আল্লাহর রাস্তায় দান করলে ১০টি পুরুষ্কার@মোসলেম উদ্দিন মিজবাহ Moslem Uddin Mijbah

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • আল্লাহর রাস্তায় দান করলে ১০টি পুরুষ্কার@মোসলেম উদ্দিন মিজবাহ Moslem Uddin Mijbah

Komentáře • 22

  • @azhartv2414
    @azhartv2414 Před 4 lety +13

    ১৮০ কোটি মসলমানের কলিজার টুকরা হলো
    ♥♥♥♥♥♥♥
    বিশ্বনবী হযরত মুহাম্মদ( স)

  • @priyoprokashtv4657
    @priyoprokashtv4657 Před 3 měsíci

    মাসাআল্লাহ্❤

  • @saidmedia305
    @saidmedia305 Před 2 lety +2

    মাসাআল্লাহ

  • @bdqalomediamedia3471
    @bdqalomediamedia3471 Před 3 lety +2

    Masah Allah sondor

  • @habibmondol387
    @habibmondol387 Před rokem +1

    মাশাআল্লাহ,আলহামদুলিল্লাহ

  • @user-kh2bj7vs4b
    @user-kh2bj7vs4b Před 11 měsíci

    Mashallah 🥰🥰🥰🥰 I love you allah 🥰🥰🥰🥰

  • @aburayhanvuia274
    @aburayhanvuia274 Před 2 lety +3

    মাশায়াল্লাহ্

  • @mdmostakimbillah6437
    @mdmostakimbillah6437 Před rokem +1

    মাশাল্লাহ প্রিয় ভাই

  • @user-vt6wo2xu3c
    @user-vt6wo2xu3c Před 3 měsíci

    ধন্যবাদ

  • @sajahanmolla509
    @sajahanmolla509 Před rokem

    আছছালামু আলায়কুম হুজুর আপনার অজ অনেক সুন্দর

  • @jannatparvin6294
    @jannatparvin6294 Před rokem

    Masha allah khub sundor

  • @salahuddin4342
    @salahuddin4342 Před 6 měsíci

    মাশাল্লাহ্

  • @hmisrafil
    @hmisrafil Před 11 měsíci

    ❤ মাশাআল্লাহ

  • @mdmomin452
    @mdmomin452 Před rokem

    মাশাআল্লাহ

  • @fighterboy7625
    @fighterboy7625 Před rokem

    মাশাল্লাহ

  • @FulsagorMedia
    @FulsagorMedia Před rokem

    ❤❤❤❤thank❤❤❤❤

  • @JmjahidulIslam-py3cx
    @JmjahidulIslam-py3cx Před 9 měsíci

    আয়াতের নাম্বার ও সুরা সহবয়ান করায় ধন্যবাদ

  • @tafsirul2962
    @tafsirul2962 Před rokem

    Mashallah

  • @juweljuwelrana7249
    @juweljuwelrana7249 Před rokem

    Al-Baqarah ২:২১৫
    يَسْـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَۖ قُلْ مَآ أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِۗ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ
    Bengali - Fozlur Rahman
    তারা কী ব্যয় করবে তা তোমার কাছে জানতে চায়। তুমি বল, “তোমরা যে সম্পদ ব্যয় করবে তা পিতামাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম-মিসকীন ও পথিকদের জন্য হতে হবে। আর তোমরা যেসব ভাল কাজ করো আল্লাহ তা সম্যক অবগত আছেন।”
    Bengali - Muhiuddin Khan
    তোমার কাছে জিজ্ঞেস করে, কি তারা ব্যয় করবে? বলে দাও-যে বস্তুই তোমরা ব্যয় কর, তা হবে পিতা-মাতার জন্যে, আত্নীয়-আপনজনের জন্যে, এতীম-অনাথদের জন্যে, অসহায়দের জন্যে এবং মুসাফিরদের জন্যে। আর তোমরা যে কোন সৎকাজ করবে, নিঃসন্দেহে তা অত্যন্ত ভালভাবেই আল্লাহর জানা রয়েছে।
    Bengali - Tafsir Abu Bakr Zakaria
    তারা কি ব্যয় করবে সে সম্পর্কে আপনাকে প্রশ্ন করে [১]। বলুন, ‘যে ধন-সম্পদ তোমরা ব্যয় করবে তা পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকীন এবং মুসাফিরদের জন্য। উত্তম কাজের যা কিছুই তোমরা কর আল্লাহ্‌ সে সম্পর্কে সম্যক অবগত।
    [১] অর্থাৎ আমাদের সম্পদ হতে কি পরিমাণ ব্যয় করব এবং কোথায় ব্যয় করব? এ প্রশ্নে দু’টি অংশ রয়েছে। একটি হচ্ছে অর্থ-সম্পদের মধ্য থেকে কি বস্তু এবং কত পরিমাণ খরচ করা হবে? দ্বিতীয়টি হচ্ছে এই দানের পাত্র কারা? প্রথম অংশে অর্থাৎ কোথায় ব্যয় করবে সে সম্পর্কে বর্ণিত হচ্ছে: ‘আল্লাহ্‌র রাস্তায় তোমরা যাই ব্যয় কর তার হকদার হচ্ছে, তোমাদের পিতা-মাতা, নিকট আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরগণ’। আর দ্বিতীয় অংশের জবাব অর্থাৎ কি ব্যয় করবে? এ প্রশ্নের উত্তর প্রাসঙ্গিকভাবে অন্তর্ভুক্ত করে বর্ণিত হয়েছে, ‘তোমরা যেসব কাজ করবে তা আল্লাহ্‌ তা'আলা জানেন’। বাক্যটিতে ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহ্‌র পক্ষ থেকে তোমাদের জন্যে কোনো পরিমাণ নির্ধারণ করে দেয়া হয়নি যে, এতটুকু বাধ্যতামূলকভাবেই তোমাদেরকে ব্যয় করতে হবে এবং স্বীয় সামর্থ্যানুযায়ী যা কিছু তোমরা ব্যয় কর, আল্লাহ্‌র নিকট এর প্রতিদান পাবে।
    Bengali - Mokhtasar Bangla
    ২১৫. হে নবী! আপনার সাথীরা আপনাকে জিজ্ঞাসা করবে, তারা নিজেদের রকমারি সম্পদের কতটুকু ও কোথায় ব্যয় করবে? আপনি তাদের উত্তরে বলুন, তোমরা যে হালাল সম্পদটুকু ব্যয় করতে চাচ্ছো তা যেন প্রয়োজনানুসারে নিজ মাতা-পিতা, নিকটাত্মীয়, গরিব ইয়াতীম, নিঃস্ব ব্যক্তিবর্গ এবং নিজ পরিবার ও দেশ থেকে অনেক দূরে সফরে আটকে পড়া লোকের জন্য ব্যয় করা হয়। হে মু’মিনরা! তোমরা কম-বেশী যে কল্যাণকর কাজই করো না কেন তা নিশ্চয়ই আল্লাহ তা‘আলা জানেন। কোন কিছুই তাঁর নিকট গোপনীয় নয়। তাই তিনি অচিরেই সেগুলোর প্রতিদান দিবেন।
    Bengali - Tafsir Ahsanul Bayaan
    তারা তোমাকে প্রশ্ন করে যে, ‘তারা কি জিনিস দান করবে?’ বল, ‘তোমরা যে ধন খরচ কর, তা পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পিতৃহীন (এতীম), অভাবগ্রস্ত (মিসকীন) এবং (দুর্দশাগ্রস্ত) মুসাফিরদের জন্য।[১] আর তোমরা যে কোন সৎকাজ কর না কেন, আল্লাহ তা সম্যকরূপে অবগত।’
    [১] কোন কোন সাহাবায়ে কেরাম (রাঃ)-দের জিজ্ঞাসার ভিত্তিতে মাল খরচ করার প্রাথমিক পর্যায়ের খাত বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ, এরা তোমার আর্থিক সাহায্যের সবার চাইতে বেশী অধিকারী। এ থেকে প্রতীয়মান হয় যে, খরচ করার এ নির্দেশ নফল সাদাকা সম্পর্কীয়; যাকাত সম্পর্কীয় নয়। কারণ, পিতা-মাতার উপর যাকাতের মাল ব্যয় করা জায়েয নয়। মায়মূন বিন মিহরান এই আয়াত তেলাঅত করে বললেন, 'যে পথসমূহে মাল ব্যয় করার কথা এসেছে, তাতে না ঢোল-তবলার উল্লেখ আছে, না বাঁশীর উল্লেখ আছে, আর না কাঠের পুতুলের উল্লেখ আছে আর না এমন পর্দার, যা দেওয়ালে টাঙানো হয়। অর্থাৎ, এ সব জিনিসের পিছনে অর্থ ব্যয় করা অপছন্দনীয় ও অপচয়মূলক কাজ। কিন্তু অনুতাপের বিষয় যে, ইদানীং এই অপচয়মূলক ও অপছন্দনীয় খরচ আমাদের জীবনের এমন অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে যে, এতে অপছন্দনীয়তার কোন দিক আমাদের দৃষ্টিগোচর হয়

  • @mahmudiislamtv5103
    @mahmudiislamtv5103 Před rokem +2

    আয়াতের মধ্যে অনেক ভুল পড়ছেন হযরত, শুদ্ধ করে পড়তে শিখুন।ধন্যবাদ

  • @user-zq2vy1ev6y
    @user-zq2vy1ev6y Před 10 měsíci

    নয় নাম্বার কি

  • @saidmedia305
    @saidmedia305 Před 2 lety +3

    মাসাআল্লাহ