মাছ চাষের প্রশ্নোত্তর পর্ব -১৪। পোনা পরিবহন কেমন ভাবে করবো

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • আমার জ্ঞান মত সঠিক উত্তর দিলাম। এর চাইতে উত্তম পন্থা থাকলে সেটা গ্রহণ করবেন। কোন বিষয়ে কমেন্ট করার সময় অবশ্যই জায়গার নাম লিখবেন। মাটির পরিচয় দিলে আমার উত্তর দিতে অনেক সুবিধা হবে। মাটির পরিচয় দিলে উত্তরটা যথাযথ হবে। ত্রুটি মার্জনীয়। 9641907232

Komentáře • 4

  • @mdullah1809
    @mdullah1809 Před 2 lety +1

    স্যার আসসালামু আলাইকুম।আমাদের একটি পুকুর রয়েছে।পুকুরের চারপাশের পার হয়েছে। বর্তমানে পুকুরের পানি সহ পুকুরের পরিমাণ হবে প্রায় 15 শতক।কিন্তু বর্ষাকালে পুকুরে জুন থেকে নভেম্বর পর্যন্ত প্রায় 3 থেকে 4 ফুট পানি থাকে ।তখন মোট পুকুরের পরিমাণ দাঁড়ায় প্রায় 80 থেকে 90 শতক। এক সপ্তাহ হল আমি প্রায় 400 মাছ ছেড়েছি কাপ জাতীয় মাছ মিশ্র মাছ। পুকুরে চুন দিয়েছি শতক প্রতি প্রায় দেড় থেকে দুই কেজি হবে। চুন দেয়ার 5 দিন পর পুকুরে মাছ ছেরেছি।কিন্তু কারণবশত সার দেওয়া সম্ভব হয়নি। পুকুরের চারপাশে অনেক হেলেঞ্চার লতাপাতা রয়েছে সার দিলে কি হেলেঞ্চা শাকের লতাপাতার নষ্ট করবে। বা লতাপাতা সার খেয়ে ফেলবে। সার দেয়া ছাড়াই যেহেতু আমি মাছ ছেড়ে দিয়েছি। এখন আমার কি করা উচিত। আপনার কাছে মূল্যবান মতামত চাচ্ছি। বর্ষাকালে বিলে যে পানি হয় তখন বিলে প্রচুর হেলেঞ্চার লতাপাতা থাকে তাতে কি মাছের কোন ক্ষতি হবে। কারণবশত আমি বস্তা জাতীয় ফিড ছাড়া অন্য খাবার উপরের দেওয়া সম্ভব হবে না।সে ক্ষেত্রে আমার কোন কোম্পানির ফিড মাছ কে খাওয়ালে ভালো হবে। খাবারের সাইজ টা কিরকম হবে যেহেতু কেজিতে 20 টি মাছ ছেরেছি

    • @mdkashemalifc8561
      @mdkashemalifc8561  Před 2 lety

      আপনার পুকুর প্রস্তুতি টা ঠিক হয়নি, কারন প্রথমে সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ দিয়ে তারপরে চুন দিতে হতো। তারপরে গোবর সার বা জৈব সার দিতে হতো,এরপর রাসায়নিক সার দেওয়া উচিত ছিল। হেলাঞ্চা গাছ বেশি থাকলে আপনার পুকুরের সার টানবে, তবে আপনি পুকুরের ৩/৫% জায়গায় জলজ আগাছা রাখতে পারেন।তবে অতিরিক্ত ভাবে হেলেঞ্চা গাছ থাকলে সেটাকে তুলে ফেলে তারপর সার ব্যবহার করা ভালো হবে।

  • @halimlaskar6177
    @halimlaskar6177 Před rokem

    ❤মাছে লাল দাগ হলে কি ঔযদ ব্যবহার করা যায় ।স্যার

    • @mdkashemalifc8561
      @mdkashemalifc8561  Před rokem

      Tetracycline group এর ঔষধ ব্যবহার করবেন।