পুকুরের জলের রং সবুজ করার পদ্ধতি ( Production of Phytoplankton in Pond ) সরাসরি AM Aqua Farm থেকে

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2021
  • পুকুরের জলের রং সবুজ করার কৌশল ( Production of Phytoplankton in Pond ) :
    You should never do without fish in clear water. You should do without fish after the water in the pond turns green, otherwise a lot of fish may die or get infected.For this reason, before releasing the fish, we have to make the color of the water in the pond green. Many of us may think that why should we make the color of the water in the pond green? There are two reasons for this. Firstly, natural food i.e. phytoplankton or green plant particles will be produced in the pond and if there is phytoplankton then zooplankton or animal particles and worm species living in the bottom of the pond will survive. These phytoplankton and zooplankton are able to meet up to 40 percent of the fish's food needs.Second, the biggest job of phytoplankton is to make enough oxygen in the pond water. The largest natural source of oxygen production is phytoplankton. Which will create oxygen in the presence of sunlight and will help the fish to breathe. If there is enough oxygen, the growth and production of the fish will be very good.To make natural food in the pond i.e. to make phytoplankton, 5 kg of mustard husk per bigha, 15 to 20 kg of raw dung or compost should be left in 40 liters to 50 liters of water for 5 days. After 5 days, apply 5 kg DAP fertilizer in that mixture and after 2 to 3 days the color of the water will turn green.
    স্বচ্ছ জলে কখনোই মাছ ছাড়া উচিত নয় ।পুকুরের জলের রং সবুজ করে নেবার পরে মাছ ছাড়া উচিত ,না হলে প্রচুর পরিমাণে মাছ মারা যেতে পারে কিংবা রোগ গ্রস্থ হতে পারে।এই কারণে মাছ ছাড়ার আগে আমাদের পুকুরের জলের রং সবুজ করে নিতে হবে ।আমরা অনেকেই ভাবতে পারি যে পুকুরের জলের রং আমাদের কেন সবুজ করতে হবে ? এর দুটি কারণ আছে প্রথমত, পুকুরে প্রাকৃতিক খাবার অর্থাৎ ফাইটোপ্লাংটন বা সবুজ উদ্ভিদকণা তৈরি হবে আর ফাইটোপ্লাংটন থাকলে জুপ্ল্যাঙ্কটন বা প্রাণী কণা এবং পুকুরের তলাবাসী কেঁচো জাতীয় প্রাণী বাঁচবে । এই ফাইটোপ্লাংটন এবং জুপ্ল্যাঙ্কটন মাছের খাদ্য চাহিদার 40 শতাংশ পর্যন্ত পূরণ করতে সক্ষম ।দ্বিতীয়তঃ ফাইটোপ্লাঙ্কটন এর সবচেয়ে বড় কাজ হল পুকুরের জলে পর্যাপ্ত অক্সিজেন তৈরি করা । অক্সিজেন তৈরির সবচেয়ে বড় প্রাকৃতিক উৎস হচ্ছে ফাইটোপ্লাংটন বা সবুজ উদ্ভিদ করা। যা সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেন তৈরি করবে এবং মাছের শ্বাসকার্য চালাতে সাহায্য করবে ।পর্যাপ্ত অক্সিজেন থাকলে মাছের গ্রোথ এবং উৎপাদন খুবই ভালো হবে ।পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে অর্থাৎ ফাইটোপ্লাংটন তৈরি করতে ,বিঘা প্রতি 5 কেজি সরিষার খোল, 15 থেকে 20 কেজি কাঁচা গোবর বা কম্পোস্ট ,40লিটার থেকে 50 লিটার জলে গুলিতে 5 দিন রেখে দিতে হবে। 5 দিন পর সেই মিশ্রনে 5 কেজি DAP সার মিশিয়ে প্রয়োগ করলে 2 থেকে 3 দিন পর জলের রং সবুজ হয়ে আসবে।
    ------------------------------
    Unconditionally by Broken Elegance / brokenelegance Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0 Free Download / Stream: bit.ly/2CEvurk Music promoted by Audio Library • Unconditionally - Brok...
    ------------------------------

Komentáře • 822

  • @monirhossoinmonir5027
    @monirhossoinmonir5027 Před 2 lety +1

    অনেক উপকারী পোষ্ট ধন্যবাদ

  • @user-er7co2tp8h
    @user-er7co2tp8h Před 2 měsíci +1

    খুব সুন্দর ভাবে বুঝালেন মাশাল্লাহ

  • @MSTYEASMIN-mt8tn
    @MSTYEASMIN-mt8tn Před 3 měsíci

    ভিডিওটা খুব ভালো লেগেছে

  • @suvajitpal2673
    @suvajitpal2673 Před 5 měsíci +5

    বিঘা প্রতি কত কেজি পরিমাণ ডিএপি সার দেব

  • @muktabaruah3649
    @muktabaruah3649 Před 2 lety

    LOTS OF THANKS
    BROUTHER

  • @gobindomondol7476
    @gobindomondol7476 Před rokem +1

    দাদা আপনার এই পদ্ধতি আমার অনেক ভালো লাগছে।

  • @mahbubrohman5264
    @mahbubrohman5264 Před 2 lety +18

    অনেক অনেক উপকারি জিনিস প্রাক্কালে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পুকুরে প্রয়োগ করতে চাচ্ছি

    • @AMAQUA
      @AMAQUA  Před 2 lety

      ধন্যবাদ দাদা।

    • @sandiprakshit542
      @sandiprakshit542 Před 2 lety

      দাদা এই প্রয়োগ টা পুকুরে মাছ থাকা অবস্থায় দেওয়া যাবে?

  • @makazad8572
    @makazad8572 Před rokem +2

    অনেক ধন্যবাদ। দাদা।

  • @khejerali5944
    @khejerali5944 Před 8 měsíci +8

    আমার পুকুর 80শতক জলের গভীর 15ফুট , কিন্তু আমি পানি কখনোই সবুজ করতে পারিনা আর আমি কি পরিমান সার গোবর,সার ওখোল কতোটা পরিমান দিব। আরও একটা বিষয় পুকুরে কাদা নেই। সুধু বালী।

    • @sardarmedia6766
      @sardarmedia6766 Před měsícem

      পানি ৬ ফুটে আনতে হবে

    • @agriculture123-l9h
      @agriculture123-l9h Před 16 dny

      (১) 200 মিলি ১০ এসি পোকা মারা বিষ ব্যবহার করবেন ।সাথে (১০) প্যাকেট 20 গ্রামের বারুদ পাতা ব্যবহার করবেন ।সাথে 500 মিলি ডিজেল অথবা কেরোসিন তেল ব্যবহার করবেন। মনে রাখবেন সকালে অথবা বিকেলে ব্যবহার করবেন। (২) পরের দিন 20 কেজি পাথর চুন ব্যবহার করবেন ।(৩) পরের দিন 50 কেজি ডিপিএ সার ভিজিয়ে রাখবেন ।পরের দিন 30 কেজি ইউরিয়া সার। ভিজিয়ে রাখা স্যারের সাথে ইউরিয়া সার মিশিয়ে ছিটিয়ে দিবেন। এই কাজটা করার 24 ঘণ্টা পর আমাকে জানাবেন আপনার ফলাফল ধন্যবাদ।

  • @gopalchandramanna394
    @gopalchandramanna394 Před 3 lety +2

    খুবই কার্যকরী এই ভিডিওর জন্য অনেক ধন্যবাদ । শুধু একটু সংশয় রয়ে গেল । প্রথমে চুন দিলাম... তারপর খোল - গোবর -ডি এ পি... তারপর প্রয়োজনে বুস্টার ডোজ । কিন্তু এর ফাঁকে রাসায়নিক সার (ইউরিয়া +ডি এ পি + এম ও পি ) কখন কিভাবে দেব ।

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      ইউরিয়া এবং DAP পুকুর প্রস্তুতিতে দেওয়া হয়। এরপর জলের রং হালকা হয়ে আসলে গোবর, খোল, DAP ডোজটি দিতে হবে, এরপর আবার জলের রং হালকা হয়ে আসলে বুস্টার ডোজটি প্রয়োগ করতে হবে। যদি পুকুরে জৈব সারের পরিমান বেশী থাকে তবেই ইউরিয়া প্রয়োগ করতে বলা হয়। পটাশ মাসে 1 বার শতকে 10-12 গ্রাম হারে দিতে পারেন।

  • @adityhagidok7942
    @adityhagidok7942 Před 25 dny +2

    DApপরিমান কত দিতে হবে জানাবেন প্লিজ ধন্যবাদ।

  • @manashkumarpatra6824
    @manashkumarpatra6824 Před rokem +2

    Ami ki DAP er poriborte fosfhet ( ssp) babohar korte pari. Parle bigha proti kotota deoa jabe?pls.janaben dada .

  • @rockysarkar2025
    @rockysarkar2025 Před rokem +4

    দাদা আপনি এখানে যেটাকে জুপ্লাংক্টন বলেছেন, সেটা আসলে মাছির লার্ভা। তবে আপনার পদ্ধতি ঠিক আছে।

  • @ahmedali-jv7ps
    @ahmedali-jv7ps Před rokem

    Thank s bro

  • @tinkupaul7159
    @tinkupaul7159 Před 2 lety +2

    Dada amar 3bigha pukur 24mase katla mas 200/250gram
    Boro hachhena keno plise ki korbo

  • @sharjilshakil7832
    @sharjilshakil7832 Před 2 lety +3

    Dada onek Valo laglo.

    • @AMAQUA
      @AMAQUA  Před 2 lety

      ধন্যবাদ

  • @mdrahol5852
    @mdrahol5852 Před 2 lety

    Thanks dada

  • @mdyusof3589
    @mdyusof3589 Před 2 lety +2

    ধন্যবাদ

  • @nilotpalroy360
    @nilotpalroy360 Před 3 lety +2

    দারুণ লাগলো দাদা

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      ধন্যবাদ ।
      আরো অনেক দরকারী ভিডিও দেওয়া আছে দেখে নেবেন কাজে লাগবে।

  • @sushabhangupta7768
    @sushabhangupta7768 Před 2 lety

    Dada amar pukute dhani ache r amar pukure protidin mach bhase. Chanachur factory r jal pore ami ei mishron use korbo. Kenona ami bairer khabar dite parina gas hobar jonno.Plz ask me

  • @mohammadirfan8964
    @mohammadirfan8964 Před rokem +1

    নাইচ ভাই

  • @sarojbehera9173
    @sarojbehera9173 Před 2 lety

    Can I use the outer slory of gabar gas plant to produce phytoplankton

  • @mdhashanuzzaman4586
    @mdhashanuzzaman4586 Před 2 lety +1

    আপনার কথা শুনে আমি আজকে তৈরী করেছি

  • @ekrashsk5542
    @ekrashsk5542 Před 2 lety +1

    Dada apnakay onnek dhonnobad.Apnar system ta just follow kor6i,kintu apnai bol6ilm ata renu pukuray proyog kora jai ki boltn?

    • @AMAQUA
      @AMAQUA  Před 2 lety

      Renu age 10-15din hole dite paren.

  • @Rinkusk99
    @Rinkusk99 Před 24 dny +3

    Pani je poriskar hoy na.

  • @deshabratadasgupta6021
    @deshabratadasgupta6021 Před 3 lety +1

    প্রয়োগ করে 👍 করব। ধন্যবাদ ভাই।

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      ধন্যবাদ দাদা।
      czcams.com/video/fO9cuhTV7AU/video.html
      czcams.com/video/bcReoINL3us/video.html
      আরো অনেক দরকারি video upload করা আছে দেখে নেবেন । অবশ্যই কাজে লাগবে ।ধন্যবাদ।

  • @DirectorTraining
    @DirectorTraining Před měsícem +1

    দাদা, পুকুরে কিছু মাছ আছে তবে পানি একদম ঘোলাটে। এ অবস্থায় আপনার পদ্ধতি প্রয়োগ করলে ফাইটোপ্লাক্টন তৈরি হবে?

  • @mdamirul9638
    @mdamirul9638 Před 2 lety +1

    Very nice dada

    • @AMAQUA
      @AMAQUA  Před 2 lety

      ধন্যবাদ

  • @MdshobujMan
    @MdshobujMan Před 7 dny

    কাজে লাগবে৷

  • @palashghosh1851
    @palashghosh1851 Před 2 lety +3

    Dada pukura jalkamri acha jala namely chulkay ki korbo aktu balon?

    • @AMAQUA
      @AMAQUA  Před 2 lety

      চুন এবং লবন প্রয়োগ করতে হবে। সাথে সাইপারমেথ্রিন গ্রুপের মেডিসিন ব্যবহার করতে হবে।

  • @kamaleshghosh2287
    @kamaleshghosh2287 Před 29 dny +1

    Dada dap te urea thakena nitrogen Thake ....

  • @shahnawazshahid675
    @shahnawazshahid675 Před 2 dny +1

    বিঘায় ৫কেজি DAP দেবেন,৫কেজি খোল,২০কেজি কাঁচা গোবর,৫০লিটার পানি মাসে ২বার।৫দিন গোবর,খোল ৫০লিটার পানিতে পচিয়ে পঞ্চম দিনে DAP‌ আলাদা পানিতে গুলে সবকিছু একসাথে মিশিয়ে পুকুরের চারিদিকে ছড়িয়ে দেবেন।

  • @moinakmanoshi4834
    @moinakmanoshi4834 Před 3 lety +1

    দারুণ

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      ধন্যবাদ।
      আরো অনেক দরকারি video upload করা আছে দেখে নেবেন । অবশ্যই কাজে লাগবে ।ধন্যবাদ।

  • @abidullah6380
    @abidullah6380 Před 2 lety +1

    দিছি ভাই লাইক 😊
    আপনার ভিডিও টা ভালো লাগলো সাবস্ক্রাইব ও করলাম ❤️

    • @AMAQUA
      @AMAQUA  Před 2 lety

      ধন্যবাদ

  • @mdriyazuddin307
    @mdriyazuddin307 Před 2 lety +1

    Dada janala upokrito hotam

  • @gobindomondol7476
    @gobindomondol7476 Před 8 měsíci

    Very nice

  • @bappamandal6556
    @bappamandal6556 Před rokem

    Dada ei mishrone D A P kotota debo r thandar somoy ki ei mishrone ta dite parbo ki ta janale khub valo hoy

  • @dipughosh8387
    @dipughosh8387 Před 8 měsíci

    Amar pond a galda chingri accha ,dita parbo?

  • @kabirulgazi3216
    @kabirulgazi3216 Před 3 lety +1

    Data apnar video gulo khub bholo hoy.ami apnar subscribers from north 24 parganas.

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      ধন্যবাদ দাদা। আরো অনেক দরকারী ভিডিও আসতে চলেছে, সাথে থাকবেন।

  • @brightgalaxy1678
    @brightgalaxy1678 Před 7 měsíci +1

    Chitagur satake 100gr dile osubidha hobe? Janaben

  • @rohulamin3610
    @rohulamin3610 Před 2 lety +1

    ভালো লাগল শিং মাছ এর হাউজে দেওয়া জাবে কি জানালে খোসি হব জেদ্দা থেকে । সোকনা গোবর না কাচা

  • @shahalom6474
    @shahalom6474 Před 2 lety +1

    Dada misro culture a dewa zabi ki,like-pangas, rupchanda,IMC,curp etc, thank you

  • @maniksardar5886
    @maniksardar5886 Před 10 měsíci

    Good

  • @swaruppurkait9092
    @swaruppurkait9092 Před 10 měsíci

    Helo dada Amer ekta 15satak pukur ache, but pukurer jol sarboda ghola hoye thake. Sob rokom poddhoti abalamban korechi but kichu din por aber jol ghola hoye Jay.
    Solution bolley valo hoto

  • @atanudas5523
    @atanudas5523 Před 2 lety +1

    Bhai amar pukure jol sukiye jacche .. plz aktu bolben ki korbo

  • @tarequeshafi3240
    @tarequeshafi3240 Před 2 lety +1

    We are benefitted.

  • @palansardar6142
    @palansardar6142 Před 2 lety

    Notun pukure ki vabe chas korte hoy

  • @suchitrasingha9122
    @suchitrasingha9122 Před 2 lety

    Dada atar satha nun proyog proyog korte pari. O poriman ta jodi bolen.

  • @mdsiyamhasan7658
    @mdsiyamhasan7658 Před rokem +1

    Vai ami akjon notun uddokta. Ami kibhabe pukure sompurok khaddo proiyog korbo ta bujte parci na. Jodu apni dekhiye diten,.....

  • @subhajitmanna5453
    @subhajitmanna5453 Před 2 lety

    Dada amar Golda chingri molting kor te pacha na. Ki kor bo?

  • @mdamiruddin3191
    @mdamiruddin3191 Před rokem

    Dada amar PokuraPak,Asa,aidosetadili,gass,Hoya,mach,marra,,jacha,ki,korbo

  • @MforMausum
    @MforMausum Před 3 lety +1

    Dada ami apnar kotha moto eimishron baniye fol peyechhi,, ghola jol theke akhon onekta green hoyechhe, thank you

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      ধন্যবাদ। জলের রং আসতে 5-7 দিন লাগতে পারে। তারপর বুস্টার ডোজটি প্রয়োগ করবেন। সাথে জুপ্ল্যাঙ্কটন তৈরির ডোজটিও।

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      চুনের প্রয়োগ ভালো করে করবেন।

    • @MforMausum
      @MforMausum Před 3 lety +1

      @@AMAQUA ami আগের ভিডিও টি দেখেই বানিয়েছিলাম,৫ দিনপর থেকেই হালকা সবুজ হতে শুরুকরেছে,,,

  • @sumonmondal5766
    @sumonmondal5766 Před rokem +1

    Dada pukure jodi koy mach thake tahole ki eta use korte pari aktu janaben please?????

  • @MdIqbalHossainBiswas
    @MdIqbalHossainBiswas Před 29 dny +1

    দাদ বিঘা প্রতি কি পরিমাণ দিতে হবে। ইকবাল, খুলনা।

  • @sumankabiraj2082
    @sumankabiraj2082 Před 3 lety +2

    Dada DAP beghai kotota mesabo bollen na to? Jodi aktu bolen khub upokrito hobo. Pukure mach thaka obostai ki eai misronta proyog korte parbo jodi ektu bestarito bolen khub bhalo hoi.

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      DAP 5kg deben bigha (33 satak) proti. Fish thaka abasta tei ata dite hoy. Pond preparation er colour anar process alada. Niche link dichi Dekhe neben. Aro Anek darkari video upload Kara ache Dekhe neben kaje lagbei. Thank you.
      czcams.com/video/fO9cuhTV7AU/video.html

  • @mdronyhossain5400
    @mdronyhossain5400 Před 2 lety

    Dada gobor chara onno kichu diye ki eta sombhob? Jodi hoy pls janaben

  • @RamKumarHalder-pf9os
    @RamKumarHalder-pf9os Před měsícem +1

    নমস্কার দাদা দক্ষিণ 24 পরগনায় লক্ষীকান্তপুর এ কিভাবে পাঙ্গাস মাছের চারাই মাছ পাওয়া যাবে বা বাটা মাছ কিভাবে পাওয়া যাবে

  • @MonirHossain-wy7jf
    @MonirHossain-wy7jf Před rokem +2

    Vaiya ami ekjon mohila. Amar barite 5 sotok er coto ekta pukur ace sekhane ami 400 3ince maper pangash,100 2ince maper magur, 100 2ince rui, karpu 50 ai mach gulu chereci akhon ami ki poriman sar, gobor khoil dibo aktu doya kore janaben please

    • @AMAQUA
      @AMAQUA  Před rokem

      czcams.com/video/495LFDNEm2w/video.html

  • @chittabiswas9920
    @chittabiswas9920 Před 2 lety

    ধন্যবাদ । দেখলাম ও সাবসক্রাইব করলাম । জল বিঘা প্রতি রুই, কাতলা, মৃগাল কত সংখ্যায় ছাড়া উচিত?

  • @sukantamandal958
    @sukantamandal958 Před 2 lety +1

    pukurer jole jodi haidrojen salfar gas toyri hoy, tahole ki korte hobe? ami hai bread magur chas kori, aey gas ta hole khub problem hoy, aer solution ki kore korbo.

    • @AMAQUA
      @AMAQUA  Před 2 lety +1

      Call me tomorrow

  • @birkumardebbarma6150
    @birkumardebbarma6150 Před 3 lety +1

    Khobui balo langlo dekhe dhana bad

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      ভালো তো লাগতেই হবে...দাদা... দেখতে থাকুন, আরো যাতে ভালো লাগে সেই video আরো আসতে চলেছে...

  • @mdriyazuddin307
    @mdriyazuddin307 Před 2 lety +2

    Dada Ami regain vitacare Diya pukur a mach charachi tahola ki Chun dau a jaba ??? Chun Chara Jodi ai ta dila ki kaj hoba

    • @AMAQUA
      @AMAQUA  Před 2 lety

      Dada aguli ami use Kori na. Tai bolte parbo na.

    • @mdriyazuddin307
      @mdriyazuddin307 Před 2 lety

      Chun na Diya ki ai ta use Kora jaba??? Korla kono somosha nai t

  • @suchitrasingha9122
    @suchitrasingha9122 Před 2 lety

    Dada ata proyog korar kotokhhon age chun proyog korte hobe

  • @samareshdas9683
    @samareshdas9683 Před 2 lety

    R. Mas k ki dhaner vushi khawano jabe

  • @saifuddinmolla2619
    @saifuddinmolla2619 Před rokem +1

    সাইফুদিন মোল্লা সাউত24পরগনা দাদা আমার পুকুর 24শতক পরিমান 5দিন হলো গবর খোল ডিয়েপি মিশ্ন করেছি কিনতূ কনো সবুজ কালার আসেনি সাদা ঘোলা হয়ে আছে এখন আমি কি করব দাদা সাজেসান দিন

  • @ashimbiswas2521
    @ashimbiswas2521 Před 2 lety +1

    Dada quantity aur kitne area may dalna hai nahi bola

  • @parthakhan4688
    @parthakhan4688 Před 3 lety +1

    Ha dada subuj hoche.

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      পরিচর্যা গুলি চালিয়ে যান।

  • @sahidulmiahsahidulmiah5968

    Dada kto din par par misano upadan ta dite hbe?

  • @parthakhan4688
    @parthakhan4688 Před 3 lety +1

    Bolchi dada ami 19tarik chun diyechi ar 21tarik apnar gubor rer ai dosta diyechi kintu pukurer jol akhono suboj hoy ni. To akhon ki bustar dosta diyedebo please janaben

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      7-8 din wait Karun. Bikria korte time lagbe.
      Dose ta ki porimane diachen...?
      Buster dose Akhon deben na. Wait Karun. Thik colour chole asbe.

  • @mohibuljas9765
    @mohibuljas9765 Před 2 lety +1

    Nice

    • @AMAQUA
      @AMAQUA  Před 2 lety

      ধন্যবাদ

  • @user-pg2mq9dr5c
    @user-pg2mq9dr5c Před 3 lety +1

    Darun dada

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      ধন্যবাদ।
      আরো অনেক দরকারী video upload করা আছে দেখে নেবেন । অবশ্যই কাজে লাগবে এবং এই রকমের আরো Video দেখতে আমাদের চ্যানেল Subscribe করে নেবেন। ধন্যবাদ।

  • @ibapappu3062
    @ibapappu3062 Před rokem +1

    ভাই, এক্ষেত্রে কাঁচা গোবর নাকি শুকনো গোবর ব্যবহার করতে হবে?

  • @uzzalhalder4741
    @uzzalhalder4741 Před 2 lety +1

    Gobor,khoiyel, dap dewar 8\9 pore ke murgir liter dewa jabe....? Please answer ta diben. R proti bar ey dose dewar fast a ke chun dite e hobe...? Naki na dile ow hobe.

    • @AMAQUA
      @AMAQUA  Před 2 lety

      চুন দিতে হবে। এই ডোজটি মাসে 2 বার প্রয়োগ করবেন। মুরগির লিটার ব্যবহার করবেন না।

  • @rabindranathdas7811
    @rabindranathdas7811 Před 3 lety +1

    Dada gobar er poribartte khol er poriman bariye deya jabe ki ? jodi jay tahole poriman kato hobe (bigha proti ).

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      গোবর গোবরের কাজ করবে আর খোল খোলের। পরিমান কম বেশি করা যেতে পারে ।গোবর না দিতে চাইলে জৈব সার হিসেবে কমপোস্ট, পাতা পচা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।

  • @samarjitsinha8217
    @samarjitsinha8217 Před 2 lety

    Dada aamar maas boro hoyese , aar onek ta 5/6 inch aase..
    Eai misron ta dewa jabe....🙏🙏

  • @maditationmusicsn9781
    @maditationmusicsn9781 Před 2 lety

    pukure mach thakle diteparbo ki ??

  • @AminurRahman-uk6xj
    @AminurRahman-uk6xj Před měsícem +2

    ডি এ পি কত কেজি দিতে হবে

  • @aanatadas3857
    @aanatadas3857 Před 2 lety +2

    Dada Tomar hisab moto sab ki6u dilam,ajke2din pukurer jal ekhono ghola a6,akhon ki korbo... please

    • @AMAQUA
      @AMAQUA  Před 2 lety

      7-8দিন সময় লাগতে পারে।
      মাছকে পরিমাণ মতো খাবার দেন তো...?
      চুন প্রয়োগ করেছিলেন আগে...?

  • @sklitonkundu6011
    @sklitonkundu6011 Před 2 lety +1

    দাদা পুকুরে সাদা মাছ চিংড়ি মাছ মিশ্রচাষ সেই ক্ষেত্রে এই পদ্ধতিটি প্রয়োগ করলে চিংড়ি মাছের কোন সমস্যা হবে কি না ??

  • @samareshdas9683
    @samareshdas9683 Před 2 lety

    Dip ta ki mas charar pore dawa jay ki

  • @santanujanaradhanagar7631

    ভাই ডি এ পি কিনে খরচ বাড়াছেন ডি এ পি 33 টাকা, ফসপেট 15 টাকা বড় বড় কোম্পানি গুলো ডি এ পি বানাছে ফসপেট ও ইউরিয়া মিশ্রণ করে 33 টাকা তে বিক্রি করে কিন্তু ইউরিয়া 9 টাকা ফসপেট 15 টাকা এবার রইল ভাগ মাপ ডি এ পি তে 50% ইউরিয়া তা হলে বিঘা প্রতি হিসাব কি দাড়াই 3 কেজি ইউরিয়া 1 ফসপেট।

  • @narottammajumder7841
    @narottammajumder7841 Před 3 lety +2

    Dada amar pukure selvar crap julay mase morche kano

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      Silver carp fish khub sensitive fish. Pukurer tale Gas hoache, taler Gas ber karar babasta Karun. Sathe 150-200gm /satak salt din.

  • @beleyet5941
    @beleyet5941 Před 3 lety +4

    পুকুর 40 শতক কি পরিমাণ গোবর ও টি টিএস পি কত টুকু দিয়ে মিকচার করতে হবে।

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +2

      গোবর = 18-24 কেজি
      খোল = 6কেজি
      DAP = 6কেজি
      আরো অনেক দরকারি video upload করা আছে দেখে নেবেন । অবশ্যই কাজে লাগবে ।ধন্যবাদ।

  • @subhenduchatterjee2664
    @subhenduchatterjee2664 Před 3 lety +1

    দাদা buster dos প্রয়োগ করে ও water colour deep green হচ্ছে না কোনো.... বললে উপকৃত হবো

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      2দিন সময় লাগতে পারে। নাহলে জৈব সার ও চুনের পরিমান কম আছে পুকুরে। নাহলে মাছের ঘনত্ব বেশী আছে, নাহলে খাদ্য প্রয়োগ কম হচ্ছে। কোনটা হয়েছে যাচাই করুন। ধন্যবাদ।

    • @subhenduchatterjee2664
      @subhenduchatterjee2664 Před 3 lety +1

      @@AMAQUA ধন্যবাদান্তে all কমেন্ট এর আনসার পেয়েছি 👍😄

  • @aadvikfishfarmfarming1075

    👍

  • @abirbiswas9197
    @abirbiswas9197 Před 3 lety +1

    Dada amar 18 bigha fishari (veri) ache
    Jol sobuj korar jonno apnar Process apply kora jabe?🙏🙏

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      100% upakar Paben

  • @BabluSingh-tl3zz
    @BabluSingh-tl3zz Před 2 lety +1

    Chun or potassium niya6hi ki kora use korbo

    • @AMAQUA
      @AMAQUA  Před 2 lety

      মাছ থাকা অবস্হায় শতকে 150 গ্রাম হারে চুন 1 দিন আগে গুলিয়ে খুবই পাতলা করে প্রয়োগ করতে পারেন।
      পটাশ শতকে 12-15গ্রাম করে প্রয়োগ করতে পারেন।

  • @ajajulislam4383
    @ajajulislam4383 Před 3 lety +1

    Nice Dada 💗

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      আরো অনেক দরকারী video upload করা আছে দেখে নেবেন । অবশ্যই কাজে লাগবে এবং এই রকমের আরো Video দেখতে আমাদের চ্যানেল Subscribe করে নেবেন। ধন্যবাদ।

  • @parthakhan4688
    @parthakhan4688 Před 3 lety +1

    Bolchi dada jekono kompanir d a p dile hobe?

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      হবে। আমি পরশ কম্পানির টা ব্যবহার করি।

  • @milonkalita5957
    @milonkalita5957 Před 2 lety +1

    দাদা আমি ত্রিপুরা থেকে কোইটাসি আমার পুখুরে মাস বড় ঐটাসেনা এর ওপাই কি করা জাই দাদা এক তো বলেন

    • @AMAQUA
      @AMAQUA  Před 2 lety

      এর অনেক কারন থাকতে পারে। এই বিষয়ের উপর ভিডিও দেওয়া আছে দেখে নেবেন।

  • @yesminabegum6760
    @yesminabegum6760 Před 2 lety +1

    Panir coular dore rakhte parsina ki korbo aktu bolun plz............

    • @AMAQUA
      @AMAQUA  Před 2 lety +2

      এই নিয়ে ভিডিও দেওয়া হবে

  • @tuhinsek787
    @tuhinsek787 Před 2 lety

    ঘেরে দাদা চিংড়ি মাছ আছে সাদা মাছও আছে এটা কি দেওয়া যাবে

  • @MdImran-tq6pd
    @MdImran-tq6pd Před měsícem +1

    এই মিশন এক বিঘা জমিতে বীর পুকুরে কিভাবে হবে ভেঙ্গে বললে খুব উপকৃত হব

  • @johnabraham6016
    @johnabraham6016 Před 2 lety +1

    Sobuj korle lav ki?

  • @rajib1728
    @rajib1728 Před 2 lety

    Dada ami India theke 1 Acre( 43000sq feet) jonno dap ki pariman lagbe

  • @md.uzzalhossen9432
    @md.uzzalhossen9432 Před 3 lety +1

    Dada ata golda bagda er misro chas a bebohar kora jabe???

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      চিংড়ি মাছের চাষ পদ্ধতি আমার জানা নেই।
      আরো অনেক দরকারী video upload করা আছে দেখে নেবেন । অবশ্যই কাজে লাগবে। ধন্যবাদ।

  • @md.sumonahmed2957
    @md.sumonahmed2957 Před 3 lety +2

    Sir.. Gobor khul R shar aksatha 5 din pocanu jai na...?

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      না যাবে না।

  • @naserquayum2610
    @naserquayum2610 Před 2 lety

    DFP er poremun kotow...?

  • @khejerali5944
    @khejerali5944 Před 9 měsíci +1

    আমার পুকুর 80শতক 14ফুট জল এখানেও কিএক ই পরিমাণ দিতে হবে।লালবাগ মুর্শিদাবাদ।

  • @bokharibokhari3123
    @bokharibokhari3123 Před rokem +2

    Dap কতোটুকু দেবে এবং তা কতো ঘন্টা পর জৈব মিশ্রনে দিতে হবে