Video není dostupné.
Omlouváme se.

বর্ধমান কাটোয়া রেলের ইতিহাস | শেষ ন্যারো গেজ ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা |

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2019
  • বর্ধমান কাটোয়া রেল পথ আজ পুরোটা ব্রড গেজে রূপান্তরিত। এটি এখন ইস্টার্ন রেলের অধীনে।
    Background music - • Video
    subscribe button :
    • Video

Komentáře • 433

  • @amit-theboss923
    @amit-theboss923 Před 2 lety +59

    মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
    স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
    রঙ্গে রঙ্গে ছবি আঁকে😢

  • @Aritra551
    @Aritra551 Před 2 lety +42

    এতদিন আগের এতো সুন্দর video ভাবাই যায় না, মনটা জুড়িয়ে গেলো

  • @dbsworld6028
    @dbsworld6028 Před 3 lety +52

    নস্ট্যালজিক হয়ে গেলাম দাদা। চোখে জল চলে এল দেখে। বেড়ে ওঠা কাটোয়াতেই। আমার ঠাকুর্দা, বাবা ন্যারোগেজ লোকোতেই চাকরি করতেন। বাবা 5 বছর হল অবসর নিয়েছেন। কত যে স্মৃতি এই ছোটো লাইন ট্রেনকে নিয়ে তা শেষ হওয়ার নয়। ছোটবেলা থেকেই ছোটলাইন ট্রেনের চলাচল দেখে বড় হওয়া আমাদের। এখনো ছোটলাইন ট্রেন কে নিয়ে অধিকাংশ খবরের কাগজের কাটিং সযত্নে রাখা আছে। অনেক ধন্যবাদ আপনাকে। ইউটিউবের হঠাৎ রেকমেন্ডশনে আপনার এই ভিডিওটি খুঁজে পেলাম।

    • @amrabhabaghure2222
      @amrabhabaghure2222  Před 3 lety +2

      অনেক ধন্যবাদ আপনাকেও। পুরোনো স্মৃতি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য

    • @anantabiswas7063
      @anantabiswas7063 Před 2 lety

      ৈৈঐ্য

    • @dbsworld6028
      @dbsworld6028 Před 2 lety

      @@anantabiswas7063 ??

  • @surajitmondal823
    @surajitmondal823 Před 2 lety +19

    ছোটোবেলায় গ্রামে যেতাম এই ট্রেনে চড়ে। ট্রেনটি যখন শেষ যাত্রা করে সেদিনও চড়েছিলাম। আজ শুধু কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে আছে হারিয়ে যাওয়া ইতিহাসের স্মৃতি হিসাবে। আসা যাওয়ার মাঝে দেখতে প্রায়ই।
    আধুনিকতার প্রয়োজন তো অবশ্যই কিন্তু দার্জিলিং টয়ট্রেন বা কলকাতা ট্রামের মতো এটাকেও হেরিটেজ হিসাবে বাঁচানো যেতো।

  • @rahulofficial7828
    @rahulofficial7828 Před 2 lety +29

    আমি এই ট্রেনেই চেপে অনেক বার বর্ধমান গিয়েছি,,2004 থেকে 2013 মধ্যে,,, সত্যিই আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া এক স্মৃতি!!! অনেক ধন্যবাদ ইউটিউবার দাদাকে,,,যে এই রকম একটা ভিডিও ফুটেজ তুলে ধরার জন্য,,,🙏🙏

  • @kushalbhaskar4401
    @kushalbhaskar4401 Před 3 lety +125

    ১৯৭০ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এই ট্রেনের নিত‍্যযাত্রী ছিলাম আমি... আমার জীবনের সোনালী দিনগুলো মিলেমিশে আছে এই ট্রেনের সঙ্গে.... কত যে স্মৃতি এই লাইনকে নিয়ে

    • @avijitpramanick7520
      @avijitpramanick7520 Před 2 lety

      Akhon ke puro pure bandho.. ?? Katwa gale chorte parbo ..??

    • @rabinmondal8706
      @rabinmondal8706 Před 2 lety +3

      @@avijitpramanick7520 ২-৩ year holo bandho hyeche amr katwa bari 🙏🙏

    • @kushalbhaskar4401
      @kushalbhaskar4401 Před 2 lety

      @@avijitpramanick7520
      Ekhon baro line hoye geche.....

    • @skmahabubhossin5668
      @skmahabubhossin5668 Před 2 lety

      কিছু স্মৃতি কথা রোমন্থন করুন জানতে আগ্রহী ।

    • @mdmasumali7986
      @mdmasumali7986 Před 2 lety +2

      দাদা কাটোয়া কোন জেলায় অবস্থিত

  • @pritamdebnath2213
    @pritamdebnath2213 Před 2 lety +29

    পুরো ভিডিওটাই দারুন। ভিডিওর সব থেকে মন কেরেছে বাচ্চা মেয়েটির হাসি। যে মেয়েটি ঝুড়ি করে শুকনো গাছের ডাল নিয়ে যাচ্ছিলো।

  • @masudparvez904
    @masudparvez904 Před 3 lety +110

    আমি বাংলাদেশ থেকে দেখছি,তবু আমার অনেক আপন মনে হচ্ছে, স্টেশন গুলো কি সুন্দর বাংলা লেখা,আমাদের দেশের ছোট ছোট স্টেশন গুলো ও দেখতে এ রকম ই মনে হয়।আসলে আমরা মানচিত্রে আলাদা কিন্তু আর সবই একরকম।

    • @amrabhabaghure2222
      @amrabhabaghure2222  Před 3 lety +7

      একদমই তাই। মনে প্রাণে সবাই একই আমরা❤️

    • @latikachannel1917
      @latikachannel1917 Před 3 lety +9

      বাংলাদেশকে আমি নিজের দেশ মনে করি ।কারন আমার পূর্বপুরষ রা সব বাংলাদেশের , আর আমার দাদু পর্যন্ত।তবে
      আমার জন্ম India ।🇧🇩🇧🇩❤️❤️

    • @srmusicadhunik
      @srmusicadhunik Před 2 lety +9

      @@latikachannel1917 bap Dada ra to palie eseche opar theke. Tokhon onader Amar desh mone hoi ni?

    • @smartjeet364
      @smartjeet364 Před 2 lety +3

      @@srmusicadhunik you are right bro...

    • @anindyamitra2681
      @anindyamitra2681 Před 2 lety +2

      @@srmusicadhunik ekdm

  • @ankitamalakar8469
    @ankitamalakar8469 Před rokem +5

    কাল সারাদিন মনটা বিষন্নতায় ভরা ছিল কিন্তু যখন ই এই ভিডিও টা দেখলাম এক আকাশ সমান আনন্দে ভরে উঠছিলো মনটা যে এই ভিডিও টা বানিয়েছেন তাঁকে অনেক অনেক ধন্যবাদ,আবারো একবার ছোটবেলার এই সুন্দর স্মৃতিটাকে উপভোগ করার সুযোগ দেয়ার জন্য 🥹❤️

  • @skde1602
    @skde1602 Před 2 lety +11

    বেশ বেশ ভাল লাগল। পূরাণ দিনের স্মৃতী যিনিতুলে পোস্ট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ।

  • @kartickdas7460
    @kartickdas7460 Před 2 lety +6

    ১৯৮৬ খৃঃ, আমার তখন ২২ বছর বয়স। আমার এক বন্ধুর বাড়ি অগ্রদীপে। বর্ধমান স্টেশন থেকে কাটোয়া যাবার জন্য এই ট্রেনে চড়ে ছিলাম।সে এক অপূর্ব অনুভূতি।সমগ্র যাত্রাপথ কি যে ভালো লেগেছিল, তা বর্ণনা করার ভাষা আমার নেই।এই video র মাধ্যমে সেই যাত্রা পথের সুন্দর দৃশ্য গুলো আবার ফিরে পেলাম। আজ ৩৫ বছর অতিক্রান্ত। সেই কু ঝিক ঝিক ট্রেনও হারিয়ে গেছে আর আমার সেই বন্ধুও হারিয়ে গেছে।এই video টা এতো ভালো লাগলো যে channel টা subscribe করে ফেললাম। ধন্যবাদ "amra bhabaghure" কে।

  • @mamunmamun4766
    @mamunmamun4766 Před 2 lety +14

    আমার ধারনা কাজি নজরুল ইসলাম ও এই ট্রেন এ ভ্রমন করেছেন। যেহেতু তার বাড়ি বরধমানে ছিল, তাই নয় কি? সবশেষে বলছি অসাধারন। heart touching.

    • @bkmaji9422
      @bkmaji9422 Před 2 lety

      Right

    • @safiurrahaman743
      @safiurrahaman743 Před 2 lety

      Hmm bro

    • @BabuBabu-jc4om
      @BabuBabu-jc4om Před 2 lety +1

      না ভাই, কাজী নজরুল ইসলামের বাড়ি আসানসোলের কাছে চুরুলিয়া গ্রামে। তার বাড়ি থেকে এই রেললাইন অনেক দূরে

  • @pradipkumar1173
    @pradipkumar1173 Před 2 lety +4

    দারুণ,বলগনা থেকে কাটোয়া----- এ পথে ন্যারো গেজে চলাচল করার মন্দ-মধুর অভিজ্ঞতা হয়েছিল, পুনরায় মনে পড়লো সুন্দর বর্ণনা ও চলমান দৃশ্যে, নমস্কার, ধন্যবাদ

  • @subhrabaranghosh8424
    @subhrabaranghosh8424 Před 2 lety +4

    এই বর্ণনা এত মনোরম এত হৃদয়স্পর্শী! এ ভ্রমণকারীদের এই সাহিত্যমনস্কতাকে আন্তরিক সাধুবাদ জানাই।

  • @aftarmunshi2016
    @aftarmunshi2016 Před 2 lety +3

    সত্যি দাদুভাই আমার যৌবন স্মৃতি ফেরালে৷

  • @subhrabaranghosh8424
    @subhrabaranghosh8424 Před 2 lety +5

    ছোট রেল কে হারিয়ে যেতে দেওয়া উচিত নয় অন্তত পর্যটন ক্ষেত্রে রাখা যেতে পারে। এমন বহু জায়গা আছে যেখানে বড় ট্রেন যেতে পারবেনা অথবা যেখানে জীবন চলেছে ধীরগতিতে এবং দূর গ্রামের থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে, সেখানে ছোট রেল চালানো হোক। ধানের ক্ষেতের মধ্যে দিয়ে ছোটরেল যখন যেত সে এক অপূর্ব অভিজ্ঞতা।

  • @indrabairagya4317
    @indrabairagya4317 Před 2 lety +5

    ভীষন ভালো লাগলো দেখে ভিডিওটা, অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার ছোটবেলার, আমার বাড়ি ছিল বনকাপাসীর পাশের গ্ৰামে। ভিডিওটা দেখে আমার দুচোখ ভরে গেল জলে। মনে পড়ে যাচ্ছে কতো কতো কথা।।

  • @alokekumardas1805
    @alokekumardas1805 Před 2 lety +5

    খুব সুন্দর উপস্থাপনা। গ্রাম বাংলার সহজ সরল মানুষ গুলোর মুখ গুলো দেখতে বেশ ভাল লাগছিল। শিশুদের সারল্য, চারদিকের পরিবেশ সত্যিই এক আলাদা জগতের স্বাদ পেলাম। মনে হচ্ছিল যেন কয়েক মুহূর্তের জন্য প্রায় ১০০ বছর পিছনে চলে গেছি ! 🙄😉👌❤👍😆

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 Před 3 lety +31

    কেন আগে দেখিনি।আজ বড়ই কষ্ট হয়।কী যেন হারিয়ে ফেলেছি তাই আর ফিরে পাব না,--_

    • @amrabhabaghure2222
      @amrabhabaghure2222  Před 3 lety +2

      সত্যিই

    • @dbsworld6028
      @dbsworld6028 Před 3 lety +3

      সত্যিই স্যার, ভীষণ কষ্ট হয়। আবেগে চোখে জল চলে আসে।

    • @ShakilKhan-ow9xn
      @ShakilKhan-ow9xn Před 2 lety +2

      সত্যি খুব কষ্ট হয় ফেলে আসা দিনগুলোকে,আর একবার যদি ফিরে পেতাম তাহলে জীবন আবার নতুন করে সাজাতাম,,,,

    • @dharmarajnath3109
      @dharmarajnath3109 Před 2 lety

      @@ShakilKhan-ow9xn খুব সুন্দর কথা বললেন !!
      মন ছুয়ে গেল...
      ভালো থাকবেন l 🙏🙏

  • @sunilbanerjee6073
    @sunilbanerjee6073 Před 2 lety +8

    আমি এই গাড়ীর‌ একজন দীর্ঘ সময় এর যাত্রী ছিলাম,১৯৬০-১৯৭৪-৭৬ পর্যন্ত বর্ধমান থেকে বনকাপাসী ওখানে ই ছিল আমার মামার বাড়ি, দারুন লাগতো

    • @subhrabaranghosh8424
      @subhrabaranghosh8424 Před 2 lety +1

      বনকাপাসি রেলওয়ে স্টেশন কে আমরা পাই বনপলাশীর পদাবলী উপন্যাস ও সিনেমায় ‌

  • @purnachandrachandra3872
    @purnachandrachandra3872 Před 2 lety +2

    আমি জানিনা আমার এই লেখা তোমার ( যার কন্ঠ শুনলাম ) চোখে পড়বে কিনা? তোমাকে ভাই অজস্র অজস্র ধন্যবাদ । তোমার ভাষা চয়ন ও সুললিত কন্ঠে উপস্হাপনা আমাকে বিষম মুগ্ধ করেছে । আমার শৈশবে আমি মাত্র একবারই এই ট্রেনে চড়েছি । খুব আবছা মনে আছে । সালটা ১৯৫৭ হবে, আমি তখন চতুর্থ শ্রেণিতে পড়ি। তোমার এই সুমধুর বর্ণনায় নষ্টালজিক হয়ে পড়লাম । ভালো থেকো ভাই । ভালোবাসা রইল ।

  • @znexrahul981
    @znexrahul981 Před 3 lety +5

    কি অসাধারণ বর্ণনা ll খুব ভালো লাগলো

  • @villageviewofficial
    @villageviewofficial Před 3 lety +9

    এক সুন্দর দৃশ্য পুরোনো দিনের কথা মনে পরে গেল

    • @kalyandas6483
      @kalyandas6483 Před 2 lety

      Dhanabad dada amar purana sriti yayad karar jana, ami aaj sudur Rajasthan ar basinda

  • @somnathbagdhi5030
    @somnathbagdhi5030 Před 2 lety +4

    খুব সুন্দর লাগলো ধন্যবাদ আপনাকে সৌদি আরব থেকে

  • @apareshbhowmick7896
    @apareshbhowmick7896 Před 2 lety +2

    খুবই ভালো লাগল আপনার এই প্রয়াস,সত্যিই খুব nostalgic হয়ে পড়ছি ধন্যবাদ জানাই।

  • @shirshendu2060
    @shirshendu2060 Před 2 lety +3

    মনটা পুরো জুড়িয়ে গেলো

  • @sanjeebgoswami1131
    @sanjeebgoswami1131 Před 2 lety +3

    খুব ভালো লাগলো।আমাদের ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম আপনার সাথে।

  • @sibpadasarkar138
    @sibpadasarkar138 Před 2 lety +4

    খুব ভালো লাগলো। এই রকম ছোট লাইনের ট্রেনে চড়ার অভিগ্গতা আমার ও একবার হয়েছিল, নবদ্বীপ থেকে কৃষ্ণ নগর,সেই স্মৃতি টাই চোখের সামনে ভেসে উঠল। ধন্যবাদ।

  • @pappujohnassardar3095
    @pappujohnassardar3095 Před 2 lety +5

    বর্তমান ভারত সরকার কোনো Nostalgiaতে বিশ্বাসী নয়।সব কিছুরই যে আধুনিকরন করা বা পালটানো উচিৎ নয়, সেটা এদের পক্ষে বোঝা অসম্ভব।ভারতীয় রেলওয়ের কাছে পূনরায় বিবেচনা করার অনুরোধ রইলো।।।ধন্যবাদ।

    • @pikulsagain932
      @pikulsagain932 Před 2 lety

      রাজ্য সরকার ন্যারোগেজ রেল তুলে দেওয়ার পক্ষে ।

  • @Gorebchelevlogs.03
    @Gorebchelevlogs.03 Před 2 lety +2

    আমি চোড়েছি এই ছোট্ট ট্রেনে , কাটোয়া থেকে শীখন্ত পর্যন্ত চড়েছি , অনেক ছোট বেলার কথা মনে করিয়ে দিলো ভিডিও টা ,

  • @latifmonjur2505
    @latifmonjur2505 Před rokem +1

    কথাগুলি সাধারণ, অথচ কি অসাধারণ আবেগ। আজ আবারও দেখলাম এবং শেয়ার করলাম...

    • @amrabhabaghure2222
      @amrabhabaghure2222  Před rokem

      আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলে আছে অনেক ভ্রমণ ভিডিও। সেগুলো দেখুন, কমেন্ট করুন, ভালো লাগলে শেয়ার করুন।

  • @palashpaul5558
    @palashpaul5558 Před 2 lety +2

    খুব সুন্দর একটা ভিডিও, খুব খুব ভালো লাগলো

  • @bakulhalder3869
    @bakulhalder3869 Před 2 lety +15

    আমি একবার গিয়েছিলাম প্রায় ৪৫ বছর আগে, তখন ছিল স্টিম ইঞ্জিন।
    তার সৌন্দর্য ছিল আরো অনেক বেশী।

  • @kaliprasaddatta4022
    @kaliprasaddatta4022 Před 3 lety +8

    বলগোনা থেকে কৈচর যেতে হলে সাওতা ও নিগন ষ্টেশন পার হতে হয়।। সময় লাগে ব্রডগেজে কুড়ি মিনিট। আগে ছোট লাইনে সময় লাগত প্রায় আধঘণ্টা, 5মিনিট নয়। আমি কৈচর এলাকার বাসিন্দা। ঐ ট্রেন চলা 60 বছর ধরে দেখেছি। তাই ভুলটা ঠিক করার জন্য কথাগুলি লিখলাম।

  • @skmahabubhossin5668
    @skmahabubhossin5668 Před 2 lety +4

    আনুষ্ঠানিক ভাবে এই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে আমার খুব ইচ্ছা ছিল এই ট্রেনে ভ্রমনের কিন্তু সেই আশা আশায় থেকে গেলো । খুব ভালো লাগলো ধন্যবাদ ।

  • @sujitpurkayastha8275
    @sujitpurkayastha8275 Před 4 lety +5

    খুব ভালো লাগল।কত অজানা জায়গা আছে দেখবার ।

  • @anindyabakshi2010
    @anindyabakshi2010 Před 2 lety +3

    দেখার ইচ্ছা ছিলো... পূর্ণ হোলো 👍👍👍👍

  • @debapriyabiswas6974
    @debapriyabiswas6974 Před 2 lety +3

    সত্যিই অসাধারণ,
    আর আসবে না সেই দিন।
    বড় বেদনাদায়ক।

  • @pritiranjangoswami7517
    @pritiranjangoswami7517 Před 2 lety +2

    খুব ভালো ভিডিও তখন আমার কাছে স্মার্ট ফোন ও ছিল না। তাই এই হেরিটেজ জার্নি ধরে রাখতে পারিনি আপনার কাজ কে সম্মান জানিয়ে বলি আমার ছোটো বেলা স্কুলিং সব এটির সঙ্গে জুড়ে রয়েছে। অনেক নস্টালজিয়া কাজ করে যখন এই সব ভিডিও দেখি, এবং দেখতে দেখতে গ্রামের সেই অকৃত্রিম সরল নির্লোভ সাদাসিধে জীবনের কথা মনে পড়লো। এই সময় যা আমুল পরিবর্তন হয়ে গেছে। এখন কার ওখানের জীবন দেখলে বেশ কষ্ট হয়। ঢাক পেটাচ্ছি না, ওখানের মানুষের কথা কোনো দিন ভুলে যাবো না।

  • @haruroy2345
    @haruroy2345 Před 3 lety +7

    দাদা ভিডিও খুব ভালো লাগলো

  • @madhumita9935
    @madhumita9935 Před 2 lety +2

    Amar jiboner sob theke valo video dekhlam aaj
    Thanks for sharing us this heaven

  • @somnathmitra2448
    @somnathmitra2448 Před 3 lety +5

    ভীষণ ভীষণ ভালো লাগল

  • @susantamondal1758
    @susantamondal1758 Před dnem

    আমি বর্ধমান কাটোয়া যায় নি তবে আহমদপুর কাটোয়া অনেক বার গিয়েছি, তাই আমার মনের মধ্যেই এখনো ছোট লাইনের রেলের কথা মনে পরে, তাই পুরান সেই দিন গুলি ভুলতে পারি না।

  • @indramazumdar9383
    @indramazumdar9383 Před 2 lety +3

    Puro documentary ekta..just darun laglo..

  • @ShakilKhan-ow9xn
    @ShakilKhan-ow9xn Před 2 lety +4

    ভিডিও দেখে যে কি ভালো লেগেছে আপনাকে বুঝাতে পারবো না দাদা,,,সত্যি অনেক মিস করি ফেলে আসা দিনগুলোকে , বাংলাদেশ থেকে,

  • @animeshbanerjee7176
    @animeshbanerjee7176 Před 2 lety +2

    অতীতের এক ইতিহাসদেখালেন
    মনটাখুবভালোলাগলো

  • @vnskhan9114
    @vnskhan9114 Před 11 měsíci +1

    ধন্যবাদ দাদা আমাদের সাথে ভিডিওটি শেয়ার করার জন্য ❤

  • @soumitradas9756
    @soumitradas9756 Před 2 lety +1

    Darun laglo video ta. Sotti e khub pochondo holo. Eirokom aro nostalgic video banan.

  • @ashimgupta3238
    @ashimgupta3238 Před 2 lety +7

    Very nostalgic. Carry on to video of this type.

  • @pradipsasmalyoutubechannel6618

    এই ট্রেনে চাপাটা সৌভাগ্যের ব্যাপার। যা আমাদের নেই😢😢

  • @chiranjitghosh3941
    @chiranjitghosh3941 Před 2 lety +8

    সেই দিন গুলোই ভালো ছিলো।

  • @biplabdas356
    @biplabdas356 Před 2 lety +2

    আমি কখনো সুযোগ পাইনি এই ট্রেন চরা।।।
    প্রচুর মিস করি এখন ......অনেক ধন্যবাদ এই ভিডিও ফুটেজ টি দেওয়ার জন্য। ।।

  • @atanuzworld
    @atanuzworld Před 2 lety +1

    আমার শৈশবে Sripat Srikhanda যেতাম বাবার হাত ধরে। আমার দেশের বাড়ি। Steam Engine দিয়ে চলতো সেই রেলগাড়ি। সেই ভালো লাগার ছোঁয়া পেলাম আবার।

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 Před 3 lety +10

    কেন এই কষ্ট হয় আমার। সবার তো হয়না।।

    • @amrabhabaghure2222
      @amrabhabaghure2222  Před 3 lety +2

      এই কষ্ট সবার হবেনা, আমাদের হবে যারা হারিয়ে ফেলেছি বর্ধমান কাটোয়া, আমোদপুর কাটোয়া, বিডিআর অর্থাৎ বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে হাওড়া আমতা, হাওড়া শিয়াখালা, হাওড়া চাপাডাঙ্গা, কালীঘাট ফলতা- রেলওয়ে ইতিহাস আমি খুজে বেড়াই । ভবঘুরে চ্যানেলের সেসব আমি আনবো এক এক করে, দেখতে থাকুন ,সঙ্গে থাকুন।

    • @chanchalbasu2541
      @chanchalbasu2541 Před 3 lety +3

      স্মৃতি সততই সুখের !!

    • @saibalmitra145
      @saibalmitra145 Před 3 lety +2

      Nirmal babu , Apnar Moto Aamaro Bhison Kosto hoy

    • @user-nc3iz7hv7e
      @user-nc3iz7hv7e Před 2 lety

      @@amrabhabaghure2222 হাওড়া-আমতা রেল চলেনা আর?🤔
      কালীঘাট-ফলতা ট্রেন ছিলো কোন সময়ে, যদি বলেন...

  • @user-bz4wi9ij3j
    @user-bz4wi9ij3j Před 5 měsíci

    এক ইতিহাস মনে পরে গেল ! এখন ২০২৪সাল//২২বছর আগের কথা রাজস্থান থেকে বাড়ি ফিরছিলাম তখন দিন সময় মানুষ জন খুব খুব ভালো ছিল তাই আমি হাওড়া থেকে লাস্ট ট্রেনে বর্ধমান আসি সেই রাতে আমার আশ্রয় হয়েছিল সকলের প্রিয় ট্রেনটিতে!! আমার গ্রামের নাম সিঙ্গী !!মহাকবি কাশীরাম দাস জন্মভূমি

  • @tirthabhattacharya2755
    @tirthabhattacharya2755 Před 2 lety +3

    Uff আবার সেই ২০১২ সালের কথা মনে করিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দাদা😊🙏 আজ খুব MISS করি আগের দিনগুলো😥 দারুন লাগলো ভিডিও টা😍😍

  • @subhasishdutta8351
    @subhasishdutta8351 Před 2 lety +10

    সত্যি বলতে কি আপনার এই ভিডিওটি অনবদ্য। তবে মানুষ যেমন পুনর্জন্ম নিয়ে ফিরে আসে ঠিক তেমনই ভাবে এই ন্যারো গেজ ট্রেন আজকের দিনে ব্রড গেজ হয়ে ফিরে এসেছে। যা আজকের বর্ধমান কাটোয়া আমোদপুর লাইন। ভালো থেকো ছোট ট্রেন। ধন্যবাদ।

  • @soumyaroychowdhury7259
    @soumyaroychowdhury7259 Před rokem +1

    Thanks for making this exllent video # It's makes me Nostalgic ☺️🤗💐🕉️🙏🙋# I had travelled in that "Toy Train" powered by Steam Engine from Burdwan to Katwa in My Childhood on the way to Khagraghat> Baharampur>Bhagirathpur(village)- My Maternal Grandfather's Home in the decade of 1970's# Reminds Me of My Childhood's Golden Days # Happy Days were of My Childhood ☺️🤗🙋🫡💐🕉️🙏

  • @trivikramdharchowdhury9433

    Khub miss korbo ai rail

  • @dipankarbiswas5155
    @dipankarbiswas5155 Před 2 lety +1

    খুব সুন্দর দৃশ্য

  • @swaruppramanik12
    @swaruppramanik12 Před 2 lety +1

    ছেলে বেলায় গ্রামের বাড়ি যাওয়ার একমাত্র সওয়ারী। অনেক স্মৃতি জড়িয়ে আছে।

  • @subratanandy9808
    @subratanandy9808 Před 3 lety +2

    Khub sundor laglo video ta

  • @santanilbhattacharya2365
    @santanilbhattacharya2365 Před 2 lety +1

    বেশ ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

  • @latifmonjur2505
    @latifmonjur2505 Před 2 lety +2

    অসাধারণ উপস্থাপনা...

  • @biplabdas356
    @biplabdas356 Před 2 lety +1

    Very nice......khub moja peyechhi.thanks emon drissho dewar jonno.

  • @yogirajsadhu9621
    @yogirajsadhu9621 Před 2 lety +1

    এই ট্রেনের ছাদে চেপে ভাতাড় থেকে বর্ধমান যেতাম। এটা ছিলো সেই সময়ের নিত্যদিনের ঘটনা।

  • @avijitbose4184
    @avijitbose4184 Před 2 lety +7

    Nostalgic narration , good video .

  • @harichandsarkar6309
    @harichandsarkar6309 Před 2 lety +2

    আমার বাড়ি কাটোয়া, কিন্তু কখনোএই ট্রেন এ চড়ার অভিগ্গতা হয়নি আর কোনোদিন হবে না । অনেক আফসোস হয়।

  • @subhrakantidey2174
    @subhrakantidey2174 Před 5 lety +5

    Darun vedio ta...kintu amar ektai afsos ami kokhno nijer chokhe dekhlam na ei train

  • @gautamneogi2559
    @gautamneogi2559 Před 4 měsíci

    Excellent video. Khub valo laglo.Thank you.

  • @skeletonbro9939
    @skeletonbro9939 Před 2 lety +1

    খুব ভালো লাগল

  • @s.sghosh3539
    @s.sghosh3539 Před 2 lety +1

    অসাধারণ লাগলো ❤️।

  • @pritiranjangoswami7517
    @pritiranjangoswami7517 Před 2 lety +2

    অনেক ধন্যবাদ বিকেআর কে ডিজিটাল ফর্মে ধরে রাখার জন্য

  • @pikulsagain932
    @pikulsagain932 Před 2 lety +1

    ধন্যবাদ আপনাকে 🙏
    অনেকেরই অজানা এই রেলপথকে সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য ।

  • @sanjubasak2741
    @sanjubasak2741 Před 2 lety +2

    Khub Sundar Laglo apnader ei hriday chuye jawya video ti...!! Apnar barnauo atyanta pranbanto...!!! Ebang marmasparshi....!!!! Khuje Pete iccha kore ei poth din somay o Lok gulike...tader arombarhin....athocho....soundarjamayota ke...🙏❤️🙏

  • @shyamaprasadbanerjee861
    @shyamaprasadbanerjee861 Před 2 lety +3

    খুব সুন্দর তথ্য

  • @nabojitbhattacharjee6370
    @nabojitbhattacharjee6370 Před 2 lety +2

    মনটা জুড়িয়ে গেল যদি পারতাম এই ট্রেন টা চড়তে।

  • @sudipbhaumik7331
    @sudipbhaumik7331 Před 2 lety +4

    I travelled on this line by train powered by steam engine. Popular name was Martin Railway.

  • @sukhendra09
    @sukhendra09 Před 2 lety +2

    নগরায়ন যেন সব গ্রাস করে নিল। তবে এই ট্রেনে কেউ টিকিট কাটত না। আর নবদ্বীপ ঘাট- কৃষ্ণনগর রুট তো চিরকালের জন্য বন্ধ হয়ে গেল।

  • @rajibghosh4270
    @rajibghosh4270 Před 4 lety +6

    দারুণ

  • @ambikanathmukhopadhyay4123

    Khub bhalo hayechhe

  • @rupalidey1274
    @rupalidey1274 Před 2 lety +3

    Excellent presentation.

  • @surjyaroy5896
    @surjyaroy5896 Před 3 lety +3

    আমিও এই লাইন এ ভ্রমণ করেছি , বন্ধ হবার আগের বছর | আহমেদপুর কাটোয়া লাইন ট্রেন এও ভ্রমণ করেছি | আমার ছোট বয়সের ছোট ট্রেন এ চড়ার সপ্ন 50 + এ মিটিয়েছি |

  • @arunavabiswas2964
    @arunavabiswas2964 Před 2 lety +3

    Very nostalgic to me also.

  • @shailashelu8075
    @shailashelu8075 Před 2 lety +3

    Very very nostalgic! World heritage hote parto ai train!

  • @prabhatkumarbandopadhaya9845

    Oti sundor...very nice presentation...memories of Golden past.

  • @dinabandhuchattapadhyay2821

    It is nostalgic.I m from Bhatar.Onekber chepechhi ei train e

  • @ExplorerRafi
    @ExplorerRafi Před 2 lety +1

    Ashe pasher jayga gulo dekhe monei holo na je onno koko desh er ongsho dekchi Emon i lglo jemon amar Bangladesh er i kono ek gramer moddhe diye train ti jacche 😍😘🥰❤️
    Epar Bangla hok ba Opar Bangla duito sompurno ekk ek i gram ek I shohor ek i kotha kono pathokko dklam na ❤️❤️❤️

  • @soumyaghosal1959
    @soumyaghosal1959 Před 2 lety +2

    Narration ta durdanto... Puro nostalgic kore dilen apni.. Video simple othocho darun.. Hats off

  • @suvendudasgupta9227
    @suvendudasgupta9227 Před 2 lety +1

    MANY MANY THANKS FOR SHARING IT.

  • @somnathbagdhi5030
    @somnathbagdhi5030 Před 2 lety

    খুব সুন্দর লাগলো ভিডিও ধন্যবাদ আপনাকে সৌদি আরব থেকে

  • @Youtoo210
    @Youtoo210 Před 2 lety +3

    খুব ভালো লাগলো। দুর্লভ জিনিস। বিস্মৃত অক্ষর এর মত।
    কথা আরো কম হলে আরো উপভোগ্য হতো। প্রকৃতি আরেকটু বেশি ধরা দিত

  • @user-sz6yg8hr4m
    @user-sz6yg8hr4m Před 21 dnem

    আমি এই ট্রেনে প্রায় ৮ বছর চড়েছি, ১৯৮৯-১৯৯৬, খুব সুন্দর একটা অনুভূতি ছিল ......

    • @amrabhabaghure2222
      @amrabhabaghure2222  Před 13 dny

      ঠিক এরকম স্মৃতি জড়িয়ে আছে বিডি আরে ট্রেনের সাথে। স্মৃতির ছোটখাটো অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্টসের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

  • @asokbandyopadhyaya221
    @asokbandyopadhyaya221 Před 3 lety +4

    অনবদ্য। Down the memory lane!!!

  • @pralaykantiray3680
    @pralaykantiray3680 Před 2 lety +1

    দেখতে দেখতে nostalgic হয়ে পড়ছি

  • @nidhirambag2253
    @nidhirambag2253 Před 2 lety +3

    Khub valo laglo dada

  • @Sonarpura-BSB
    @Sonarpura-BSB Před měsícem +1

    OLD IS GOLD REAL NOSTALGIA

  • @endlessdsayan5568
    @endlessdsayan5568 Před 2 lety +6

    এই যাত্রা পথের অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্টেশন হলো নিগন ভিডিওটিতে এটি skip করা হয়েছে(আমি নিজে নিগন গ্রামের বাসিন্দা), ওভারঅল ভিডিওটি বেশ ভালো লাগলো। ট্রেনটির শেষ যাত্রার দিনও এতে সফর করেছি অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ট্রেনের সাথে।
    তবে একটা মারাত্মক ভুল কথা আপনার ভিডিওতে শুনতে পেলাম যে বলগোনা থেকে কৈচর যেতে সময় লাগলো ৫মিনিট ওটা এখনকার ব্রডগেজ- এও সম্ভব না এখনি সময় লাগে ২০মিনিট আগের ট্রেনটিতে সময় আরও অনেক বেশি লাগতো।

  • @pradipghosh640
    @pradipghosh640 Před 2 lety +1

    আমার এই দুঃখটা থেকেই গেল।খুব আফসোস করি।

  • @surya7764
    @surya7764 Před měsícem

    Sesher kotha guli anaboddhya. Jeno kono kobi tar sara jiboner obhigotar uposanhar tanlen. Khub valo laglo❤