শ্রীনগরের একশত বছরের ঐতিহ্যবাহী ছ্যাঁকা রুটি || CHEKA RUTI || MUNSHIGANJ || MUNNI'S VLOG

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর বাজারে এই ছ্যাঁকা রুটি পওয়া যায়। প্রায় একশত বছর বা তারও বেশি সময়ের ঐতিহ্যবাহী এই ছ্যাঁকা রুটি। শ্রীনগর বাজারে রয়েছে একটি খাল। এই খালকে কেন্দ্র করেই শ্রীনগর বাজারের সাথে ঢাকা ও তার আশেপাশে এলাকার যোগাযোগ হতো। তখন বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে এখানে এই ছ্যাঁকা রুটি খেত। তখন থেকে এই ছ্যাঁকা রুটির নাম ছড়িয়ে পড়তে থাকে সব জায়গায়। প্রায় একশত বছর বা তারও বেশি সময়ের ঐতিহ্য এই ছ্যাঁকা রুটি।
    #sreenagar #cheka_ruti #munshiganj #ছ্যাঁকারুটি

Komentáře • 34