ব্রততী বন্দোপাধ্যায়~~Bratati Bandopadhyay~ Janmodin~জন্মদিন

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • হিয়ার টানে~~বোড় পঞ্চাননতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি~~ রবীন্দ্র ভবন চন্দননগর~~২৬/১০/২০১৩

Komentáře • 911

  • @aniskitchen2023
    @aniskitchen2023 Před 3 lety +81

    চোখের জল ছাড়া আর কোনো লেখার ভাষা নেই। অসাধারণ ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি।❤️❤️

  • @koustavsadhu2183
    @koustavsadhu2183 Před 3 lety +73

    আমাদের স্কুলের জন্মদিনের জন্য একটা গান খুঁজতে খুঁজতে হটাৎ এই কবিতা টা বেরোলো, ব্রততী ম্যাম আবৃতি করেছেন দেখে শোনার ইচ্ছে হলো, শোনার পর চোখ যেন আর অশ্রু ধরে রাখতে পারলো না, সত্যিই অসাধারণ, তাই তো ওনাকে এবং সৌমিত্র স্যার কে আমি আমার আবৃতির শিক্ষক ও শিক্ষিকা বলে মনে করি 🙏🙏🙏🙏

  • @banashreemukhoti8804
    @banashreemukhoti8804 Před 2 lety +36

    উফ্! কি আর্তি কণ্ঠে! চোখের জলের বাঁধ ভেঙে গেলো মা এঁর সেই খোকন ডাকে। তুমি অনন্যা ব্রততী দি !👏🙏🏻🙏🏻😢😭

  • @chandadhali5154
    @chandadhali5154 Před 2 lety +32

    কি অসাধারণ!!
    যেমনি লেখক এর লেখনি
    তেমনি ম্যাম এর আবৃত্তি
    ❤️❤️❤️

  • @Dipika09
    @Dipika09 Před 3 lety +54

    যেন জীবন্ত হয়ে উঠেছে কবিতা টা আপনার গলায়,,, যেন চোখের সামনে ভাসছে ❤️❤️❤️

    • @nupurroy2602
      @nupurroy2602 Před 2 lety +2

      ভাষা নেই এইসব কবিতার সোনারপুর চোখে জল এসে যায় এখন মানুষ কি হয়ে গেছে

    • @kabita1897
      @kabita1897 Před rokem

      @@nupurroy2602 km th wh

    • @sohooresonsareritikotha91
      @sohooresonsareritikotha91 Před rokem

      নমস্কার দিদি, আমিও একটু আধটু কবিতা আবৃত্তি করি। পারলে একটু ঘুরে আসুন না। হয় তো ভালো লাগবে। যদি ভালো লাগে তো মন্তব্য করতে ভুলবেন না। #কথাকলিঅফিসিয়াল। ধন্যবাদ

  • @sufiabegumlipi2532
    @sufiabegumlipi2532 Před 2 lety +15

    প্রশংসা করার ভাষা কম পড়ে যাচ্ছে আমার। যেমন কবিতার কথা তেমন আবৃত্তি। যতবার শুনি ততবারই কাঁদি। আমি আমার চোখের জল আটকাতে পারিনা। ভালো থাকবেন, দিদি 💖💖💖💖

  • @amitmukherjee6408
    @amitmukherjee6408 Před 3 lety +14

    এই হচ্ছে মা। মা, যার কোনো তুলনা হয়না। মা, তোমাকে অনেক অনেক প্রনাম মা।(সুমিতা)👍👍👌👌

  • @mahuaroy3743
    @mahuaroy3743 Před 6 lety +27

    অত্যন্ত ভালো কবিতা এবং এই কবিতা আরো যেন জীবন্ত হয়ে উঠেছে এত সুন্দর আবৃত্তির মাধ্যমে ।।

  • @aleyaferdousdisha7486
    @aleyaferdousdisha7486 Před 2 lety +5

    ব্রততী ম‍্যামের আবৃতি, জাস্ট ওয়াও!
    যতবার শুনি ততই শুনতে ইচ্ছে করে।

  • @kobiokobita-abritti-2013

    যতবার শুনি ততবারই চোখে জল আসে, কি অপূর্ব উপস্থাপনা, আমি ছোট্ট থেকে আপনার গুণমুগ্ধ শ্রোতা, টিভিতে যখন খবর বলতেন, একদৃষ্টিতে তাকিয়ে শুনতাম❤❤😊😊😊

  • @manaskumarmakur1936
    @manaskumarmakur1936 Před 2 lety +3

    অসাধারণ কবিতা। অসাধারণ আবৃত্তি।দিন বদলের পালায় ঘটনা টা বাস্তব সত্য। খুব হৃদয় বিদারক। দুই নয়নে তপ্ত অশ্রুতে ভরে আসছে।

  • @tithisarkar3748
    @tithisarkar3748 Před 3 lety +8

    Satti kichu boler nei....
    কবিতাটি শুনে চোখে জল চলে এসেছে।।🌸

  • @jahardas208
    @jahardas208 Před 5 lety +7

    সত্যি দিদি, তুমি অনবদ্য ।
    অসাধারণ তোমার উপস্থাপনা ।
    চোখের জল ধরে রাখা গেলো না ।।

  • @user-ph5ow9wy4h
    @user-ph5ow9wy4h Před rokem +3

    কবিতাটি যতবার শুনি ততবার চোখে জল চলে আসে। চোখের জল আর থামে না। আপনাকে হৃদয়ে অন্তস্তল থেকে নমস্কার জানাই 🙏🙏

  • @কবিতারহাতছানি

    কবিতা,এই আবৃতি টাকে প্রশংসনীয় করে তোলার মতো আমি আর কোনো ভাষা খুজেঁ পাচ্ছি না(Spell bounded).Just Dope &Lit...✨❤💙

  • @mamunmiah7134
    @mamunmiah7134 Před 2 lety +2

    আমার প্রিয় একটা কবিতা।
    ম্যামের কবিতা আবৃত্তিতে আমি মুগ্ধ!
    যত শুনি ততই শুনতে ইচ্ছে করে। 🧡🧡🧡🧡🧡

  • @kakalighosh7844
    @kakalighosh7844 Před 3 lety +7

    নির্মম সত্য। সব বাবামার ই এই পরিস্থিতির জন্য মানসিক দিক থেকে তৈরী থাকা দরকার।

  • @suklamallick8025
    @suklamallick8025 Před rokem +3

    অপূর্ব বচন ভঙ্গি মা;অপূর্ব শুতি,শ্রবণে মন মুগ্ধ করে।নমস্কার ও ভাল বাসা জানাই।

  • @sunipajana1010
    @sunipajana1010 Před 3 lety +3

    অসাধারণ আবৃত্তি। বর্তমানে এই মর্মান্তিক ঘটনাগুলো শোনার পর চোখ দিয়ে জল পড়ে।

  • @eparbonaci659
    @eparbonaci659 Před 2 měsíci

    সত্যি কবিতাটির মধ্যেই আছে বাস্তব চিত্র।অসাধারণ করেছেন ব্রততী ম্যাডাম ❤❤

  • @sharmistthadutta
    @sharmistthadutta Před 4 lety +5

    অসাধারণ, শেষে চোখের জল কখন গড়িয়ে পড়ল, বুঝতেই পারলাম না। মায়ের ঋণ কোনও দিন ই শোধ হয় না।🙏🙏😢😢🙏🙏

  • @babitadas7405
    @babitadas7405 Před 2 lety +2

    ভাষা হারিয়ে ফেলেছি।শুনতে শুনতে চোখ দূটো ভিজে গেল। আপনি অনবদ্য

  • @samirsau4929
    @samirsau4929 Před 8 lety +14

    Janmadin=> Excellent recitation. Very difficult to control the tears. Blessing and sacrifice of parents are always with the children for their true success in life. Very difficult to control tears.

  • @frenzyfoodiesbypoppy2091
    @frenzyfoodiesbypoppy2091 Před 2 lety +1

    কি অপূর্ব পাঠ,moner কোথায় যেন একটা আন্দোলন হলো আর ঝর ঝর করে চোখের জল চলে এল।দারুণ

  • @artinpoetsoulnature
    @artinpoetsoulnature Před 3 lety +3

    খুব সুন্দর কবিতা।
    অসাধারণ বাচনভঙ্গি।
    অসংখ্য ধন্যবাদ আপনাকে🙏💕

  • @nafishakhatun5231
    @nafishakhatun5231 Před 2 lety +4

    ম্যাম আপনার প্রশংসা করার মতো ভাষা খুঁজে পেলাম না
    অসাধারন সুন্দর 😭😭

  • @konoksarker4659
    @konoksarker4659 Před 3 lety +3

    কবিতা টা যখন শুনি,তখন অনেক সকাল।দিনটা শুরু এই কবিতা দিয়েই।কবিতা টি শোনার পর দেখলাম,চোখ বেয়ে পড়া অশ্রুধারায় প্লাবিত টেবিল।। ভালবাসা অবিরাম ব্রততী ম্যাম❤️

  • @mdhelaluddin3452
    @mdhelaluddin3452 Před 2 lety +4

    চোখে শুধু পানিই আসেনি।কান্না করেছি বটে।সত্যি জীবন্ত কোনো কিছু দেখতে পেলাম।

  • @mousumibiswas3101
    @mousumibiswas3101 Před 2 lety +6

    স্মৃতি বড্ড বেদনাদায়ক আর সময় নদীর স্রোতের মতো বয়ে যায়।

  • @bushraasjad6
    @bushraasjad6 Před rokem

    আজ থেকে চার বছর আগে মিশনে পড়াকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এ আমার এক বান্ধবীর গলায় প্রথম শুনেছিলাম । দুটো চোখ দিয়ে অজান্তেই জল ঝরেছিল , আজও শুনলে চোখে জল চলে আসে।❤

  • @Ashrafulislam-fk2fw
    @Ashrafulislam-fk2fw Před 3 lety +4

    এ কবিতাটা সম্পর্ণূটা শুনতে পারিনি কখনো, কান্না চলে অাসে।
    সদ্য কর্ম পাওয়া সকল ছেলেদের বেশি বেশি শুনা উচিৎ।
    ভাল থাকুক সকল মা বাবা।

  • @surajghosh2.O
    @surajghosh2.O Před 3 lety +25

    অসাধারণ.... অশ্রুতে ভরে গেলো বহুকাল যাবৎ শুকনো চোখদুটো 😭😭

  • @sujitbanerjee1056
    @sujitbanerjee1056 Před 3 lety +3

    কবিতা,কবি,আবহ,আবৃত্তিকার এককথায় অনবদ‍্য ।কোনো ভাষা নেই।

  • @mamunmiah7134
    @mamunmiah7134 Před 3 lety +4

    কবিতাটি যতবার শুনি ততই ভালো লাগে।ম্যামের কবিতা আবৃত্তি শুনতে খুব ভালো।❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @আমারঠাকুরঘর

    চোখের জল ধরে রাখতে পারছি না
    সত্যিই মায়ের তুলনা হয় না মা তুমি মা

  • @manideepasaha643
    @manideepasaha643 Před rokem +1

    কতটা ভালোলাগলো আপনার আবৃত্তি শুনে সেটা ভাষায় প্রকাশ করা যাবেনা । অসাধারণ 🙏

  • @bananichakraborty6769
    @bananichakraborty6769 Před rokem +6

    এই কবিতা শোনার পর কোন মানুষই চোখে জল ধরে রাখতে পারবে না

  • @seemachakraborty6467
    @seemachakraborty6467 Před 3 lety +2

    দুচোখ ভরে অশ্রুধারা/যে খোকন আমার নয়ন তাঁরা, সে দিয়েছে ফাঁকি,
    খোকন রে তোর খোকা যেন
    বড় হয়ে দেয় না যেন ফাঁকি #
    অসাধারণ, অপূর্ব

  • @channelchowaofficial
    @channelchowaofficial Před rokem +5

    আপনার আবৃত্তি শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না ।

  • @anamikamukherjee5620
    @anamikamukherjee5620 Před 11 měsíci +1

    তোমার আবৃত্তি শুনে চোখে জল ধরে রাখতে পারলাম না। অসাধারণ তোমার কণ্ঠস্বর দিদি তোমার ❤️❤️

  • @mokhlesurrahmanbhuiyan7566

    আমার মা চলেগেছেন আমাদের ছেড়ে ।যখনই কবিতাটি শুনি চোখের পানি ধরে রাখতে পাড়িনা। বারবার শুনি আর কাঁদি।

  • @paramitaroy9
    @paramitaroy9 Před měsícem

    অসাধারণ কবিতা পাঠ, খুব ভালো লাগলো । আপনাদের থেকে অনুপ্রাণিত হয়ে কিছু ছোট্ট প্রচেষ্টা করছি। এরকম আরো কবিতা শোনার ও শেখার অপেক্ষায় থাকলাম 🙏

  • @Sourendra1968
    @Sourendra1968 Před 5 lety +9

    Janmodin by Kobi Subho Dasgupta. This poem aimed to open eyes of our next generation who are radically changing without any attachments. We cannot disobey generation gap but how we can ignore love which is the only way to keep ourselves bonded. Recitation by Bratati is like witnessing a life. This happens when an artist is totally dedicated to his/her respective art. Her voice, presentation are just unique and I must say she is an example of her own.

  • @rameshchandraroy1764
    @rameshchandraroy1764 Před 3 lety +4

    What a beautiful poem this is, really very very nice. I like this. This poem match with our life.

  • @ananyasingharay9437
    @ananyasingharay9437 Před 6 lety +114

    কানে শুনে চোখে জল আসে কিন্তু সামনে ঘটনা গুলো ঘটলেও কিছু মনে হয় না । আমার আবার মানুষ!

  • @aamamun722
    @aamamun722 Před 2 lety

    জীবন্ত কবিতা খানা আমার হৃদয় ছুয়ে নিজের অজান্তেই চোখ কোণ বেয়ে অশ্রু ঝরেছে।এক কথায় অসাধারন।।💞💞

  • @pratimabarman4527
    @pratimabarman4527 Před 3 lety +12

    The poem really is very good, it matches the reality and the poem in your voice looks even more better.

  • @user-ey9oq5me3z
    @user-ey9oq5me3z Před rokem

    Brototi di কে আমি অসম্ভব sordha করি.অসাধারন baktetto purno মহিলা.কবিতা শোনার পর হাউ হাউ করে কাঁদতে পারছি না কিন্তু, গলার কাছে একটা চিনচিনে ব্যাথা করছিল.কাদতে না পারলে যেটা হয়.

  • @melodiesofsujitsree2431
    @melodiesofsujitsree2431 Před 3 lety +36

    যার আবৃত্তি প্রকৃত অনুভূতি দিয়ে, তাকে প্রণাম 🙏

    • @sumitabiswas9960
      @sumitabiswas9960 Před 2 lety +3

      এই আবৃত্তি শুনে মুখে কোনো ভাষা নেই,চোখে শুধু জলের ধারা।

  • @NurulShepar-ni1cq
    @NurulShepar-ni1cq Před 11 měsíci +1

    আমি সবমিলিয়ে কম করে হলেও ১০০০বার শুনেছি এই কবিতাটা
    কিন্তু এরপর ও অরুচি আসেনি।।
    অনেক আবৃত্তি শিল্পী আবৃত্তি করেছেন এই কবিতাটা কিন্তু তোমার মত করে ফুটিয়ে তুলতে পারেনি কেউ।।।।
    শুভ কামনা রইল ব্রততী দিদি তোমার জন্য

  • @mokaddarabegum8540
    @mokaddarabegum8540 Před 7 lety +9

    খুব ভালো লাগলো । ধন্যবাদ ব্রততীদি ।

  • @sudiptasarkar9076
    @sudiptasarkar9076 Před 4 lety +5

    প্রতিটি বাবা মায়ের ই এই কথাগুলো লুকোনো থাকে তাদের বুকের মাঝে।সন্তান যত বড় হোক না কেন মা বাবার মহান ত্যাগ ছাড়া তা কখনোই সম্ভব নয়।

  • @razibhossien9015
    @razibhossien9015 Před 7 lety +17

    নিজের অজান্তে'ই চোঁখে পানি চলে আসলো,
    সত্যি'ই অসাধারণ হয়েছে।

  • @ToufiqulHayderTOUFIQ
    @ToufiqulHayderTOUFIQ Před 6 měsíci

    যতবার শুনেছি ততোবার কেঁদেছি, বেঁচে বর্তে থাকো দিদি

  • @asishmazumder
    @asishmazumder Před 2 lety +4

    অসাধারণ আবৃত্তি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ❤️❤️❤️

  • @chaitanyasarkar2186
    @chaitanyasarkar2186 Před rokem

    আমি ক্লাসে বসে ছেলেদের লিখতে দিয়ে ওনার কবিতা শুনতে শুনতে চোখ দিয়ে জল পড়ছিল। আমার চোখের জল দু-একজন ছাত্র-ছাত্রী লক্ষ্য করে কিছু একটা আলোচনা করতে লাগলো ❤️তখন আমি চোখের জল মুছে ওদের বললাম লিখে দেখাও ❤️ ওনার কবিতা শুনতে শুনতে বৃদ্ধা শ্রমের❤️ মায়ের ❤️কষ্টটা অনুভব করছিলাম, আর আমাদের সন্তানদের কথা খুব খুব মনে পড়ছিল ❤️❤️

  • @amitkumarprasad855
    @amitkumarprasad855 Před 2 lety +3

    Everytime this heartfelt recitation fill my eyes with tears.... Can't imagine how it would feel like witnessing this kind of mesmerizing art live...

  • @Sujatasartgallery
    @Sujatasartgallery Před 3 lety +3

    নিরব হয়ে কেবল একমনে শুনে গেলাম।❤️

  • @suparnasamanta3688
    @suparnasamanta3688 Před 3 lety +3

    সত‍্যি খুব বাস্তব কবিতা মন ছুয়ে গেল।

  • @sucharitachakrabarty9261

    Apurbo baro mormosporshi, chokh duto ashrusikto Hoya galo .valo thakben didi .

  • @santanubera8632
    @santanubera8632 Před 2 lety +9

    এই কবিতাটা বার বার শুনি যাতে হৃদয় ছুঁয়ে চোখের জল গড়িয়ে পড়লে বুঝতে পারি এই পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ নিসার্থ ভাবে ভালোবাসতে পারে না,।

  • @user-xs7uc9bc8m
    @user-xs7uc9bc8m Před 3 měsíci +1

    কবিতাটা শোনার পর লেখার মত ভাষা হারিয়ে ফেলেছি আর কিছু বলার নেই

  • @palashroy2519
    @palashroy2519 Před 7 lety +17

    Many wept when they heard the poem, can not hold the tears, really amazing.....

  • @rimisahoo2746
    @rimisahoo2746 Před 2 lety +1

    Just অনবদ্য, অসাধারণ। শেষে চোখে জল চলে এলো

  • @om-963
    @om-963 Před 2 lety +3

    কোন ভাষা নেই চোখের জল ছাড়া 🙏🏼

  • @prabirkantidas7826
    @prabirkantidas7826 Před rokem

    শুনতে শুনতে চোখের জল ফেলেছি আর মনে মনে বলেছি কোন মায়ের এমন‌ করুন আর্তি যেনো শুনতে না হয়। ব্রততী দিদিকে জানাই আন্তরিক শ্রদ্ধা।

  • @dipankarkabiraj164
    @dipankarkabiraj164 Před 5 lety +5

    যত বার শুনি ততো বারই গায়ে শিহরণ বয়ে যাই

  • @chhandotori5625
    @chhandotori5625 Před rokem

    এতো অসাধারণ একটি মন ছুয়ে যাওয়া কবিতা আপনার সুন্দর উপস্থাপনে আরও ভালো লাগল
    চোখে জল এসেই গেল

  • @rinabiswas8556
    @rinabiswas8556 Před 3 lety +5

    দিদিভাই কবিতাটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো। সব সন্তান কি একই রকম হয়

  • @shobhanannandaroychoudhury121

    Outstanding performance and extraodinary recitation. I am charmed by her skill. God bless you long live.

  • @DearDuranta
    @DearDuranta Před 2 lety +5

    কন্ঠস্বর অপূর্ব ❤❤বারবার শুনতে ইচ্ছে করে

  • @damodardassarkhel2793

    ব্রততী তোমায় স্যালুট

  • @subhrasarkar1146
    @subhrasarkar1146 Před 3 lety +5

    এই কবিতাটি আগেও বহুবার শুনেছি,যতবারই শুনি বুকের ভেতরটা মুচড়ে ওঠে অগণিত মায়ের জন্য যারা এই পরিস্থিতির শিকার।

  • @satyerjoy2293
    @satyerjoy2293 Před 3 lety +2

    জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ।
    নয় কান্না, পরিবর্তন।

  • @user-mg8yd4sc4u
    @user-mg8yd4sc4u Před 8 lety +109

    কিছু বলার ভাষা নেই। চোখ বেয়ে জল পরছে,,

  • @biswajeetchatterjee1962

    আমার গলার কাছে একটা ব্যাথা হতে লাগলো মনে হচ্ছে একটা কষ্ট আটকে আছে ওই মায়েদের জন্য যারা এভাবে পরে আছে বৃদ্ধাশ্রমে,আমি কাঁদছিলাম,পারিনি পুরো টা শুনতে।

  • @silpa4389
    @silpa4389 Před 3 lety +5

    এমনিতেই কেমন করে জানিনা চোখ টা ভিজে গেল কবিতা টা শোনার পর

  • @gobindabanerjee6555
    @gobindabanerjee6555 Před 4 lety +5

    এই আবৃত্তি টা শুনলে চোখে জল চলে আসে

  • @sabitripaul2407
    @sabitripaul2407 Před 4 lety +1

    Osombhob bhalo kobita..... mon chuye gelo

  • @tridibchakraborty3743
    @tridibchakraborty3743 Před 4 lety +11

    Speechless and eyes are automatically filled with tears.

  • @moniruzzamanriad2876
    @moniruzzamanriad2876 Před 2 lety +1

    কবিতা টি শুনলে মনটা কেমন জানি করে, মনে হয় চোখের সামনে যেন দেখতে পাচ্ছি যতবার শুনি কান্না চলে আসে। ,,

  • @poojadey1985
    @poojadey1985 Před 4 lety +20

    shes soo amazing. it gave me goosebumps while listening it.

  • @rajtirthadutta3938
    @rajtirthadutta3938 Před 2 lety

    Ek kothai Osadharon.Ami chotobelai kabayane Bratati didi er kache recitation shiktam.

  • @rahulnath6095
    @rahulnath6095 Před 6 lety +65

    হঠাৎ যেনো দু চোখ ঝাপসা হয়ে গেলো এটাই র্বতমান ৷ মা হীন গৃহ অরণ্য সম -----

  • @Fatemajahan-fl7mg
    @Fatemajahan-fl7mg Před rokem +2

    অসাধারণ আবৃত্তি ❤️❤️
    আর কথার মর্ম গুলোও অনেক সুন্দর ❤️❤️

  • @rajonbhuiyan3819
    @rajonbhuiyan3819 Před 3 lety +3

    এক কথায় অসাধারণ। চোখের কোণে অশ্রু চলে এসেছে

  • @tandrabiswas3745
    @tandrabiswas3745 Před rokem

    চোখের জল ধরে রাখতে পারলাম না খুব সুন্দর পরিবেশন। কিন্তু এটা বুঝতে পারছি না dislike কারা‌ দিল??????

  • @abhinandapal1611
    @abhinandapal1611 Před 6 lety +5

    Ami abhibhuto,sottii osadharan.... eii Kobita ta sune chokher jol dhore rakhte parlam na😢😢😢

  • @minatikundu3448
    @minatikundu3448 Před 5 měsíci

    এমন অসাধারণ আর অন্যের পক্ষে সম্ভব নয়।

  • @wonderfulworld9810
    @wonderfulworld9810 Před 5 lety +16

    শুধু কাঁদব বলেই প্রতিদিন অন্তত একবার হলেও দিদির এই উচ্চারটুকো শুনি। প্রতিবারই চোখে জল আসে, দিদি তোমার জন্য হয়তো শব্দের অভিনয় কিন্তু আমার কাছে বিষয়টা ওরকম নয়। সত্যি বলছি।

  • @paramitasengupta9466
    @paramitasengupta9466 Před 2 lety

    Mon ta varakranta hoyea gelo kabita sune . Valo thakben didi.

  • @rimpabarai5039
    @rimpabarai5039 Před 5 lety +4

    Ma er dak e 2chokh vijie jol chole elo.......amazing👌👌👏👏👏👏

  • @himaniroy8654
    @himaniroy8654 Před 3 lety

    Sakol mayeder sato koti pronm 🙏.asadharon kobita asadharon kontho.bokar vasa nei.

  • @habibulalam3105
    @habibulalam3105 Před 5 lety +3

    কবিতাটি যতবার শুনি ততবারই চৌখ মুছেচি, আমার ডাক নাম খোকন এবং বাবাও স্কুল শিক্ষক ছিলেন সেই কারনেই কিনা বুজতে পারছিনা। দিদিকে সুন্দর আবৃতির জন্যে স্যলুট।

  • @romad6299
    @romad6299 Před 3 lety +1

    শুনতে শুনতে চোখে জল চলে এলো।

  • @narayanbarman2789
    @narayanbarman2789 Před 5 lety +3

    কবিতাটি একদম বাস্তব চিত্র অঙ্কন করে দিয়েছে। যা মা বাবার বর্তমান অবস্থা।

  • @mdmijanurrahamanmir1702

    যখন কিপ্যাড ক্যামেরা ওয়ালা ফোন চলত আমার একাধিক পছন্দের কবিতার মধ্যে ব্রততী বন্দ্যোপাধ্যায় ম্যমের এই আবৃত্তিটা লোডিং করা ছিল। প্রতিদিন পড়ার শেষে একবার করে এই কবিতাটি আমি শুনতাম, আর দুই নয়ন ভরে আমার অশ্রু হয়ে আসতো 😭😭। আজও সেই ঠিক একই রকম লাগলো .................................

  • @dananyaownvoice
    @dananyaownvoice Před 4 lety +3

    ওনার মতো আবৃত্তি করতে কেউ পারেন না এখনও। কবিতাটাও চমৎকার, কবিকে ধন্যবাদ

  • @bireshdebnath7926
    @bireshdebnath7926 Před 2 lety +1

    Really,, outstanding & mind blowing, , She is an outstanding Artist,,,

  • @oishimakal1690
    @oishimakal1690 Před 6 lety +4

    Osadharon 💕 💕💕 💕. Puro hridoy chuye galo....