ছৌ নাচে অশ্লীল গানের বিরুদ্ধে | কবিশিল্পী গোবিন্দলাল মাহাতোর ঝাঁঝালো বক্তব্য |

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2024
  • মানভূম সংস্কৃতির প্রচার ও প্রসার
    ছৌ নাচে অশ্লীল চটুল গানের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান, এবং আমাদের আদি সংস্কৃতিকে আঁকড়ে ধরে এগিয়ে চলুক আমাদের ছৌ ঝুমৈর।
    #chhounach #chhou_dance #chhoujhumur #kudmalijhumurgeet
  • Hudba

Komentáře • 1

  • @puruliaspecial
    @puruliaspecial Před měsícem

    সত্যিই ছৌ নাচ,,,,পুরুলিয়ার গর্ব,,, ছৌ,, ঝুমর ছাড়া চলে না,,, চলতে পারে না।
    তরকারির সঙ্গে নুন না হলে,,, তার সাদ পাওয়া যায়না,,, ঠিক তেমনি ছৌ এর সঙ্গে ঝুমুর না হলে তার স্বাদ অনুভূতি হয় না।
    গোবিন্দ বাবুকে অনেক ধন্যবাদ,,, তার মনের খেদ আজ, সকলের কাছে আবেদন করেছে।
    আমার মনে হয় এই সঙ্গে করম এর সুর পুরুলিয়ার ডিজে গানে বিকৃত করেছে,,, এ দিকেও নজর দিতে হবে।
    যাই হোক ঝুমুর প্রেমীদের এই পথ, পাথেয় করা বাঞ্ছনীয়।
    সংকৃতির সংগ্রামে সংগ্রামী অভিনন্দন ।