PURI TOUR GUIDE. সব থেকে কম খরচে পুরী ভ্রমণ।। পুরী, কোণার্ক, ভুবনেশ্বর ও চিলিকা লেক।

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Puri District is a coastal District on the eastern part of Odisha, India. This District needs no introduction, being the abode of Mahaprabhu Shri Vishnu, most popularly known as Mahaprabhu Shri Jagannath. This District derives its name from the heritage city of Puri, one of the four pilgrimage centres ( Char Dham) of India. Covering an area of 3479 sq/kms, the District may be divided into two dissimilar natural divisions-the Littoral tract and the Level alluvial tract. It is also located at 19’ 28 N Latitude 26’ 35 N, 84’ 29 E. Longitude 86’ 25 E. Its altitude is at sea level. The population of the District is 16, 98, 730 (as per 2011 Census) and the density of population is 488 people per sq. km. The rural population is 14,33,800 and the urban, 2,64,930. SC population is 3, 25, 133 and ST is 4, 482. The District is quite literate in the sense that its literates number 1, 291,939 as against the illiterates numbering 4, 06, 791. Paddy, Wheat, Mung, Biri, Kulthi and groundnut are some of the major crops grown in the District.
    PURI OTDC SIGHTSEEING CONTACT NUMBER - 9078885552 / 7325862731 / 7437977729
    Average literacy rate of Puri in 2011 were 84.67 compared to 77.96 of 2001. If things are looked out at gender wise, male and female literacy were 90.85 and 78.28 respectively. For 2001 census, same figures stood at 88.08 and 67.57 in Puri District. Total literate in Puri District were 1,291,939 of which Male and Female were 704,857 and 587,082 respectively. In 2001, Puri District had 1,024,523 in its district.
    The number of rivers flowing through the District helps in sustaining the agriculture. Being in close proximity to the Bay of Bengal, this District has tropical climate. The summers are from March to June, monsoons from June to September and winters are from October to February. The minimum temperature of the District is approximately 16. 45 degrees Celsius and the maximum 33. 9 degrees Celsius.
    Handicraft and cottage industries of this District is famous the world over, its original source being the temple craft of Mahaprabhu Shri Jagannath and the World famous Sun Temple at Konark. The rich traditional culture and heritage of the District gives a boost to this industry. The important products of this industry are in applique, stone carving, patta chitra, wood carving, modern patch work, terracotta, bell metal, and sea shell items etc. The District Industries Centre, on its part has imparted training and upgraded the skill of the traditional artisan families and other economically weaker sections of the people, thus improving their per capita income. It has introduced many promotional schemes and also promotes handicraft training schools and coir training centers etc. There are also a number of small scale industries running in this District.
    Another attraction of the district is the world-famous Chilika Lake, rich in biodiversity. This natural lake attracts millions of tourists every year for its habitat of Irawadi dolphins and Migratory (Siberian) birds.
    Sri Jagannath Sanskrit University, Odia University, Samanta Chandra Sekhar Autonomous College, Rastriya Sanskrit Santhan Deemed University-Sadasiv Parishar, Gangadhar Mohapatra Law College , Govt Womens College, Shri Jagannath Medical College & Hospital, Gopabandhu Ayurveda Mahavidyalaya and ITI Puri are some of the leading educational institutions of this District.
    Puri District has given birth to a number of eminent personalities-both past and present. The past personalities included Jayadeva, Gobardhan Acharya, Sridhara Swamy,Chakhi Khuntia (Chandan Hajuri), Buxi Jagabandhu Bidyadhar Mahapatra, Sahid Jayi Rajguru, Raya Ramananda Pattanayak, Kanhai Khuntia, Jayadeva-II, Kavi Chintamani Mishra, Balaram Das, Attibadi Jagannath Das, Bhakta Kavi Salbeg, Dinakrushna Das and Utkalmani Pandit Gopabandhu Das, Padma Bhusan Guru Kelucharan Mohapatra( Odishi Dance), Guru Pankaj Charan Das (Odissi Dance), Guru Singhari Shyam Sundar Kar (Odissi Song), Guru Kashi Nath Pujapanda( Odissi Song).
    Noted present personality who has brought laurels for the District both in India and abroad is Padma Bhusan Sudarsan Sahoo (Stone Sculptor), Padma Shri Sudarsan Pattnaik ( Sand Artist) .

Komentáře • 72

  • @saikathait
    @saikathait Před 22 dny +2

    29:43 অসাধারণ হয়েছে দাদা ।। 😍 খুব ভালোভাবে গবেষণা করা এবং সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে এই ভিডিওটি। এই ভিডিওটা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম ।। ❤❤

  • @tanmoysadhukhan7999
    @tanmoysadhukhan7999 Před 16 dny +1

    নতুন ভাবে ভালো লাগলো দাদা। পুরী alltime favourite

  • @Biplab15
    @Biplab15 Před 15 dny +2

    দাদা তোমার উপস্থাপনা আর speech আমার খুব ভালো লাগলো...খুব ভালো থেকো তুমিও .. সাবস্ক্রাইব করে তোমার সাথে যুক্ত হোলাম....

    • @tripandtourguide
      @tripandtourguide  Před 15 dny

      অনেক অনেক ধন্যবাদ 💚💚💚

  • @PritamHalder2002
    @PritamHalder2002 Před 15 dny +2

    অসাধারণ একটি ভিডিও উপস্থাপনা, খুব ভালো লাগলো ❤
    ভিডিওটি অনেকটাই বড় কিন্তু বোরিং একটুও লাগেনি
    এই ভাবেই আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে থাকুন 🙏

  • @aniruddha1104
    @aniruddha1104 Před 22 dny +2

    খুব সুন্দর ভাবে সংগঠিত !!! 😊

    • @tripandtourguide
      @tripandtourguide  Před 22 dny +1

      ধন্যবাদ ভাই 💚💚💚

    • @aniruddha1104
      @aniruddha1104 Před 22 dny +1

      স্বাগত অভিষেক দা !!! ❤️@@tripandtourguide

  • @abdulazim9022
    @abdulazim9022 Před 22 dny +2

    আমরা ২৪ বছর আগে গিয়েছিলাম।সব মন্দির গুলো ঘুরেছি। নতুন করে তুমি আবার স্মৃতি ফিরিয়ে আনলে।খুব ভালো লাগলো। তোমার চ্যানেল subscribe করা আছে। তোমার সব ব্লগ ই দেখি।তোমার বর্ণনা, বিশ্লেষণ, বাচন ভঙ্গি ভালো লাগে। তোমার প্রতিটা ভিডিও দেখি। বর্ধমান থেকে দেখছি। ভালো থেকো।

  • @sayanpal6299
    @sayanpal6299 Před 15 dny +1

    অসাধারণ ❤️ লাগলো আপনার ব্লক ।
    আমি ও যাচ্ছি আগামী মাসে প্রথমে খুব উপকারী হলো এই ব্লক টি ধন্যবাদ 🥰🥰

  • @ilaroy1170
    @ilaroy1170 Před 20 dny +1

    Puri sabar e khub bhalo lagar jaiga. Jatobar jai ar jato dekhi asa mete na. Khub bhalo laglo anek information dewa tomar puri bhroman. Khub bhalo laglo tomar Chilika ghora .

    • @tripandtourguide
      @tripandtourguide  Před 20 dny

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏💚💚💚💚💚💚

  • @arpitadas3597
    @arpitadas3597 Před 17 dny +1

    খুব সুন্দর লাগলো ভিডিও টি। শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভকামনা রইলো ❤️❤❤।

    • @tripandtourguide
      @tripandtourguide  Před 17 dny

      অনেক ধন্যবাদ 💚💚💚💚💚

    • @tripandtourguide
      @tripandtourguide  Před 17 dny

      আপনাকেও শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা রইল 😊

  • @lekhamondal2619
    @lekhamondal2619 Před 21 dnem +1

    বহুবার যাওয়া তবুও খুব ভালো লাগলো.... সেই ২০১৫ সাইড ট্যুর গুলো করে ছিলাম.... গতবছর তো গোল্ডেন বিচ আর মোহনায় গিয়েছিলাম, বাকি সময়টা দুচোখ ভরে শুধুই সমুদ্র সৈকতের দিকে তাকিয়ে থাকা

    • @tripandtourguide
      @tripandtourguide  Před 21 dnem +1

      সত্যিই... প্রতিবারই অবাক করে দেয় 💚💚💚

    • @lekhamondal2619
      @lekhamondal2619 Před 21 dnem

      @@tripandtourguide একদম

  • @itssouvik8062
    @itssouvik8062 Před 12 dny +2

    দাদা কম খরচে মুর্শিদাবাদ ভ্রমণের video চাই 😊

  • @tech_friend3369
    @tech_friend3369 Před 17 dny +1

    khub sundor.

  • @user-cz5oi1cd4y
    @user-cz5oi1cd4y Před 22 dny +1

    Dada, Pranam💐💐💐🙏🙏🙏🙏🙏🙏Khub Valo Darshan korlam, Darun Enjoy korlam, Jai jai shree Jagannath Swami🪔🪔🪔🪔🪔🌹🌷🥀🌹🌷🥀🙏🙏🙏Jai shree Balram Dau🪔🪔🪔🪔🪔🌹🌷🥀🌹🌷🥀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Jai shree Suvadra Mata🪔🪔🪔🪔🪔🌹🌷🥀🌹🌷🥀🌹🌷🥀🙏🙏🙏🙏🙏Jai Jai shree Nitai Gour Hari bol🌹🌷🥀🌹🌷🥀🌹🌷🥀🌹🌷🥀🙏🙏🙏🙏Jai Jai shree Puri Dham🪔🪔🪔🪔🪔🌹🌷🥀🌹🌷🥀🌹🌷🥀🙏🙏🙏🙏🙏Best Of Lak,💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @surankitabiswas4247
    @surankitabiswas4247 Před 21 dnem +1

    khub bhalo laglo

  • @rabbyahmed6963
    @rabbyahmed6963 Před 16 dny +1

    আমি বাংলাদেশ থেকে আপনার সব ভিডিও দেখি❤️

    • @tripandtourguide
      @tripandtourguide  Před 16 dny

      অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন। 💚💚💚

  • @ambarkumar09
    @ambarkumar09 Před 11 dny +1

    OTDC er site e protiti package e minimum 6 person group lekha ache.. Sekhetere 2-4 jon giye ki book kora jabe? Ektu info dile khubi help hoto.. Video ti sotti osadharon dada❤

    • @tripandtourguide
      @tripandtourguide  Před 11 dny

      না এগুলো হচ্ছে যদি কেউ পার্সোনাল একটা গাড়ি নিতে চায় সেক্ষেত্রে। তখন মিনিমাম 6 থেকে 7 জন দরকার হয়। আর দুজন বা একজন যদি হয় বা চারজনের একটা ফ্যামিলি হয় সেক্ষেত্রে তো বাসে করে যাওয়া হয় তো একটা বড় বাসে 40 জনও যায়। কোন অসুবিধা হবে না আমি তো একাই ঘুরি।

  • @thebongvisitors7554
    @thebongvisitors7554 Před 22 dny +1

    খুব সুন্দর

  • @sancharikushari6544
    @sancharikushari6544 Před 21 dnem +1

    Amrao jabo recently... tar age ei video ta peye khub valo laglo.. puri emon Ekta jayga ja kokhono purono hoyna ba ekgheye lagena...Tai video hok ba sachokhkhe dekha hok, sob somoy e valo lage...

  • @sushmitasahu6560
    @sushmitasahu6560 Před 16 dny +2

    Puri te dosa idli egulo pawa jay dada??

  • @sudiptapal4405
    @sudiptapal4405 Před 20 dny +1

    Joy Jagannath

  • @anirbandhar4775
    @anirbandhar4775 Před 19 dny +1

    আচ্ছা দাদা OTDC থেকে বুক করলে তো BUS দেয়, But তোমাদের বড় গাড়ি দিলো যে? 🤔

    • @tripandtourguide
      @tripandtourguide  Před 19 dny

      ওটা পর্যটকের সংখ্যার উপর নির্ভর করে।

    • @anirbandhar4775
      @anirbandhar4775 Před 19 dny

      @@tripandtourguide Okay

  • @ssrnaturevlogs6367
    @ssrnaturevlogs6367 Před 7 dny +1

    DADA APNI KNO COMPANY CAMERA DIA VLOG KOREN AND KON COMPANY MICROPHONE.. PICTURE QUALITY AND SOUND QUALITY IS VERY GOOD ... DADA IAM WAITING YOUR INFORMATION. JODI APNER KONO SOMOSA NA THEKE.
    AND VERY INFORMATIVE PURI TOUR VIDEO...

    • @tripandtourguide
      @tripandtourguide  Před 5 dny

      GoPro 9
      Digitek mic

    • @ssrnaturevlogs6367
      @ssrnaturevlogs6367 Před 5 dny

      @@tripandtourguide DADA GOPRO 9 E ATO SUNDOR PIC BISWAS HOCCHE NA... CAMERA SETTING JANNO MONA HOCCHE APNER KACHE JETE HBE....

  • @Hrishikesh-so4zu
    @Hrishikesh-so4zu Před 14 dny +2

    দাদা, OTDC কি গিয়ে বুক করা যায়? নাকি Online থেকেই বুক করতে হবে?!? আর কত দিন আগে বুকিং নেয়?!?! যদি বলেন খুব ভালো হয়.......!!!

    • @tripandtourguide
      @tripandtourguide  Před 14 dny +1

      হ্যাঁ ওখানে গিয়ে বুক করা যায়। তবে যখন সিজন থাকে আগে থেকে ফোন করে বুক করে নেওয়াটাই ভালো হবে। ভিডিওতে যোগাযোগ নাম্বার কিন্তু দেওয়া আছে।

    • @Hrishikesh-so4zu
      @Hrishikesh-so4zu Před 14 dny

      @@tripandtourguide অনেক ধন্যবাদ। আমাদের ডিসেম্বর বা জানুয়ারি মাসে যাবার প্ল্যান চলছে।।

    • @sonnathmaji9931
      @sonnathmaji9931 Před 2 dny

      Book odisha app ache

  • @user-vs3ru8hw9u
    @user-vs3ru8hw9u Před 10 dny +1

    December e dolphin dekha jabe ?

  • @BuddhiswarChatterjee
    @BuddhiswarChatterjee Před 3 dny +1

    দাদা নন্দন কাননে কতক্ষন সময় দেবে OTC র বাস।

    • @tripandtourguide
      @tripandtourguide  Před 3 dny

      ওটা তো শেষ তাই অনেক সময় দেবে। 2 ঘন্টা পাবেন।

  • @explorersubhaandsujata
    @explorersubhaandsujata Před 11 dny +1

    DADA SINGLE PERSON GALE HOTEL PAWA JABE TO ????

    • @tripandtourguide
      @tripandtourguide  Před 11 dny

      যাবে যাবে। আগে থেকে জানিয়ে যাবেন। যদি সেই হোটেলে না হয় তাহলে অন্য হোটেলে থাকবেন। অনেক সময় সিঙ্গেল পার্সন একটু অসুবিধা হয়।

  • @SoumitaKalyan
    @SoumitaKalyan Před 11 dny +1

    দাদা boating খরচ কেমন পড়েছিল

    • @tripandtourguide
      @tripandtourguide  Před 11 dny

      সারাদিনে সব মিলিয়ে 630 টাকার মত। খাওয়া খরচ টা বাদে।

  • @laxmandas537
    @laxmandas537 Před 20 dny +1

    দাদা বাংলাদেশ ঢাকা থেকে আসবো কিভাবে আসবো?কোথায় থাকবো বলবেন?কোনো সমস‍্য হবে কিনা?

    • @tripandtourguide
      @tripandtourguide  Před 19 dny

      যেখান থেকে আপনার সুবিধা হয় সেখান থেকে ভারতে চলে আসুন তারপর হাওড়া চলে আসুন। সেখান থেকে বাদবাকিটা ভিডিওতে সবই বলা আছে। হাওড়া স্টেশনের খুব কাছেই সাঁতরাগাছি স্টেশন এবং শালিমার স্টেশন। হাওড়া থেকে রাতের ট্রেন ধরুন ভাল হবে আর যদি এই ট্রেনটা ধরেন তাহলে হাওড়া থেকে লোকাল ট্রেন আছে আর ট্যাক্সিও আছে যারা আপনাকে সাঁতরাগাছি স্টেশন পৌছে দেবে। শালিমার যাওয়ার জন্য ব্যাটারি গাড়ি আছে আর বাস আছে যারা আপনাকে হাওড়া স্টেশন থেকে শালিমার স্টেশনে পৌঁছে দেবে।

  • @sandipbanerjee3331
    @sandipbanerjee3331 Před 19 dny +1

    অনেক দিন পরে

  • @Subhajit_suv0
    @Subhajit_suv0 Před 17 dny +1

    পুজো দিতে হলে কত সময় লাগবে ?
    আর প্রসাদ কিভাবে পাওয়া যায়?

    • @tripandtourguide
      @tripandtourguide  Před 17 dny

      ভোরের দিকে গেলে ঘন্টা দুয়েকের মধ্যে হয়ে যাবে। না হলে অনেক সময় লাগবে। পূজো আপনি ভিতরে কাউন্টার আছে সেখান থেকেও দিতে পারেন অথবা 100 টাকা দিয়ে প্রসাদ কিনে মন্দিরের ভিতরেই পুজো দিতে পারেন। আর দক্ষিণা আপনি আপনার ইচ্ছা মতন দেবেন। ঠিক যেখানে দর্শন হয় সেখানেই পেয়ে যাবেন প্রসাদ যার মূল্য ১০০ টাকা থেকে শুরু।

    • @Subhajit_suv0
      @Subhajit_suv0 Před 17 dny

      @@tripandtourguide ok dada বুঝলাম।
      আর এই স্পেশাল প্রসাদ , পান্ডা এগুলোর ব্যাপার টা কি ?

    • @tripandtourguide
      @tripandtourguide  Před 17 dny +1

      পান্ডা বা ব্রাহ্মণ যারা ওখানে আছে তারা আপনাকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে সমস্ত ইতিহাস বলে পূজো দেওয়ার ব্যবস্থা করে দেবে। এর পরিবর্তে তারা দক্ষিণা নেবে। স্পেশাল পুজোর জন্য ভিতরে কাউন্টার আছে সেখানে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পুজো দিতে পারেন। ঠাকুরকে বিভিন্ন ভোগ দেয়া হয়। সেগুলোরও ব্যবস্থা করতে পারেন।

  • @subrotaadhikary8241
    @subrotaadhikary8241 Před 21 dnem +1

    আমরা যাবো ১৪ ই সেপ্টেম্বর, পাঁচ দিনের জন্য।