মেট্রোরেলের শেষ মাথা | মিরপুর থেকে সরাসরি উত্তরা দিয়াবাড়ি | metro rail | Dhaka | Moving Banglades

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • মেট্রোরেলের শেষ মাথা | মিরপুর থেকে সরাসরি উত্তরা দিয়াবাড়ি | metro rail | Dhaka | Moving Banglades
    #moving_bangladesh
    #মিরপুর ১১ মেট্রো স্টেশনটি "প্যাকেজ সিপি-০৪"-এর অধীনে নির্মিত হয়। স্টেশন ও রেলপথের জন্য উত্তোলিত সেতু নির্মাণের আবেদনের বিজ্ঞপ্তি ২০১৫ সালের ৩০ জুন প্রকাশিত হয় এবং আবেদনের জমার শেষ তারিখ ছিল ৯ সেপ্টেম্বর ২০১৫। "প্যাকেজ সিপি-০৪"-এর কাজের চুক্তি পায় ইতালীয়-থাই উন্নয়ন পাবলিক কোম্পানি লিমিটেড। চুক্তি দলিলটি এনবিআর তদন্ত এবং আইন ও সংসদ বিষয়ক তদন্তের জন্য ২০১৭ সালের ২৯ মার্চ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। এই চুক্তি প্যাকেজের জন্য স্বাক্ষর অনুষ্ঠান ২০১৭ সালের ৩ মে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। ২০১৭ সালের ২ আগস্ট নির্মাণকাজ শুরু হয়। ২০২১ সালের ডিসেম্বরের মধ্যেই স্টেশনের নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়। স্টেশনটি ২০২৩ সালের
    ১৫ মার্চে মেট্রো রেল পরিষেবার জন্য এটি চালু করা হয়।
    ঢাকা মেট্রোরেল হলো বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। ২০১৩ সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় যার অধীনে প্রথমবারের মত ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। মেট্রোরেলের নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ২০১৬ সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ৫টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন ৬-কে নির্বাচন করা হয়। ২০১৬ সালের ২৬ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন-৬ এর নির্মাণকাজ শুরু হয়।
    জাইকা ও ডিএমটিসিএল ২০৩০ সাল নাগাদ ১২৮ কিলোমিটার দৈর্ঘ্যের মোট ৬টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা করেছে। এই নেটওয়ার্কে ৫১টি উড়াল স্টেশন ও ৫৩টি ভূগর্ভস্থ স্টেশন থাকবে। ছয়টি লাইন মিলিতভাবে দিনে ৪৭ লাখ যাত্রী পরিবহন করতে পারবে।[৪]
    ২৮ ডিসেম্বর, ২০২২ সালে এমআরটি লাইন ৬-এর দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রোরেল আংশিক চালু হয় এবং তিনি মেট্রোরেলের প্রথম আনুষ্ঠানিক যাত্রার অংশ ছিলেন, যা ২৯ ডিসেম্বর, ২০২২ থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়। শুরুতে শুধু উত্তরা উত্তর (দিয়াবাড়ি) এবং আগারগাঁও এই দুইটি স্টেশনে ট্রেন থামত, এরপর ২৫ জানুয়ারি, ২০২৩ পল্লবী স্টেশন খুলে দেওয়া হয়। মার্চ মাসের শেষের দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশন চালু করার পরিকল্পনা রয়েছে ।
    মেট্রোরেলের যাত্রাপথগুলোর সর্বশেষ ষ্টেশন:
    উত্তরা উত্তর
    উত্তরা মধ্য
    উত্তরা দক্ষিণ
    পল্লবী
    মিরপুর ১১
    মিরপুর ১০
    কাজিপাড়া
    শেওড়াপাড়া
    আগারগাঁও
    বিজয় সরণি
    ফার্মগেট
    কারওয়ান বাজার
    শাহবাগ
    ঢাকা বিশ্ববিদ্যালয়
    সচিবালয়
    মতিঝিল
    কমলাপুর
    #mrt মেট্রোরেলের শেষ মাথা, #brt #metrorail #diyabari #এমআরটি লাইন-৬ #bangladesh #Line-6 এমআরটি লাইন ১, BRT Line 3, #uttora to #mirpur মেট্রোরে্লের নিচ দিয়ে উত্তরা থেকে আগারগাও, দিয়াবাড়ি থেকে আগারগাঁও, #ঢাকা মেট্রোরেল, ঢাকা, Dhaka,bd, moving Bangladesh, moving, Bangla, Moving Bangla, মুভিং বাংলাদেশ, বাংলাদেশ মভিং, Bangladesh moving, ঢাকা বিশ্ববিদ্যালয়, #কমলাপুর আগারগাঁও, মেট্রোরেলের ষ্টেশন, #metro_rail_station #mirpurdohs

Komentáře • 16