কর অঞ্চল ১৮, ঢাকা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান, পরীক্ষার তারিখ ২৯ জুন ২০২৪

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • কর অঞ্চল ১৮, ঢাকা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান, পরীক্ষার তারিখ ২৯ জুন ২০২৪
    সকল চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য: WhatsApp: 01735778503
    আমাদের Facebook Page: www.facebook.c...
    আমাদের Facebook Group : / 822928402412283
    আমাদের Facebook Page: www.facebook.c...
    কর অঞ্চল-১৮, ঢাকা
    নিয়োগ পরীক্ষা-২০২৪
    পদ: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    সময়- ১ঘন্টা ৩০ মিনিট, পরীক্ষার তারিখ: ২৯ জুন ২০২৪, পূর্ণমানঃ ৭০
    বাংলা-২০
    ১। প্রতিশব্দ লিখুন (২টি করে) মেঘ, খবর, চাঁদ, গভীর, সূর্য
    উত্তর: মেঘের প্রতিশব্দ কাদম্বিনী, জীমূত
    খবরের প্রতিশব্দ সন্দেশ, সমাচার
    চাঁদ এর প্রতিশব্দ সোম, সুধাংশু
    গভীর এর প্রতিশব্দ প্রগাঢ়, অতল
    সূর্য এর প্রতিশব্দ সবিতা, ভানু
    ২. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন: শতাব্দী, গোঁফখেজুরে, ঘরজামাই শশব্যস্ত, বেকার
    শতাব্দী = শত অব্দের সমাহার = দ্বীগু সমাস
    গোঁফখেজুরে = গোঁফে খেজুর যার = ব্যধিকরণ বহুব্রীহি সমাস
    ঘরজামাই = ঘরে আশ্রিত জামাই = মধ্যপদলোপী কর্মধারয় সমাস
    শশব্যস্ত = শশকের ন্যায় ব্যস্ত = উপমান কর্মধারয় সমাস
    বেকার = কর্ম নাই যার = নঞ বহুব্রীহি সমাস
    বেকার = কারের অভাব = অব্যয়ীভাব সমাস
    ৩. শুদ্ধ বানান লিখুন: মরিচিকা, ইতিপূর্বে, পিপিলিকা, মুমুর্ষু, প্রষিতভতৃকা
    ৪. অনুচ্ছেদ লিখুন: “জাতীয় উন্নয়নে আয়করের ভূমিকা”
    কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের উপর ধার্য করকে আয়কর বলা হয়। কোন দেশের জাতীয় উন্নয়নে আয়করের ভূমিকা অপরিসীম। সরকারি আয়ের প্রধান উৎস হলো কর রাজস্ব বাবদ সংগৃহীত অর্থ। মূলত প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর এই দুই ধরনের করের সমন্বয়ে কর রাজস্ব গঠিত এবং এ খাত থেকে সরকারের মোট আয়ের ৬৯ শতাংশের বেশি সংগৃহীত হয়। অবশিষ্ট ৩১ শতাংশ রাজস্ব সংগৃহীত হয় কর-বহির্ভূত বিভিন্ন খাতের রাজস্ব আদায় (ফি, মাসুল প্রভৃতি) থেকে। রাজস্ব সংগ্রহের হার একটি দেশের উন্নয়নের স্তর বা অবস্থান নির্ধারণের অন্যতম স্বীকৃত নির্ণায়ক।
    ৫.Fill in the blanks with appropriate words:
    a. This culture is alien----------our society. [এই সংস্কৃতি আমাদের সমাজের সাথে বেমানান।]
    উত্তর: to
    b. I shall inquire-------------the matter. [আমি বিষয়টি অনুসন্ধান করব।]
    উত্তর: into
    c. He died---------- overeating. [সে অতিভোজনে মারা গিয়েছিল।]
    উত্তর: from
    d. I was impressed---------- his stern sense of duty. [তার কর্তব্যের বিষয়ে কঠোর জ্ঞান বা আগ্রহে আমি মুগ্ধ হয়েছি।]
    উত্তর: with
    e. He does not know how to deal---------a gentleman.
    উত্তর: with
    ৬.Translate into English:
    a. বাংলাদেশ একটি বদ্বীপ।
    উত্তর: Bangladesh is a delta.
    b. ঢাকার আমের চেয়ে রাজশাহীর আম ভালো ।
    উত্তর: The mangoes of Rajshahi are better than those of Dhaka.
    c. আমি তোমাকে মিষ্টি খাওয়াবো।
    উত্তর: I will treat you sweet.
    d. ঝোপ বুঝে কোপ মারো ।
    উত্তর: Strike the iron while it is hot.
    e. বিচারকমণ্ডলী ভিন্ন ভিন্ন মত দিয়েছেন।
    উত্তর: The jury differ in their opinions.
    ৭.Correct the following sentences:
    a. Columbus invented America.
    উত্তর: Colombus discovered America.
    b. I am confident to win.
    উত্তর: I am confident of winning.
    c. They have come yesterday.
    উত্তর: They came yesterday. তারা গতকাল এসেছিল।
    d. He is suffering with fever.
    উত্তর: He is suffering from fever. সে জ্বরে ভুগছে।
    e. I prefer milk than tea.
    উত্তর: I prefer milk to tea. আমি চায়ের থেকে দুধ পছন্দ করি।
    ৮.Make sentences with the following idioms:
    a. Better half (অর্ধাঙ্গী): She is my better half. সে আমার অর্ধাঙ্গী।
    b. Penny wise pound foolish (বজ্র আটুনি ফস্কা গেরো): He acts as penny wise pound foolish. তার কাজগুলো বজ্র আটুনি ফস্কা গেরোর মত।
    c. Blue blood (আভিজাত্য) Hafiza claim that she has blue blood.
    d. Crocodile tears (মায়াকান্না) Never trust the people who shed crocodile tears. যারা মায়াকান্না করে তাদের বিশ্বাস করিও না।
    e. Black and white (লিখিত) Submit your thesis paper in black and white. তোমার গবেষণা পত্র লিখিত ভাবে জমা দাও।
    গণিত-১৫
    ৯। বার্ষিক 4% হার সুদে 550 টাকা এবং বার্ষিক 8% হার সুদে হার সুদে 700 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওপর গড়ে শতকরা বার্ষিক কত সুদ পাওয়া যায়?
    উত্তর: 6.24%
    ১০। ৫টি লিচু যে দরে ক্রয় করা হয় ৪টি লিচু সেই দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
    উত্তর: 25%
    ১১। কোন সংখ্যার এক তৃতীয়াংশের সাথে এক চতুর্থাংশ যোগ করলে যোগফল ৩৫ হবে?
    ক. বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আজকের তারিখ ও সন লিখুন।
    উত্তর: ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
    খ. বাংলাদেশে সাপের বিষের গবেষণাগার কোথায় অবস্থিত?
    উত্তর: চট্টগ্রামে
    গ. ২০২৭ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
    উত্তর: সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া
    ঘ. গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের?
    উত্তর: ডেনমার্ক
    ঙ. বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশী পরিমাণে আছে?
    উত্তর: নাইট্রোজেন
    চ. "ওরা টোকাই কেন" গ্রন্থটির রচয়িতা কে?
    উত্তর: শেখ হাসিনা
    ছ. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিলো?
    উত্তর: সিপাহী
    জ. পীথাগোরাস কোন দেশের অধিবাসী ছিলেন?
    উত্তর: গ্রিস
    ঝ. আয়কর আইন কোন সালে প্রণীত হয়।
    উত্তর: ২০২৩
    ঞ. বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগলিক রেখা অতিক্রম করেছে?
    উত্তর: কর্কটক্রান্তি রেখা
    ট. IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
    উত্তর: ভিয়েনা
    ঠ. SPARSO এর পূর্ণরূপ কি?
    উত্তর: Space Research and Remote Sensing Organization
    ড. কাঁটাতারে প্রজাপতি" কার লেখা?
    উত্তর: সেলিনা হোসেন
    ঢ. বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন?
    উত্তর: জেমস রেনেল
    ণ. ব্রুনেই এর রাজধানীর নাম কি?
    উত্তর: বন্দর সেরি বেগওয়ান

Komentáře • 9

  • @mahmudakhatunmoly887
    @mahmudakhatunmoly887 Před 2 měsíci

    স্যার আপনার ক্লাস খুব মিস করছি। আসলেই আপনার মত কোন শিক্ষক লাইফে আজ পর্যন্ত পাইনি অনেক কিছু শিখতে পেরেছি আপনার কাছ থেকে

  • @md.aminurrahman8402
    @md.aminurrahman8402 Před 2 měsíci +3

    স্যার এখানে এর সমাধানের পিডিএফ ফাইল দিলে ভালো হতো।

  • @mahmodulislam9316
    @mahmodulislam9316 Před 2 měsíci

    ধন্যবাদ স্যার, ভিডিও সহ ডিসক্রিপশন বক্সে প্রশ্ন ও সমাধান দেওয়ার জন্য

  • @user-ld2vu8ue9h
    @user-ld2vu8ue9h Před 2 měsíci +1

    Wellcome sir

  • @AmitDas-pm1su
    @AmitDas-pm1su Před 2 měsíci

    Thanks sir

  • @md.younus1485
    @md.younus1485 Před 2 měsíci

    Thanks

  • @shamimmiah3077
    @shamimmiah3077 Před 2 měsíci

    এইটাতে উচ্চমান সহকারী পরিক্ষার সমাধান দিবেন স্যার

  • @thepsyduck5590
    @thepsyduck5590 Před 2 měsíci

    অপেক্ষায় ছিলাম