Enechhi Amar Shato Janomer Prem with lyrics | Anup Ghoshal | Sailesh Duttagupta

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • Listen to Enechhi Amar Shato Janomer Prem sung by Anup Ghoshal from the album Songs To Remember Haimanti Sukla And Anup Ghosal.
    Song Credit:
    Song: Enechhi Amar Shato Janomer Prem
    Album Title: Songs To Remember Haimanti Sukla And Anup Ghosal
    Artist: Anup Ghoshal
    Music Director: Sailesh Duttagupta
    Lyricist: Mohini Chowdhury
    Song Lyrics:
    এনেছি আমার শত জনমের প্রেম
    আঁখিজলে গাঁথা মালা-
    ওগো সুদূরিকা,
    আজো কি হবেনা শেষ
    তোমারে চাওয়ার পালা
    এনেছি আমার শত জনমের প্রেম
    আঁখিজলে গাঁথা মালা-
    স্বপনে আমার সাথীহারা রাতে,
    পেয়েছি তোমায় পলকে হারাতে!
    তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায়, বিফলে সে দীপ জ্বালায়,
    তোমারে চাওয়ার পালা
    এনেছি আমার শত জনমের প্রেম
    আঁখিজলে গাঁথা মালা-
    ওগো সুদূরিকা,
    আজো কি হবেনা শেষ
    তোমারে চাওয়ার পালা
    মনে মনে তবু স্বপ্ন বাসর গড়ি
    এনেছি হৃদয় মিলনের গানে ভরি
    দুরে আছ তুমি
    তবু দুরে নো হো
    স্মরণ সুধায় ভরেছ বিরহ
    প্রেম যেন তব সুদূর গগন হতে
    চাঁদের জোছনা ঢালা
    তোমারে চাওয়ার পালা!
    এনেছি আমার শত জনমের প্রেম
    আঁখিজলে গাঁথা মালা-
    ওগো সুদূরিকা,
    আজো কি হবেনা শেষ
    তোমারে চাওয়ার পালা!
    Label:: Saregama India Ltd
    For more videos log on & subscribe to our channel :
    / saregamabengali
    Facebook:: / saregamabangla
    Twitter:: / saregamaglobal
    Google+ :: plus.google.co...

Komentáře • 600

  • @emranmollikofficial
    @emranmollikofficial Před rokem +218

    থাকুক না সে কল্পনায়, তাকে বাস্তবে না পেলে কিসের এতো কষ্ট, ভালোবাসলে আবার দেহ লাগে নাকি, তাকে অনুভব করাই যথেষ্ট!' 🖤🥰 তাকে সবসময় দূর থেকে ভালইবেসে যাব কমেন্ট করে গেলাম যদি কখনো সে এই কমেন্টেটি দেখে

    • @palashdhar6784
      @palashdhar6784 Před rokem +8

      দারুণ বলেছেন ---

    • @MDRasel-xw2yo
      @MDRasel-xw2yo Před rokem +14

      ভাই আপনার কথা টা শুনে কান্না চলে আসছে,,,, আমিও আপনার মতই একজন

    • @user-hj6rt2px7b
      @user-hj6rt2px7b Před rokem +17

      হ্যা ঠিকই তাছাড়া বাস্তবতায়,সমাজ পরিবারের হুমকি ধমকি,নানা রকম যন্ত্রণা থাকে আর কল্পনার রাজ্যে কোনো বিপত্তি নেই,আকাশের নীলিমায়,সাগরের বিশালতায়,ইচ্ছেমতো ঘুরে বেড়ানো যায় শুধু দুজনায়।মন খারাপের সময় আপন মনে সব দু:খের কথা বলে নিরবে চোখ ভেজানো যায়,আহ!বিচ্ছেদেইতো প্রকৃত সুখ।

    • @rabiulawal143
      @rabiulawal143 Před rokem +3

      Darun comment ❤

    • @emranmollikofficial
      @emranmollikofficial Před rokem +1

      @@user-hj6rt2px7b ধন্যবাদ

  • @aapkifomaish7278
    @aapkifomaish7278 Před rokem +31

    সেই ৪৫বছর থেকে শুনে আসছি, গান সেই আগের মতই আছে নিজেই বুড়ো হয়ে গেছি।

  • @mrarif4614
    @mrarif4614 Před 3 měsíci +11

    এই পৃথিবীতে চোখের জল অনেক দেখতে পেলেও বুকফাটা কান্নার আর্তনাদ কেউ কখনো শুনতে পায় না .............. হয়তোবা প্রকৃত ভালোবাসা লুকিয়ে থাকে অনুভবের অনুভূতিতে সিক্ত নয়নের প্রতিটি অশ্রু বিন্দু তে !

  • @vojosarkar6162
    @vojosarkar6162 Před rokem +42

    এনাদের যদি একবার সামনাসামনি দেখতে পারতাম জীবন টা মনে হয় ধন্য হয়ে যেত৷ কি যাদু আছে এনাদের কন্ঠে সেটা বলে বোঝানো সম্ভব না৷ কিন্তু আমাদের ইয়োঙ জেনারেশন এই গানগুলো কে মুল্য দিল না৷৷

    • @manojroy1400
      @manojroy1400 Před rokem

      গানের গীতিকার মোহিনী চৌধুরী রবীন্দ্রনাথ নজরুল🙏

    • @faridrahman2052
      @faridrahman2052 Před rokem

      @@manojroy1400 বুঝলাম না, গানটির রচয়িতা ৩জনের, জানাবেন।

  • @mr.mahadiislam105
    @mr.mahadiislam105 Před 10 měsíci +11

    কিভাবে কি হয়ে গেল বুঝতেই পারিনি কথা ছিল শত জনম থাকবে আমার পাশে। রাখবো তোমায় আমার সিংহাসনে আমার নদীতে ডুবতে এসোও কই হারিয়ে গেলে সেই ভালোবাসা 😢১০৫

  • @debjanisiddhantamusic7392
    @debjanisiddhantamusic7392 Před 8 měsíci +13

    হে মহান শিল্পী আজ আমরা হারালাম আপনাকে। অমৃতলোকে ভালো থাকুন। কোটি কোটি প্রণাম জানাই

  • @user-kp1kk2tc1r
    @user-kp1kk2tc1r Před rokem +6

    ভালোবাসা শেষ হয়ে গেছে। যা কোনো দিন ভুলে যাওয়ার নয়। বাস্তবতা বড়ই কঠিন। ভালো থাকুক ভালোবাসা ।

  • @akhikhatun3504
    @akhikhatun3504 Před 10 měsíci +14

    ভালোবাসার মানুষ পেয়ে গেলে
    বিরহ কি বুঝা যেত না।
    আর প্রেমের সুন্দর্য প্রকাশ পেত না

    • @jakirjibonjakirjibon4954
      @jakirjibonjakirjibon4954 Před 5 měsíci

      এতো সুন্দর কমেন্ট, ফর্সা হলেই সুন্দর হয় না,সুন্দর মনও থাকতে হয়

  • @mou7992
    @mou7992 Před 9 měsíci +5

    আহা কী গান,মন হারিয়ে যায়।কী মুগ্ধতা, কত পবিত্র ছিল আগের দিন র প্রেম।

  • @juwelrana8412
    @juwelrana8412 Před rokem +10

    কি কবি ছিলেন,আর কি ভাষা ছিলো গানের।আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম

    • @md.jahidhasan97
      @md.jahidhasan97 Před rokem +2

      এই গানের গীতিকার Mohini Chowdhury, কাজী নজরুল ইসলাম নন।

    • @kohinurislam3378
      @kohinurislam3378 Před 8 dny

      Lekhok kaji nojrul​@@md.jahidhasan97

  • @theEnglishfacilitator
    @theEnglishfacilitator Před 2 lety +36

    এতো গান নয়।এ যেন রত্নখানি।এ যেন মূর্ছনা।মন্ত্রমুগ্ধ হয়ে শুধু শুনতে থাকি।

    • @Shahidul605
      @Shahidul605 Před 8 měsíci

      কাজী নজরুল ইসলামের লেখা নজরুল গীতি

  • @mdprinchossen108
    @mdprinchossen108 Před 2 lety +17

    এই গানটি কেনো এতো ভালোলাগে জানিনা তবে জতোবার শুনি মনে হয়
    আরো শুনি... গানটা কম হলেও চল্লিশ বার সুনেছি একটানা

    • @taslimaakter9027
      @taslimaakter9027 Před 2 lety

      এই গানের জনক আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের 🥀💜

  • @mnsumanpatowary1343
    @mnsumanpatowary1343 Před 2 lety +11

    আামার বাবার টেপরেকর্ডে সেই ২০০০ সালে শুনতেন
    আমি তখন ভাবতাম বাবা এ-সব কি গান শুনেন।
    ভালো লাগতো না আমার।
    এখন এই গান আমার প্রতি রোজ শুনতে হয়।
    কমেন্ট করে রাখলাম
    ২০৪০ সন কি কালজয়ী এ-ই গান গুলো প্রজন্ম থেকে প্রজন্ম শুনবে
    এ-ই আশা করি।
    হারিয়ে গেল সেই পুরনো টেপরেকর্ডার
    কিন্তু রয়ে গেছে এবং রয়ে যাবে পুরনো দিনের গান।♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @sukumarwp
    @sukumarwp Před rokem +58

    ২০২৩ ‍সালেে এসেও এ গান শুনতে কোন বিরক্তি আসে না। আসা করি ২০৩০ ‍সালেও এমন চাহিদাই থাকবে।

  • @shayonahmed6579
    @shayonahmed6579 Před rokem +11

    তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়।😇 স্মৃতি রেখে গেলাম।🙃 যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা😊😊

  • @uzzalroy8513
    @uzzalroy8513 Před 2 lety +16

    সত্যিই অসাধারণ যেমন কন্ঠ তেমনি সুর তেমনই কথা গুলো শুনতেই ইচ্ছে করে

  • @smwahidurrahaman9832
    @smwahidurrahaman9832 Před 2 měsíci +1

    2001-2004 হাইস্কুলে পড়ছি। পাশের হিন্দুদের পুজোয় বাজছে এ গান। আহা্ কি মধুর স্মৃতি। সেই সূন্দর সোনালী রংয়ের বিকেল এখন আর আসে না। অন্তরে সেই উচ্ছাস ও নেই।

  • @babudr4200
    @babudr4200 Před 2 lety +26

    এনেছি আমার শত জনমের প্রেম,
    আঁখিজলে গাঁথা মালা;
    ওগো সুদূরিকা, আজও কী হবে না শেষ
    তোমারে চাওয়ার পালা।।
    স্বপনে আমার সাথীহারা রাতে
    চেয়েছি তোমায় পলকে হারাতে
    তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায়
    বিফলেতে দীপ জ্বালা-।।
    তোমারে চাওয়ার পালা।
    এনেছি আমার শত জনমের প্রেম,
    আঁখিজলে গাঁথা মালা;
    ওগো সুদূরিকা, আজও কী হবে না শেষ
    তোমারে চাওয়ার পালা।।
    মনে মনে তবু স্বপন বাসর গড়ি
    এনেছি হৃদয় মিলনের গানে ভরি।
    দূরে আছ তুমি তবু দূরে নহ
    স্মরণ সুধায় ভরেছো বিরহ-
    প্রেম যেন তব সুদূর গগন হতে
    চাঁদের জোছনা ঢালা।।
    তোমারে চাওয়ার পালা।
    এনেছি আমার শত জনমের প্রেম,
    আঁখিজলে গাঁথা মালা;
    ওগো সুদূরিকা, আজও কী হবে না শেষ
    তোমারে চাওয়ার পালা।।

  • @ajaybiswas7708
    @ajaybiswas7708 Před 2 lety +51

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অপূর্ব সৃষ্টি। শিল্পী অনুপ ঘোষাল অসাধারণ গেয়েছেন। দুজনকে সশ্রদ্ধ প্রণাম।

    • @millonmia6428
      @millonmia6428 Před 2 lety +4

      মোহিনী চৌধুরীর লেখা!

    • @mirror961
      @mirror961 Před 2 lety

      এটা কি নজরুলেন লেখা

    • @kajaladhikary59
      @kajaladhikary59 Před 2 lety +6

      এটি মোহিনী চৌধুরীর লেখা ও শৈলেশ দত্তগুপ্তের সুর দেওয়া ।

    • @mausumibagchi3153
      @mausumibagchi3153 Před 2 lety +5

      নজরুলের গান না..আধুনিক গান

    • @kajaladhikary59
      @kajaladhikary59 Před 2 lety +3

      @@mausumibagchi3153 নজরুলের গান‌ও আধুনিক গান‌ই ।

  • @FreeSKYtv-FST
    @FreeSKYtv-FST Před 2 lety +3

    গানের তাল নিয়ে কমপ্লেইন আছে। দারুণ এই গানটি শুনলেই মনে হয় তাল কাটছে, তাল কাটছে। অন্য কোনো তালে গানটি গাইলে গানটির লয়, ছন্দ, গতি শ্রুতিমধুর হতো। অনেক পুরোনো এবং বহুল শ্রুত বলেই এই তালেই গীত গানটি বাইবেল হয়ে যায়নি।

  • @bananikhandoker2335
    @bananikhandoker2335 Před 2 lety +19

    মুগ্ধতা আর ভালোলাগায় মনটা
    ভরে যায়।সেই কৈশরের ভালোবাসায়
    মোহছন্ন। হৃদয়ের ভিতরটা নাড়া দিয়ে
    যায়।

    • @suvashito2978
      @suvashito2978 Před 2 lety

      সত্যি ই তাই.... 👌👍❤️

  • @tanvirhossain9618
    @tanvirhossain9618 Před 2 lety +19

    যখন অনেক ছোট ছিলাম, আম্মুকে দেখতাম গান গুলো শুনতে। তখন বুঝতাম না গান গুলো, আর ভালোও লাগতো না।আর এখন ঘুম থেকে উঠে এসব গান না শুনলে ভাল লাগে না।কি কথা কি সুর। আহ! নজরুলের অপুর্ব সৃষ্টি। ❤️

  • @Stvillagekitchen923
    @Stvillagekitchen923 Před 2 lety +39

    কি সুর!! কি কণ্ঠ!! এর স্রষ্টা কে শত কোটি প্রনাম...

  • @abdullahalarman8725
    @abdullahalarman8725 Před rokem +23

    অসাধারন,
    যিনি গেয়েছেন, যিনি সুর দিয়েছেন, যিনি লিখেছেন সবার প্রতি ভালোবাসা

    • @ueodamurhuda3442
      @ueodamurhuda3442 Před 11 měsíci

      কন্ঠ:অনুপ ঘোষাল।

    • @Sohelofficial-o4m
      @Sohelofficial-o4m Před 5 měsíci

      লেখক বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম৷

  • @smahammed1698
    @smahammed1698 Před 3 měsíci +3

    ওগো সুদূরিকা.....
    আজও কী হবে না শেষ
    তোমারে চাওয়ার পালা.....

  • @sportsworld1988
    @sportsworld1988 Před 2 měsíci +1

    সেই শেষ দেখার চাহনি তোমার এখনো বৃষ্টি এলে সেদিনের বৃষ্টির কথা মনে পরে যায় তোমার সেই চাহনির কথা, হয়তো কোনো দিন বোলা যাবে না, এখনো ভালোবাসি আগেরই মতো ❤️

  • @lailahaillallah1394
    @lailahaillallah1394 Před 2 lety +9

    সকল প্রশংসা এক সৃষ্টিকর্তার
    "THE MANKIND IS A FAMILY"
    মহান সৃষ্টিকর্তার নিকট
    সকল হৃদয়ের প্রার্থনা হোক একটাই
    সৃষ্টি পরিবারের প্রতিটি প্রাণের জন্য
    সত্য,সুন্দর ও ন্যায়ের পৃথিবী চাই;
    সর্বান্তকরণে সবার সার্বক্ষণিক প্রচেষ্টাও হোক তাই.....

  • @hasanraju1890
    @hasanraju1890 Před 8 měsíci +1

    ছোটবেলা তেকে এই গানগুলো শুনে বড় হয়েছি, আজো খুঁজে খ্যঁজে শুনি। শিকড় তো এখানে।

  • @shabbirhossain4496
    @shabbirhossain4496 Před rokem +5

    ওগো সুদূরিকা আজো কি হবে না শেষ তোমাকে দেখার ও পালা....? কোথায় তুমি সুদূরিকা

  • @nusratmaghnanusratmaghna559

    তার স্বরনেই গানটাতে কমেন্ট রেখে গেলাম। তার ভালোবাসার স্মৃতিচারণ হিসাবে।
    জানিনা কেন তাকে এতো ভালোবাসি❓ তাকে আমি ভালোবাসি অবিরাম ❤MN❤

  • @tanviranjum6724
    @tanviranjum6724 Před 5 měsíci +1

    এই গানটি শুনলে মন কোথায় যেন হারিয়ে যায়। অচেনা এক ব্যথা বুকের পাজরে আঘাত করে এক ভালো লাগার বেদনায় আসক্ত করে ফেলে।

  • @imranmoon4338
    @imranmoon4338 Před 10 měsíci +2

    সেই ২০০৪ সালে রেডিও তে ক্লাস ফোরে থাকতে শুনতাম,,আজ ২০২৩ সাল আমি বুড়া হয়ে যাচ্চি,,,গান যেনো চির যৌবনা💓💓

  • @ahmedazad3669
    @ahmedazad3669 Před rokem +3

    যে গান শুনলে আত্মায় প্রশান্তি আসে চোখ জলে ভরে যায় সেটাই তো গান
    প্রিয় কবি নজরুল

  • @ruchiradalal1126
    @ruchiradalal1126 Před 2 lety +3

    অপূর্ব গান শিল্পী ও অপূর্ব কথা অপূর্ব সব মিলিয়ে এভারগ্রী ন। আর কিছু বলার ভাষা নেই। সমস্ত গান প্রশংসার ঊর্ধ্বে।

  • @ritandas7079
    @ritandas7079 Před 8 měsíci +2

    আজকে উনাকে হারিয়ে পেললাম।এই অপুরনীয় ক্ষতি কখনো পুরণ হবার নয়।

  • @hafizrahman8050
    @hafizrahman8050 Před 2 lety +84

    চমৎকার এগানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম আর সুর করেছেন কমল দাশগুপ্ত- এনিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন মানে হয়না।

    • @bidyutkumarganguly6605
      @bidyutkumarganguly6605 Před 2 lety +8

      Nazrul ke tanlen keno ei gaane ? Kamal Babu o ei gaaner kono bhagidar non.

    • @manuroy2880
      @manuroy2880 Před 2 lety +3

      You are right

    • @kajaladhikary59
      @kajaladhikary59 Před 2 lety +16

      এক বিভ্রান্তি কাটাতে গিয়ে আর এক বিভ্রান্তি ছড়ালেন। এগানটির সুরকার কমল দাশগুপ্ত নয় শৈলেশ দত্তগুপ্ত । গানটির গীতিকার মোহিনী চৌধুরী । আমার কাছে গৌরীকেদার ভট্টাচার্যের সিডি আছে , যিনি প্রথম এই গানটি গেয়েছিলেন । সেখানে এই নাম‌গুলিই লেখা আছে ।

    • @regionalbengalitaste2246
      @regionalbengalitaste2246 Před 2 lety +9

      @@kajaladhikary59 যোগ্য জবাব, অল্প বিদ্যা ভয়ংকরী

    • @mhnayen5131
      @mhnayen5131 Před rokem

      ​@@bidyutkumarganguly6605, ষ,সীরী

  • @Nayem-ec3ps
    @Nayem-ec3ps Před 4 měsíci +2

    সালটা ছিল ২০০৫,ক্লাস ৩ তে পরি। বোনের বিয়েতে গিয়ে বলেছিলাম আঁখি কে বিয়ে করবো, আঁখি এখন আমার দুই মেয়ের মা।

  • @md.delowarhossain9918
    @md.delowarhossain9918 Před 2 lety +8

    প্রেম নিজে কাঁদে অন্য কেউ কাঁদায়

  • @ShashiRahman
    @ShashiRahman Před 2 lety +14

    সেই প্রথম শোনার অনূভুতি নাড়া দেয়, কেনো এতো ভালো লাগে??? কেউ কি বলতে পারেন!!❤️

    • @salimjaman1167
      @salimjaman1167 Před 2 lety

      বয়সের গুণ!@ Shashi Rahman

    • @raselahmed4380
      @raselahmed4380 Před 2 lety

      তো আই কিত্তাম

    • @shahinoortuhin3514
      @shahinoortuhin3514 Před 2 lety

      যদি প্রেম নিরবে আসে। কারন আমার মতে এটি প্রেমময় সংগীত। যা শুনতে বার বার মন চায়।

    • @biddyutroy7209
      @biddyutroy7209 Před 2 lety +2

      কারন প্রথম কাউকে ভালো লাগার অনুভূতির কথা মনে পড়ে যায়।
      শুধু মাত্র প্রেমের মধুর সময়ের জন্য নয়-! কৈশোর থেকে যৌবনে পদার্পণ যখন করেছি তখনো এই গানটা ভালো লেগেছে এই বুড়ো বয়সে এসেও তাই আপনার আমার সকলের কাছে এই গানটা ভালো লাগে।

    • @tripasaha....6239
      @tripasaha....6239 Před 2 lety

      @@biddyutroy7209 একদম ঠিক..

  • @mizanurrahaman6144
    @mizanurrahaman6144 Před 5 měsíci +3

    ওগো সুদুরিকা আজো কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা.... সত্যি এ চাওয়ার কোন শেষ নেই,যুগ যুগান্তরের. …
    ....

  • @abdurrashid-yr7gv
    @abdurrashid-yr7gv Před rokem +2

    হায়রে প্রিয় সংগীত মন প্রান উড়ে যায় ভাবের কোন অজানা দিগন্তে।

  • @mamunorrashid8483
    @mamunorrashid8483 Před 3 měsíci +3

    তুমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতনা প্রিয়, স্মৃতিতে রেখে দিলাম, যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটা শোনতে এসে লাইক দিবে, তখন নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো, প্রিয় গানটা💔💔💔💔

  • @alpacino9226
    @alpacino9226 Před 3 lety +32

    আমার নানু এই গানটা অনেক শুনত। এখন নানু আর নেই। এই গানটা মাঝে মাঝেই আমার মাথায় আকাশ থেকে এসে পরে।

  • @missnobija9614
    @missnobija9614 Před rokem +4

    গানগুলো সুনলে মনে হয় যেন মনের ভিতরের সব কষ্ট দুর হয়ে যায়,,গানগুলো যে কত ভাল লাগে তা ভাষায় প্রকাশ করা যাবে না,যত বলি ততই মনে হয় কম হবে বলা

  • @mdtaj4450
    @mdtaj4450 Před rokem +69

    প্রিয় কবি নজরুলের অনন্য কীর্তি,,,,,,,, রবিন্দ্রনাথের নামে প্রচার করে,,, ওরা জানে না, নজরুলের সাথে কারো তুলনা হয় না

    • @md.jahidhasan97
      @md.jahidhasan97 Před rokem +7

      এই গানের গীতিকার Mohini Chowdhury, কাজী নজরুল ইসলাম নন।

    • @KamrulHasan-zk1sj
      @KamrulHasan-zk1sj Před rokem +10

      ​​@@md.jahidhasan97 গানটি লিখেছেন কাজী নজরুল ইসলাম

    • @mihirmazumder9810
      @mihirmazumder9810 Před rokem +8

      ১৮৬১ সালের ৭ই মে রবীন্দ্রনাথের জন্ম
      ১৮৯৯ সালের ২৪ শে মে নজরুলের জন্ম
      তার মানে দাড়ায় রবী ঠাকুর ৩৮ বছরের বড়।
      আর একটা কথা ভাইয়া রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পায় নজরুলের বয়স ছিলো ১৪ বছর।
      ব্যাপারটা মনে হয় আপনাকে বোঝাতে পেরেছি।

    • @asrafulrahman9596
      @asrafulrahman9596 Před rokem +12

      @@mihirmazumder9810 বয়স দিয়ে শ্রেষ্ঠত্ব মাপা যায়না

    • @asrafulrahman9596
      @asrafulrahman9596 Před rokem

      @@mihirmazumder9810 রবি ঠাকুর আমাদের ফারসি মহাকবি শেখ সাদির কবিতা চুরি করে বাংলা করে তার নিজের নামে চালাত😆😆

  • @urmidey6134
    @urmidey6134 Před 8 měsíci

    ছোট বেলায় শুধু ভালো লাগার জন্য শুনতাম ভালো লাগতো তাই। কিন্তু বড় হওয়ার সাথে সাথে গানের অর্থ গুলো বুঝতে পারলাম।
    সত্যি এ গান গুলো সকল সংগীত প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় অমর হয়ে থাকবে।।
    ❤❤❤❤❤❤❤❤

  • @mdrayhanhossain8147
    @mdrayhanhossain8147 Před rokem +7

    আমার কলিজার পছন্দের গান ❤️❤️❤️

  • @md.abdussattar2272
    @md.abdussattar2272 Před 5 měsíci

    যেদিন মনে খুব কষ্ট লাগে তখন গানটা শুনি আর চোখ দিয়ে অঝোরে পানি আসে। গানের কথা গুলো যেন আমার মনের কথা।

  • @bipuldeb7790
    @bipuldeb7790 Před rokem +5

    পৃথিবীতে এক একটা গান তৈরী হয়েছে এক একটা শিল্পীর জন্য সম্পুর্ণ আলাদা ভাবে। ঠিক তেমনেই এই গানটা বোধহয় অনুপ ঘোষাল বাবুর জন্য তৈরী হয়েছে। সঙ্গীতের আমি লয়, স্কেল কিছুই বুঝিনা। কিন্তু গান অসম্ভব ভালোবাসি, ঠিক নিঃশ্বাসের মতো। এই গানটা অন্য কোন গুনী শিল্পীর গলায় শুনেও কেনো জানি তৃষ্‌না মেটে না।

    • @mohammadshoyeb77
      @mohammadshoyeb77 Před rokem

      কোনকালে কোন শিল্পী এ গানে অনুপ ঘোষালকে ছাড়িয়ে উঠতে পারবে না। এত দরাজ কণ্ঠ আর হয় না। হাজার হাজার বার শুনেছি এ গান।

  • @shariful7080
    @shariful7080 Před 8 měsíci +2

    হে প্রিয় শিল্পী, হে কিংবদন্তি, আজ আমরা তোমাকে হারালাম। 😢😢

  • @rahmanmoti
    @rahmanmoti Před 2 lety +5

    আজও কি হবে না শেষ
    তোমার এ চাওয়ার পালা...♥♪
    প্রিয় গান। অনুপ ঘোষালের কণ্ঠ বলিষ্ঠ।

    • @pritiranjankarmakar9571
      @pritiranjankarmakar9571 Před rokem +1

      এটা অনুপ ঘোষাল remake করেছেন মাত্র... এই গানটি প্রথমে 1942 এ গৌরীকেদার ভট্টাচার্য রেকর্ড করেছিলেন।

  • @abidanam1440
    @abidanam1440 Před 2 lety +3

    যার মনের মাঝে সংগীতের সুর আছে সে প্রেম প্রীতি ভালো বাসায় অদ্বিতীয় তাই না

  • @dipachatterjee5236
    @dipachatterjee5236 Před rokem +3

    যখন ই একা থাকি এ গান শুনি। যতবার শুনি ততবারই ভালো লাগে।

  • @Md.ZulfikerAliVutto
    @Md.ZulfikerAliVutto Před 3 měsíci

    খুব ভালো লাগে শুনতে!গানটি কল্পনার জগতে নিয়ে যায়!
    মনে করিয়ে দেয়,শিশু কালের সেই সুন্দর সকাল গুলো!
    মনকে বোঝায় কি ছিলে আমার গানের কলি গুলো!
    আসলে,এখন মনে হয়,
    যদি-,আরেক জনম আমি পাই গো!

  • @shyamalkumarrong6764
    @shyamalkumarrong6764 Před 2 lety +7

    অনুপ ঘোষালের কণ্ঠে নজরুল গীতি শত জনমের পাওয়া।হ্নদয় উজাড় করে মরমী কণ্ঠে মরমী গান। নমস্কার জানাই।🙏🌹🎧🙏🌹🎧

    • @kajaladhikary59
      @kajaladhikary59 Před 2 lety +1

      এটি নজরুলগীতি নয়।

    • @ratanpanda2322
      @ratanpanda2322 Před 11 měsíci +1

      মোহিনী চৌধুরীর লেখা গান

    • @arifhasanmamun573
      @arifhasanmamun573 Před 4 měsíci +1

      কাজী নজরুল ইসলামের লেখা।
      পড়াশুনা করে কমেন্ট করেন।

    • @bidhanray2950
      @bidhanray2950 Před 2 měsíci

      This song is not a Nazrul Geeti. bhaijan

  • @manunathmanunath6994
    @manunathmanunath6994 Před rokem +11

    মধুর কন্ঠের গান❤️

  • @Tamvir497
    @Tamvir497 Před rokem +4

    আমি ২০২৩ এ শুনতেছি আমার খুব ভাল লাগে ছোট থেকে

  • @ramhorimozumder708
    @ramhorimozumder708 Před 2 lety +3

    মধুর সুরে হৃদয় বিদারক গান বটে
    গান টি শুনে খুব ভালো লাগলো ৷

  • @user-fm4lz8vj3e
    @user-fm4lz8vj3e Před 4 měsíci

    কিছু গানের আবেদন কখনই ফুরোয় না। এই গান টি তেমনই একটি গান❤

  • @mdpavel4827
    @mdpavel4827 Před rokem

    Jotoi suni abegpurno hoye jai..Kaji nojrul &singer k antorik babe hajaro srodda.

  • @khanarif247
    @khanarif247 Před rokem +3

    পুরানো স্মৃতি মনে পড়ে গেলো

  • @emonsheikh9223
    @emonsheikh9223 Před 2 lety +2

    যখন অনেক ছোট ছিলাম তখন দাদা কে গানটা শুনতে শুনেছি ,,এখন 2021 এসে ও শুনছি,অসম্ভব ভালো লাগে আই গানটা,,💝💝

  • @anirbanganguly6678
    @anirbanganguly6678 Před 3 lety +21

    One of my favorite singer 👍....

  • @motiurrahman7066
    @motiurrahman7066 Před rokem +1

    "কারো জন্য বুকের মধ্যে শূন্যতা অনুভব করার নাম ভালবাসা " .
    "কারো সাথে পাশাপাশি চলার তীব্র ইচ্ছার নাম ভালবাসা " .
    "কারো সাথে কথা বলতে না পেরে ছটফট করার নাম ভালবাসা " .
    "কাউকে নিয়ে ভাবতে ভাল লাগার নাম ভালবাসা " .
    "কাউকে সুখী দেখে নিজেকে সুখী ভাবার নাম ভালবাসা " .
    "কারো চোখের কোনে দু ফোটা জ্বল দেখে কেঁদে ফেলার নাম ভালবাসা " . .
    "কারো কাছ থেকে কিছু পাবো না ভেবেও কিছু পাওয়ার আশা করার নাম ভালবাসা "

  • @mdroney5210
    @mdroney5210 Před 7 měsíci +2

    ২০২৪ এ গান টা শুনতেছি

  • @SojibKhan-bo7ws
    @SojibKhan-bo7ws Před rokem +4

    এটা আমাদের নজরুল সংগীত আমাদের কাজি নজরুল ইসলাম এর গান উনি শুধু কবিতা শ্রেষ্ঠ ছিলেননা গানে ও শ্রেষ্ঠ ছিলেন

  • @abdurrashid-yr7gv
    @abdurrashid-yr7gv Před rokem +1

    যে গান শুনে অতীত সৃতি গুলিমনে উথলে উঠে।।

  • @mdakash7093
    @mdakash7093 Před 2 lety +2

    আহা কি গান,শুনলে শুধু শুনতেই মন চায়

  • @MdJony-kn2ks
    @MdJony-kn2ks Před rokem +36

    আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান প্রাণ ভরে যায় শুনলে ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @musicisland9081
      @musicisland9081 Před rokem +2

      এটা নজরুল ইসলাম এর লেখা নয় ।ডেস্কটপ বক্স খুলে দেখুন এটা মোহিনী চৌধুরীর লেখা।

    • @mehedihasansumonvideos5448
      @mehedihasansumonvideos5448 Před rokem +1

      ​@@musicisland9081এটা নজরুলেরই গান

    • @shilvhai9504
      @shilvhai9504 Před rokem

      গৌরীকেদার ভট্টাচার্য্য (১৯৪৯)
      এটার রচিয়তা ও গীতিকার।

  • @sapphire555
    @sapphire555 Před 10 měsíci +1

    An ultimate classic... Listening this song from the 80s !! !❤❤❤

  • @syedaafroza711
    @syedaafroza711 Před 2 lety +2

    গানটা যত শুনি ততই ভালো লাগে এই ধরনের গান আর আর কখনো কেউ লিখবে না গাইবে ও না।

  • @me_saykat
    @me_saykat Před 2 měsíci

    Speechless❤❤

  • @yousufmia5307
    @yousufmia5307 Před rokem +2

    মাঝে মাঝেই গানটি শুনি অনেক ভালো লাগে খুব সুন্দর

  • @linarahman9231
    @linarahman9231 Před 3 lety +76

    এই গানটির গীতিকার মোহিনী চৌধুরী।
    সুরকার শৈলেশ গুপ্ত।
    গানটার মূল শিল্পী গৌরীকেদার ভট্টাচার্য্য।
    ১৯৮২ সালে অনুপ ঘোষালও রেকর্ড করেন।

    • @bkcheers5708
      @bkcheers5708 Před 2 lety +2

      একদম সঠিক তথ্য দিয়েছেন লীনা রহমান ।

    • @hasemabul3287
      @hasemabul3287 Před 2 lety +4

      Wrong information. This song made by Nazrul Islam.

    • @kajaladhikary59
      @kajaladhikary59 Před 2 lety

      ঠিক। তবে শৈলেশ দত্তগুপ্ত হবে।

    • @sonialitu9972
      @sonialitu9972 Před 2 lety +1

      নজরুল ইসলাম নন এ গানের গীতিকার

    • @ashutoshroy7463
      @ashutoshroy7463 Před 2 lety

      আপনি একদম ঠিক বলছেন...

  • @hridoykhan8326
    @hridoykhan8326 Před 6 měsíci

    মুগ্ধ হয়ে যাই গান গুলো শুনে🖤🌸

  • @apufeni1016
    @apufeni1016 Před rokem +5

    Awesome ❤

  • @md.delowardossain6031
    @md.delowardossain6031 Před 2 lety +3

    পৃথিবীতে প্রেম বলে কিছু নেই

  • @birendranathsahasaha4318
    @birendranathsahasaha4318 Před 2 lety +2

    খুব সুনদর গান। যত শুনি তত শুনতে ইচছা করে

  • @Isratjahan-ti2ei
    @Isratjahan-ti2ei Před 8 měsíci

    ভালাবাসা ঐ সীমাহীন নীল আকাস,,যার শেষ নেই যা প্রতিনিয়ত বেড়েই চলে

  • @mirjatoukir6302
    @mirjatoukir6302 Před 5 měsíci

    কোটি বছর পেরিয়ে যাবে, কিন্তু এই মাস্টারপিস চিরসবুজ হয়েই রয়ে যাবে।

  • @md.ibrahim6411
    @md.ibrahim6411 Před 3 lety +40

    এটা কাজী নজরুল ইসলামে একটা অসাধারণ প্রেমের গান।

    • @shuvashischowdhury1268
      @shuvashischowdhury1268 Před 3 lety +2

      ভুল

    • @kajaladhikary59
      @kajaladhikary59 Před 3 lety +2

      গানটি মোহিনী চৌধুরীর লেখা।ডেস্ক্রীপশন বক্সে সঠিক তথ্য দেওয়া আছে।

    • @taiburrahman5061
      @taiburrahman5061 Před 2 lety +5

      @@shuvashischowdhury1268 নজরুল ইসলামের।

    • @sabujsarker4877
      @sabujsarker4877 Před 2 lety +1

      vul

    • @insarulsorkhir3393
      @insarulsorkhir3393 Před 2 lety +4

      এটা নজরুল ইসলামের লেখা গান

  • @maladas5880
    @maladas5880 Před rokem

    যতবার শুনি মন ভরে না।সেই কবে থেকে শুনেছি। এই গান কোনো দিন পরনো হবেনা।

  • @subarnasarkar7715
    @subarnasarkar7715 Před rokem

    যত শুনি ততই ভালো লাগে।অপূর্ব সৃষ্টি

  • @UtpalaChy
    @UtpalaChy Před 23 dny

    অসাধারন

  • @hasp8300
    @hasp8300 Před rokem +4

    250 নাম্বার কমেন্ট করলাম
    19/9/2022 সালে কেউ কি শুনছেন ❤

  • @riponmandal2945
    @riponmandal2945 Před 2 měsíci

    ওগো সুদূরীকা........😢❤

  • @anunahar6235
    @anunahar6235 Před rokem +3

    এইটা কোন এংগেল থেকে রবীন্দ্র সঙ্গীত?? অদ্ভুত।

  • @user-yh6hd1no4l
    @user-yh6hd1no4l Před rokem +1

    Heart touching feelings.never be forgotten those memories.

  • @uzzaltarik8293
    @uzzaltarik8293 Před rokem +1

    এটাতো নজরুল সংগীত।রবীন্দ্র সংগীত হলো কবে?

  • @user-zz1bu1cv4y
    @user-zz1bu1cv4y Před 2 měsíci

    এতো সুন্দর একটা গানের সাথে এমন ভিডিও বেমানান

  • @manojroy1400
    @manojroy1400 Před rokem +1

    অসাধারণ গান ❤

  • @jugalbandihits
    @jugalbandihits Před rokem

    ছোট বেলায় দেখতাম বাবা শুনত গানগুলো অডিও ক্যাসেটে।তখন তার মানে বুঝতাম না।আজ বাবা নেই,গানগুলা শুনলে বাবার কথা তো মনে পড়েই আর অন্তরে একটা অন্যরকম প্রশান্তি পাই যা ভাষায় প্রকাশ করার মতো না।।সত্যিই তো,,,বিচ্ছেদেই প্রকৃত সুখ..... 😌

  • @swapanonco3817
    @swapanonco3817 Před rokem +2

    Song of green age.Immortal lyric and sweetest voice

  • @ranjansarker5008
    @ranjansarker5008 Před 4 měsíci

    Lovely mon vhore gase ❤❤

  • @sururekhaentertainment

    bertho prem er mon valo koara ek gaan,,,, osadharon

  • @user-im1co9mm2c
    @user-im1co9mm2c Před 6 měsíci

    এই গানটা আমার নিজের জীবনের মিল রয়েছে

  • @KHALEK9000
    @KHALEK9000 Před 3 lety +8

    old is gold

  • @ontheearth7763
    @ontheearth7763 Před 3 lety +6

    অসাধারণ একটি গান!

  • @allnoora9539
    @allnoora9539 Před 6 měsíci

    Khub choto belai,,Amar abbo ei gaanta shunto, Valo lagto na,,,kintu aaj Ami shuni ei Gaan guli BT abbo to pashe nei,,miss u abbo r AMR chele bela😢😢

  • @nrisinghamukherji3480
    @nrisinghamukherji3480 Před 11 měsíci +2

    কাজী নজরুল ইসলাম জন্মেছেন আসানসোলে এবং কর্মজীবন ও এখানে ।প্রাণের কবিকে প্রণাম জানাই ।