Shironamhin | Janena Keu | Official Music Video |

Sdílet
Vložit
  • čas přidán 24. 04. 2024
  • To lose does not always mean to disappear. “Janena Keu” is a ballad of anguish held close in the struggle of life; a song unsung, expressing melancholy. In the realm of personal existence, even when one fails to reconcile their desires, it is 'hope' that keeps them alive. "Janena Keu" serves as a call not to relinquish hope. This is the second track of the 8th album of Shironamhin.
    Subscribe for exclusive Shironamhin videos, including live performances, interviews, official videos, behind-the-scenes footage & more - bit.ly/Subscribe2shironamhin
    🎧 To Stream & Download Full Song:-
    ♫ Wynk: shironamhin.bfan.link/janena-...
    ♫ Spotify: shironamhin.bfan.link/janena-...
    ♫ Apple Music: shironamhin.bfan.link/janena-...
    ♫ JioSaavn: shironamhin.bfan.link/janena-...
    ♫ Amazon: shironamhin.bfan.link/janena-...
    ♫ CZcams Music: shironamhin.bfan.link/janena-...
    ♫ Gaana: shironamhin.bfan.link/janena-...
    ♫ Instagram: shironamhin.bfan.link/janena-...
    Find us @
    Facebook - / shironamhin.net
    Twitter - / theshironamhin
    Spotify - bit.ly/ShironamhinSpotify
    CZcams - / shironamhin
    iTunes - bit.ly/ShironamhiniTunes
    Website - shironamhin.net
    Shironamhin:
    Ziaur Rahman (Bass, Cello)
    Kazy Ahmad Shafin (Drums, Violin, Flute, Back Voice)
    Sheikh Ishtiaque (Voice)
    Symon Chowdhury (Piano)
    Sudipto Sinha Dipu (Guitar)

    Band Manager: Infitar Danial
    ...
    Recording Studio: Noizemine Sound
    Mixed & Mastered by: Shafiqul Islam
    Typography & Artwork Design: Ziaur Rahman

    Lyrics:
    জানেনা কেউ
    প্রকাশকাল: ২০২৪
    ব্যান্ড: শিরোনামহীন
    কথা ও সুর: জিয়াউর রহমান
    জানেনা কেউ,
    জানে শুধু আকাশের তারারা
    জানেনা কেউ,
    বিপন্ন দিশেহারা
    বিষাদময় পাতা ঝরে
    ভালোবাসায়....
    সেই বিষন্ন বিকেল
    বিপন্ন সময়, বেদনায়
    তাই বিভ্রান্ত হৃদয়
    শুধু স্মৃতির পাতায়, আবারও ফিরে চায়
    হেরে যায়, তোমারি আশায়।।
    ...
    ভালোবাসার কোনো শাখা নেই
    ইচ্ছের পাখা নেই যেমন
    হয়তো, আজ এই ক্ষনে খুঁজে খুঁজে
    হারাবে আমায় ভীষণ
    আর কতকাল এই শুন্য বুকে
    গাংচিল ডাকে রোজ সব হারিয়ে
    হৃদয়ে চলে ঝড়, আমিও নিখোঁজ।।
    ...
    আমিও সেই
    আগের মতো উদাস স্বপ্নেই থেকে যাই
    তুমিও কি
    চাও আমি ঘুরে দাঁড়াই?
    ফিরে তাকাও
    অদম্য দুরন্ত সাগরের ঢেউ
    ঠিকানা নেই স্বপ্নের,
    বোঝেনা কেউ।
    জানেনা কেউ,
    অবাধ্য সেই স্বপ্নের কোনো ডানা নেই
    জানি শুধু কেউ কোথাও ভালো নেই।।
    Nobody knows
    Nobody knows,
    Other than starry millennia
    Nobody counts,
    Imperiled euphoria
    Wistful cloud, leaves fallout, disavowed …
    In the somber nightfall,
    Through pain, we crawl, runaway
    Hence divided we fall
    In memory's sway
    It didn’t burn away
    Into the grey, in secret, dreams will stay
    ...
    Love's branch bare, no leaves to sway,
    Wings of desire are clipped, in disarray
    Maybe, you chase in your dreams
    And lose the time, you find nowhere to stay
    And for how long this blank heart echoes
    There is nothing left to loose, in this cruise that we two choose
    Rain weeps in my soul, loosing its way.
    ...
    Nevertheless
    I’m still weaving threads of dreams in the sky
    Do you wish?
    To break down this wall of lie
    ...
    Return, behold
    Vast & boundless sea, Bid Adieu
    The realm of dreams
    Are only destined for you
    Nobody knows
    Untamed those dreams are elsewhere meant to stay
    I only know, we live a lie everyday
    English version Lyric - Resh Rahman
    ...
    Video Director - Ziaur Rahman
    Cast - Shifat Amin Shuvo, Jannatul Ferdous Bismee
    DOP - Rony Sharafat
    Assistant DOP - MD Robiul
    Drone Artist - Yash Mandal (India)
    Video Edit - Rony Sharafat
    Script - Ziaur Rahman
    Assistant Director - Infitar Danial
    Motion Graphics - Asif Hasan Ruen
    Location - Sissu, Solang Valley(Manali), Beas River, Delhi Rail Station (India)
    Color Grade - Edit FX Studio (India)
    Colourist - Tathagata Ghosh, Operations Manager - Kushal Chirimar, Post Coordinator - Neha Khaitan
    Special Thanks - Mohammad Rafsan, Xaved Hoque
    This song is legally and officially owned by Shironamhin. We hold all the legal rights as per the copyright act of Bangladesh.
    Copyright © Shironamhin. All Rights Reserved.
    Music Partner- Believe Artist Services
    For Licensing inquiries:
    Email- sync-india@believedigital.com
    #shironamhin #JanenaKeu #bangladesh
  • Hudba

Komentáře • 1,7K

  • @shironamhin
    @shironamhin  Před měsícem +62

    আপনি কি জানেন, শিরোনামহীন তাদের ৮ম অ্যালবামে গান রিলিজ করছে? "বাতিঘর" শুনে আপনার মতামত জানাতে পারেন।
    czcams.com/video/0-YHfciuSJU/video.htmlsi=bh_B8xYut6-9u1ws

    • @atiquzzaman606
      @atiquzzaman606 Před měsícem +2

      Was expecting more from Shironamhin 😢

    • @ArifBillah-kn4cs
      @ArifBillah-kn4cs Před měsícem +1

      পারাপার এ আসক্ত আমি

    • @moshfiqrashid923
      @moshfiqrashid923 Před měsícem

      কোনো মতামত নাই.. শুধুই শুনছি

    • @user-pg1wk4ox3l
      @user-pg1wk4ox3l Před 15 dny +1

      শুধু স্মৃতির পাতায়
      আবারও ফিরে চায়
      হেরে যায়
      তোমারি আশায়!!!!! 😢
      এই লাইন গুলো খুবই কষ্ট দায়ক 😢

    • @user-rv2by1ph6m
      @user-rv2by1ph6m Před 14 dny +1

      Istiak is the best.....I am proud of you/your band

  • @itsPangkaj
    @itsPangkaj Před měsícem +33

    শিরোনামহীন কোন Band না
    শিরোনামহীন হচ্ছে একটা বিশাল আবেগ❤
    সেরা💥

  • @alamin-jj9bw
    @alamin-jj9bw Před 2 měsíci +125

    যাদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে, কিন্তু তাদের না আছে ক্যারিয়ার, না আছে ভালো বাসার মানুষ, আর না আছে পরিবারের সাপোর্ট, শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের প্রতিটা ছেলের রিয়েল লাইফের সব কিছু নিয়েই যেন এই গানের প্রতিটা কথা, আর একটা কথা না বললেই না,শিরোনামহীন মানেই সবগুলো হৃদয় ভাঙ্গা মানুষের আবেগ।
    💔💔💔 💔💔💔

    • @MdArifHosanKhan
      @MdArifHosanKhan Před 2 měsíci

      ভাই 🥹😪😪

    • @shaonhai9212
      @shaonhai9212 Před 2 měsíci

      ৩০ এও যাএ ক্যারিয়ার হয় না তারে পরিবার থেকে লাথ দিয়ে বের করে দেওয়া উচিত।এইসব নলাদের কোনো কোয়ালিফিকেশনই নাই কিছু করার।

    • @Demaciasports
      @Demaciasports Před 2 měsíci

      😢😢😢

    • @ramurx4686
      @ramurx4686 Před 2 měsíci

      ভাই, গানটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? সবাই দেখি "দারুণ, মাস্টারপিস" এই গুলো লিখছে বাট কারো কাছে গানের মানে জানতে চাইলে কেউই বলতে পারছেনা। কাহিনি কি🤔
      ভাই "বিপন্ন দিশেহারা" এই কথাটা মানে যদি একটু বলতেন....
      আর "ফিরে তাকাও, অদম্য দুরন্ত সাগরের ঢেউ" এইটারই-বা কি মানে, যদি একটু বুঝিয়ে বলতেন....

    • @alamin-jj9bw
      @alamin-jj9bw Před 2 měsíci +1

      এই সব গান শুনতে হলেও একটা ক্লাস লাগে, সবার জন্য সব গান না,আপনি বরং হিরো আলম,মাহফুজ স্যার বা এই ধরনের সিঙ্গার দের গান শুনুন।

  • @Samanta-pb6py
    @Samanta-pb6py Před měsícem +59

    কি আর বলব, গত সাতদিন ধরে শুধুমাত্র এই গানটা ননস্টপ শুনছি। কি পরিমানে হার্ট টাচিং হতে পারে,ভাই!
    লিরিক্স,সুর, কম্পোজিশন' এত পারফেকশন 🤍
    শিরোনামহীন বেঁচে থাকুক আজীবন 🥂

    • @anontochowdhury
      @anontochowdhury Před měsícem +2

      ইশতিয়াকের গলায় একটা ভীষণ মায়া আছে, টানগুলো অসাধারণ ❤️

    • @Mdrayhan33043
      @Mdrayhan33043 Před měsícem

      ❤❤

  • @neelkontho3188
    @neelkontho3188 Před měsícem +12

    তুহিন ভাই চলে যাওয়ার পর মনে হয়েছিল শিরোনামহীন হয়তো সারভাইভ করতে পারবে না,
    সে মনে হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না কারণ তুহিন ভাই অসম্ভব ভালো একজন গায়ক এবং একই সাথে তুমুল জনপ্রিয় ।
    আনন্দের বিষয় হলো শিরোনামহীন সারভাইব করে গেছে |
    শুভকামনা শিরোনামহীন এর জন্য এবং শুভকামনা তুহিন ভাইয়ের জন্য |

  • @FTitumir
    @FTitumir Před měsícem +13

    “জানি শুধু কেউ কোথাও ভালো নেই।” 😢 কলিজায় লাগে!

  • @pokkenboykamruzzaman1870
    @pokkenboykamruzzaman1870 Před měsícem +8

    প্রতিদিন ফজরের নামাজ শেষে , ভোরের পরে , আমি যখন আমার মর্নিং ওয়াক শুরু করি , ঠিক তখনি আপনাদের 'জানে না কেউ ' গানটি দিয়ে আমার পথচলা শুরু করি।
    অনেক সেকেন্ড , অনেক মিনিট , অনেক ঘন্টা , অনেক দিন , অনেক মাস , অনেক - অনেক বছর পরে এতো সুন্দর সুর, কথা আর খুব প্রেম দিয়ে গাওয়া একটি গান শুনার সৌভাগ্য হলো আমার। শিরোনামহীনের সব ব্যান্ড মেম্বারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
    আপনার সবাই খুব ভালো থাকেন আর এই আমাদের জন্য এমন সুন্দর সুরের গান উপহার দেন, এই প্রত্যাশা করছি।

  • @Rockyuapbba
    @Rockyuapbba Před 27 dny +3

    Zia vai er mathai ay sundhor lyrics gulo j kmne ashe!!! One of the best lyricist and musician of our generation.

  • @sajoljpi5609
    @sajoljpi5609 Před 20 dny +4

    ❤ Love you.. shironamhin.. ❤
    বেচে থাকুক ভালোবাসা

  • @shatabdivobo
    @shatabdivobo Před 2 měsíci +104

    জিয়া ভাইয়ের লিরিক দশে দশ, সুর দশে দশ, কম্পোজিশন দশে দশ, আজ যুক্ত হলো ভিজ্যুয়াল ডিরেকশন দশে দশ। কী অদ্ভুত সুন্দর ঘোর লাগা গান। শিরোনামহীন মানেই ঘোর, মায়া, আস্ত ভালোবাসা...

    • @mustakimHasan1
      @mustakimHasan1 Před 2 měsíci

      জীবন যখন থেমে যাবে কোনো অজানায় রাস্তায় তখন নাহয় এই গান গুলো আবার প্রানে আবার আলো ফোঠাক❤❤

    • @ramurx4686
      @ramurx4686 Před měsícem

      ভাই লিরিক্সের মানে কি বুচ্ছেন? একটু বুঝিয়ে বলুন।

    • @MasudRana-yl8fr
      @MasudRana-yl8fr Před měsícem

      A😊😊kahiulqp​@@mustakimHasan1

    • @asifadnan312
      @asifadnan312 Před měsícem

      একদম ভাই, একদম। শিরোনামহীন যা করতেছে, বাংলাদেশের কোনো ব্যান্ডকে করতে দেখিনি। দেখবো বলেও মনে হয়না। অর্কেস্ট্রা তারপর এরকম ভিজ্যুয়াল। ভাইরে ভাই। স্ট্যান্ডার্ড অনেক উচুতে তুলে দিচ্ছে। বাকি ব্যান্ড গুলোর খেয়াল করা উচিত। ভালো মিউজিক আর মিউজিক রিলেটেড বিষয়ে মনোযোগ দেয়া উচিত। শিরোনামহীন বা জিয়া ভাই কিন্তু ট্রেন্ড, ইনফ্লুয়েন্সার এই সব লাইনে নাই, মিউজিকে আছে।

    • @biggdrive
      @biggdrive Před měsícem

      ​@@ramurx4686 কিছুই বোঝেন নাই?

  • @Nafis_Hridoy
    @Nafis_Hridoy Před 2 měsíci +42

    রাত ১২:৩৬ একটা মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের বুক ভরা কষ্টের সাথে সঙ্গী হওয়া ' জানেনা কেউ'
    ধন্যবাদ শিরোনামহীনকে এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য...

  • @Sam-Dip
    @Sam-Dip Před 2 měsíci +70

    হাজারো লেজেন্ড এর মধ্যে একটা কথা বলে যেতে চাই। যারা এসব গান শুনে। সত্যিকার অর্থে তাদের হৃদয়টা অনেক স্বচ্ছ। আগামী প্রজন্মের জন্য কমেন্টটি স্মৃতি স্বরূপ রেখে গেলাম।যতবার লাইক দিবেন ততবার গানটি শুনতে চলে আসব। ❤

  • @Ariful-Islam26143
    @Ariful-Islam26143 Před 2 měsíci +12

    এক কথায় অসাধারণ গান। শিরোনামহীন মানেই এক অনন্য।
    কমেন্ট করে সৃতি রেখে গেলাম, কেউ যদি রিপ্লাই দেয় আর নোটিফিকেশন আসে, তবে সেই নোটিফিকেশনে এসে বার বার শোনা হবে এই অনন্য গান।
    ধন্যবাদ শিরোনামহীন। 💝💝

  • @amittezaghosh4713
    @amittezaghosh4713 Před 2 měsíci +22

    গানের বিষয়ে কিছু বলার নেই। বরাবরের মতই তা অসাধারণ। যা আলাদা করে বেশী নজর কেড়েছে তা হচ্ছে এই গানের দৃশ্যায়ন, সেট আর নির্দেশনা। কি ছিলো না! ৩ টার মধ্যে ২ টা চমৎকার অর্থবহ ড্রোনশট, ২ টা অসাধারণ ডার্কশট, টাইমল্যাপ্স এবং রিভার্স টাইমল্যাপস শট!!❤❤❤
    👏👏👏👏👏

  • @mohiuddinislam4004
    @mohiuddinislam4004 Před 2 měsíci +46

    জানেনা কেউ,
    জানে শুধু আকাশের তারারা।
    জানেনা কেউ,
    বিপন্ন দিশেহারা।
    লাইন দুটি জীবনে সাথে পুরো মিলে যায়😥😥
    Love you shironamhin🥰🥰

  • @mridhulhasantamim.11
    @mridhulhasantamim.11 Před měsícem +6

    কি বলবো ভাই গত সাতদিন ধরে শুধু এই গানটা ননস্টপ শুনছি। কি পরিমাণ হার্ট টাচিং হতে পারে ভাই,,,, লিরিক্স,সুর কম্পোজিশন এত পারফেকশন ❣️
    শিরোনামহীন বেঁচে থাকুক আজীবন🫶

  • @sagarkarmakar7479
    @sagarkarmakar7479 Před měsícem +6

    যদি একটা দিন কাটাতে পারতাম শিরোনামহীন ব্যান্ডের আর্টিস্টদের সাথে।
    লেখকের শব্দের মাঝে নিজেকে হারিয়ে ফেলতাম,আবার গানের সুরে নিজেকে খুঁজে পেতাম, ব্যান্ডের প্রত্যেকটা মেম্বারদের ব্যক্তিত্ব নিজের মধ্যে ধারণ করে বাড়ি ফিরতাম।

  • @sukantabarua1652
    @sukantabarua1652 Před 2 měsíci +26

    বর্তমানে বাংলাদেশের famous যত band আছে সবগুলোর মধ্যে গান নিয়ে সবচেয়ে বেশি কাজ করছে খুবই প্রিয় band শিরোনামহীন।masterclass lyrics & composition এর সমন্বয়ে শিরোনামহীন দিয়ে যাচ্ছে একের পর এক হৃদয়স্পর্শী গান।🖤

    • @ramurx4686
      @ramurx4686 Před 2 měsíci +1

      গানের কথা গুলো যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম

  • @FilmInsightExplained1
    @FilmInsightExplained1 Před 2 měsíci +56

    গানে ভিউ কম দেখে হতাশ হবেন না কারণ এইসব ভালো গান শোনার রুচি সবার হয়না। যুগযুগ বেঁচে থাকুক শিরোনামহীন ❤

    • @sm.palashbabu4070
      @sm.palashbabu4070 Před 2 měsíci

      তোর রুচি কি সুইজারল্যান্ড থেকে আমদানি করা নাকি

    • @shaonhai9212
      @shaonhai9212 Před 2 měsíci +2

      😂😂😂বোরিং গান,হালারা সব একই রকম সুর এর গান বানায়

    • @abcdhakabangladesh6750
      @abcdhakabangladesh6750 Před 2 měsíci +5

      ​@@shaonhai9212 hip hop shunte hoile rendia song shunben. Apnr ei dhoroner gan shunar boyosh hoy nai 😉

    • @shaonhai9212
      @shaonhai9212 Před 2 měsíci

      @@abcdhakabangladesh6750 টাকলা ভাষা পরিহার করে বাংলা লেখা শিখুন।

    • @bwparvez5333
      @bwparvez5333 Před 2 měsíci +1

      ​@@shaonhai9212Chapri 😂

  • @piyalroy3339
    @piyalroy3339 Před měsícem +5

    হাজার বছর ঘুরে লেখা থাক শিরোনামে শিরোনামহীনের নাম।ভেতরটা তোলপাড় হয়ে যায় এই লিরিক্স শুনলেই।।কঠোর বাস্তবতার সন্ধান পেয়ে যাই🖤

  • @ishorjo8733
    @ishorjo8733 Před měsícem +6

    শিরোনামহীন'র গান গুলো খুবই রহস্যময় 🌸

  • @user-hx7kx4et2j
    @user-hx7kx4et2j Před 2 měsíci +29

    স্মৃতি রেখে গেলাম ২৫-০৪-২০২৪ বান্দরবান বগালেক আর্মি ক্যাম্প থেকে। ভালোবাসা অবিরাম শিরোনামহীন💙 RASEL

  • @arobindasarker3423
    @arobindasarker3423 Před 2 měsíci +13

    একটা একটা লিরিক্স যেন একেকটা ইউরিনিয়াম, এক কথায় কমপ্লিট পারমানবিক চুল্লি। ভালবাসা অবিরাম শিরোনামহীন। ❤❤

  • @planb4683
    @planb4683 Před měsícem +5

    Mind blowing, যতবার শুনি ততবার মন একটা করে কমেন্ট করে যেতে চাই

  • @kalambsl3344
    @kalambsl3344 Před měsícem +5

    শিরোনামহীন সব সময় শ্রোতাদের দারুণ সব গান উপহার দেয়..

  • @pdal1993
    @pdal1993 Před 2 měsíci +42

    'হাসিমুখ', 'অবেলায়' এর পর আরো একটি গান যুক্ত হল পছন্দের সেরা তালিকায় 'জানেনা কেউ'। ধন্যবাদ শিরোনামহীনকে এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য ❤❤

  • @dynamicmustak6792
    @dynamicmustak6792 Před 2 měsíci +58

    একা একা শুয়ে গানটি শুনছি। বয়স ২৭-এর কোটায়। বাইরে বাইরে সবার সাথে হাসিখুশি থাকলেও নিরবে খুবই বিষণ্ণ। "জানেনা কেউ" আসলেই কেউ জানেনা কতটা দিশেহারা হয়ে গেছি এই জীবন নিয়ে।

    • @abdulmukit6324
      @abdulmukit6324 Před 2 měsíci +2

      Bathroom e jaan, khecha den. All ok bhai.

    • @rupaakterbithi945
      @rupaakterbithi945 Před 2 měsíci +1

      প্রেম করেন সব ঠিক হয়ে যাবে

    • @dynamicmustak6792
      @dynamicmustak6792 Před 2 měsíci

      @@abdulmukit6324 মানে কি?

    • @dynamicmustak6792
      @dynamicmustak6792 Před 2 měsíci

      @@rupaakterbithi945 এসবের বয়স শেষ!

    • @ktsumon8415
      @ktsumon8415 Před 2 měsíci

      same to you brother 😢😢😢

  • @ABIRAHMEDMOMIN
    @ABIRAHMEDMOMIN Před měsícem +5

    শিরোনামহীন কোন Band না
    শিরোনামহীন হচ্ছে একটা বিশাল আবেগ ❤️
    সেরা ❤️‍🩹

  • @bappybarua8151
    @bappybarua8151 Před měsícem +6

    শিরোনামহীন আমার আবেগ 🌼

  • @mdrakib1173
    @mdrakib1173 Před 2 měsíci +39

    পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী। হোক সেটা তীব্র প্রেম কিংবা ঘৃণা; অথবা অপেক্ষা। যা কিছুই হোক না কেন মানুষ একদিন ঠিকই মানিয়ে নিবে, নয় মেনে নিবে। জীবন থেমে থাকবে না; কখনোই না, কারো জন্যই না। ❤

  • @asfakulrabby5
    @asfakulrabby5 Před měsícem +6

    অজানায় থেকে যাবে সব '
    জানবে না আমি ছাড়া কেউ💔🫀

  • @Ratan.tata......i
    @Ratan.tata......i Před měsícem +2

    sir first er flute er notes gulo just awesome❤❤❤

  • @user-kz1mo4pq9d
    @user-kz1mo4pq9d Před měsícem +4

    আহ এত সুন্দর একটা গান কতদিন পরে সুনলাম
    মনে পরছে না ❤

  • @kaifhasan3685
    @kaifhasan3685 Před 2 měsíci +30

    এই অবেলায়, জাদুকর,আবার হাসি মুখ,জানে না কেউ,,,,,,,,গান গুলো যেন এই ১৯ বছর বয়সেই আমাকে জড়িয়ে নিয়েছে💝💝💝
    অসংখ্য ধন্যবাদ শিরনামহীন💝💝

  • @pujaph448
    @pujaph448 Před 2 měsíci +36

    জানেনা কেউ, অবাধ্য সেই স্বপ্নের কোনো ডানা নেই। জানি শুধু,
    কেউ কোথাও ভালো নেই।। 🖤🥀

    • @TitasKarmokar
      @TitasKarmokar Před 2 měsíci +1

      জানে না কেউ,
      জানে শুধু আকাশের তারারা 🖤

    • @IsratJannat940
      @IsratJannat940 Před 2 měsíci +1

      জানে না কেউ, অবাধ্য সেই স্বপ্নের কোনো ডানা নেই। জানি শুধু কেউ কোথাও ভালো নেই !🖤😊

    • @pujaph448
      @pujaph448 Před 2 měsíci

      @@IsratJannat940 জানি শুধু ,, আমিইই ভাল নেই। সে দিব্যি ভাল আছে 💔🙂

    • @arifshariar7618
      @arifshariar7618 Před 2 měsíci

      @@IsratJannat940 ❤️❤️❤️

  • @Ahona4012
    @Ahona4012 Před měsícem +4

    শুধুই স্মৃতির পাতায় আবারও ফিরে চায় হেরে যায়.... আজ তার জন্যই এই গানটি শুনা জানি না কি বুঝাতে চেয়েছে এই গানটি দিয়ে তবে অনেক বেশি heal করেছে 🙂🙂🙂

  • @TravelWithSamir
    @TravelWithSamir Před měsícem +2

    কমেন্ট পড়ার পর বুঝতে পারলাম আমার মতো অনেকেই আছে যাদের জীবনের কথা এই গানে লেখা আছে। গানটা যতই শুনি ততই হারিয়ে যাই গানের কথায়। আমি জার্মানিতে থাকি। ১৯৯০ তে জন্ম। জার্মানি তে কোনো বন্ধু থাকলে ডাক দিও।

  • @SohelRana-vh7og
    @SohelRana-vh7og Před měsícem +4

    শিরোনামহীনের গানগুলো অসাধারণ। গানগুলো শুনলে কখনো ক্লান্তি আসে না। আমাদের মতো হেরে যাওয়া মানুষগুলোর জন্য গানগুলো ওষুধের মতো কাজ করে। ধন্যবাদ শিরোনামহীন ❤️❤️❤️

  • @mdjahangirtalukdar2397
    @mdjahangirtalukdar2397 Před 2 měsíci +15

    আমি কানাডার Manitoba থেকে !!!
    শুভেচ্ছা শিরোনামহীনের জন্য! চমৎকার কম্পোজিশন এবং লিরিক!!!

  • @ahmedatiqujjaman
    @ahmedatiqujjaman Před měsícem +2

    শিরোনামহীন বলেই কি সব মাষ্টারপিসের জন্ম দিতে হবে সবসময়?
    বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমাটোগ্রাফি এর আগে কেউ করেছে কিনা জানা নেই; কি দারুণ লিরিক্স, কি সুন্দর মেলোডি! কি দারুণ লোকেশন!
    এই গানটা আগামী একশো বছরেও পূরনো হবে না।

  • @sojolkhanhd733
    @sojolkhanhd733 Před měsícem +1

    হয়তো একদিন আমি অতীত হয়ে যাবো। তখনকার বর্তমান সময়ে যাদের প্লে লিস্টে এই গানটা থাকবে তাদের শ্রবণ রুচির জন্য জানাই সীমাহীন শ্রদ্ধা।

  • @symon8564
    @symon8564 Před 2 měsíci +10

    What a cinematography. Soft song. New flavour from Shironamhin.❤❤😊

  • @mdshrabon-rn4ki
    @mdshrabon-rn4ki Před 2 měsíci +11

    সিনেমা অটোগ্ৰাফি এক কথায়
    অসাধারণ ছিল..🔥🥰

  • @shad.2551
    @shad.2551 Před měsícem +2

    এই গানও একদিন "এই অবেলার" মতো ভাইরাল হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু আশা করব এই গান যেন টিকটকারদের না হয়।
    লিজেন্ড দের গান, অল্প সংখ্যক লিজেন্ড শ্রোতাদের জন্যই থাকুক।

  • @Abir_Faisal
    @Abir_Faisal Před měsícem +2

    Love's branch bare, no leaves to sway, Wings of desire are clipped, in disarray Maybe, you chase in your dreams And lose the time, you find nowhere to stay And for how long this blank heart echoes There is nothing left to loose, in this cruise that we two choose Rain weeps in my soul, loosing its way.
    Nevertheless
    I'm still weaving threads of dreams in the sky Do you wish? To break down this wall of lie

  • @tanverjobayer1292
    @tanverjobayer1292 Před 2 měsíci +8

    শিরোনামহীন মানে অন্যরকম ♥️জানি শুধু কেউ কোথাও ভালো নেই!!

  • @mhmunnaf
    @mhmunnaf Před 2 měsíci +3

    What a cinematography.
    Vocal,Violin,Piano,Guitar,bass,Cello💥💥
    flute solo!!!

  • @asifadnan312
    @asifadnan312 Před měsícem +2

    ইন্ট্রো গিটার প্লাকিং টা অসম্ভব সুন্দর। '৯০ এর ফ্লয়েড টাইপের গ্রুভ। তুলতে চেষ্টা করছি। শাফিন ভাইকে সালাম। প্রথম লম্বা বাঁশি টা অনেক লম্বা আর বোরিং হলেও বিষন্ন একটা সুর, তাই ভালো লাগে। গ্রেউভে ঢোকার পর বাঁশি টিউন টা বেশি জোস। সিম্পল হলেও বেশি জোস।

  • @bmkhalidhasan
    @bmkhalidhasan Před měsícem +3

    অনেকদিন পর ফিল করার মত এস্থেটিক গান শুনলাম! সাথে ভিজুয়ালাইজেশন টা পারফেক্ট! 💚

  • @gkibriakhaled
    @gkibriakhaled Před 2 měsíci +5

    জানেনা কেউ
    জানে শুধু আকাশের তারারা
    জানেনা কেউ
    বিপন্ন দিশেহারা......অসাধারণ ❤

  • @princeanik8266
    @princeanik8266 Před měsícem +3

    পৃথিবীর সবকিছু ক্ষণস্থায়ী, হোক সেটা তীব্র প্রেম কিনবা ঘৃণা। অথবা অপেক্ষা। যা কিছু হোক না কেন মানুষ একদিন ঠিকই মানিয়ে নিবে। জীবন থেমে থাকবে না। কখনোই না, করো জন্যই না ❤️🌼🖤

  • @Sumitslife
    @Sumitslife Před 3 dny

    ২০২৪ সালের সেরা একটি বাংলা গান, বার বার শুনতে ইচ্ছে হয়। ধন্যবাদ 'শিরনামহীন' ব্যান্ডের সকল কলাকৌশলি সহ মিউজিসিয়ান সবাইকে।

  • @surovynusrat9506
    @surovynusrat9506 Před měsícem +2

    জানেনা কেউ,জানে শুধু আকাশের তারারা....

  • @s.m.monzurmorshedsayeem7363
    @s.m.monzurmorshedsayeem7363 Před měsícem +4

    Another masterpiece after "Ei Obelay"

  • @Nazmuls35
    @Nazmuls35 Před 2 měsíci +310

    সেই বিসন্ন বিকেল বিপন্ন সময়। মানুষ জীবন্ত লাশ হয়েও বেঁচে থাকে এমন কিছু আবেগময় গান নিয়ে। আগামী প্রজন্মের জন্য এই কমেন্টটি রেখে গেলাম। যদি কেউ লাইক কমেন্ট করে তাহলে আবার গানটি শুনতে আসবো।🥀🥀🥀

    • @emonbosunia6077
      @emonbosunia6077 Před 2 měsíci +19

      এগুলা ফালতু কমেন্ট করা বাদ্দেন ভাই। সব জায়গায় একি ডায়লগ! আগামির জন্য রেখে গেলাম এই কমেন্ট 😂

    • @user-ux1fc9bx9j
      @user-ux1fc9bx9j Před 2 měsíci +4

      ভাই মনে হয় বেকার

    • @Aharafat10-kb7dw
      @Aharafat10-kb7dw Před 2 měsíci +6

      আপনিই সেই লোক না যে সকল গানের নিচে এরকম কমেন্ট করেন?🤣

    • @mahfuzurrahman7743
      @mahfuzurrahman7743 Před 2 měsíci

      আচ্ছা ঠিক আছে বোকাচন্দ্র 😆😅

    • @emtiazhosen2959
      @emtiazhosen2959 Před 2 měsíci +3

      এদের বলে ডিজিটাল ভিক্ষুক💀 লাইক এর জন্য সবজায়গায় সেম কমেন্ট পাওয়া যায়।

  • @kamruzzamantuhin9638
    @kamruzzamantuhin9638 Před měsícem +2

    Just touch my soul. Thnx Ziaur Rahman. ❤

  • @Mahodir
    @Mahodir Před měsícem +2

    আবারও ভালো লেগে গেল 🖤🖤

  • @MusicBarOfBangladeshMBOB
    @MusicBarOfBangladeshMBOB Před 2 měsíci +13

    শুধু স্মৃতির পাতায়, আবার ফিরে চায়
    হেরে যায় তোমারি আশায় 🖤🌸

  • @mamunsarker5227
    @mamunsarker5227 Před měsícem +3

    জীবন টা সাদা কালো টিভি এর মতো
    কোথাও কোনো রং নেই
    সারাদিন ক্যারিয়ার এর চিন্তা, ফ্যামিলির চাপ
    দিন শেঘে এই গানগুলো ছাড়া কোথাও রং খুজে পাই না,তাই তো বার বার বাংলা ব্যান্ডেই আটকে যাই।
    জানি আমার মতো অনেক প্রাণহীন দেহ গানগুলো শুনতে আসবে তারা আমার কমেন্ট এ একটা লাইক দিয়ে আমাকে আবার এই গান শুনার সুযোগ করে দিবেন।
    আমি বার বার হারিয়ে যেতে চাই এই গানের মাঝে🖤

  • @mdalifahmedali2575
    @mdalifahmedali2575 Před 2 měsíci +2

    আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀

    • @yoyotv2070
      @yoyotv2070 Před 2 měsíci

      No bro,yt suggest korchilo😊😂

  • @biplabmondal4339
    @biplabmondal4339 Před měsícem +2

    কিছু কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক❤️❤️❤️

  • @mdbijoysarkar539
    @mdbijoysarkar539 Před měsícem +3

    সত্যিই গানগুলো মন ছুঁয়ে যায় জীবনের সাথে পুরো মিলে যায় । আজ কমেন্ট করে গেলাম ।❤

  • @TawhidulislamTanim-qk7fd
    @TawhidulislamTanim-qk7fd Před měsícem +1

    মিলিয়ন বিউ ছেড়ে যাক আবেগ এ ভরা গানটির🖤

  • @user-yg8gs4ph9w
    @user-yg8gs4ph9w Před měsícem +1

    গতো কয়েকদিন ধরে বহু শত বার শুনেছি এই গানটা অনেক অনেক ধন্যবাদ শিরোনামহীন ব্যান্ডকে এতো সুন্দর একটা গান উপহার দেয়ার জন্য 🖤🌻

  • @mirafi10
    @mirafi10 Před 2 měsíci +11

    বাঁশির সুরটা জাস্ট ওয়াও
    একদম মনোমুগ্ধকর ❤

  • @Mohammad_Abu_Saleh_06
    @Mohammad_Abu_Saleh_06 Před 2 měsíci +4

    2:16 to 2:42 Just Awesome.
    I Don't Understand Bengoli, But Love This Song. I hope This Song will be other masterpieces. LOVE From Pakistan. 🇵🇰 🤝 🇧🇩

  • @RokonuzzamanRokon-info
    @RokonuzzamanRokon-info Před měsícem +2

    অসম্ভব সুন্দর একটা গান,,, সব দিক থেকেই পারফেক্ট ❤❤

  • @mithunkarmakar7953
    @mithunkarmakar7953 Před 2 měsíci +2

    একা একা শুয়ে গানটি শুনছি,,,বাইরে সবার সাথে হাসিখুশি।
    জানেনা কেউ,,অবাধ্য সেই স্বপ্নের কোনো ডানা নেই।।
    জানি শুধু,,,,
    কেউ কোথাও ভালো নেই।।

  • @Mehedi_Hasan_22
    @Mehedi_Hasan_22 Před měsícem +3

    Love ❤

  • @md.arifrayhanshuvo8177
    @md.arifrayhanshuvo8177 Před 2 měsíci +3

    ব্যান্ড শিরোনামহীনের সৌভাগ্য- এমন একজন অসাধারণ কবি তাদের জন্য গান লিখে!
    জিয়া ভাই বাংলাদেশের ব্যান্ড মিউজিকে অদ্বিতীয় একজন কবি। ভালো থাকবেন।

    • @asifadnan312
      @asifadnan312 Před měsícem +1

      সেটাই ভাই। জিয়া ভাই একজনই হয়। প্রতিভা বুঝতে বাংগালী অনেক দেরি করে ফেলে।

    • @md.arifrayhanshuvo8177
      @md.arifrayhanshuvo8177 Před 28 dny

      @@asifadnan312 exactly.. bangali vocal der k sudhu mone rakhe.. r kauke mone rakhe na!

  • @Birdslover3343
    @Birdslover3343 Před měsícem +2

    শিরোনামহীন বেঁচে থাকবে আজীবন সবার মাঝে 😅💔🥀 শিরোনামহীন একটা ব্রান্ড না একটা আবেগ 🍂

  • @rayhanrj755
    @rayhanrj755 Před měsícem +1

    জানে না কেউ
    জানে শুধু আকাশের তারারা😢
    হুম ঠিক তাই.....
    বিধাতার কাছে ইহকালে আর চাওয়ার কিছু নাই। সবাই সব কিছু পেয়ে গেলে হয়তো পৃথিবীটা এতো সুন্দর হতো না...

  • @user-jh4sz2rp7f
    @user-jh4sz2rp7f Před 2 měsíci +3

    জেল থেকে ৭ মাস পর বের হয়ে,এই গান হঠাৎ শুনে আমি খুব মুগ্ধ হয়ে গেছি

  • @duniya3211
    @duniya3211 Před měsícem +3

    গান টা রিলিস হবার কিছু দিন আগেই প্রিয় মানুষ টা ৫ বছর এর সম্পর্ক ৫ মিনিট এ শেষ করে দিছে।রেখে গেলাম কিছু কষ্ট কমেন্টে 😢

  • @Crushed07
    @Crushed07 Před 2 měsíci +2

    কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি,আপনাদের গান আছে বলেই হয়তো আমাদের মতো কিছু মানুষ বেঁচে আছে আজও।
    ভালোবাসা রইলো❤

  • @BappyKhanbangladesh
    @BappyKhanbangladesh Před měsícem +2

    চমৎকার কথা/সুর জিয়া, শুভ কামনা শিরোনামহীন

    • @shironamhin
      @shironamhin  Před měsícem +1

      A comment from a legend like you, means a lot. Respect.

  • @theloser9660
    @theloser9660 Před 2 měsíci +3

    ভালোবাসার কোন শাখা নেই,শুধু আছে শিরোনামহীন ভালোবাসা ।

  • @user-ou4oq4hw4l
    @user-ou4oq4hw4l Před 2 měsíci +2

    সেই বিষন্ন বিকেল_ বিপন্ন সময়.. বেদনায় _ তাই বিভ্রান্ত হৃদয়.. শুধু স্বৃতির পাতায়.. আবারও ফিরে চায়.. _ হেরে যায় তোমারি আশায় ❤️

  • @bengachi2212
    @bengachi2212 Před měsícem +2

    1:07 the guitar tune sounds like "ghumonto shohore" to me. By the way, a masterpiece have come up again. Thank you shironamhin.

  • @apuikbal4503
    @apuikbal4503 Před měsícem +2

    দারুন ❤ ..... সবসময় অপেক্ষায় থাকি শিরোনামহীন এর নতুন নতুন কালজয়ী সৃষ্টির জন্য .... অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইলো ♥️♥️🙏🙏

  • @Tarikul-36
    @Tarikul-36 Před 2 měsíci +3

    অসম্ভব সুন্দর একটা গান স্পেশালি গানের লিরিক্স গুলা।❤😊

  • @Ratin-Ishtiaq
    @Ratin-Ishtiaq Před 2 měsíci +2

    ধন্যবাদ মিতা শেখ ইশতিয়াক 😊 এত সুন্দর একটি গান আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য 🌺☺️

  • @koushikmondal7166
    @koushikmondal7166 Před měsícem +1

    106km অতিক্রম করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই কনসার্ট দেখেছি, আবার যে কবে দেখব সামনে থেকে ওপরওয়ালা জানেন। India থেকে অনেক ভালোবাসা জানাই শিরোনামহীন ব্যান্ডের সকলকে।❤

  • @MdMarup-hx4rq
    @MdMarup-hx4rq Před 2 měsíci +1

    যখনই শূন্যতা অনুভব করি তখনই এসব গান শুনতে আসি। যারা এই গানগুলো শুনে তারা হয়তো অন্য জগতের মানুষ। চির অমর হয়ে থাকুক গানগুলো।

  • @mahidul3d
    @mahidul3d Před měsícem +3

    কেউ কোথাও ভাল নেই 😢
    বেস্ট লাইন, 😢

  • @apurbobormon7333
    @apurbobormon7333 Před měsícem +3

    যারা এসব গান শুনে তাদের রুচিকার সম্মান জানায় 🌸❤️

  • @saashrafulislam3922
    @saashrafulislam3922 Před měsícem +1

    যখনি হঠাৎ একা হয়ে যাই। আর মনে হয় একটা গান শুনি। তখনি শিরোনামহীনের ভায়োলিন মিউজিক আর লিরিক্স। আহা..!
    যুক্ত হলো আজ থেকে আরো একটি নতুন ভালোলাগার ৭ মিনিট।

  • @zerotv9844
    @zerotv9844 Před měsícem +2

    জানেনা কেউ অবাধ্য সে স্বপ্নের ডানা নেই,
    জানি শুধু কোথাও কেউ ভালো নেই।

  • @zehad5409
    @zehad5409 Před 2 měsíci +2

    মানুষ জীবন্তলাশ হয়েও বেঁচে থাকে এমন কিছু আবেগময় গান নিয়ে

  • @bilatmousum6474
    @bilatmousum6474 Před 2 měsíci +3

    আহ❤❤❤,,শিরোনামহীন... আসলেই জানেনা কেউ💗😍😍😍👌👌

  • @Rafi-01888
    @Rafi-01888 Před měsícem +2

    জানেনা কেউ গান টা একবার শুনলে ইচ্ছে করে সারাক্ষণ শুনার জন্য ,, ধন্যবাদ শিরোনামহীন ❤️🥰ভালোবাসা নিবেন ❤️

  • @miskaturrahman12
    @miskaturrahman12 Před 2 měsíci +43

    রেখে গেলাম স্মৃতি কেউ লাইক দিলে আবার আসবো দেখতে ❤️‍🩹 আমার দেখা সেরা গান গুলোর একটা হল এটা ❤️‍🩹💥

    • @nuclyaRory
      @nuclyaRory Před 2 měsíci

      ভাই প্রতি পোস্ট এ কি তাহলে আপনিই এই কমেন্ট টা করেন? সব গানের কমেন্ট সেকশনে এই কমেন্ট।

    • @user-nc2fq8um1y
      @user-nc2fq8um1y Před 2 měsíci

      😂​@@nuclyaRory

    • @pritambanik3203
      @pritambanik3203 Před 9 dny

      Apne falan😂

  • @Chowa0804
    @Chowa0804 Před 2 měsíci +15

    জানি শুধু কেউ কোথাও ভালো নেই!! 🥀🖤

    • @asadbinalitamim3065
      @asadbinalitamim3065 Před 2 měsíci

      Asoley!🙂
      Accha apnr bari kothay jante pari?🙂

    • @bluesky4550
      @bluesky4550 Před 2 měsíci

      প্রায় এই সেম লিরিক এই অবেলায়ও

    • @Chowa0804
      @Chowa0804 Před 2 měsíci +1

      @@bluesky4550 Same e...okhane "jani sudhu" tuk nei

    • @TitasKarmokar
      @TitasKarmokar Před 2 měsíci

      আবাধ্য সেই স্বপ্নের কোনো ডানা নেই

    • @dkmusic5028
      @dkmusic5028 Před 2 měsíci

      women's like band music 🥱

  • @abirsarkar5575
    @abirsarkar5575 Před měsícem +2

    শিরোনামহীন মানেই রোগান্বিত মনকে সুস্থ করে তোলা,হতাশাগ্রস্ত কে তাজা করে তোলা,বিষন্নতা কে প্রাণ ফিরে দেয়া।

  • @ferdaus982
    @ferdaus982 Před měsícem +2

    ভালোবাসার কোনো শাখা নেই
    ইচ্ছা পাখা নেই যেমন। 🙃

  • @sanjuda007
    @sanjuda007 Před měsícem +2

    প্রিয় শিরোনামহীন❤

  • @PD-pranto-71
    @PD-pranto-71 Před 2 měsíci +3

    The best music video ever i seen in 2024 and the lyrics also fire man 🔥

  • @mayamoytanchangya4949
    @mayamoytanchangya4949 Před měsícem +2

    ইউটিউবে ধুকার পর এই গানের কথায় মনে পড়ে বারবার 🥺

  • @theunknownboy613
    @theunknownboy613 Před 2 měsíci +1

    লিরিক্স গুলো অসাধারণ।❤️💫

  • @ArifAshraf
    @ArifAshraf Před měsícem +3

    That bass solo and piano starting from 5:00 is deadly