বাংলাদেশের প্রথম ওয়ানস্টপ গ্যাস্ট্রো-লিভার সেন্টার || বাংলাদেশ স্পেশালাইজড গ্যাস্ট্রো-লিভার কেয়ার

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • নান্দনিক পরিচ্ছন্ন সুন্দর পরিবেশে মনের কথা খুলে বলা যায় এমন আন্তরিক ও মানবিক বোধ সম্পন্ন চিকিৎসকের নিকট হতে রোগ নির্ণয় চিকিৎসা পরামর্শ ও দিকনির্দেশনা পেতে বাংলাদেশ স্পেশালাইজড গ্যাস্ট্রো-লিভার কেয়ার আপনার পাশেই রয়েছে।
    বাংলাদেশে এই প্রথম ওয়ানস্টপ সেন্টার হিসেবে একই ছাদের নিচে লিভার গ্যাস্ট্রোএন্টেরোলজি হেপাটোবিলিয়ারি ও কোলোরেকটাল চিকিৎসার সমস্ত দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক সহ জনবল, যন্ত্রপাতি ও অবকাঠামো নিয়ে এগিয়ে আসা একটি প্রতিষ্ঠান যা বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক মানের সুপারস্পেশালাইজড সেন্টার হওয়ার স্বপ্ন দেখে যেখানে দেশ বিদেশের রোগী এসে গ্যাস্ট্রিক আলসার থেকে শুরু করে লিভার ট্রান্সপ্লান্টের মতো চিকিৎসাও নিতে পারবে।
    যোগাযোগঃ বাংলাদেশ স্পেশালাইজড গ্যাস্ট্রো-লিভার কেয়ার
    ঠিকানা- লেভেল ৪, লিফট ৪, বাড়ি নং ১৭, সড়ক - ৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫।
    ☎ হটলাইন:
    01707553784
    01783013889
    01975370809
    01878601482

Komentáře • 21

  • @shibudash3756
    @shibudash3756 Před 10 dny

    শুভকামনা

  • @daudulislam5821
    @daudulislam5821 Před rokem

    বাংলাদেশের শিশুর লিভার চিকিৎসার জন্য দরকার এসব বিশেষাযিত হাসপাতাল। ধন্যবাদ

    • @DrSayedulHaqueJewel
      @DrSayedulHaqueJewel  Před rokem +1

      আপনি যথার্থই বলেছেন... বিষয় ভিত্তিক ভালো সার্ভিসের প্রয়োজন, ইনশা আল্লাহ চেষ্টা করবো শিশু থেকে বয়োবৃদ্ধ সবার জন্য গ্যাস্ট্রো-লিভারের যাবতীয় রোগের চিকিৎসা সেবা একই ছাদের নিচে করার সুযোগ সৃষ্টি

  • @MuntakiyaMuntaha
    @MuntakiyaMuntaha Před 3 měsíci +1

    স্যার এর চেম্বার কোথায় কোথায় আছে আর কখন চেম্বারে বসেন জানালে উপকৃত হতাম

  • @afrojabegum9883
    @afrojabegum9883 Před rokem

    আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুন আমিন

    • @DrSayedulHaqueJewel
      @DrSayedulHaqueJewel  Před rokem

      অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার প্রতি..
      আপনার দোয়া ও ভালোবাসা আমার চলার পথে পাথেয় হয়ে থাকবে....

  • @mdmamunmondol4297
    @mdmamunmondol4297 Před rokem

    আসসালামু আলাইকুম স্যার।আমি বিগত দুই বছর থেকে পেটে ব্যাথা।মাংস, তৈলাক্ত খাবার এ জাতীয় খাবার খেলে বুকের ডানপাশে সামান্য নিচের দিকে ব্যাথা অনুভব হয়।জ্বালাপোড়া, ঐ স্থানে টানটান ভাব, অনেক সময় ঝিমঝিম করে ব্যাথা করে জায়গাটুকু অবস হয়ে আসে।হাত দিয়ে ঐ স্থানে একটু মাসেজ করলে অল্প সময়ের জন্য আরাম বোধ হয়।শুরুর দিকে এতটা ব্যাথা ছিলো না, খাওয়ার পর ঐ স্থানে টান অনুভব করতাম এবং বিরবির করতো।হাত দিয়ে কিছুক্ষণ মাসেজ করলে সেরে যেতো।এই সমস্যার কারনে আমি ভালোভাবে খেতে পারি না।খাওয়ার আগে আমি পুরোপুরি সুস্থতা অনুভব করি কিন্তু খাওয়ার পরেই ব্যাথায় অবস হয়ে আসে।আমি ইতিমধ্যে প্রায় ৪-৫ মাস আগে এমবিবিএস ডাক্তার দেখাই।তিনি ব্লাড, ইউরিন, এক্সরে, আল্ট্রাস্নোগ্রাম করাতে বলেন।সব রেজাল্ট ভালো ছিলো।তিনি বলেছেন গ্যাসের কারনে এই সমস্যা হয়েছে।তাঁর দেওয়া পেসক্রিপশনে অষুধ খেয়েও কোনো লাভ হচ্ছে না।এখন আমি কি করতে পারি প্লিজ জানাবেন।

  • @shamadshovon2897
    @shamadshovon2897 Před rokem

    আচ্ছালামু আলাইকুম স্যার,আমার বয়স ২৪,আমার পেটের কোন জায়গায় ব্যাথা ঠিক বুজতেছিনা+বুক জ্বালা,এবং হাত-পা ঝিম-ঝিম লাগা এবং নিঃশ্বাস উঠাতে কষ্ট হওয়া+ পিঠে প্রচন্ড ব্যাথা,শরীর দুর্বল লাগা,যদি কোন একটা পরামর্শ দিতেন।।

  • @user-zk8mj2cs7u
    @user-zk8mj2cs7u Před rokem +1

    আসসালামু আলাইকুম স্যার।
    অনুগ্রহ করে আপনার হাতের লেখাটা ভালো করলে রোগীরা উপকৃত হবে।
    আপনি অনেক ভালো ডাক্তার কিন্তু হাতের লেখা সব থেকে জঘন্য স্যার।
    অনেক ফার্মেসীতে গেলে ফার্মাসিস্টরাও আপনার লেখা বুঝে না।
    এর পর থেকে অনুগ্রহ করে লেখাটা স্পষ্ট করে লিখবেন। ধন্যবাদ

  • @mdpranto8783
    @mdpranto8783 Před rokem

    স্যার আসসালামু আলাইকুম। আমার গত এক বছর আগে পেটে আলসার হয়েছিল। পরে একটা না ছয়-সাত মাসি গ্যাস্টিকের ওষুধ খাই। এখনো গ্যাস্ট্রিকের ঔষধ মাঝেমধ্যে খেতে হয় মাসে প্রায় সাত আটটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া হয়। তো স্যার মাসে যদি সাত আটটা ট্যাবলেট খাই তাহলে কি কোন সমস্যা হবে কিনা একটু জানাবেন প্লিজ 🙏🙏🙏🙏🙏🙏

  • @miahshakil258
    @miahshakil258 Před 6 měsíci

    স্যার আমার মা খুব গ্যাস্টিক আলছার আছে কোনো খাবার খেতে পারে না এখন কোন হাসপাতালে গেলে আমার মা কে আগের মতো হাসি খুশি দেখতে পারবো plz sir help 😥😥😥

  • @MajedaKhan-p2t
    @MajedaKhan-p2t Před měsícem

    স্যার কি নিজে কোনোনোস্কপি পরীক্ষা করেন জানাবেন প্লিজ

  • @shiblirani7903
    @shiblirani7903 Před 4 měsíci

    স্যার,আমার মায়ের FNAC করানো হয়েছে,,রির্পোট এ এটা লেখা আছে,Suggestive of hepatocellular carcinoma,,এটার মানে কি স্যার, একটু বলবেন প্লিজ

  • @ahsagarmondol
    @ahsagarmondol Před rokem

    স্যার গাজীপুর এ আপনাকে কোন হসপিটাল এ কবে কবে পাওয়া যাবে?

  • @atifislam7392
    @atifislam7392 Před rokem

    স্যার আমার তো ইরোসিব গ্যাসট্রিক কমছেনা কি করতে পারি

  • @afrojabegum9883
    @afrojabegum9883 Před rokem

    আসসালামু আলাইকুম স্যার আমার সব সময় গ্যাসের সমস্যা হয় যা খাই তা থেকে সমস্যা না খেলে এতো সমস্যা হয়না মাঝে মধ্যে পেট কষা হয়ে যায় আবার গ্যাসে পেট ফুলে যায় আর পাতলা পায়খানা হয় পেট সব সময় অস্তিত্ব লাগে গুড় গুড় করে শরীর দুর্বল লাগে কনসিভ কি কোনো সমস্যা হবে

    • @DrSayedulHaqueJewel
      @DrSayedulHaqueJewel  Před rokem +1

      আপনি মানসিক উদ্বেগ অস্থিরতা ও দুশ্চিন্তা পরিহার করুন।
      হাসি খুশি ও উৎফুল্ল জীবন যাপন করুন।
      সেই সাথে আপাতত নিম্নোক্ত ওষুধ খেয়ে দেখতে পারেন :
      Tab. Famomax 40 mg
      ১+০+১ আহারের পূর্বে ২ মাস
      Tab. Spasverin 60 mg
      ১/২ + ০ + ১/২ আহারের পূর্বে ২ মাস
      Enterogermina
      ১+০+১ আহারের পরে ২ মাস
      Cap. Zymet pro
      ২+০+২ আহারের সময় ২ মাস
      Tab. Angenta
      ১+০+০ আহারের পরে ২ মাস
      আশা করি ভালো লাগবে।

    • @TikluBaruaBarua-fl2qi
      @TikluBaruaBarua-fl2qi Před rokem

      Sir amr Hbs posative dora porca sir.dr dakalam sir amka silybin 140 cavir 0.5 r ulfate serup dilo sir .r kono oshud lagba ki sir janban sir

  • @nandinimedia2565
    @nandinimedia2565 Před 6 měsíci

    Sir apnar Shata contact korbo kamna