Bede community of saver || বেদে পল্লীর সুখ দুঃখ || life style of vedic community বাইদ্দা পাড়া সাভার

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2024
  • বেদেপল্লি বা বেদে সম্প্রদায়ের প্রসঙ্গ এলেই চোখের সামনে ভাসে তাঁবু কিংবা নৌকায় মানুষের বসবাসের চিত্র। যেখান থেকে তারা পাড়ায়-মহল্লায় ঘুরে ঘুরে সাপের খেলা দেখান। ঝাড়ফুঁক দিয়ে এবং তাবিজ-কবচ বিক্রি করে অর্থ উপার্জন করেন। এ দৃশ্য দেখে যাঁরা অভ্যস্ত, তাঁরা ঢাকার সাভারের বেদেপল্লি এলে বিস্মিত হবেন। আধুনিক ইমারত, পাকা, আধা পাকা ও টিনশেড বাসায় বসবাস করেন বেদেরা। অবশ্য কিছু বেদে তাঁবুর নিচেও বসবাস করছেন।
    সাভারের বংশী নদীর পারে পোড়াবাড়ী, আমলপুর ও কাঞ্চনপুর-এই তিনটি গ্রামে বেদে সম্প্রদায়ের বসবাস। শতাধিক বছরের পুরোনো এই পল্লিতে এখন ২ হাজার ২০০ পরিবারে প্রায় ১৬ হাজার বেদে বাস করে। ঘর আছে প্রায় ৯০০টি। সমাজের মূলধারার সঙ্গে তারা মিশে গেছে। এই মহল্লাতে অনেকে দোকানপাট বসিয়ে আয়ের পথ খুলেছেন। কেউবা আবার আশপাশের কারখানায় চাকরি নিয়েছেন। অনেক বেদে ছেড়ে দিয়েছেন সাপের খেলা, সাপ ধরা, তাবিজ-কবচ ও যন্তর-মন্তরের ব্যবসা। কেউ কেউ অবশ্য পূর্বপুরুষের ঐতিহ্য ধরে সাপের খেলা দেখান। তবে তাঁদের সংখ্যা অনেক কম।
    সাভার বেদে পল্লী পার্ট-২ গুচ্ছ গ্রামের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
    সবাইকে অসংখ্য ধন্যবাদ।
    #বেদে_পল্লী #vedic #বেদে_সম্প্রদায় #vedicastrology #mmarif

Komentáře •