আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত যে রাসুল (সা.) বলেছেন, বদনজর লাগা একটি সত্য ব্যাপার।

Sdílet
Vložit
  • čas přidán 18. 05. 2024
  • আবু উমামা ইবনে হুনাইফ (রা.) বলেন, আমের ইবনে রবিআ (রা.) সাহল ইবনে হুনাইফ (রা.)-এর কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন গোসল করছিলেন। আমের (রা.) বলেন, আমি এমন সুন্দর সুপুরুষ দেখিনি, এমনকি পর্দানশিন নারীকেও এরূপ সুন্দর দেখিনি, যেমন আজ দেখলাম। অতঃপর কিছুক্ষণের মধ্যেই সাহল (রা.) বেহুঁশ হয়ে পড়ে গেলেন। তাঁকে নবী (সা.)-এর কাছে নেওয়া হলো এবং তাঁকে বলা হলো, ধরাশায়ী সাহলকে রক্ষা করুন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কাকে অভিযুক্ত করছ? তারা বলল, আমের ইবনে রবিআকে। তিনি বলেন, তোমাদের কেউ বদনজর লাগিয়ে তার ভাইকে কেন হত্যা করতে চায়? তোমাদের কেউ তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে যেন তার জন্য বরকতের দোয়া করে। অতঃপর তিনি পানি নিয়ে ডাকলেন, অতঃপর আমেরকে অজু করতে নির্দেশ দিলেন। তিনি তাঁর মুখমণ্ডল, দুই হাত কনুই পর্যন্ত, দুই পা গোছা পর্যন্ত এবং লজ্জাস্থান ধৌত করলেন। তিনি আমেরকে পাত্রের (অবশিষ্ট) পানি সাহেলের ওপর ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন। তিনি সাহলের পেছন দিক থেকে পানি ঢেলে দেওয়ার জন্য আমেরকে নির্দেশ দেন। (ইবনে মাজাহ, হাদিস : ৩৫০৯)

Komentáře •