৫ মাসে হাফেজ ৮ বছরের মুকতাদির। ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসার বিস্ময়কর হাফেজ শিশু।

Sdílet
Vložit
  • čas přidán 7. 10. 2023
  • ৫ মাসে হাফেজ ৮ বছরের মুকতাদির। ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসার বিস্ময়কর হাফেজ শিশু।হতে চায় মিজানুর রহমান আজহারীর মত বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার।
    ৪ বছর বয়সে প্লে গ্রুপে মুকতাদিরের হাতেখড়ি হয় আইডিয়াল ক্যাডেট মাদরাসায়। হিফজের পাশাপাশি এখন সে স্কুলের ৩য় শ্রেণীতে পড়ে। তার বাবা একজন পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।
    উস্তাজুল হুফফাজ ক্বারী আব্দুল হক সাহেব এর মাধ্যমে আম পারা সবক, আল কোরআন শরীফ এর সবক ও পাগড়ি প্রদান
    • উস্তাজুল হুফফাজ ক্বারী...
    Dhaka Ideal Cadet Madrasha @ ADMISSION GOING ON ভর্তি চলছে
    • Dhaka Ideal Cadet Madr...
    বালক শাখা ##
    রোড-২২, বাড়ি-৩৩, রূপনগর আবাসিক এলাকা, মিরপুর, ঢাকা
    বালিকা শাখা ##
    রোড-২২, বাড়ি-৩৭, রূপনগর আবাসিক এলাকা, মিরপুর, ঢাকা
    ফোন: 02-4803 8536, মোবাইল: 01738-177117
    ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসা এর বিশেষত্ব
    বালক/বালিকা উভয় ক্যাম্পাস সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।
    আমাদের শিক্ষামান উন্নয়ন ও সকল শিক্ষার্থীদের নিরাপত্তার বিশেষ স্বার্থে সিসি ক্যামেরা দ্বারা পুরো প্রতিষ্ঠান সার্বক্ষনিক মনিটরিং করা হয়।
    মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রীধারী বিষয় ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান।
    দেশবরেণ্য আলেমে দ্বীন ও শিক্ষাবীদদের সার্বিক তত্ত্বাবধান।
    আমাদের সমমানের শীর্ষ ক্যাডেট মাদরাসাসমূহের তুলনায় খরচ অনেক কম।
    নিরিবিলি মনোরম পরিবেশ ও উন্নত আবাসিক ব্যবস্থা্
    সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা।
    প্রতিটি ছাত্র থেকে দৈনন্দিনপাঠ আদায়ের ব্যবস্থা।
    দৈনিক কার্যাবলী রুটিন অনুযায়ী সম্পাদন।
    ইসলামী বাস্তব জ্ঞানদান ও তার লালনে সার্বক্ষনিক গাইড।
    সুযোগ্য , কর্মঠ ও শিক্ষানুরাগী একঝাঁক তরুণ শিক্ষক দ্বারা পরিচালিত।
    মেধাবী ও গরীব ছাত্রদের ক্ষেত্রে আরো বিশেষ ছাড়।
    ফ্রিজ, ফিল্টার সমৃদ্ধ উন্নত ডাইনিং ।
    থিউরি ও প্রাক্টিক্যাল জ্ঞানের সমন্বয় সাধন।
    সরকারী বোর্ড পরীক্ষা বাধ্যতামূলক ও ভাল রেজাল্টের জন্য বিশেষ তত্ত্বাবধান।
    ব্যস্ত ও প্রবাসী অভিভাবকদের সন্তানদের দায়িত্ব গ্রহন।
    ছাত্রদের পড়ালেখা, আকিদা-বিশ্বাস ও আমল-আখলাক পরিশুদ্ধ রাখার জন্য আবাসিক শিক্ষক দ্বারা সার্বক্ষণিক তত্বাবধান।
    ছাত্রদের মেধা অনুযায়ী যে কোনো বিষয়ে উচ্চতর শিক্ষা অর্জনের পথ সুগম করা।
    প্রতিটি ক্লাশেই রয়েছে সিলেবাস ভিত্তিক কম্পিউটার শিক্ষা।
    ছাত্রদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা।
    ক্যাডেট সিস্টেমে পরিচালিত।
    ছাত্রদের অগ্রগতি মূল্যায়নে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমন্বয়ে কাউন্সিলিং করা হয়।
    ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা।
    @@ শ্রেণী বিভাগ
    মাদরাসা বিভাগ: প্লে গ্রুপ থেকে এস.এস.সি (দাখিল) পর্যন্ত + কাফিয়া কুদুরী।
    নূরানী+স্কুল, নাজেরায়ে কুরআন+স্কুল, হিফজুল কুরআন+স্কুল, স্বতন্ত্র হিফজুল কুরআন

Komentáře •