চলো যাই মহাতীর্থ কালীঘাট যাওয়া,পূজো দেওয়া, নিরামিষ খাওয়া Details

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2024
  • নতুনভাবে সেজে উঠেছে কালীঘাট মন্দির, মন্দিরের কোন গেট দিয়ে প্রবেশ করলে সব থেকে ভালো দর্শন হয় ? মন্দির খোলা বন্ধের সময় কখন ?
    কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালীমন্দির এবং একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র। এই তীর্থের পীঠদেবী দক্ষিণাকালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন। পৌরাণিক কিংবদন্তি অনুসারে, সতীর দেহত্যাগের পর তাঁর ডান পায়ের চারটি (মতান্তরে একটি) আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। পুরাণ মতে এ স্থান বারাণসী তুল্য । কবি ভরতচন্দ্রের লেখাতে পাওয়া যায়,
    "কালীঘাটে চারিটি অঙ্গুলি ডানি পার,
    নকুলেশ ভৈরব,কালিকা দেবী তার।...
    কালীঘাট কালীমন্দিরের কষ্টিপাথরের কালীমূর্তিটি অভিনব রীতিতে নির্মিত। মায়ের মাথা সোনার মুকুটে শোভিত । রয়েছে সোনার তৈরি লম্বা জিভ যেটি গড়িয়ে দিয়েছিলেন পাইক পাড়ার রাজা ইন্দ্র চন্দ্র সিংহ এবং রুপোর তৈরি চারটি হাত যা তৈরি করে দিয়েছিলেন খিদিরপুরের গোকুল চন্দ্ৰ ঘোষাল। সেই হাত পরে সোনার করে দিয়েছিলেন কালী চরণ মল্লিক। ১০৮ সোনার মুন্ড মালা দান করেছিলেন ১৭৬৫ সালে পাতিয়ালার মহারাজ রাজা নবকৃষ্ণ। এছাড়া দেবীর মাথার উপরের সোনার ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি জঙ্গ বাহাদুর। এছাড়াও আরও কয়েকটি সোনার ও রূপার ছাতা রয়েছে। চারহাতের চারগাছি সুবর্ণ কঙ্কণ চড়কডাঙা নিবাসী কালীমোহন বন্দ্যোপাধ্যায়ের পিতামহ রামজয় বন্দ্যোপাধ্যায় প্রদান করেন। মায়ের পদতলে রয়েছেন ১ মন ওজনের রূপার শিব। পেছনে রয়েছে ২৫ কেজি রূপার তৈরি নকশা করা চালচিত্র। উপরের বাম হাতে আছে ২ কেজি ওজনের সোনার খড়্গ । নিচের বাম হাতে আছে ১টি সোনার মুন্ড। ডান দিকের২ হাতে রয়েছে বর ও অভয় মুদ্রা । এইরূপ বহু স্বর্ণালংকার বহু ধনাঢ্য লোকের দ্বারা প্রদানকৃত । ১টি সিন্দুকে সতীর প্রস্তরীভূত অঙ্গটি রক্ষিত আছে; এটি কারোর সম্মুখে বের করা হয় না আর এটি ব্রহ্মবেদীর নিচে রয়েছে।
    কমেন্টে লেখো "জয় মা কালী"
    Kalighat Kali Temple Photos, Kalighat Kali Temple timings, Kalighat Kali Temple History, Famous Kali Temple in Kolkata, most powerful Kali temple in India, Kalighat Kali Temple to Dakshineswar Kali Temple distance, Kalighat Kolkata, Kali Temple Kolkata
    Why is Kalighat Temple famous?
    Is Dakshineswar Kali and Kalighat same?
    Which organ fell in Kalighat?
    কালীঘাট মন্দির কেন বিখ্যাত?
    Is Kolkata Kali Temple a Shaktipeeth?
    Which body part is in Kalighat?
    Contact Detail :
    Subhoshree (Shrabani) Ghosh,
    Safar Sangi, Kolkata.
    Whatsapp for Advertising, Promotion & Sponsor : +91 70034 13256 For Promotional video
    Email : srishti.digital1@gmail.com

Komentáře •