দ্বিতীয় বিশ্বযুদ্বের রনক্ষেত্র পোল্যান্ডে | Vlog-43 | 2024 | Rezwan Salman

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • স্লাভিক উপজাতিরা প্রথম দেশটিতে বসতি স্থাপন করে। দশম শতাব্দীতে পিয়াস্ট রাজবংশের শাসনামলে রাজ্য হিসেবে পোল্যান্ড সর্বপ্রথম আত্মপ্রকাশ করে। ৯৬৬ খ্রিষ্টাব্দে ব্যাপ্টিজম মতাবলম্বীরা দেশটিতে আসে এবং এ সময়ই তাদের প্রচেষ্টায় দেশটিতে খ্রিস্টধর্মের ব্যাপক প্রসার ঘটে।
    ষোড়শ শতকের শেষের দিককে পোল্যান্ডের ইতিহাসে স্বর্ণযুগ বলা চলে। এ সময়ই জাগিয়েলনীয় রাজবংশের তত্ত্বাবধানে পোল্যান্ড ইউরোপের সবচেয়ে বৃহৎ, সমৃদ্ধ ও প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়। ১৩৮৫ সালে পোলিশদের হাত ধরে পাশের রাজ্য লুথিয়ানায়ও খ্রিস্টধর্মের প্রচার ও প্রসার ঘটে। তখন পোলিশ-লিথুনিয়ান ইউনিয়ন গঠিত হয়, যা ৪০০ বছরেরও বেশি সময় ধরে চলে। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্য পোল্যান্ড-লুথিয়ানার ওপর তাদের আধিপত্য বিস্তার করতে চেষ্টা করে।
    ১৭৯১ সালের দিকে প্রতিবেশী রাষ্ট্র রাশিয়া, অস্ট্রিয়া ও প্রুশিয়া পোল্যান্ডকে অধিকার করে নিজেদের মধ্যে পোল্যান্ড রাজ্যটি ভাগ-বাটোয়ারা করে নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর দেশটি আবার স্বাধীনতার স্বাদ পায়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবার পোল্যান্ডের ওপর আঘাত আসে।
    ইতিহাস ঐতিহ্যের এই পোলান্ড্যে ঘুরতে পেরে খুবই ভালো লাগছে। ট্যুর পার্টনার ছিলো আনোয়ার ভাই আর অয়ন ভাই।
    রেজওয়ান সালমান
    ২৯/১২/২০২৩
    Copyright:
    DISCLAIMER: I hereby declare that I do not own the rights to this music/song. All rights belong to the owner.
    1. Diviners feat contacreast by NCS Release (CZcams)
    Rezwan Salman :- Follow me on Social Media :-
    Facebook : www.facebook.c....
    Instagram : ....
    Tiktok : www.tiktok.com/@rezwansalman
    #europe #bangladesh #travel

Komentáře • 13