রাজনৈতিক হিংসা প্রসঙ্গে বিস্ফোরক চন্দ্রিল

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • তর্ক বিতর্ক 2022 এ সরগরম আলোচনা | রাজনৈতিক নেতা তথা শহরের বিশিষ্টজনেরা একত্রিত হয়েছিলেন আলোচনায়। ক্যালকাটা ক্লাবে জমজমাট বিতর্ক সভা। হিংসাহীন রাজনীতি অসম্ভব, এই নিয়েই চলল তর্ক বিতর্ক।
    #CDC #CalcuttaClub #AajTakBangla
    Follow Us on:
    Facebook: / aajtakbangla
    Twitter: / aajtakbangla
    Instagram: / aajtakbangla

Komentáře • 783

  • @shampadutta6253
    @shampadutta6253 Před 2 lety +189

    নিরপেক্ষ একজন বক্তা ও সত্যিকারের বুদ্ধিজীবী আপনি চন্দ্রিল বাবু। দারুন বক্তব্য ।👍👍

    • @prabalgupta2400
      @prabalgupta2400 Před 2 lety

      ইনি সুচতুর ভাবে রাজ্য সরকারের সমালোচনা এড়িয়ে চলেন। ইনি সর্ব বিষয়ে বোদ্ধা। সিদ্ধান্ত হীন বক্তব্য রাখায় পারদর্শী।আমরা এঁর কাছে নেহাতই "বোকা----"।

    • @ranaroy8700
      @ranaroy8700 Před 2 lety

      মূর্খের হাতে ক্ষমতা মরিবার তরে, বিশ্বকবি একথা বহুদিন আগে বলে গেছেন। এটাই সত্য।

    • @subhrachakraborty3955
      @subhrachakraborty3955 Před 2 lety +1

      চন্দ্রিল, আপনি কথা বলেন ভালো কিন্তু আপনার সব কথা মানতে পারলাম না। আপনি বলার সময় মুড়ি, মুড়কির একদর করে ফেলেছেন। আপনি নিজেকে নিরপেক্ষ প্রমান করতে চাইছেন কিন্তু নিরপেক্ষ বলে কিছু হয় না।

    • @parthachakraborty7497
      @parthachakraborty7497 Před rokem

      Dd

    • @amitabhagupta3237
      @amitabhagupta3237 Před rokem

      @@subhrachakraborty3955 তাই নাকি?নিরপেক্ষ বলে কিছু হয় না!আপনার নিশ্চয় কিছু যুক্তি প্রমাণ আছে এমন বিশ্বাস করার।আপনি অভিধান থেকে এই শব্দটা উৎখাত করার জন্য আবেদন করুন।তখন কেউ আর এই শব্দটা ব্যবহার করবে না।😂

  • @sujaymallick9967
    @sujaymallick9967 Před 2 lety +94

    চন্দ্রিল বাবুকে অনেক দিন পরে শুনলাম খুব ভালো লাগলো। একজন অসাধারণ বক্তা।

  • @koushik4484
    @koushik4484 Před 2 lety +82

    চন্দ্রিল বাবুর ভাষণ আমাদের হৃদয় জয় করে নেয়। উনার মেধা, যুক্তিপূর্ণ ও বাস্তব সম্মত বক্তব্য এবং রসাল উপস্থাপন যে কোন বিতর্ক সভাকে একটা উচ্চ মাত্রায় পৌঁছে দেয়। অসাধারন একজন সুবক্তা। 👍🙏

  • @rahulchaudhuri993
    @rahulchaudhuri993 Před 2 lety +26

    চন্দ্রিল বাবু খুব ভালো একটা কথা বলেছেন " তুমি যদি হিংসা কর আমি তোমায় ভোট দেব না",- কিন্তু আমি ভোট না দিলেও আপনি ভোট নিয়ে নিলে কি করবো?

  • @nmmultimedia3940
    @nmmultimedia3940 Před 2 lety +28

    এখনও পর্যন্ত বিক্রি না হয়ে যাওয়া একজন বুদ্ধিজীবী। ধন্যবাদ দাদা

  • @saikatghosh1990
    @saikatghosh1990 Před 2 lety +48

    স্তাবকদের ভিড়ে বাস্তব কথা হারিয়ে যায় চন্দ্রিলবাবু।

  • @taraprasannasaha6613
    @taraprasannasaha6613 Před 2 lety +22

    আহা অপূর্ব ! চন্দ্রিল'বাবুকে তাঁর বক্তব্য রাখার জন্য আরো সময় দেওয়া আবশ্যক।

  • @tapashkumarroychowdhury3810

    মন ছুঁয়ে গেলো।

  • @Dhadhar_Pach
    @Dhadhar_Pach Před 2 lety +66

    অবাক হয়ে শুধু শুনলাম । সত্যিসত্যিই গুরুদেব!!!!

  • @sujatabhattacharya1845
    @sujatabhattacharya1845 Před 2 lety +62

    দারুন বক্তা।। চন্দিল দার কথা শুনে মন ভরে যায়।।👍🏻👍🏻👌👍🏻👍🏻বাস্তবচিত কথা।।

    • @gobindakumarchakraborty4163
      @gobindakumarchakraborty4163 Před 2 lety

      Chandril ttik katha boleche

    • @petuk5861
      @petuk5861 Před 2 lety +2

      😝😝😝😝😝😝😝😝 সর্বজান্তা পোঙ্গাপন্ডিত

    • @sujatabhattacharya1845
      @sujatabhattacharya1845 Před 2 lety +6

      @@petuk5861 এটা একমাত্র আপনিই বললেন।। তার মানে আপনি ই বেশি পন্ডিত।।চোখ কান খুলে রাখলে এই মন্তব্য করতেন না।।

    • @petuk5861
      @petuk5861 Před 2 lety +3

      @@sujatabhattacharya1845 আহারে আর এক সর্বজান্তা চলেএসেছে জ্ঞানের ভান্ডার নিয়ে ۔۔۔!!! উত্তরবঙ্গের মানুষদের সর্বদা চোখ কান বন্ধ থাকে ۔۔শুধু ক্যালকেশিয়ান সর্বজান্তাদের চোখ কান খোলা থাকে ۔۔۔হাজার হলো বুদ্ধিবিচিদের জায়গা ۔۔۔😛

    • @sujatabhattacharya1845
      @sujatabhattacharya1845 Před 2 lety +2

      @@petuk5861 উওর দক্ষিণ বুঝিনা।। সবজান্তা ও নই ।। তবে নিরপেক্ষ ভাবে বিচার করলে চন্দ্রিল বাবু একদম ঠিক কথা বলেছেন।। একটা মানুষ সবার ভালো হবে এমন কোনো কথা নেই।। আমি ব্যাক্তিগত ভাবে পছন্দ করি। আপনার ভালো না লাগলে কমেন্ট এর জায়গায় কমেন্ট দেবেন। আমার কমেন্টের উত্তর দেবার দরকার নেই।। আপনি আপনার বুদ্ধি নিয়ে থাকুন আমি আমার।।👍🏻

  • @ThePowerfulMonk
    @ThePowerfulMonk Před 2 lety +63

    মনে হয় চন্দ্রিল দাকেই পুরো সময়টায় বলতে দিলেই ভালো হতো।

  • @kkar2950
    @kkar2950 Před 2 lety +71

    সত্যি কথা বলতে পুরো সমাজ আর সমাজ বাসীর ওপর ঘেন্না ধরে গেছে। কোনো কিছুতেই আর কিছু মনে হয়না...😕😕

  • @mukulsikari920
    @mukulsikari920 Před 2 lety +4

    এমন বক্তা আমার জীবনে প্রথম,,, অনেক অনেক ভালোবাসা 🙏🙏🙏💚🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚

  • @swarupsen9205
    @swarupsen9205 Před 2 lety +18

    নিরপেক্ষ বক্তব্য,খুব ভালো লাগলো। অসাধারন মানুষ গুলোর (ধান্দা বাজ তথাকথিত বুদ্ধিজীবী কুল)মুখে ঝামা ঘষে দিয়েছেন।ওরা সমাজের শত্রু।

  • @avishekghosh2951
    @avishekghosh2951 Před 2 lety +73

    মানুষ চাই মানুষ, প্রকৃত মানুষ।

    • @amalenduchattopadhyay4909
      @amalenduchattopadhyay4909 Před 2 lety

      Nei..
      Sabai chotichata kukur.

    • @amitabhagupta3237
      @amitabhagupta3237 Před rokem +1

      ঠিক বলেছেন । সাচ্চা মানুষ চাই।কিন্তু কোথায় পাব তারে???এই গোষ্ঠীটাই‌ মহাপ্রস্থানের পথে।

    • @avishekghosh2951
      @avishekghosh2951 Před rokem +1

      @@amitabhagupta3237 না না আছে আছে। শুধু একত্রিত নয়। এটুকু হবে না? হবে হবে।

  • @mintumondal6796
    @mintumondal6796 Před 2 lety +6

    আপনি বর্তমান সমাজকে ছবির মত তুলে
    ধরলেন। আপনাদের মত মানুষ আছে বলেই সমাজ এখনো বিচরণ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @kiamuddinmollah5625
    @kiamuddinmollah5625 Před 2 lety +35

    অসাধারণ বলেছেন চন্দ্রিল বাবু..
    🙏♥️♥️🙏

  • @believemepartha
    @believemepartha Před 2 lety +34

    উপায় টা চন্দ্রিল বাবু কিন্তুু দিয়ে গেছেন, কিন্তুু যদি কোনোদিন আমাদের মহাসমাজের মাথায় ঢোকে তাহলেই হয়!!

  • @Parichay_Bose
    @Parichay_Bose Před 2 lety +13

    What a neutral explanation. Hats off to you Chandril da.
    💖

  • @surajitnaskar5820
    @surajitnaskar5820 Před 2 lety +2

    আজ কে দক্ষিণ 24 পরগনার সন্তোষপুরের(কলকাতা) মোল্লার গেট নামক জায়গায় গিয়েছিলাম ( মুসলিম এলাকা) ওখানকার কিছু হিন্দু দাদা দের সঙ্গে কথা বললাম এবং উনাদের মন্তব্য শুনে আমি অবাক , যে কোন পুজো তে উনাদের কত প্রব্লেম হয়। অনেক কিছু শুনলাম লিখে ওতো কিছু শেয়ার করা উচিত বলে মনে হচ্ছে না শুধু বলব আমাদের অনেক দ্রুত তার সঙ্গে এক হওয়া প্রয়োজন
    ভালো থাকবেন জয় শ্রী রাম🚩

  • @soutampal4064
    @soutampal4064 Před 2 lety +9

    এইরকম তেঁতো সত্যি চন্দ্রিল এর দ্বারাই বলা সম্ভব ❤️

  • @nandhinim2676
    @nandhinim2676 Před 2 lety +39

    এরকম সুন্দর বাগ্মীতা চন্দ্রিলের পক্ষেই সম্ভব।

  • @surajitnaskar5820
    @surajitnaskar5820 Před 2 lety +3

    From the wall of Soumen Hazra
    ইউরোপিয়ান দেশ ইউক্রেনে বহুতল ভবন,
    ঝকঝকে রাস্তা,
    লম্বা বিলাসবহুল গাড়ির অভাব নেই।
    মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় সব আছে,
    তাই হাজার হাজার ভারতীয় ছাত্র ইউক্রেনে পড়তে যায়।
    ইউক্রেনে সবকিছুই আছে ।
    যদি কিছু না থাকে সেটা হলো সামরিক শক্তি,
    শক্তিশালী সেনাবাহিনী,
    আধুনিক অস্ত্র ভান্ডার আর সেখানকার জনতার মধ্যে জাতীয়তাবাদী ভাবনা ।
    স্কুল,
    কলেজ,
    ইউনিভার্সিটি
    বাজার, দোকান,
    অফিস,
    কল কারখানা সব বন্ধ করে দেওয়া হয়েছে।
    নিজের জীবন বাঁচানোর জন্য মানুষ বাংকারে লুকিয়ে আছে, আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে আশ্রয় নিচ্ছে।
    রাষ্ট্রপতি জনতাকে যুদ্ধ করার জন্য আবেদন করছেন।
    এই জন্য সব বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে।
    ইউক্রেন সরকার 18000 অ্যাসাল্ট রাইফেল জনগণের মধ্যে বিতরণ করেছে।
    কিন্তু অস্ত্র ব্যবহার করার সাহস এবং দেশের জন্য প্রাণ বলিদান দেওয়ার আবেগ কি করে সৃষ্টি করবে ?
    সবকিছু থাকা সত্ত্বেও ইউক্রেন আজ প্রাণ ভিক্ষা চাইছে।
    ভারতে যারা জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদীদের ঘৃণা করে থাকেন এবং
    শুধুমাত্র মুদ্রাস্ফীতি,
    বেকারত্ব,
    কখনো পেট্রোল, ডিজেল,
    কখনো আলু,
    পেঁয়াজ,
    কখনো ধনেপাতা
    কখনো টম্যাটো
    500 টাকা ভাতা
    এবং বিনামূল্যের চাল বিতরণের পরিকল্পনাকে _দেশের উন্নয়নের মাপকাঠি_ হিসেবে বিবেচনা করেন তাদের রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ দেখে শেখা উচিত ,তাদের বোঝা উচিত যে কোন দেশের উন্নতির পথ তার সামরিক শক্তি,
    সীমান্তের শক্তিশালী নিরাপত্তা এবং আধুনিক অস্ত্র ভান্ডার ।
    মাথায় রাখবেন,
    ধনেপাতা হোক বা পেঁয়াজ , এখন দাম বেশি হলেও উৎপাদন বাড়লে দাম কমবে । কিন্তু ক্ষুদ্র স্বার্থে আপনি এমন নেতাকে দেশ রক্ষার দায়িত্ব দিলেন যিনি কম টাকায় পেঁয়াজ/ ধনেপাতা পাওয়ার ব্যবস্থা হয়তো করলেন । কিন্তু দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভঙ্গুর করে রাখলেন ।
    আপনি ফোকটে কিছু পেয়ে খুব খুশি হলেন।
    বৈদেশিক আক্রমনে বা আভ্যন্তরিন জিহাদি শক্তির সামনে
    আপনার কোটি টাকার বাড়ি/ফ্ল্যাট,
    ব্যাঙ্ক ব্যালেন্স
    আপনার আদরের বাবু সোনা/ সোনা মনির কোন মূল্য নেই ।
    আফগানিস্তান
    ইউক্রেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে...

  • @surajitkumarsaha6715
    @surajitkumarsaha6715 Před 2 lety +7

    চন্দ্রীল বাবু একদমই সঠিক বিশ্লেষণ কোরেছেন। সাধারণ জনগণ নিজ নিজ দায়িত্ব পালন করুন এবং হিংসার বিরুদ্ধে রায় দিন।

  • @rajanstein6428
    @rajanstein6428 Před 2 lety +40

    একমাত্র শিক্ষাই পারে মহাসমাজ গড়তে। সঠিক শিক্ষা ও চিন্তা প্রয়োজন।

    • @asimkarmakar9009
      @asimkarmakar9009 Před 2 lety +2

      Setakei spoil korar chesta cholche , jeno ei somaj jate merudanda tule darate na pare.....tahole keu bolte parbe na ami "SUSTHA SOMAJER MANUS"

    • @daliakarmakar5123
      @daliakarmakar5123 Před 2 lety

      সেই চিন্তাই (যার এখন খুবই টান পড়েছে) তো যোগানোর চেষ্টা করছেন চন্দ্রিল ভট্টাচার্য।

    • @codeytherex5954
      @codeytherex5954 Před 2 lety

      amader rajje sikkha ta joke ekhn
      common students ra ekdom e dumb
      ami k koto subject er formula jane seta bolchina k chintabhabna korte pare rationally seta bolchi

  • @targetwbcs637
    @targetwbcs637 Před 2 lety +6

    প্রতিদিন অপেক্ষায় থাকি কখন কবে চন্দ্রিলদার বক্তব্য শুনতে পাবো l

  • @arpanpathak2081
    @arpanpathak2081 Před 3 měsíci

    কখন যে 10 মিনিট শেষ হ্য়ে গেলো বুজলাম না।
    যতবার চন্দ্রিল দার বক্তব্য শুনি ঠিক একই অনুভূতি হয়।
    এক কথায় দারুন ।

  • @dipakkumarpradhan4011
    @dipakkumarpradhan4011 Před 2 lety +11

    বিভ্রান্ত কর বক্তব্য, যার উপসংহার, রাজনীতি থাকবে, হিংসা থাকবে।

    • @gourabbiswas1520
      @gourabbiswas1520 Před 2 lety

      এত সহজেই সব বুঝে গেলি রে

    • @Peripatetic999
      @Peripatetic999 Před 2 lety

      @@gourabbiswas1520 তুই কি বুঝলি একটু কমেন্টে দে ভাই।

    • @so.meYeah
      @so.meYeah Před 2 lety

      Hmm... চারটে হুমকি আর মারামারির লোম খাড়া করা গল্প না শুনলে ভালো লাগে না বল?

    • @so.meYeah
      @so.meYeah Před 2 lety

      @@Peripatetic999 তুই মাঠ থেকে নিজের মস্তিষ্কটা ধুলো ঝেড়ে নিয়ে আয় ভাই, ঘাস খেতে গিয়ে পড়ে গেছে...

    • @Peripatetic999
      @Peripatetic999 Před 2 lety

      @@so.meYeah বোঝাই যাচ্ছে উচ্চমানের বুদ্ধিজীবী। আমি তো বুদ্ধিজীবী নই।

  • @kalamhalder3496
    @kalamhalder3496 Před 2 lety +9

    Iam sixty years but I am the most impressed by your valuable speak.

  • @krishbhowmik5082
    @krishbhowmik5082 Před 2 lety +5

    আমরা বলার সুযোগ পাই না, তবে মনে কথা গুলো যেনো চুরি করে নিয়েছেন। চন্দ্রিল বাবু আমার খুব পছন্দের।

  • @sonalidas6407
    @sonalidas6407 Před 2 lety +21

    চন্দ্রিল বাবু 🙏, প্রশ্ন হলো, রাজনীতি কি রাজার নীতি / নীতির রাজা কে আমরা চাই....

  • @boombaa3068
    @boombaa3068 Před 2 lety +5

    অসাধারণ 👌👌 গুরুদেব আপনাকে তো আমরা চাই

  • @subratalahiri3068
    @subratalahiri3068 Před 2 lety +13

    বুদ্ধিমান মানুষ যদি চুপ করে থাকে তাতে সমাজের সব থেকে সমস্যা ও অন্যায় বলে আমি মনে করি। সমাজের চিন্তা ভাবনার বদল দরকার। মানুষ কে মানুষ ভাবা দরকার।

  • @kmajumder1337
    @kmajumder1337 Před rokem

    বুদ্ধিজীবী দু'রকম হয় একটা হচ্ছে সরকারের পা চাটা আর একটা হচ্ছে সত্যি কারের বুদ্ধিজীবী যাদের বুদ্ধি আছে সত্তিকারের বুদ্ধিজীবীদের মধ্যে একজন হচ্ছে চন্দ্রিল বাবু উনার অসাধারণ বাচন ভঙ্গি মুগ্ধ করে আমি উনার বক্তৃতা শোনার জন্য অধীর আগ্রহে থাকে আমার মন এক কথায় অসাধারণ সত্যিকারে একজন নিরপেক্ষ বক্তিতা ভালো থাকবেন স্যার

  • @RKp9700
    @RKp9700 Před 2 lety +2

    অসাধারণ , অনবদ্য। অনেকদিন পর উনার কথায় মন ভালো হয়ে গেলো।

  • @ajadulalammanik3551
    @ajadulalammanik3551 Před 2 lety +7

    চান্দ্রিল স্যার কে আরো সময় দেওয়া উচিত

  • @debabratadebnath6736
    @debabratadebnath6736 Před 2 lety +12

    গুরুদেব তুমি সেরা ۔۔
    আমাদের সামাজিক অবক্ষয় ঘটেছে এটা সত্য ۔۔

  • @surajitnaskar5820
    @surajitnaskar5820 Před 2 lety +16

    আমি ভারতবর্ষের সমস্ত হিন্দুদেরকে একটা কথা বলতে চাই যে তারা তাদের সন্তানদের ভবিষ্যতের সম্পত্তি সঙ্গে সঙ্গে সুরক্ষা জন্য নিশ্চিত করুন,যাতে তারা ভবিষ্যতে নিশ্চিন্তভাবে, সুরক্ষিতভাবে বসবাস করতে পারে আর ইসলামিক আগ্রাসনের শিকার না হতে হয়। যেটা বর্তমানে পাকিস্তানেও বাংলাদেশে প্রতি নিয়ত ঘটে চলেছে, ভারত মাতা কি জয় 🙏🙏🙏🙏

  • @surajitnaskar5820
    @surajitnaskar5820 Před 2 lety +19

    মাদ্রাসায় মুসলমানদের ছোটবেলা থেকেই এটাই শেখানো হয় যে কাফেরদেরকে যতবেশি ঘৃণা করবে ততই তুমি আল্লাহ ও রসুলের প্রিয় হবে😔😔😔

    • @nowadays2872
      @nowadays2872 Před 2 lety

      😂😂😂😂😂😂😂😂😂

    • @pronaykumarbiswas
      @pronaykumarbiswas Před 2 lety +1

      একদমই ভাই

    • @stevegamer7320
      @stevegamer7320 Před 2 lety

      Tumi ki dakacho bhaiya

    • @sktousif
      @sktousif Před 2 lety

      Ha tor BABA madrasha porasuna korta ta tui janish boka......

    • @MasudRana-xh7il
      @MasudRana-xh7il Před 2 lety

      ভুল কথা। না জেনে অন্যদের থেকে শোনে অপপ্রচার করা উচিত না।

  • @luthphalhaque9479
    @luthphalhaque9479 Před 2 lety +2

    অতি সত্যি কথা অতি সুন্দরভাবে তুলে ধরেছেন এবং মুখোশধারী রাজনীতিকদের মুখোশ খুলে দিয়েছেন l

  • @pritimondal5529
    @pritimondal5529 Před 2 lety +4

    অনেকদিন পরে মন দিয়ে একটা ভাষণ শুনতে ইচ্ছা হলো। অনবদ্য।

  • @soumitradas778
    @soumitradas778 Před 2 lety +1

    চন্দ্রিল স্যারের কাছ থেকে পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থার উপর একটা মন্তব্য বা বক্তব্য আশা করি।
    ''মন্ত্রী দের কি সংরক্ষণ প্রয়োজন''।

  • @milondey5682
    @milondey5682 Před 2 lety +3

    বর্তমান সমাজে কোটি কোটি চন্দ্রিল স্যার এর প্রয়োজন। কিন্তু তা অলীক কল্পনা

  • @dibyendumitra1243
    @dibyendumitra1243 Před 2 lety +16

    গুরুদেব ❤

  • @ashischanda8586
    @ashischanda8586 Před 2 lety +14

    দারুন ❤️

  • @arunabasu8649
    @arunabasu8649 Před 2 lety +8

    চন্দ্রিল এর বক্তব্য হল,"ধরি মাছ, না ছুঁই পানি "।

  • @The_Casa
    @The_Casa Před rokem

    অসাধারণ ভাবে বাস্তবকে চোখের❤ সামনে টেনে এনে দেখিয়ে দেন ,বুঝিয়ে দেন যুক্তি দিয়ে❤❤

  • @anindyachakraborty2870

    অসাধারণ বক্তব্য চন্দ্রিল বাবু।এ কথা গুলো সবাই বুঝতে পারলে সত্যিই সমাজের উন্নতি হবে।

  • @amitabhagupta3237
    @amitabhagupta3237 Před rokem

    চন্দ্রিল বাবু, আপনি অসাধারণ বক্তা।যুক্তি আর উদাহরণে তীক্ষ্ম ‌ভাষণে যখন ব্যঙ্গ আর কোতুকের‌ প্রলেপ লাগে‌ তখন‌ আমরা মুগ্ধ‌ হই।

  • @sujitkumarghosh3818
    @sujitkumarghosh3818 Před 2 lety +1

    Wow… what an excellent n spot on speech by Chandril… superb, hats on.. 👌👌👌

  • @arupsamanta3959
    @arupsamanta3959 Před 2 lety +19

    কৌশিক সেন ভেড়া হয়ে জন্মালে ভালো হতো ।

    • @subhankar9071
      @subhankar9071 Před 2 lety

      😂😂😂😂😂😂😂😂

    • @subhankar9071
      @subhankar9071 Před 2 lety +1

      Min mine bhera

    • @gopalsaha5732
      @gopalsaha5732 Před 2 lety

      ভেড়া হয়েই জন্মে ছিলো। এখন গাধায় রুপান্তরিত হয়েছে। প্রথম দশবছর ভেরা ছিলো। কোনো কথা বলতো না। শুধু ব্যা ব্যা করত।এই অনুষ্ঠানে ওর কথা শুনলে গাধা ছারা ওকে কি বলবেন।

    • @subhasbanerjee2381
      @subhasbanerjee2381 Před 2 lety +1

      ঠিক কথা বলেছেন।

    • @debasishdatta6297
      @debasishdatta6297 Před 2 lety +1

      paisa kheyche sashker

  • @premanandachattopadhyay7246

    খুব ভালো লাগলো। অনেক অনেক শুভেচ্ছা রইল চন্দ্রিল বাবুকে।

  • @shawonmondal6719
    @shawonmondal6719 Před rokem

    কি সুন্দর সহজ সরল ভাষায় সত্যি কথা বলেন। সত্যিকারের বুদ্ধিজীবী

  • @rudraacademy2526
    @rudraacademy2526 Před 2 lety +2

    অসাধারণ বলেছেন🙏🙏🙏❤️❤️❤️

  • @kartickchmondal7774
    @kartickchmondal7774 Před rokem

    চন্দ্রিল বাবু সত্যিকারের একজন বুদ্ধিজীবী। ওনাকে আমার শ্রদ্ধার সাথে হাদ্রিক অভিনন্দন।

  • @anjalidas7625
    @anjalidas7625 Před 2 lety +3

    আপনি বলেন , শুনি, কষ্ট পাই ,কিন্তু কিছু করতে পারছি না।কোথাও আশার আলো দেখতে পাচ্ছি না।

  • @TKSaha-jn8io
    @TKSaha-jn8io Před rokem

    Mr. Chandril is great conscientious eloquent reasonable straightforward speaker who deserves recognition as great young Bengalee.

  • @sujitkumarghosh3818
    @sujitkumarghosh3818 Před 2 lety +1

    Wow, what an speech by Chandril… spot on and eye opening… excellent .. hat off 👌👌👌

  • @pradipmoulik7008
    @pradipmoulik7008 Před 2 lety +1

    Osadharon sob Somoyer moton 🙏🙏🙏

  • @barmon72
    @barmon72 Před rokem

    অসাধারন সত্যি কথা বলেছেন।অনেক ধন্যবাদ এই গুনী ব্যাক্তিকে।

  • @daliakarmakar5123
    @daliakarmakar5123 Před 2 lety +1

    চন্দ্রিল, আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত। আমাদের বাঙালিদের বলতে শিখতে হবে, বলা শুরু করতে হবে যে, হিংদা হলে ভোট দেবোনা। হিংসা বন্ধ করো তবেই ভোট পাবে।

  • @bitaansinha7809
    @bitaansinha7809 Před 2 lety +9

    সুন্দর কথা বলা ছাড়া, এদের কার্যত বাস্তবিক কোন ক্ষমতা আছে?

  • @mukulsikari920
    @mukulsikari920 Před 2 lety

    চন্দ্রিল বাবু আমি আপনার যুক্তি শুনে অবাক হয়ে যাই,,, এক্সসিলেন্ট দাদা 🙏🙏🙏🙏আরো যুক্তি শুনতে চাই

  • @101shreejit
    @101shreejit Před 2 lety +5

    Just Darun chilo !

  • @speakerbhai1
    @speakerbhai1 Před 2 lety +1

    জিও চন্দ্রিল দা

  • @arnabdeb1789
    @arnabdeb1789 Před 2 lety +1

    Uff! Just Osadharon!

  • @kajalchatterjee7860
    @kajalchatterjee7860 Před 22 dny

    দারুন দারুন মুল্যবান মতামত

  • @bidyutdas6475
    @bidyutdas6475 Před 2 lety

    You are right chandril da. Thanks for you. Manusar jorna apnar moto manus darkar.

  • @swaruproy1767
    @swaruproy1767 Před 2 lety +8

    ধরি মাছ না ছুঁই পানি।তুমিও তো বাবু নিজের বিবেক জাগ্রত করে কোনো দিন প্রতিবাদ করোনি।

    • @so.meYeah
      @so.meYeah Před 2 lety +4

      তো এটা কি প্রতিবাদের কোনও পর্ব নয়? রাস্তায় গিয়ে ঝান্ডা উঁচিয়ে গলা ফাটিয়ে চিৎকার করাই কি প্রতিবাদ?

  • @biswajitmaiti7281
    @biswajitmaiti7281 Před 2 lety +6

    অসাধারন !!

  • @kuntaldholey8528
    @kuntaldholey8528 Před 2 lety +1

    Mone holo jeno chandril da chokhe angul diye bastobota dekhalen.....
    Khub bhalo laglo...... Apni valo thakben. 🙏🙏🙏🙏🙏😊

  • @anubhabchatterjee4403
    @anubhabchatterjee4403 Před 2 lety +1

    Ekdm 97 no. Tmr kothae glo er uttor nei..
    Dhonnyobad chandril sir amdr voice howar jonno❣️❣️💞💞💞

  • @partharoy3891
    @partharoy3891 Před 2 lety

    অসাধারণ ব্যাক্তিত্ব যা কেউ ভাবতে পারে না সেটা উনি ভাবে 🙏🏼🙏🏼 কি চিন্তা

  • @Subhankar_Subho15
    @Subhankar_Subho15 Před 2 lety +2

    চন্দ্রিল বাবু always Rock...

  • @pronaymondal3044
    @pronaymondal3044 Před rokem

    তুমি গুরু সেরা❤❤️👌👌🙏🙏

  • @rupachakraborty5911
    @rupachakraborty5911 Před 2 lety +11

    শতরূপের বক্তব্য,শ্রেষ্ঠ,,

  • @ratnamukherjee9991
    @ratnamukherjee9991 Před 4 měsíci +1

    খুব ভালো লাগলো

  • @adroitmultimedia3560
    @adroitmultimedia3560 Před 2 lety

    চন্দ্রিল দার বক্তব্য দারুন দারুন

  • @manishchakraborty520
    @manishchakraborty520 Před 2 lety

    চন্দ্রিলবাবু সভা ছেড়ে মাঠে নামুন। আমার মত অসংখ্য মানুষ আপনার প্রতীক্ষায়। আমার দেশে বলার মানুষ অনেক আছে। মাঠের লড়াইয়ের জন্য সামিল হতে কাউকেই পাই না। কেন আমার দেশের সৎ ও বিদ্বান মানুষেরা একত্রিত হয়ে রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে না?

  • @manoranjanroy5948
    @manoranjanroy5948 Před rokem +1

    অশেষ ধন্যবাদ চন্দ্রিল বাবু-----‐------।

  • @dynamickabir1624
    @dynamickabir1624 Před 2 lety +3

    অসাধারণ👍👍👍

  • @dilipbiswas8181
    @dilipbiswas8181 Před 5 měsíci

    আপনি ভালো বলেন। অনেক শিক্ষা আছে।

  • @animadutta7569
    @animadutta7569 Před rokem

    অসাধারণ বক্তব্য রাখলেন চন্দ্রিল বাবু

  • @user-jm5sb6uw3j
    @user-jm5sb6uw3j Před 2 lety

    অসাধারণ... অসাধারণ বলেছেন চন্দ্রিল বাবু।

  • @chandrabanerjee4253
    @chandrabanerjee4253 Před 2 lety +1

    Beautiful speech delivered by respected Chandril

  • @biswajitsarkar275
    @biswajitsarkar275 Před rokem

    আমার কাছে সেরা বক্তা। চন্দ্রিল দা সুন্দর যুক্তির যাদুকর।

  • @saradachakraborty3779
    @saradachakraborty3779 Před 2 lety

    Osadharon akta speech..anek derite dekhlam jodio..somadhaner poth khoja kothin,somay nebe anekta..amar mone hoi amader prathomik theke suru kore sob store education system chage kora dorkar, amra r parbona,tobe amader next generation jodi amader origin of culture,literature, religion, history, polity samporke sothik shikhha pay tobei akmatro aktu derite holeo poribarton asbe,karon ei samossa ta manuser mon theke upre felte gele education age dorkar..dhonnobad ato akutobhoy akta boktobyo upohar debar jonno.

  • @animeshsardar8745
    @animeshsardar8745 Před 2 lety +1

    Osadharon . Jukti. Osadharon bachon bhongi. Khub bhalo laglo

  • @deeptamanghosh5994
    @deeptamanghosh5994 Před rokem +1

    Chandril is a gem.

  • @deepaundebroy7586
    @deepaundebroy7586 Před 2 lety +4

    Impeccable analysis

  • @চ্যাংড়া

    আমি ইউটিউবে এসে তর্ক বিতর্ক অনুষ্ঠানের প্রোগামে আগে চান্দ্রিলদার বক্তব্য খুঁজি।

  • @chandreyeehalder5009
    @chandreyeehalder5009 Před 2 lety +1

    নমস্কার চন্দ্রিল দা🙏

  • @saswatachakraborty8271

    Oshadharon!! Hats off!!

  • @sayanimondal5043
    @sayanimondal5043 Před rokem

    Osamannyo!! The first step towards finding a solution is identifying the problem..Hats off to this unparalleled theory

  • @sumanallinone274
    @sumanallinone274 Před 2 lety +3

    Amar all time priyo manush chandirl da

  • @suparnosensharma3225
    @suparnosensharma3225 Před 2 lety

    Darun bolechen . Akdom sotti kotha

  • @t.h9752
    @t.h9752 Před 2 lety

    চন্দ্রীলবাবুর বক্তব্য অসাধারণ
    এবং শ্রদ্ধেয়। বর্তমানে বুদ্ধি জীবিরা সব
    বুদ্ধ

  • @madhusudanpaul3761
    @madhusudanpaul3761 Před 2 lety

    যুক্তিপূর্ণ বক্তব্য, ভালো থাকবেন,

  • @samikganguly8635
    @samikganguly8635 Před rokem

    Apurbo bojhan Chandril Babu...asadharon.

  • @sumanadhikary8679
    @sumanadhikary8679 Před 2 lety +7

    But Mr Chandril's feet stuck to city , his intellect hardly imagine the rural circumstances where that poor and poor folks are bound to admit under survival blackmail.