Pancreatitis Symptoms || পাঙ্ক্রেটাইটিসের লক্ষণ ও চিকিৎসা || Gastroenterologist Dr. Mahesh Goenka

Sdílet
Vložit
  • čas přidán 15. 07. 2023
  • আপনার কি পেটে ও পিঠে ব্যাথা করে ? পাঙ্ক্রেটাইটিসের সমস্যা নয় তো ? কি জানাচ্ছেন প্রখ্যাত চিকিৎসক Gastroenterologist Dr. Mahesh Goenka
    #pancreatitis #healthcare
    এই ডাক্তার বাবুর সাথে যোগাযোগ করতে :
    Apollo Multispeciality Hospitals Kolkata
    To know more please subscribe to our CZcams channel and press the bell icon for getting notifications of the next videos. And please share this video .

Komentáře • 120

  • @ratrisheikh1199

    আমার ও Acute pancreatitis হয়েছে। আমি ৯ মাসের গর্ভবতী। ডাক্তার বলেছে আমার প্রেগ্ন্যাসির জন্য এই রোগটা হয়েছে। কিছুদিন আগে এই রোগ ধরা পরছে প্রচন্ড ব্যথা ছিল বুকে আর পিঠে । প্রথমে ৩ দিন টানা পাতলা পায়খানা হয়েছে তারপর টয়লেট আটকে গেছিলো। টানা ৪ দিন বুকে ব্যথা সজ্জ করেছি কোন ভাবেই কমেনাই ৩ টা ডাক্তার দেখেয়েছি কেউ ধরতে পারে নাই। তারপর ঢাকায় ডাক্তার দেখেয়েছি তখন তারা বলেছে pancreatitis হয়েছে। ৮ দিন শুধু সেলাইন আর ইঞ্জেকশন এর মদ্ধে রাখছিলো। ১ ফোটা পানিও খাইতে দেয় নাই। ৯ দিন ভরতি ছিলাম। আজকে ৭ দিন হলো বাসায় আসছি। তারা বলেছে এখন কোন treatment নিতে পারবে না। বাবু হওয়ার ১ মাস পর যেতে বলেছে। তখন তারা treatment করবে। এখন বাচ্চা পেট তাই আর কিছুই করতে পারবে না। খাবার দাবার maintain করতে বলেছে শুধু আমার জন্য দোয়া কইরেন সবাই। আমি বাংলাদেশের থেকে বলছি।

  • @kuhubiswas6577

    Pancreatic cancer হয়ে আমার husband মহালয়ার দিন চলে গেলেন। 15 দিন আগে প্রচন্ড পিঠে ব্যথা হয়েছিল । তারপর সমস্ত রকম টেস্ট হলো। প্রেসার, সুগার , আলসার এইসব ছিল। এত কম দিনে সিমটম দেখা দিল যে কিছুই করা সম্ভব হয়নি। প্রথম chemo নিয়ে সাত দিন পর যখন আর একটি নিলো তখন পিত্তি বমি শুরু হয়ে গেলো। খুব ভারী শরীর ছিলো। লম্বা চওড়া। কোন রকম নেশা ছিল না। প্রথম থেকেই লিভার খুব ভালো ছিল ।যা খেতেন তাই হজম হয়ে যেতো। কিন্তু একদম শেষে লিভারে ও ভরে গিয়েছিলো। জেনেটিক।

  • @sabujck6129

    ডাক্তারবাবু সব কথাগুলো বাংলায় বলবে অনেক অনেক ভালো হতো, যেহেতু আমরা বাংলাভাষী সেহেতু এত ইংরেজি সম্পূর্ণ অপ্রয়োজনীয় মনে করি। 😓😢😞

  • @shahinkhan5555

    স্যার আমার 3 বছর হলো পিঠে বুকে প্রচন্ড ব্যথা আমি অনেক ডাক্তার দেখাই কিছুই হয় না কি করতে পারি

  • @dhristikabir8896

    আমার পিঠে প্রচুর ব্যথা

  • @dhristikabir8896

    আমি আমার মেয়ের আইডি থেকে আপনার অনুষ্ঠানটি দেখছি বাংলাদেশ থেকে আমার দিকে প্রচুর পেন বেশিক্ষণ বসে থাকতে পারিনা আমার ডায়াবেটিস আছে ব্রেন স্ট্রোক করেছি একবার টিউমার হয়েছিল ইউটেস ফেলে দিয়েছি আমার অনেক রকম ওষুধ খেতে হয় প্রচুর গ্যাস্ট্রিক ফর্টি পাওয়ারের ওষুধ খাই আমার বয়স ফিফটি প্লাস বিদেশ গিয়ে আমার চিকিৎসা করার মত সামর্থ্য নাই ডাক্তারবাবু যদি আমাকে একটু হেল্প করতেন

  • @user-qe2zc9ru7x

    ডাক্তার বাবু নমস্কার আমার সমস্যা হল আমি ছোটবেলায় একটু কোমরে আঘাত পেয়ে ছিলাম তেমন গুরুতর না হওয়াতে আমি কোন ডাক্তার দেখায়নি কিন্তু 6 মাস থেকে এমন সমস্যা হচ্ছে সারা শরীর ঝিম ঝিম ঝিম করছে তার পরে শরীরটা সবসময়ই দুর্বল লাগে আর কেমন হাঁটলে মনে হয় যে আমার সরিলটা কাঁপছে আর মনে হয় কোমর থেকে যেন নাভির গোড়ায় ব্যথা করে আর বুকটা কেমন যেন ব্যথা ব্যথা অনুভব হয় দয়া করে জানাবেন সমাধান কি 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tv6bz6nq2u

    স্যার আমার একিউট ক্রনিক প্যানক্রাইটিস বারবার ব্যাথা করে কয়দিন পর পর মেডিক্যাল ভর্তি হতে হয়, পেটে তীব্র ব্যাথা সারাটা পিটে বেতা

  • @ariyanprince177

    পিঠে অনেক ব্যাথা এবং জালা পোরা এটা কিসের জন্য

  • @puspasarkar9429

    ডাক্তারবাবু আপনি এত সুন্দর করে বললেন বুঝতে খুব সুবিধা হলো। ভুল স্ক্যান রিপোটের জন্য আমার অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। আপনার সন্ধান যদি কয়েক মাসে পেতাম তাহলে হয়তো এত বাড়াবাড়ি হোতো না। আপনার চেম্বার কোথায় যদি জানাতেন খুব উপকার হোতো '

  • @santanusahu9113

    ধন্যবাদ ডাক্তার বাবু কে ও অবশ্যই সঞ্চালিকা ম্যাডাম কে o চ্যানেল কেও

  • @kuhubiswas6577

    সত্যিই,আমরা সমৃদ্ধ হলাম। এত সুন্দর করে বুঝিয়ে বললেন ডক্টর সাহেব। নমস্কার জানালাম। 🙏🙏

  • @digantadutta4688

    Very good knowledge to all of ours viwers sir ??

  • @sathimitra8885

    Very good information...thank you.

  • @astrology_course

    Excellent information

  • @sulekhamazumder589

    Thank-you doctor and madam ke🎉

  • @narayanchakraborty6461

    Kindly discuss about IBD or ulcerative colitis

  • @bhabanidutta7843

    Anek dhynabad. .Kuv darkare katha janlam...

  • @user-jh8ll8tm1r

    অনেক অনেক ধন্যবাদ

  • @md.kamrulhasan195

    extraordinary thanks