অতুলপ্রসাদ সেন ও নিষিদ্ধ সম্পর্কের গল্প / Atulprasad Sen Life Story on Forbidden Relationship

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • It is about Atulprasad Sen Life Story on Forbidden Relationship ( অতুলপ্রসাদ সেন ও নিষিদ্ধ সম্পর্কের গল্প ).
    দেখুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রসিকতা করে যাদেরকে বলেছেন, "অ-সুর" বা যাদেরকে বলেছেন "সুরকালা", আমি তাদের দলেই পড়ি; কারণ, গানের সুর সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই, তার অলিগলি সম্পর্কে আমি কিছুই জানিনা। কিন্তু সবার মতই আমিও গান শুনি, গান শুনতে খুবই ভালোবাসি। সেজন্যই বোধহয়, অনেক সময় গানের চাইতে গায়ক বা গায়িকার জীবনের গল্প নিয়ে আমি কথা বলি, কথা বলতে আমার ভালো লাগে। আজও বলব এমনই এক গায়কের জীবনের গল্প, যে গল্প শুনলে সত্যিই মন খারাপ হয়ে যায়।
    যাঁর সম্পর্কে আজ কথা বলতে চাই, তাঁর সম্পর্কে বিখ্যাত বিশিষ্ট সংগীতজ্ঞ দিলীপ কুমার রায় একবার বলেছিলেন, মানুষের জীবনে গভীর দুঃখ, গভীর বেদনা ভালো, বেশ ভালো, যদি সেই দুঃখ বা বেদনা অন্ধকার আকাশে তারার মতো ফুল ফোটাতে পারে। 'ফুল' অর্থে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, মহৎ কোন সৃষ্টির কথা বলেছেন শ্রদ্ধেয় দিলীপ কুমার রায়। যাঁর সম্পর্কে তিনি এই সুন্দর কথাটি বলেছিলেন, তিনি হলেন অতুলপ্রসাদ সেন যাঁর গান শোনেনি এমন বাঙালি একজনও নেই। তাঁর সেই বিখ্যাত গানগুলির কথা মনে পড়ে যায়: "উঠ গো ভারতলক্ষ্মী", "বল বল বল সবে শত বীনা বেনু রবে", অথবা "হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর", কিংবা সেই অত্যাশ্চর্য গান, "মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা"। তিনি হলেন, যাঁকে বলা হয়, গীতিকবি। তাঁর গানে একদিকে যেমন রয়েছে সংগীতের অপূর্ব সুষমা, তেমনি অন্যদিকে রয়েছে গানের কথায় অসাধারণ কাব্যরস। আসলে তিনি কখনোই কেবলমাত্র সুর-রচয়িতা নন, তিনি একজন মনোজ্ঞ কবিও বটে।
    যাইহোক, আমি চাইছি, শ্রদ্ধেয় দিলীপ কুমার রায়ের সেই কথাটিকে অবলম্বন করতে। অতুলপ্রসাদ সেন সম্পর্কে তিনি বলেছিলেন, গভীর বেদনা ভালো, যদি তা আঁধারে তারার মতো ফুল ফোটাতে পারে। তাঁর এই কথা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে, অতুলপ্রসাদ সেন যতই দেশাত্মবোধক গান বা ভক্তিগীতি বা প্রেমের গান লিখুন না কেন, তাঁর গানে ব্যক্তিগত বেদনা বা যন্ত্রণার একটা গভীর প্রভাব আছে। বিশেষজ্ঞরা বলেন, তাঁর অধিকাংশ গানেই করুনরস প্রধান। অর্থাৎ বেদনার আধারে বিকশিত হয়েছে তাঁর সঙ্গীতজগত, বেদনাই তাঁর গানের আ ধার। তা, প্রশ্ন হল, কী তাঁর সেই বেদনা, তাঁর সেই যন্ত্রণা, যা আধারে গানের ফুল ফুটিয়েছিল।বলাবাহুল্য, সেই বেদনার উৎস নিয়েই এই ভিডিও।
    Now please watch this video and express your views in the comment section below.
    For making of this video, I am grateful to:
    তথ্যঋণ:
    1. প্রিয়জনের প্রিয়তমা by পার্থজিৎ গঙ্গোপাধ্যায়
    2. আজীবন বিষাদ বেদনায় তাঁর গানের আধার by কৃষ্ণা রায় (প্রবন্ধ)
    3. আমিও একাকী তুমিও একাকী (প্রবন্ধ)
    4. অক্লান্তকণ্ঠ এক সঙ্গীত সন্ন্যাসী তিনি (প্রবন্ধ)
    5. কেচ্ছা by সুস্নাত চৌধুরী (প্রবন্ধ)
    6. আনন্দবাজার পত্রিকা
    7. উইকিপিডিয়া
    Further Study:
    1. অতুল কথা by দোলনচাঁপা দাশগুপ্ত (প্রবন্ধ : নবকল্লোল, নভেম্বর ২০২১)
    2. তুমি তো আমার রহিবে by পায়েল সেনগুপ্ত (প্রবন্ধ : সানন্দা, সেপ্টেম্বর ২০২২)
    #অতুলপ্রসাদ #atulprasad #atulprasadsen
    Music Background:
    1) Amazing Grace 2011 - Classical Whimsical by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution licence (creativecommon...)
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/
    2) Rubix Cube by Audionautix is licensed under a Creative Commons Attribution licence (creativecommon...)
    Artist: audionautix.com/

    If you like this humble presentation, please hit the like button. It will be a great encouragement to me. Please , subscribe my channel that is dedicated for you.
    .
    SUBSCRIBE✔ ….LIKE✔…..COMMENT✔…. SHARE✔
    .
    Thanks a lot.
    ………………....
    yours
    The Galposalpo
    ফেসবুক লিঙ্ক :
    fb.watch/ggLB8...
    Video in Text (ব্লগ) : thegalposalpo....
    Twitter :
    th...
    Instragram:
    thegalposalpo
    DECLARATION:
    In most places of this video, the photos are used only for education purposes. They are not exactly related to the actual incidents as described in this video.
    All the photos are collected from internet. I am grateful to all the image creators. If anybody or any institution find anything wrong in the use of photos, please do not give copyright strike to this channel. Just inform me at everythingabcd@gmail.com . I must edit or cut off the objectionable part or parts of the video. Cooperation is solicited. Thank you.
    .
    Copyright Disclaimer:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'fair use' for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. I think that all slideshows in the video are in favour of fair use.

Komentáře • 159

  • @muktimaity7646
    @muktimaity7646 Před rokem +18

    অসাধারণ প্রতিভা সম্পর্কে কিছু জানা গেল, যেটা অজানা ছিল, পঞ্চ কবির প্রায় সবার মধ্যেই যেন কোথায় বিধাতা বেদনার সুর বেঁধে দিয়ে ছিলেন।প্রনাম জানাই অতুলনীয় কবি অতুলপ্রসাদ কে।

  • @manojkdutto7368
    @manojkdutto7368 Před rokem +20

    এই অসাধারণ গীতিকবি যেমন অসাধারণ বেদনাবিদ্ধ হয়েছেন তেমনি আমাদের জন্য রেখে গিয়েছেন অত্যাচার্য্য গানের ভান্ডার ;যা আজও আমাদের বিপুল ভাবে আলোড়িত করে।

  • @kiranmaykarmakar5007
    @kiranmaykarmakar5007 Před rokem +2

    সামাজিক পরিমণ্ডলে ব্যক্তিজীবনে সমাজের অসূ য়া !❤🙏

  • @diptikumarbhattacharjea6375

    অতুলপ্রসাদ সেন-এর গোটা জীবনটাই বেদনা - বিধুর। বিধাতার নিষ্ঠুর লিখনে সুখশান্তি ভোগের কোন‌ও অবকাশ‌ই এই মহাপুরুষ পেলেন না, বড়‌ই পরিতাপের বিষয়! তাঁকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি।
    উপস্হাপক মশাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তার তথ্য সমন্বিত স্মরণকে
    সকলের কাছে পৌঁছে দেয়ার জন্য।

  • @basude4330
    @basude4330 Před rokem +6

    এসব ঘটনা কিছুই জানা ছিল না।
    আপনাকে ধন্যবাদ জানাই। কবিকে সশ্রদ্ধ প্রণাম জানাই।

  • @suklachatterjee3939
    @suklachatterjee3939 Před rokem +7

    এই অসাধারন কবির জীবন কাহিনীতে প্রকট মানসিক যন্ত্রণার কথা শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল । আপনিও এত শ্রদ্ধায় এত মমত্বে তাঁর জীবনী আমাদের কাছে ব্যক্ত করলেন যেন তাঁকে বড় বেশি আপন , চেনা মানুষ মনে হল ।

  • @nirmalyaaich4541
    @nirmalyaaich4541 Před rokem +1

    অপূর্ব, অসাধারণ আপনার এই উপস্থাপনা। আপনি না জানালে অতুলবাবুর এই কঠিন জীবনের কথা - এর কিছুই আগে জানতাম না। আপনাকেও নমস্কার।

  • @chandanadas4156
    @chandanadas4156 Před rokem +2

    কবির ওয়াইফের পরের জীবন কেমন কেটেছে জানালে কৃতজ্ঞ থাকবো।
    আমার জীবনের সবচেয়ে ভালো লাগা
    এই ভিডিও।
    কবিকে আমার সশ্রদ্ধ প্রণাম।
    তিনি পাঠ করেছেন তাকে ও প্রণাম

  • @subodhbasu5826
    @subodhbasu5826 Před rokem +4

    এতো সুন্দর করে এতো সুন্দর তাঁর বেদনা বিধুর জীবনের ঘটনা বহুল ঘটনা জানতে পেরে নিজের অনেক সুপ্ত জিজ্ঞাসার উত্তর পেলাম আপনার সুমধুর সুললিত বাচনভঙ্গির প্রতিবেদনে! আপনাকে ধন্যবাদ🙏💕 ও শুভেচ্ছা রইল!!

  • @eliyashossain571
    @eliyashossain571 Před rokem +6

    কিছু কিছু ভালো মানুষের সারাটা জীবন কষ্ট এবং যন্রনার মধ্যে দিয়ে শেষ হয়ে যায়। 💘💘💘💘💘

  • @syedabegum5955
    @syedabegum5955 Před rokem +8

    "মোদের গরব,মোদের আশা, আ মরি বাংলা ভাষা!"এটা আমরা কবিতা আকারে পড়েছিলাম। ২১ শে ফেব্রুয়ারি এলেই বার বার এই কবিতাটি মনে পড়ে। অজানা তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

  • @nepaldolay6748
    @nepaldolay6748 Před rokem +2

    দাদাভাই,শ্রদ্ধেয় অতুলপ্রসাদ সেন এর এই অজানা ঘটনাগুলো আমাদের কাছে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিলাম দাদাভাই। তীব্র বিষাদের গানগুলো তার দাম্পত্য জীবনের করুণ কাহিনী থেকে সৃষ্টি হয়েছে, ওদের আত্মার শান্তি কামনা করি।

  • @somnathmukherjee1657
    @somnathmukherjee1657 Před rokem +3

    খুব সুন্দর অজানা কে জানা। খুব ভালো লাগে অনেক জ্ঞান অর্জন হয়। খুব সুন্দর তথ্য।

  • @pritammondal4311
    @pritammondal4311 Před rokem +4

    সবাইরে বাসরে ভাল, নইলে মনের কালো ঘুজবে না রে। খুব ভাল লাগল,অনেক কিছু জানতে পারলাম

  • @jyotidas2734
    @jyotidas2734 Před 7 měsíci +1

    Calcutta= Thanks for video. Too much hard to endure in a poet's life.May God bless His painful soul.

  • @kalpanasen5012
    @kalpanasen5012 Před rokem +4

    আর একটা গান খুব সুন্দর ।আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর ।ওগো অনেক দিনের পর ।

  • @UtpalMandal-wi7fz
    @UtpalMandal-wi7fz Před rokem +2

    অসাধারণ আপনার উপস্থাপন এবং কনটেন্ট অন্যরকম ভাবনা এবং বিষয়।

  • @UtpalMandal-wi7fz
    @UtpalMandal-wi7fz Před 6 měsíci

    আপনার ভিডিওগুলো আমার খুব কাজে লাগে। আমি একটি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক। বিভিন্ন অনুষ্ঠানের বক্তব্য রাখতে আপনার শরণাপন্ন হ‌ই। ভালো থাকবেন।

    • @thegalposalpo
      @thegalposalpo  Před 6 měsíci

      স্কুলটা কোন জেলার, একটু বলবেন।

  • @bratindrabhattacharya4377

    ওনার গান ছাড়া ব্যাক্তিগত জীবনের এত কিছু জানা ছিলনা।
    এত আঘাত না পেলে, জীবনে সুখী হলে হয়ত আরও ভাল, আরও বেশি গান লিখতেন!
    কে জানে!

  • @kalyanchakraborty335
    @kalyanchakraborty335 Před rokem +1

    আমার একান্ত প্রিয় গীতিকার সুরকার সম্পর্কে খবর টি জেনে গভীর বেদনা অনুভব করলাম। তাঁর আত্মার শান্তি কামনা করি।

  • @shamsunnahar9929
    @shamsunnahar9929 Před rokem +2

    খুব সুন্দর , লাগলো, যদিও তার জীবনের দূঃখজনক ঘটনা।

  • @tamalchatterjee3441
    @tamalchatterjee3441 Před rokem +1

    আপনার প্রতিটি গবেষণা লব্ধ পাঠ আমাদেরকেও জ্ঞানলব্ধ করে তোলে।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে গল্পসল্পের জয় কামনা করি।

  • @rabindralaldas5317
    @rabindralaldas5317 Před rokem +1

    আলোচনাটা খুবই ভাল লাগলো l অতুল প্রসাদের জীবনের এত ব্যাথা বেদনার কথা আমার জানা ছিল না l ধন্যবাদ l

  • @tamannashimu2869
    @tamannashimu2869 Před rokem +4

    খুব সুন্দর করে বলেন আপনি। শুভ কামনা নিরন্তর।

  • @nurjahankhatun5077
    @nurjahankhatun5077 Před rokem +2

    অসাধারণ শুনলাম নিগুঢ় রহস্য

  • @arijitmukherjee2963
    @arijitmukherjee2963 Před rokem +2

    এই বিবাহটা ভাইবোনের মধ্যে , ওনাদের প্রিয়জনরা কেউ মত দেয় নেই । আপনার ভিডিওটি খুব ভালো । অনেক আগে এইটা কোথাও পড়েছিলাম । মনে করতে পারছিলাম না গুলিয়ে যাচ্ছিল অতুলপ্রসাদের সঙ্গে রজনীকান্ত । এবার sanguine হয়ে গেলাম। ধন্যবাদ ।

  • @jayasengupta5632
    @jayasengupta5632 Před rokem +8

    মাকে নিজের কাছে রাখাটাই ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন অতুলপ্রসাদ সেন।
    অসাধারণ লাগলো 👏

  • @feyarulhoque
    @feyarulhoque Před rokem

    ওনার গান অসাধারণ,,, 🌹🌹🌹🌹🌹

  • @nemaichatterjee1457
    @nemaichatterjee1457 Před rokem +7

    Thanks for detailed information on the grief stricken personal life of the poet.

  • @gopalchandradebnath4638
    @gopalchandradebnath4638 Před rokem +1

    অতুল্লপ্রসাদের গানেরকথা জানতাম আজ আপনার কাছে এত বিচ্ছেদ বেদনার কথা জানতে পারলাম

  • @suvragupta9354
    @suvragupta9354 Před rokem +2

    সত্যি, কি আশ্চর্য, এই 'মানুষ' জাতি।

  • @arupghosh8869
    @arupghosh8869 Před rokem +2

    অসাধারণ উপস্থাপনা।
    আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা জানা নেই দাদা।
    প্রনাম নেবেন।।

  • @nripendranathdatta9317

    ধন্যবাদ, অতুল প্রসাদ সেনের জীবনের অনেক অজানা জানলাম

  • @ranjitkumarsaha8292
    @ranjitkumarsaha8292 Před rokem +5

    স্বনামধন্য সত্যজিৎ রায়ের জীবনেও এই রকম একটি নিষিদ্ধ সম্পর্কের ভুমিকা আছে । পারলে সেটিতেও আলোকপাত করার চেষ্টা করবেন। এমন মানুষদের তৎকালীন সামগ্রিক পটভূমিকায় দেখার সুযোগ জনসাধারণের থাকা উচিত। কারণ তাঁরাও এঁদের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত ।

  • @pranabchakrabarti7157
    @pranabchakrabarti7157 Před rokem +1

    বেশ ভালো লাগলো ۔সুন্দর উপস্থাপনা ۔তথ্য সমৃদ্ধ

  • @lovelight8963
    @lovelight8963 Před rokem

    খুব সুন্দর উপস্থাপন। খুব ভালো লাগলো।

  • @sanatansinha4314
    @sanatansinha4314 Před rokem +3

    খুব সুন্দর আলোচনা । যদিও প্রখ্যাত সঙ্গীতকার লক্ষ্ণৌ প্রবাসী অতুলপ্রসাদ সেনের বিয়োগান্তক, মর্মস্পর্শী, করুণ জীবনের প্রায় অনেকটাই জানা, তবুও আপনার মুখে শুনে খুব ভাল লাগল ।
    কয়েকটা বক্তব্যে একটু আরও সচেতনতা থাকা উচিত ছিল । যেমন , গানটি, " হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর," না হয়ে হবে, " হও ধরমেতে ধীর, হও করমেতে বীর" এবং " তুমিও একাকী আমিও একাকী আজি এ বাদল রাতে .... "
    আর একটি কথা, অতুলপ্রসাদের সৎ বাবা দুর্গামোহন দাশ ছিলেন তৎকালীন বিধবা বিবাহ আন্দোলনের এক প্রধান হোতা । বিদ্যাসাগরের এক অনুরাগী শিষ্য । তিনি ছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জ্যাঠামশাই । ভুবনমোহন দাশের বড় ভাই । দুর্গামোহন এমনকি, তাঁর বিধবা তরুণী বিমাতার পুনর্বিবাহও দিয়েছিলেন ।

    • @thegalposalpo
      @thegalposalpo  Před rokem +1

      এবং তিনি জগদীশচন্দ্র বসুর শ্বশুর মশাই ছিলেন।

    • @diptikumarbhattacharjea6375
      @diptikumarbhattacharjea6375 Před rokem

      সুন্দর সংযোজন।

  • @Bunohash215
    @Bunohash215 Před rokem +2

    এইভাবে আমাদেরকে তথ্য সমৃদ্ধ করতে থাকুন স্যার।

  • @swapna_dharchaudhuri
    @swapna_dharchaudhuri Před rokem

    আমার ভীষণ প্রিয় সঙ্গীত শিল্পী হলেন উনি

  • @goes9997
    @goes9997 Před rokem +15

    "Hao Dhoromete Dhir, hao Koromete Bir...." is the Institutional song of the Prestigious LBSNAA at Moosore. As a Bengali, we may get inspiration from this to become an IAS officer for serving the country, but you didn't mention this vital fact.

    • @thegalposalpo
      @thegalposalpo  Před rokem +1

      You point is very important but not mentionable in this video as the aim of this video is to find out the source of his pain in life.

  • @tandradasdutta4880
    @tandradasdutta4880 Před rokem

    তথ্য সমৃদ্ধ ভিডিওটি ভালো লাগলো।

  • @ranjanbarua7539
    @ranjanbarua7539 Před rokem

    গীতিকবি অতুল প্রসাদের জীবনের এক অজানা অধ্যায় জানলাম।

  • @gitabasu5505
    @gitabasu5505 Před rokem +1

    Very well documented. We all know Atul Prasad Sen as a composer and singer but his personal life was unknown to me.

  • @user-vf6ym4vm7e
    @user-vf6ym4vm7e Před rokem

    আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা জানা যায়। বলে যান আপনি অকপটে।

  • @dhantuprasadsinha654
    @dhantuprasadsinha654 Před rokem

    আপনার অনুষ্ঠান বেশ ভালো লাগে।
    ধন্যবাদ আপনাকে।

  • @pravasmajumdar2012
    @pravasmajumdar2012 Před rokem +2

    খুব সুন্দর উপস্থাপনা।

  • @manasyogaman6541
    @manasyogaman6541 Před rokem +1

    Thanks to give us the unknown story of Atulprosad Sen.

  • @subhassahi9930
    @subhassahi9930 Před rokem +1

    Mon er katha sunte hoi, kosto tai mon kei peta hoi.

  • @moneranondewithchiranjita

    অসাধারন আপনার উপস্থাপনা। অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

  • @shuvoDhar.5537
    @shuvoDhar.5537 Před rokem +1

    Khub valo laglo. Onek kichu jantea parlam. 🙏🏻❤

  • @timirbaranmondal4372
    @timirbaranmondal4372 Před rokem +1

    very nice and informative vedio, thanks for this presentation.

  • @sunilsaha6806
    @sunilsaha6806 Před rokem +1

    Late Atul Prasad Sen, we wish you your happy birthday and praying for you r depart soul

  • @kabitarsathekamal9786

    আপনার বলার ভঙ্গীটি খুব সুন্দর।

  • @kpbiswas3238
    @kpbiswas3238 Před rokem +1

    ধন্যবাদ আপনাকে খুবই ভালো লাগল

  • @AnisurRahman-pj4tu
    @AnisurRahman-pj4tu Před rokem +1

    Rather unknown facts to general people like us.. And as usual very beautifully narrated.. Thanks Mr. Presenter.

  • @subhenduchowdhury2324
    @subhenduchowdhury2324 Před rokem +1

    Thank you. Nice, informative discussion. Congratulations.

  • @sohambose5005
    @sohambose5005 Před rokem +2

    Excellent narrative.

  • @Nishettabassum-mk6qq
    @Nishettabassum-mk6qq Před rokem

    ❤vaiya apnr kotha gla khb vlo lge...ami English Language and Literature a porce...Lots of LV from Bangladesh

  • @News22bangla
    @News22bangla Před rokem +1

    Sir ki bolbo vasha paina bolar aapni eto sundor kore uposthapon koren osadharon...

  • @kalpanasen5012
    @kalpanasen5012 Před rokem +1

    খুব ভাল লাগল ।ধন্যবাদ ।

  • @prakashghosh8988
    @prakashghosh8988 Před rokem

    Yes thanks so much for your speech and it's very very correct

  • @priyalalnath9446
    @priyalalnath9446 Před rokem

    আলোচনাটা অসাধারণ লাগলো।

  • @aparupkundu5955
    @aparupkundu5955 Před rokem +1

    Excellent your experience and explanation। নমস্কার

  • @chittaranjanmondal9507
    @chittaranjanmondal9507 Před rokem +1

    ভালো উপস্থাপন ।

  • @syamalendudeb4565
    @syamalendudeb4565 Před rokem

    One of the songs of Atulprashad which I like the best is " shey daakey amare..bina shey shokharey rohite mono naarey.."
    Agreat creater of emotional songs had his own part of misery..so pathetic..sometimes I think he could have shunned the " romance" which at a later stage caused terrible pains in his personal life... my heart goes with him to share his grief.
    We are proud of such a brilliant and rare poet..Most great personalities of that time had traumatic personal life..be it Atul Prasad, Kabiguru, Netaji, Mickel Madhusudan, Shriramkrishna, Swami Vivekananda..
    My respectful homage.

  • @kaberidatta2906
    @kaberidatta2906 Před rokem

    Onek ojana kotha janlam ,bhalo laglo ,wait korbo arokom ro videor jonnyo

  • @ajaymoharana9579
    @ajaymoharana9579 Před rokem +2

    অসাধারণ

  • @gayatrimazumder4068
    @gayatrimazumder4068 Před rokem

    বধুয়া.... নিদ নাহি আঁখি পাতে, আমার অত্যন্ত প্রিয় গানের একটি, আজ জানলাম এর গভীরে থাকা রহস্য

  • @chandanadas4156
    @chandanadas4156 Před rokem +3

    আমার খুব প্রিয় কবি তিনি।
    ওনার মা ঠিক ঠাক ছিলেন না ।
    জীবনে শান্তি পান নি ।

  • @jayantidas3780
    @jayantidas3780 Před rokem

    Khub bhalo laglo.

  • @কবিতারকলতান

    আমি আপনার আলোচনায় আপ্লুত ।সাথে থাকলাম

  • @chandanadas4156
    @chandanadas4156 Před rokem

    অসাধারণ ভিডিও

  • @sadhdarshanuntv
    @sadhdarshanuntv Před rokem +1

    খুব সুন্দর

  • @santa4091
    @santa4091 Před rokem +1

    Our sweetest songs are those that tell of our saddest thoghts

  • @rajatbiswas7645
    @rajatbiswas7645 Před rokem +1

    The genious persons get recognition after demise...

  • @Sonalidutta123
    @Sonalidutta123 Před rokem +2

    কোনো গভীর বেদনা থেকেই জন্ম নেয় অমল্য সব সৃষ্টি

  • @bikashsarkar9636
    @bikashsarkar9636 Před rokem

    Badiya., jari rakho bhai

  • @dineshkumarmandal7175

    Thanks sir

  • @suchetachatterjee705
    @suchetachatterjee705 Před rokem +1

    Opurbo👌

  • @tuludas9766
    @tuludas9766 Před rokem +1

    রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত আড়াই হাজার
    গান লিখেছেন বলে শুনেছি।

    • @thegalposalpo
      @thegalposalpo  Před rokem

      হতে পারে। আমি আনন্দবাজার পত্রিকার তথ্য দিয়েছি।

  • @karimmd956
    @karimmd956 Před rokem

    অতুলপ্রসাদ সেনের জন্মভূ‌মি ঢাকা, বাংলা‌দেশ।

  • @swapankumarbarik2918
    @swapankumarbarik2918 Před měsícem

    এ কথা আজ জানলাম আপনি থেকে।

  • @mominulhaque3872
    @mominulhaque3872 Před rokem +1

    জনমে তারে তুমি দাওনি মালা মরনে তারে কেন দিতে এলেফুল। ড্কটর মহ শহিদুল্লাহ কে নিয়ে আলোচনার আবেদন রইল ধন্যবাদ

  • @susmitabanerjee7277
    @susmitabanerjee7277 Před rokem +1

    অসাধারণ প্রতিবেদন। অতুলনীয় গীতি কবি অতুল প্রসাদ সেন। আমার ভীষণ প্রিয় কবি। কিন্তু কিছু মনে করবেন না দাদা, সসংকোচে জানতে চাইছি, " হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীর নাহি ভয় " ---- এই গানটি আর " মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা " এই গানটি রবীন্দ্রসঙ্গীত নয় ? তেমনটাই তো জানি ছোটো থেকে। দুটি গান ই গাইতেও জানি। গাই ও। কিন্তু যদি আমার জানা টা ভুল হয়, তাহলে তো তা বড় ই লজ্জ্বার কথা। মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। অবশ্য গীতবিতান দেখলেই এক্ষনি পরিষ্কার হয়ে যাবে। দেখছি।

    • @thegalposalpo
      @thegalposalpo  Před rokem

      ভুল মানুষ মাত্রেই হয়। আমার যে কত ভুল হয়!

  • @sourendranathmukherjee1352
    @sourendranathmukherjee1352 Před 5 měsíci

    ❤❤❤❤

  • @meenakshimitra5204
    @meenakshimitra5204 Před 5 měsíci

    ❤❤❤❤❤

  • @fariamehjabin2004
    @fariamehjabin2004 Před rokem

    ❤❤❤❤❤❤

  • @aniruddhabose7673
    @aniruddhabose7673 Před rokem +1

    Great Satyajit Ray also married to her cousin

  • @biswanathbhattacharjee609

    Apurba poribesona

  • @sarmisthaacharya697
    @sarmisthaacharya697 Před rokem +3

    এগুলো সকলের জানা। নতুন কিছুই নয়। আর ওনার ব্যক্তিগত আঘাতপ্রাপ্ত জীবন নিয়ে আলোচনা করার কোন মানে নেই । বরং গানগুলি নিয়ে ব্যাখ্যা ও আলোচনা করুন তো !!!

  • @rivughosh1230
    @rivughosh1230 Před rokem +1

    Every forbidden relationships has relation to bear....
    Nothing in justification to near to fear.

    • @dewanhasan3954
      @dewanhasan3954 Před rokem

      Marriage bet. Cousins is legal snd not forbidden matter in all abrahemic religions i,e islam christianity. Judaism..
      So not a taboo really
      .

  • @champabiswasmistri6429

    Satyajit Roy er vivahito jibon samondhe jante chai.plz janan

  • @sumanbanerjee3464
    @sumanbanerjee3464 Před rokem +3

    শ্রী পান্নালাল ভট্টাচার্য মহোদয়ের সম্পর্কে কিছু জানতে চাই স্যার 🙏

  • @gauravdubai2980
    @gauravdubai2980 Před rokem +1

    👌👌👌🙏🙏🙏

  • @AnisurRahman-pj4tu
    @AnisurRahman-pj4tu Před rokem

    Hallo Sir, l am interested to know about the relation, as it continued, particularly the last phase of it. Hope that my request will be honoured. Regards.

  • @pradipkumarmondal8250
    @pradipkumarmondal8250 Před rokem +1

    সাহিত্যিক সমরেশ বসুর জীবনী আলোকপাত করুন

  • @rajibbiswas40
    @rajibbiswas40 Před rokem +1

    🙏🙏🙏

  • @mousumighosh5081
    @mousumighosh5081 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @tirthankarmitra6792
    @tirthankarmitra6792 Před rokem +1

    অতুল প্রসাদ ছিলেন সত্যজিত রায়ের মামা, সত্যজিতের মা সুপ্রভা ছিলেন অতুল প্রসাদের ছোট মামার কন্যা। সুকুমার রায় মারা যাওয়ার পর অতুল প্রসাদ নিয়মিত সাহায্য করতেন সুপ্রভাকে। দ্রঃ - আমাদের কথা। বিজয়া রায়। আনন্দ পাবলিশার্স।।

    • @thegalposalpo
      @thegalposalpo  Před rokem

      "আমাদের কথা" বইটি আমি এ বছরের গোড়ার দিকে কিনেছি।

  • @sayedbasiruddza1712
    @sayedbasiruddza1712 Před rokem

    Uttara patrika katha ektu ullekh kortay parten. Sundor uposthapona. Valo thakben.

    • @thegalposalpo
      @thegalposalpo  Před rokem

      আসলে ভিডিওতে আমি বলেছি, আমার এই ভিডিওর মূল বিষয় হলো অতুলপ্রসাদ সেনের জীবনের বেদনার উৎস সন্ধান করা। সে জন্য বাড়তি কোন তথ্য রাখেনি ভিডিওটিকে নির্মেদ করার জন্য।