কম সময় পড়ে অনেক ভালো করার উপায় | Effective Learning method|Barun Kanti Ghosh|Admission|HSC|Athena

Sdílet
Vložit
  • čas přidán 22. 01. 2021
  • ✅✅কোচিংয়ে বা কোন প্রাইভেট টিউটরের কাছে লক্ষ লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়ার দিন প্রায় শেষ। যুগ বদলে গেছে।
    প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
    বর্তমান শিক্ষা কারিকুলাম অনুযায়ী কোনো শিক্ষার্থীর একজন মেন্টর থাকা খুবই জরুরী, যে তাকে পড়াশোনার সাথে সাথে জীবনের সঠিক দিক দেখাতে পারে। কোন শিক্ষার্থী যদি HSC Physics 1st/2nd Paper or Admission পড়ার জন্য কোন টিউটরের দ্বারস্থ হয় তবে দেখা যায় গড়ে ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা খরচ হয় শুধু একটা বই শেষ করার জন্য। কিন্তু শতকরা ৯০% ক্ষেত্রে শিক্ষার্থী শেষ
    পর্যন্ত কিছুই পায় না। কারণ এ ক্লাস গুলো সব হাওয়ায় মিলিয়ে যায় এবং দৌড়ঝাঁপ করে জ্যাম ঠেলে হাজার হাজার টাকা ভাড়া দিয়ে ক্লাসরুমে কোনরকমে সামান্য জায়গায় বসে ঐ শিক্ষকের থেকে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা আসলে খুব মুশকিল হয়ে যায়। এ বিষয়ে আমি ছোটবেলা থেকেই লক্ষ্য করেছি।
    আর আমার কথা বিশ্বাস না হলে তোমার নিজেকে একটা প্রশ্ন করো, প্রায় সমস্ত শিক্ষার্থী কোন না কোন শিক্ষকের কাছে অথবা কোচিং এ লক্ষ লক্ষ টাকা খরচ করে ভর্তি হয়। কিন্তু ভালো করে কত শতাংশ ?
    এর মূল কারণ ক্লাসে বইয়ের সব কিছুই গভীর ভাবে শিক্ষার্থীকে অনুধাবন করিয়ে আসলে কোন শিক্ষকের পক্ষে পড়ানো সম্ভব হয়না। কারণ তার একটার পর একটা ব্যাচ থাকে এবং মাথায় এই প্রোগ্রাম চলে যে কোনরকমে এই ব্যাচটি বের করে দিলে এর পরের ব্যাচের ঢুকবে এবং এই টানাপোড়েনের মধ্যে উনি কখন যে পড়ানোর পরিমাণ কমিয়ে দেন বা স্টুডেন্টের সামান্য কিছু জিনিস পড়িয়ে ছেড়ে দেন তা তিনি নিজেও খেয়াল করেন না। এই ঘটনা 99% ক্ষেত্রে কোচিং এবং প্রাইভেট টিউটর দের ক্ষেত্রে ঘটে। এছাড়াও আরও একটা সমস্যা রয়ে গেছে। সেটি হলো বাংলাদেশের ইন্টারমিডিয়েটে যত শিক্ষার্থী সাইন্স পড়ে তার শতকরা ২০% শিক্ষার্থী ভালো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায়।
    কিন্তু যুগ পরিবর্তনের সময় চলে এসেছে, সমস্ত সেবা এর মূল্য সময়ের সাথে সাথেকমে গেছে। কিন্তু তার মান বৃদ্ধি পেয়েছে। যেমন ধরো একটা সময় মোবাইল ফোনের কল রেট মিনিট প্রতি 10 টাকা ছিল এবং নেটওয়ার্ক ছিল খুব দুর্বল কিন্তু এখন কল রেট মিনিট প্রতি 1 টাকারও কম এবং নেটওয়ার্ক অনেক শক্তিশালী। যুগ মানুষকে বাধ্য করে পরিবর্তন হতে এবং বর্তমানের কোটি কোটি টাকার যে কোচিং বাণিজ্য হয় আগামী কয়েক বছরের মধ্যেই চার ভাগের এক ভাগে নেমে আসবে। কারণ ১-২% শিক্ষার্থী ছাড়া তোমার আমার মত প্রতিটি শিক্ষার্থী চায় খুব সামান্য অর্থের বিনিময় গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে। আমি যে প্যাকেজ কোর্স তোমাকে অফার করছি তা ধরে নিতে পারো এই যুগ পরিবর্তনের প্রাথমিক ধাপের মধ্যে একটি ধাপ। সঠিক এবং গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জনের জন্য দূরত্ব কোনো বাধা নয়। তুমি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যেকোনো স্থানে থাকো না কেন, তোমাকে সর্বোচ্চ গুণগত মানের শিক্ষা প্রদান করা আমার দায়িত্ব।
    Full Course Teacher
    ------------
    Barun Kanti Ghosh (16 Years’ Experience in Admission Test Teaching)
    EEE (BUET-2006), Ex-Notre Dame College (Group-4)
    MBA (IBA, University of Dhaka)
    Facebook ID: / baruneee
    Facebook Page: / barun.oraska
    ------------------
    ✅✅Course No-201(HSC First Paper Physics Foundation Course): Fee-2500
    🔷Course Content: ক্লাস ভিডিও: 145 টি (Duration-112 Hours), ১ ঘন্টার সৃজনশীল পরিক্ষা: 20 SET(With Solve Sheet) , ১ ঘন্টার MCQ পরিক্ষা: 20 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 1136139100560337
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal), 01614759131 (Personal)
    ✅✅Course No-202(HSC Second Paper Physics Foundation Course): Fee-2500
    🔷Course Content: ক্লাস ভিডিও: 119 টি (Duration-104 Hours), ১ ঘন্টার সৃজনশীল পরিক্ষা : 21 SET (With Solve Sheet) , ১ ঘন্টার MCQ পরিক্ষা : 21 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 1241944279548377
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal), 01614759131 (Personal)
    ✅✅Course No-203 (BUET/Dhaka University Physics Admission Program): Fee-3000
    🔷Course Content: ক্লাস ভিডিও: 210 টি (Duration-180 Hours), 25 Years Question Bank Solve Class , ভর্তি পরিক্ষার উপযুক্ত Written পরিক্ষা : 25 SET (With Solve Sheet) , ভর্তি পরিক্ষার উপযুক্ত MCQ পরিক্ষা : 24 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Admission Test Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 889120498423276
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal), 01614759131 (Personal)
    ✅✅Course No-204 (BUET/Dhaka University Physics Admission (Short Syllabus-HSC-2021 & 22) Program): Fee-2000
    🔷Course Content: ক্লাস ভিডিও: 165 টি (Duration-128 Hours), 25 Years Question Bank Solve Class , ভর্তি পরিক্ষার উপযুক্ত Written পরিক্ষা : 16 SET (With Solve Sheet) , ভর্তি পরিক্ষার উপযুক্ত MCQ পরিক্ষা : 16 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 4 SET, Homework, Admission Test Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 294123559319175
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal), 01614759131 (Personal)
    ভর্তির নিয়ম: পে করে গ্রুপে লিংকে যুক্ত হতে হবে । যুক্ত হউয়ার সময় যে নাম্বার থেকে পেমেন্ট করেছো তার শুধু বিস্তারিত দিতে হবে। বেস হয়ে গেল। তুমি গ্রুপে Join Request দিলে আমরা ১৫ মিনিটের মধ্যে সব কিছু চেক করে তোমায় Join করিয়ে দিবো। গ্রুপ Join করলেই বাকি সব কিছু কোর্সটি শুরু করতে পারবে।

Komentáře • 2K

  • @aliemon6199
    @aliemon6199 Před 3 lety +1735

    ঠিকই পড়তে বসছিলাম,তারপর শব্দের অর্থ খুঁজতে ফোন হাতে নিলাম।বাকিটা ইতিহাস

  • @salauddinumar3803
    @salauddinumar3803 Před 3 lety +1083

    ১ ঘন্টা পড়ে ১৫/২০ মিনিট বা ৪৫ মিনিট পড়ে ১৫ মিনিট রেস্ট বা ঘুম।
    ভাইয়া, এই কাজটা আমি ইন্টার এ এইচ এস সি পরিক্ষার আগে করেছিলাম, এই কাজটা আমার খুব কাজ লেগেছিল।
    আমি ইন্টারে দেড় বছরই তেমন পড়াশোন করিনি কিন্তু লাস্ট ৩ মাস এই পদ্ধতিটা খুব কাজে আসছে।
    আমি আরেকটা কাজ করতাম।
    সেটা হলো, একটানা ২/৩ ঘন্টা পড়লে বাইরে কিছুক্ষন হাটাহাটি করতাম। আবার মনোযোগ দিয়ে পড়তাম।
    আবার যখনই ঘুম পেত সাথে সাথে ঘুমিয়ে নিতাম।
    পরীক্ষার আগে আমি জীবন মরনের মত মনে করতাম যে আমাকে কিছু করতেই হবে।
    আমি ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা নিয়েছি।আলহামদুলিল্লাহ

  • @sadiarahmansaje150
    @sadiarahmansaje150 Před 3 lety +7

    আপনি যে আসলে কি স্যার, তা বলে ধন্যবাদ দেওয়ার ভাষা নাই। 😊

  • @bdchannel8913
    @bdchannel8913 Před 3 lety +43

    স্যার অনেক ভালো উপদেশ দিলেন।আপনাদের মতো স্যারের এখন খুব অভাব

    • @mdmayan9093
      @mdmayan9093 Před 2 lety +2

      আপনার কথা খুব বেশি ভালো লাগছে আপনার নাম কি আপনি খুব ভালো

    • @bdchannel8913
      @bdchannel8913 Před 2 lety

      @@mdmayan9093 রেজওয়ান

  • @faisalmridul9137
    @faisalmridul9137 Před 3 lety +384

    ভাই আমার মনের কথা বলছেন আল্লাহ আপনাকে ভাল রাখুক।

  • @RejuwanHussain
    @RejuwanHussain Před 3 lety +55

    সত্যি আপনার অসাধারণ কথা গুলো শুনে আমার নিজের একটু আগ্রহ জন্মিলো পড়া শোনার প্রতি

  • @mstasiaakther8674
    @mstasiaakther8674 Před 3 lety +63

    আল্লাহ আপনাকে ভাল রাখুক🥰🥰🥰🥰

  • @zohurulhaquejafor5504
    @zohurulhaquejafor5504 Před 3 lety +40

    অনেক ভালো লাগলো ভাইয়ার কথাগুলো শুনে আসলে বর্তমানে শিক্ষার্থীদের বাস্তবতা বা সমস্যা হচ্ছে এটাই তাই এটা থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে খুবই ইফেক্টিভলি ধন্যবাদ।।।

  • @enjoy.99
    @enjoy.99 Před 3 lety +63

    আরেকটা উপায় হলো : নিজেকে Reward দেয়া

  • @faruktaz4010
    @faruktaz4010 Před 3 lety +174

    একঘন্টা পড়লে 45 মিনিটেই বাজে চিন্তা ভাবনা কইরা আর মোবাইল চাপাচাপি কইরা শেষ, পড়া হয় মাত্র 15 মিনিট। আমার বর্তমানে এই সমস্যাটা ই হচ্ছে।

  • @abutaherahmed8476
    @abutaherahmed8476 Před 2 lety +3

    আমার জীবনে দেখা সেরা ভিডিও,,,,, জীবনে অনেক ভিডিও দেখলাম কিন্তু এরকম মোটিভেশনাল ভিডিও দেখিনি🙂ধন্যবাদ ভাই🥰🥰

  • @MrWilly-mm5rv
    @MrWilly-mm5rv Před 3 lety +88

    নমষ্কার দাদা। আপনার বাস্তবভিত্তিক কথাগুলো শুনে অনেক উপকৃত হলাম দাদা। ঈশ্বর আপনাকে নিজের কৃপাদৃষ্টিতে রাখুক। ভালো থাকুন শান্তি থাকুন আপনি এটাই কামনা করি।♥️

  • @withalivai9048
    @withalivai9048 Před 3 lety +4

    এরকম শিক্ষনীয় ভিডিও আগে কখনও দেখিনি। আশা করছি এই এডমিশনের সময় এটা দারুণ কাজে লাগবে।

  • @MdMehediHasan-us3xn
    @MdMehediHasan-us3xn Před 3 lety +101

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ সুবহানাল্লাহ

    • @abureza9079
      @abureza9079 Před 3 lety +3

      Sotik zaigai sotik zinis den

    • @sagor2364
      @sagor2364 Před 3 lety

      😂

    • @mistyhasan8537
      @mistyhasan8537 Před 3 lety +1

      Eto shundor ekta line k upohas er jinish banay falianna. Comment a kalima likha ki nijak khub dharmik mona kortacan?
      Ajob manush

    • @MdMehediHasan-us3xn
      @MdMehediHasan-us3xn Před 3 lety

      @@mistyhasan8537 ভাই এটা করি সওয়াবের জন্য লাইক এর জন্য নয় া ভাই আমি আপনাকে আললাহর পিরিত সত্য ধর্ম ইসলামের দাওয়াত দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ মাশাল্লাহ আললাহ অতি মহান আললাহ আমাদের সকলকে নেক হায়াত ও নেক হেদায়েত এবং নেক আমল করার তৌফিক দান করুক আমিন আললাহ আকবার

    • @saharalikhan9042
      @saharalikhan9042 Před 2 lety

      Subhanallah

  • @tanvirkhan8972
    @tanvirkhan8972 Před 3 lety +25

    এই ভিডিওটা তিনমাস আমার ওয়াচ লেটার লিস্টে পড়ে ছিল।এখন নিজের গালে একটা থাপ্পর লাগাইতে মন চাইতেছে,ক্যান আগে দেখলামনা!

  • @studygmail2798
    @studygmail2798 Před 3 lety +20

    ধন্যবাদ ব্রাদার ❤️
    আমার এই সমস্যা সবচেয়ে বেশি😬🤕

  • @dr.sajjadkhan3056
    @dr.sajjadkhan3056 Před 3 lety +3

    খুব সুন্দর আর সাবলীল ভাষায় কথাগুলো বুঝিয়ে দেবার জন্য ধন্যবাদ।

  • @001sumaiyajannatmedha5
    @001sumaiyajannatmedha5 Před 3 lety +13

    অনেক হেল্পফুল একটা ভিডিও।জাযাকাল্লাহু খইরান।

  • @samirhasan3131
    @samirhasan3131 Před 3 lety +3

    এর আগেও আরেকটা ভিডিওতে দেখেছিলাম। খুব ভালো লেগেছিলো। এখন আপনারটা দেখলাম, খুব ভালো লাগলো। এখন সে অনুযায়ীই পড়ার চেষ্টা করছি। আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি HSC-22 পরীক্ষার্থী।

  • @provaafrad2024
    @provaafrad2024 Před 3 lety +6

    আপনার মতো মানুষ পৃথিবীতে শত শত থাকা দরকার

  • @jannatulislam7800
    @jannatulislam7800 Před 3 lety +42

    অনেক ধন্যবাদ ভাইয়া৷ আমি ২০২১ সালে এডমিশন টেস্ট দিবো। আপনার এইরকম কিছু গুরুত্বপূর্ণ কথা অনেক মোটিভেটেড করে আমাকে। মনের মধ্যে সাহস পাই পড়ার আগ্রহ বাড়ে৷ এভাবে আমাদের পাশে থাকবেন আশা করি। অনেক অনেক দোয়া আপনার জন্য৷ 😊

  • @jahid1203
    @jahid1203 Před 3 lety +3

    খুব কাজের কথাই বলেছেন ভাইয়া!
    Thanks vaiya.😇🖤

  • @ismailhossen8610
    @ismailhossen8610 Před 2 lety

    এক কথায় অসাধারণ বক্তব্য দাদা। মহান আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক।

  • @farhadahmed5806
    @farhadahmed5806 Před 3 lety +7

    Ooo..This is the reason why I can't focus on my study...Thank you so much..

  • @tanvirahmad3776
    @tanvirahmad3776 Před 3 lety +6

    অসাধারণ! এতো সুন্দরভাবে চমতকার একটা সাজেশন দেবার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

  • @TechZakir
    @TechZakir Před 3 lety +6

    স্যার অসাধারণ ভিডিও, আপনার কথাগুলো শুনে কেউ যদি প্রতিটা কাজ ১০০ ভাগ মনোযোগ সহকারে করে তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বাকিটা আল্লাহর ইচ্ছা।

  • @Platinum_02
    @Platinum_02 Před 2 lety +1

    অনেক দিন এই সমস্যাই ভূগছিলাম। ইনশাআল্লাহ এখন আপনার টিপস গুলা ফলো করবো ☺️

  • @Chaturbhuj41
    @Chaturbhuj41 Před 3 lety +154

    মোবাইল হল ঘুম অার পড়া নষ্টের একমাত্র ব্যাধি।

  • @muntasirislam5802
    @muntasirislam5802 Před 3 lety +5

    Thanks a lot brother. I will try my best to maintain this rules.

  • @shahriartusher6979
    @shahriartusher6979 Před 3 lety +20

    your way of talking is so humble and soothing..

  • @nilotpalbhattacharya2739
    @nilotpalbhattacharya2739 Před 2 lety +5

    Sir,,,, you are really right,,,, this obstacle face most of the students.... your calculas teaching is awesome,,,,,

  • @rajibhossain588
    @rajibhossain588 Před 3 lety +1

    Akdom thik kotha bolsen vai.. Pori onk time last hisab kore dekhi anda..akn theke try korbo method ta..in sha allah

  • @alaminarafat8623
    @alaminarafat8623 Před 3 lety +8

    This video was really helpful for me. Kindly make this type of videos more and more. Best wishes for you.

  • @youtubefastival9248
    @youtubefastival9248 Před 3 lety +60

    ভাইয়া আপনার কথাগুলো এতো এতো ভালো লাগে! বলে বুঝাতে পারবো না।

  • @mabia9118
    @mabia9118 Před 2 lety

    অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ। আজ থেকে চেষ্টা করব। এই প্রোসেসিং এ পড়াশোনা করতে। ইনশাআল্লা

  • @rashidharunkhan6621
    @rashidharunkhan6621 Před 2 lety +2

    ভিডিওটা দেখে অনেক উপকৃত হলাম ❤️❤️

  • @movieloversworld2198
    @movieloversworld2198 Před 3 lety +54

    আরে বরুন ভাই যে,নস্টালজিক হয়ে গেলাম।নটরডেমের দিনগুলোকে খুব মনে পড়ে গেল।

  • @toufiqurrahmantonmoy7138
    @toufiqurrahmantonmoy7138 Před 3 lety +284

    আমিও ১ ঘন্টা পরতে বসলে ৩০ মিনিট পড়া হয় আর বাকি টাইম কত চিন্তা আসে🥰

  • @raiyanislam..1645
    @raiyanislam..1645 Před 3 lety +2

    আসলেই দারুণ একটা video, it was so helpful for me

  • @thedatal9225
    @thedatal9225 Před 2 lety

    alhamdulillah Vaia apnar 1year ager video Amar onek kaje laglo... Allah apnake always susthota dan koruk

  • @syedrihanmahmud6949
    @syedrihanmahmud6949 Před 3 lety +3

    ভাইয়া আপনার কথাগুলো অনেক ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য

  • @imranimu5803
    @imranimu5803 Před 3 lety +35

    ভাই অাপনার ভিডিওটা এমন একটা সময় দেখলাম যখন অামি নিজেকে পরিবর্তন করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম।
    অামি গত তিন দিন দৈনিক ৮ থেকে ৯ ঘন্টা পড়া লেখা করি।
    মোবাইলটা প্রচুর সমস্যা করে তাই অামি নতুন একটা বুদ্ধি করে চলি সেটা হল
    অামার মোবাইলে ২০% এর উপর চার্জ রাখি না।
    এবং রাতে গুমানোর অাগে ১০% চার্জ রেখে গুমাই।
    প্রতিদিন একটা শিক্ষামূলক নাটক দেখি।
    প্রতিদিন মাঘরিবের পর কোরঅান তেলোয়াত করি এবং নামাজ পড়ি যদিও মিচ হয় অনেক সময়।
    ইন্শা অাল্লাহ অামি অামার লক্ষ্যে পৌঁছাবো।

  • @hosnemobarakhridanto2961

    Thank you sir.
    valo laglo kotha gulo shune.15 minutes break dewar idea ta onek kajer.

  • @md.farhadhossain1066
    @md.farhadhossain1066 Před 3 lety +1

    খুবই ভালো ও উপকারী ভিডিও ছিলো ভাইয়া...
    এই ভিডিওটা আমার অনেক প্রয়োজন ছিলো।
    আপনাকে অনেক ধন্যবাদ।

  • @rrvbrinto7568
    @rrvbrinto7568 Před 3 lety +5

    thanks for ur motivational speech ❤️❤️👌 tnq. pray for us..

  • @jobpreparationbd07
    @jobpreparationbd07 Před 3 lety +5

    Thanks for this amazing tips..i will apply this to my study

  • @tajuluddin3286
    @tajuluddin3286 Před 2 lety +1

    অনেক ধন্যবাদ ভাইয়া আপনার ভিডিওগুলো বরাবরই অনেক শিক্ষামূলক হয়ে থাকে। অনেক উপকৃত হলাম এই ভিডিও থেকে ইনশাল্লাহ আজ থেকে আমিও এটা ট্রাই করবো ❤️❤️❤️

  • @Music_exRiya
    @Music_exRiya Před 3 lety +1

    Thank you da. Ai video tar e proyojon 6ilo❤️

  • @Studypoint-zw8bo
    @Studypoint-zw8bo Před 3 lety +4

    Thanks vaiya...apnar kotha gulu onek valo laglo💛💜

  • @masumhossainemon9106
    @masumhossainemon9106 Před 3 lety +7

    অনেক ধন্যবাদ ভাইয়া❤️😇।প্রতিদিন ভিডিও চাই।
    শিক্ষাঃযাই করবে মনোযোগ দিয়ে করবে। সেটা পড়া হোক বা দুষ্টমি

  • @anishaanika3132
    @anishaanika3132 Před 3 lety

    Onek valo laglo, Ami oboshoi try korbo. Thanks

  • @neamulkawsershuvo2665
    @neamulkawsershuvo2665 Před 3 lety +1

    সত‍্যি আপনার কথা শুনে অনেক আগ্রহ পেলাম।।।।

  • @tamannahasan2794
    @tamannahasan2794 Před 3 lety +14

    Thank you so much bhaia
    Really i am having this kind of problem...
    But from now i will try to concentrate on my study just like you advise
    Thanks a lot 🥰🥰🥰

  • @beingtmj
    @beingtmj Před 3 lety +9

    Thank you vaia. Aibabe regularly amader problems gula nia vdo diben❤️❤️❤️❤️

  • @jannatulislamjulekha9025
    @jannatulislamjulekha9025 Před 3 lety +1

    1st comment...
    Vaiya apnar kotha gulo khub valo laglo..thanks..

  • @joy73929
    @joy73929 Před 3 lety +1

    Apurbo voice apnar and akta positive vive asha ar darun sunte laga onek khani motivate holam dada vogoban apnr mongol korun

  • @riyad420
    @riyad420 Před 3 lety +3

    আল্লাহ আপনাকে বাচায়ে রাখুক,ভাইয়া।

  • @iveekhan
    @iveekhan Před 3 lety +130

    Exactly, this is proven perfectly the night before my semester exam. Brain works incredibly better during that time. In a certain moment I can memorize a lot of things and make myself happen to pass. 😂

  • @mdridan5135
    @mdridan5135 Před 2 lety

    অনেক অনেক ধন্যবাদ।খুব সুন্দর মোটিভেশান।

  • @MdsorifHossain-nk3px
    @MdsorifHossain-nk3px Před měsícem

    থ্যাংক ইউ স্যার । আপনার এডভাইস টা পেয়ে আমি অনেক উপকৃত হলাম ☺️🙂

  • @shirinakter646
    @shirinakter646 Před 2 lety +4

    your statements are absoulutely 100 percent correct . from now I will try my best to avoid the other irregular activities while studying . thanks for your mind blowiing extraordinary suggetions.

  • @mdabdullatifsagor2260
    @mdabdullatifsagor2260 Před 3 lety +3

    Thank you for creating a beautiful tutorial.

  • @researcherkhalidsaifullahs5788

    সত্যিই শিক্ষনীয় একটা ভিডিও

  • @raburabeya9740
    @raburabeya9740 Před 3 lety +1

    Onek valo laglo kotha gula, sotti khub sundor silo🥰🥰

  • @iplay600
    @iplay600 Před 3 lety +6

    বাঁহ খুব ভালো লাগল।thanks for advice me .

  • @nahidhasan9971
    @nahidhasan9971 Před 2 lety +37

    আচ্ছা কথায় কথা অনেকেই ( ভালো থাকো/ সুস্থ থাকো) এই কথা গুলো বলে থাকে। অথচ, কারোরি এই ক্ষমতা নাই যে নিজের ইচ্ছায় ভালো থাকবে/সুস্থ থাকবে/কাউকে ভালো রাখবে/সুস্থ রাখবে ইত্যাদি। সকল ক্ষমতা কেবল এবং কেবলই মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা র।

  • @sb.-5642
    @sb.-5642 Před 2 lety

    অসাধারণ লেগেছে এই ভিডিওটা আমার।অনেক অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্যে।👍

  • @mimmim2662
    @mimmim2662 Před 3 lety

    subscribe korlam...kotha gulo sotti e bastob dhormi😍😍😍..

  • @mozahidislam707
    @mozahidislam707 Před 3 lety +5

    ভাইয়া খুব ভালো কথা বলেছেন,অসংখ্য ধন্যবাদ

  • @sabinaakter7252
    @sabinaakter7252 Před 3 lety +5

    স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ❤❤❤

  • @tagarikundu618
    @tagarikundu618 Před 3 lety +1

    Bagh!!...darun laglo dada...apnar voice tao khub sundor...valo laglo...

  • @HabiburRahman-tt1ji
    @HabiburRahman-tt1ji Před 3 lety +1

    Valo kotha bolcche vai....allah apnke valo rakhok🖤

  • @md.asadullaholi
    @md.asadullaholi Před 3 lety +10

    আল্লাহ আপনার মঙ্গল করুন, আমীন।

  • @rehanhiron9465
    @rehanhiron9465 Před 3 lety +3

    You're brilliant!মানুষের মনে খুব তারাতারি জায়গা করে নিতে পারবেন,দোয়া এবং শুভকামনা রইল!ভিডিও টা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল যে তা বলব না এই উপদেশগুলা অামরা সবসময়ই পাই কিন্তু কথা বলার স্টাইল,ওয়াও মাইন্ড ব্লো ইং!

  • @abuhanifah1035
    @abuhanifah1035 Před 3 lety +1

    অনেক ভালো লাগলো।। So thank you for advise ...👍👍

  • @ritabrotokhaskelsohon569

    একদম ঠিক এবং সুন্দর বলেছেন।

  • @mdarafat2663
    @mdarafat2663 Před 3 lety +9

    আসসালামু আলাইকুম,, স্যার আইবিএ বিবিএ এর জন্য ধারাবাহিক বিস্তারিত ++ক্লাস দিলে অনেক উপকৃত হব।

  • @munshinahiyan2564
    @munshinahiyan2564 Před 3 lety +4

    ভাই, আর ও এই রকম video দিয়েন , please ❤️❤️

  • @mr.salahuddinsarkarsabuj9163

    Sir,
    Your teaching method is absolutely satisfying.

  • @anikctg4360
    @anikctg4360 Před 3 měsíci

    Ohh God!!!!!! Kamna ai video ta ami minimum 2 mash aga dekhlam na.Ato motivational video dekhsi jibona but life a first ato inspire holam.Amar 3 mash por hsc exam.Valo kora pora valo result korar try korbo.Thanks sir,thank you so much.

  • @samihaakhter5384
    @samihaakhter5384 Před 3 lety +11

    Very informative..one more thing i want to add..multi task is very harmful for making habit of concentration. I noticed it during my presentation for ielts.

  • @fahimahmmed7610
    @fahimahmmed7610 Před 3 lety +3

    Thank you for giving you a nice suggest.

  • @jackandrose8351
    @jackandrose8351 Před 3 lety

    Shukran, jajakallah khoiran.. may Allah save you..❤️❤️

  • @rajmahammad7936
    @rajmahammad7936 Před 3 lety +1

    Onek onek dhonnobad dada
    Khub help palam🙏❤️

  • @muhammadrumman1486
    @muhammadrumman1486 Před 3 lety +4

    Thank you so much brother.

  • @sarahthegreat2593
    @sarahthegreat2593 Před 3 lety +9

    The first thing that came to mind the moment you started speaking is "Wow, he must've received a lot of compliments on his voice"

  • @salmanbinfarhan1455
    @salmanbinfarhan1455 Před 3 lety

    মাশাল্লাহ, খুব সুন্দর হয়ছে। আমার খুব উপকার হয়ছে।

  • @maheerahman3666
    @maheerahman3666 Před 2 lety

    আলহামদুলিল্লাহ, ভিডিওটি খুবই শিক্ষণীয় এবং উপকারী ছিলো।

  • @tiapakhi1356
    @tiapakhi1356 Před 3 lety +4

    Thank you so much.

  • @ARIF-rs5iu
    @ARIF-rs5iu Před 3 lety +5

    Tnx for your suggestion

  • @goodman8031
    @goodman8031 Před 3 lety +1

    Thanks a lot,,,ssc & hsc গণিত- পদার্থের জটিল গাণিতিক সমস্যাগুলি সমাধানের ভিডিও দেন,,pls

  • @ajantapaul1498
    @ajantapaul1498 Před rokem

    SIR apnar boktobbo khub pranjol . amar 10 years er cheler jonno ami apnar video dekhi . ..amar darun lage apnar aro onek ei rokom motivating video upload er opekhkhay thaklam . apnake oshonkho dhonnobad

  • @rapidaction7944
    @rapidaction7944 Před 2 lety +31

    I'm a doctor and watching you made me realize, how easy things have become! In my days, running from a tutor to the next pissed off my college life. Hope your students would pride on your proper mentoring💗

  • @mashrafbinhabib6181
    @mashrafbinhabib6181 Před 3 lety +3

    Class 9 science group এর students দের জন্য একটা routine দিলে খুব ভালো হবে। (বাসায় পড়ার routine)

  • @mohammedrahman3037
    @mohammedrahman3037 Před 3 měsíci

    Thank you so much for the valuable information and advice 😊

  • @MDMOBASHIRAHSAN-wl2nl
    @MDMOBASHIRAHSAN-wl2nl Před 3 lety

    onek onek vlo laglo vediota. youtube a shudhu like react deya jay keno vaiya majhe majhe kichu vedio atoi vlo lage j mone hoy love , wow react dei..

  • @sadiaafrinsnaha
    @sadiaafrinsnaha Před 3 lety +11

    ভিডিওটা খুবই ভাল লাগলো...🤗🤗🤗

  • @forlornabeer5904
    @forlornabeer5904 Před 3 lety +3

    Thank u, so much!

  • @malihatabassum5654
    @malihatabassum5654 Před 2 lety

    Thank you for this video. It is very helpful for my studies. I couldn't properly focus on my study. but now I am following as you say and it is helpful for me.

  • @sahriaremon3656
    @sahriaremon3656 Před 2 lety

    insha allah ajke theke ai niyom ta follow korbo😇💗