌👌❤️ Rabindranath Thakur er Rajarshi Just Jome gachhe..🔥🔥Sob prodhan choritro ra eksathe..👌❤️ Mir da tmar voice suuperb ❤ chaliye jao Captain..keep it up ❤️❤️❤️❤️

  • @fahim1.1
    @fahim1.1 Před rokem +11

    ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের পাগলা ভক্ত সাথে মীর দাদার ও ভক্ত ❤️আমি ফেসবুকে মাত্র একটা মানুষকে ফলো করি মীর দাদা ❤️❤️

  • @ঋতুপর্ণা

    অসাধারন গল্প আর অসাধারন পরিবেশনা, গায়ে কাঁটা দিচ্ছিল ❤

  • @tanudipghosh1781
    @tanudipghosh1781 Před rokem +3

    অসাধারন লাগলো মীরদা এরম আরো চাই অনির্বাণ দা কে আবারও চাই কিন্তু ..... খুব ভালো লাগলো পরের শনিবারের অপেক্ষায় থাকবো নতুন কিছুর জন্য😊

  • @lotifmolla7671
    @lotifmolla7671 Před rokem +1

    অসাধারণ অতুলনীয়,, রবীন্দ্রনাথ ঠাকুর এর এত সুন্দর উপন্যাস, মীর এর কণ্ঠে আরো সুন্দর,, হয়ে উঠেছে

  • @sandip5081
    @sandip5081 Před rokem +11

    খরাজ মুখার্জিকে এই প্রজেক্টে যুক্ত করলে মনে হয় তাঁর প্রতিভার যথাযোগ্য ব্যবহার করা যাবে।

  • @NusratJahan-zq1py
    @NusratJahan-zq1py Před rokem +5

    অসাধারণ ❤️❤️❤️❤️❤️

  • @khurshid162
    @khurshid162 Před rokem +12

    গল্প বলার রাজা তুমি dada🤍🤍💕

  • @sumanasarkaramarvalolaga3003

    গল্পটি যখন পড়েছিলাম তখন এতটা উপলব্ধি হয়নি , যতটা আজ দুটো পর্ব শোনার পর হলো ... অনেক ধন্যবাদ মীর এবং সকল আর্টিস্টদের এমন রোমহর্ষক একটি উপস্থাপনার জন্য ❤

  • @miraseal6941
    @miraseal6941 Před rokem +1

    Khub sundor khub sundor taba satpatha thakla kichu khati halao abar sab fera paoya jay amar khub sundor laglo ai golpa jara avinay korechan tader prosansha atuloniya ar anabadhya ami abar Akbar samay kora sunbo anek anek dhanyabad janai goppo thek❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @gourabdas3496
    @gourabdas3496 Před rokem +9

    Shubhashish is the ideal choice for this character.
    Speechless!!!

  • @renukanandy9801
    @renukanandy9801 Před rokem +6

    অনবদ্য গল্প পাঠ।খুব ভালো লাগল।

  • @sayanhalder8591
    @sayanhalder8591 Před rokem +4

    School e chotobelay pore exam deachi ei golpo ta
    ISC board 2014-15
    Golden Memories
    School life

  • @prosadbakuli5774
    @prosadbakuli5774 Před rokem +6

    অসাধারণ ,, গল্প 🙏🙏🙏,, গল্পের ছলে হলে সত্যি ইতিহাস কিন্তু ,,, কিছু ধর্মের আস্থা মানুষ কিন্তু সত্যিকারের একজন মহান ব্যাক্তি ছিলেন 🙏🙏🙏

  • @ishan......8262
    @ishan......8262 Před rokem +4

    সত্যিই। অসাধারন। ত্যাগেই প্রকৃত ভালোবাসা নির্ণয় হয়। শিক্ষনীয়। থ্যাংক ইউ ❤

  • @Sumit_Mitra
    @Sumit_Mitra Před rokem +13

    আমি প্রার্থনা করি ভগবানের আশীর্বাদে আপনি এগিয়ে যান 🧡 🙏🏻

  • @maidulislam9911
    @maidulislam9911 Před rokem +5

    বেশ ভালো লাগলো। এরকম আরো সৃষ্টিকর্ম চাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে!

  • @arghadeep_das
    @arghadeep_das Před 5 měsíci

    অনেক ধন্যবাদ, ঈশ্বর আপনাদের এমন মহৎ প্রচেষ্টায় নিয়জিত রাখুন , এমন পরিপূর্ণ গল্প কবিগুরু ছাড়া অসম্ভব সর্ব অর্থে পরিপূর্ণ , সত্যি ই তিনি গুরুদেব প্রনাম জানাই ।

  • @itsanu9079
    @itsanu9079 Před rokem +4

    শেষ 10 মিনিটে রবি ঠাকুর কে যেনো মির দা র উপস্থাপনার সাথে জীবন্ত উপভোগ করলাম🙏🏻

  • @mousmitabhattacharya6249

    নিজের রাজ্যের গল্পো শুনে মন ভরে গেলো। Thank you মির দা 🙏

  • @newbangla1235
    @newbangla1235 Před 3 měsíci

    জগৎঈশ্বর এমন অসামান্য সুন্দর অনুভূতি প্রদান করেছেন... কবিগুরুর এই অসামান্য উপস্থাপনা মাধ্যমে... এই ভাবে এগিয়ে যাক গল্প মীর এর সৈন্যদল সবার হৃদয়ের অগাধ ভালোবাসা নিয়ে.....

  • @naruttamdas9667
    @naruttamdas9667 Před rokem +4

    ত্রিপুরা থেকে বলছি, অনবদ্য উপস্থাপনা । হৃদয় ছুঁয়ে গেল।

  • @niladrighosh8645
    @niladrighosh8645 Před rokem +12

    মির দা রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় র আরো অনেক বড়ো বড়ো গল্প ও উপন্যাস চাই। মিরদা কোনো ভুত বা ডিটেক্টিভ এর গল্প চাই না, এই ধরণের শিক্ষা মূলক গল্প চাই। প্লিজ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @avijitacharya2956
    @avijitacharya2956 Před rokem +5

    অনির্বাণ দার কণ্ঠে কোনো হিস্টরিকাল চরিত্র পাঠ করার অনুরোধ রইল ❤🙏🏻
    গপ্পো মিরের ঠেকে One of the best listening golpo "রাজর্ষি" । কোথাও যেনো পুরনো Sunday Suspense er আঁচ পাচ্ছিলাম। হ্যাঁ জানি গো এটা
    গপ্পো Mir এর ঠেক 😊❤

  • @aarushirajbanshi7449
    @aarushirajbanshi7449 Před rokem +7

    অনবদ্য... প্রতি সপ্তাহে নতুন চমক, এই সপ্তাহের ( অয়ন্তিকা ) চমক পেয়ে মন টা আপ্লুত উদ্ভাসিত হয়ে গেলো 🥰🥰🥰

  • @travel4lifemystery
    @travel4lifemystery Před rokem

    অসম্ভব সুন্দর। যেন চোখের সামনে চলচ্চিত্র দেখছি। এতটাই মোহিত হয়ে গেছিলাম যে শেষ হয়ে যাওয়ার পরও ঘোর কাটেনি। ধন্যবাদ মীর দা। ধন্যবাদ গপ্পো মিরের ঠেকের সকল সদস্যদের।

  • @tothepointbiology9920
    @tothepointbiology9920 Před rokem +4

    This is the no 1 story channel in our universe...........

  • @kobitara3520
    @kobitara3520 Před 11 měsíci +3

    শুভাশীষ স্যারের অভিনয় 😮😮

  • @papiabanerjee9396
    @papiabanerjee9396 Před 9 měsíci +1

    অসাধারণ যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তেমনি পাঠ 🙏🙏🙏

  • @_SaptakDatta__Sci
    @_SaptakDatta__Sci Před rokem +1

    শেষের কথাগুলো মনকে নাড়া দিয়ে গেল, অসাধারণ অসাধারণ-----সমস্ত চরিত্র প্রাণবন্ত ❤👌👏👏

  • @Sayak_Mondal
    @Sayak_Mondal Před rokem +3

    শেষের দশ মিনিট কেমন যেনো "তুঙ্গভদ্রার র তীরে" র মত feel হলো 😌😌❤️

  • @brockorton5965
    @brockorton5965 Před rokem +5

    Wow fantastic Sunday suspense, mind blowing ❤❤🎉🎉😊😊

  • @rahulchowray4574
    @rahulchowray4574 Před 7 měsíci +1

    অনবদ্য রবীন্দ্রনাথ ঠাকুর। আর ধন্যবাদ সবাইকে এত সুন্দর ভাবে উপন্যাসটিকে আমাদের সামনে তুলে ধরার জন্য।

  • @dolchutdbvlogs6005
    @dolchutdbvlogs6005 Před rokem +1

    সবকিছু ভুলেই দেওয়ার মতো,
    কখনো নিজেকে রাজা, কখনো পুরোহিত কখনো মনে হলো আমি দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছি।
    Thank you মির দা

  • @osimakhatun310
    @osimakhatun310 Před rokem +18

    গল্প শোনানোর ফরমাশ করা আমি পছন্দ করিনা, তবু আজ একটা গল্পের অনুরোধ রাখছি mirafsarali.. "শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর 'দেবদাস'..🤗 যদি সম্ভব হয় তো.....!! 😊🌻

  • @khurshid162
    @khurshid162 Před rokem +4

    এভাবে চালিয়ে যান সারাজীবন সাথে আছি সাথে ,থাকবো সারা জীবন এমন ভালবাসা রইল সারা জীবনের জন্য।দাদা ❤❤❤

  • @anileshpramanik1728
    @anileshpramanik1728 Před 11 měsíci +1

    অসাধারণ উপস্তপনা ❤❤
    গল্প টা শুনতে শুনতে মনে হচ্ছিল যেনো সব কিছু চোখের সামনেই ঘটছিল।

  • @somadas9177
    @somadas9177 Před 6 měsíci

    জয় রবি ঠাকুরের জয়.... সাথে এই সমস্ত কন্ঠ ধারীদের নমস্কার.... অনবদ্য

  • @soumennaskar3554
    @soumennaskar3554 Před rokem +4

    অসাধারণ বললেও কম বলা হয়...

  • @sonali8904
    @sonali8904 Před rokem +3

    গোবিন্দমানিককের মতো রাজা আর হয় না অসাধারণ

  • @santonukundu6068
    @santonukundu6068 Před měsícem

    এ এক অসাধারণ উপস্থাপনা, গল্প শুনতে শুনতে সময়ের অন্তরালে হারিয়ে গিয়েছিলাম, সর্বপ্রথমে প্রণাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, এমন এক অসাধারণ সৃষ্টি তৈরি করার জন্য, এরপরে প্রণাম গপ্প্য মীরের ঠেক এর কলা কুশলী বৃন্দকে

  • @sanjibchattopadhyay3936
    @sanjibchattopadhyay3936 Před rokem +1

    রবীনদ্রিক ভাষা যাদের কাছে সামান্য দুর্বোধ্য, তাদের তো বটেই, বাকি সবার কাছে এ যেনো একমুঠো ' আনন্দ ' ।