প্রাচীন সভ্যতার জনপদ বগুড়া || Panorama Documentary

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2024
  • প্রাচীন সভ্যতার জনপদ বগুড়া
    বগুড়া বাংলাদেশের উত্তরবঙ্গের বগুড়া জেলার একটি শিল্প ও বাণিজ্যিক শহর। এটি রাজশাহী বিভাগ-এর অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ শহর। বগুড়া শহরে "শহীদ চান্দু স্টেডিয়াম" নামে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে;[১] এছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) শহর থেকে সামান্য দূরেই অবস্থিত। বগুড়া দইয়ের জন্য খুব বিখ্যাত।[২] বগুড়া শহরে থেকে ১১ কি.মি. উত্তরে মহাস্থানগড় অবস্থিত, যা একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল এবং সেসময় পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান মেজর জিয়াউর রহমান বগুড়া জেলার গাবতলী উপজেলায় জন্মগ্রহণ করেন। বগুড়াকে উত্তরবঙ্গের রাজধানী বলা হয়। বগুড়া উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর । [উইকিপিডিয়া]
    ▶Watch More▶👇👇👇👇
    ✅ফুলকপির রাজ্য রাজবাড়ী
    • ফুলকপির রাজ্য রাজবাড়ী ...
    ✅শাকসবজির রাজধানী যশোময় যশোর
    • শাকসবজির রাজধানী যশোময়...
    ✅নরসিংদীর প্রায় ৯ লাখ বছরের প্রাচীন মাটির দেশ সোনাইমুড়ি টেক
    • নরসিংদীর প্রায় ৯ লাখ ...
    ✅জীবন জীবিকার যোগানদার পাবনার গাজনার বিল
    • জীবন জীবিকার যোগানদার ...
    ✅কিশোরগঞ্জের মনকাড়া বিস্তীর্ণ হাওরাঞ্চল
    • কিশোরগঞ্জের মনকাড়া বি...
    ✅দেশের দীর্ঘতম নদী পদ্মার জীবন
    • দেশের দীর্ঘতম নদী পদ্ম...
    ✅শীতকালের প্রহরে প্রহরে শীতকাতর গ্রাম বাংলা
    • শীতকালের প্রহরে প্রহরে...
    © 2024 PANORAMA CREATORS. All Rights Reserved.
    DIRECTION & PHOTOGRAPHY | A Masud Chowdhury Pitu
    RESEARCH & SCRIPT | Sumon Shikder
    NARRATION | Maliha Mehnaz Shairy
    LANGUAGE | Bangla
    EMAIL | panoramacreators@gmail.com
    #bangladesh #bogura

Komentáře • 208

  • @nirobahmad5565
    @nirobahmad5565 Před 4 měsíci +11

    আপনার এই ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে ধন্যবাদ মেডাম

    • @PanoramaDocumentary
      @PanoramaDocumentary  Před 4 měsíci +2

      ধন্যবাদ ❤❤❤

    • @MijanurRahman-px3vx
      @MijanurRahman-px3vx Před 4 měsíci +1

      Yy4

    • @MijanurRahman-ot8pq
      @MijanurRahman-ot8pq Před 16 dny

      হামাকরে বগুড়া

    • @alkuwait9408
      @alkuwait9408 Před 11 dny

      ❤Joy.joy.joy Gurw S.M.Sultan ❤️ Joy.joy.joy Bangla is the Bangladesh Shilpakala of the world Raspondant Shikh Hasina ❤️ 🇧🇩 Asaduzzaman ❤Matchakla 🎉Chowgacha ❤Jessore ❤Bangladesh ❤️ 🇧🇩

  • @hrbanglamusic7972
    @hrbanglamusic7972 Před 4 měsíci +3

    হে মাবুধ. এই দুনিয়াটাই এত সুন্দর না জানি তোমার জান্নাত কত সুন্দর | তুমি যেমন সুন্দর পৃথিবী দান করেছ | তেমনি আমাদের তোমার মোহনীয় জান্নাতে স্থান দিও | আমীন |

  • @BestResearch.
    @BestResearch. Před 3 měsíci +4

    আমি চাকরি সূত্রে ঢাকা থেকে বগুড়ায় থেকেছি প্রায় বছর খানেক। খুবই সুন্দর ও সমৃদ্ধ আকর্ষণীয় জেলা, তবে রাজনৈতিক চক্রান্তে বিগত 19 বছর
    এই জেলায় উন্নয়নের অগ্রযাত্রায় ব্যাহত হচ্ছে। তবুও আমার দেখা মতে বাংলাদেশের 10 দশটি সমৃদ্ধশালী জেলার মধ্যেই থাকবে

  • @Kartik1010-ic7pi
    @Kartik1010-ic7pi Před 4 měsíci +10

    বগুড়া দেশ টা খুব সুন্দর ইচ্ছা করে হারিয়ে যায় গ্রাম বাংলার বুকে মনে হয় প্রকৃতি ডাকছে আমায় আকুতি মিনতি করে ❤❤❤❤❤

    • @PanoramaDocumentary
      @PanoramaDocumentary  Před 4 měsíci

      ❤❤❤

    • @user-od7bu5ww4t
      @user-od7bu5ww4t Před 4 měsíci +4

      বগুড়া দেশ হলো কবে😁😁

    • @banglalion8219
      @banglalion8219 Před 3 měsíci +2

      বগুড়া জেলা দেশ নারে ভাই🥴

    • @rotonpriya5976
      @rotonpriya5976 Před 3 měsíci

      Bogura ekta desh😂😂😂🤣🤣🤣

    • @BestResearch.
      @BestResearch. Před 3 měsíci

      আমি যেতে চাই ঢাকা থেকে 😢😢

  • @joydeepkarmakar8409
    @joydeepkarmakar8409 Před 4 měsíci +5

    Great 👍
    ❤Love form India 🇮🇳

  • @babumonichatterjee6819
    @babumonichatterjee6819 Před 4 měsíci +2

    কি সুন্দর কথা মালা তোমার বাংলা,কি সুন্দর সৌজন্য পরিবেশ, কি সুন্দর তুমি বাংলা তোমাকে জানাই একরাশ শীতকালীন অপূর্ব ফুলের শুভেচ্ছা, ভারত থেকে ,পশ্চিমবঙ্গ এক জনবসতির এক ক্ষুদ্র মানুষ ❤

  • @user-dm8es3tw2w
    @user-dm8es3tw2w Před 4 měsíci +2

    আমার বাড়ি বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলায়। অনেক অনেক ধন্যবাদ Panorama Documentary পুরো পরিবারকে। এতো সুন্দর করে বগুড়া জেলাকে তুলে ধরার জন্য। ❤

  • @ChandKatukra-fr5nd
    @ChandKatukra-fr5nd Před 4 měsíci +3

    Mashallah bohot khub surat ❤❤❤
    I'm from India
    I love this video ❤❤

  • @jahangirmorshedalam7277
    @jahangirmorshedalam7277 Před 4 měsíci +2

    Fantastic Video ! Panorama teamকে অসংখ্য ধন্যবাদ ! গোটা বাংলাকে তুলে ধরতে Panoramaর জুডি. নাই ।শুধুমাত্র বগুডা.র দইয়ের একটি আলাদা প্রতিবেদন দিবেন ।

  • @AbdurRahim-nx3rc
    @AbdurRahim-nx3rc Před 3 měsíci +2

    হৃদয়ে বগুড়া ❤❤❤ সৌদি আরব থেকে দেখছি।

  • @ikbalhossain4132
    @ikbalhossain4132 Před 4 měsíci +1

    অপূর্ব দারুন। This is called a documentary. মনমুগ্ধকর। Best wishes from a regular fan.....from Ooty, Tamilnadu, India
    (Originally from Murshidabad, West Bengal)

  • @mdtuhinsarker5474
    @mdtuhinsarker5474 Před 4 měsíci +2

    Borogar thake valobasha janai sobai k...... Love from bogora

  • @user-co2sb5bw3z
    @user-co2sb5bw3z Před 4 měsíci +1

    Bogura niye video korar Jonno many many thanks. Khub Valo laglo. From: Sonatola, Bogura.

  • @dossmdjihadhasan7869
    @dossmdjihadhasan7869 Před 4 měsíci +1

    খুবি সুন্দর লাগে আপনার ভিডিওর মাধ্যমে দেশ ভ্রমন করতে,আমাদের রাজশাহীকে নিয়ে একটি ভিডিও বানার অনুরোধ রইলো❤।

  • @MdRokeKhan-sm3pt
    @MdRokeKhan-sm3pt Před 4 měsíci +2

    আমার প্রাণে মিশে আছে বগুড়া জেলা এখানেই জন্মেছি এখানেই বড়😊😊😊

  • @md.mahiin5049
    @md.mahiin5049 Před 3 měsíci +2

    আহ নিজের এলাকা দেখতে পেয়ে মনটা ভরে গেলো। খুব মিস করি প্রানের শহরকে

  • @user-tt6xj9ht3n
    @user-tt6xj9ht3n Před 4 měsíci

    আমার সোনার বাংলাদেশের এ নজরকাঁড়া দৃশ্য সত্যি সত্যিই অসাধারণ।
    কিন্তু ও-ই অঞ্চলের সহজ সরল নিরন্ন বিপন্ন অসহায় মানুষের দুঃখ কষ্টকর জীবনের খবর কেউ রাখে না।
    ☝️

  • @AminurRahman-td3ib
    @AminurRahman-td3ib Před 2 měsíci +1

    আমার বাড়ি বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়ন এ,, অনেক ভালোবাসি এই বগুড়াকে।

  • @MdSaiful-dz5wo
    @MdSaiful-dz5wo Před 4 měsíci +2

    ধান নিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ বাংলাদেশের কোন জেলাই সবচেয়ে বেশি ধান উতপাদন হয়

  • @nusratkamal9884
    @nusratkamal9884 Před 4 měsíci +1

    অসাধারণ বাংলাদেশ !!!
    অনবদ্য বাংলাদেশ !!!

  • @citizen_journal
    @citizen_journal Před 3 měsíci +4

    ভিডিওটি দেখে মন্তব্য না করে পারলাম না । আমার মতে বগুড়া বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ এক জেলা । এই লক্ষি জেলাটি বাংলাদেশের খাদ্য চাহিদা পূরণে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা । আর এতে প্রধান ভূমিকা পালন করছেন বগুড়ার স্থানীয় অধিবাসীরা, যারা আমাদের নাগরিক ।
    আমি মনে করি- লুটেরা/দখলদার মুগল ও ইংরেজদের সব চিহ্ন বগুড়ার মাটি থেকে মুছে ফেলা উচিৎ । কারণ, মুগল ও ইংরাজ লুটেরারা বগুড়ার কৃষক ভাইদের কষ্টে অর্জিত ফসল শতাব্দির পর শতাব্দি লুটেছে । মুগলদের রাজস্বের ৫০% পঞ্চাশ শতাংশই আসতো অবিভক্ত বাংলা থেকে বিনিময়ে তাঁরা বাংলাকে কিছুই দেয়নি । এখান থেকে অর্থ নিয়ে মুগলরা নিজেরদের সুরক্ষার জন্য বিশাল বড় সেনা বাহিনী পুষতো, বড় বড় দুর্গ গড়তো এবং স্থানীয় নারীদের নিয়ে আরাম-আয়েশ করতো । তাজ মহল গড়তেও মুগলরা তাদের বাপের দেশ থেকে টাকা আনেনি- ভারতের মানুষের টাকা লুটে শাহজাহান তাজ মহল নির্মান করিয়েছিলেন যার মধ্যে অর্ধেক টাকা ছিল অবিভক্ত বাংলার । আজ আমাদের দেশ বিদেশি লুটেরাদের থেকে নিরাপদ ।
    (ঝিনাইদহ থেকে)

  • @DilipSarkar-fv2yg
    @DilipSarkar-fv2yg Před 3 měsíci +1

    বগুড়া জেলার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। শেরপুর উপজেলার কল্যাণী গ্রামে আমার জন্ম স্থান। এখন ভারতে বসবাস।

    • @A.I.Molla-yp6ol
      @A.I.Molla-yp6ol Před 18 dny

      ভারতে কি স্থায়ীভাবে বসবাস করেন?

  • @md.rostumali8474
    @md.rostumali8474 Před 4 měsíci +2

    আমার জন্মভূমি
    প্রাণের জেলা বগুড়া

  • @itv4231
    @itv4231 Před 4 měsíci +1

    Ai Bogura zilay amr kolijar bari❤❤se jonno bgura zila k onk onk valobasi💝💝

  • @BestResearch.
    @BestResearch. Před 3 měsíci +1

    ভারতবর্ষের প্রথম রাজধানী এই বগুড়া জেলা 😢,আমি একজন ইতিহাসবিদ হয়ে বলছি,, প্রায় 4000 বছরের আগে এই রাজধানীতে মুখরিত ছিল। তদানীন্তন সময় ছিল অত্যন্ত সমৃদ্ধ শহর।তারই নিদর্শন এগুলো

  • @minhazulsakib9516
    @minhazulsakib9516 Před 3 měsíci

    ধন্যবাদ Panorama Creations কে, বগুড়াকে নিয়ে এত সুন্দর ডকুমেন্টারি বানানোর জন্য । মালিহা মেহনাজ শায়েরী আপুর অসাধারণ উপস্থাপনায় আর কন্ঠের জাদুতে অনবদ্য হয়ে উঠেছে।আপু আমার ক্যাম্পাসের সিনিয়র। আগে জানতাম না। মুন্নুজান হলের রিইউনিয়নে দেখলাম।
    আমার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়।

  • @shorifjnu7361
    @shorifjnu7361 Před 4 měsíci +1

    আমাদের ময়মনসিংহ নগরীর ইতিহাস ও ওইতিয্য নিয়ে এমন একটি ডকুমেন্টারি দেওয়ার জন্য অনুরোধ করছি।

  • @eraentertainment2165
    @eraentertainment2165 Před 3 měsíci +1

    আমার প্রিয় জন্মভূমি বগুড়া শহর ❤️

  • @mdrupok4304
    @mdrupok4304 Před 4 měsíci +1

    প্রেমময় কন্ঠের মায়ায় পড়ে গেলাম

  • @mdrakibmia5815
    @mdrakibmia5815 Před 4 měsíci +1

    আপনার এই ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে ধন্যবাদ মেডাম

  • @sportshighlights7063
    @sportshighlights7063 Před 4 měsíci +1

    আমার প্রিয় মানুষটার এলাকা যেখানে রয়েছে আমার হৃদয় পড়ে

  • @armanhossain345
    @armanhossain345 Před 4 měsíci +2

    ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যেই আসবো

  • @user-yd1pn7bf9u
    @user-yd1pn7bf9u Před 4 měsíci +2

    আমাদের বাড়ি কাহালু উপজেলার কালাই ইউনিয়ন এলাকায়, খুব ভালো লাগলো প্রতিবেদনটি😊

  • @kobirhosensweet7593
    @kobirhosensweet7593 Před 4 měsíci +1

    আমি এই ভিডিও গুলোর জন্য অপেক্ষায় থাকি।
    কখন নতুন ভিডিও আসবে
    বগুড়া জেলা থেকে বগুড়ার ভিডিওতে কমেন্ট করলাম

  • @Sohel_Rana...
    @Sohel_Rana... Před 4 měsíci +4

    9:10 বগুড়া ত বগুড়ায় বগুড়ার কোন তুলনা হয় না 💐

  • @itv4231
    @itv4231 Před 4 měsíci +1

    Amr prio manuser bari boguray.tai bogura onk prio❤❤❤❤❤

  • @mdrazzal5448
    @mdrazzal5448 Před 3 měsíci

    Thank you madam Abdur Razzak from Bogura

  • @BSmedia1803
    @BSmedia1803 Před 3 měsíci

    আমার প্রিয় জন্মভূমি ধুনট উপজেলা বাড়ি আমার থাকি ঢাকায় কিন্তু যখন বগুড়া নাম টা শুনি আনন্দে মনটা ভরে উঠে

  • @md.masudurrahman6113
    @md.masudurrahman6113 Před 4 měsíci +1

    আমাদের বগুড়া❤

  • @anwarhussain7879
    @anwarhussain7879 Před 4 měsíci

    This city has everything we need for our country and the public 👍

  • @rotonpriya5976
    @rotonpriya5976 Před 3 měsíci

    Apnader onustan ami sob somoy dekhi.amar onek valo lage ❤❤❤

  • @Finixx_Nirob
    @Finixx_Nirob Před 4 měsíci

    কত সুন্দর প্রতিবেদন।

  • @mohddulal985
    @mohddulal985 Před 4 měsíci +2

    আমার শহর বগুড়া আমি গর্বিত আমর শহর নিয়ে

  • @skmohon9477
    @skmohon9477 Před 4 měsíci +1

    খুব সুন্দর একটা ভিডিও ❤❤

  • @user-cy1tk5ly9j
    @user-cy1tk5ly9j Před 3 měsíci +2

    আমাদের বগুড়া বলে কথা,,,, সুন্দর হবে না ❤❤❤❤,,,,,,,

  • @MnmmmMm-ic5pf
    @MnmmmMm-ic5pf Před 25 dny +1

    আমার বগুড়া

  • @gamingvideocreator8909
    @gamingvideocreator8909 Před 4 měsíci

    আপনাদের প্রতিটি ভিডিও দেখি অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইলো আপনাদের জন্য ❤❤❤

  • @xyw77
    @xyw77 Před 4 měsíci

    অসাধারণ এপিসোড আজকে।

  • @jannatihehena-sw2jr
    @jannatihehena-sw2jr Před měsícem +1

    আমার বগুড়া 💗

  • @shiulidutta9028
    @shiulidutta9028 Před 4 měsíci

    খুব ভালো লাগলো ধন্যবাদ 💖💖

  • @mahakaalcreatorsgunjansahu9357

    Wow supr dupr.. Jai Shri mahakaal 💐🇮🇳😎

  • @khulilmiya5330
    @khulilmiya5330 Před 4 měsíci +1

    🇧🇩 ❤বিউটিফুল আমাদের বাংলাদেশ 🇧🇩❤❤

  • @MdHassan-ig6ye
    @MdHassan-ig6ye Před 3 měsíci +1

    Bograr Keltu mastan ekhon kothay?

  • @TarunMallick-to7fq
    @TarunMallick-to7fq Před 4 měsíci +1

    Didi , Ami Bonga West Bengal theke bolchi - amader Bari chilo Josor er Fultala Noapara, Mamabari Josorer jhikargacha- Ganganandapur.Khub Bhalo laglo Didi -- Dr, Tarun Mallick, Bonga West Bengal 🎉🎉🎉🎉🎉🎉

  • @sahrasedulalam8657
    @sahrasedulalam8657 Před 4 měsíci

    খুব সুন্দর ভিডিও মনে হচ্ছে। এগিয়ে যান❤❤❤

  • @KamalUddin-vu8lk
    @KamalUddin-vu8lk Před 4 měsíci +1

    পুরো বগুড়া জেলা কে দেখলাম ❤️

  • @menajulislam1831
    @menajulislam1831 Před 4 měsíci

    সুবহান আল্লাহ অনেক সুন্দর বাদ্য সুরটা ভালো হয়

  • @md.samimsikder
    @md.samimsikder Před 4 měsíci

    Excellent

  • @sohurabhosen1587
    @sohurabhosen1587 Před 4 měsíci +1

    Wellcome to our #bogura

  • @user-uo7zo7pt9v
    @user-uo7zo7pt9v Před 4 měsíci

    অনেক ভালো লাগে

  • @md.robiulislamripon4816
    @md.robiulislamripon4816 Před 3 měsíci +1

    Hamake Bogura 🙂🙂
    HAMAR Bari Santahar Bare 😊😊😊

  • @user-hi1py3eh9b
    @user-hi1py3eh9b Před 4 měsíci +1

    My hometown Bogura ❤❤❤❤❤

  • @soyonkumar6943
    @soyonkumar6943 Před 3 měsíci

    সুন্দর❤

  • @Unstoppable370
    @Unstoppable370 Před 4 měsíci

    মনোমুগ্ধকর ❤

  • @shadidar6716
    @shadidar6716 Před 4 měsíci

    This is excellent we all enjoyed it

  • @NobinPushpaloy
    @NobinPushpaloy Před 4 měsíci

    Nice

  • @shahinpatwary70
    @shahinpatwary70 Před 4 měsíci

    Nice 🎉🎉🎉

  • @mahmudunnabibd
    @mahmudunnabibd Před 3 měsíci +3

    বগুড়ার সারিয়াকান্দি আমার বাড়ি....বগুড়ার কে কে আছেন কমেন্টস করতে ভুলবেন না

  • @MdBabu-kl1nj
    @MdBabu-kl1nj Před 4 měsíci

    অনেক সুন্দর ভিডিও শুধু দেখতে মনে চায় ❤

  • @FunTunExtra-zu9jy
    @FunTunExtra-zu9jy Před 9 dny

    বগুড়ার শেরপুরে আছি..❤

  • @mohammedhasan6896
    @mohammedhasan6896 Před 4 měsíci

    নাইছ❤❤

  • @mdshamimrejarahad3724
    @mdshamimrejarahad3724 Před 16 dny

    আমার কাছে আমার দিনাজপুর জেলায় সেরা❤❤

  • @kulcumtv4205
    @kulcumtv4205 Před 4 měsíci

    বাগেরহাটের একটা ভিডিও বানান অনেক ঐতিহাসিক স্থান আছে

  • @SouravDas-ug1ff
    @SouravDas-ug1ff Před 2 měsíci

    Sob kischu valo laglu. Amar shashur bari Dhunt upjela ta dekhailen na😊

  • @abdullahbaki3248
    @abdullahbaki3248 Před 4 měsíci +1

    Amader bogura❤❤

  • @shameemahmed5909
    @shameemahmed5909 Před 3 měsíci

    আমরা বগুড়ার চোইল পুটিমাছ ধরতে গিয়ে দরি আমরা বৈইল এ টি এম শামসুজ্জামান এর একটি নাটকে এই গানটি শুনেছিলাম ❤❤❤

  • @ashik6160
    @ashik6160 Před 4 měsíci

    খুব সুন্দর

  • @TiltHollywood
    @TiltHollywood Před 4 měsíci +2

    the great leader born here

  • @user-eh5su9cz3l
    @user-eh5su9cz3l Před 4 měsíci

    ❤❤❤❤❤❤ khob sondor hoiche apu

  • @muhammadsiam009
    @muhammadsiam009 Před 3 měsíci

    বগুড়া আমার জন্মভূমি ❤

  • @RabbiHossain0007
    @RabbiHossain0007 Před 4 měsíci +1

    Amar sohor bogra ❤

  • @BestResearch.
    @BestResearch. Před 3 měsíci +1

    খুবই মিস করি 😢😢

  • @golamrabbe3468
    @golamrabbe3468 Před 4 měsíci

    আহা গ্রামগঞ্জে কি দারুন সজিবতা❤

  • @rijuIslam-rz5ze
    @rijuIslam-rz5ze Před 16 dny

    I LOVE BOGURA❤❤❤❤

  • @msmedia5155
    @msmedia5155 Před měsícem

    সাইরি আপু, আমাদের শরীয়তপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার কাজিরহাট এবং শরীয়তপুর জেলা নিয়ে একটি ভিডিও দিয়ে

  • @SreeTusarsorkar-ww9mm
    @SreeTusarsorkar-ww9mm Před 4 měsíci

    Love 😂❤❤❤

  • @arifulhaque91
    @arifulhaque91 Před 4 měsíci

    Yes'' ❤❤❤❤

  • @MdAtik-um7nf
    @MdAtik-um7nf Před 4 měsíci

    Super

  • @mobarokgazi3188
    @mobarokgazi3188 Před 4 měsíci

    প্রিয় আপু আপনার জন্য দোয়া রইল

  • @user-eh5su9cz3l
    @user-eh5su9cz3l Před 4 měsíci

    ❤❤❤❤❤❤ very nice apu

  • @MdNajib-sx7jb
    @MdNajib-sx7jb Před 4 měsíci

    অনেক সুন্দর হয়েছে 🤍🤍🤍

  • @TazulIslam-sx4yf
    @TazulIslam-sx4yf Před 4 měsíci +2

    শিবগঞ্জ উপজেলা মহাস্থান বাজার আমাদের উপজেলা

  • @waresazam
    @waresazam Před 4 měsíci

    Very Nc❤️🥰

    • @PanoramaDocumentary
      @PanoramaDocumentary  Před 4 měsíci +1

      Thanks ❤❤❤

    • @waresazam
      @waresazam Před 4 měsíci

      @@PanoramaDocumentary ২০১৩ সালে আপনার ভিডিও দেখতাম এখন ২০২৪ আমরা বুড়ো হয়ে গেছি কিন্তু আপু ঠিকই সে আগের মতই আছে কন্ঠ চেহারা ❤️❤️

  • @msmedia5155
    @msmedia5155 Před 4 měsíci

    nice

  • @almassarkar5099
    @almassarkar5099 Před 4 měsíci

    Apa amader gramme aasen akdin

  • @TajmulLaskar-oy5kx
    @TajmulLaskar-oy5kx Před 4 měsíci +1

    tajmul❤❤❤
    ❤❤❤❤❤

  • @mdzakaria-jh7jz
    @mdzakaria-jh7jz Před 2 měsíci

    ❤❤❤

  • @enamkonica6371
    @enamkonica6371 Před 4 měsíci

    👍

  • @Samiulhaquezakaria
    @Samiulhaquezakaria Před 2 měsíci

    ❤❤❤❤❤

  • @AymanAmirOfficial
    @AymanAmirOfficial Před 4 měsíci +1

    কেঁদে দিয়েছি।