দু:খের সমীকরণ মেলাতে মেলাতে কেটে যায় আমাদের এক জীবন।

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • স্ক্রিপ্ট : শুভ্র
    কন্ঠ: আরিফ চৌধুরী
    kobitar.sohor_ মানুষ সময়ের সাথে সাথে কিছুটা নদীর মতো যায়। প্রবহমান, ধীর- স্থির, শান্ত। চঞ্চল, উড়নচন্ডী, হাসিখুশি স্বভাবটা কেমন যেন হারিয়ে যায়!
    কিছুটা ছাড় দিয়ে কিছুটা ছেড়ে দিয়ে মানুষ মানিয়ে নিতে শিখে। শিখে নিরবতার ভাষা, গাম্ভীর্যের প্রেম, বুঝে অবহেলার রঙ, অভিমানের গভীরতা, কান্নার সৌন্দর্য, একলা বাঁচার সুখ। আরও কত কি অজানার সাথে পরিচয় হয় তখন। জীবন শিখায়, জীবন চেনায়, জীবন খোঁজ এনে দেয় অতন্দ্র প্রহরীর।
    মগজে ঢুকিয়ে দেয় চিন্তা। বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথে ঘুম নয় মাথা ভর্তি হয়ে যায় চিন্তায়। রাতভর কত চিন্তারা খেলা করে মস্তিষ্কের নিউরনে। নিজের জন্য কিছু করা হয় নি! বাবা- মায়ের এতো এতো প্রত্যাশা এগুলোর কি হবে! পরিবারের জন্য কি করতে পারবো! মাথায় ঋণের বোঝা! সিজিপিএ এর চাপ! ক্যারিয়ারের অনিশ্চয়তা! বিধ্বস্ত বুকে কাউকে না পাওয়ার রোজকার যন্ত্রণাটা তো রয়েই যায় আড়ালে! তবুও নতুন চিন্তা আসে, নতুন ভাবনা আসে, জমা হয় নতুন দুঃখ।
    দুঃখের সমীকরণ মিলাতে মিলাতেই আমাদের এক জীবন কেটে যায়। দূরপাল্লার বাসে জানালায় বাহিরে তাকিয়ে যে সুখী জীবনের স্বপ্ন আমরা দেখি সেই জীবনটা আমরা আসলে কখনো পাই না। তবুও জীবন আমাদেরকে অনেক অপ্রাপ্তির মাঝেও এনে দেয় প্রাপ্তির খোঁজ। তাতেই আমরা হারাই বেঁচে থাকার অপার আনন্দে, সুখের অশ্রুতে। এখানেই বোধহয় মানুষ হওয়ার সবচেয়ে বড় আনন্দ!
  • Krátké a kreslené filmy

Komentáře • 2

  • @jannataraislam5192
    @jannataraislam5192 Před 26 dny +1

    কথা গুলো হৃদয় স্পর্শ করে গেলো ❤❤❤❤❤❤❤

  • @Hedayat925
    @Hedayat925 Před 25 dny +1

    আমি ভাবতাম যে মানুষ বড় হয়ে গেলে এমন চুপ কেনো হয়ে যায়।এমন তো আমি হতে পারবনা কিভাবে সম্ভব এত ভারী মুখ নিয়ে বসে থাকা ।কিন্তু বড় হয়ে বুঝলাম যে কেনো তারা চুপ হয়ে যায়💔