জাপানের স্কুল দেখে এলাম। শেখার এক অন্যরকম মজার দুনিয়া! 😇 | Ayman Sadiq

Sdílet
Vložit
  • čas přidán 9. 11. 2023
  • জাপানের স্কুল দেখে এলাম। শেখার এক অন্যরকম মজার দুনিয়া! 😇
    অদ্ভুত সুন্দর কিছু জিনিস দেখলাম জাপানের স্কুলে। চলেন, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই। ❤️
    ফেসবুক মার্কেটিং, প্রেজেন্টেশন, ইন্টারভিউ, পাবলিক স্পিকিং- সহ আমার সবগুলো কোর্স একসাথে পাওয়া যাবে: 10ms.io/Ayman-Sadiq-01
    ফেসবুক মার্কেটিং- এর A-Z শিখুন এখন একটি কোর্স থেকেই। 💯
    জয়েন করুন আমার 'ফেসবুক মার্কেটিং' কোর্সে। 😀
    10ms.io/mkt-fb17
    📞 ফেসবুক মার্কেটিং কোর্স নিয়ে বিস্তারিত জানতে কল করুন - 16910.
    আমার 'কমিউনিকেশন হ্যাকস' বইটি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে: 10ms.live/AS-CH
    Ayman Sadiq
    Teacher | Trainer | Speaker
    Founder & CEO, 10 Minute School
    www.10minuteschool.com
    "Be happy and spread happiness!"
    Personal Website: aymansadiq.com/
    Facebook Page: / aymansadiq10
    Facebook Profile: / ayman.sadiq.10ms
    Instagram Profile: / aymansadiq10
    Twitter Profile: / ayman_sadiq
    LinkedIn Profile: / ayman-sadiq-bb249877
    #japan #school #learning

Komentáře • 500

  • @khadizaislam3967
    @khadizaislam3967 Před 8 měsíci +24

    সম্প্রতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্হায় এরকম নিয়ম চালু করেছে, কিন্তু জাপানে সব উপকরণ স্কুলে থাকে +শিক্ষার্থীরা স্কুলে তাদের কাজগুলো করে থাকে। আর বাংলাদেশের শিক্ষার্থীদের বাসায় করার জন্য দিয়ে দেও হয়। তার নিজের টাকা খরচ করে কাজ সম্পূর্ণ করার জন্য উপকরণ কিনতে হয় + শিক্ষার্থী তার নিজের কাজ নিজে না করে বাসার বড় সদস্য দিয়ে করিয়ে নেয়। এতে কি লাভ টা হয়? শিক্ষার্থী কি প্রকৃতপক্ষে কিছু শিখতে পারতেছে। আর বাংলাদশের অনেক শিক্ষার্থীদের পারিবারিক অবস্থা ভালো না তারা প্রতিদিন বিভিন্ন উপকরণ কিনে কাজগুলো সম্পূর্ণ করতে পারে না।

    • @user-vf4df2ku6z
      @user-vf4df2ku6z Před 24 dny +1

      জ্বি। সরকার দেরি করে হলেও শিক্ষার ব্যপারে কিছু বিতর্কিত বিষয় ব্যতিত অনেক গুরুত্তপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। ইনশাআল্লাহ একদিন আমাদের শিক্ষা ব্যবস্থাও উন্নত বিশ্বের মতো হবে

  • @user-mc4im3ew9s
    @user-mc4im3ew9s Před 8 měsíci +676

    সম্প্রতি বাংলাদেশে অনেকটা এরকম নিয়মে চালু হচ্ছে, বা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে এত সব উপকরণই নেই। থাকলেও দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে তার সাধারণ ছাত্রদের মাঝে আসবে......... 😶🤐😌

    • @mdoliullah9923
      @mdoliullah9923 Před 8 měsíci +40

      Erokom koranor kotha chilo but er 10% o korano hoyna,eto faki mare scl ra ki ar bolbo amra jara students tarai jani ....😌😑🙄😩

    • @Eati1234
      @Eati1234 Před 8 měsíci +16

      10% o follow kore na Bangladesh er school🤐

    • @mdwazedali
      @mdwazedali Před 8 měsíci +9

      বাংলাদেশ ডেনমার্কের মতো শিক্ষা কারিকুলাম প্রণয়ন করছে

    • @user-mc4im3ew9s
      @user-mc4im3ew9s Před 8 měsíci +10

      @@mdwazedali আমার জানা মতে বাংলাদেশের নতুন শিক্ষা কারিকুলাম 100 অধিক দেশে চালু

    • @mdwazedali
      @mdwazedali Před 8 měsíci +2

      হতে পারে আমি সঠিক জানি না

  • @user-ex8ch7cn2e
    @user-ex8ch7cn2e Před 8 měsíci +58

    এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যটা খুব ভালো করেই বুঝতে পারছি।স্কুলের উপকরণ গুলো কিন্তু সরকার বা স্কুল দিচ্ছে কোন অভিভাকের উপর চাপিয়ে দেয়নি।আর আমাদের মতো দেশে গ্রাম অঞ্চলে অভিভাবকের পক্ষে এই খরচ করাটা খুবই কষ্টকর।আগে সরকারি ভাবে শিক্ষকদের ট্রেনিং দিন এবং প্রত্যেকটি স্কুলে এই সব উপকরণের যোগান দিন তারপর মাঠে বাস্তবায়ন করুন।

    • @waningglow
      @waningglow Před 7 měsíci

      সরকার কে একটু সাহায্য করুন।

    • @Rose.Petal_sorara
      @Rose.Petal_sorara Před 6 měsíci

      Apnar kothay Ami shohomt tobe amader Bangladesh er students ra Jodi eigulo free pay tahole Kono karon Chara,Kono proyojon Chara Bangladeshi students ra shudhu shudhu use korbe
      Mane tader ekhon eigulo proyojon nei tobe Tara tao use korbe

  • @dmmahmud
    @dmmahmud Před 8 měsíci +34

    বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা সম্ভব নয়, প্রথমত, জাপান বনাম বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যার অনুপাত, মানসম্মত শিক্ষক নিয়োগের আর্থ-সামাজিক কাঠামো নেই। এখন যারা কোথাও চাকরি পায় না তারাই স্কুলে শিক্ষক হয়। এমনকি বিসিএস পরীক্ষায় সবার নিচে থাকে শিক্ষা ক্যাডার।

  • @farihamahfuz8685
    @farihamahfuz8685 Před 8 měsíci +6

    এটা দেখে ভালো লাগলো স্কুলে প্রতিটি জিনিসই রয়েছে। ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণিরও এগুলো কাজ করতে হয়। কিন্তু শিক্ষকরা বলে দেন সব তোমরা কিনে আনবে অথবা বাসা থেকে নিয়ে আসবে

  • @DEWANADIBA
    @DEWANADIBA Před 8 měsíci +4

    বাংলাদেশে এটা বাস্তবায়নের জন্য সবার আগে জনসংখ্যা কমাতে হবে কারন এসব প্রজেক্ট করার জন্য ক্লাস রুমে যথেষ্ট জায়গার প্রয়োজন হয় কিন্তু বাংলাদেশে তা নেই

  • @mdsababalam6160
    @mdsababalam6160 Před 8 měsíci +123

    জাপান তো জাপান ই সারাবিশ্বে অনন্য ❤

  • @fakeone5893
    @fakeone5893 Před 8 měsíci +23

    I am very obsessed with Japanese culture 😌

  • @oppo-pe2fn
    @oppo-pe2fn Před 8 měsíci +278

    আয়মান ভাইয়া আপনাকে শিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া উচিত ❤❤❤❤❤❤

    • @user-wo6oz2jm9c
      @user-wo6oz2jm9c Před 8 měsíci +25

      এই কথা শিক্ষা মন্ত্রী জানতে পারলে on fire🤯

    • @oppo-pe2fn
      @oppo-pe2fn Před 8 měsíci

      ​@@user-wo6oz2jm9cআমি আশা করি এটা জেন না হয় 😢😢😢😢😢😢

    • @preetam3264
      @preetam3264 Před 8 měsíci

      2222222222222222222222222222222222222222

    • @mdhabibullah2095
      @mdhabibullah2095 Před 8 měsíci +4

      😂😂😂😂😂....
      ওকে

    • @SandwipRoy
      @SandwipRoy Před 8 měsíci +4

      আসলেই অনেক সুন্দর। পুরা সিনসেন এর মতো

  • @mdayan458
    @mdayan458 Před 7 měsíci +5

    বর্তমানে বাংলাদেশেও এসব নিয়ম চালু হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এসব উপকরণগুলো ছাত্রদের কিনতে হয়। আর তাছাড়াও সেসব স্কুলে পড়ালেখা আছে। কিন্তু আমাদের দেশের স্কুলগুলোতে নেই। যেহেতু আমরা এইবারে ৬ষ্ঠ শ্রেণির নতুন কারিকুলামের ছাত্রছাত্রী, তাই আমরা জানি আমাদের ডিজিটাল বা বিদেশি বাংলাদেশের অবস্থা। এছাড়াও ওদের ওয়ার্কশিটগুলো রাখা হয় আলাদাভাবে একটা জায়গায়। আর আমাদেরগুলো রাখা হয় ক্লাসের দেয়ালে😢। নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করতে গেলে চোখগুলো কেমন জানি অন্ধকার হয়ে আসে। যাই হোক, আমরা তো ২০৪১ সালের ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল নাগরিক😅

  • @user-ok9fq8fs7y
    @user-ok9fq8fs7y Před 8 měsíci +47

    বাংলাদেশে ও বর্তমানে class 6 and class 7 এরকম কারিকুলাম শুরু হওয়া সত্ত্বেও যথেষ্ট উপকরণ, অভিভাবকদের দ্বিমত পোষণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের ভালোভাবে নিয়ম অনুসারে না মানার কারণে এটি বাস্তবায়িত হতে অনেক সময় প্রয়োজন হবে।। 😢

  • @medesh9124
    @medesh9124 Před 8 měsíci +11

    অদ্ভুত সুন্দর কিছু জিনিস দেখলাম জাপানের স্কুলে। চলেন, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই। ❤

  • @tabassum-mm7zr
    @tabassum-mm7zr Před 8 měsíci +6

    বাংলাদেশে সম্প্রতি এমন শিক্ষা শুরু হয়েছে এবং আমি নিজে একজন শীক্ষার্থী এই শিক্ষা কারিকুলামের। হ্যাঁ আমাদের মাঝেও এমন উৎসব মুখর পরিবেশ থাকে। আমরাও বিভিন্ন জিনিস দিয়ে প্রজেক্ট তৈরী করি ও প্রেজেন্টেশন করি তবে জাপানের মতো এতো আধুনিক জিনিসপত্র ব্যাবহার করি না। আমাদের প্রাকটিকাল কাজ খুব কমই করা হয়। তাদের মতো আমাদের শিক্ষকরা এতো দায়িত্বশীল না। কিছু কিছু শিক্ষক তো এই কারিকুলামের বিরোধিতাও করে। আমরা কথায় বললেও এখনো জাপানের মতো কারিকুলাম করতে পারিনি। শিক্ষার্থীদের এই কারিকুলাম অপছন্দের একমাত্র কারণ শিক্ষকদের ব্যার্থ্যতা। তারাই যদি ঠিকমতো আমাদের অধ্যায়ন না করেন তাহলে আমরা কি করে আগ্রহ পাবো। আমি নিজেও পাইনা।😅

    • @shairinjannat6052
      @shairinjannat6052 Před 7 měsíci

      bro are you in seventh grade?

    • @gazimahmudur2135
      @gazimahmudur2135 Před 3 měsíci

      ঠিক ভাই! আপনি আমার মনের কথা বলেছেন। আমিও আপনার মত ছাত্র

  • @saidulmonir
    @saidulmonir Před 7 měsíci +3

    এটা বাংলাদেশে তখনই সম্ভব যখন জাপানের মতো আমাদের দেশের শ্রেণি অনুপাত ১:২০ / ১:২৫ হবে।
    আমি যে স্কুলে পড়াই সেখানে প্রতিটি শ্রেণিতে গড়ে ৭০/৭৫ শিক্ষার্থীকে থাকে,আর উপকরণ তো দূরের কথা।

  • @emamulmursalin60
    @emamulmursalin60 Před 7 měsíci +2

    ভৌগোলিক অবস্থানের ভিন্নতা মানুষের চরিত্র ও আচরন এ প্রভাব রাখে ( যেমন গভীর বনের কালো ভালুক আর মেরুর সাদা ভালুকের আচরণ কিছুটা আলাদা ) । তাই বাংলাদেশের ছেলেমেয়েদের জাপানের শিক্ষাব্যবস্থা দিয়ে শিখাতে চাইলে বিরাট এক ব্যর্থতা আসবে । বাংলাদেশের মানুষদের শিখাতে হলে অন্য ব্যবস্থা লাগবে ।

  • @ShibliNomanGaming
    @ShibliNomanGaming Před 8 měsíci +19

    অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার মাধ্যমে আমরা অনেককিছু দেখতে,শিখতে ও জানতে পারছি।আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।😊

  • @user-cd3qs7tx9j
    @user-cd3qs7tx9j Před 8 měsíci +10

    I hope আপনি আমাদের জাপানের শিক্ষাব্যবস্থা সম্পর্কে আরো অনেক ধারণা দিয়ে উপকৃত করবেন😊😊আমার নিতান্তই জাপানের প্রতি বেশ আগ্রহ। please ভাইয়া আমাদেরJapanese higher level education system সম্পর্কে কিছু বিস্তারিত জানতে সাহায্য করুন। please please please vaiya

  • @Josua-c7p
    @Josua-c7p Před 8 měsíci +11

    আসলেই তারা অনেক মজার সাথে লেখাপড়া শিখে

  • @MohammedRahat8071
    @MohammedRahat8071 Před 8 měsíci +6

    কেন জানি খালি মনে হয় এই নতুন কারিকুলামের ব্যাপারে আয়মান স্যার দীপু মনিকে বলসে

  • @MD-Shuddho_
    @MD-Shuddho_ Před 8 měsíci +19

    That's why....Japan 100 % Educated ❤

  • @user-ot7oi1qe9f
    @user-ot7oi1qe9f Před 7 měsíci +7

    বাংলাদেশের এই ধরনের শিক্ষা ব্যবস্থা আগামী 100 বছর পরে হলেও হতে পারে

  • @habiburrahman7143
    @habiburrahman7143 Před 8 měsíci +8

    বিশ্বে উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ডিটেইল এ আরও জানতে চাই। ❤❤❤

  • @rokibhasan4876
    @rokibhasan4876 Před 8 měsíci +5

    ভাইয়া, আমাদের বাংলাদেশে নতুন কারিকুলাম অনেকটা এই রকম হচ্ছে, কিন্তু দুঃখের ব্যাপার হলো আমাদের দেশে এই সমস্ত উপকরণ নেই, আর ভালো কোনো প্রশিক্ষণ বা কেন্দ্র নেই, যারা শিক্ষকদের নতুন কারিকুলাম সম্পর্কে ধারণা দিতে পারবে |

  • @mdsagirkazi8621
    @mdsagirkazi8621 Před 8 měsíci +8

    অসাধারণ কাজ করলেন ভাইয়া আপনি।
    আসা করি আমাদের দেশের কল্যাণে কাজে দেবে।
    এর পর কি ইউরোপ এর শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করা সম্ভব হবে।

  • @user-os1nj6gx8c
    @user-os1nj6gx8c Před 8 měsíci +1

    Masha Allha onek sundor,,,anunder sathey pora ow sekha hy🤗🤗

  • @shaharasultana7451
    @shaharasultana7451 Před 8 měsíci +4

    এইজন্যই ওরা Proper educated.. ওরা পরিশ্রমী তাই জাপান উন্নত। ওরা কোনো কাজে কারো ওপর ডিপেন্ডেন্ট না এই কারণেই

  • @allinoneyoutubechannel1943
    @allinoneyoutubechannel1943 Před 8 měsíci +4

    জাপানের কলেজ ভিজিট করে আরেকটা ভিডিও চাই 😊

  • @shahriarhossain7122
    @shahriarhossain7122 Před 8 měsíci +31

    এরকম পড়াশোনা হলে সারাদিন স্কুলে থাকতে রাজি

  • @Samratmpror
    @Samratmpror Před 8 měsíci +6

    আপসোস। আমাদের দেশেও যদি এরকম থাকতো। তাহলে সাচ্ছন্দেই কাটতো শিশু কিশোরদের শিক্ষাজীবন।

    • @md.farmazulislamshanzawpez9701
      @md.farmazulislamshanzawpez9701 Před 8 měsíci +1

      এইরকম তো করার ব্যবস্থা নেওয়া হয়েছে। অথচ এর বিরুদ্ধে কিছু বিপথগামী মুখস্থগ্রস্থ গার্ডিয়ানরা আন্দোলন শুরু করেছেন।

  • @alfiza9819
    @alfiza9819 Před 8 měsíci +4

    আমাদের দেশের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য জাপানে পাঠানো উচিৎ।

  • @user-xm1sg2xz3w
    @user-xm1sg2xz3w Před 8 měsíci +2

    অনেক ভালো ভাগ্যবান ঐদেশে যেতে পারছেন 😊😊

  • @SumaiyaYasmin-mc7vm
    @SumaiyaYasmin-mc7vm Před 13 dny

    মাশাল্লাহ!

  • @MuhammadAlEmran
    @MuhammadAlEmran Před 8 měsíci +9

    আমাদের দেশেও এরকম হচ্ছে। শুভ কামনা।

  • @pro-tubebd
    @pro-tubebd Před 8 měsíci +7

    আমাদের শিক্ষাক্রম তাদের মতো করার ইচ্ছা আমাদের সরকারেরকিন্তু আমাদের অভিভাবকরা এসব বুঝেনা

    • @rafiaafrin2797
      @rafiaafrin2797 Před 8 měsíci +1

      ঠিক !

    • @shafiqulislam4229
      @shafiqulislam4229 Před 8 měsíci +3

      অভিভাবকরা নিজেদের জায়গায় একদম ঠিক। সরকার হুট করে একটা সম্পূর্ণ আলাদা কারিকুলাম ঠিক করে দিল। আমাদের দেশের পরিস্থিতি, অর্থনৈতিক প্রেক্ষাপট, দুর্নীতি, মানুষ এর জীবনযাত্রা ওদের থেকে সম্পূর্ণ আলাদা।
      আমাদের দেশের শিক্ষকরা ই তো ঠিকমতো শেখায় না, সবাইতো শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। বাচ্চারা কি শিখবে তাহলে?

  • @badboysactivities9737
    @badboysactivities9737 Před 8 měsíci +51

    বাংলাদেশে এমন institution হলে বিশেষ করে বাচ্চাদের জন্য খুব ভালো হতো!!🙂

    • @sixdgja
      @sixdgja Před 8 měsíci +4

      Bangladesh e hte hole arw 50 yearer proujon

    • @NAKIB-AHSAN
      @NAKIB-AHSAN Před 8 měsíci +3

      @@sixdgja Eto negative chinta kore lav ki.
      Be positive 😊😊😊

    • @hhhhjjllll8002
      @hhhhjjllll8002 Před 8 měsíci

      ​@@sixdgja1000 years due to corruption

    • @Mohammad-bb1sw
      @Mohammad-bb1sw Před 8 měsíci +1

      Pakistan ko Tokyo Tower pe air strike korni chiye like 9/11 ✈️🗼✈️🏢✈️🏢

  • @user-rw6pp7bh3b
    @user-rw6pp7bh3b Před 8 měsíci +73

    If there is such an education system in Bangladesh, many children will be able to enjoy everything very well and will be able to know and learn new things. By doing this, our country will have a chance to improve a lot.☺☺
    Thank you Ayman sir for presenting us these wonderful things🫡

    • @JulianLeonBaroi
      @JulianLeonBaroi Před 8 měsíci

      Right, I agree.

    • @Mohammad-bb1sw
      @Mohammad-bb1sw Před 8 měsíci

      Pakistan ko Tokyo Tower pe air strike korni chiye like 9/11 ✈️🗼✈️🏢✈️🏢

    • @manvikhan9727
      @manvikhan9727 Před 8 měsíci +2

      2023 year thekei class 6 ar 7 e ei system ta already start kore felese

    • @myrentaslim
      @myrentaslim Před 8 měsíci +5

      This system is already started in Bangladesh for 6th and 7th grade but the people in Bangladesh doesn’t like this sytem.

    • @user-rw6pp7bh3b
      @user-rw6pp7bh3b Před 8 měsíci +1

      @@myrentaslim Yes

  • @mahmudulhasanhuzaifa8404
    @mahmudulhasanhuzaifa8404 Před 8 měsíci +2

    Ultra polite idealism of Japan এ ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার আগ্রহ বাড়ছে। অথচ, তারা ভুলে গেছে WW2 এর জাপান মার্কিন চাপা শুধু সময়ীক দমে আছে। এ চাপ কমলে আবারও আমরা ৮০ বছর আগের জাপান দেখতে পাবো !

  • @beastgaming715
    @beastgaming715 Před 8 měsíci +3

    Ashole bhaiya humbleness na thakle eirokom cooperative education possible na
    apni je bollen oi desher manusher humbleness er kotha
    Tara etota humble thakar karone ajke tader education system er eto unnoti
    Amader desher manush to humble na
    ei jonno amder deshe eirokom education system shuru korleo kono lav nai

  • @technicalproblem196
    @technicalproblem196 Před 8 měsíci

    খুবই চমৎকার ব্লগ। অনেক কিছুই জানলাম।

  • @ayenaakhter9020
    @ayenaakhter9020 Před 8 měsíci +28

    yes they are very sincere about their students study and education. They also try to use latest technology to learn any subject easily.😄😄😄😄

    • @rashid_Ahmed276
      @rashid_Ahmed276 Před 8 měsíci

      correct

    • @Mohammad-bb1sw
      @Mohammad-bb1sw Před 8 měsíci +1

      Pakistan ko Tokyo Tower pe air strike korni chiye like 9/11 ✈️🗼✈️🏢✈️🏢

  • @sakibalhasan3172
    @sakibalhasan3172 Před 8 měsíci +19

    They are 50 years ahead of us!

    • @ErfanunNesa
      @ErfanunNesa Před 5 měsíci

      Absolutely, infact not only us, they are 50 years ahead of the American - europeans countries!

  • @khalesakhanm327
    @khalesakhanm327 Před 8 měsíci +2

    Wow..🥰😍joss

  • @mahadimugdha1778
    @mahadimugdha1778 Před 8 měsíci +2

    I only pray to Allah, we too can see this kind of thing in Bangladesh in the future. In Shallah 🤲🏻🤲🏻🤲🏻

  • @Mr.JarifGaming
    @Mr.JarifGaming Před 8 měsíci

    Thanks vaiya karon ai sundor content bananor jonno❤

  • @habibrrhaman412
    @habibrrhaman412 Před 8 měsíci

    Thank you very much to share it

  • @Fatemacookisghor
    @Fatemacookisghor Před 6 měsíci +1

    তদের আল্লাহ হেদায়াত দিক

  • @mdnoral370
    @mdnoral370 Před 5 měsíci

    অনেক ভালো লাগলো😊

  • @user-gk9xs5rp3y
    @user-gk9xs5rp3y Před 8 měsíci

    good video vaiya ,helpful

  • @dipbiswas820
    @dipbiswas820 Před 8 měsíci +2

    জাপানের স্কুল দেখানোর জন্য ধন্যবাদ ভাইয়া❤❤😊

  • @tanjinaakter4938
    @tanjinaakter4938 Před 8 měsíci

    Walaikum Assalam nevertheless thanks for sharing.
    Carry on shining🎉

  • @janekim6098
    @janekim6098 Před 8 měsíci +3

    Amazing 👏 ❤

  • @smallbaby8459
    @smallbaby8459 Před 8 měsíci +2

    From kushtia

  • @xrshort99
    @xrshort99 Před 8 měsíci +1

    Valo laglo 🥀

  • @Sobuj-jl1hx
    @Sobuj-jl1hx Před 8 měsíci +9

    ❤❤❤😂😂নতুন কারিকুলামের একটাই স্লোগান সেটি হলো
    শিখন হবে অভিজ্ঞতায় আর
    মূল্যায়ন হবে যোগ্যতায়❤❤❤😂😂

  • @shahjahanhossain2698
    @shahjahanhossain2698 Před 8 měsíci

    Insahallah vhai koydin por japan jaccci ❤. Sopnu porun hobe❤❤

  • @mdsuhail6298
    @mdsuhail6298 Před 8 měsíci +4

    এ কারনেই জাপান এত উন্নত জাতি আর আমরা.........

  • @md.samiulhaque9094
    @md.samiulhaque9094 Před 8 měsíci +3

    Fantastic Japanese culture ❤❤❤

  • @siponpw-rq5xt
    @siponpw-rq5xt Před 8 měsíci +4

    দুঃখের বিষয় বাংলাদেশের এমন শিক্ষা ব্যবস্থা কখনোই সম্ভব নয় কারণ বিদ্যালয়ে গেলে এত উন্নত নয় যার মাধ্যমে বিদ্যালয়ের কোন উপকরণ না থাকার কারণে বাংলাদেশের এমন কখনো আদৌ সম্ভব হবে না

  • @bpblink44
    @bpblink44 Před 6 měsíci

    আফসোস!আমাদের বাংলাদেশে এরকম এত সুন্দর নিয়ম নেই।

  • @FahmiKhaledaHaque
    @FahmiKhaledaHaque Před 8 měsíci +1

    Except magnetic board and project based learning everything exists in my child's school...hope they practice pbl too in sha Allah

  • @Farihatart-24
    @Farihatart-24 Před 8 měsíci +5

    That's realy asome to us (bangladesh).As long as the system start in bangladesh😅❤.But it's realy cool and productive.🎉

    • @the_gamer_9999
      @the_gamer_9999 Před 8 měsíci

      After i read your comment now i understand why education is important for Bangladesh 😐

  • @user-ko1te1vy5e
    @user-ko1te1vy5e Před 8 měsíci +1

    Apnar kach theke onek Kichu shikhechi bhaiya🩶
    You are my big inspiration🥺
    Take my salam & keep me in your prayers🥺🤍

  • @risingstone1599
    @risingstone1599 Před 8 měsíci

    THANK YOU SO MUCH! Jazakallah❤ subhanallah কি সুন্দর একটা পরিবেশ🎉

  • @Anime-lover_SS
    @Anime-lover_SS Před 8 měsíci +8

    Bangladesh is also trying to be like Japan. But the Government is just torturing on the students😢. The Government has to understand we are not Japan, we are Bangladesh🇧🇩! We can't be Japan🇯🇵 just by following them! 😢😢

    • @shafiqulislam4229
      @shafiqulislam4229 Před 8 měsíci +1

      একদম ঠিক বলেছেন

    • @mollymolly4795
      @mollymolly4795 Před 6 měsíci +2

      We can also study like them but if they care about us a lot
      as we can see there were many study instruments in Japanese schools but in Bangladesh can we get them? Most school can't afford them this is too bad

  • @sajrinsworld6706
    @sajrinsworld6706 Před 7 měsíci +1

    Asslamualaikum sir . How are you ? Japanese educational system is always amazing . So sad ! I wish if you were our education minister .

  • @sidratulmoontahasubha724
    @sidratulmoontahasubha724 Před 8 měsíci +5

    যে দেশ আলু আর ডিম ব্যবসায়ী দের নিয়ন্ত্রণ করতে পারে না। এত সুন্দর করে পরিবেশ তৈরি করা খুবই অসম্ভব

  • @fahmida_islam07
    @fahmida_islam07 Před 8 měsíci +1

    আমি এই স্কুলে পড়তে চাই😅😅❤

  • @MrsHelen-xd1tp
    @MrsHelen-xd1tp Před 8 měsíci +1

    Wow 😮😮😮

  • @OmeBD64
    @OmeBD64 Před 8 měsíci

    Amazing! i ♥ it

  • @shahedkazi4265
    @shahedkazi4265 Před 8 měsíci

    BEST ❤

  • @IsmailFact.
    @IsmailFact. Před 8 měsíci

    onek valo laglo sir

  • @TanhabentaSumaiya-fj9yw
    @TanhabentaSumaiya-fj9yw Před 8 měsíci +1

    Nice 🌸🌸🌸

  • @user-cf1fq6km5l
    @user-cf1fq6km5l Před 8 měsíci +1

    Bangladesh e to Shikhay, " How to prepare food!!!!🥲

  • @everythingworldjannat
    @everythingworldjannat Před měsícem

    আমাদের দেশের স্কুল এমন হলে ভালো হয় 😊😊😊🎉

  • @NafisaEra
    @NafisaEra Před 4 měsíci +1

    এতো কিছু দেখে তো আমার ঈর্ষা হচ্ছে 😅😅😅😅😅

  • @akterhossain2278
    @akterhossain2278 Před 8 měsíci +2

    Nice ❤❤❤

  • @MdJahid-ub4ip
    @MdJahid-ub4ip Před 8 měsíci +1

    Wow🙂

  • @fahmidamashura7076
    @fahmidamashura7076 Před 8 měsíci

    *Improving infrastructure is the best way to grow any country.*

  • @tahsinibrahim7854
    @tahsinibrahim7854 Před 8 měsíci

    Thanks for sharing this sir

  • @user-fi6sv6vd2i
    @user-fi6sv6vd2i Před 8 měsíci

    Very very young talented vaiya

  • @user-lu9qo4cp3d
    @user-lu9qo4cp3d Před 8 měsíci

    Wow,very nice

  • @user-fw9hv1hp8k
    @user-fw9hv1hp8k Před 8 měsíci

    You always great tchr

  • @zawadzarif
    @zawadzarif Před 8 měsíci

    কি দারুন আর ইন্টারেস্টিং ওয়েতে পড়াশোনা হচ্ছে সেখানে!
    Amazing!

  • @Bp_fan_Lalisa
    @Bp_fan_Lalisa Před 8 měsíci +1

    😮😮😮😮wow

  • @golpobola25
    @golpobola25 Před 7 měsíci

    thankyou for sharing this video

  • @gwromanyt1035
    @gwromanyt1035 Před 8 měsíci

    Big fan vai
    Boro hoya apner mono hote chai❤

  • @abidrahman01
    @abidrahman01 Před 8 měsíci

    plz, try to set up a similar type of school in BD, I believe You have that ability...It will be a great help for the nation.

  • @itskrittika
    @itskrittika Před 7 měsíci

    This curriculum is exactly like our current curriculum! 😊😊 that's beautiful ❤❤

  • @rajivlxr82
    @rajivlxr82 Před 8 měsíci +1

    Ei rokom ekta system er school amader Assam (INDIA)e ow ase ☝️

  • @LizaLiza-eb3ik
    @LizaLiza-eb3ik Před 8 měsíci

    ভিডিওটা অনেক ভালো লেগেছে ❤❤

  • @taherasultana2111
    @taherasultana2111 Před 8 měsíci

    It's really amazing experience

  • @user-zu3dt2um7e
    @user-zu3dt2um7e Před 8 měsíci

    Ayman bhai you are an motivationalteacher❤️❤️❤️

  • @dorafatima10
    @dorafatima10 Před 8 měsíci +1

    Must be a school for rich kids

  • @sosmitaakter-ug7ir
    @sosmitaakter-ug7ir Před 8 měsíci

    Very nice.❤❤❤❤

  • @raouf369
    @raouf369 Před 8 měsíci

    Amader deshe o education system ke aro effective kora dorkar jeno students ra aro smart o skilled hoi .😊❤

  • @golammorshed3283
    @golammorshed3283 Před 7 měsíci +4

    বাংলাদেশের শিক্ষা মন্ত্রী হিসেবে
    মাহমুদুল হাসান সোহাগ ভাইয়া কে চাই।
    ❤❤❤❤❤

  • @SightOfIs
    @SightOfIs Před 8 měsíci

    Wow😮

  • @tahira103
    @tahira103 Před 8 měsíci

    Wow ❤❤❤

  • @mdjahidur1140
    @mdjahidur1140 Před 7 měsíci

    Thank you sir

  • @Eati1234
    @Eati1234 Před 8 měsíci +1

    Bangladesh e ai curriculum korte chay..kintu arokom school chara ata hobe na... device tooo bangladesh e School ei allow na😅