মেরুদন্ডের ডিস্ক প্রলেপস ও কোমড়ের ব্যথা সমস্যা ও সমাধান | Spinal Disc Prolapse & Back Pain Problems

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2021
  • Title : মেরুদন্ডের ডিস্ক প্রলেপস ও কোমড়ের ব্যথা সমস্যা ও সমাধান | Spinal disc prolapse & Back Pain Problems | ডা রাইসুল তাসনীম
    Dr. Raisul Tasneem
    Consultan - Orthopedic Surgeon
    BRB HOSPITALS LIMITED
    ডিস্ক প্রলেপস ও কোমড়ের ব্যথা
    ডিস্ক প্রলেপস কি? আমাদের মেরুদন্ডের হাড়গুলোকে বাংলায় বলা হয় কশেরুকা ও মেডিকেল পরিভাষায় বলা হয় ভাট্রিব্রারা, মেরুদন্ডের দুইটি কশেরুকার মধ্যে ফাঁকা থাকে যেখানে এক ধরনের ডিস্ক থাকে যাকে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বলে। এই ডিস্ক যখন তার জায়গা থেকে সরে যায় তখন তাকে ডিস্ক প্রলেপস বলে।
    ডিস্ক প্রলেপস কেন হয় : অনেকগুলো কারণে ডিস্ক প্রলেপস হতে পারে। যেমন- আমাদের মেরুদন্ডের সাথে যে স্পাইনলে লিগামেন্ট ও মাংসপেশি থাকে এগুলি দুর্বল হয়ে গেলে। -অসচেতনভাবে সামনের দিকে ঝুঁকে ভারী কিছু উঠাতে গেলে। -আঘাত পেলে বা উঁচু স্থান থেকে পড়ে গেলে । -দীর্ঘক্ষণ নীচে বসে কাজ করলে, -এমনকি সামনের দিকে ঝুঁকে জুতার ফিতা বাঁধতে গেলে অথবা বেসিনে মুখ ধুতে গেলেও ডিস্ক প্রলেপস হতে পারে।
    ডিস্ক প্রলেপস কোথায় কোথায় হয়ে থাকে : সাধরণ ডিস্ক প্রলেপস আমাদের ঘাড় বা সারভাইক্যাল স্পাইন ও কোমর বা লাম্বার স্পাইনে বেশি হয়ে থাকে। সারভাইক্যাল স্পাইনের সি৫Ñ ৬ ও সি৬-৭ লেভেলে ও লাম্বার স্পাইনে এল ৪-৫ ও এল ৫ - এস১ লেভেলে বেশি হয়।
    ডিস্ক প্রলেপস কাদের বেশি হয় ?
    এটি মহিলা ও পুরুষ উভয়েরই হয়। তবে পুরুষের তুলনায় মহিলারা এই রোগে বেশি ভুগে থাকেন।
    ডিস্ক প্রলেপস এর লক্ষন কি ?
    ঘাড় বা সারভাইক্যাল স্পাইন ঃ
    -ঘাড়ে ব্যাথা, ব্যথা ঘাড় থেকে হাতের দিকে ছড়ায় ও হাতে তীব্র ব্যথা হয়। হাত ঝুলিয়ে রাখলে ও বিছানায় শুলে বেশি ব্যথা করে, হাত ঝিনঝিন করে বা অবশ অবশ মনে হয়, হাতের শক্তি কমে যায় বা হাত দুর্বল হয়ে আসে, অনেক ক্ষেত্রে হাতের মাংসপেশি শুকিয়ে আসে ইত্যাদি।
    কোমর বা লাম্বার স্পাইন
    -কোমরে ব্যাথা, ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়ায়, পা ঝিন ঝিন বার অবশ অবশ মন হয়
    -খানিক ক্ষণ দাঁড়িয়ে থাকলে কিংবা হাঁটলে আর হাঁটার ক্ষমতা থাকে না কিন্তু কিছুক্ষণ বিশ্রাম নিলে আবার কিছুক্ষণ হাঁটতে পারে।
    -পা ভারী বা অধিক ওজন মনে হয়
    -পায়ে জ্বালাপোড়া অনুভব করে, পায়ের শক্তি কমে যায় ও অনেক ক্ষেত্রে পায়ে মাংসপেশী শুকিয়ে যায়, অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যাক্তির প্রসাব ও পায়খানায় কন্ট্রোল থাকে না।
    ডিস্ক প্রলেপস নির্ণয় করবেন কিভাবে ?
    একজন বিশেষজ্ঞ চিকিৎসক ক্লিনিক্যালি পরীক্ষার পাশাপাশি আক্রান্ত স্পাইনের এম আর আই বা ম্যাগনেটিক রিজোনেনস ইমেজিং পরীক্ষার মাধ্যমে কোন লেভেলে কতটুকু ডিস্ক প্রলেপস তা সঠিকভাবে নির্ণয় করে থাকেন।
    চিকিৎসা : এর চিকিৎসা হল ওষুধের পাশাপাশি সম্পূর্ণ বিশ্রাম অর্থাৎ হাঁটাচলা বা মুভমেন্ট করা যাবে না, এমন অবস্থায় থেকে সঠিক ফিজিওথেরাপি, এক্ষেত্রে রোগীর অবস্থা অনুযায়ী ২-৪ সপ্তাহ ফিজিওথেরাপি হাসপাতালে ভর্তি থেকে দিনে ২-৩ বার ফিজিওথেরাপি চিকিৎসা নিলে ও চিকিৎসক নির্দেশিত থেরাপিউটিক ব্যায়াম করলে রোগী দ্রুত আরগ্য লাভ করে। এবং সুস্থ হওয়ার পর কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন- সামনের দিকে ঝুঁকে ভারী কাজ করবেন না, ভারী ওজন তোলা নিষেধ। শক্ত বিছানায় শোবেন, ভ্রমণ ও হাঁটাচলার সময় লাম্বার করসেট ব্যবহার করবেন, চিকিৎসকের নির্দেশীত ব্যায়াম করবেন।

Komentáře • 20

  • @jaidulhoque.6379
    @jaidulhoque.6379 Před 5 měsíci

    Sir, খুব সুন্দর ভাবে বুঝিলেন,, thanks

  • @bikez_Tawhid
    @bikez_Tawhid Před 8 měsíci +1

    চমৎকার বলেছেন ❤

  • @user-fx2hl5yi2m
    @user-fx2hl5yi2m Před 11 měsíci +2

    আসসালামু আলাইকুম স্যার, আমি একজন পিএলআইডি পেশেন্ট (এল ৪-৫, এল৫ এস১)। MRI তে ধরা পরেছে, পেশা ডিজাইনার, সারাদিন বসে থেকে কাজ করি। বয়স ৩৭, ওজন ৬৮, উচ্চতা ৫-৪"। প্রায় ১.৫ বছর যাবৎ ব্যথায় ভুগছি। ৪ মাস যাবত ৪জন ডাক্তার দেখিয়েছি, সবাই অপারেশন করাতে বলেছে। এখন এপিডুরাল ইনজেকশন কতটা কার্যকর??

  • @user-qm5lx4wk9s
    @user-qm5lx4wk9s Před rokem

    আমার l5 s1 ডিক্সের জেল শুকিয়ে গেছে খুব ব্যাথা এখন কি করনীয়

  • @md7shamim987
    @md7shamim987 Před 2 měsíci

    আসসালামু আলাইকুম
    আমার বয়স ৩০
    আমার পিল আইডির ব্যাথা
    এমআরআই রিপোর্ট ধরা পড়েছে
    এল ফোর এল ফাইভ এস ওয়ান
    অনেক চিকিৎসা করতাছি ২০১৯ থেকে ব্যাথা শুরু ইনজেকশন দিয়েছি চার পাঁচবার কোন ব্যথার ওষুধে কাজ করে না এক পারসেন্ট ব্যথা কমে না ওষুধ
    ফিজিওথেরাপি দিয়েছি বাসায় নিয়মিত ব্যায়াম করি কিন্তু ব্যথা কমে না ডাক্তার বলেছে অপারেশন লাগবেনা কিন্তু ব্যথা কমে না এখন কি করব

  • @mdmahadihasanmahadi6412
    @mdmahadihasanmahadi6412 Před 9 měsíci

    খরচ কেমন হয়

  • @nurjahanrob7739
    @nurjahanrob7739 Před 5 měsíci

    অপারেশন এর পরে সাইড এফেক্ট কি হয়?

  • @mdtitul6186
    @mdtitul6186 Před 4 měsíci

    কোন ঔষুধের মাধ্যমে কি ডিস্ক প্রলেপ সমস্যা সমাধান হতে পারে স্যার প্লিজ জানাবেন স্যার

  • @user-yd5pu6ll6k
    @user-yd5pu6ll6k Před 3 měsíci

    আসসালামু আলাইকুম স্যার আপনার সাথে কোন জায়গায় আসলে দেখা করা যাবে

  • @zbeevlog4284
    @zbeevlog4284 Před 2 lety

    Assalamualaikum amr ammu r age 65+
    Onnk din jabot buke r pithe betha hoi shir shir kore hat o betha hoi abar hater angul o jhijhi kore..kisudur hatle boshe porte hoi..ekhn koronio ki janaben..

  • @sohanaparija6564
    @sohanaparija6564 Před 9 měsíci

    কোন ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ায় কি ডিস্ক প্রলাপ্স হতে পারে?

  • @MdHanif-rw1bh
    @MdHanif-rw1bh Před rokem

    কত টাকা খরচ হবে

  • @bristyakter3743
    @bristyakter3743 Před 2 lety

    Assalamualaikom, sir ami apnka WhatsApp a knock diya rakci,kico problem ar jonno. apni kotha bolcen nah kno

  • @kanankhan5664
    @kanankhan5664 Před 5 měsíci

    স্যর আমার খমরে আঘাত ফেয়ে বেথা হয়ে ছিলো এখন পাওয়ের দিগে যায় আমি সৌদি আরব এখন কি করতে পারি স্যর

  • @dulalhaze5691
    @dulalhaze5691 Před 8 měsíci

    আমার পিঠের পিছনে বেতার কারন কি জানাবেন কোমর ডান ও বাম পাসে বেতার কারন ও পায়ে জিন জিন কেন জানাবেন ধন্যবাদ

  • @mrsnurunnahar3897
    @mrsnurunnahar3897 Před 6 měsíci

    স্যার আপনার নাম্বার টা পাওয়া গেলে খুব ভালো হতো।

  • @jwealrana7699
    @jwealrana7699 Před rokem

    আমি ইটালি থাকি আমার সমোস্যা মেরুদন্ডে আপনার মোবাইল নাম্বারটা দিবেন ছার দয়াকরে।

  • @rafiqkhan986
    @rafiqkhan986 Před 2 lety

    আচ্ছামত আলাই কুম

  • @mdyounus5228
    @mdyounus5228 Před rokem

    স্যার আপনার নাম্বার টা দেন প্লিজ