Actress Indrani Haldar in the shoot of fashion designer Irani Mitra! BENGAL NEWS GRID

Sdílet
Vložit
  • čas přidán 28. 03. 2022
  • ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্রর শুটে অভিনেত্রী ইন্দ্রানী হালদার।।
    ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্রের উদ্যোগে অভিনেত্রী ইন্দ্রাণীর হালদার সদ্যই সেরে ফেললেন নববর্ষের শ্যুট।ইরানির তৈরি লেহেঙ্গাতে এদিন সেজে উঠেছিলেন ইন্দ্রাণী।শ্যুটটি করা হয়েছে ভিক্টরিয়াতে।হলুদ রঙের ছোয়ায় ইরানির তৈরি একটি জ্যাকেট সদ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।ওই শ্যুটের সময় ইন্দ্রাণীর নজরে এসেছিল এই নতুন লেহেঙ্গাটা।তাই আর বেশি দেরি না করে তারা পারি দিয়েছিলেন ভিক্টরিয়া।লেহেঙ্গা আসলে খুবই পছন্দ হয়েছে নায়িকার।লেহেঙ্গার নিচের কাটিংটা একদম ইউনিক ডিজাইনের।যাতে রয়েছে অনেকগুলো এমব্রয়ডারি করা ফেব্রিক ডিজাইনের পকেট।এছাড়া ও বেনারসি কাপড়ের ব্যবহার হয়েছে উপরের দিকে এবং পিছনের নেটের উপর হাতে কাজ করা।লাহেঙ্গার লেংথ যেহেতু অনেকটা বড়,সেই কারণে ব্যবহার করা হয়েছে ভিক্টরিয়ার সিঁড়ি গুলি।এক কথায় বলা যেতেই পারে ইন্দ্রাণীর পরনে এই লেহেঙ্গা যেন সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলেছে।

Komentáře • 1