কর অঞ্চল-২৫, ঢাকা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান, পরীক্ষার তারিখ ৫ জুলাই ২০২৪

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • কর অঞ্চল-২৫, ঢাকা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান, পরীক্ষার তারিখ ৫ জুলাই ২০২৪
    Question PDF Link: drive.google.com/file/d/1LlfF...
    সকল চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য: WhatsApp: 01735778503
    আমাদের Facebook Page: profile.php?...
    আমাদের Facebook Group : / 822928402412283
    আমাদের Facebook Page: profile.php?...
    ১। এক কথার প্রকাশ করুন:
    ক) সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ = সর্ববিদিত
    খ) স্মরণের যোগ্য = স্মরণার্হ
    গ) প্রিয় কাজ করার ইচ্ছা = প্রিয়চিকীর্ষা
    ২। সন্ধি বিচ্ছেদ করুনঃ
    ক) স্বৈর = স্ব + ঈর
    খ) অন্তর্লীন = অন্তঃ + লীন
    গ) মাত্রন্ডপদেশ =
    ৩। অর্থসহ বাক্য গঠন করুনঃ
    ক) ওজন বুঝে চলা = আত্মসম্মান রক্ষা করা
    খ) সপ্তমে চড়া = প্রচন্ড উত্তেজনা
    গ) কলমের এক খোঁচা= লিখিত আদেশ
    ৪। ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন:
    ক) গোঁফগেজুরে = গোঁফে খেজুর যার- বহুব্রীহি সমাস
    খ) শশব্যস্ত = শশকের ন্যায় ব্যস্ত - উপমান কর্মধারয়
    গ) মামাবাড়ি = মামার বাড়ি -৬ষ্ঠী তৎপুরুর
    ৫। বিভক্তিসহ কারক নির্ণয় করুন:
    ক) সে আমাকে সবকিছু বলেছিল। = কর্মে ২য়া
    খ) সারারাত বৃষ্টি ছিল। = অধিকরণে শূন্য
    গ) শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। = করণে ৭মী
    ৬। অনুচ্ছেদ লিখুন। 'আন্তর্জাতিক মাতৃভাষা '
    ৭। Fill in the gaps with appropriate words :
    a) He is......... S.D.O
    Ans: an
    b) He presided........ the meeting.
    Ans: over
    c) He comes........ a noble family.
    Ans: of
    d) Don't try to get....... a running train.
    Ans: on
    e) I differ with you ........ this point.
    Ans: on
    ৮। Make sentences with following Phrases and Idioms:
    In a fix = মুশকিলে পতিত = He is in a fix and does not know what to do
    Out and out = হাড়ে হাড়ে = He is out and out a gentleman.
    Bad blood = শত্রুতা = There is no bad blood between the two brothers.
    To and fro = এদিক ওদিক = He is moving to and fro.
    Smile on = অনুগ্রহ করা = Fortune smiles upon the brave.
    ৯। Translate into English :
    ক) সে গোল্লায় গেছে।
    উত্তর: He has gone to the dogs.
    খ) চলো কলমটি খুঁজে বের করি।
    উত্তর: Let find out the pen.
    গ) পাপের ধন প্রায়শ্চিত্তে যায়।
    উত্তর: Ill got, ill spent.
    ঘ) ১০টা বাজতে পনের মিনিট বাকি।
    উত্তর: It is now fifteen minutes to ten.
    ঙ) আমার যদি পাখির মত ডানা থাকতো।
    উত্তর: Had I the wings of a bird!
    ১০. I Writ a paragraph on "Cause and effect of recent flood in Sylhet Division"
    ১১। উৎপাদকে বিশ্লেষণ করুন: 〖10x〗^3-〖9x〗^2-144x-81
    সমাধান: মনে করি f(x) = 〖10x〗^3-〖9x〗^2-144x-81
    f(-3)= 〖10(-3)〗^3-〖9(-3)〗^2-144(-3)-81
    = -270-81+432-81
    = 432-432
    = 0
    x+3 একটি উৎপাদক
    = 〖10x〗^3-〖9x〗^2-144x-81
    = 〖10x〗^3+30x^2-39x^2-117x-27x-81
    = 〖10x〗^2 (x+3)-39x(x+3)-27(x+3)
    = (x+3)(〖10x〗^2-39x-27)
    = (x+3)(〖10x〗^2-45x+6x-27)
    = (x+3){5x(2x-9)+3(2x-9)}
    = (x+3)(5x+3)(2x-9)
    উত্তর: (x+3)(5x+3)(2x-9)
    ১২। দুই অংকবিশিষ্ট কোনো সংখ্যার অংকদ্বয়ের সমষ্টির সাথে ১৭ যোগ করলে যোগফল দশক স্থানীয় অংকটির চারগুণ হয়। কিন্তু সংখ্যাটি থেকে ৯ বাদ দিলে অংকদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি নির্ণয় করুন।
    সমাধান: মনে করি, একক স্থানীয় অঙ্ক y এবং দশক স্থানীয় অঙ্ক x
    সংখ্যাটি = 10x+y
    প্রথম শর্তে, x+y+17=4x
    বা, y=3x-17----(i)
    আবার, 10x+y-9=10y+x
    বা, 9x-9y=9
    বা, x-y=1
    বা, x-3x+17=1
    বা, -2x=-16
    বা, x=8
    এখন, এর মান সমীকরণ (i)এ বসালে পাই
    y=3x-17
    বা, y=3×8-17
    বা, y=7
    সংখ্যাটি = 10×8+7
    = 87
    উত্তর: 87
    ১৩. কোনো আসলের ৪ বছরে মুনাফা আসলে ৬৬০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
    সমাধান: মনে করি, আসল 8x টাকা এবং সুদ 3x টাকা
    প্রশ্নমতে, 8x+3x=6600
    বা, 11x=6600
    বা, x=600
    আসল = 600×8=4800 টাকা
    4 বছরের মুনাফা = 600×3=1800 টাকা
    এক বছরের মুনাফা = 1800/4=450 টাকা
    মুনাফার হার = 450/4800×100 টাকা
    = 9.375%
    উত্তর: আসল 4800 টাকা, এবং মুনাফার হার 9.375%
    সাধারণ জ্ঞান-১৫
    ১৪. এক কথায় উত্তর লিখুন।
    ক) ভাষা শহিদ 'আবদুল জব্বার' নামে নামকরণকৃত 'জব্বারনগর' গ্রামটি কোন জেলায় অবস্থিত?
    উত্তর: গফরগাঁও, ময়মনসিংহ
    খ) হালদা নদী কী কারণে বিখ্যাত?
    উত্তর: প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র
    গ) বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
    উত্তর: মহেশখালী
    ঘ) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয় কবে?
    উত্তর: ১১ মে ২০১৮ (বাংলাদেশ সময় ১২ মে)
    ঙ) ECNEC এর চেয়ারপার্সন কে?
    উত্তর: প্রধানমন্ত্রী
    চ) মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম কী ছিল?
    উত্তর: ক্র্যাক প্লাটুন
    ছ) ‘http’ এর পূর্ণরূপ কী?
    উত্তর: Hypertext Transfer Protocol
    জ) 'পদ্মা' কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের জাত?
    উত্তর: তরমুজ
    ঝ) ‘শাত-ইল-আরব' অঞ্চলটির বিরোধের সঙ্গে কোন ২টি দেশ সম্পৃক্ত?
    উত্তর: ইরাক-ইরান
    ঞ) বাংলাদেশের জাতীয় পতাকে প্রথম উত্তোলিত হয় কোন তারিখে?
    উত্তর: ২ মার্চ ১৯৭১
    ট) CARE এর পূর্ণরূপ লিখুন।
    উত্তর: Cooperative for Assistance and Relief Everywhere
    ঠ) 'ভাওয়াইয়া কোন অঞ্চলের গান?
    উত্তর: রংপুর
    ড) বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
    উত্তর: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
    ঢ) মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
    উত্তর: ক্যাপ্টেন এম মনসুর আলী
    ণ) 'পাঙন' উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?
    উত্তর: মৌলভিবাজার ও সিলেট

Komentáře • 22

  • @user-dv6xs5ld9s
    @user-dv6xs5ld9s Před 26 dny

    কর এর পরিক্ষার সাজেশন নিয়ে ভিডিও দিলে উপকৃত হতাম, স্যার।

  • @JahidulIslam-nu9qp
    @JahidulIslam-nu9qp Před měsícem

    Thanks Sir

  • @studyhome2273
    @studyhome2273 Před měsícem

    Thanks

  • @meghbalok4377
    @meghbalok4377 Před měsícem +2

    প্রধান সহকারী পদের সমাধান দিয়েন

  • @user-uj2le6cm2v
    @user-uj2le6cm2v Před měsícem

    ❤❤❤❤❤❤🎉অসংখ্য ধন্যবাদ স্যার

  • @mozahidulislam7110
    @mozahidulislam7110 Před měsícem

    Tnx vai,,,,pdf daowarjonno

  • @Ummewasifa
    @Ummewasifa Před měsícem

    সার্টমুদ্রাক্ষরিকের প্রশ্নে সমাধানটা দেবেন।।।plz

  • @sakibhasan3716
    @sakibhasan3716 Před měsícem

    ম্যাথ গুলো অনেক কঠিন ছিল

  • @anowarehossain9656
    @anowarehossain9656 Před měsícem

    অফিস সহায়ক টা দিয়েন

  • @RajbariHomeDecor
    @RajbariHomeDecor Před měsícem

    প্রধান সহকারী পদের প্রশ্ন সমাধান দিন দয়াকরে স্যার।

  • @shawravahmed1847
    @shawravahmed1847 Před měsícem +1

    প্রধান সহকারীর question অনেক কঠিন ছিল।

    • @RajbariHomeDecor
      @RajbariHomeDecor Před měsícem

      আপনি পরীক্ষা দিয়েছেন?

  • @JannatJannat-u5i
    @JannatJannat-u5i Před měsícem

    Seat plan kivabe dekhe ?keu janle bolben plz.

  • @mdjoy7190
    @mdjoy7190 Před 29 dny

    Onker phn sms ase ni,,
    Exm dite pare ni

  • @user-pk5bk6wg8x
    @user-pk5bk6wg8x Před měsícem

    স্যার বিআরটিসি উচ্চমান সহকারীর
    সমাধান দিন

  • @tanjilaislam1069
    @tanjilaislam1069 Před měsícem

    অফিস সহকারি সমাধান দেন

  • @asiqurrahman3104
    @asiqurrahman3104 Před měsícem

    আপনার প্রকাশিত বইগুলো কোথায় পাওয়া যায় স্যার

  • @kayoumhossain2827
    @kayoumhossain2827 Před měsícem

    Sir tax zone 21 computer typist solution

  • @user-mv2wl5gd5h
    @user-mv2wl5gd5h Před měsícem

    office sohaok ta dn

  • @bdeducation2427
    @bdeducation2427 Před 26 dny

    -9(-3)^ = -81 হ‌লো কে‌নো এখা‌নে +81 হ‌বেনা???

  • @user-dv6xs5ld9s
    @user-dv6xs5ld9s Před 26 dny

    কর এর পরিক্ষার সাজেশন নিয়ে ভিডিও দিলে উপকৃত হতাম, স্যার।