কীটনাশক ছাড়াই মরবে ছাদ বাগানের সব পোকা; দূরে পালাবে হনুমান, ইঁদুর, সাপ, পিঁপড়ে,কাঠবেড়ালি by 8Tips

Sdílet
Vložit

Komentáře • 58

  • @user-wc5sy5of1q
    @user-wc5sy5of1q Před 2 měsíci +1

    রাজু বাবু আপনার ছাদ বাগানের পোকা, সাদা মাছি ও অন্যান্য ইনসেক্ট তাড়ানোর যে আটটি টিপস দেখালেন সত্যি অনবদ্ধ। আমার প্রশ্ন আমাদের ছাদ বাগানকে কীট মুক্ত রাখতে সবকটি টিপস ব্যবহার করতে হবে? না কি কয়েকটা টিপস ব্যবহার করলেও চলবে। যদি এ ব্যাপারে কিছু আলোকপাত করেন তো উপকার হয়। ভালো থাকবেন, নমস্কার।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 2 měsíci +2

      নমষ্কার নেবেন।
      প্রতিটি টিপস্ আমি ব্যবহার করে দারুন ফল পেয়েছি। ভীষনই কম খরচে আপনিও try করুন।
      তবে
      Tips No 2
      Tips No 4 অনুযায়ী অবশ্যই জিনিস গুলো কিনে নেবেন।
      দারুন কার্যকরী জিনিস এই দুটো।
      আর
      ছাদ বাগানে ইঁদুর হলে টিপস্ নম্বর ৮ টা দূর্দান্ত।
      এবং

    • @user-wc5sy5of1q
      @user-wc5sy5of1q Před 2 měsíci

      কমেন্টের উত্তর পাওয়ায় খুশী হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবেই আগামী দিনে এইরকম সুন্দর সুন্দর টিপস দিয়ে ছাদ বাগানিদের সাহায্য করবেন আশা রাখি। নমস্কার।

    • @user-vg6qs3bn5s
      @user-vg6qs3bn5s Před 2 měsíci +1

      ধন্যবাদ।কিন্তু রাতে আলো জ্বালিয়ে রাখলে বাগানে সালোকসংশ্লেষ পদ্ধতির সমস্যা হবে।তাহলে তো এটা জ্বালানো উচিৎ নয়।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 2 měsíci

      এই রে।
      আপনি প্লিজ ভিডিওটা আরেকবার দেখুন।
      এখানে LED bulb ক্যারাম খেলার মত করে ঝোলানো হয়েছে, যাতে আলোটা শুধুমাএ গামলার উপর পড়ে।
      সারা ছাদ বাগান অন্ধকার থাকছে তো।
      কোনো অসুবিধা হবে না।

  • @papiaghosh7046
    @papiaghosh7046 Před měsícem

    খুব ভালো লাগলো। প্রয়োজনীয় পরামর্শ।

  • @user-is2vn4kj7p
    @user-is2vn4kj7p Před měsícem

    Khub bhalo video ❤

  • @skfardin4750
    @skfardin4750 Před 2 měsíci

    Khub valo laglo dhonyobad

  • @chitrachatterjee1601
    @chitrachatterjee1601 Před 2 měsíci +1

    Khub help ful video

  • @rinadas1348
    @rinadas1348 Před 2 měsíci +1

    Valo laglo❤❤❤❤❤

  • @kabitaghosh2070
    @kabitaghosh2070 Před 2 měsíci +1

    খুব ভালো লাগলো ভাই...!! সবগুলো না হলেও তিন চারটে টিপস্ তো সহজেই apply করতে পারবো....অনেক ধন্যবাদ তোমাকে...!! তুমিও খুব ভালো থেকো..!! আমাদের সবার সাধের বাগানগুলো সবুজ গাছগাছালি তে ভরে উঠুক ...সেই আনন্দে আমরাও ভালো থাকি ...!! 👏👏👏👏👏👌👌👌👌👌💚💚💚💚💚👍

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 2 měsíci +1

      একদম কবিতা দি।
      আপনিও ভালো থাকুন।
      অবশ্যই apply করুন টিপস গুলো।
      খুব ভালো হবে। কথা দিলাম।

  • @anirbanbandyopadhyay5734
    @anirbanbandyopadhyay5734 Před 2 měsíci +2

    খুব গুরুত্বপূর্ণ ভিডিও ❤

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 2 měsíci

      আন্তরিক ধন্যবাদ আপনাকে।

  • @sujitdebnath9644
    @sujitdebnath9644 Před 2 měsíci +1

    অসাধারন রাজু ভাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 2 měsíci

      আপনিও খুব ভালো থাকুন।
      শুভ কামনা নিরন্তর।

  • @sushmitachakraborty8062
    @sushmitachakraborty8062 Před 2 měsíci +2

    রাজু ভাই এই ভিডিওটি সব থেকে ভালো আমাদের শিলিগুড়িতে কোটার ভিতরে হিনের গুড়ো পাওয়া যায় তাই এটা কি জলে মিশিয়ে গাছে স্প্রে করবো ভালো থাকবেন আর এই ভাবে নুতন নুতন ভিডিও দিয়ে উপকার করুন তবে খুব ভালো হয় এবার ফ্যাঙ্গিসাইদ নিয়ে এরকম ভিডিও করুন

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 2 měsíci

      না দিদি
      এটার স্প্ৰে করার দরকার নেই।
      চাকা চাকা হিং কিনে কাপড়ে বেঁধে রাখুন। ওর গন্ধেই চলে যাবে পোকা।

  • @iladas4161
    @iladas4161 Před 2 měsíci +1

    খুব প্রয়োজনীয় ভিডিও।
    ধন্যবাদ ভাই।

  • @shyamsundardas5789
    @shyamsundardas5789 Před 2 měsíci +1

    Darun, khub sundor.

  • @letsgo7982
    @letsgo7982 Před 2 měsíci +1

    Excellnt Tips Raju Vai...
    Thanks a lots...

  • @rajkumardatta2176
    @rajkumardatta2176 Před 2 měsíci +2

    দারুন দারুন

  • @habibullah7499
    @habibullah7499 Před 2 měsíci +1

    অনেক অনেক ধন্যবাদ ❤❤❤

  • @annikajain162
    @annikajain162 Před 2 měsíci +1

    Darun sab tips

  • @barnaliroy8384
    @barnaliroy8384 Před 2 měsíci +1

    দারুন সুন্দর ভিডিও টা ভাই, গুঁড়া হিং কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখা যাবে কি।

  • @85_SUMiT
    @85_SUMiT Před 2 měsíci +2

    darun

  • @shantisarkar1092
    @shantisarkar1092 Před 2 měsíci +1

    খুবভাল

  • @abcdeg3460
    @abcdeg3460 Před 2 měsíci +1

    আমার ছাদে প্রচুর পরিমাণে পায়রার উপদ্রব আছে গাছের অনেক ক্ষতি করে কি করে তারাবো বললে খুব উপকার হয় এটি সুদীপ্ত আড্ড

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 2 měsíci

      ১) পায়রার বাসা গুলো বন্ধ করে দিন।
      ২) হিং রাখুন পায়রা বসার জায়গায়।
      ৩) ভিনিগার ও দারুন কার্যকরী। যে ভাবে ভিডিওতে বলেছি।

  • @sutapabhattacharyya8568
    @sutapabhattacharyya8568 Před 2 měsíci +1

    7নম্বর বাদে সবগুলোই চেষ্টা করবো। ফল পেলে অবশ্যই জানাবো।

  • @niladas929
    @niladas929 Před 2 měsíci +1

    ন্যাপথ্যালিন আমি ব্যবহার করি তাতে সত্যিই উপকার পেয়েছি, তবে অন্য গুলি ব্যবহার করা হয়ে উঠিনি

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 2 měsíci +1

      একদম দিদি....
      তবে
      টিপস্ 2

      টিপস্ 4 অবশ্যই ব্যবহার করবেন।

    • @niladas929
      @niladas929 Před 2 měsíci

      @@sadherchhadbagan ধন্যবাদ🙏💕

  • @bisakhapramanik2138
    @bisakhapramanik2138 Před 2 měsíci +1

    আমার গাছে পিঁপড়ে প্রচুর আসে কি করবো?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 2 měsíci

      কর্পূর দিন
      না গেলে
      দেখুন মিলিবাগ আছে কিনা গাছে।
      মিলিবাগ হলে সেটা কন্ট্রোল করতে হবে।
      আর তাহলে পিঁপড়ে চলে যাবে।

    • @bisakhapramanik2138
      @bisakhapramanik2138 Před 2 měsíci

      @@sadherchhadbagan Thankyou dada

    • @bisakhapramanik2138
      @bisakhapramanik2138 Před 2 měsíci +1

      টবের মাটিতে গুরো করে দেবো না কি জলে গুলে দেবো

    • @bisakhapramanik2138
      @bisakhapramanik2138 Před 2 měsíci +1

      ????

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 2 měsíci

      টবের মাটিতে নয়।
      টবের পাশে দিন।

  • @MoulanaJunaidAlirahaman
    @MoulanaJunaidAlirahaman Před měsícem

    Tomar number dao