ড্রাগন ফল বড়ো করার সিক্রেট ফর্মুলা। (Secret formula)How to increase Dragon fruit size?

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • ‪@Bharat-Agro-Friend9082‬
    @ড্রাগন ফল বড়ো করার সিক্রেট ফর্মুলা ।
    এই ভিডিও তে আলোচনা করেছি ড্রাগন ফল বড়ো করার এক পরীক্ষিত কম্বিনেশন ।
    (1)- ড্রাগন ফল বড়ো হওয়ার জন্য প্রথমেই যেটা দরকার সেটি হলো সঠিক জাত নির্বাচন।
    (2) ফলের সময় মাটিতে রাসায়নিক সার হিসাবে 7-10 গ্রাম পটাশ , ফসফেট 7-10 গ্রাম , NPK10:26:26 দানাসার 5-7গ্রাম ,অণূখাদ্য 5-6 গ্রাম , প্রতি গাছে 15 দিন অন্তর। অর্থাত মাসে 15-20 গ্রাম।
    #অথবা
    জৈব সার হিসাবে এক মাসের জন্য
    হাড়গুড়ো 30গ্রাম /গাছ । শিং কুচি 30গ্রাম /গাছ
    যে কোনো কণ্পোস্ট সার 1kg/গাছ ।
    পাতলা খোল পচা জল 2 lit/গাছ ।
    নিম খোল 10গ্রাম /গাছ ।
    ওয়েস্ট ডিকোম্পোজার জল 1lit/গাছ ।
    (3) ফলের উপর স্প্রে করার জন্য , ফুল ফোটার 7-10 দিন পর থেকে --
    a) Max Size/Ambition/Tata Bahar (@amino acid) 3ml/lit
    b) সালফেট অফ পটাশ (sop)/NPk00:00:50 1-2 গ্রাম/লি ।
    c) ক্যালসিয়াম 1-2 গ্রাম/লি (ঔষধ এর দোকানে পাবেন ক্যালসিয়াম ট্যাবলেট 250mg একটি /লিটার )
    d) ম্যাগনেসিয়াম সালফেট (এপসম সল্ট ) 2-3 গ্রাম /লি
    e) বোরন 1-2গ্রাম /লি
    f) জিঙ্ক চিলেটেড 1-2 গ্রাম /লি
    উপরের সবকটি অর্থাত (a+b+c+d+e+f) = একসাথে এক(1) লিটার জলের সাথে মিশিয়ে শুধুই ফলের উপর স্প্রে করতে হবে ফুল ফোটার 7-10 দিন পর থেকে 7 দিন অন্তর সকালে অথবা বিকালে , ফল হার্বেস্ট করার আগে পর্যন্ত ॥
    প্রয়োজনে whatsapp করুন 7001698686 চন্দন মুখার্জী ।

Komentáře • 18

  • @Homegarden791
    @Homegarden791 Před 9 měsíci +1

    Organic fertilizer er modhe Flower anar jonno besi kore kon fertilizer use korte hoi r koto porimane ettu bolle bhalo hoto!

    • @Bharat-Agro-Friend9082
      @Bharat-Agro-Friend9082  Před 9 měsíci +1

      ফুলের জন্য পটাশ এর প্রয়োজন। organic পটাশ বাজারে পাওয়া যায় । এ ছাড়া কলার খোশা শুকিয়ে গুঁড়ো করে মাটিতে দিতে পারেন। organic সারের কোনো নির্দিষ্ট মাত্রা হয় না ।আপনার সামর্থ অনুযায়ী ব্যবহার করতে পারেন। Max size স্প্রে করুন. এটা organic মাত্রা 3-4 ml/lt

    • @Homegarden791
      @Homegarden791 Před 9 měsíci +1

      @@Bharat-Agro-Friend9082 thanks sir👍

    • @Homegarden791
      @Homegarden791 Před 9 měsíci +1

      @@Bharat-Agro-Friend9082 potassium sulphate to !

    • @Bharat-Agro-Friend9082
      @Bharat-Agro-Friend9082  Před 2 měsíci

      Npk 00-00-50

    • @Bharat-Agro-Friend9082
      @Bharat-Agro-Friend9082  Před 2 měsíci

      Welcome

  • @Bharat-Agro-Friend9082
    @Bharat-Agro-Friend9082  Před rokem +1

    @Everyone ❤

  • @user-rp8yl4wp3l
    @user-rp8yl4wp3l Před rokem +1

    দাদা গাছের ডগা পচন রোধের জন্য এবং গাছের গোড়ার পচন রোধের জন্য কি ফাংগিসাইড ব্যবহার করলে উত্তম হবে

    • @Bharat-Agro-Friend9082
      @Bharat-Agro-Friend9082  Před rokem

      Velida mycin ও strepto mycin এই দুটোই antibiotic তাই এই দুটোই একসাথে মিশিয়ে স্প্রে করুন ডগায় ও গোড়ায় 7-10 দিন অন্তর ॥ copper oxicloride যুক্ত fungicite বা tuboconazol যুক্ত fungicite sprey করুন 7-10 দিন অন্তর ।যতদিন.না.পচন ঠিক.হয়

    • @Bharat-Agro-Friend9082
      @Bharat-Agro-Friend9082  Před rokem

      Whatsapp করুন 7001698686 গাছের ছবি সহ ।

  • @muhammadneamot1639
    @muhammadneamot1639 Před 11 měsíci +1

    দাদা আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি।আমি তো max size পাবো না। আমি কি liebigs এর amrito ব্যাবহার করতে পারবো?

    • @Bharat-Agro-Friend9082
      @Bharat-Agro-Friend9082  Před 10 měsíci

      আপনি বায়ার কোম্পানির Ambition ব্যবহার করতে পারেন (এমিনো এসিড, ফুল্বিক এসিড আছে এমন কোনো ভিটামিন )

  • @mdayubhossain5174
    @mdayubhossain5174 Před rokem +1

    দাদা বলছিলাম যে আপনার বাড়ি আমডাঙ্গা কোথায় একটু জানাবেন??👍

  • @MrPicklu123
    @MrPicklu123 Před rokem +1

    MOP dile hobe ki?

    • @Bharat-Agro-Friend9082
      @Bharat-Agro-Friend9082  Před rokem

      MOP মাটিতে ব্যবহার করতে হবে । Mop spray করা যায় না Sop(0-0-50) স্প্রে করা যায় ।
      Thanks 🙏

  • @syedahsanulkarim9750
    @syedahsanulkarim9750 Před 11 měsíci +1

    আপনার গাছের freshness দেখে বেশ ভালো লাগছে মনে হচ্ছে হরিত ক্রন্তি এসে গেছে ।