Video není dostupné.
Omlouváme se.

সফলতার জন্য কোন স্কিল কিংবা মানসিকতা সবচেয়ে বেশি দরকার? Book Review 🔥 Grit by Angela Duckworth

Sdílet
Vložit
  • čas přidán 16. 08. 2021
  • সফলতার জন্য কোন স্কিল কিংবা মানসিকতা সবচেয়ে বেশি দরকার? Book Review 🔥 Grit by Angela Duckworth
    Grit জিনিসটার একদম সহজ বাংলা হল 'লেগে থাকার মানসিকতা'।
    বইয়ের কিছু চুম্বক অংশঃ
    ১। নিজের অলসতাকে জাস্টিফাই করার সবথেকে সহজ এবং ঠুনকো মেথড হচ্ছে মানুষের অর্জনকে Talent, Luck অথবা ভাগ্য হিসেবে লেবেল করা। 'Mythologizing natural talent lets us off the hook'.
    ২। ট্যালেন্টের চেয়ে Potential VS Implement উপর ফোকাস করলে মানুষ বাস্তব achievement নিয়ে আরও ভালো আইডিয়া পেত।
    ৩। অসাধারণ কাজ অনেকগুলো Behind the Scene প্র্যাক্টিসের সমন্বয়ে আসে। এই Behind the Scene প্র্যাক্টিসগুলো মানুষ দেখতে পারে না জন্য খালি end-result-কে Talent বলতে ব্যাস্ত থাকে।
    ৪। অসাধারণ কাজ অনেক ছোট জিনিস অসাধারণ করার সমন্বয়ে আসে। Practice the details first.
    ৫। ২৫টা লাইফ গোল খাতায় লিখেন, ৫টা দাগান এবং বাকি ২০টা ইগ্নোর করেন
    ৬। Grit চারটা অর্জনযোগ্য জিনিস থেকে আসেঃ Interest, Passion, Practice & Hope
    ৭। নিজের মধ্যে Grit তৈরি করতে comfort zone -এর বাইরে একটি কাজ নিজের পছন্দ অনুযায়ী সিলেক্ট করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যেভাবেই হোক লেগে থাকুন।
    ৮। মানুষজনকে Gritty করতে Result-এর চেয়ে বেশি Effort-কে প্রশংসা করুন
    ৯। প্রথম জীবনে সফল মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে তাদের ব্যর্থতাকে সামলানোর কোন অভিজ্ঞতা থাকে না। Fragile Perfect-রা long-term-এ লেগে থাকতে পারে না। তাই প্রথমদিক অনেক Talented কিংবা অন্যদের থেকে এগিয়ে থাকলেও Emotional Immaturity কিংবা Lack of Grit-এর কারণে তারা পিছিয়ে পরে।
    ১০। Grit কোন 'You Either Have it or Not' ব্যাপার না। 'Industriousness can be learned'
    #grit #book #success
    Hidden Message:
    1. Ei video ta gotokal upload ditam but 10:30 te podcast chilo and upload korte gale podcast e jhamela hobe. so pore schedule kore dilam
    2. Ajke 4ta notun boi paisi. 1 ta shesh korsi. khubi bhalo poetry chilo. Khubi bhalo.
    3. Ajker podcast ta longest podcast chilo so far amader. 2.5 hour!
    4. Ajke onekdin por baire kheye ashlam.
    5. Feeling great ajke. Baire gesi, video up disi, podcast korsi, boi porsi..feeling great TBH
    6. tin diner bondho and shober karone launching pichaileo, book publishing course 18th e ashtese finally in shaa Allah. Can't wait to upload the intro

Komentáře • 252

  • @seeamshahidnoor
    @seeamshahidnoor Před 3 lety +124

    My issue with books like these is that they make it seem like if someone fails they did because they lack certain positive characteristics like grit, resilience etc and not because of other much important factors like socioeconomic privileges, genetic attributes etc, which are mostly luck. The video "Is success hard work or luck" by Veritasium is a fantastic video that goes into what I am talking about.

    • @neloystube3643
      @neloystube3643 Před 3 lety +3

      Thanks for speaking about this bhaiya... I aslo feel that way

    • @seaimfanvideo1263
      @seaimfanvideo1263 Před 3 lety

      Bhai ,

    • @kazirabbi2061
      @kazirabbi2061 Před 3 lety

      ভাই আপনার পুরো ভিডিওটা দেখলাম।।
      ভাই আমার একটা কথা বলার ছিল পুরো ভিডিওটা ‌ যা বললেন লাস্ট 2 মিনিট কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন সংক্ষেপ একটু বলে দিলে ভালো হয় । তাহলে সেটা আমি মন রাখতে খুব ভালো হয়।

    • @kazirabbi2061
      @kazirabbi2061 Před 3 lety

      ভাই আপনার পুরো ভিডিওটা দেখলাম।।
      ভাই আমার একটা কথা বলার ছিল পুরো ভিডিওটা ‌ যা বললেন লাস্ট 2 মিনিট কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন সংক্ষেপ একটু বলে দিলে ভালো হয় । তাহলে সেটা আমি মন রাখতে খুব ভালো হয়।

    • @kazirabbi2061
      @kazirabbi2061 Před 3 lety

      ভাই আপনার পুরো ভিডিওটা দেখলাম।।
      ভাই আমার একটা কথা বলার ছিল পুরো ভিডিওটা ‌ যা বললেন লাস্ট 2 মিনিট কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন সংক্ষেপ একটু বলে দিলে ভালো হয় । তাহলে সেটা আমি মন রাখতে খুব ভালো হয়।

  • @ErinGlein
    @ErinGlein Před 3 lety +53

    গতকালকেই বইটা পড়ে শেষ করলাম। অসাধারণ লেগেছে পড়তে গিয়ে এমন কিছু জানতে পেরে, আশা করি ভবিষ্যতে হয়তো নিজের মধ্যে ভালো কিছু পরিবর্তন আনতে পারবো।

    • @imran8521
      @imran8521 Před 3 lety

      অসাধারণ বর্ণনা। শীঘ্রই বইটি পড়ার আশা রাখি।

    • @youridiot7293
      @youridiot7293 Před 3 lety

      Plz bhaiya bolban boi ta kotha thaka order korsan?💙

    • @tuliafrintara3044
      @tuliafrintara3044 Před 3 lety

      Bhaiya apnr kothagulai onk interesting

  • @KaziRifatAlMuin
    @KaziRifatAlMuin Před 3 lety +7

    ভাইয়া আপনার কথা শুনে নিজেকে দিন দিন বদলাচ্ছি। আমার চিন্তা ভাবনা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। প্রতিটা ভিডিওতেই নতুন অনেক কিছু শিখি। কমেন্ট করা হয় না সবসময়, কিন্তু আসলেই আমার লাইফে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়ে গেছে আপনার ভিডিওগুলা। Grit আমার অনেক কম, এখন থেকে বাড়ানোর চেষ্টা করবো যেমন এই বইটাতে বলা আছে। আর যে রোল মডেলটির কথা বললেন, আপনি আমার জন্য একটা রোল মডেল। আমারও ইচ্ছা একদিন আপনার মতো এক গাদা বই থাকবে আমার, অনেক বিষয়ে জ্ঞান থাকবে, আরও অনেক কিছু করবো। ভালোবাসা নিবেন ভাইয়া। ❤

  • @mihad.18
    @mihad.18 Před 3 lety +26

    *The hard thing rule 31:41 to 32:35
    *Conclusion & Motivation 34:38 to 36:00
    *A must have skill 36:27 to 37:50
    [NOTE:এই কমেন্টটা শুধুমাত্র পরবর্তীতে আমার পছন্দের কিছু পয়েন্ট নিজেকে তাড়াতাড়ি মনে করিয়ে দেয়ার জন্য করা ।তাই এগুলোই মূল কথা ভেবে এই timestamps টা ব্যবহার না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই উপকার পাবেন। ধন্যবাদ।]

  • @selfdevelopment6997
    @selfdevelopment6997 Před 3 lety +4

    আমার বয়স 17
    আপনার ভিডিওর কথা গুলো ভারি হলেও
    শুনতে আমি খুবই আগ্রহী
    Thank you so much vaiya😊

  • @tanzilhossain8973
    @tanzilhossain8973 Před 3 lety +21

    Releasing your video just after the Trinomial Podcast is a great move. :')

  • @nabilahoque1749
    @nabilahoque1749 Před 3 lety +2

    বড় বড় বুক রিভিউ গুলোই বেশি ভালো লাগে। নতুন অনেক কিছু ডিটেইলস এ জানা যায়।
    বেস্ট উইশেস ভাইয়া!

  • @mozahidulislam4357
    @mozahidulislam4357 Před 2 lety +1

    আজকের ভিডিওটা আমার জন্য লাইফ চেঞ্জিং হোক! ইদানিং সব বই রিভিউগুলোই দেখতেছি সময় করে! আপনার বড় বড় রিভিউ গুলো চমৎকার হয়, ৫ মিনিটের ভিডিও তে শিখার কিছুই নাই

  • @bookwormassociation7666
    @bookwormassociation7666 Před 3 lety +5

    আপনার আলোচনার পদ্ধতি অত্যন্ত সুন্দর 👏 আশাকরি আপনি সব সময় বই নিয়ে কথা বলে যাবেন।
    অনেক ভালবাসা ❤️

  • @ayeshabunnysultana1929
    @ayeshabunnysultana1929 Před 3 lety +1

    Amar khub hingsa hoi jara onek beshi book pore...Sob somoi mone hoi aar ektu jodi jante partam. Thanks a lot for this book review.

  • @Foad_Ahmed
    @Foad_Ahmed Před 2 lety +6

    The Grit is so much essential!
    I have watched so many times the writer talked about "Grit" in Ted Talk. I just influenced the way she had spoken.
    Now I have got another inspiration to develop "grit" mindset, and growth mindset.
    Thank you so much Dear Sadman 🧡.

  • @marshalashif2363
    @marshalashif2363 Před 3 lety +1

    আপনার সবগুলো ভিডিওর মধ্যে এটা আমার দেখা সবচেয়ে ভাল ভিডিও। শুরুতেই সফলতা দ্বারা এখানে কী বোঝানো হচ্ছে সেটা পরিষ্কার করে বলে দিয়েছেন। এখান থেকেই ভাল লাগার শুরু যার রেশ ছিল পুরো ভিডিও জুড়ে।

  • @faizurrahmankhandaker4755

    খুবই সুন্দর একটা উদ্যেগ যে, ৫/১০ মিনিটে একটা আস্ত বইয়ের রিভিউ না দিয়ে প্রয়োজন মতো সময় নিয়ে বইটাকে বিশ্লেষণ করা।
    এরকম আরও ভিডিওর অপেক্ষায় থাকছি। 😄

  • @user-wo6ks7mg6w
    @user-wo6ks7mg6w Před rokem

    আজ প্রথম দেখেই উপস্থাপনার অসাধারণ লেগেছে। সবচে ভাল লেগেছে শুরুতেই বলে দেয়া হয়েছে, এই বইটি ইহজাগতিক সাফল্যকে কেন্দ্র করে লেখা হয়েছে।

  • @faiza.chowdhury
    @faiza.chowdhury Před 2 lety +1

    অনেক সুন্দর করে আলোচনা করছে মানুষের চরিত্র গুলো।ধন্যবাদ

  • @samiaislam1143
    @samiaislam1143 Před 3 lety +2

    ভাইয়া আপনি আপনার পড়া বেষ্ট মোটিভেশনাল বুকস গুলো যদি অনুবাদ করতেন তাহলে আমাদের জন্য অনেক helpful হতো।

  • @emonali5109
    @emonali5109 Před 3 lety +1

    পুরো ভিডিও টা দেখলাম ভাই।খুব ভালো লাগলো। must read বই গুলো এভাবেই explain করে যাবেন ভাই। ভিডিও টা খুবই উপকারী ছিল।

  • @mazharulamin6826
    @mazharulamin6826 Před 3 lety +1

    চমৎকার বিশ্লেষণ হয়েছে । দারুণ একটি বই বলা যায়। আর হ্যাঁ, ভিডিও কতটুকু দীর্ঘ হলো সেটা না ভেবে, আপনি যে বার্তাটা দিতে চাচ্ছেন সেটা দিতে পারছেন কিনা সেটাই মুখ্য বিষয়।

  • @rifafairuj3538
    @rifafairuj3538 Před 3 lety +4

    Have founded ur notification after 6days.'Grit' word ta ami amar practical life er shathe literally relate korte parchi...please try to give videos everyday XD

  • @miftaharuladnan6118
    @miftaharuladnan6118 Před 3 lety +1

    Vaai, Apnaar book review taa puraa xoss.. Especially, 38 mins er video taa je selective maanushder jonno banaaisen, etaai sobcheye vallagse... May Allah make us wiser. 🧡

  • @dishajahannusrat
    @dishajahannusrat Před 3 lety

    ভাইয়া আপনার এই লম্বা লম্বা ভিডিও গুলো অনেক enjoy করছি। এবং নিজের লাইফে এপ্লাই করার চেষ্টা করছি। আপনার ভিডিও যদি 3 ঘন্টার ও হয় তাহলেও আমি দেখতে রাজি ভাইয়া ।

  • @md.mijanurrahman6797
    @md.mijanurrahman6797 Před 3 lety +1

    আজকের ভিড়িওটা খুব ভাল হয়েছে। আশাকরি ভবিষ্যতেও এমন বড় ভিড়িও আরও বেশি বানাবেন।

  • @rashedulhasan61
    @rashedulhasan61 Před 3 lety +1

    ভাইয়া আপনার এই টাইপের ভিডিও গুলো দেখতে খুব বেশি ভালো লাগে। বইগুলো কিনার উপায় ও বুঝার উপায় নাই দেখে ভিডিওগুলো দেখি। চালিয়ে যান ভাইয়া ❤️❤️
    পাশে আছি সবসময় 🥰🥰

  • @durjoypramanik7014
    @durjoypramanik7014 Před 3 lety +2

    Thank you, ভাইয়া, আপনার এই ধরনের লম্বা বই রিভিউ এর জন্য অপেক্ষায় থাকি।

  • @drmoon13
    @drmoon13 Před 3 lety +1

    পুরোটা শুনলাম, ভালো লাগল৷ বুক রিভিউ গুলো বড় করবেন, ভালো লাগে

  • @mainulislam3999
    @mainulislam3999 Před 3 lety +4

    When Motivation runs low, #DISCIPLINE has to take over...

  • @job.warriorbd
    @job.warriorbd Před rokem

    Sadik bhai
    Very Helpful for me
    I found a lot of new things in this video
    May allah bless you
    You save my life
    And I found my life goal
    Thanks bhai❤️

  • @syedafarzanayasmin1243
    @syedafarzanayasmin1243 Před 3 lety +1

    অনেক ভালো লাগলো ভিডিও টা। Explanation ওভারঅল সুন্দর ছিলো♥️♥️

  • @loveyourselfbytasnia9511

    Erkom boro video chai full book er.. anek thanks knowledge spread er jnno..boro video audience Ra besi like kre

  • @sajedulislam552
    @sajedulislam552 Před 2 lety

    একটানা পুরো ভিডিও দেখেলাম।
    এরকম ভিডিও ই বেশি ভাল লাগে।

  • @bodhnirbodh4920
    @bodhnirbodh4920 Před 3 lety

    রিভিউ টির জন্য অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগলো । anyway আমি টোটালি অন্য একটা বিষয়ে আপনাকে অনুরোধ করবো . সেটা হচ্ছে আপনি একবার বলেছিলেন যে আপনার কিছু প্যাসিভ ইনকাম আছে যেটা থেকে আপনার আয় হয় . যদি ওই বিষয়ের উপর অন্য কোন platform এ একটা ভিডিও করেন তাহলে অনেক উপকৃত হব . ধন্যবাদ

  • @maksudulhasan27
    @maksudulhasan27 Před 3 lety

    সাদমান ভাই,আসসালামু আলাইকুম। আপনার প্রত্যেকটা ভিডিওতেই খুব সুন্দর কিছু লেসন পাই। যা নিজের ভাবনা চিন্তাগুলিকে উন্নত করতে সাহায্য করে এবং নিজেকে গুছাতে সাহায্য করে। চালিয়ে যান,থামবার কোন অবকাশ নেই। সুস্থতা প্রথম শর্ত এবং সুস্থতাই কামনা করি। ধন্যবাদ ❤️

  • @nomanulislammahir3658
    @nomanulislammahir3658 Před 2 lety +1

    মাশাল্লাহ।।। 💜
    ভাইয়া ডিটেইলসে আরো অনেক বুক রিভিউ চাই।।। ❤️

  • @Monirhossain-or2tx
    @Monirhossain-or2tx Před 11 měsíci

    মাশাআল্লাহ।
    অনেক সুন্দর হয়েছে।
    ধন্যবাদ আপনাকে।
    ভবিষ্যতে বইগুলোর বাংলা অনুবাদ পেতে চাই

  • @pritombhattacharjee8255
    @pritombhattacharjee8255 Před 3 lety +4

    The difference between a great man and an ordinary man lies in the degree of concentration. - Swami Vivekananda
    Just recalled this compatible quote from one of the greatest man ever lived on earth SWAMI VIVEKANANDA after hearing you talking about concentration. Nice interpretation as always.

  • @soikotprodhan3049
    @soikotprodhan3049 Před rokem +1

    অর্থনীতি❣ বিষয়ে আরও বেশি বেশি ভিডিও আপলোড করেন 😍 💗

  • @farhanatasnim6583
    @farhanatasnim6583 Před rokem

    Leaving this comment here for that one day I'll be where I want to be in my life. Allah has given us blessings in your form Sadman bhai. Thanks for the reassurance that I'm on the right path. Pushing every day.

  • @Manna_0
    @Manna_0 Před 3 lety +3

    Thank you so much for your effort.
    Making videos for some good people who watch long time video and focus on one thing.
    Thanks Sadman Sadik Bhaia

  • @nahidhossain2409
    @nahidhossain2409 Před 2 lety +1

    সম্পূর্ণ ভিডিও টা দেখলাম ।খুবই ভালো লাগলো। ধন্যবাদ 🖤💗

  • @mdiftekar5032
    @mdiftekar5032 Před 2 lety

    মনে হয় রিভিউটা আসার জন্যই।
    দোয়া রইল প্রিয়😊

  • @fazlyrabby3294
    @fazlyrabby3294 Před 2 lety

    এই প্রথম আপনার বই রিভিওটা আমার খুবই ভালো লেগেছে

  • @arifahmed7305
    @arifahmed7305 Před 3 lety

    এই ধরনের বইগুলো রিভিউ করলে ভালো হয় । আর বুক রিভিউ বড় হলেই ভালো। ❤️

  • @atiyaabid297
    @atiyaabid297 Před 2 lety +1

    Awesome book review bhaiya. Purotai dekhchi 🤗

  • @বিবিধ
    @বিবিধ Před 3 dny

    God reward you with the best! ♥️

  • @saidurrpulok
    @saidurrpulok Před 3 lety +19

    You should diversify your content and not limit yourself only to book reviews. Yes, your book review videos are really great and you do make some videos other than book reviews. But I feel like you are not using your full potential and I'm sure there are others who feel the same. It would be great if you could find a way to bring more diverse and knowledge-rich content.

  • @faiaz1685
    @faiaz1685 Před 3 lety +1

    Absolutely agree with your reasons not to make shorter videos. Loved the review. Keep ém coming.

  • @imalomgirhussan
    @imalomgirhussan Před 3 lety

    Ei Grit niya 38 mns er video ta deklam vaiya.Grit niya Ekta skill shikar try kortechi, InshAllah amak oitate successful hote hobe. Thanks for the deep video.

  • @akternisha9386
    @akternisha9386 Před 3 lety

    Video ta aktu boro chilo ,but ami skip na korei pura video tai dheakse. And thank you so much for this video . Ami akjon student and ami jhokon exam a aktu kom number pai thokon ami thik atai vabe . Next time aro beshi hard work kore exam a aro number tulbo inshalla . Thanks amr mindset ta k change korar jono . 😄😄😄😄

  • @shaonislam7856
    @shaonislam7856 Před 3 lety

    আসসালামুলাইকুম ভাই।
    আমি দীর্ঘদিন থেকেই আপনাকে ফ্লো করি।
    এখন পর্যন্ত আপনার একটা ভিডিও মিস করি নাই।
    অনেক ধন্যবাদ দীর্ঘ রিভিউ দেয়ার জন্য।
    আশা রাখছি পারসোনাল ডেভেলপমেন্ট এবং নন ফিকশন আরো পাবো।
    আর একটি কথা আমি মূলত আপনার দেয়া রিভিউ থেকেই বই কিনি।
    ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।💜

  • @shihabreza1213
    @shihabreza1213 Před 3 lety +2

    Hard work beats talent.

  • @moumitasaha7005
    @moumitasaha7005 Před 2 lety

    Darun kichu techniques shikhlm ,vaiya. Thank you so much.🤩🤩

  • @wahidatasnimeassa4532
    @wahidatasnimeassa4532 Před 3 lety +2

    Vaiaaaaaaa tomake oneeeekkkkk miss kori vaia🥺 please soptahe ontoto 2-3 ta video upload deo vaia please😞😞 khub miss kori vaia khubbbbb miss kori😢😢😢😢😭.. Please vaia..

  • @user-ph9eb1pd7t
    @user-ph9eb1pd7t Před 3 lety +1

    Some points are really relevant to me especially kids learning systems. Some points are new and happy to know.

  • @MdSheikhLimon
    @MdSheikhLimon Před 3 lety +1

    big video best, karon ai video gula life extra value add korbe 💙

  • @moulisarker5521
    @moulisarker5521 Před 3 lety

    ভাইয়ার ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে বুক রিভিউ এর ভিডিওগুলো । অনেক ধন্যবাদ ভাইয়া 😀 , মোটামুটি আপনার রিভিউ দেওয়া সবগুলো বই ই অনেক সুন্দর আর আমি পড়ার ও চেষ্টা করি 😀😀
    সবসময় ভালো থাকেন ভাইয়া 🌼

  • @aworongoalif
    @aworongoalif Před rokem

    Loved the hidden message part. You're such a guy who always spread positive energy.

  • @rimonroy7674
    @rimonroy7674 Před 2 lety +1

    I always watch your vidieo

  • @mirazhossen9225
    @mirazhossen9225 Před 3 lety +1

    প্রিয় সাদমান ভাই,সব সময় কমেন্ট করা হয়না তবে আপনার প্রতি রয়েছে সম্মান।

  • @anikalatuf8848
    @anikalatuf8848 Před 2 lety

    তুমি বিষয়গুলো সুন্দর করে ব্যাখ্যা করেছো। অনেক ধন্যবাদ ভাইয়া।

  • @alihamja7592
    @alihamja7592 Před 3 lety +3

    I am last year engineering(*name of engineering field i hide because of my friends and senior if thy read this comment*) student in top public universities in bangladesh. My problem is i don't like my engineering field. My dream is computer science but unfortunate i didn't get it. As a result my low cgpa 2.75 last 3/2 semester and lonely 4 years make me worse. During this 1.5 years covid time , self-taught programming as a result now days i become full stack web developer. 6-8 hours every days in front of pc make me fill so good and not boring after all . Now i relize programming actually for me. I didn't join any job or freelancing rather than countanious study because of My biggest problem from my family , they didn't appreciate any job rather than complete this shit engineering degree. My facility said non of u can not join 30k below salary in your engineering field. I know my engineering field is high demand but i didn't like it. Webdeveloper salary so low compare to my engineering field but i like actually fullstack web development . What should i do right now ? Any brother and sisters advice me please. Thanks in advance

  • @azizul-hakim8518
    @azizul-hakim8518 Před rokem

    আপনি আমার দেখা সবচেয়ে আন্ডাররেটেড ইউটিউবার।

  • @tahmidulhossain7787
    @tahmidulhossain7787 Před rokem

    Watched the whole video. Awesome. Need more videos on the same topic bro.

  • @chainakhatun2666
    @chainakhatun2666 Před 3 lety

    Wow.Book review gula erokom boro r details hole onak kisu shikha r jana jai.khub e valo laglo sadman vaiya. ❤️

  • @farihaantora840
    @farihaantora840 Před 3 lety +1

    Just wanted to say thank you so much vaiya.... Couse....this book review was really great and helpful..Keep making this type of book review videos....Hopefully that will be great...😊💝

  • @f.s.t.llikhon2675
    @f.s.t.llikhon2675 Před 3 lety

    bhia ....apnr videos bises kore apnr books review gula r video gulai onek helpful hocchi.....thanks and hatts of your works sadman bhi...............

  • @ayaat6090
    @ayaat6090 Před rokem

    Onek confused chilam, ei video ta dekhe kicho ta nishtit holam

  • @martech6276
    @martech6276 Před 3 lety

    Thanks. keep making long videos. Its helpful

  • @influencedtonu9528
    @influencedtonu9528 Před 3 lety +1

    This podcast series just give me energy to go for the day. Special thanks to Noor bhaiya, we got some new learnings from you.

  • @sarminsultana8806
    @sarminsultana8806 Před 3 lety

    Bhaiya we want self development videos again.... We loved that videos...... please try to post that types of videos again. We want to improve ourselves.

  • @imammehedi516
    @imammehedi516 Před 2 lety

    Puri video tai deklam
    Great from you bhaiya

  • @moheuddinsarkarovi1005
    @moheuddinsarkarovi1005 Před 3 lety +1

    aw great video . I really like what you suggest for us. very helpful THANKS

  • @abrarzami5406
    @abrarzami5406 Před 3 lety

    bhaiya apnar role model der niye ekta video series banaiyen . onek notun manush chinte parbo or notun jinish jante parbo .

  • @imammehedi516
    @imammehedi516 Před 2 lety

    Erokom lengthy but worthy video e besi upukari

  • @sadi-bn9259
    @sadi-bn9259 Před 3 lety

    অনেক ধন্যবাদ ভাইয়া।

  • @tohominaaktartonni7689

    আপনার ভিডিও গুলো অনেক কাজে লাগে 🖤

  • @kazirifat4594
    @kazirifat4594 Před 3 lety

    ভাইয়া এক ঘন্টার রিভিউ দিলেও দেখব।
    আপনি যখন লম্বা ভিডিওর কথাটা বললেন তখনই ভিডিওতে লাইক দিলাম💓

  • @nabilarafiq7567
    @nabilarafiq7567 Před 3 lety

    onek vlo laglo video ta kaj a dibe amr insalla..besi besi boro video banan.. r aj ker panjabita joss chilo... r chok ar niche fule gece

  • @rezaulkarim2041
    @rezaulkarim2041 Před 3 lety

    Very informative and helpful video. Thank you.

  • @physicsonlybaruipur7121

    খুব ভালো লাগলো সাদমান,এই লং ভিডিও format টা চালিয়ে যান,আমরা সঙ্গে আছি,❤️❤️❤️🙏🏼

  • @mdabulhasnatkhan9778
    @mdabulhasnatkhan9778 Před rokem

    vahi, if you continue making similar-length videos, we will be benefited .its true that you may get fewer viewers, but they will be genuine who would like impact their lives. thanks a lot for your tremondus effort.

  • @golamsarwar6498
    @golamsarwar6498 Před 2 lety

    Thank you so much bhai.

  • @goodthings9190
    @goodthings9190 Před 2 lety

    অসংখ্য ধন্যবাদ ভাই 🖤

  • @tanvirislamsaikat7948
    @tanvirislamsaikat7948 Před 3 lety

    Sobsomoy opekkha kori ei book review episode er jnno

  • @taskinrhabib9108
    @taskinrhabib9108 Před 2 lety

    Thanks for information ❤️❤️

  • @nanditoroy4921
    @nanditoroy4921 Před 3 lety

    আমি এই ভিডিওটা সম্পর্ক এবং আপনার সম্পর্কে একটু কথা বলতে চাই ।
    আমি ভিডিওটা দেখার সময় খেয়াল করলাম যে আপনি অনেকবার হাতটা
    নাকে নিচ্ছেন।
    মনে করি এটা করার কারণ হলো কোন ভয় বা বিভ্রান্ত থেকে ।আমরা অনেক সময় ক্লাসে প্রশ্ন করলে যদি সেটার উত্তর দিতে না পারি তাহলে আমরা বিনা কারণে নাকে হাত দিচ্ছি হাত চুলকাচ্ছে পিঠে হাত দিচ্ছি ইত্যাদি
    আমি মনে করি এটা করা উচিত না কারণ এতে প্রতিপক্ষ সহজে বুঝে ফেলতে পারে যে আমি অনেক চিন্তিত হয়ে গেছি অনেক ঘাবরায়ে গেছি
    আমরা অনেক সময় খেয়াল করে দেখব কাউকে কোন কথা বললে প্রতি লাইন শেষে সে প্রতিউত্তরে hm
    Hm hm বলে।আমরা যদি ওরকম ভাবে না বলে যদি মনোযোগ সহকারে কথাটা শুনি তাহলে সেটা আরো ভালো ভাবে বুঝতে পারব।
    আমি মনে করি যে আপনি যদি নাকে হাত না দিয়ে যদি ভিডিও কনটেন্ট টা যদি আরো ভালো করা যায় সেই দিকে যদি চিন্তা করেন তাহলে সেটা ভালো হবে (বলছি না যে আপনি খারাপ ভিডিও বানান)
    দ্বিতীয় কথা
    আপনি ভিডিওতে বলছেন যে আমার নিয়মিত 1 ঘন্টা 2 ঘন্টা বা একটা রুটিন আকারে কাজ করতে
    আপনার কাছে আমার একটা প্রশ্ন এটা কি সব জায়গায় কার্যকর?
    আমি মনে করি যেটা সহজে শেখা যায় সেইটা রুটিন আকারে কাজকর্ম করা ভালো
    আপনি যদি একটা প্রোগ্রামের কথা চিন্তা করে তাহলেন প্রোগ্রামার একই দিনে দুই ঘন্টা করে কি প্রোগ্রামিং শিখতে পারবে ?
    কিন্তু শিখতে গেলে যে বাঘ bug আসবে সমস্যায় পড়বে সেগুলোসেগুলোর সমাধান করতে গেলে তার রুটিন মেনে চলা অসম্ভব হয়ে পড়বে ।
    আমি প্রশ্ন সম্পর্কে আরেকটু কিছু বলতে চাই
    যেমন অনেক শিশুর আছে মোবাইল হাতে দিলে কার্টুন দেখলে,
    তার যদি বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় তারা মনে করে যে বাথরুমে গেলে মা মোবাইল নিয়ে যাবে এবং সে বাথরুমের না যে যেখানে বসে---
    এটা শুধু ছোটদের জন্যেই না
    এক বইতে পড়েছিলাম কোন বিজ্ঞানী বই পড়ছে বারান্দার সামনেহঠাৎ তাঁর স্ত্রী এসে চিল্লাপাল্লা করছে যে তুমি ঘরে কোন কাজ করো না।
    কিছুক্ষণ পরে তার স্ত্রী তার মাথায় পানি ঢেলে দেয়
    এবং তারপর বিজ্ঞানী প্রতি উত্তরে বলে যে অনেকে বিদ্যুৎ চমকাচ্ছে,
    আন্দাজ করতে পারছিলাম যে বৃষ্টি আসবে।
    এরা এতো অধ্যাবসায় যে এদের মাথায় শুধু এক চিন্তা বিদ্যমান থাকে এদের রুটিন ফলো করা প্রয়োজন হয় না

  • @arifhfahim2416
    @arifhfahim2416 Před 3 lety

    Thank you so much Sandman bhai

  • @assignmenthelper8685
    @assignmenthelper8685 Před 3 lety +1

    Bhaiya go camera ta ektu dure rakhle hoyto bhalo lagbe. Ajker setup ta khubi bhalo, piche books, looking good too but bhaiya... Apnar mukher kache halka camera ta chole ashse... Arektu dure rakhle dekhte aro bhalo lagto.
    Bhaiya just amar opinion share korlam. Pls bhaiya mind koiren na.

  • @abdullahallrayhan3167
    @abdullahallrayhan3167 Před 2 lety

    Very very thanks

  • @sharif.shariutullah
    @sharif.shariutullah Před rokem

    Thank you so much to make this video with million efforts

  • @nafijulalam3255
    @nafijulalam3255 Před 3 lety +4

    I have a question, Why do you always review Personal Improvement books? Why not novels?? I genuinely wanna know.

  • @archanabiswas1664
    @archanabiswas1664 Před 3 lety +1

    I am really crazy about your video.Whenever I watch your motivational video .I am inspired by you Sadman Vaiaaaa.Thanks a lot for sharing with us such a wonderful video. You are my inspiration 😊🌟❤️

  • @samiul_mridul
    @samiul_mridul Před 3 lety

    bro news er video ta shera chilo. ajker tao joss. thanks man!

  • @paoai979
    @paoai979 Před 2 lety

    Thank you sir 😊

  • @sarminaney1952
    @sarminaney1952 Před 3 lety

    Details video e valo..

  • @AhsanHamid10
    @AhsanHamid10 Před 3 lety

    অসাধারণ হয়েছে ভাইয়া! এমনই বড় বড় বুক রিভিউ চাই!

  • @akterraju5770
    @akterraju5770 Před 3 lety

    খুব ভালো কাজ

  • @mdnurealam4575
    @mdnurealam4575 Před 3 lety

    Very amazing video.. Thanks for sharing bahi

  • @ronitray9511
    @ronitray9511 Před 3 lety

    Really thankful vaiya 🥰🥰🥰

  • @noobhm5367
    @noobhm5367 Před 3 lety +2

    আমি আপনাকে বই সাদিক নামে ডাকি😁

  • @shourovys1165
    @shourovys1165 Před 3 lety

    Really awesome video. Bundle of knowledge