রক্তেভেজা ১৫০ বছরের মহেরা জমিদার বাড়ি এখনো যৌবনাবতী || Mohera Jomidar Bari Tangail || Untold Story

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • ১৫০ বছরের মহেরা জমিদার বাড়ি এখনো যৌবনাবতী। Mohera Jomidar Bari Mirzapur Tangail
    রাজধানী ঢাকা থেকে ৮৫ কিলোমিটার দূরে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় মহেরা জমিদার বাড়িটি অবস্থিত। কোথাও এর নামের বানান মহেরা, আবার মহেড়া নামে লেখা হয়।
    ১৮৯০ দশকের পূর্বে জমিদার বাড়ীটির পত্তন ঘটে। কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতায় লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর টাকা পয়সা রোজগার করে চলে আসেন মহেড়া গ্রামে। মহেড়া গ্রামে তারা ১ হাজার ১৭৪ শতাংশ জমির ওপর এ সুবিশাল প্রাসাদ নির্মাণ করেন।
    দেশভাগ ও জমিদারি প্রথা বিলোপের পরও এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হয় নি। মহান মুক্তিযোদ্ধে সময় এই বাড়িতে রাজাকার-পাক সেনারা মিলে বর্বর হত্যাকাণ্ড চালায়। ১৯৭১ সালের ১৪ই মে সময়ে পাকবাহিনী মহেড়া জমিদার বাড়ীতে হামলা করে এবং জমিদার বাড়ীর কূলবধূ যোগমায়া রায় চৌধুরীসহ পাঁচজন গ্রামবাসীকে চৌধুরী লজের মন্দিরের পেছনে একত্রে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। রাজাকার আল-বদরদের প্রত্যক্ষ সহায়তায় পাকিস্থানী বাহিনীর এই চরম হত্যযজ্ঞে জমিদার পরিবার শুধু হতাশ হননি, শত বছরের সাজানো জমিদার বাড়ী আর কোটি টাকার সম্পদ ফেলে চরম ঘৃণা আর ক্ষোভ নিয়ে লৌহজং নদীর নৌপথে নৌকা যোগে চলে যান বাংলাদেশ ছেড়ে। এর কিছুদিন পর মুক্তিযোদ্ধারা এ বাড়িতে একটি ক্যাম্প নির্মাণ করেন।
    তাই জমিদার বাড়ির নীরিহ বধুর রক্তে রঞ্জিত হওয়ার এ ইতিহাস বড়ই কলঙ্কের।
    ১৯৭২ সালে পরিত্যাক্ত জমিদার বাড়ীটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। পরবর্তীতে পুলিশের প্রশিক্ষণকে আধুনিক এবং যুগোপোযোগী করার লক্ষ্যে ১৯৯০ সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয়। আর পুলিশের ট্রেনিং সেন্টার স্থাপন হওয়ায় ট্রেনিং পরিচালনার জন্য জমিদার বাড়ীটির যথাযথ রক্ষনাবেক্ষণসহ নতুন নতুন স্থাপনা তৈরী করার কারনে পুরানো স্থাপত্য কলার অপরুপ এই জমিদার বাড়ীটির সৌন্দর্য্য শুধু অক্ষত থাকেনি বরং তার কলেবর আরো বৃদ্ধি পেয়েছে।
    মহেরা জমিদার বাড়িটি মূলত চারটি ভবনে বেষ্টিত। মহারাজ লজ,আনন্দ লজ, চৌধুরী লজ ও কালীচরণ লজ। মোট ৮ একর জমির উপর প্রতিষ্ঠিত ।জমিদার বাড়ির সামনেই রয়েছে 'বিশাখা সাগর' নামে এক দীঘি। পিছনের অংশে রয়েছে ‘পাসরা পুকুর’ ও ‘রানী পুকুর’।
    ব্রিটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহার পুত্ররা করটিয়ার ২৪ পরগনার জমিদারদের নিকট থেকে এটি বিপুল অংশ পরিমাণ অর্থের বিনিময়ে ক্রয় করে নেন। শুরু হয় জমিদারী শাসন ও শোষণ। কালীচরণ সাহা ও আনন্দ মোহন সাহার উত্তরাধিকারী রাজেন্দ্র রায় চৌধুরী পর্যায়ক্রমে জমিদারী পরিচালনা করেন। এসব শাসকগণ এলাকায় স্কুল, কলেজ, দাতব্য চিকিৎসালয় ও রাস্তাঘাট নির্মাণ এবং পানির ব্যবস্থাসহ অনেক জনকল্যাণমূলক কাজ করেন। ব্রিটিশ শাসনের শেষের দিকে জমিদার শাসন বাতিল হয় এবং ১৯৪৭ সালে দেশ বিভাগের পর মূল জমিদারদের অধিকাংশই ভারত চলে যান।
    আসুন আমরা চারটি লজ নিয়ে একটু আলোচনা করি।
    মহেড়া জমিদার বাড়ির সবথেকে বড় ভবনটির নাম মহারাজা লজ। এটি ক্যাম্পাসের সর্বপশ্চিমে অবস্থিত। এ লজে ১০ টির মতো কক্ষ আছে। এর উত্তর পাশে একসময় দুর্গা ও নাটমন্দির ছিলো। এটি জমিদার গজেন্দ্র কুমার রায় চৌন্দুরী সপরিবারে বসবাস করতেন। তিনি ইংরেজ আমলে অনারারি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন। এ বাড়ির জমিদারদের মধ্য তিনি সবোর্চ্চ খ্যাতি অর্জন করেছিলেন।
    মহারাজা লজের পূর্বদিকের ভবনটির নাম আনন্দ লজ। এর সম্মুখভাগ নান্দনিক নকশা খচিত। দ্বিতল এ ভবনটিতে ১২টির মতো কক্ষ রয়েছে। জমিদার বকুল রায় চৌধুরী এবং রাধিকা লাল রায় চৌধুরী এ বাড়িটিতে বসবাস করতেন।
    আনন্দ লজের ঠিক পূর্বদিকে আরেকটি লজ রয়েছে। এটিকে চৌধুরী লজ বলা হয়। প্রতিটি লজই এতোটা সুন্দর যে কোনটাকে রেখে কোনটা বেশি সুন্দর তা ঠাহর করা কঠিন। ০৬ কক্ষ বিশিস্ট চৌধুরী লজে বসবাস করতেন জমিদার সুধীন্দ্র কুমার রায় চৌধুরী। এ লজের সামনের অংশের বাগানটি মনোমুগ্ধকর! এতো পরিমাণ ফুলের বাহার আর গন্ধে চারিদিক মৌ মৌ করছে। বাগানে রয়েছে বিভিন্ন প্রাণীর প্রকিতৃতি। শিশুদের জন্য একটি আদর্শ জায়গা।
    চৌধুরী লজের পূর্বদিকে কিছুটা ভেতরের দিকে রয়েছে কালীচরণ লজ। ভবনটির সামনের অংশ একতলা হলেও পিছনের অংশটি দ্বিতল বিশিষ্ট। সাধারণ দর্শনার্ত্রীদের পিছনের অংশে যাওয়ার অনুমতি নাই।
    এ ভবনটিতে বসবাস করতেন জমিদার কালীচরণ সাহা। বর্তমানে সামনের একতলা অংশে ব্যবহৃত হচ্ছে জমিদার বাড়ি ও পুলিশবাহিনীর জদুঘর হিসেবে।
    কালীচরণ লজ ও চৌধুরী লজের মাঝখান দিয়ে যে রাস্তাটি গেছে সেখানে প্রথমেই চোখে পড়বে অতিথিশালা। পরে রানী মহাল।
    Mohera Jomidar Bari
    মহেরা জমিদার বাড়ি
    tangail jomidar bari
    টাঙ্গাইল জমিদার বাড়ি
    tangail mohera jomidar bari
    jomidar bari
    tangail rajbari
    #moherazomidarbari
    #moherajomidarbari
    #moherajamidarbari
    #মহেরাজমিদারবাড়ি
    #মহেড়াজমিদারবাড়ি
    #মহেরাটাঙ্গাইল
    Errigal by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/
    Lord of the Land by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/
    Please Connect our Different Social Platform:
    Facebook-----
    / ln.tuhin
    / tuhin.otw
    Instagram ID------
    / ln.tuhin
    Twiter----
    / lntuhin
    Linkdin----
    / mustofa-md-khairul-ala...

Komentáře • 74