Guitar Lesson For beginners in Bengali | Ms Academy

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2024
  • √√ এই series এর পরের ভিডিও টির link নিচে দেওয়া হলো 👇
    • Guitar lesson for Begi...
    ¶ আপনাদের সুবিধার জন্য কখন কি কি বোঝানো হয়েছে সেই সময়গুলো নিচেে দেওয়া হলো 👇👇👇
    00:00 Intro ( About the location & the video ) ( যে জায়গায় শুট হয়েছে সেই জায়গার সম্বন্ধে বিবরণ )
    02:02 About Guitar,How to hold the Guitar & Pick, How to move right hand(Strumming hand)
    গিটারের সম্বন্ধে এবং কিভাবে গিটার ধরবেন বা পিক ধরবেন এবং কিভাবে ডান হাত থেকে মুভ করবেন
    06:28 Why you should learn Guitar ?
    কেন আপনার গিটার শেখা উচিত
    10:41 Which guitar should you buy
    কি ধরনের গিটার আপনার কিনা উচিত
    12:53 Concept on Fret, string,finger
    How to put fingers on string
    Your first chord
    How to strum
    Understand the rhythm
    Next chord
    Position of left hand thumb
    Next Chord
    Chord change practice
    • fret এর ধারণা,
    • কিভাবে আঙুলকে string এর ওপরে রাখবেন
    • আপনার প্রথম chord
    • কিভাবে strumming করবেন
    • তাল কিভাবে বুঝবেন
    • পরের chord
    • chord কিভাবে বদলাবেন
    22:12 very important psychological tricks which can boost your guitar practice
    •how much time you should give to practice guitar daily
    • why you should tune your guitar everytime before practicing
    • practicing everyday with some tricks
    • কিছু মানসিক চিন্তাধারা যা আপনার গিটার প্র্যাকটিস কে আরো এগিয়ে দিতে পারে।
    • গিটার বাজানোর জন্য কতটা সময় প্রতিদিন দেওয়া উচিত।
    • কেন প্রতিবারই গিটার বাজানোর আগে আপনার গিটার string টিউন করা উচিত।
    √√√√ tune কিভাবে করবেন তার link 👇
    • How to tune your guita...
    •কিছু Tricks এর মাধ্যমে প্র্যাকটিস করুন।
    29:28 Conclusion
    উপসংহার
    ¶¶ গিটার বাজাতে পারা বা মিউজিকের সাথে যুক্ত হওয়া অনেকেরই একটা স্বপ্ন । আর সেই স্বপ্ন পূরণের একটা চেষ্টা এই ভিডিওটিতে করা হয়েছে । অনেকের পক্ষেই কোন শিক্ষক শিক্ষিকার কাছে গিয়ে শেখা সম্ভব হয় না ,সেটা দূরত্বের কারণেই হোক বা অর্থের কারণে । এখন ইন্টারনেটের যুগ ,সেই যুগে বাড়িতে বসেই মোবাইল-এ CZcams এর মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন ।
    কি প্র্যাকটিস করবেন , কি না করবেন- এমন বিষয়ের উপর ভিডিও আপনারা অনেক পেয়ে যাবেন । কিন্তু যেগুলো খুব কম পাবেন সেটা হল যে কিভাবে কোন জিনিস শেখার আগে নিজেকে মোটিভেট রাখতে পারবেন, কিভাবে আপনার মনের মধ্যে কোন নেগেটিভ চিন্তাভাবনা আসলে সেটাকে পজিটিভ চিন্তাভাবনায় বদলাতে পারবেন যাতে প্র্যাকটিস আরো সুন্দর ও সুদৃঢ় হয় ।
    আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে আর আপনারাও আরো মানুষের কাছে পৌঁছে দেবেন এই ভিডিও ,আর নতুন পৃথিবী গড়ার পথে আপনিও শামিল হবেন ।
    VISIT THE PLAYLIST OF THIS CHANNEL :
    ** HOW TO PLAY TABS/LEAD/SOLO GUITAR FROM BASICS
    • How to play Tabs/lead/...
    ** LEARN TAAL/RHYTHM OF SONGS
    • গানের তাল ধরতে শিখুন আগে
    ** UKULELE LESSON FOR BEGINNERS :
    • Ukulele lesson for beg...
    ** ALL ABOUT STRUMMING PATTERN :
    • All About Strumming pa...
    ** GUITAR LESSON FOR BEGINNERS :
    • Guitar lesson for begi...
    ** QUESTION & ANSWERS SERIES :
    • QUESTION & ANSWERS series
    ** MS ACADEMY'S LIVE CLASS UNCUT :
    • Ms academy live class
    My website link :
    www.musicsukanta.in
    Subscribe my other youtube channel :
    / musicsukantaofficial
    Like my facebook page :
    / musicsukanta
    follow on instagram :
    / music.sukanta
    #music #guitar #beginners #learnguitar

Komentáře • 2,1K

  • @akashgain293
    @akashgain293 Před 3 měsíci +41

    দাদা তোমার ভিডিও টা খুব ভালো লেগেছে আমি একদমই বাজাতে পারি না কিন্তু যেই যেই ভাবে দেখলে আমি বাজালাম সুন্দর একটা সাউন্ড দিচ্ছে এবং বাজছে

    • @Samia_016
      @Samia_016 Před 9 hodinami

      আমি নতুন আমার গিটার কেনার অনেক শখ কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারছিনা 😢 দাদা আপনি যদি এটার একটু রিপ্লাই দিতেন তাহলে অনেক ভালো হতো❤😊😊

  • @Chilakotaradda
    @Chilakotaradda Před rokem +888

    বাংলা একটা কথা আছেনা, "রথ দেখাও হলো কলা বেচাও হল" | এই ভিডিওটা পুরো আমার সেই রকম লাগলো! 'গিটার শেখা হল এবং সুন্দর একটা পরিবেশ, একটা সুন্দর দৃশ্য দেখা হল | তুমি যখন ভিডিওটা বানাচ্ছিলে পিছন থেকে বোধহয় বাচ্চারা খেলা করছিল তার আওয়াজ গুলো আসছিল , কিছু হালকা পাখির ডাক , পুরো এনভায়রনমেন্ট-এর একটা সুন্দর পরিবেশের একটা সুন্দর আওয়াজ আসছিল l তার সাথে তো অবশ্যই, এত সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর একটা দৃশ্য , গ্রাম ,তাল গাছ গুলো , খোলা মাঠ , মানে সব মিলিয়ে যেন! একটা খুব সাজানো-গোছানো রূপকথার একটা জায়গা মনে হচ্ছে , আর তারি মাঝখানে বসে যেন খেলায় খেলায় শিখে ফেলা হচ্ছে গিটার l এইরকম ভাবে ভিডিও দাদা আরো চাই, আরো চাই , আমার মনে হয় না এই ভাবে অন্য কেও ভিডিও বানায় l অসাধারণ লাগল দাদা! অসাধারণ!

  • @mrinalkantikarmakar7180
    @mrinalkantikarmakar7180 Před rokem +45

    শুধু গিটার নয় কথা বলার ধরণ এবং ভিডিও খুবই natural . অনেক ভালোবাসা ।

  • @walkerzonalisrak1064
    @walkerzonalisrak1064 Před měsícem +5

    দাদা ৬ মাস আগে আপনার এই ভিডিওটা অর্ধেক দেখছিলাম। আজকে আবার সম্পূর্ণ দেখলাম এবং গিটার কেনার একটা প্রস্তুতি নিয়েছি।আর কি বলবো আপনার এত সুন্দর সাবলীলভাবে উপস্থাপন যে কারো মন কেড়ে নিবে 🥰🥰।।

  • @MMT-jq9fg
    @MMT-jq9fg Před rokem +52

    গিটার কিনি নাই তবুও এই ভিডিওটা দেখতেছি! গিটারকে ভালোবাসি!
    আপনার ভিডিওটা দেখে ভালোবাসা আরো বেড়ে গেলো🖤

    • @MSAcademy
      @MSAcademy  Před rokem +3

      Dhonnobad 😊

    • @Achol153
      @Achol153 Před měsícem +1

      আমি আপনার মতোই গিটার না কিনেই দেখছি অনেক ভালো লাগে দাদার ভিডিও গুলো❤❤

  • @ashikmondal5789
    @ashikmondal5789 Před rokem +41

    আপনি একজন প্রকৃত শিক্ষক ❣️❣️❣️

  • @Sreerupa9
    @Sreerupa9 Před rokem +280

    আমার চোখে আপনি অনলাইন গীটার শিক্ষার সেরা শিক্ষক 😊

  • @Max-vy5ri
    @Max-vy5ri Před 3 měsíci +8

    আপনার কথা বলার ধরণ আপনার শিখার ধরণটাই আলাদা। আনেক আনেক ভালো লেগেছে।

  • @aribahossain9931
    @aribahossain9931 Před rokem +63

    এত সুন্দর ভাবে এক্সপ্লেইন করে প্রতিটা ছোট ছোট বিষয় গুলো এত সহজভাবে এই প্রথম ভাবে শিখলাম। 😍😍😍 ধন্যবাদ দাদা।

  • @dasbabugaming5507
    @dasbabugaming5507 Před rokem +35

    সত্যি দাদা তুমি খুব সহজ ভাবে গিটার বাজানোর পদ্ধতি তুলে ধরছো,কিন্তু একটা অনুরোধ গান শুনে যেনো বলেদিতে পারি যে গানটা ওই chords গুল বাজছে ,অন্তত ওই অবধি শেখানোর চেষ্টা করো,আসা করি 100 বছর পরেও কারোর না কারোর কাজে লাগবে।🙂🙂🙂 তুমি আমার অনলাইন 🤘 গুরু,যেদিন সামনা সামনি দেখা হবে সেই দিন অনলাইন টা মুছে দেবো।🙂🙂🙂

  • @nurhossain6326
    @nurhossain6326 Před rokem +22

    আমি আসলে দাদা তোমার কথাগুলো শুনে যেমন মোটিভেটেড হই, তেমনি তোমার কথা বলার ভদ্রতা ও স্টাইল দেখে খুবই ভালো লাগে
    তার উপর তোমার শেখানোটাই অনেক আন্তরিক। যে জিনিসগুলো গ্রাহ্য করেনা অনেক প্রো গিটারিস্টরা , সেটাও তুমি খেয়াল রাখো।
    ভালোবাসা বাংলাদেশ থেকে 🇧🇩

  • @rik6707
    @rik6707 Před rokem +24

    সত্যি বলতে আমি গিটার সম্মন্ধে কিছুই জানি না কিন্তু আপনার এই explain করার ক্ষমতা দেখে সত্যি মুগ্ধ হলাম। 🎸 কেনার ইচ্ছা আছে খুব শীঘ্রই কিনবো তবে শিখবো আপনার থেকেই😊।।

    • @MSAcademy
      @MSAcademy  Před rokem +4

      Dhonnobad 😊

    • @arixfun
      @arixfun Před 8 měsíci

      Amio same ai 1-2 month er moddhei hoito kinbo

    • @MH-10
      @MH-10 Před 7 měsíci

      ​@@arixfunভাই কিনসেন?

    • @arixfun
      @arixfun Před 7 měsíci

      @@MH-10 Ha kine niachi

  • @rakhirajrupachatterjee5687

    রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এই রকমভাবেই শিক্ষাদানের স্বপ্ন দেখেছিলেন। তুমি প্রকৃতির মধ‍্যে এত সুন্দরভাবে বুঝিয়ে বললে...এককথায় অনবদ‍্য। একদম শুরুর শুরুটা কেউ বলে না। বলে নি কখনো। খুবই উপকারী একটা কনটেন্ট। আমি ডাউনলোড করে দু তিনবার করে শুনলাম। খুউউউউব ভালো থাকো বাবা। অনেএএএএক আদর তোমাকে।🌻

    • @MSAcademy
      @MSAcademy  Před rokem +2

      আশীর্বাদ করবেন , আপনাদের দেখানো পথেই এগোতে যেন পারি 🙏🏼

  • @akashchandra1074
    @akashchandra1074 Před rokem +6

    দাদা কি বলব বলার ভাষা নাই আসলেই মন ছুঁয়ে গেছে। আমার গীটার বাজানো ও শিখতে ইচ্ছে আছে কিন্তু তেমন গুরুত্ব দেইনি আপনার ভিডিও টা দেখার পর মন থেকে ঠিক করে নিয়েছি যে আপনার মতো শিক্ষক থাকলে আমি ঠিকই আমার ইচ্ছে পূরণ করতে পারব ।পাশে থাইকেন সবসময়🥰🥰🥰🥰

  • @raselahmed9932
    @raselahmed9932 Před 3 dny

    গত রাতে অনলাইন থেকে গিটার আনলাম। আজকে আপনার এই পুরো ভিডিও দেখলাম।
    দেখে মনে হলো, গিটার বাজানো খুব সহজ না, আবার এতটা কঠিন ও না। তবে ভিডিও দেখে যা বুজলাম, এটা শিখতে হলে ইচ্ছেশক্তি থাকতে হবে, চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। তাহলেই শিখা সম্ভব।

  • @shuvamondal6625
    @shuvamondal6625 Před 4 měsíci +1

    দাদা তোমার প্রতিটা কথা খুব গুরুত্ব পূর্ণ আমার খুব ভালো লাগে। আমিও একটা গিটার কিনেছি ।। আগে একটা গিটার ছিল কোনো কারণে আমি বিক্রি করে দিয়েছি । But 😢 ওর মায়ায় পড়ে গেছি তাই আবার নতুন করে সুরু করলাম । তোমার ভিডিও আমি ফার্স্ট বার অনেক কিছু জানলাম শিখলাম। আমার বাড়ী সোনারপুর Thank you Dada।

  • @user-im7fe4ts3b
    @user-im7fe4ts3b Před 5 měsíci +4

    ভাইয়া আমি Bangladesh 🇧🇩থেকে আপনার ভিডিও টা দেখছি আপনার কথা গুলো শুনার পরে আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে আমি অনেক inspire হয়েছি আপনার কথা শুনে ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর করে বুঝানোর জন্য ❤️

  • @jotybkash999
    @jotybkash999 Před rokem +4

    দাদা আমরা ব্যস্ততার মাঝেও আপনার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখে যেন গিটার শিখতে পারি
    আপনি এভাবেই আমাদের পাশে থাকেন।

  • @subratajana9370
    @subratajana9370 Před měsícem

    সত্যি আপনার জন্য আবার নতুন করে শুরু করছি, এখন যতটুকু বাজাতে পারছি তাতেই মনের মধ্যে একটা অদ্ভুত খুশী অনুভব করি, আপনাকে অনেক ধন্যবাদ 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🥰🥰

  • @junayedmunna-wo7mt
    @junayedmunna-wo7mt Před 6 měsíci +1

    ভাই ভিডিও টা অনেক আগের , আমি ও গিটার কিনেছি অনেক দিন আগে আপনার হাতের গিটার টা আর আমার গিটার সেইম,আগে ও ভিডিও টা দেখেছি মন দিয়ে না আজ মন দিয়ে দেখলাম,আর আজ থেকে হবে আমার পথ চলা শুরু,,,আশা করছি আপনার সব গুলো লেচন শুনলে আমি নিজের মতো করে বাজাতে পারবো ,এইটাই অনেক কিছু আমার কাছে ❤

  • @mr.phantom2770
    @mr.phantom2770 Před 10 měsíci +4

    29:37 i became a fan after hearing u sing that was very beautiful not only ur voice and the song but the guitar melody was extremely soothing❤

  • @MsRajib123
    @MsRajib123 Před rokem +7

    Great lines.. really motivated.. after watching your video the interest and hunger of learning keep on increasing.. thank you sir..

  • @Bithikasaha.89251
    @Bithikasaha.89251 Před rokem +1

    Dada thank you Tumi amar gitur ar motivation 🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤ i love you dada.

  • @ushabishwas6274
    @ushabishwas6274 Před rokem +7

    🌸আপনি অনেক ভালো কাজ করছেন।🌸ধন্যবাদ 🌸

  • @rajeshhazra4595
    @rajeshhazra4595 Před rokem +56

    Simple, motivating and straight from the heart. And what comes from the heart, goes to the heart. Please continue this series. I just bought my first guitar and one of my friends recommend me your channel. I think I'm in the right place. Thank you ❤️

  • @ayansayan8229
    @ayansayan8229 Před rokem +6

    Watching it for the sixth time just for the last song.. Loved It!!!!

  • @nasrinsultana4472
    @nasrinsultana4472 Před 3 měsíci

    এত ভালোভাবে কেউ শেখাতে পারে, ভাবা যায় না। keep it up bro ❤

  • @nirmolsarker9858
    @nirmolsarker9858 Před 4 měsíci

    আমি বাংলাদেশ থেকে বলছি। খুব সুন্দরভাবে শিখাও, তোমার শিখানোর ধরনটা একটু অন্যরকম। তোমার কথাগুলো তার চেয়েও বেশি সুন্দর তোমার উপদেশ গুলো আমার কাছে দারুন লাগলো। শিখতে চাই তোমার কাছে তুমি প্রতিনিয়ত ভিডিও দেবে আমরা সবাই দেখব এবং শিখবো। ধন্যবাদ তোমাকে

  • @stechside
    @stechside Před rokem +8

    দাদা সত্যি কথা গুলো খুবই ভালো লাগলো, অনেক মোটিভেট হলাম,❤️
    অনেক নতুন জিনিস জানতে পারলাম 😊
    Thank you so much 💕🥰

  • @sudiptasarathi
    @sudiptasarathi Před rokem +3

    Thank you sir ❤️ please continue all lesson

  • @saviogomes7543
    @saviogomes7543 Před 22 dny

    Dada apnara kotha sune khub motivate hoyeche ❤

  • @user-xf8uc4id2j
    @user-xf8uc4id2j Před 2 měsíci

    Apnar video ta dekhe onekta stress mukto holam cause your background of nature with your teaching skills i really Loved also i want to learn to play guitar for that I'm watching your video for first time
    Thanks ❤

  • @jitugoldar495
    @jitugoldar495 Před měsícem +3

    খুবই সুন্দরভাবে বুঝিয়েছো দাদা অনেক ভালোবাসা এবং এভাবেই এগিয়ে যাও❤❤

  • @realmephone8910
    @realmephone8910 Před rokem +4

    দাদা আমি মালয়েশিয়া তে থাকি অনেক শখ একটি গিটার কিনেছি শিখব বলে অনেক জায়গা থেকে অনেক ভিডিও দেখেছি কিন্তু কোন লাভ হয়নি মনে হচ্ছে তোমার ভিডিওগুলো এত সহজ এত সুন্দর যে আমার মনে হচ্ছে আমি একদিন শিখে যাব তাই তোমার সাথেই আছি তাই আমাদেরকে আরো নতুন নতুন ভিডিও দিও যেন আমরা সহজেই শিখতে পারি
    🥰🥰💓💓🥰🥰

  • @sweetymahantasweetymahan-zr7we

    Very very thnku bro apne bohut bohut acchese explain kiya ..❤❤❤ love u..

  • @user-ee2sb7qb1j
    @user-ee2sb7qb1j Před 3 měsíci

    ধন্যবাদ স্যার,,,অনেক টা মোটিভেট হলাম❤️❤️❤️❤️

  • @hasanmahmud543
    @hasanmahmud543 Před rokem +7

    You're so good at explaining and teaching guitar

  • @munimratul2234
    @munimratul2234 Před rokem +9

    Bro, love from BD! Following you since my guitar journey!
    One request, after passing so many times found descending is not matching properly! There are other guitar guys playing with me having the same problem!Though we practiced with Metronome!
    Pls show some effective Descending exercise!!❤

  • @FahanNobin
    @FahanNobin Před 8 měsíci +2

    (Music come from heart), You are the best example of this sentence Dada💙
    Love from Bangladesh 🇧🇩

  • @vacancyupdate_preparation
    @vacancyupdate_preparation Před 11 měsíci +1

    দাদা তুমি চম্পাহাটি New CZcamsr দের নতুন inspiration. Love you দাদা।

  • @mrinmaymondalm11
    @mrinmaymondalm11 Před rokem +3

    আমার Guitar শেখার motive হল নিজে শোনার জন্য।

  • @utpalbiswas3323
    @utpalbiswas3323 Před rokem +7

    অনেক অনেক ধন্যবাদ স্যার, গিটার বাজানোর জন্য আমাদের মনকে কিভাবে তৈরি করা যাবে তা জানা গেল আপনার কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ।

    • @MSAcademy
      @MSAcademy  Před rokem +1

      Dhonnobad 😊

    • @jkjakaria7550
      @jkjakaria7550 Před 2 měsíci

      ​@@MSAcademydada ami tomar big fan plz support korben and apnar jonno onek dua roilo baya😊😊😊😊😊

  • @B.M.B.S
    @B.M.B.S Před 6 měsíci +1

    এই প্রথম আমি কারো ভিডিও এত মনযোগ সহকারে শুনলাম 😊
    ধন্যবাদ এত সুন্দর ভিডিওটার জন্য❤

  • @Timepass-xq8oc
    @Timepass-xq8oc Před 7 měsíci

    দাদা কি বলি বলার ভাষা নেই এত্তো সুন্দরভাবে যে ইউটিউব এ কেউ বোঝাবে ভাবার বাহিরে ছিলো । আমি অনেক গুকা ক্লাস দেখেছি অনেকের শেষে আমার ইচ্ছা হারিয়ে ফেলেছিলাম কিন্তু আপনার টা দেখি আমি এখন অনেক টা শিখে গেছি

  • @nikita0915
    @nikita0915 Před rokem +4

    Thank you dada ❤️

  • @apubarman3727
    @apubarman3727 Před rokem +3

    দাদা তোমার voice শুনলে আমার সারাদিন এর ক্লান্তি দুর হয়ে যায় ♥️

  • @bharatisaharoy6611
    @bharatisaharoy6611 Před 2 měsíci

    আমি এখনো গিটার কিনিনি, কিন্তু গিটারের প্রতি আমার মনের গভীরে কোথাও একটা আলাদা জায়গা আছে,আমি জানি আমি যদি একটু আধটু ও বাজাতে পারি,আমি ভীষণ মোটিভেট হব, ভালো থাকব আরো বেশি করে, আর অন্যকে আনন্দ দিতে পারব।খুব সহজ সুন্দর লাগলো পুরো ভিডিও টা, অনেক অনেক ধন্যবাদ

  • @user-sg9yp1mk9l
    @user-sg9yp1mk9l Před měsícem

    ভাইয়া আপনি তো কামাল করে দিলেন এত সহজভাবে বুঝে দিলেন যে সবগুলো মাথায় ঢুকে গেল ❤️❤️❤️

  • @soulgaming5786
    @soulgaming5786 Před rokem +15

    ভাই আসলে আমার কাছে গিটার নাই কিন্তুু কথা গুলো সুনে আগ্রহ জাগলো গিটার সেখার❤️

  • @thebongshaayar
    @thebongshaayar Před rokem +12

    Hi Sukanto da, good content❤️. I enjoyed the video throughout. I would like to add one point: For beginners, sometimes, the strings do not get properly pressed even if the fingers are kept at right angles, the reason is, the fingertips are still soft. As a result, the other strings are touched, and the sound is muted. To press the strings properly, our fingertips need to be hardened with calluses, which happens as we practise more and more.

    • @MSAcademy
      @MSAcademy  Před rokem +1

      Thank you

    • @bappondey.
      @bappondey. Před 10 měsíci

      Hii. Sukanto da amro chite mon acche bt kichu problem r jonno hocchena bt I try. Otherwise tmr chikano system ta amr khub bhalo laglo ❤ nysss😊

  • @user-zo3be6vx2r
    @user-zo3be6vx2r Před rokem

    29:24 mark kore rakhlam.
    Puro video theke onek kichu sikhlam, nijer choto choto mistake gulo thik korar chesta korbo ebar theke. But dada tomar ei kotha ta, " sikhe jachhi continuously". Ei mentality manush er moddhe onek boro positive change ene dey. Asha Kori agami dine aste aste onek kichu sikhte parbo tomar theke. Sudhu guitar bajano na, kindness o politeness o.

  • @aremran7709
    @aremran7709 Před 4 měsíci +2

    অমেক ভিডিও দেখলাম এমন করে কেউ বলে নাই
    ধন্যবাদ ভাই

  • @Jisan_ahmed507
    @Jisan_ahmed507 Před rokem +2

    আমি বাংলাদেশ থেকে বলছি একজন স্যার হিসাবে আপনি best Amr dekha ভালবাসা রইলো আপনার জন্য ❤

  • @innocent_krishna0755
    @innocent_krishna0755 Před rokem +5

    I love guitar❤️😊 🎸

  • @JoyRoy-vy6xc
    @JoyRoy-vy6xc Před 22 dny

    আমার কাছে গিটার নেই ভাবছি কিনবো। আপনার ভিডিও টা দেখে অনেক কিছু জানতে পারলাম❤ Thank you 🌸

  • @nAfeja__143
    @nAfeja__143 Před 6 měsíci

    Apnar video dekha klk gitar kena anlam😌vabselam ekdom e parbo nahh...ekhon apnar video dekha mone hoitese nah ame parbo😌try kore dera dera sekha felbo✨💖thq vhaiya😇

  • @guitarroutes327
    @guitarroutes327 Před rokem +4

    Dear I don't know bengali. But i wish that you start giving lessons in hindi so that you can capture large viewers

  • @chanddas6678
    @chanddas6678 Před rokem +3

    গত এক বছর হলো Guitar নিয়েছি।
    কিন্তু শিক্ষক আজ পেলাম। আমাকে guide করার মতো কেউ ছিল না।
    আপনাকে প্রথম পেলাম।
    আশীর্বাদ করবেন যেন শিখতে পারি। আমার প্রণাম নেবেন 🙏🙏

    • @MSAcademy
      @MSAcademy  Před rokem +2

      খুব ভালো লাগলো জেনে । খুব ভাল করে প্র্যাকটিস করো । আমার যেটুকু জ্ঞান আছে অবশ্যই চেষ্টা করব

    • @chanddas6678
      @chanddas6678 Před rokem

      @@MSAcademy Akdom Sir

  • @wasitahmedohi199
    @wasitahmedohi199 Před rokem +1

    Ami guitar bajate pari but tao apnar video ta deklam...valo laglo ❤️

  • @amalontube8089
    @amalontube8089 Před 9 měsíci +2

    I'm also so thankful to you Dada
    I learned guitar related as well as motivational words from this lesson to move ahead for better success
    Again Thank you Dada ❤

  • @sohinimondal4303
    @sohinimondal4303 Před měsícem +1

    Dada vai , biswas koro tomar video ta theke ami onek onek upokrito hoyechhi....
    Thank you so much.😊👍👍👍
    Amar onek diner echha chilo gitar bajano.But ami akdomi pari na..
    So , thank you😊😊😊

  • @mdmaidulislam2882
    @mdmaidulislam2882 Před 11 měsíci +1

    সম্ভবত এই প্রথম কোনো ইউটিউব ভিডিও না টেনে দেখছি!🤝
    অসাধারণ শিক্ষক আপনি! ❤️

  • @user-tg5tl6uc2s
    @user-tg5tl6uc2s Před 6 měsíci

    দাদা বাংলাদেশ থেকে আপনার পুরো ভিডিওটা দেখলাম.খুব ভাল লাগলো৷

  • @HarekrishnaMaji-sj2fv
    @HarekrishnaMaji-sj2fv Před 18 dny

    Dada thank you very much
    Eirokm ekta music lesson deoer Joanno ,,ar ekta jinis sob theke important music premider jonne jeta ami prothom apnar mukhei sunlam je jokhoni music instrument play korte jabo seta jeno tuning korer porei play kori Karon ear training ta musicians ther besi omportant

  • @jeetghosh8639
    @jeetghosh8639 Před 9 měsíci +2

    Dada tomar bolar dhoron ta darun ee sundor❤❤

  • @YOURN4ME69
    @YOURN4ME69 Před 10 měsíci

    এতো সুন্দর ভাবে আর এতো সহজ ভাবে বোঝালেন সত্যি খুব উপভোগ করলাম অনেক কিছু শিখতে পারলাম।✨☺️।
    এতো সুন্দর করে অনলাইনে এ কখনো শিখি নাই সত্যি খুব ভালো লাগলো

  • @ratnadiproy6614
    @ratnadiproy6614 Před 11 měsíci +1

    আহা দাদা তুমি তো মন / হৃদয় ছুঁয়ে গিয়েছো ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @PriyankaFindEasy
    @PriyankaFindEasy Před 11 měsíci

    Darun laglo tomar video asha krchi j onek kichu sikhbo tmr video theke

  • @user-hi8lt2ik3i
    @user-hi8lt2ik3i Před 17 dny

    বিষয় হলো দাদা পর্ব 1, 2 , এইভাবে দিলে আমাদের সুবিদা হতো আর দাদা আপনার কন্ঠ কিন্তু দারুণ,

  • @kabirstutorial7119
    @kabirstutorial7119 Před rokem

    খুব ভালো লাগছে, এত ভিউ সাবস্ক্রাইবার দেখে।। যখন তোমার শুরুর দিক তখন থেকে তোমার ভিডিও দেখি।

  • @msIntertainment941
    @msIntertainment941 Před 2 měsíci

    Full watch korechi dada khub vlo laglo aro continue lesson niye acho amader jnno😊

  • @soumenmukherjee6891
    @soumenmukherjee6891 Před rokem

    Dada aapnake anek anek dhanyabad eto sundor kore bojhabar jonno...,ami ekjon beginner bolte paren.....r aajkal kajer chape ektu depression e bhugchi tai ektu guitar sekhar chesta korchi......aapnar kotha gulo sobsomoy mone rakhbo.....abaro aanake dhonnobad...,r ami obbossoi aapnake follow korbo.....

  • @kartik_02k
    @kartik_02k Před rokem

    Sure ami kichu jani nah ajj e guitar niya aschi and tomar video ta puro dekh lam khup vlo e laglo 😊❤

  • @jhumpapaul4994
    @jhumpapaul4994 Před rokem

    Khub valo laglo natun guiter shikchi video ta dekhe mone sahos barlo

  • @rifats1822
    @rifats1822 Před rokem +1

    আপনার কথা গুলার সাথে আমার অনেক কিছুই মিলে গেছে আমি নতুন, গিটার কিভাবে ধরতে হয় সেটাও জানি না তবে গিটারের প্রতি আমার একটা অন্য রকম ভালো লাগা আছে সেই ভালো লাগা থেকেই গতকাল আমি একটা গিটার কিনেছি আমি পারবো কিনা জানি না তবে আপনার এই ভিডিও টা দেখার পর আমার শেখার ইচ্ছাটা আরো দ্বিগুণ বেড়ে গেছে আমি শিখতে চাই আশা করছি আপনার পরবর্তী ভিডিও থেকে আরো কিছু শিখতে পারবো ধন্যবাদ।

  • @Nilakshertara-tn6qh
    @Nilakshertara-tn6qh Před 29 dny

    অনেক ইচ্ছা গিটার বাজানোর, কিন্তু বাজাতে পারি না বলে 😔😔 কিনতেও চাই না, কিন্তু আপনার শেখানো টা এতো টা ভালো লাগছে, 🥰🥰, এবার আমি গিটার কিনবো, এবং, ভালো ভাবে শিখবো

  • @mirshadin1056
    @mirshadin1056 Před 2 měsíci

    দাদা অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মোটিভেট করার জন্য একটি ❤❤❤❤

  • @artbyadityamaity
    @artbyadityamaity Před rokem +1

    Aj sandhay man ta bhore gelo..❤️❤️

  • @NovelsAndaNomad
    @NovelsAndaNomad Před 11 měsíci

    oh my world. THANK YOU SO MUCH SIR FOR THIS

  • @sagorsaha6983
    @sagorsaha6983 Před rokem

    Dada Ami Bangladesh theke bolchi,,apnr khta gulo just wow onk motivation pai

  • @antubassonbiswas
    @antubassonbiswas Před rokem +2

    আমার গিটার শেখার মূল উদ্দেশ্য নিজেকে সময়ে-অসময়ে গান শুনানো 😊
    আফসোস, গ্রাম এলাকায় থাকি। কোনো টিচার নেই এদিকে। ফিজিক্যালি শিখতে হলে প্রতিদিন ২০০ টাকা গাড়িভাড়া খরচ করে শহরে যেতে হবে 😓
    বাংলাদেশ থেকে বলছিলাম দাদা ❤

    • @MSAcademy
      @MSAcademy  Před rokem +1

      ¶ Contact details for Online class :
      • facebook page- facebook.com/MUSICsukanta
      •• Instagram-
      instagram.com/music.sukanta
      ∆ Follow Our website : www.musicsukanta.in

  • @Officialsomnath2s33
    @Officialsomnath2s33 Před měsícem

    Khub help holo dada video ta dekhe tomar

  • @mahuabanerjee4366
    @mahuabanerjee4366 Před rokem

    Khub bhalo laglo bhai....aami guiter kine o bajate parchhi na....kichhudin sikhe bondho hoye gechhe .....aami eai shuru korlam

  • @Basububu
    @Basububu Před rokem

    So simple, great teaching, bottom of heart teaching. ami kono glitarist noi, ami graphics designer, but jibone kono kichu sekhar pichone anak inspiration pelam. thanks bolle kom bola hobe, tai love u bro. keep going...

  • @sanjibkumarbasak9014
    @sanjibkumarbasak9014 Před 12 dny

    দারুণ লাগলো পরামর্শগুলো

  • @M.T.Tuhin13
    @M.T.Tuhin13 Před 7 měsíci

    Bangladesh theke dekhsi......onkk gulo channel ar apps dekhe vabtesilam guitar sell kore dibo bt tnx apnadr video dekhe kisu ta parsi.........thanks a lot vhaiya

    • @MSAcademy
      @MSAcademy  Před 6 měsíci

      Onek valobasa roilo apnar jonno 🥰

  • @KIRAN-zh5wk
    @KIRAN-zh5wk Před rokem

    Mind-blowing Dada aaj first time daklam ato smooth babe guiter class you tube a r o onk video daklam but tumar moto dakhei ni you are best teacher ❤️

  • @dipsarkar5635
    @dipsarkar5635 Před 5 měsíci

    Amr khub sundor laglo video ta ar ami tmr video dekhe guitar sikhbo❤️❤️❤️... Osadharon video🥰

  • @user-pz1fw1wg2o
    @user-pz1fw1wg2o Před 2 měsíci +1

    Khub bhalo laglo

  • @sarmisthasarkar4153
    @sarmisthasarkar4153 Před rokem

    Prothom dekhlam and sunlam ekhono kichu sikhini parbo kina bughte parchilamna but ami parbo thank u for your motivated lesson

  • @opurbabarua6419
    @opurbabarua6419 Před 3 měsíci

    ভাই আপনার কথাগুলো অমায়িক কথা।।শেখার ইচ্ছে টা আরো দ্বিগুন বেড়ে গেলো

  • @SaymunIslamAntor
    @SaymunIslamAntor Před měsícem

    Bhalobasa roilo apnar jonno Bangladesh theke ❤

  • @sujoybarua543
    @sujoybarua543 Před rokem

    -কয়েকদিন ধরে ফলো করছি আপনাকে।খুব ভালো লাগে আপনাকে।ভগবান আপনাকে সারাজীবন এভাবে হাসিখুশী রাখুক

  • @sbpurelove3752
    @sbpurelove3752 Před 11 měsíci +2

    দাদা আপনার ভিডিওটা দেখে অনেক বেশি motivation পেলাম কারন আমি ভেবে ছিলাম যে হয়তো আমি গিটার কখনোই শিখতে পারবো না, কিন্তু আপনি যে এত সহজ ভাবে সব কিছু বললেন যে আমার এখন মনে হচ্ছে আমিও পারবো...Thank You dada এতো সহজ ভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য..❤

  • @r.sgamer5271
    @r.sgamer5271 Před rokem

    মাত্র দুই/তিন দিন হল তোমার চ্যানেল টা পেলাম।সত্যি অসাধারণ লাগছে তোমার শেখানোর স্টাইল। আমি ডিসেম্বর মাসে গিটার কিনেছি এখনো কিছু শিখতে পারিনি।এই তিন দিনে তোমার থেকে অনেক কিছু শিখলাম।এটা আমার ছেলের চ্যনেল।আমার খুব ইচ্ছে গিটার শেখার ঈশ্বরের ইচ্ছাতে তোমাকে খুজে পেলাম তুমি এভাবে পাশে থেকো।💙💙💙💙💙💙💙💙

  • @susmitadas1035
    @susmitadas1035 Před rokem

    Ki osadharon motivated kotha bollen dada.. Amar natun guitar last 5 yrs bakso bondi, shekhao hoyni...
    Apnar mato teacher er wait korchilo hoyto... 😊😊

  • @koyelsarkar1769
    @koyelsarkar1769 Před rokem

    Khub valo laglo sir apnar ktha gulo..... Amio shikte chai

  • @indiansparrow2897
    @indiansparrow2897 Před rokem

    No skip...puro video ta delhlam dada...khub khub valo laglo...

  • @SagorKhan-vc8ld
    @SagorKhan-vc8ld Před 3 měsíci

    বেস্ট ছিলো দাদা ❤
    বাংলাদেশ থেকে ভালোবাসা নিও🎉

  • @pulpfiction7590
    @pulpfiction7590 Před rokem +2

    দাদা তোমার কথা গুলো মনকে ছুঁয়ে নিল ❤ সত্যি দাদা তোমার গানের গলাটাও খুব সুন্দর ❤❤❤