About doing agricultural business in Juba city South Sudan.

Sdílet
Vložit
  • čas přidán 31. 03. 2024
  • An informed discussion about how to do agricultural business in South Sudan from the perspective of Bangladeshi entrepreneurs. The land is very fertile and rain fed. There are numerous rives and Sudd wetlands where farming is very much possible.

Komentáře • 17

  • @ashifabedin
    @ashifabedin Před 2 měsíci +2

    Love from BANGLADESH 🇧🇩

  • @gk_challenge_bd
    @gk_challenge_bd Před měsícem +2

    ব্যক্তিগত বিনিয়োগের চেয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের প্রয়োজন বেশি সাউথ সুদানে...এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা কল্যাণ সংস্থা অগ্রণী ভূমিকা পালন করতে পারে,একবার SKS সাফল্য ও বিনিয়োগের নিরাপত্তা দেখাতে পারলে,বাংলাদেশের অন্য Conglomerate গুলো ব্যবসার জন্য দক্ষিণ সুদানে ঝাপিয়ে পড়বে...

  • @nesaruddin7781
    @nesaruddin7781 Před měsícem +1

    যোগাযোগ করার একটি মাধ্যম দিলে ভাল হয়।

  • @shahariaevan6637
    @shahariaevan6637 Před měsícem +1

    ভাই আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

  • @JashimUddin-vy2cw
    @JashimUddin-vy2cw Před 2 měsíci +1

    স্যার আমি সাউথ সুদানে বা দক্ষিণ সুদানে যেতে চাই এবং ওখানে ছোটখাটো ব্যবসা করতে চাই বাংলাদেশের কাপড় এক্সপোর্ট করা যায় কিনা এই বিষয়ে আপনার সহযোগিতা চাই এবং ওইখানে কি ধরনের বিনিয়োগ করা যায় সেই বিষয়ে আপনার বক্তব্য খুবই স্পষ্ট ছিল খুবই ভালো লেগেছে ধন্যবাদ স্যার।

  • @masudrahman5158
    @masudrahman5158 Před 2 měsíci +2

    জেনারেল এবং মেজর সাহেবের কাছে একটা প্রশ্ন। দুঃখিত প্রশ্ন না, জানতে চাই। আপনাদেরকে প্রশ্ন করার মত যোগ্যতা আমার নাই। আমি আপনাদের নিয়মিত ফলোয়ার। সাউথ সুদানের মানুষের তো ইনকামই নেই মানে ক্রয় ক্ষমতাই তো নেই। তাহলে সেখানে ব্যবসাটা হবে কিভাবে? একটা দেশের মানুষের হাতে যদি টাকা না থাকে তাহলে সে কিনবে কিভাবে? কিউরিসিটি থেকে জানতে চাইলাম। ভালো থাকবেন।

    • @ahsaaaan
      @ahsaaaan Před měsícem +2

      উৎপাদন হবে সাউথ সুদানে, কারণ সেখানে প্রচুর জমি ও লোকবল আছে। তারপর পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। এরকমটাই আমি ধারণা করছি। তাছাড়া ওই দেশের সব মানুষই যে একবেলা খেয়ে বেঁচে থাকে সেরকম না। দরিদ্র হলেও ন্যূনতম কিছু আয় অনেকেরই আছে। দ্রব্যমূল্য নাগালের বাইরে হওয়ায় হয়ত ক্রয়ক্ষমতা শূন্যের কোঠায়। যেমন সাধারণ একটা রক্ত পরীক্ষা করতেই নাকি 100 ডলার লাগে, 5 এমবিপিএস ইন্টারনেটের মূল্য মাসিক 250 ডলার। যদি পণ্য উৎপাদন যথেষ্ট পরিমাণে হয়ে থাকে আর ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ে তাহলে পণ্যের দাম কমতে কমতে এক পর্যায়ে জনসাধারণের নাগালে আসা অস্বাভাবিক কিছু না। তাছাড়া ক্রমে বেড়ে ওঠা কৃষি ও শিল্প বাণিজ্য থেকে জনগণের আয়ের উৎস তৈরি হতে পারে এবং জীবনযাত্রার মান ধীরে ধীরে উন্নত হতে পারে। আফ্রিকার অনেক দেশেই এরকম হয়েছে। একটা দেশের ইকনোমি অনেক কিছুর ওপর নির্ভর করে এবং স্থানীয় মানুষের জীবন দেশের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে অনেকভাবে প্রভাবিত হয় যা আপাতদৃষ্টিতে বোঝা না গেলেও ভালোভাবে পর্যবেক্ষণ করলে নজরে আসে।

  • @jashimuddinahmed2935
    @jashimuddinahmed2935 Před měsícem +3

    আপনার সাথে যোগাযোগ করতে চাই।

  • @Arsalan_24
    @Arsalan_24 Před 9 dny

    how to contac with him??

  • @shamsuddin1245
    @shamsuddin1245 Před 28 dny

    ১০০ বিঘা জমি ১ বছরের জন্য লিজ নিলে কত টাকা খরচ হবে??

  • @sobarjonno_36
    @sobarjonno_36 Před měsícem

    কিভাবে মেজর জেনারেল স্যার এর সাথে যোগাযোগ করতে পারি?
    কোন মেইল এড্রেস আছে কি?

  • @rayhanmahbub3038
    @rayhanmahbub3038 Před 25 dny

    সাউথ সুদান গিয়ে বাংলাদেশিরা ছয়টা বাংলাদেশের সমান দেশে স্যারকে পাবে কি করে? তার সাথে যোগাযোগ করে গেলে ভালো হয়না?সে দেশে থাকলেও তো যোগাযোগ দরকার।শুধু ভিডিও বানিয়ে ছাড়লেই হয়না।এজন্যই বাংলাদেশের এতো ভোগান্তি। তার সাথে যোগাযোগ করার নাম্বার অথবা ইমেইল একটা কিছু দিন।

  • @Arsalan_24
    @Arsalan_24 Před 9 dny

    how to contac with him??